জুতা আবিষ্কার কবিতার (MCQ) গুলো জেনে নিন

প্রিয় পাঠক, আজকে আমি আপনাদে সাথে জুতা আবিষ্কার কবিতার (MCQ) গুলো বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে জুতা আবিষ্কার কবিতার (MCQ) গুলো বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
জুতা আবিষ্কার কবিতার (MCQ) গুলো জেনে নিন
রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যগ্রন্থ থেকে জুতা আবিষ্কার কবিতাটি সংকলন করা হয়েছে। ধুলাবালি থেকে রাজার পা দুটিকে মুক্ত রাখার নানা প্রসঙ্গই কবিতাটির মূল উপজীব্য। রাজা তাঁর মন্ত্রীদের রাজ্য থেকে ধুলাবালি দূর করার নির্দেশ দেন। মন্ত্রীরা রাজ্যের ধুলাবালি ঝাড় দেওয়ার সিদ্ধান্ত নেন এবং এত রাজ্য দুলোয় পরিপূর্ণ হয়ে যায়। রাজার আদেশ মানতে গিয়ে রাজ্যের সভাসদ কোনো উপায় যেন খুঁজে আর পান না। অবশেষে রাজ্যেরই এক বয়স্ক চর্মকার নিজ বুদ্ধিতে রাজার পদযুগল চামড়া দিয়ে ঢেকে দেয়। এভাবে রাজার পা ধুলার স্পর্শ থেকে মুক্তি পায়

জুতা আবিষ্কার কবিতার (MCQ)

১। পন্ডিতের মুখ চুন হয়েছিলো কেন?
ক. মৃত্যুর ভয়ে ভীত হওয়ায় খ. করণীয় খুঁজে না পাওয়ায়
গ. দায়িত্বে অবহেলা করায় ঘ. মন্ত্রীর আদেশ শুনে
উত্তর: খ. করণীয় খুঁজে না পাওয়ায়।

২। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. ১৮৬১ খ. ১৯১৩
গ. ১৯১৪ ঘ. ১৯৪১
উত্তর: খ. ১৯১৩।

৩। জুতা আবিষ্কার কবিতায় হবু ও গোবুরায়ের সম্পর্ক কি?
ক. মনিব ও ভৃত্য খ. শিক্ষক ও ছাত্র
গ. রাজা ও মন্ত্রী ঘ. কর্মকর্তা ও কর্মচারী
উত্তর: গ. রাজা ও মন্ত্রী।

৪। মন্ত্রী কার কথা শুনে চোখে আঁধার দেখল?
ক. পন্ডিতের খ. রাজার
গ. ভৃত্যের ঘ. চামার কুলপতির
উত্তর: খ. রাজার।

৫। কে জুতা আবিষ্কার করে?
ক. রাজা খ. মন্ত্রী
গ. চর্মকার ঘ. বৈজ্ঞানিক

৬। রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন?
ক. ২৫শে বৈশাখ ১২৬৫ বঙ্গাব্দে খ. ২৫শে বৈশাখ ১২৬৬ বঙ্গাব্দে
গ. ২৫শে বৈশাখ ১২৬৭ বঙ্গাব্দে ঘ. ২৫শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দে
উত্তর: ঘ. ২৫শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দে।

৭। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ বনফুল কত বছর বয়সে প্রকাশিত হয়?
ক. ১২ বছর বয়সে খ. ১৫ বছর বয়সে
গ. ১৬ বছর বয়সে ঘ. ১৮ বছর বয়সে
উত্তর: খ. ১৫ বছর বয়সে।

৮। কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরষ্কার লাভ করেন?
ক. সোনার তরী খ. বলাকা
গ. চিত্রা ঘ. গীতাঞ্জলী
উত্তর: ঘ. গীতাঞ্জলী।

৯। শেষের কবিতা রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
ক. কাব্য খ. উপন্যাস
গ. গল্পগ্রন্থ ঘ. নাটক
উত্তর: খ. উপন্যাস।

১০। বিসর্জন রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
ক. উপন্যাস খ. গল্পগ্রন্থ
গ. নাটক ঘ. কাব্য
উত্তর: গ. নাটক।

১১। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
ক. বলাকা খ. ক্ষণিকা
গ. মানসী ঘ. বনফুল
উত্তর: ঘ. বনফুল।

১২। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. ৪০ বছর খ. ৪৮ বছর
গ. ৫২ বছর ঘ. ৬১ বছর
উত্তর: গ. ৫২ বছর বয়সে।

১৩। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৩১ খ্রিষ্টাব্দে খ. ১৯৪১ খ্রিষ্টাব্দে
গ. ১৯৫১ খ্রিষ্টাব্দে ঘ. ১৯৬১ খ্রিষ্টাব্দে
উত্তর: খ. ১৯৪১ খ্রিষ্টাব্দে।

১৪। চামার কুলপতি রাজার কাছে কীভাবে তার প্রস্তাব পেশ করল?
ক. কেঁদে কেঁদে খ. ঈষৎ হেসে
গ. চিৎকার করে ঘ. কর জোড়ে
উত্তর: খ. ঈষৎ হেসে।

১৫। রাজার চর এদিক-সেদিক ছুটল কেন?
ক. চর্মকার ও চর্মের খোঁজে খ. পন্ডিত ব্যক্তিদের খোঁজে
গ. বৈজ্ঞানিকের খোঁজে ঘ. সৈন্যদের ভয়ে
উত্তর: ক. চর্মকার ও চর্মের খোঁজে।

১৬। চামার কুলপতির কথা শুনে মন্ত্রী কী বলেছিলো?
ক. বেশ, তোমার প্রস্তাবে আমি খুশি খ. আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও
গ. বেটাকে শূলে বেঁধে কারার মাঝে রুদ্ধ করো ঘ. কাজ করো, অনেক পুরষ্কার পাবে
উত্তর: গ. বেটাকে শূলে বেঁধে কারার মাঝে রুদ্ধ করো।

১৭। জুতা আবিষ্কার হওয়ায় কে বাঁচল?
ক. প্রজা খ. গোবু
গ. পন্ডিত ঘ. ভৃত্য
উত্তর: খ. গোবু।

১৮। মন্ত্রী ও পন্ডিতদর সভায় কি পরিমাণ নস্য ফুরাল?
ক. ১০ কেজি খ. ২২ বোতল
গ. ১৯ পিপে ঘ. ৩০ পাউন্ড
উত্তর: গ. ১৯ পিপে।

১৯। ধুলা বন্ধ করতে মন্ত্রী কাদের নিয়ে সভা করল?
ক. কৃষক, শ্রমিক ও কর্মী খ. কর্মকার, চামার ও মেথর
গ. শিল্পী, সাহিত্যিক ও কবি ঘ. জ্ঞানী. গুণী ও মন্ত্রী
উত্তর: ঘ. জ্ঞানী, গুণী ও মন্ত্রী।


২০। ডাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা কেন?
ক. জলাশয়ের জল ডাঙায় তোলার কারণে খ. ডাঙার প্রাণী সাঁতার শিখতে চায় বলে
গ. রাজ্যে অকস্মাৎ বন্যা আসার কারণে ঘ. রাজার আদেশ পালন করতে
উত্তর: ক. জলাশয়ের জল ডাঙায় তোলার কারণে।

২১। সকলে যুক্তি করে কতগুলো ঝাঁটা কিনেছিলো?
ক. সাড়ে পনেরো লক্ষ খ. সাড়ে সতেরো লক্ষ
গ. সাড়ে একুশ লক্ষ ঘ. সাড়ে আটাশ লক্ষ
উত্তর: খ. সাড়ে সতেরো লক্ষ।

২২। কীসের মাঝে নগর উহ্য হলো?
ক. কাদার মাঝে খ. ধোঁয়ার মাঝে
গ. ধুলার মাঝে ঘ. অন্ধকার
উত্তর: গ. ধুলার মাঝে।

২৩। রাজার মুখ ও বক্ষ কীসে ভরে গেল?
ক. সুগন্ধিতে খ. আনন্দে
গ. খুশিতে ঘ. পথের ধুলায়
উত্তর: ঘ. পথের ধুলায়।

২৪। রাজা পন্ডিতদের গাধা বললেন কেন?
ক. ধুলা বন্ধ করতে না পারায় খ. উনিশ পিপে নস্য ফুরিয়ে যাওয়ায়
গ. ধুলার পরিবর্তে কাদা সৃষ্টি করায় ঘ. লক্ষ লক্ষ ঝাঁটা কিনে আনায়
উত্তর: গ. ধুলার পরিবর্তে কাদা সৃষ্টি করায়।

২৫। জলের জীব মরল কেন?
ক. জলের অভাবে খ. খাদ্যের অভাবে
গ. বিষক্রিয়ায় ঘ. প্রচন্ড গরমে
উত্তর: ক. জলের অভাবে।

২৬। চামার কুলপতি ধুলা না লাগার উপায় হিসেবে কী করতে বললেন?
ক. রাজ্য মাদুরে ঢাকতে বললেন খ. নিজের চরণ ঢাকতে বললেন
গ. রাজ্য চামড়া দিয়ে ঢাকতে বললেন ঘ. গোটা রাজ্য ঝাঁটা দিতে বললেন
উত্তর: খ. নিজের চরণ ঢাকতে বললেন।

২৭। মাথা ঘুরে পন্ডিতেরা চোখে কী দেখল?
ক. অন্ধকার খ. আশার আলো
গ. সর্ষে ঘ. সম্ভাবনা
উত্তর: গ. সর্ষে।

২৮। রাজা দিনে রাতে ঘরে বন্ধ থাকলে কী হবে?
ক. রাজ্যে যুদ্ধ বাঁধবে খ. রাজ্য মাটি হবে
গ. বিদ্রোহ দেখা দেবে ঘ. কর্মচারীরা ফাঁকি দেবে
উত্তর: খ. রাজ্য মাটি হবে।

২৯। পন্ডিতের মতে, রাজার পায়ে কখন ধুলা লাগবে না?
ক. রাজা ঘরে বন্ধ থাকলে খ. ঘোড়ায় চড়ে বেড়ালে
গ. রাস্তায় ফরাস বিছিয়ে হাঁটলে ঘ. ধুলায় পা না দিলে
উত্তর: ঘ. ধুলায় পা না দিলে।

৩০। কালকে রাজা কখন ভেবেছেন?
ক. সকালবেলা খ. সারারাত
গ. সারাদিন ঘ. দুপুরবেলা
উত্তর: খ. সারারাত।

৩১। রাজা মন্ত্রীকে পরের কথা কখন ভাবতে বললেন?
ক. আগে খ. এখনই
গ. ভবিষ্যতে ঘ. পরে
উত্তর: ঘ. পরে।

৩২। মন্ত্রী কার কথা শুনে চোখে আঁধার দেখে?
ক. পন্ডিতের খ. পত্নীর
গ. রাজার ঘ. মুচির
উত্তর: গ. রাজার।

৩৩। রাজার মতে তাঁর কাজে কাদের দৃষ্টি নেই?
ক. মন্ত্রীদের খ. প্রজাদের
গ. ভৃত্যদের ঘ. বেগমদের
উত্তর: ক. মন্ত্রীদের।

৩৪। রাত্রে কাদের নিদ্রা নেই?
ক. প্রজাদের খ. পাত্রদের
গ. শিশুদের ঘ. গৃহিণীদের
উত্তর: খ. পাত্রদের।

৩৪। গোবুর মতে রাজার পায়ে ধুলা না লাগলে কী হবে?
ক. পা পরিষ্কার থাকবে খ. জুতার প্রয়োজন হবে না
গ. পায়ে ধুলা পাওয়া যাবে না ঘ. পা ধোয়ার প্রয়োজন হবে না
উত্তর: গ. পায়ে ধুলা পাওয়া যাবে না।

৩৫। রাজা মন্ত্রীকে কোন বিষয়ে পরে ভাবতে বললেন?
ক. খাজনা আদায়ের উপায় খ. পদধূলির তত্ব
গ. প্রজাদের সুখ-স্বাচ্ছন্দ্য ঘ. নিজের আরাম-আয়েশ
উত্তর: খ. পদধূলির তত্ব।

৩৬। কোথায় কান্নাকাটি পড়ে গেল?
ক. রাজ্যের মধ্যে খ. গ্রামের মধ্যে
গ. ঘরের মধ্যে ঘ. বাড়ির মধ্যে
উত্তর: ঘ. বাড়ির মধ্যে।

৩৭। পুকুরে বিলে শুধু কী রইল?
ক. হাঁস খ. পাঁক
গ. মাছ ঘ. জল
উত্তর: খ. পাঁক।

৩৮। কোথায় বেচাকেনা চলল?
ক. হাটে বাজারে খ. গ্রামে-গঞ্জে
গ. পাঁকের তলে ঘ. রাস্তাঘাটে
উত্তর: গ. পাঁকের তলে।

৩৯। ধুলার মাঝে নগর হলো উহ্য এখানে উহ্য অর্থ কোনটি?
ক. উজ্জ্বল খ. অন্ধকার
গ. অদৃশ্য ঘ. ধূলিময়
উত্তর: গ. অদৃশ্য।

৪০। কেহ চোখ মেলতে পারে না কেন?
ক. ঘুমে খ. ধুলায়
গ. ব্যথায় ঘ. জ্বালায়
উত্তর: খ. ধুলায়।

৪১। কোথায় কিস্তি চলে না?
ক. সাগরের জলে খ. নদীর জলে
গ. বিলের জলে ঘ. ঝর্ণার জলে
উত্তর: খ. নদীর জলে।

৪২। ডাঙার প্রাণী করে চেষ্টা - শূন্যস্থানে কী হবে?
ক. বাঁচার খ. দৌড়ের
গ. সাঁতার ঘ. হাঁটার
উত্তর: সাঁতার।

৪৩। রাজার মতে, কখন রাজ্য মাটি হবে?
ক. প্রজারা খাজনা দেওয়া বন্ধ করলে খ. মাটির ভয়ে রাজা ঘরে বন্ধ থাকলে
গ. মন্ত্রী জুতা আবিষ্কার করতে ব্যর্থ হলে ঘ. পন্ডিতেরা নিষ্ক্রিয় হয়ে থাকলে
উত্তর: খ. মাটির ভয়ে রাজা ঘরে বন্ধ থাকলে।


৪৪। কে বলল, আমারো ছিল মনে?
ক. রাজা খ. পন্ডিত
গ. চামার ঘ. মন্ত্রী
উত্তর: ঘ. মন্ত্রী।

৪৫। কী করলে মহাপতির মাহকীর্তি থাকবে?
ক. পৃথিবীকে চামড়া দ্বারা ঢাকতে পারলে খ. পন্ডিতদের ঘন ঘন ডাকলে
গ. মন্ত্রীকে সাথে সাথে রাখলে ঘ. জুতা আবিষ্কার করেতে পারলে
উত্তর: ক. পৃথিবীকে চামড়া দ্বারা ঢাকতে পারলে।

৪৬। জুতা আবিষ্কার কবিতায় চামার কুলপতি কেমন শ্রেণির লোক ছিলেন?
ক. অখ্যাত নীচু শ্রেণির খ. বিখ্যাত উঁচু শ্রেণির
গ. পন্ডিত শ্রেণির ঘ. নির্বোধ শ্রেণির
উত্তর: ক. অখ্যাত নীচু শ্রেণির।

৪৭। জুতা আবিষ্কার কবিতায় মন্ত্রীর গৃহীত পদক্ষেপগুলো আমাদের মনে কী জোগায়?
ক. সাহস খ. বুদ্ধি
গ. হাসির খোরাক ঘ. শক্তি
উত্তর: গ. হাসির খোরাক।

৪৮। জুতা আবিষ্কার কবিতায় রাজা হবু কেমন প্রকৃতির?
ক. খেয়ালি খ. নির্বোধ
গ. বদরাগী ঘ. কোমল
উত্তর: ক. খেয়ালি।

৪৯। একদা ছিল না জুতা চরণ-যুগলে, দহিল হৃদয়মম সেই ক্ষোভানলে এখানে জুতা আবিষ্কার কবিতার কার ক্ষোভের সাদৃশ্য রয়েছে?
ক. হবু খ. গোবু
গ. পন্ডিত ঘ. চর্মকার
উত্তর: ক. হবু।

৫০। কুলপতি অর্থ কী?
ক. কুলশ্রেষ্ঠ খ. কুলের প্রতি
গ. কুলের সঙ্গী ঘ. কুলের প্রতীক
উত্তর: ক. কুলশ্রেষ্ঠ।

৫২। যদি না ধুলা লাগিবে তব পায়, পায়ের ধুলা পাইব কী উপায়ে! মন্ত্রীর একথায় প্রকাশ পেয়েছে তার
i. অকর্মণ্যতা
ii. অজুহাত
iii. চাতুরতা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

৫৩। ধুলির মহী ঝুলির মাঝে ঢাকি/মহীপতির রহিবে মহাকীর্তি মন্ত্রীবর্গের এ কথার মাধ্যমে প্রকাশ পায় তাদের-
i. চাটুকারিতা
ii. অনুকরণপ্রিয়তা
iii. কান্ডজ্ঞানহীনতা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।

৫৪। আমারো ছিল মনে/কেমনে বেটা পেরেছে সেটা জানতে মন্ত্রীর এ কথায় প্রকাশ পায়
i. দায়িত্বে অবহেলা
ii. কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা
iii. নীচু শ্রেণির প্রতি অবহেলা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii।

৫৫। রাজা সারারাত ধরে ভেবেছেন
i. মলিন ধুলো কেন তার পায়ে লাগে
ii. পায়ে ধুলা না লাগার উপায়
iii. মন্ত্রীরা কাজ না করে বেতন নেয়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

৫৬। রাজার মতে, মন্ত্রীরা
i. বসে বসে শুধু বেতন নেয়
ii. কাজের পরিবেশ নষ্ট করে
iii. রাজার প্রতি লক্ষ রাখে না

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।


৫৭। জুতা আবিষ্কার কবিতায় অনাসৃষ্টি হলো
i. রাজার পায়ে ধুলা লাগা
ii. মন্ত্রীদের দায়িত্বে অবহেলা
iii. রাজার প্রতি মন্ত্রীদের দৃষ্টি না দেওয়া

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৫৮। গোবু রায়ের শরীরে ঘাম ঝরে
i. রাজার ভয়ে
ii. রাজার পায়ে ধুলো লাগার প্রতিকার চিন্তায়
iii. অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৫৯। জুতা আবিষ্কার কবিতায় রাজার ভয়ে
i. পন্ডিতের মুখ চুন হলো
ii. পাত্রদের রাতের ঘুম হারাম হলো
iii. বাড়ির মধ্যে কান্নাকাটির রোল পড়ে গেল

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৬০। সাড়ে সতেরো লক্ষ ঝাঁটা কেন কেনা হয়েছিলো?
i. পথের ধুলা পরিষ্কার করার জন্য
ii. ধুলা সমস্যার সমধান করতে
iii. রাজার পায়ের ধুলা দূর করার জন্য

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

৬২। পাঁক শব্দের অর্থ কী?
ক. রান্না খ. পবিত্র
গ. পাওয়া ঘ. কাদা
উত্তর: ঘ. কাদা।

৬৩। মহী শব্দের অর্থ কী?
ক. পৃথিবী খ. চাঁদ
গ. সূর্য ঘ. আকাশ
উত্তর: ক. পৃথিবী।

৬৪। ফরাশ শব্দের অর্থ নিচের কোনটি?
ক. জামা খ. আসন
গ. চেয়ার ঘ. মাদুর
উত্তর: ঘ. মাদুর।

৬৫। কিস্তি শব্দের অর্থ কী?
ক. ট্রেন খ. পালকি
গ. নৌকা ঘ. গাড়ি
উত্তর: গ. নৌকা।

৬৬। চামার শব্দের অর্থ কী?
ক. তাঁতি খ. জেলে
গ. কৃষক ঘ. মুচি
উত্তর: ঘ. মুচি।

৬৭। নস্য শব্দের অর্থ কি?
ক. তামাক দ্রব্য খ. বিলাসদ্র্য
গ. খাদ্যদ্রব্য ঘ. চিকিৎসা দ্রব্য
উত্তর: ক. তামাক দ্রব্য।

৬৮। জুতা আবিষ্কার কবিতাটি কার লেখা?
ক. মাইকেল মধুসূদন দত্ত খ. জীবননান্দ দাশ
গ. যতীন্দ্রমোহন বাগচী ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর।

৬৯। জুতা আবিষ্কার কবিতাটির মূল উপজীব্য কি?
ক. জুতা আবিষ্কার করা খ. জুতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা
গ. ধুলাবালি থেকে রাজার পাকে মুক্ত রাখা ঘ. চর্মকারের বুদ্ধির পরিচয় তুলে ধরা
উত্তর: গ. ধুলাবালি থেকে রাজার পাকে মুক্ত রাখা।

৭০। রাজা কাদের ধুলাবালি দূর করার নির্দেশ দেন?
ক. প্রজাদের খ. মন্ত্রীদের
গ. চর্মকারদের ঘ. পন্ডিতদের
উত্তর: খ. মন্ত্রীদের।

৭১। রাজার আদেশ মানতে গিয়ে মন্ত্রীগণ কী করেন?
ক. জুতা তৈরিতে মনোনিবেশ করেন খ. ধুলাবালি ঝাঁট দেওয়ার সিদ্ধান্ত দেন
গ. মেথরদের ডেকে পাঠান ঘ. সকল চর্মকারদের ডেকে পাঠান
উত্তর: খ. ধুলাবালি ঝাঁট দেওয়ার সিদ্ধান্ত নেন।

৭২। রাজার পা ধুলো থেকে মুক্তি পায় কার বুদ্ধিতে?
ক. মন্ত্রীর খ. রানির
গ. পন্ডিতদের ঘ. চর্মকারদের
উত্তর: ঘ. চর্মকারদের।

জুতা আবিষ্কার কবিতার জ্ঞানমূলক প্রশ্নোত্তর

১। রাজা হবু ধূলি দূর করার নির্দেশ দিয়েছিলেন কাকে?
উত্তর: মন্ত্রী গোবুরায়কে।

২। দারুণ ত্রাসে মন্ত্রীর গায়ে কী বয়?
উত্তর: ঘাম বয়।

৩। বলিতে পারি করিলে অনুমতি উক্তিটি কার?
উত্তর: বৃদ্ধ চামার কুলপতির।

৪। জুতা আবিষ্কার কবিতায় রাজার মতে মাটির ভয়ে রাজ্য কী হবে?
উত্তর: মাটি হবে।

৫। জুতা আবিষ্কার কবিতায় কাকে শূলে বিঁধার কথা বলা হয়েছে?
উত্তর: চর্মকারকে।

৬। রাজার কাজে কার কোনো দৃষ্টি নেই?
উত্তর: সভাসদদের কোনো দৃষ্টি নেই।


৭। জুতা আবিষ্কার কবিতায় রাজার নাম কী?
উত্তর: রাজার নাম হবু।

৮। জুতা আবিষ্কার কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তর: কল্পনা কাব্যগ্রন্থ থেকে।

৯। রাজা কাকে ডাকছেন?
উত্তর: মন্ত্রী গোবুরায়কে।

১০। মলিন ধুলা লাগে কোথায়?
উত্তর: রাজার পায়ে।

১১। রাজার কথায় কার মুখ চুন হলো?
উত্তর: পন্ডিতের মুখ চুন হলো।

১২। হবু অশ্রুজলে কী ভাসাল?
উত্তর: দাড়ি ভাসাল।

১৩। কত পিপে নস্য ফুরিয়ে গেল?
উত্তর: উনিশ পিপে নস্য।

১৪। মশক কাঁথে কে এলো?
উত্তর: একুশ লাখ ভিস্তি।

১৫। রাজ্যের জলের জীব মরল কেন?
উত্তর: জীব মরল পানির অভাবে।

১৬। রাজ্যের গুণবানেরা চোখে কী দেখল?
উত্তর: সর্ষে দেখল।

১৭। রাজ্য কি দিয়ে ঢাকার সিদ্ধান্ত নিল?
উত্তর: ফরাশ দিয়ে।

১৮। রাজা দিন রাত ঘর বন্ধ থাকলে রাজ্য কি হবে?
উত্তর: মাটি হবে।

১৯। জুতা আবিষ্কার করেছে কে?
উত্তর: চামার দলনেতা।

জলের জীব জল বিনা মরল কেন?

রাজ্যের ধুলা দূর করতে সমস্ত জল ব্যবহার করায় জলের অভাবে জলের জীব মারা পড়ে। রাজার আদেশে ধুলা দূর করতে মন্ত্রী ও পন্ডিতবর্গের পরামর্শে সাড়ে সতেরো লক্ষ ঝাঁটা কিনে রাজ্যে ঝাঁট দেওয়ার ব্যবস্থা হয়।। এতে গোটা রাজ্য ধূলিময় হয়ে নানা বিপত্তি দেখা দেয়। পরে সে ধুলা দূর করতে মশক কাঁখে একুশ লাভ ভিস্তি নদী খাল বিলে নেমে জল তুলে রাজ্যময় ঢালতে শুরু করে। জলাশয়ের জল ডাঙায় ঢালার কারণে জলের অভাবে সেখানকার প্রাণিকূল মারা যায়।

রাজ্যে মোর এক এ অনাসৃষ্টি - কথাটি রাজার কেন মনে হলো?

রাজা বিশেষ ক্ষমতাধর হওয়ার পরেও রাজার পায়ে ধুলা লাগায় বিষয়টিকে রাজা অনাসৃষ্টি বলে উল্লেখ করেছেন। রাজা নিজেকে রাজ্যের ক্ষমতার অধিকারী মনে করেন। অথচ মাটিতে পা ফেলা মাত্রই তাঁর পায়ে ধুলা লেগে যায়। রাজ কর্মচারীরা মাসে মাসে মাইনে নেয়। অথচ রজাকে এই সামান্য সমস্যা থেকে মুক্তি দিতে পারে না। সব দেখে শুনে রাজা তাই অস্থির হয়ে পড়েন। এ কারণে তাঁর মনে হয় রাজ্যে বুঝি অনাসৃষ্টি চলছে।

শুনিয়া গোবু ভাবিয়া হলো খুন - ব্যাখ্যা করো

রাজার পায়ে ধুলা লাগার প্রতিকার করতে ব্যর্থ হলে মন্ত্রীকে শাস্তি পেতে হবে ভেবে তার এমন অবস্থা হয়েছে। রাজা মাটিতে পা ফেলা মাত্র তাঁর পায়ে ধুলা লাগে। রাজা তাকে অতিসত্বর এর প্রতিকার করতে বললেন। অন্যথায় কারো আর রক্ষা থাকবে না। রাজার পায়ে ধুলা লাগার প্রতিকার করতে ব্যর্থ হলে মন্ত্রীকে শাস্তি পেতে হবে শুনে মন্ত্রী গভীর ভাবনায় পড়ে যায়।

জগৎ ধুলায় ভরপুর হলো কেন?

রাজার নির্দেশে ধুলা দূর করার জন্য মন্ত্রী গোটা রাজ্য ঝাঁট দেওয়া শুরু করলে জগৎ ধুলায় ভরে যায়। কবিতায় রাজা তাঁর পায়ে ধুলা লাগার সমস্যা দূর করার জন্য মন্ত্রীকে বলেন, কিন্তু অকর্মণ্য মন্ত্রী নানা অজুহাত দেখায়। রাজার তার অজুহাত না শুনে ধুলা দূর করার পুনঃনির্দেশ দিলে মন্ত্রী রাজ্যের পন্ডিতদের পরামর্শে রাজ্য ধুলামুক্ত করতে সাড় সতেরো লক্ষ ঝাঁটা কিনে তা দিয়ে রাজ্য ঝাঁট দেওয়া শুরু করে। এতে গোটা রাজ্য ধুলায় ভরপুর হয়ে যায়।

চামড়া দিয়ে পৃথিবী মুড়ে দেওয়ার উদ্যোগে কি বিপত্তি দেখা দিয়েছিলো?

পৃথিবী মুড়ে দেওয়ার জন্য পর্যাপ্ত চামড়া ও চর্মকার পাওয়া যায়নি। জুতা আবিষ্কার কবিতায় পন্ডিতবর্গ রাজার পায়ে ধুলা না লাগার নিমিত্তে চামড়া দিয়ে গোটা রাজ্য ঢেকে দেওয়ার উদ্যোগ গ্রহণ করলে বিপত্তি দেখা দেয়। বিশাল রাজ্য চামড়ার আবরণে ঢাকার জন্য যে বিপুল পরিমাণ চামড়া প্রয়োজন তা সংগ্রহ করা অসম্ভব হয়ে পড়ে। তাছাড়া উক্ত কাজের জন্য প্রয়োজনীয় চর্মকার পাওয়াও সম্ভব হয়ে ওঠে না।

জুতা আবিষ্কার কবিতায় রাজা পন্ডিতদের গাধা বলেছেন কেন?

পন্ডিতের একের পর এক অমূলক কাজে বিরক্ত হয়ে রাজা তাদের গাধা বলেছেন। জুতা আবিষ্কার কবিতায় রাজা পন্ডিতদের গাধা বলেছেন। কারণ রাজার পায়ের ধুলা দূর করতে তারা প্রথমে রাজ্যে ঝাঁট দিয়ে ধুলা উড়িয়ে বিপত্তি ঘটায়। রাজা এতে বিরক্তি প্রকাশ করলে পন্ডিতরা পুনরায় সেই ধুলা দূর করার জন্য নদী-নালা, খাল-বিলের পানি তুলে গোটা রাজ্যে ঢালতে থাকে। এতে রাজ্য কর্দমাক্ত হয়ে নতুন বিপত্তি দেখা দেয়। পন্ডিতদের এই সকল কর্মকান্ডে বিরক্ত হয়ে রাজা তাদের গাধা বলেছেন।

চর্মকারদের দলপতি কী বুদ্ধি দিল?

চর্মকারদের দলপতি বুদ্ধি দিল যে পুরো পৃথিবীকে ঢেকে না দিয়ে শুধু রাজার পা ঢেকে দিতে। রাজার পায়ে ধুলো না লাগার জন্য সর্বশেষে ভাবা হয় পুরো পৃথিবীকে চামড়া দিয়ে ঢেকে দেওয়ার কথা। তা শুনে চর্মকারদের দলপতি বুদ্ধি দেয় রাজার পা দুটো চামড়া দিয়ে ঢেকে দিতে।

উপসংহার

প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে জুতা আবিষ্কার কবিতার (MCQ) সহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েছেন এবং উপকৃত হতে পেরেছেন। এ রকম আরো ইউনিক কনটেন্ট পড়তে আমাদের সাথেই থাকুন। প্রিয় পাঠক, এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url