আমি কোনো আগন্তুক নই কবিতার (MCQ) গুলো জেনে নিন
প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে আমি কোনো আগন্তুক নই কবিতার (MCQ) গুলো বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে আমি কোনো আগন্তুক নই কবিতার (MCQ) গুলো বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
আমি কোনো আগন্তুক নই কবিতাটি কবি আহসান হাবীবের দুই হাতে দুই আদিম পাথর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমি কোনো আগন্তুক নই কবিতায় মানুষ ও তার জন্মভূমির অবিচ্ছেদ্য সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে। এখানে কবি স্বদেশে তাঁর অধিকার ও অস্তিত্বের ঘোষণা দিয়েছেন। কবি স্বাপ্নিক নিয়মে এদেশেই থাকনে। তিনি এদেশের স্থায়ী বাসিন্দা। তিনি অন্য কোনো দেশ থেকে এখানে অতিথি হিসেবে আসেননি।
তিনি প্রকৃতির নানা উপাদান - ফুল, বাঁশবাগান, জোনাকি, পুকুর, ডুমুর গাছ, মাছরাঙা, বিকেলের ক্লান্ত পাখি, ধানের মঞ্জরী সবকিছুকে সাক্ষী রেখে নিজেকে এদেশেরই একজন বলেছেন। তিনি এদেশের মানুষ, বৈঠা, লাঙল, মাটির গন্ধ-সব চেনেন। তারাও তাঁকে চেনে। তাঁর গায়ে মাটির গন্ধ লেগে আছে। আমি কোনো আগন্তুক নই কবিতাটি স্বদেশপ্রেমের পরিচয়ে কবি দেশের সঙ্গে তাঁর অস্তিত্ব একীভূতভাবে দেখেছেন। এ কবিতা নামকরণেও জন্মভূমির সঙ্গে একাত্মতার বিষয়টি প্রতিফলিত হয়েছে।
আমি কোনো আগন্তুক নই কবিতার (MCQ)
১। আহসান হাবীব কার চিরচেন স্বজন?
ক. পাখির খ. কদম আলীর
গ. জোনাকির ঘ. জমিলার
উত্তর: খ. কদম আলীর।
২। কবি বৈঠায় লাঙলে হাত রাখতে বলেছেন কেন?
ক. শপথ নেয়ার জন্য খ. পরশ অনুভব করার জন্য
গ. কবিকে খুঁজে পাওয়ার জন্য ঘ. অস্তিত্ব প্রমাণ করার জন্য
উত্তর: খ. পরশ অনুভব করার জন্য।
৩। নিশিন্দা শব্দে অর্থ কী?
ক. ধানের মঞ্জরী খ. গ্রামীণ একধনের গাছ
গ. অভাবী শ্রেণির প্রতিনিধি ঘ. গভীর রাত
উত্তর: খ. গ্রামীণ একধরনের গাছ।
৪। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবিকে কে চেনে বলে উল্লেখ করেছেন?
ক. জোনাকি খ. বাঁশবাগান
গ. জমিনের ফুল ঘ. মাছরাঙা
উত্তর: ঘ. মাছরাঙা।
৪। আমি কোনো আগন্তুক নই কবিতায় উল্লিখিত বাতাস কেমন?
ক. ক্লান্ত খ. স্থির
গ. সিদ্ধ ঘ. জলজ
উত্তর: ঘ. জলজ।
৫। আমার দেশের মাটিতে আমার প্রাণ, নিতি লভে নব জীবনের সন্ধান, উদ্দীপকে প্রস্ফুটিত ভাবটি নিচের কোন কবিতায় প্রকাশ পেয়েছে?
ক. আমি কোনো আগন্তুক নই খ. সেইদিন এই মাঠ
গ. সাহসী জননী বাংলা ঘ. আমার পরিচয়
উত্তর: ক. আমি কোনো আগন্তুক নই।
৬। এখানে থাকার নাম সর্বত্রই থাকা এ চিত্রকল্পে ফুটে উঠেছে?
ক. স্বদেশে সান্নিধ্যের সর্বব্যাপকতা খ. স্বদেশ অনুভবের বিহ্বলতা
গ. স্বদেশপ্রেমের আকুলতা ঘ. স্বদেশের সব কিছুই চেনাজানা
উত্তর: ক. স্বদেশে সান্নিধ্যের সর্বব্যাপকতা।
৭। তারা জানে আমি কোনো আগন্তুক নই এই চরণে কবি কাদের কথা বলেছেন?
ক. খররৌদ্র, জলজ বাতাস খ. জলজ বাতাস, টলমল শিশির
গ. কার্তিকের ধান, চিরোল পাতা ঘ. নিশিন্দায় ছায়া, ধানের মঞ্জরী
উত্তর: ক. খররৌদ্র, জলজ বাতাস।
৮। কবি আহসান হাবিবের কবিতায় কীসের বিরুদ্ধে বক্তব্য ফুটে উঠেছে?
ক. শোষণ ও অনাচার খ. সামাজিক বৈষম্য
গ. সাম্প্রদায়িকতা ঘ. পরাধীনতা
উত্তর: খ. সামাজিক বৈষম্য।
৯। কবি আহসান হাবীবের শরীরে কী লেগে আছে?
ক. জলজ বাতাস খ. মাটির সুবাস
গ. টলমল শিশির ঘ. ধানের মঞ্জরী
উত্তর: খ. মাটির সুবাস।
১০। কদম আলী কীসে নত?
ক. অসুখে খ. বার্ধক্য
গ. ক্লান্তিতে ঘ. ধানের মঞ্জরী
উত্তর: ক. বার্ধক্য।
১১। স্নিগ্ধ মাটির সুবাস দ্বারা কবি কী বুঝিয়েছেন?
ক. মনোহর প্রকৃতি খ. আকর্ষণীয় গ্রামবাংলা
গ. কাদামাটির গন্ধ ঘ. গ্রামের সঙ্গে যোগসূত্র
উত্তর: ঘ. গ্রামের সঙ্গে যোগসূত্র।
১২। আহসান হাবীব এর কিশোর পাঠ্য উপন্যাস কোনটি?
ক. রানী খালের সাঁকো খ. মেঘ বলে চৈত্রে যাবো
গ. জোছনা রাতের গল্প ঘ. ছুটির দিন দুপুরে
উত্তর: খ. রানী খালের সাঁকোর।
১৩। কবি আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. ছায়াহরিণ খ. সারা দুপুর
গ. আশায় বসতি ঘ. রাত্রিশেষ
উত্তর: ঘ. রাত্রিশেষ।
১৪। অকাল বাধ্যক্যে নত কে?
ক. জমিলার মা খ. সখিনার মা
গ. কদম আলী ঘ. সগীর আলী
উত্তর: গ. কদম আলী।
১৫। খোদার কসম আমি ভিনদেশি পথিক নই আমি আগন্তুক নই। কবির এই বলিষ্ঠ উচ্চারণের পেছনে যে চেতনা সক্রিয় ছিল
i. প্রকৃতি ও জীবনের প্রতি সুগভীর আসক্তি
ii. জন্মভূমির সাথে তার সে অবিচ্ছিন্ন সম্পর্ক
iii. স্বদেশের অস্তিত্বের সাথেই তার অস্তিত্ব বাঁধা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
১৬। আমি কোনো আগন্তুক নই কবিতার রচয়িতা কে?
ক. কামাল চৌধুরী খ. আহসান হাবীব
গ. নির্মলেন্দু গুণ ঘ. জীবনানন্দ দাশ
উত্তর: খ. আহসান হাবীব।
১৭। আমি কোনো আগন্তুক নই কবিতার প্রথম পঙক্তি কোনটি?
ক. আমি কোনো অভ্যাগত নই খ. আমি কোনো আগন্তুক নই
গ. আসমানের তারা সাক্ষী ঘ. খোদার কসম আমি কোনো ভিনদেশী নয়
উত্তর: গ. আসমানের তারা সাক্ষী।
১৮। রানী খালের সাঁকো কীরূপ গ্রন্থ?
ক. কিশোরপাঠ্য উপন্যাস খ. শিশুপাঠ্য উপন্যাস
গ. কিশোরপাঠ্য কাব্যগ্রন্থ ঘ. শিশুপাঠ্য কাব্যগ্রন্থ
উত্তর: ক. কিশোরপাঠ্য উপন্যাস।
১৯। আমি কোনো আগন্তুক নই কবিতার কবি স্নিগ্ধ মাটির সুবাস বলতে কি বুঝিয়েছেন?
ক. সুবাসিত ও উর্বর মাটি খ. কাজল মিশ্রিত মাটি
গ. কোমল ও সুবসিত গ্রামবাংলা ঘ. মায়াবী ও আকর্ষণীয় গ্রামবাংলা
উত্তর: ঘ. মায়াবী ও আকর্ষণীয় গ্রামবাংলা।
২০। আমি কোনো আগন্তুক নই কবিতার সাক্ষী পুকুরটি কোন দিকে অবস্থিত?
ক. উত্তর খ. দক্ষিণ
গ. পূর্ব ঘ. পশ্চিম
উত্তর: গ. পূর্ব।
২১। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি আসমানের তারাকে সাক্ষী মেনেছেন কেন?
ক. শাশ্বত অবস্থানের গুরুত্বে খ. রাতের আলো দেয় বলে
গ. আকাশে মিটিমিটি জলে বলে ঘ. কবির খুব পছন্দের বলে
উত্তর: ক. শাশ্বত অবস্থানের গুরুত্বে।
২২। আমি কোনো আগন্তুক নই কবিতার কোন ধরনের পাখিরা কবিকে চেনে?
ক. ক্লান্ত বিকেলের পাখিরা খ. হাওর-বিলের পাখিরা
গ. অতিথি পাখিরা ঘ. শিকারি পাখিরা
উত্তর: ক. ক্লান্ত বিকেলের পাখিরা।
২৩। আমার দেশের মাটিতে মেশানো আমার প্রাণের ঘ্রাণ এই চরণটির সাথে কোন চরণের সাদৃশ্য রয়েছে?
ক. হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে খ. সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে গ. সামনে ধু ধু নদীর কিনার আমার অস্তিত্বে গাঁধা ঘ. সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই
উত্তর: গ. সামনে ধু ধু নদীর কিনার আমার অস্তিত্বে গাঁধা।
২৪। বৈঠায় লাঙলে কবির কীসের স্পর্শ লেগে আছে?
ক. শরীরের খ. গাঁয়ের
গ. হাতের ঘ. স্বজনের
উত্তর: গ. হাতের।
২৫। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি তাকে কী করতে বলেছেন?
ক. পছন্দ খ. সমর্থন
গ. ভালোবাসতে ঘ. বিশ্বাস
উত্তর: ঘ. বিশ্বাস।
২৬। আমি কোনো আগন্তুক নই কবিতাটির সমাপ্তি ঘটেছে কীভাবে?
ক. অবোধ বালকের সৌন্দর্য মুগ্ধতায় খ. না পাওয়ার বেদনায়
গ. শোকার্তের হাহাকারে ঘ. নিজ সত্তার সুদৃঢ় ঘোষণায়
উত্তর: ঘ. নিজ সত্তার সুদৃঢ় ঘোষণায়।
২৭। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. মাটির সুবাস তাঁর শরীরে লেগে আছে খ. জন্মভূমির সাথে তাঁর নিবিড় আত্মিক সম্পর্ক
গ. তিনি স্নিগ্ধ মাটিতে মিশে আছেন ঘ. তিনি সুবাসিত মাটিকে ভালোবাসেন না
উত্তর: খ. জন্মভূমির সাথে তাঁর নিবিড় আত্মিক সম্পর্ক।
২৮। চোখের আঁধার বলতে কবি বুঝিয়েছেন?
ক. ঘোলা চোখ খ. ক্লান্ত চোখ
গ. কালো চোখ ঘ. আঁধারে ডোবা চোখ
উত্তর: খ. ক্লান্ত চোখ।
২৯। কবি আহসান হাবীব কেমন পথিক নন?
ক. ভিন গাঁয়ের খ. ভিনদেশী
গ. ফেরি করা ঘ. পর্যটকবেশি
উত্তর: খ. ভিনদেশী।
৩০। আমি কোনো আগন্তুক নই কবিতায় ফুটে উঠেছে?
ক. শিকড়ের প্রতি কবির বিশস্ততা খ. বিদেশের প্রতি অনাগ্রহ
গ. দেশের প্রতি কবির বৈরাগ্য ঘ. জন্মভূমির উপলব্ধি করা
উত্তর: ক. শিকড়ের প্রতি কবির বিশ্বস্ততা।
৩১। নিশিন্দার ছায়া কীসের চাদরে ঢাকা?
ক. মেঘের খ. গোধূলির
গ. জ্যোৎস্নার ঘ. সূর্যের আলোয়
উত্তর: গ. জ্যোৎস্নার।
৩২। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি কতবার আমি কোনো আগন্তুক নই কথাটি উচ্চারণ করেছেন?
ক. ৩ খ. ৪
গ. ৫ ঘ. ৬
উত্তর: খ. ৪।
৩৩। আমি কোনো আগন্তুক নই কবিতায় মাছরাঙার কেমন দৃষ্টি ছিল?
ক. অস্থির খ. স্থির
গ. ঘোলাটে ঘ. পাংশুটে
উত্তর: খ. স্থির।
৩৪। আমি কোনো আগন্তুক নই কবিতায় ডুমুরের ডাল কেমন?
ক. ঝাঁকড়া খ. মোটা
গ. চিকন ঘ. বাঁকানো
উত্তর: ক. ঝাঁকড়া।
৩৫। ধানের মঞ্জরী অর্থ কী?
ক. ধানের ডগা খ. ধানের পাতা
গ. ধানের শিষ ঘ. ধানক্ষেত
উত্তর: গ. ধানের শিষ।
৩৫। জমিলার মার শূন্য খা-খা রান্না ঘর কীসের প্রতীক?
ক. গ্রামবাংলার রান্নাঘর ঘ. গ্রামবাংলার সাধারণ মানুষ
গ. গ্রামবাংলার অনাহারী মানুষ ঘ. দারিদ্রপীড়িত গ্রামবাংলা
উত্তর: গ. গ্রামবাংলার অনাহারী।
৩৬। কবি নিজেকে কদম আলীর চিরচেনা স্বজন বলে মনে করেন কেন?
ক. উভয়ে গাঁয়ের বাসিন্দা বলে খ. উভয়ে অভাবী বলে
গ. উভয়ে অকাল বার্ধক্য নত বলে ঘ. উভয়ে আত্মীয় বলে
উত্তর: ক. উভয়ে গাঁয়ের বাসিন্দা বলে।
৩৭। আমি কোনো আগন্তিক নই কবিতা পাঠের উদ্দেশ্য কী?
ক. দেশ ও দেশের মানুষের প্রতি মমত্ববোধ সৃষ্টি খ. মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি ভালোবাসা সৃষ্টি
গ. দেশের স্বাধীনতা রক্ষায় সবাইকে সচেতন করা ঘ. দেশের প্রকৃতি ও জনপদকে রক্ষা করা
উত্তর: ক. দেশ ও দেশের মানুষের প্রতি মমত্ববোধ সৃষ্টি।
৩৮। কবি আহসান হাবীবের অস্তিত্বে গাঁথা
i. ধানের ক্ষেত
ii. সরু পথ
iii. ধু ধু নদীর কিনার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৩৯। কবি অভ্যাগত না হওয়ার কারণ
i. জমিনের ফুল এ দাবির সাক্ষী
ii. স্থির দৃষ্টি মাছরাঙা কবিকে চেনে
iii. কবি একটি সাহিত্য পত্রিকায় সম্পাদক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii ।
৪০। আহসান হাবীব কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক. ১৯১৭ সালের ২রা নভেম্বর খ. ১৯১৭ সালের ২রা ডিসেম্বর
গ. ১৯১৭ সালের ২রা জানুয়ারি ঘ. ১৯১৭ সালের ২রা মার্চ
উত্তর: গ. ১৯১৭ সালের ২রা জানুয়ারি।
ক. বরিশাল খ. ব্রজমোহন
গ. পিরোজপুর ঘ. শঙ্করপাশা
উত্তর: ঘ. শঙ্করপাশা।
৪২। আহসান হাবীব কোন শ্রেণি অব্দি পড়ালেখা করেছেন?
ক. বিএ খ. এম.এ
গ. আইএ ঘ. ম্যাট্রিক
উত্তর: গ. আইএ।
৪৩। কবি আহসান হাবীব কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. মাগুরা খ. পিরোজপুর
গ. বরিশাল ঘ. ঢাকা
উত্তর: ক. পিরোজপুর।
৪৪। কবি আহসান হাবীবের পেশা কি ছিল?
ক. রাজনীতি খ. সাংবাদিকতা
গ. শিক্ষক ঘ. কবিতা লেখা
উত্তর: খ. সাংবাদিকতা।
৪৫। আহসান হাবীবের কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দিয়েছে কোনটি?
ক. গভীর জীবনবোধ ও নৈরাশ্য খ. নিবিড় পর্যবেক্ষণ ও নৈরাশ্য
গ. গভীর জীবনবোধ ও আশাবাদ ঘ. নিবিড় পর্যবেক্ষণ ও আশাবাদ
উত্তর: গ. গভীর জীবনবোধ ও আশাবাদ।
৪৬। আসহান হাবীবের কবিতার কোন বিষয়টি পাঠকচিতে মধুর আবেশ সৃষ্টি করে?
ক. মধুরতা খ. স্নিগ্ধতা
গ. গভীরতা ঘ. ভাষাশৈলী
উত্তর: খ. স্নিগ্ধতা।
৪৭। আহসান হাবীব কীসের সপক্ষে বক্তব্য দেন?
ক. জীবনবোধের খ. আশাবাদের
গ. আর্তমানবতার ঘ. আগন্তুকের
উত্তর: গ. আর্তমানবতার।
৪৮। জোছনা রাতের গল্প গ্রন্থটি কাদের জন্য রচিত?
ক. বড়দের খ. ছোটদের
গ. আগন্তুকের ঘ. কিশোরদের
উত্তর: খ. ছোটদের।
৪৯। জোছনা রাতের গল্প ছাড়াও ছোটদের জন্য রচিত আহসান হাবীবের কাব্যগ্রন্থ কোনটি?
ক. আশায় বসতি খ. ছুটির দিন দুুুপুরে
গ. ছায়াহরিণ ঘ. সারা দুপুর
উত্তর: খ. ছুটির দিন দুপুরে।
৫০। কবি আহসান হাবীব কত সালে মারা যান?
ক. ১৯০৭ সালে খ. ১৯১৭ সালে
গ. ১৯৭৫ সালে ঘ. ১৯৮৫ সালে
উত্তর: ঘ. ১৯৮৫ সালে।
৫১। আহসান হাবীবের কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছে?
i. গভীর জীবনবোধ
ii. আশাবাদ
iii. দেশপ্রেম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।
৫২। কবি আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ
i. ছায়াহরিণ
ii. সারা দুপুর
iii. আশার বসতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৫৩। ছোটদের জন্য আহসান হাবীবের গ্রন্থের মধ্যে রয়েছে
i. রানী খালের সাঁকো
ii. জোছনা রাতের গল্প
iii. ছুটির দিন দুপুরে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৫৪। সাহিত্যকর্মের জন্য কবি আহসান হাবীব যে পুরস্কার লাভ করেন, তা হলো
i. বাংলা একাডেমী পুরস্কার
ii. একুশে পদক
iii. স্বাধীনতা পদক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।
৫৫। মেঘ ক্লান্ত বিকেলের কারা কবিকে চেনে?
ক. পাখিরা খ. তারারা
গ. ফুলেরা ঘ. ধানের মঞ্জরী
উত্তর: ক. পাখিরা।
৫৬। সাক্ষী শব্দটি ব্যবহার করে আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি কোনটির প্রতি জোর দিয়েছেন?
ক. সকল মানুষের প্রতি টান খ. স্বভাষার প্রতি দরদ
গ. প্রকৃতির মাঝে আনন্দ সত্তা ঘ. স্বদেশের সাথে নিজ সম্পর্ক
উত্তর: ঘ. স্বদেশের সাথে নিজ সম্পর্ক।
৫৭। কার ক্লান্ত চোখে আঁধার নেমেছে?
ক. কদম আলীর খ. জমিলার মার
গ. কবির নিজের ঘ. আগন্তুকের
উত্তর: ক. কদম আলীর।
৫৮। কবি আহসান হাবীবের দৃষ্টিতে জন্মভূমির সাথে মানুষের সম্পর্ক কেমন?
ক. ক্ষণস্থায়ী খ. আজীবনের
গ. নিশিরাইতের ঘ. অবসরের
উত্তর: খ. আজীবনের।
৫৯। কবি আসমানের তারাকে কী হিসেবে দেখেছেন?
ক. সাক্ষী খ. আগন্তুক
গ. স্বজন ঘ. অভ্যাগত
উত্তর: ক. সাক্ষী।
৬০। কোথাকার ফুল সাক্ষী?
ক. বাগানের খ. জঙ্গলের
গ. জমিনের ঘ. পুকুরের
উত্তর: গ. জমিনের।
৬১। আমি কোনো আগন্তুক নই কবিতায় কোন বৃক্ষগুলোকে সাক্ষী বলা হয়েছে?
ক. জাম, ডুমুর খ. জাম, জামরুল
গ. জারুল, জামরুল ঘ. জারুল, ডুমুর
উত্তর: গ. জারুল, জামরুল।
৬২। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি নিজেকে কী বলতে চান না?
ক. দেশপ্রেমিক খ. অবোধ বালক
গ. আপনজন ঘ. আগন্তুক
উত্তর: ঘ. আগন্তুক।
৬৩। আমি কোনো আগন্তুক নই কবিতায় বিস্তর জোনাকি কোথায়?
ক. বাঁশবাগানে খ. পচা ডোবায়
গ. সুপারি বনে ঘ. গ্রামীন পথে
উত্তর: ক. বাঁশবাগানে।
৬৪। কবি যে ভিনদেশী পথিক নন তা তিনি কীভাবে বলেন?
ক. অনুরোধ করে খ. ঘোষণা করে
গ. কসম করে ঘ. চিৎকার করে
উত্তর: গ. কসম করে।
৬৫। কবির ভাষ্যমতে, এখানে থাকার নাম কী?
ক. অভ্যাগত হিসেবে থাকা খ. কাছাকাছি থাকা
গ. আত্মীয় হিসেবে থাকা ঘ. সবত্রই থাকা
উত্তর: ঘ. সর্বত্রই থাকা।
৬৬। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবির দেখা রৌদ্রের স্বভাব কেমন?
ক. মুগ্ধ খ. ধু-ধু
গ. নত ঘ. খর
উত্তর: ঘ. খর।
৬৭। আমি কোনো আগন্তুক নই কবিতায় কখন কার মেঘ ক্লান্ত?
ক. নিশিরাতের খ. আঁধারের
গ. বিকেলের ঘ. কার্তিকের
উত্তর: গ. বিকেলের।
৬৮। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি কার নামে শপথ করেছেন?
ক. নবীর খ. পিতা-মাতার
গ. খোদার ঘ. গুরুজনের
উত্তর: গ. খোদার।
৬৯। কবি কোনো আত্মীয় নন এটা কারা জানে?
ক. তারারা খ. পাখিরা
গ. স্বজনরা ঘ. ফুলেরা
উত্তর: খ. পাখিরা।
৭০। কার্তিকের ধানের কী সাক্ষী হয়ে আছে?
ক. মঞ্জরী খ. শিশির
গ. রৌদ্র ঘ. বাতাস
উত্তর: ক. মঞ্জরী।
৭১। কবি কার ক্লান্ত চোখের আঁধার চেনেন?
ক. কদম আলীর খ. জমিলার মার
গ. আগন্তুকের ঘ. অবোধ বালকের
উত্তর: ক. কদম আলীর।
৭২। কদম আলীর চিরচেনা কী?
ক. আগন্তুক খ. স্বজন
গ. অভ্যাগত ঘ. ভিনদেশী
উত্তর: খ. স্বজন।
৭৩। আমি কোনো আগন্তুক নই কবিতায় কীসের ছায়ার কথা বলা হয়েছে?
ক. জোৎস্নার খ. আসমানের
গ. জামরুলের ঘ. নিশিন্দার
উত্তর: ঘ. নিশিন্দার।
৭৪। আমি কোনো আত্মীয় নই কবির এ কথার সাক্ষী কে?
ক. বিস্তুর জোনাকি খ. মাছরাঙা পাখি
গ. বিকেলের পাখি ঘ. জমিনের ফুল
উত্তর: গ. বিকেলের পাখি।
৭৫। কবির শরীরে কীরূপ মাটির সুবাস লেগে আছে?
ক. স্নিগ্ধ খ. মুগ্ধ
গ. অবোধ ঘ. গভীর
উত্তর: ক. স্নিগ্ধ।
৭৬। মাটিতে কার গন্ধ রয়েছে?
ক. কবির খ. কদম আলীর
গ. জমিলার মার ঘ. জামরুলের
উত্তর: ক. কবির।
৭৭। কবি কোন পাতাকে সাক্ষী রেখেছেন?
ক. চিরোল খ. টগর
গ. হরিৎ ঘ. আম
উত্তর: ক. চিরোল।
৭৮। নিচের কোনটি কবির অস্তিত্বে গাঁথা?
ক. লাঙল খ. রান্নাঘর
গ. নদীর কিনার ঘ. জমিনের ফুল
উত্তর: গ. নদীর কিনার।
৭৯। জামিলার মার রান্নাঘর কেমন?
ক. শূন্য খা খা খ. এলোমেলো
গ. বাসন-কোসনে ভরা ঘ. সাজানো-গোছানো
উত্তর: ক. শূন্য খা খা।
৮০। বাঁশবাগানে বিস্তর জোনাকি কথন দেখা যায়?
ক. দুপুরে খ. বিকেলে
গ. কার্তিকে ঘ. নিশিরাতে
উত্তর: ঘ. নিশিরাতে।
৮২। কবি কোন নিয়মে এখানেই থাকেন?
ক. স্বাভাবিক খ. জন্মস্থান
গ. স্বাপ্নিক ঘ. পেশাগত
উত্তর: গ. স্বাপ্নিক।
৮৩। আহসান হাবীব নিজেকে কীরূপ নদীর মুগ্ধ এক অবোধ বালক বলেছেন?
ক. উধাও নদীর খ. ধু ধু নদীর
গ. সরু নদীর ঘ. ভরা নদীর
উত্তর: ক. উধাও নদীর।
৮৪। কবির কোথায় মাটির সুবাস লেগে আছে?
ক. শরীরে খ. শিকড়ে
গ. হাতে ঘ. অস্তিত্বে
উত্তর: ক. শরীরে।
৮৬। কবি কী রকম পথিক নন?
ক. ভিনদেশি খ. ভ্রান্ত
গ. শাশ্বত ঘ. জাগ্রত
উত্তর: ক. ভিনদেশি।
৮৭। আমি কোনো আগন্তুক নই কবিতায় কদম আলীর ক্লান্ত চোখের আঁধার বলতে কী বোঝানো হয়েছে?
ক. বিশ্রামহীন চোখ খ. বার্ধক্যের চোখ
গ. ঘুম ঘুম চোখ ঘ. ঘুমহীন চোখ
উত্তর: ক. বিশ্রামহীন।
৮৮। পুবের পুকুর পাড়ে কী অবস্থিত?
ক. জারুল খ. জামরুল
গ. ডুমুর ঘ. নিশিন্দা
উত্তর: গ. ডুমুর।
৮৯। এখানে থাকার নাম সর্বত্রই থাকা। এ চিত্রকল্পে ফুটে উঠেছে?
i. স্বদেশ সান্নিধ্যের সর্বব্যাপকতা
ii. স্বদেশপ্রেমের আকুলতা
iii. স্বদেশ বিচ্ছেদের প্রতিকূলতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।
৯০। জামিলার মার শূন্য খা খা রান্নাঘর গাঁয়ের যে পরিস্থিতি নির্দেশ করে তা হলো
i. গাঁয়ের মানুষেরা অভাবী ও খাদ্য সংকটে ভোগে
ii. গায়ে অনেকের রান্নাঘর শূন্য পড়ে থাকে
iii. অনেকেই অনাহার ও অর্ধাহারে দিন কাটায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৯১। আমি কোনো আগন্তুক নই কবিতায় ধ্বনিত হয়েছে
i. জন্মভূমির প্রতি ঘনিষ্ঠতার অবিচ্ছেদ্য সম্পর্ক
ii. গাঁয়ের নানা উপাদানের সাথে চেনা জানা
iii. গ্রাম ও জনপদের মানুষদের সাথে আত্মার আত্মীয়তা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৯২। কবি কোনো আত্মীয় নন এ কথা বলার কারণ হলো
i. আত্মীয় কোনো বাড়িতে নির্দিষ্ট ক দিনের জন্য আসে
ii. আত্মীয় বেড়াতে গিয়ে সেখানে চিরদিন থাকে না
iii. কবি গাঁয়ে জন্মেছেন, বড় হয়েছেন, আমরণ সেখানেই থাকবেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৯৩। কদম আলি ও জমিলার মা হলো
i. দরিদ্রতার প্রতীক
ii. গাঁয়ের অকাল বার্ধক্যের নিদর্শন
iii. গ্রাম্য লোকের অনাহারের নিদর্শন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৯৪। কবির হাতের স্পর্শ যেখানে লেগে আছে, তা হলো
i. বৈঠায়
ii. লাঙলে
iii. রান্নাঘরে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।
৯৫। কবি যে আগন্তুক নন তার সাক্ষী হলো
i. আসমানের তারা
ii. জমিনের ফুল
iii. পুবের পুকুর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৯৬। কবিকে চেনেন
i. পাখি, ধানের মঞ্জরী, জারুল, জামরুল
ii. জামিলার মা, কদম আলী
iii. মাছরাঙা, জোনাকি, তারা, ফুল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৯৭। আমি কোনো আগন্তুক নই কবিতায় মঞ্জরী শব্দের অর্থ কী?
ক. শিষ খ. ছায়া
গ. পথ ঘ. গাঁথা
উত্তর: ক. শিষ।
৯৮। জমিন শব্দের অর্থ কী?
ক. ভুবন খ. ভূমি
গ. জমা রাখা ঘ. জীবন্ত
উত্তর: খ. ভূমি।
৯৯। জন্মভূমির আত্মিক সম্পর্কের কথা ব্যক্ত হয়েছে কোন কবিতায়?
ক. পল্লিজননী খ. আমি কোনো আগন্তুক নই
গ. তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা ঘ. সাহসী জননী বাংলা
উত্তর: খ. আমি কোনো আগন্তুক নই।
১০০। আমি কোনো আগন্তুক নই কবিতাটির নামকরণ করা হয়েছে কীসের ওপর ভিত্তি করে?
ক. বিষয়বস্তু খ. মূলবক্তব্য
গ. আঙ্গিক ঘ. চরিত্রানুষঙ্গ
উত্তর: খ. মূলবক্তব্য।
আমি কোনো আগন্তুক নই কবিতার জ্ঞানমূলক প্রশ্নোত্তর
১। বিস্তর জোনাকি কোথায় দেখা যায়?
উত্তর: বাঁশবাগানে।
২। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর: রাত্রিশেষ।
৩। কদম আলি কীসে নত?
উত্তর: বার্ধক্যে নত।
৪। তার ক্লান্ত চোখের আঁধার - কার?
উত্তর: কদম আলির।
৫। কবি তার স্বদেশে থাকেন কোন নিয়মে?
উত্তর: স্বাপ্নিক নিয়মে।
৬। বাঁশবাগানে জোনকি কখন দেখা যায়?
উত্তর: নিশিরাতে।
৭। কবি আহসান হাবীব রচিত কিশোর পাঠ্য উপন্যাসের নাম কি?
উত্তর: রানী খালের সাঁকো।
৮। ধানের পাতাকে কেমন বলা হয়েছে?
উত্তর: চিরল বলা হয়েছে।
৯। মেঘ ক্লান্ত কারা কবিকে চেনে?
উত্তর: পাখিরা।
১০। কবি কার রান্নাঘরের খবর রাখেন?
উত্তর: জমিলার মার।
আমি কোনো আগন্তুক নই কবি একথা বলেছেন কেন?
কবি জন্মভূমির সাথে তাঁর আজীবনের সম্পর্ক বোঝাতে কথাটি বলেছেন। জন্মভূমির সাথে আত্মার সম্পর্ক স্থাপনের মাধ্যমেই মানুষ সমগ্র দেশকে আপন করে নেয়। দেশ মানে শুধু চারপাশের প্রকৃতি নয় বরং একে আপন সত্তায় অনুভব করাকে বোঝায়। দেশ যেখানে আপন সেখানে দেশের মানুষের সাথে সম্পর্ক খুব নিবিড়। কবি এই বোধটিকে প্রকাশ করতেই কথাটি বলেছেন।
কবি সর্বত্র থাকা বলতে কী বুঝিয়েছেন?
কবি সর্বত্র থাকা বলতে সারা দেশে তার আত্মিক অস্তিত্বের বিচরণকে বুঝিয়েছেন। কবি এ ভূমিতে আগন্তুক নন; কারণ এখানকার আসমান, জমিনের ফুল, জোনাকি, পুকুর, মাছরাঙা সবাই তাঁকে চেনে। একইভাবে কবিও তাদের সবাইকে চেনেন। কদম আলি, জমিলার মা-র মতো মানুষ তাঁর চিরচেনা স্বজন। অর্থাৎ আত্মার সঙ্গে সম্পৃক্ত হয়ে কবি এ ভূমির সর্বত্র বিচরণ করেছেন। সর্বত্রই রয়েছে তাঁর অস্তিত্বের বিচরণ; একেই তিনি বলেছেন সর্বত্র থাকা।
বৈঠায়-লাঙলে কবির হাতের স্পর্শ লেগে আছে কীভাবে?
জীবন-জীবিকার তাগিদে কবির পরিবার বা পূর্বপুরুষদের অনেককেই বৈঠা-লাঙলের ওপর নির্ভর করতে হয়েছিলো বলে সেখানে কবির হাতের স্পর্শ লেগে আছে। কবি গ্রামে জন্মগ্রহণ করেন। গাঁয়ের মানুষ নৌকা বেয়ে বা জমিতে লাঙল চেষে জীবিকা নির্বাহ করেন। কবির জন্ম যেহেতু গ্রামে তাই বৈঠা বা লাঙল তাঁর অস্তিত্বে গাঁথা। তাই তিনি বৈঠায়-লাঙলে কবির হাতের স্পর্শ লেগে থাকার কথা বলেছেন।
কদম আলি অকাল বার্ধক্যে নত হয়েছে কেন?
কদম আলি অভাবের তাড়নায় খেটে খেটে অকাল বার্ধক্যে নত হয়েছে। কদম আলি গ্রাম্য জনপদের চিরচেনা অভাবগ্রস্ত মানুষের প্রতিনিধি। দুটো খাদ্য জোগাড় করতে গিয়ে তাদের প্রচন্ড পরিশ্রম করতে হয়। অবসর নেওয়ার মতো সময়-সুযোগ তারা পায় না। তাদের শরীর ও চোখে-মুখে ক্লান্তির আঁধার স্পষ্ট দেখা যায়। অর্থাৎ দারিদ্যের কারণেই অক্লান্ত পরিশ্রমে কদম আলির অকাল বার্ধক্যে নত হয়েছে।
উপসংহার
প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে আমি কোনো আগন্তুক নই কবিতার (MCQ) সহ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েছেন এবং উপকৃত হতে পেরেছেন। এ রকম আরো পোস্ট পড়তে আমাদের সাথেই থাকুন। আমরা সবসময় পাঠকর চাহিদা অনুযায়ী পোস্ট পাবলিশ করে থাকি। প্রিয় পাঠক, এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।
%20%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8B%20%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A8.jpg)
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url