নিয়তি গল্পের বহুনির্বাচনী প্রশ্নোত্তর (MCQ) বিস্তারিত জেনে নিন
প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে নিয়তি গল্পের বহুনির্বাচনী প্রশ্নোত্তর (MCQ) গুলো বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে নিয়তি গল্পের বহুনির্বাচনী প্রশ্নোত্তর (MCQ) গুলো বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
নিয়তি গল্পটি হুমায়ূন আহমেদের স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘আমার ছেলেবেলা’ থেকে নেওয়া হয়েছে। নিয়তি গল্পে লেখকের ছেলেবেলার স্মৃতি ও অনুভূতি অত্যন্ত হৃদয়গ্রাহীভাবে বর্ণিত হয়েছে। জমিদার বাড়ির কুকুরটি লেখকের ছোট ভাইকে কেউটে সাপের ছোবল থেকে বাঁচালেও তাকে মরতে হয়েছে তারই প্রভুর গুলিতে। এ যেন নিষ্ঠুর এক নিয়তি। ঘটনাটি লেখকের শিশুমনকে গভীরভাবে নাড়া দিয়েছিলো। পরবর্তীতে তিনি ঘটনার কারণটি বুঝতে পারলেও ঘটনার আকস্মিকতা কোনোদিনই ভুলতে পারেননি।
নিয়তি গল্পের বহুনির্বাচনী প্রশ্নোত্তর (MCQ)
১। তিন ভাইবোন কোথায় বসে গায়ে রোগ মাখে?
ক. উঠোনের ঘাসে খ. ঘরের বারান্দায়
গ. মন্দিরের চাতালে ঘ. বৈঠকখানায়
উত্তর: গ. মন্দিরের চাতালে।
২। বেঙ্গল টাইগারকে খানদানি বলা হয়েছিলো কেন?
ক. আদব-কায়দার জন্য খ. স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য
গ. সুন্দর চেহারার জন্য ঘ. বয়স হওয়ার জন্য
উত্তর: ক. আদব-কায়দার জন্য।
৩। নিয়তি গল্পের লেখক জগদলের দিনগুলোকে অদ্ভুত স্বপ্নময় বলেছেন কেন?
ক. অদ্ভুত স্বপ্ন দেখতেন বলে খ. রোমাঞ্চকর ঘটনায় পরিপূর্ণ ছিল বলে
গ. বাবার শাসন থেকে মুক্তি ছিলেন বলে ঘ. মহারাজার কুকুরটি সঙ্গে ছিল বলে
উত্তর: খ. রোমাঞ্চকর ঘটনায় পরিপূর্ণ ছিল বলে।
৪। জগদলে গিয়ে লেখক পড়াশোনার যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছিলেন কেন?
ক. সেখানে স্কুল ছিল না বলে খ. অসুস্থ হয়ে পড়েছিলেন বলে
গ. আর্থিক অবস্থা শোচনীয় ছিল বলে ঘ. স্কুলের শিক্ষক পরিবর্তন হয়েছিলো বলে
উত্তর: ক. সেখান স্কুল ছিল না বলে।
৫। লেখকের বাবার দৃষ্টিতে মহারাজার রুচি প্রশংসনীয় ছিল কেন?
ক. তারা পুস্তকসম্ভারের কারণে খ. খানদানি কুকুর পোষার কারণে
গ. সুদৃশ্য বাগান থাকার কারণে ঘ. সুরম্য অট্টালিকা তৈরির কারণে
উত্তর: ক. তার পুস্তকসম্ভারের কারণে।
৬। বিকেলে বেড়াতে গেলে লেখকের বাবা বন্দুক নিয়ে বের হতেন কেন?
ক. দস্যু আক্রমণের ভয় ছিল বলে খ. বনে চিতাবাঘ বের হতো বলে
গ. কুকুরে কামড়াতে পারে বলে ঘ. কেউটে সাপ কামড়াবে বলে
উত্তর: খ. বনে চিতাবাঘ বের হতো বলে।
৭। আনন্দ এবং আতঙ্কে শিউরে উঠতাম। নিয়তি গল্পে লেখক এই কথা বলেছেন কেন?
ক. চিতাবাঘ আক্রমণ করতে আসত বলে খ. বাড়ির চারপাশে সাপ ঘুরত বলে
গ. বন্ধুদের সাথে রোমাঞ্চকর গল্প হতো বলে ঘ. বন থেকে বিচিত্র সব শব্দ আসত বলে
উত্তর: ঘ. বন থেকে বিচিত্র সব শব্দ আসত বলে।
৮। মহারাজা বাড়িতে মিনি ছাপাখানার ব্যবস্থা করেছিলেন কেন?
ক. বই ছাপাতে খ. দাপ্তরিক কাজ করতে
গ. দাওয়াতের চিঠি ছাপাতে ঘ. কর্মসংস্থানের ব্যবস্থা করতে
উত্তর: গ. দাওয়াতের চিঠি ছাপাতে।
৯। লেখক জগদলে থাকাকালীন ম্যালেরিয়া কুখ্যাত ছিল কেন?
ক. শিশুদের আক্রমণ করত বলে খ. এই প্রকোপে মানুষ মরছিল বলে
গ. কোনোভাবেই প্রতিরোধ করা যেত না বলে ঘ. মহারাজাকে দেশত্যাগে বাধ্য করেছিলো বলে
উত্তর: খ. এর প্রকোপে মানুষ মরছিল বলে।
১০। লেখকের নিজেকে বিশাল দৈত্যের মতো মনে হতো কেন?
ক. জ্বরের ঘোরে খ. স্বপ্ন দেখে
গ. পড়ার ভয়ে ঘ. চোখের সমস্যায়
উত্তর: ক. জ্বরের ঘোরে।
১১। নিয়তি গল্পের সবচেয়ে বেদনাঘন ঘটনা কোনটি?
ক. লেখকদের জগদল ত্যাগ করা খ. বেঙ্গল টাইগারের মৃত্যু
গ. শাহীনকে সাপে কামড়ানো ঘ. মহারাজার ইন্ডিয়ায় চলে যাওয়া
উত্তর: খ. বেঙ্গল টাইগারের মৃত্যু।
১২। নিয়তি গল্পে কে নিয়তির নিষ্ঠুরতার শিকার হয়েছিলো?
ক. ইকবাল খ. লেখক
গ. বেঙ্গল টাইগার ঘ. কেউটে সাপ
উত্তর: গ. বেঙ্গল টাইগার।
১৩। লেখকের শৈশবের অদ্ভুত স্বপ্নময় কিছুদিন কোথায় কেটেছিলো?
ক. জগদলে খ. নেত্রকোনায়
গ. দিনাজপুরে ঘ. বগুড়ায়
উত্তর: ক. জগদলে।
১৪। জগদল কি ছিল না?
ক. খেলার মাঠ খ. পার্ক
গ. স্কুল ঘ. কলেজ
উত্তর: গ. স্কুল।
১৫। জগদলে থাকাকালীন লেখক কীসের মহানন্দ উপভোগ করেছিলেন?
ক. শিক্ষার খ. সুস্থতার
গ. ভক্তির ঘ. মুক্তির
উত্তর: ঘ. মুক্তির।
১৬। নিয়তি গল্পে লেখক পড়াশোনার বিষয়টিকে কী বলেছেন?
ক. যন্ত্রণার খ. আনন্দের
গ. সুখের ঘ. হতাশার
উত্তর: ক. যন্ত্রণার।
১৭। লেখকরা জগদলে কার বসতবাড়িতে থাকতেন?
ক. নিজেদের খ. মহারাজার
গ. দাদার ঘ. মামার
উত্তর: খ. মহারাজার।
১৮। মহারাজার বাড়িটি কার হাতে চলে গিয়েছিলো?
ক. লেখকের বাবার খ. ভারত সরকারের
গ. পাকিস্তান সরকারের ঘ. বাংলাদেশ সরকারের
উত্তর: গ. পাকিস্তান সরকারের।
১৯। মহারাজার বাড়িটির কোন তলায় লেখকরা থাকতেন?
ক. এক খ. দুই
গ. তিন ঘ. চার
উত্তর: ক. এক।
২০। মহারাজার বাড়িটির আয়তন কেমন ছিল?
ক. বিশাল খ. ছোট
গ. মাঝারি ঘ. ক্ষুদ্র
উত্তর: ক. বিশাল।
২১। মহারাজার বাড়িটি কেমন ছিল?
ক. নতুন খ. প্রাচীন
গ. জরাজীর্ণ ঘ. আধুনিক
উত্তর: খ. প্রাচীন।
২২। মহারাজার বাড়ির দোতলটা কী অবস্থায় ছিল?
ক. তালাবদ্ধ খ. ঝকঝকে
গ. উন্মুক্ত ঘ. বাসের অনুপযোগী
উত্তর: ক. তালাবদ্ধ।
২৩। কোন ঘরগুলোতে মহারাজার জিনিসপত্র রাখা ছিল?
ক. নিচের ঘরগুলোতে খ. উপরের ঘরগুলোতে
গ. উন্মুক্ত ঘরগুলোতে ঘ. তালাবদ্ধ ঘরগুলোতে
উত্তর: ঘ. তালাবদ্ধ ঘরগুলোতে।
২৪। লেখক মহারাজার নাম কাকে জিজ্ঞেস করেছিলেন?
ক. বাবাকে খ. দারোয়ানকে
গ. মাকে ঘ. মন্ত্রীকে
উত্তর: গ. মাকে।
২৫। মহারাজা কী ছিলেন বলে নিয়তি গল্পে লেখক উল্লেখ করেছেন?
ক. ক্ষমতাশালী খ. দুর্বল
গ. প্রচারবিমুখ ঘ. শক্তিশালী
উত্তর: ক. ক্ষমতাশালী।
২৬। মহারাজার বাড়িটি কোথায় ছিল?
ক. মাঠের মাঝে খ. জঙ্গলে
গ. পাঁচিলের মধ্যে ঘ. টিলার উপরে
উত্তর: খ. জঙ্গলে।
২৭। মহারাজার ক্ষমতার প্রমাণ বহন করে কোনটি?
ক. চিড়িয়াখানা খ. ছাপাখানা
গ. লঙ্গারখানা ঘ. সরাইখানা
উত্তর: খ. ছাপাখানা।
২৮। লেখক তাঁর বাবাকে অসংখ্যবার কী বিষয়ে বলতে শুনেছিলেন?
ক. মহারাজার ক্ষমতা খ. মহারাজার মহত্ব
গ. মহারাজার রুচি ঘ. মহারাজার সাহস
উত্তর: গ. মহারাজার রুচি।
২৯। লেখকের বাবা মহারাজার কী দেখে মুগ্ধ হয়েছিলো?
ক. ক্ষমতা খ. সাহস
গ. রুচি ঘ. মহত্ব
উত্তর: গ. রুচি।
৩০। প্রতিদিন লেখকের বাবা কী কাঁধে বনে যেতেন?
ক. খাবার খ. বন্দুক
গ. লাঠি ঘ. ঝোলা
উত্তর: খ. বন্দুক।
৩১। লেখকের বাবা প্রতিদিন কাঁধে করে গুলিভরা বন্দুক নিয়ে বনে যেতেন কেন?
ক. বাঘ শিকারে খ. পাখি শিকারে
গ. বেড়াতে ঘ. হাওয়া খেতে
উত্তর: গ. বেড়াতে।
৩২। বাবা প্রতিদিন কাঁধে বন্দুক নিয়ে কাকে সঙ্গে যেতে বলতেন?
ক. মাকে খ. লেখককে
গ. শাহীনকে ঘ. ইকবালকে
উত্তর: খ. লেখককে।
৩৩। লেখক তাঁর বাবার সঙ্গে কখন পর্যন্ত বনে ঘুরতেন?
ক. সকাল খ. বিকাল
গ. সন্ধ্যা ঘ. রাত
উত্তর: গ. সন্ধ্যা।
৩৪। লেখক বন থেকে কোন অবস্থায় ফিরতেন?
ক. ক্লান্ত খ. স্তম্ভিত
গ. হতাশ ঘ. বিরক্ত
উত্তর: ক. ক্লান্ত।
৩৫। ভাত খাওয়ার আগেই লেখকের চোখ জড়িয়ে কী আসত?
ক. ঘুম খ. ক্লান্তি
গ. ব্যথা ঘ. অবসাদ
উত্তর: ক. ঘুম।
৩৬। খাওয়ার আগেই লেখকের চোখ ঘুমে জড়িয়ে আসত কেন?
ক. ওষুধের প্রভাবে খ. লেখাপড়ার যন্ত্রণায়
গ. অসুখের কারণে ঘ. ভ্রমণের ক্লান্তিতে
উত্তর: ঘ. ভ্রমণের ক্লান্তিতে।
৩৭। বনের বিচিত্র শব্দ শুনে লেখক কী করতেন?
ক. চুপ করে থাকতেন খ. শিউরে উঠতেন
গ. নিশ্চিন্তে ঘুমাতেন ঘ. আনন্দিত হতেন
উত্তর: খ. শিউরে উঠতেন।
৩৮। জগদলে থাকাকালে একদিন কাঁপুনি দিয়ে লেখকের কী হলো?
ক. হাসি খ. কান্না
গ. জ্বর ঘ. ভয়
উত্তর: গ. জ্বর।
৩৯। নিয়তি গল্পে বর্ণিত সময়ে একবার কাউকে ম্যালেরিয়া ধরলে তার পুরোপুরি কী নিঃশেষ করে দিত বলে লেখক উল্লেখ করেছেন?
ক. দৃষ্টিশক্তি খ. জীবনীশক্তি
গ. চিন্তাশক্তি ঘ. শ্রবণ শক্তি
উত্তর: খ. জীবনীশক্তি।
৪০। নিয়তি গল্পে উল্লিখিত সময়ে ম্যালেরিয়া রোগটি এবং এতে মৃত্যু কেমন ব্যাপার ছিল?
ক. নৈমিত্তিক খ. অনিবার্য
গ. অস্বাভাবিক ঘ. অসম্ভব
উত্তর: ক. নৈমিত্তিক।
৪১। ম্যালেরিয়ার প্রতিষেধক হিসেবে লেখক কী খাচ্ছিলেন?
ক. কবিরাজের দাওয়াই খ. কুইনাইন
গ. নিমপাতার রস ঘ. ওরস্যালাইন
উত্তর: খ. কুইনাইন।
৪২। লেখকরা সপ্তাহের কোন বারে কুইনাইন খাচ্ছিলেন?
ক. শুক্রবার খ. শনিবার
গ. রবিবার ঘ. সোমবার
উত্তর: গ. রবিবার।
৪৩। ম্যালেরিয়ার প্রতিষেধক হিসেবে লেখক সপ্তাহের প্রতি রবিবার কত গ্রেন করে কুইনাইন খাচ্ছিলেন?
ক. দুই গ্রেন খ. তিন গ্রেন
গ. চার গ্রেন ঘ. পাঁচ গ্রেন
উত্তর: ঘ. পাঁচ গ্রেন।
৪৪। বাবা কোথা থেকে বদলির জন্য চেষ্টা-তদবির করতে লাগলেন?
ক. দিনাজপুর খ. বগুড়া
গ. নেত্রকোনা ঘ. জগদল
উত্তর: ঘ. জগদল।
৪৫। বাবার বদলির চেষ্টার কথা শুনে লেখকের মনের অবস্থা কেমন হলো?
ক. মন ভেঙ্গে গেল খ. হতভম্ব হয়ে গেলেন
গ. আনন্দিত হলেন ঘ. উৎসাহ হারালেন
উত্তর: ক. মন ভেঙ্গে গেল।
৪৬। হুমায়ূন আহমেদের জন্ম কত সালে?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৪৭ সালে ঘ. ১৯৪৮ সালে
উত্তর: ঘ. ১৯৪৮ সালে।
৪৭। হুমায়ূন আহমেদ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন কোন বিশ্ববিদ্যালয় থেকে?
ক. জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
গ. নর্থ ডাকোটা বিশ্ববিদ্যালয় ঘ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
উত্তর: খ. ঢাকা বিশ্ববিদ্যালয়।
৪৮। হুমায়ূণ আহমেদ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. দিনাজপুর খ. জামালপুর
গ. ময়মনসিংহ ঘ. নেত্রকোনা
উত্তর: ঘ. নেত্রকোনা।
৪৯। হুমায়ূণ আহমেদ কোন স্কুল থেকে মাধ্যমিক পাস করেন?
ক. দিনাজপুর জিলা স্কুল খ. বগুড়া জিলা স্কুল
গ. নেত্রকোনা জিলা স্কুল ঘ. ঢাকা জিলা স্কুল
উত্তর: খ. বগুড়া জিলা স্কুল।
৫০। কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে হুমায়ূন আহমেদের কর্মজীবন শুরু হয়?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয় খ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
গ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘ. জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়
উত্তর: ক. ঢাকা বিশ্ববিদ্যালয়।
৫১। হুমায়ূন আহমেদ রচিত গ্রন্থ সংখ্যা কত?
ক. দুই শতাধিক খ. তিন শতাধিক
গ. চার শতাধিক ঘ. পাঁচ শতাধিক
উত্তর: ক. দুই শতাধিক।
৫২। শঙ্খনীল কারগার হুমায়ূন আহমেদের কী ধরনের রচনা?
ক. নাটক খ. উপন্যাস
গ. প্রবন্ধ ঘ. জীবনী
উত্তর: খ. উপন্যাস।
৫৩। নিচের কোনটি হুমায়ূন আহমেদের নির্মিত চলচিত্র?
ক. রক্তকবরী খ. হাজার বছর ধরে
গ. আয়োময় ঘ. ঘেঁটুপুত্র কমলা
উত্তর: ঘ. ঘেঁটুপুত্র কমল।
৫৪। নিচের কোনটি হুমায়ূন আহমেদ বিখ্যাত চলচিত্র?
ক. প্রিয়তমেষু খ. আগুনের পরশমণি
গ. নীল অপরাজিতা ঘ. কোথাও কেউ নেই
উত্তর: খ. আগুনের পরশমণি।
৫৫। হুমায়ূন আহমেদ নেত্রকোনা জেলার কোথায় জন্মগ্রহণ করেন?
ক. মোহনগঞ্জ খ. কমলাকান্দ
গ. পূর্বধলা ঘ. বারহাট্টা
উত্তর: ক. মোহনগঞ্জ।
৫৬। হুমায়ূন আহমেদের মায়ের নাম কি?
ক. আমেনা বেগম খ. আয়শা ফয়েজ
গ. বেগম ফয়েজ ঘ. আয়শা আহমদ
উত্তর: খ. আয়শা ফয়েজ।
৫৭। হুমায়ূন আহমেদের বাবার নাম কি?
ক. ফয়েজ আহমেদ খ. ফয়জার রহমান আহমেদ
গ. আহমেদ ফয়েজ ঘ. আহমেদ ফয়জার রহমান
উত্তর: খ. ফয়জার রহমান আহমেদ।
৫৮। সাহিত্যে অবদানের জন্য হুমায়ূন আহমেদ কোন পদক পান?
ক. একাডেমি পদক খ. একুশে পদক
গ. রাষ্ট্রপতি পদক ঘ. স্বাধীনতা পদক
উত্তর: খ. একুশে পদক।
৫৯। হুমায়ূন আহমেদ কোন রোগে মৃত্যুবরণ করেন?
ক. কোলন ক্যান্সার খ. ম্যালেরিয়া
গ. হৃদরোগ ঘ. ডায়াবেটিস
উত্তর: ক. কোলন ক্যান্সার।
৬০। হুমায়ূন আহমেদ কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ২০১২ সালে খ. ২০১৩ সালে
গ. ২০১৪ সালে গ. ২০১৫ সালে
উত্তর: ক. ২০১২ সালে।
৬১। হুমায়ূন আহমেদ ২০১২ সালের কত তারিখে মৃত্যুবরণ করেন?
ক. ১৯ জুন খ. ১৯ জুলাই
গ. ২৯ জুলাই ঘ. ২৯ শে জুন
উত্তর: খ. ১৯ জুলাই।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url