তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতার (MCQ) জেনে নিন

প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতার (MCQ) গুলো বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতার (MCQ) গুলো বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতার (MCQ) জেনে নিন
তোমাকে পাওয়ার জন্য হে, স্বাধীনতা কবিতাটি কবি শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটি কবির বন্দী শিবির নামক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। এ কবিতায় ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞের বর্ণনা দেওয়া হয়েছে। অসহায় নারীর সহায়-সম্বল হারানো, স্বামীহারা নারীর ক্রন্দন, পিতা-মাতাহারা শিশুর করুণ আর্তনাদ ফুঠে উঠেছে কবিতাটিতে। এত আত্মত্যাগ যার উদ্দেশ্য সেই স্বাধীনতাকে বাঙালি একদিন ছিনিয়ে আনবেই, কবি সেই প্রত্যাশা করেছেন

তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতার (MCQ)

১। দানবের মতো চিৎকার করতে করতে কী এসেছিলো?
ক. পাকিস্তানিরা খ. ট্যাঙ্ক
গ. মাঝি ঘ. রাইফেল
উত্তর: খ. ট্যাঙ্ক।

২। তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো - এ পঙক্তিতে কীসের চিত্র আছে?
ক. স্বাধীনতার সুর খ. ধ্বংসের চিত্র
গ. গণ-আন্দোলনে রুপ ঘ. মুক্তিযুদ্ধের পটভূমি
উত্তর: খ. ধ্বংসের চিত্র।

৩। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, কবিতায় কুকুরের আর্তনাদ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. সতর্কসংকেত খ. প্রাকৃতিক প্রতিবাদ
গ. নবীন রক্তে প্রাণ স্পন্দন ঘ. হানাদারদের প্রতি ঘৃণা
উত্তর: খ. প্রাকৃতিক প্রতিবাদ।

৪। এখন মার চোখে শিশির-ভোর স্নেহের রোদে ভিটে ভরেছে। উদ্ধৃতাংশের মনোভাবের সাথে ভাবগত মিল রয়েছে কোন কবিতায়?
ক. সাহসী জননী বাংলা খ. আমি কোনো আগন্তুক নই
গ. তোমাকে পাওয়ার জন্যে হে, স্বাধীনতা ঘ. স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো
উত্তর: গ. তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা।

৫। স্বাধীনতার জন্য কপাল ভাঙল কার?
ক. সাকিনা বিবির খ. সগীর আলীর
গ. মতলব মিয়ার ঘ. অনাথ কিশোরীর
উত্তর: ক. সাকিনা বিবির।

৬। তোমাকে পাওয়ার জন্যে হে, স্বাধীনতা কবিতায় মেঘনা নদীর দক্ষ মাঝি কে?
ক. রুস্তম শেষ খ. কেষ্টদাস
গ. সগীর আলী ঘ. মতলব মিয়া
উত্তর: ঘ. মতলব মিয়া।

৭। শহরের বুকে জলপাই রঙের ট্যঙ্ক - কীসের প্রতীক?
ক. বীরত্বের খ. শৌর্যের
গ. বাহাদুরির ঘ. দানবের
উত্তর: ঘ. দানবের।

৮। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতায় খই ফোটাল দ্বারা কবি কী বুঝিয়েছেন?
ক. বিকট আওয়াজ খ. বীভৎস অবস্থা
গ. প্রচন্ড গুলি বর্ষণ ঘ. প্রবল আক্রমণ
উত্তর: গ. প্রচন্ড গুলি বর্ষণ।]

৯। তুমি আসবে বলে, হে স্বাধীনতা কথাটিতে প্রকাশ পেয়েছে
ক. প্রতীক্ষা খ. প্রতীক্ষা ও প্রত্যাশা
গ. অপেক্ষা ঘ. আগমন
উত্তর: খ. প্রতীক্ষা ও প্রত্যাশা।

১০। স্বাধীনতার জন্য কার সিঁধির সিঁদুর মুছে গেল?
ক. হরিদাসীর খ. লক্ষীরাণীর
গ. সুরবালার ঘ. দুর্গাদাসীর
উত্তর: ক. হরিদাসীর।

১১। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতায় নতুন নিশান দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. স্বাধীনতাকে খ. মানচিত্রকে
গ. পতাকাকে ঘ. মুক্তিযোদ্ধাকে
উত্তর: গ. পতাকাকে।

১২। এই তোমাকে আসতেই হবে স্বাধীনতা। পঙক্তিদ্বয়ে প্রকাশ পেয়েছে?
i. মুক্তির আকাঙ্ক্ষা
ii. দৃঢ় প্রত্যয়
iii. প্রতিবাদী মনোভাব

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

১৩। অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা-মাতার লাশের উপর - চরণটি নির্দেশ করছে
i. নির্মমতা
ii. নিষ্ঠুরতা
iii. বিবেকহীনতা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

১৪। সিঁথির সিঁদুর মুছে গেছে হরিদাসীর - উক্তিটি কবিতায় কোন ইঙ্গিত বহন করে?
ক. দুঃখ প্রকাশের খ. স্বজন হারানোর
গ. বিধ্বস্ত পরিস্থিতির ঘ. বিচ্ছেদ-বেদনার
উত্তর: খ. স্বজন হারানোর।

১৫। হাড্ডিসার অনাথ কিশোরী কোথায় বসে আছে?
ক. পথের ধারে খ. বাস্তুভিটায়
গ. ভগ্নস্তূপে ঘ. পিতামাতার লাশের উপর
উত্তর: ক. পথের ধারে।

১৬। নতুন নিশানা বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
ক. গোটা পৃথিবী খ. পৃথিবীর শেষ প্রান্ত
গ. স্বাধীন দেশের পতাকা ঘ. নতুন সন্ধানকৃত স্থান
উত্তর: গ. স্বাধীন দেশের পতাকা।

১৭। স্বাধীনতা কিভাবে আসবে বলে কবি মনে করেন?
ক. যুদ্ধ করে খ. স্বপ্নপূর্ণ করে
গ. নিশান উড়িয়ে ঘ. শত্রু ধ্বংস করে
উত্তর: গ. নিশান উড়িয়ে।

১৮। মোল্লাবাড়ির বিধবার ঘরটি কেমন ছিল?
ক. শান্তিপূর্ণ খ. ভগ্ন
গ. দগ্ধ ঘ. পরিপাটি
উত্তর: গ. দগ্ধ।

১৯। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় স্বাধীনতা শব্দটি কতবার এসেছে?
ক. ১১বার খ. ১২বার
গ. ১৩বার ঘ. ১৪বার
উত্তর: ক. ১১বার।

২০। তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা কবিতার কাদের নাম উল্লেখ রয়েছে?
ক. কেষ্টদাস, মতলব মিয়া, অবন ঠাকুর, বঙ্গবন্ধু খ. রুস্তম শেখ, কেষ্টদাস, মতলব মিয়া, সগীর আলী
গ. রুস্তম শেখ, মতলব মিয়া, সগীর আলী, অবন ঠাকুর ঘ. অবন ঠাকুর, বঙ্গবন্ধু, তিতুমীর, গাত্রী
উত্তর: খ. রুস্তম শেখ, কেষ্টদাস, মতলব মিয়া, সগীর আলী।


২১। জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোক কে?
ক. সগীর আলী খ. কেষ্ট দাস
গ. রুস্তম আলী ঘ. মতলব মিয়া
উত্তর: খ. কেষ্ট দাস।

২২। তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
ক. বন্দী শিবির থেকে খ. বিধ্বস্ত নীলিমা
গ. পদধ্বনি ঘ. দেশদ্রোহী হতে ইচ্ছে করে
উত্তর: ক. বন্দী শিবির থেকে।

২৩। তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতায় মতলব মিয়ার পরিচয় কি?
ক. জোয়ান কৃষক খ. সাহসী জেলে
গ. দক্ষ মাঝি ঘ. ঢাকার রিকশাওয়ালা
উত্তর: গ. দক্ষ মাঝি।

২৪। আমার বৃদ্ধ পিতার শরীরে এখন পশুদের প্রহারের চিহ্ন। উদ্দীপকের পশু তোমাকে পাওয়া জন্য হে স্বাধীনতা কবিতায় কাদের প্রতিনিধিত্ব কার?
ক. শাসকদের খ. শোষকদের
গ. হানদার বাহিনীর ঘ. বিরুদ্ধ শক্তির
উত্তর: গ. হানাদার বাহিনীর।

২৫। তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতায় প্রাকৃতিক প্রতিবাদ ওঠে কোথায়?
ক. মুক্তিযোদ্ধাদের প্রতিরোধে খ. সগীর আলীর কণ্ঠে
গ. পশুর কণ্ঠে ঘ. মোল্লার বাড়ির বউয়ের আচরণে
উত্তর: গ. পশুর কণ্ঠে।

২৬। থুত্থুরে বুড়োর চোখের নিচে কী?
ক. ঝুলে পড়া চামড়া খ. রাত জাগা কালো দাগ
গ. অপরাহ্নের দুর্বল ঝিলিক ঘ. শোকের অশ্রুধারা
উত্তর: গ. অপরাহ্নের দুর্বল ঝিলিক।

২৭। তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতায় অনাথ কিশোরীর থালা শূন্য কেন?
ক. তখনো পর্যন্ত সাহায্য জোটেনি খ. আরও সাহায্যের আশায় সে থালা শূন্য রাখে
গ. হানাদারের হামলা-লুটপাটে দেশ রিক্ত-নিঃস্ব বলে ঘ. কিশোরীটি সাহায্যের আশায় পথে বসেছে
উত্তর: গ. হানাদারের হামলা-লুটপাটে দেশ রিক্ত-নিঃস্ব বলে।

২৮। প্রভুর বাস্তুভিটায় আর্তনাতরত কুকুরটি হলো
i. জিঘাংসার প্রতীক
ii. হায়েনার প্রতি বিতশ্রদ্ধার প্রতীক
iii. প্রতিশোধপরায়ণতার প্রতীক

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

২৯। তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতার আলোকে এই বাংলার স্বাধীনতা আসবে
i. নতুন নিশান উড়িয়ে
ii. দামামা বাজিয়ে
iii. জ্বলন্ত ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৩০। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। এ উক্তিটিতে ফুটে উঠেছে
i. বিধ্বস্ত গাঁয়ের বীভৎস চিত্র
ii. পাকিস্তানি হায়েনা কর্তৃক পুড়িয়ে দেওয়া
iii. গ্রাম জ্বালিয়ে ছাই সংগ্রহ করা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

৩১। তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতায় কার ফুসফুস পোকার দখলে?
ক. রহিম শেখ খ. কাবুল শেখ
গ. কামাল শেখ ঘ. রুস্তম শেখ
উত্তর: ঘ. রুস্তম শেখ।

৩২। তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতায় বর্ণিত বিশেষ রাইফেলের নাম কী?
ক. থ্রি নট থ্রি খ. রিকয়েললেস
গ. রিকয়েল ঘ. থ্রি নট
উত্তর: খ. রিকয়েললেস।

৩৩। রিকয়েললেস রাইফেল, মেশিনগান - এগুলো কি?
ক. সামরিক যান খ. রণবাদ্য
গ. সেনাছাউনি ঘ. সমরাস্ত্র
উত্তর: ঘ. সমরাস্ত্র।

৩৫। পিতামাতার লাশের ওপর হামাগুড়ি দেয় কে?
ক. রাজাকার খ. মিলিটারি
গ. অবুঝ শিশু ঘ. হরিদাসী
উত্তর: ঘ. অবুঝ শিশু।

৩৬। অবুঝ শিশু কোথায় হামাগুড়ি দিল?
ক. পিতার ছবির উপর খ. ভাই-বোনের লাশের উপর
গ. পিতা-মাতার লাশের উপর ঘ. দাদা-দাদির লাশের ওপর
উত্তর: গ. পিতা-মাতা লাশের উপর।

৩৭। বাস্তু ভিটার ভগ্নস্তূপে কে একটানা আর্তনাদ করল?
ক. একটা বালক খ. একজন বৃদ্ধ
গ. একজন বিধবা ঘ. একটা কুকুর
উত্তর: ঘ. একটা কুকুর।

৩৮। মেশিনগান খই ফোটাল কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. ব্যাপক মানুষ হত্যা করল খ. খইয়ের মতো সাদা অবস্থা
গ. ব্যাপক অস্ত্রশস্ত্র নিয়ে এল ঘ. ব্যাপক গোলাবারুদ জড়ো হলো
উত্তর: ক. ব্যাপক মানুষ হত্যা করল।

৩৯। শহরে কোন রঙের ট্যাঙ্ক এলো?
ক. সবুজ রঙের খ. জলপাই রঙের
গ. নীল রঙের ঘ. কালো রঙের
উত্তর: খ. জলপাই রঙের।


৪০। গ্রামের পর গ্রাম ছাই হলো কেন?
ক. স্বাধীনতা সংগ্রামের জন্য খ. দুর্ভিক্ষের কারণে
গ. দেশবিভাগের জন্য ঘ. দুর্যোগের কারণে
উত্তর: ক. স্বাধীনতা সংগ্রামের জন্য।

৪১। স্বাধীনতার জন্য মোল্লাবাড়ির কে দাঁড়িয়ে আছে?
ক. এক বৃদ্ধ খ. এক বিধবা
গ. এক বালক ঘ. এক বৃদ্ধা
উত্তর: খ. এক বৃদ্ধা।

৪২। অনাথ কিশোরীর ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
ক. হাড্ডিসার খ. কঙ্কাল
গ. অস্থিচর্মসার ঘ. বিশালবপু
উত্তর: খ. হাড্ডিসার।

৪৩। তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা কবিতায় কার নাম পাওয়া যায়?
ক. সাগর আলী খ. কেষ্ট দাস
গ. মতলব আলী ঘ. হরি দাস
উত্তর: খ. কেষ্ট দাস।

৪৪। কার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে?
ক. বৃদ্ধের খ. নারীদের
গ. তেজি তরুণের ঘ. মতলব মিয়ার
উত্তর: গ. তেজি তরুণের।

৪৫। সবাই অধীর প্রতীক্ষা করছে কার জন্য?
ক. মুক্তিযোদ্ধাদের জন্য খ. নবীনদের জন্য
গ. প্রিয়জনের জন্য ঘ. স্বাধীনতার জন্য
উত্তর: ঘ. স্বাধীনতার জন্য।

৪৬। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বলতে কী বোঝানো হয়েছে?
ক. পৃথিবীর একপাশ খ. পৃথিবীর শেষপ্রান্ত
গ. গোটা পৃথিবী ঘ. পৃথিবীর মাঝামাঝি
উত্তর: গ. গোটা পৃথিবী।

৪৭। কারা এ দেশের স্বাধীনতাকে হরণ করেছিলো?
ক. পাকিস্তানিরা খ. রাজাকাররা
গ. মুক্তিবাহিনীরা ঘ. আলবদরা
উত্তর: ক. পাকিস্তানিরা।

৪৮। তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা কবিতার হরিদাসী কাকে হারিয়েছে?
ক. স্বামীকে খ. পুত্রকে
গ. কন্যাকে ঘ. পিতাকে
উত্তর: ক. স্বামীকে।

৪৯। তেজি তরুণ কী কাঁধে নিয়ে বনে-জঙ্গলে ঘুরে বেড়ায়?
ক. বেনয়েট খ. রাইফেল
গ. মেশিনগান ঘ. মর্টার শেল
উত্তর: খ. রাইফেল।

৫০। শহরের রাস্তায় রিকশা চালায় কে?
ক. রুস্তম শেখ খ. মালেক শেখ
গ. জমির শেখ ঘ. মতলব শেখ
উত্তর: ক. রুস্তম শেখ।

৫১। মোল্লা বাড়ির বিধবা খুঁটি ধরে দাঁড়িয়ে রয়েছে কেন?
ক. তার স্বামীকে হত্যা করা হয়েছে খ. তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে
গ. তার ছেলেকে হত্যা করা হয়েছে ঘ. তার সর্বস্ব কেড়ে নেওয়া হয়েছে বলে
উত্তর: খ. তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

৫২। সাকিনা বিবিরি কপাল ভাঙল বলতে কোনটি বোঝানো হয়েছে?
ক. সে কপালে আঘাত পেল খ. তার ভাগ্য অনুকূল নয়
গ. তার সর্বস্ব নষ্ট হয়ে েগল ঘ. স্বামী তাকে তালাক দিল
উত্তর: গ. তার সর্বস্ব নষ্ট হয়ে গেল।

৫৩। শহরের বুকে জলপাই রঙের কি এলো?
ক. দানব খ. সৈন্য
গ. ট্যাঙ্ক ঘ. শিশু
উত্তর: ঘ. ট্যাঙ্ক।

৫৪। একটানা আর্তনাত করল কে?
ক. একটা কুকুর খ. অবুঝ শিশু
গ. থুত্থুড়ে বুড়ো ঘ. দক্ষ মাঝি
উত্তর: ক. একটা কুকুর।

৫৫। মতলব মিয়া কি বলে নৌকা চালায়?
ক. বদর বদর খ. গাজী গাজী
গ. আল্লা-রাসুল ঘ. আলি আলি
উত্তর: খ. গাজী গাজী।

৫৬। তেজি তরুণ আসলে কে?
ক. কেষ্ট দাস খ. সগীর আলি
গ. গেরিলা যোদ্ধা ঘ. অচেনা যুবক
উত্তর: গ. গেরিলা যোদ্ধা।

৫৭। স্বাধীনতা পাওয়া জন্য রক্তগঙ্গায় ভাসতে হলো কেন?
ক. স্বাধীনতা রক্তপিপাসু বলে খ. স্বাধীনতার অপর নাম রক্ত বলে
গ. অনেক প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে বলে ঘ. স্বাধীনতা মানুষকে মুক্তি দিয় বলে
উত্তর: গ. অনেক প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে বলে।

৫৮। রক্তগঙ্গা বলতে বোঝানো হয়েছে
i. ব্যাপক প্রাণহানিকে
ii. লক্ষ লক্ষ বাঙালি হত্যাকে
iii. ব্যাপক সম্পদ লুটকে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

৫৯। একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে কথাটি ইঙ্গিত করে
i. স্বাধীনতা আসন্ন
ii. বাংলাদেশের অভ্যুদয় ঘটতে চলেছে
iii. অচিরেই দেশ স্বাধীন হবে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৬০। স্বাধীনতা আসবে বলে
i. ছাত্রাবাস, বস্তি উজাড় হলো
ii. রাইফেল আর মেশিনগান খই ফোটাল যত্রতন্ত্র
iii. ছাই হলো গ্রামের পর গ্রাম

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৬১। সিঁথির সিঁদুর মুছে গেল বলতে বোঝায়?
i. সন্তান মারা গেল
ii. স্বামী মরা গেল
iii. বিধবা হলে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii।


৬২। শহরে ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে উক্তিটির মর্মার্থ হলো
i. ধ্বংসযঙ্গের বীভৎসতা
ii. উচ্চস্বরে চিৎকার ধ্বনি
iii. ক্ষয়ক্ষতির ভয়াবহতা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।

৬৩। স্বাধীনতা হলো প্রতীক্ষামাণ
i. সগীর আলি
ii. মতলব আলি
iii. রুস্তম আলি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৬৪। বাংলাদেশের স্বাধীনতার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে?
i. সাকিনা বিবি সর্বস্ব হারিয়েছে
ii. হরিদাসী স্বামীহারা
iii. অবুঝ শিশু পিতামাতাহারা হয়ে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৬৫। তোমাকে পাওয়ার জন্য হে, স্বাধীনতা কবিতায় পাকিস্তানি মিলিটারিরা এদেশে
i. বস্তি উজাড় করে
ii. গণহত্যা চালায়
iii. গ্রাম পুড়িয়ে দেয়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৬৬। তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা কবিতায় অনাথ বা এতিম হলো
i. অবুঝ শিশু
ii. হাড্ডিসার কিশোরী
iii. সাকিনা ও হরিদাসী

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

৬৭। যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সে হলো
i. সেই তেজি তরুণ
ii. রাইফেল কাঁধে বেন-জঙ্গলে যে ঘুরে বেড়ায়
iii. যে দানবের মতো চিৎকার করে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

৬৮। কবি শামসুর রহমান তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতায় যাতে থুত্থুড়ে বুড়ো বলেছেন তিনি
i. উদাস দাওয়ায় বসে আছেন
ii. যাঁর চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলো ঝিলিক
iii. যাঁর বাতাসে নড়ছে চুল

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৬৯। কবি শামসুর রহমান থুত্থুরে বুড়োর যে পরিচয় দিয়েছেন তা থেকে বোঝা যায়?
i. বয়সের ভারে বিধ্বস্ত লোক
ii. যার বয়স অনেক হয়েছে
iii. চলাচল করতে যার কষ্ট হয়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৭০। তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতায় স্বাধীনতাকে আসতেই হবে
i. নতুন নিশান উড়িয়ে
ii. দামামা বাজিয়ে
iii. মেশিনগানে খই ফুটিয়ে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

৭১। কবি জলপাই রঙের ট্যাঙ্ককে দানব বলেছেন কারণ
i. দানব নির্মম ও নির্দয়ের প্রতীক বলে
ii. ট্যাঙ্ক থেকে এলোপাতাড়ি গুলি বর্ষণ হওয়ায়
iii. পশ্চিমা হায়েনারা ট্যাঙ্ককে আশ্রয় নেওয়ায়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৭২। তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতার অঢেল বিশ্বাস
i. বাঙালি একদিন দেশের স্বাধীনতা ছিনিয়ে আনবেই
ii. নতুন নিশান উড়িয়ে, বিজয় আসবেই
iii. অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা-মাতার লাশের ওপর

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

৭৩। কবি শামসুর রহমান তেজি তরুণকে নির্মাণ করেছেন
i. বীর মুক্তিযোদ্ধা হিসেবে
ii. হানাদার বাহিনীর সৈনিক হিসেবে
iii. দেশমাতৃকার দামাল বীর হিসেবে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।

৭৪। কবিতায় জলপাই রঙ্গের ট্যাঙ্কে যারা রয়েছে তারা হলো
i. স্বাধীনতা কর্মী
ii. স্বাধীনতা বিরোধী
iii. বাঙালির শত্রু

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii।


৭৫। তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতায় কবি শামসুর রহমান তাঁদের জয়গান গেয়েছেন, যাঁরা
i. দেশের স্বাধীনতার জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত
ii. স্বদেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ রাখতে চান না
iii. বাঙালির ন্যায্য দাবিকে দাবিয়ে রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতার জ্ঞানমূলক প্রশ্নোত্তর

১। কার সিঁথির সিঁদুর মুছে গলে?
উত্তর: হরিদাসীর।

২। দানবের মতো চিৎকার করতে করতে কী এসেছিলো?
উত্তর: জলপাই রঙের ট্যাঙ্ক এসেছিল।

৩। অধীর আগ্রহে সবাই বসে আছে কীসের প্রতীক্ষায়?
উত্তর: স্বাধীনতার প্রতীক্ষায়।

৪। জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোক কে?
উত্তর: কেষ্ট দাস।

৫। তোমাকে পাওয়ার জন্যে , হে স্বাধীনতা কবিতায় যততত্র খই ফোটাল কী?
উত্তর: রিকয়েললেস রাইফেল আর মেশিনগান যত্রতত্র খই ফোটাল।

৬। ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল কে?
উত্তর: একটা কুকুর।

৬। কবি শামসুর রহমানের পেশা কি ছিল?
উত্তর: সাংবাদিকতা।

জলপাই রঙের ট্যাঙ্ককে কবি দানব বলেছেন কেন?

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর ট্যাঙ্কগুলো হিংস্রতা ও সহিংসতাকে আশ্রয় করে দানবের মতো ক্ষিপ্রতায় শহরে প্রবেশ করেছিলো বলে কবি তাদের দানব বলে অভিহিত করেছেন। দানবের চরিত্রকে আশ্রয় করেই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ও তাদের সাঁজোয়া যানবহান শহরে প্রবেশ করে। মনুষ্যত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করে হত্যা করতে থাকে সাধারণ মানুষকে, যা বর্বরোচিত ও দানবোচিত। ট্যাঙ্কের মাধ্যমে পাকিস্তানি বাহিনীর এ সহিংস কার্যক্রমকে লক্ষ করেই কবি সেগুলোকে দানব বলে অভিহিত করেছেন।

একটা নতুন পৃথিবী জন্ম হতে চলেছে বলতে কবি কী বুঝিয়েছেন?

একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে বলতে কবি বাংলাদেশের স্বাধীনরুপে আবির্ভূত হওয়াকে বুঝিয়েছেন। তোমাকে পাওয়ার জন্যে হে, স্বাধীনতা কবিতায় কবি স্বাধীনতার জন্য যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে তুলে ধরেছেন। কত আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দেশকে পেয়েছি; কিন্তু আত্মত্যাগগুলো হয়েছিলো বলেই ১৯৭১ সালে বাংলাদেশ নতুন করে জন্ম লাভ করেছিল। আর সেটিকেই কবি বলতে চেয়েছেন একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে।

ছাত্রাবাস ও বস্তি উজাড় হলো কেন?

পাকিস্তানি বাহিনীর ভয়ংকর তান্ডবে ছাত্রাবাস ও বস্তি উজাড় হলো। যুদ্ধের শুরুতে পাকিস্তানি বাহিনী বাঙালিদের বীভৎস ও ভয়ংকর তান্ডব চালায়। তারা গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেয়। সেই আক্রমণ থেকে ছাত্রদের ছাত্রাবাস ও গবির মানুষের বস্তি রেহাই পায়নি। পাকিস্তানি বাহিনী সেখানে আক্রমণ করে এবং নির্বিচারে মানুুষ হত্যা করে তাদের সমস্ত বাসস্থান পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেয়।

ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তোলে বলতে কী বোঝানো হয়েছে?

ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তোলে বলতে স্বাধীনতার ধ্বনি বাঙালির হৃদয়ে ছড়িয়ে যাওয়াকে বোঝানো হয়েছে। ধ্বনি বাধাপ্রাপ্ত হয়ে সৃষ্ট স্থানে ফিরে আসলে তাকে প্রতিধ্বনি বলে। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এদেশের মানুষ মুক্তির স্বপ্ন দেখে। এ সময় পরম আকাক্ষিত স্বাধীনতা শব্দটিও তাই মুখে মুখে ছড়িয়ে পড়ে এদেশের মুক্তিকামী মানুষকে উজ্জীবিত করে তোলে।

আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় - কবি একথা বলেছেন কেন?

অধিকার আদায়ের জন্য বাঙালিকে বার বার রক্ত দিতে হয়েছে বলে কবি একথা বলেছেন। বাঙালি তারা জাতির জন্মলগ্ন হতেই নিষ্পেষণের শিকার। বহিঃশক্তি বার বারই নানাভাবে বাঙালির স্বাধীনতাকে হরণ করতে চেয়েছে; কিন্তু বাঙালি রুখে দাঁড়িয়েছে প্রবল প্রাণশক্তি দিয়ে। রক্তের বিনিময়ে অর্জন করে নিয়েছে ন্যায্য অধিকার তাই কবি বলেছেন আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়।

খান্ডবদাহন বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?

খান্ডবদাহন শব্দটির মধ্য দিয়ে পৌরণিক ঘটনার অবতারণা করে তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতায় কবি ভিনদেশি শত্রুদের দ্বারা বাংলাদেশকে জ্বালিয়ে ছারখার করার বিষয়টিকে উপস্থাপন করেছেন। পুরাণ অনুসারে দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের সহযোগিতায় অর্জুন খান্ডব বন দাহন করেছিলেন। এর ফলে সকল প্রাণীসহ নিঃশেষ হয়েছিলো সেই বন। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীও এদেশে ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি করেছিলো। এ বিষয়টি বোঝাতেই কবি খান্ডবদাহন শব্দটি ব্যবহার করেছেন।

উপসংহার

প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতার (MCQ) সহ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েছেন এবং উপকৃত হতে পেরেছেন। এ রকম আরো পোস্ট পড়তে আমাদের সাথেই থাকুন। প্রিয় পাঠক, এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url