অভাগীর স্বর্গ গল্পের (MCQ) গুলো বিস্তারিত জেনে নিন

সুকুমার সেন সম্পাদিত শরৎ সাহিত্যসমগ্র গ্রন্থের প্রথম খণ্ড থেকে অভাগীর স্বর্গ নামক গল্পটি সংকলন করা হয়েছে। গরিব-দুখী নীচু শ্রেণির ছেলে কাঙালী। তার মা অভাগী। প্রতিবেশী উঁচু জাতের বাড়ির গৃহকর্ত্রীর মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে অভাগীর ভেতরকার ভাবানুভূতি প্রকাশের মাধ্যমে শুরু হয় এ গল্প। মৃতের শবযাত্রার আড়ম্বরতা ও সৎকারের ব্যাপকতা দেখে অভাগীও নিজের মৃত্যু মুহূর্তের স্বপ্ন দেখেন।
অভাগীর স্বর্গ গল্পের (MCQ) গুলো বিস্তারিত জেনে নিন
চন্দন, সিঁদুর, আলতা, মালা. ঘৃত, মধু, ধূপ, ধুনা, অগ্নির ধোঁয়ায় মুখুয্যে বাড়ির গিন্নি স্বর্গে গমন করেছেন। দুখিনী অভাগীও ভাবে তার মৃত্যুর সময় স্বামীর পায়ের ধূলি নিয়ে মৃ্ত্যু শেষে পুত্র মুখাগ্নি করলে সেও স্বর্গে যাবে। মৃ্ত্যুর সময় কাঙালী তার বাবাকে হাজির করতে পারলেও পারেনি কাঠের অভাবে মায়ের সৎকার করতে। এ গল্পে সামন্তবাদের নির্মম রূপ এবং নীচু শ্রেণির হতদরিদ্র মানুষের দুঃখ-কষ্ট ও যন্ত্রণা শরৎচন্দ্র অত্যন্ত দরদী ভাষায় উপস্থাপন করেছেন

অভাগীর স্বর্গ গল্পের MCQ

১।কোন নদীর তীরে শশ্মান ঘাট অবস্থিত?
ক. শঙ্খ খ. গরুড়
গ. গড়াই ঘ. পদ্মা
উত্তর: খ. গরুড়।

২। রসিক বেল গাছটি কি কাজে ব্যবহার করতে চেয়েছিলো?
ক. অভাগীর শবদাহ খ. ঘরবাড়ি তৈরি
গ. রান্নার কাঠ সংগ্রহ ঘ. কাঙালীর জন্য
উত্তর: ক. অভাগীর শবদাহ।

৩। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ডি.লিট উপাধি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয় খ. কোলকাতা বিশ্ববিদ্যালয়
গ. ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ঘ. রবীন্দ্র-ভারতী বিশ্ববিদ্যালয়
উত্তর: ক. ঢাকা বিশ্ববিদ্যালয়।

৪। সব ব্যাটারাই এখন বামুন-কায়েত হতে চায় - অভাগীর স্বর্গ গল্পে এ বক্তব্য কোন ভাব ফুটে উঠেছে?
ক. বিরক্তি খ. ক্রোধ
গ. ক্ষোভ ঘ. বিদ্রূপ
উত্তর: ঘ. বিদ্রুপ।

৫। দাও বাবা দাও একটু পায়ের ধুলো। এ কথা কে বলেছিলেন?
ক. কাঙালী খ. ঈশ্বর নাপিত
গ. বিন্দির পিসি ঘ. রাখালের মা
উত্তর: গ. বিন্দির পিসি।

৬। বলিস নে মা, বলিস নে, আমার বড্ড ভয় করে - ভয়ের কারণ কী?
ক. শ্মশানের দৃশ্য দেখে খ. রূপকথার গল্প শুনে
গ. ভূতের গল্প শুনে ঘ. মৃ্ত্যুর কথা শুনে
উত্তর: ঘ. মৃত্যুর কথা শুনে।

৭। সে যেন একটা উৎসব বাধিয়া গেল - এখানে কোন উৎসবের কথা বলা হয়েছে?
ক. শ্রাদ্ধের খ. ভোজের
গ. শবযাত্রার ঘ. কাঙালি ভোজের
উত্তর: গ. শবযাত্রার।

৮। অভাগীর স্বর্গ গল্পে ঠাকুরদাস মুখুয্যের স্ত্রী কত দিনের জ্বরে মারা গিয়েছিলো?
ক. পাঁচ খ. সাত
গ. আট ঘ. নয়
উত্তর: খ. সাত।

৯। কলকাতা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্রকে কোন খেতাবে ভূষিত করে?
ক. ডি.লিট খ. জগত্তারিণী
গ. কথা সাহিত্যিক ঘ. পল্লিকবি
উত্তর: খ. জগত্তারিণী।

১০। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লাভ করেন
ক. এম এ ডিগ্রি খ. ডি.লিট উপাধি
গ. জগত্তারিণী পদক ঘ. পি এইচ ডি ডিগ্রি
উত্তর: খ. ডি.লিট উপাধি।

১১। অভাগীর স্বর্গ গল্পের উসস্থাপিত তাৎপর্য
i. সামন্তবাদের নির্মমরূপ
ii. হতদরিদ্র মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা
iii. একজন রোগক্লিষ্ট মানুষের যাপিত জীবন

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

১২। অভাগীর স্বর্গ গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত দরদী ভাষায় উপস্থাপন করেছেন
i. সামন্তবাদের নির্মম চিত্র
ii. নিচু শ্রেণির মানুষের দুঃক কষ্ট ও যন্ত্রণা
iii. উঁচু শ্রেণির মৃতের অনাড়ম্বর অন্ত্যোষ্টিক্রিয়া

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii ।

১৩। অভাগীর স্বর্গ গল্পের জমিদারের আচরণে প্রকাশ পায়
i. অত্যাচারীর রূপ
ii. অবজ্ঞার রূপ
iii. জাতভেদের রূপ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

১৪। রসিকের হতবুদ্ধির মতো দাঁড়ানোর কারণ
i. তাকে কেউ এতো ভালোবাসে তা জেনে
ii. দারোয়ান তাকে কষে চড় মারাতে
iii. কেউ তার পায়ের ধুলো চাইতে পারে, তা শুনে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।

১৫। শরৎচন্দ্র ভাগ্যের সন্ধানে কোন দেশে যান?
ক. ভারত খ. বার্মা
গ. নেপাল ঘ. ভুটান
উত্তর: খ. বার্মা।

১৬। ইচ্ছা ইইল ছুটিয়া গিয়া একবিন্দু আলতা মুছাইয়া লইয়া মাথায় দেয় - কাঙালীর মা এই ইচ্ছা পূরণ করতে পারে না কেন?
ক. গরিব হওয়ায় খ. ছোটজাত হওয়ায়
গ. লোকলজ্জায় ঘ. ব্যস্ততার কারণে
উত্তর: খ. ছোট হওয়ায়।

১৭। অধর রায়ের চারিত্রিক বৈশিষ্ট্য কোনটি?
ক. ন্যায়পরায়ণতা খ. কর্তব্যপরায়ণতা
গ. নিষ্ঠুরতা ঘ. ধৈর্যশীলতা
উত্তর: গ. নিষ্ঠুরতা।

১৮। অভাগীর শেষ ইচ্ছা অপূর্ণ থাকার জন্য দায়ী কে?
ক. কবিরাজ খ. অধর রায়
গ. দারোয়ান ঘ. রসিক বাঘ
উত্তর: খ. অধর রায়।

১৯। অভাগীর স্বর্গ গল্পে জমিদারের কাছারির কর্তা কে?
ক. কুলীন রায় খ. হেমচন্দ্র ব্যানার্জী
গ. অধর রায় ঘ. শিথিল চক্রবর্তী
উত্তর: গ. অধর রায়।

২০। অভাগীর স্বর্গ গল্পে বেলগাছটির অবস্থান কোথায়?
ক. বাড়ির বাহরে খ. কুটির প্রাঙ্গণে
গ. শ্মশানের ধারে ঘ. নদীর তীরে
উত্তর: খ. কুটির প্রাঙ্গণে।

২১। কবিরাজ কাঙালীর মায়ের জন্য বড়ি দিলেন
ক. গোটা দুয়েক খ. তিনটি
গ. গোটা চারেক ঘ. পাঁচটি
উত্তর: গ. গোটা চারেক।

২২। কাঙালীর স্বল্প দেহ বার বার রোমাঞ্চিত হইতে লাগিল। কেন?
ক. নব নব উপকথার ইন্দ্রজালে খ. কাঙালীর মায়ের শেষে চিহ্ন বিলুপ্ত করে দিলে
গ. প্রতিবেশীরা দেখতে আসলে ঘ. মায়ের অন্তিমকালে বাবাকে আনতে গিয়ে
উত্তর: ক. নব নব উপকথার ইন্দ্রজালে।

২৩। অভাগীর স্বর্গ গল্পে কে নাড়ি দেখতে জানত?
ক. ঈশ্বর নাপিত খ. ইন্দুকুমার
গ. অমিত ঘ. আশিস কর্মকার
উত্তর: ক. ঈশ্বর নাপিত।

২৪। ওরে কে আছিস রে এখানে একটু গোবরজল ছড়িয়ে দে - এ কথায় কী ফুটে উঠেছে?
ক. সাম্প্রদায়িকতা খ. অসাম্প্রদায়িকতা
গ. হীনমানসিকতা ঘ. আভিজাত্যের অহমিকা
উত্তর: ক. সাম্প্রদায়িকতা।

২৫। কাঙালীর বাবাকে জমিদারের লোক বেলগাছ কাটতে দেয়নি কেন?
ক. অনধিকার চর্চা বলে খ. খাজনা বাকি বলে
গ. আইন অমান্য করেছে ঘ. অনুমতি নেয় বলে
উত্তর: ঘ. অনুমতি নেয় বলে।

২৬। রসিক হতবুদ্ধির মত দাঁড়াইয়া রহিল কেন?
ক. কৃতকর্মে অনুতপ্ত হয়ে খ. স্ত্রী মারা যাচ্ছে বলে
গ. নিজেকে নগণ্য ভাবায় ঘ. বিন্দীর পিসীর কথায়
উত্তর: ক. কৃতকর্মে অনুতপ্ত হয়ে।

২৭। অভাগীর স্বর্গ গল্পে রসিক পায়ের ধুলা দিতে গিয়ে
ক. ধমক দিল খ. কেঁদে ফেলল
গ. রাগ করল ঘ. এক দৃষ্টে চেয়ে রইল
উত্তর: খ. কেঁদে ফেলল।

২৮। অভাগীর নাম তার বাবা মা কেন অভাগী রেখেছে?
ক. স্নেহ করে খ. দুঃখ করে
গ. রাগ করে ঘ. অভিমান করে
উত্তর: গ. রাগ করে।

২৯। সদ্য প্রজ্বলিত চিতার অজস্র ধোঁয়া কোন রঙের ছায়া ফেলল?
ক. নীল খ. কালো
গ. বেগুনি ঘ. আসমানি
উত্তর: ক. নীল।

৩০। সে সোজা কথা নয় বলতে কি বোঝানো হয়েছে?
ক. ছেলের হাতের আগুন খ. পরীক্ষায় পাস
গ. ছেলের কাছে শেষ বয়সে নিশ্চিন্তে থাকা ঘ. স্বামী, পুত্র নিয়ে সুখের সংসার করা
উত্তর: ক. ছেলের হাতের আগুন।

৩১। অভাগী রসিক দুলের পায়ের ধুলা চাইল কেন?
ক. পবিত্র হওয়ার জন্য খ. স্বর্গবাসী হওয়ার জন্য
গ. স্বামির প্রতি ভালোবাসার কারণে ঘ. কোনো কারণ ছাড়াই
উত্তর: খ. স্বর্গবাসী হওয়ার জন্য।

৩২। কিন্তু তাহার ভয়ই হইল না কাঙালীর মা মৃত্যু আসন্ন জেনেও ভয় পেল না কেন?
ক. দারিদ্রের অভিশাপ ঘুচবে ভেবে খ. মৃ্ত্যুকে ভয় পায় না বলে
গ. স্বামীর প্রতি অভিমান আছে বলে ঘ. স্বর্গে যাবার তীব্র বাসনার কারণে
উত্তর: ঘ. স্বর্গে যাবার তীব্র বাসনার কারণে।

৩৩। কাঙালীর পিতার নাম কি?
ক. সতীন বাঘ খ. হরিহর বাঘ
গ. রথিন বাঘ ঘ. রসিক বাঘ
উত্তর: রসিক বাঘ।

৩৪। কাঙালীর মাকে সতীলক্ষী হিসেবে বিশেষিত করেছিল কে?
ক. বিন্দির পিসি খ. রাখালের মা
গ. বিন্দির মা ঘ. রাখালের পিসি
উত্তর: খ. রাখালের মা।

৩৫। শরৎচন্দ্র তাঁর অভাগীর স্বর্গ গল্পে উপস্থাপন করছেন
ক. জীবনের যন্ত্রণা খ. গরিবের দুঃখ কষ্ট
গ. সামন্তবাদ ঘ. গরিবের কামনা বাসনা
উত্তর: খ. গবিবের দুঃখ কষ্ট।

৩৬। অভাগীর স্বর্গ গল্পটির উৎস কোনটি?
ক. শরৎ রচনাবলি খ. শরৎ ছোটগল্পসমূহ
গ. শরৎ জীবনী ঘ. শরৎ সাহিত্যসমগ্র
উত্তর: ঘ. শরৎ সাহিত্যসমগ্র।

৩৭। অভাগীর স্বর্গ গল্পের যে কথাটিতে সামন্তবাদের নির্মম রূপ প্রকাশ পেয়েছে
i. মাকে পোড়াবি তা গাছের দাম পাঁচটা টাকা আনগে
ii. যা, মুখে একটু নুড়ো জ্বেলে দিয়ে নদীর চড়ায় মাটি দেগে
iii. শালা, একি তোর বাপের গাছ যে কাটতে লেগেছিস

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৩৮। মা মরচে ত যা নিচে নেমে দাঁড়া - উক্তিটিতে কী প্রকাশিত হয়েছে?
i. শ্রেণিবৈষম্য
ii. নিচু জাতের প্রতি ঘৃণা
iii. দরিদ্রের প্রতি অবহেলা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৩৯। মনে হইল না এ কোনো শোকের ব্যাপার
i. গন্ধ ও কলরবের জন্য
ii. পুষ্পমাল্যের জন্য
iii. পুষ্প ও পত্রের জন্য

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৪০। দারোয়ান কাঙালীকে মারল না
i. জমিদারের ভয়ে
ii. জাতপ্রথার জন্য
iii. অশৌচের ভয়ে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii।

৪১। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৭৬ খ. ১৮৭৭
গ. ১৮৭৮ ঘ. ১৮৭৯
উত্তর: ক. ১৮৭৬।

৪২। শরৎচন্দ্র কত সালে ডি.লিট উপাধি লাভ করেন?
ক. ১৯৩৩ খ. ১৯৩৬
গ. ১৯৩৯ ঘ. ১৯৪২
উত্তর: খ. ১৯৩৯।

৪৩। সুকুমার সেন কোন গ্রন্থটি সম্পাদনা করেন?
ক. মাইকেল রচনাবলি খ. শরৎ সাহিত্যসমগ্র
গ. সুকুমার রচনাবলি ঘ. ফররুখ সাহিত্যসমগ্র
উত্তর: খ. শরৎ সাহিত্যসমগ্র।

৪৪। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক. কাঁঠালপাড়া খ. আনন্দপুুর
গ. দেবানন্দপুর ঘ. বাঁশদহ
উত্তর: গ. দেবানন্দপুর।

৪৫। কোন শ্রেণিতে পড়ার সময় শরৎচন্দ্রের ছাত্রজীবনের অবসান ঘটে?
ক. এফ.এ খ. বি. এ
গ. বি. কম ঘ. এম. এ
উত্তর: ক. এফ.এ।

৪৬। রেঙ্গুনে একাউন্ট্যান্ট জেনারেলের অফিসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন পদে চাকরি করেন?
ক. হিসাব রক্ষক খ. কেরানি
গ. দারোয়ান ঘ. অফিসার
উত্তর: খ. কেরানি।

৪৭। শরৎচন্দ্রের ছাত্রজীবনের অবসান ঘটে কেন?
ক. আর্থিক সংকটের কারণে খ. অসুস্থ হয়ে পড়ায়
গ. রাজনীতিতে জড়িয়ে পড়ায় ঘ. অমনোযিতার কারণে
উত্তর: ক. আর্থিক সংকটের কারণে।

৪৮। কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে জগত্তারিণী পদক প্রদান করে?
ক. ১৯১৬ খ. ১৯১৮
গ. ১৯২২ ঘ. ১৯২৩
উত্তর: ঘ. ১৯২৩।

৪৯। শরৎচন্দ্র কত সালে বার্মা যান
ক. ১৯০১ খ. ১৯০৩
গ. ১৯১৫ ঘ. ১৯১৬
উত্তর: খ. ১৯০৩।

৫০। শরৎচন্দ্র বার্মা থেকে কলকাতায় ফিরে আসেন কত সালে?
ক. ১৯১৩ খ. ১৯১৪
গ. ১৯১৫ ঘ. ১৯১৬
উত্তর: ঘ. ১৯১৬।

৫১। বৈকুণ্ঠের উইল কার রচনা?
ক. মাইকেল মধুসূদন দত্ত খ. কাজী নজরুল ইসলাম
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

৫২। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৩৪ খ. ১৯৩৬
গ. ১৯৩৮ ঘ. ১৯৪০
উত্তর: গ. ১৯৩৮।

৫৩। মুখুয্যে বাড়ির গৃহকর্মী কী রোগে মারা গেলেন?
ক. জ্বরে খ. ডায়রিয়ায়
গ. জন্ডিসে ঘ. ক্যান্সারে
উত্তর: ক. জ্বরে।

৫৪। বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় কীসের কারবারে অভিশয় সংগতিপন্ন হয়েছিলেন?
ক. গমের খ. ধানের
গ. পাটের ঘ. কাঠের
উত্তর: খ. ধানের।

৫৫। প্রবল হরিধ্বনিতে প্রভাত-আকাশ আলোড়িত করে কারা শবযাত্রায় অংশ নিল?
ক. ছেলেমেয়েরা খ. আত্মীয়স্বজনেরা
গ. শিশুরা ঘ. সমস্ত গ্রামবাসী
উত্তর: ঘ. সমস্ত গ্রামবাসী।

৫৬। কাঙালির মা কোথায় উঠে আগ্রহভাবে অন্ত্যেষ্টিক্রিয়া দেখতে লাগল?
ক. গাছে খ. পাহাড়ে
গ. উঁচু ঢিপিতে ঘ. চেয়ারে
উত্তর: গ. উঁচু ঢিপিতে।

৫৭। বামুন মা কীসে চড়ে স্বর্গে যাচ্ছেন বলে কাঙালীর মা মনে করেন?
ক. গজে খ. রথে
গ. ঘোড়ায় ঘ. হাওয়ায়
উত্তর: খ. রথে।

৫৭। অভাগীর কার সঙ্গে বিয়ে হয়েছিলো?
ক. রসিকের খ. অধরের
গ. মুখুয্যের ঘ. ভট্টাচার্যের
উত্তর: ক. রসিকের।

৫৮। অভাগীর স্বর্গ গল্পে কাঙালীর কোথায় বসে খেলাধুলার সাধ মেটানোর কথা বলা হয়েছে?
ক. ঘরের মেঝেতে খ. মায়ের কোলে
গ. বাড়ির উঠানে ঘ. বিছানার ওপরে
উত্তর: খ. মায়ের কোলে।

৫৯। মাকে বিশ্বাস করাই তাহার অভ্যাস - কার?
ক. অভাগীর খ. অধরের
গ. কাঙালীর ঘ. রসিকের
উত্তর: গ. কাঙালীর।

৬০। অভাগীর স্বর্গ গল্পে কার নির্বকার চিত্তে দাগ পর্যন্ত পড়ল না?
ক. অধর রায়ের খ. হরিদাস মুখুয্যের
গ. রসিক দুলের ঘ. বিন্দির পিসির
উত্তর: ক. অধর রায়ের।

৬১। গোমস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়িল না - এ বক্তব্য কী প্রকাশ পেয়েছে?
ক. অহংকার খ. কঠোরতা
গ. নমনীয়তা ঘ. নিষ্ঠুরতা
উত্তর: ঘ. নিষ্ঠুরতা।

৬২। তোদের জেতে কে কবে আবার পোড়ায় রে? কথাটি কে বলেছিলেন?
ক. পাঁড়ে খ. মুখুয্যে মশাই
গ. ভট্টাচার্য মহাশয় ঘ. অধর রায়
উত্তর: গ. ভট্টাচার্য মহাশয়।

৬৩। এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়া হইয়া গিয়াছিল - এই উক্তিতে কী প্রকাশ পেয়েছে?
ক. বয়স বেড় যাওয়া খ. সময়ের দ্রুত প্রস্থান
গ. নির্মম অভিজ্ঞতা অর্জন ঘ. সংসারের বিতৃতা
উত্তর: নির্মম অভিজ্ঞতা অর্জন।

৬৪। মুষ্টিযোগ অর্থ কি?
ক. ভিক্ষাবৃত্তি খ. টোটকা চিকিৎসা
গ. কৃপণ ঘ. শক্তিশালী
উত্তর: খ. টোটকা চিকিৎসা।

৬৫। বর্ষীয়সী শব্দের অর্থ কি?
ক. অতি বৃদ্ধ খ. একশ বছরের বৃদ্ধ
গ. আশি বছরের বৃদ্ধ ঘ. জ্ঞানী বৃদ্ধ
উত্তর: ক. অতি বৃদ্ধ।

৬৬। মৃতের জন্য করা শেষ বা অস্তিম অনুষ্ঠানকে কী বলা হয়?
ক. চন্দ্রায়ন খ. স্বস্ত্যয়ন
গ. শেষাচিহ্ন ঘ. অন্ত্যেষ্টিক্রিয়া
উত্তর: ঘ. অন্ত্যেষ্টিক্রিয়া।

৬৭। শশক শব্দের অর্থ কোনটি?
ক. কচ্ছপ খ. বেজি
গ. বিড়াল ঘ. খরগোশ
উত্তর: ঘ. খরগোশ।

৬৮। দুলেদের পেশা কি?
ক. কাপড় তৈরি করা খ. পালকি বহন করা
গ. নৌকা চালনা করা ঘ. ঘর তৈরি করা
উত্তর: খ. পালকি বহন করা।

৬৯। অশন শব্দের অর্থ কি?
ক. কাপড়-চোপড় খ. রীতিনীতি
গ. খাদ্যদ্রব্য ঘ. আচার-ব্যবহার
উত্তর: গ. খাদ্যদ্রব্য।

৭০। অভাগীর স্বর্গ গল্পের লেখক কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঘ. মানিক বন্দোপাধ্যায়
উত্তর: গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

৭১। অভাগীর স্বর্গ গল্পের তাৎপর্য হিসেবে কোনটি সমর্থযোগ্য?
ক. জীবনচিত্র খ. চরিত্র বর্ণনা
গ. ঘটনা বর্ণনা ঘ. সমাজচিত্র উপস্থাপন
উত্তর: ঘ. সমাজচিত্র উপস্থাপন।

৭১। লেখক অভগীর স্বর্গ গল্পে কোনটিকে বিস্ময়ের বস্তু বলেছেন?
ক. রসিক দুলের আচরণকে খ. অভাগীর স্বপ্ন দেখাকে
গ. অভাগীর কাঙালীর মা হয়ে বেঁচে থাকাকে ঘ. অধর রায়ের আচরণকে
উত্তর: গ. অভাগীর কাঙালীর মা হয়ে বেঁচে থাকাকে।

৭২। অভাগী ছেলের হাতের আগুনকে কীসের সাথে তুলনা করেছে?
ক. স্বর্গ খ. রথ
গ. হরি ঘ. অমৃত
উত্তর: গ. হরি।

৭৩। কে হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল?
ক. কাঙালী খ. অভাগী
গ. রসিক ঘ. ইশ্বর নাপিত
উত্তর: গ. রসিক।

৭৪। কাছারি বাড়ি থেকে ফিরে কাঙালী কার সামনে এসে দাঁড়াল?
ক. বামুন ঠাকুর খ. ঠাকুরদাস
গ. ভট্টাচার্য মহাশয় ঘ. হিন্দুস্থানী দারোয়ান
উত্তর: খ. ঠাকুরদাস।

৭৫। জমিদারের দারোয়ান রসিককে চড় মেরেছির কেন?
ক. জমিদারকে তাচ্ছিল্য করেছিল বলে খ. খাজনা বাকি ছিল বলে
গ. জমিদারের হুকুম না মানায় ঘ. অনুমতি না নিয়ে গাছ কাটছিল বলে
উত্তর: ঘ. অনুমতি না নিয়ে গাছ কাটছিল বলে।

অভাগীর স্বর্গ গল্পের জ্ঞানমূলক প্রশ্নোত্তর

১। ঠাকুরদাস মুখুয্যের স্ত্রী কয়দিনের অসুখে মারা গেলেন?
উত্তর: সাতদিনের।

২। গ্রামে নাড়ি দেখতে জানত কে?
উত্তর: ঈশ্বর নাপিত।

৩। সব ব্যাটারাই এখন বামুন কায়েত হতে চায় - কথাটি কে বলেছিল?
উত্তর: মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে।

৪। কলকাতা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কোন পদক প্রদান করেছিল?
উত্তর: জগত্তারিণী পদক।

৫। অভাগীর স্বর্গ গল্পে জমিদারের গোমস্তার নাম কি?
উত্তর: অধর রায়।

৬। অভাগীর স্বর্গ গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তর: সুকুমার সেন সম্পাদিত শরৎ সাহিত্যসমগ্র গ্রন্থের প্রথম খন্ড থেকে।

৭। কাঙালীকে জলপানির জন্য প্রতিদিন কয় পয়সা দেওয়া হতো?
উত্তর: প্রতিদিন দুই পয়সা দেওয়া হতো।

৮। কাঙালীর মা কোন বংশের মেয়ে ছিল?
উত্তর: দুলে বংশের মেয়ে ছিল।

৯। কীসের প্রস্তাব কাঙালীর ভালো লাগত?
উত্তর: কাজ কামাই করার প্রস্তাব।

১০। কাঙালীর মা অন্ত্যেষ্টিক্রিয়ার কাছে যেতে পারেনি কেন?
উত্তর: কাঙালীর মা ছোটজাত বলে।

১১। প্রবল হরিধ্বনিতে প্রভাত-আকাশ আলোড়িত করে সমস্ত গ্রাম কোথায় চলছিল?
উত্তর: শ্মশানে চলছিল।

১২। দূর থেকে শবযাত্রার সঙ্গী হয়েছিলো কে?
উত্তর: কাঙালীর মা।

১৩। কাঙালীর মায়ের নাম কি?
উত্তর: অভাগী।

১৪। অভাগীর বাবা কী করত?
উত্তর; নদীতে মাছ ধরত।

১৫। মেয়েরা কাঁদতে কাঁদতে মায়ের দুই পায়ে কী লেপে দিয়েছিল?
উত্তর: আলতা লেপে দিয়েছিলো।

১৬। প্রজ্বলিত চিতার নীল রঙের ধোঁয়ার মধ্যে কাঙালীর মা কীসের চেহারা দেখতে পেয়েছিলো?
উত্তর: রথের চেহারা দেখতে পেয়েছিলো।

১৭। কাঙালী কীসের কাজ শিখতে আরম্ভ করেছিলো?
উত্তর: বেতের কাজ।

১৮। মাকে বিশ্বাস করা কার অভ্যাস?
উত্তর: কাঙালীর।

১৯। কাঙালী কবিরাজকে কয় টাকা প্রণামী দিয়েছিলো?
উত্তর: এক টাকা প্রণামী দিয়েছিলো।

২০। কাঙালীর ঘরের আঙ্গিনায় কি গাছ ছিল?
উত্তর: বেলগাছ ছিল।

২১। দারোয়ান কোন জাতের ছিল?
উত্তর:হিন্দুস্থানি ছিল।

২২। কাছারির কর্তার নাম কি?
উত্তর: অধর রায়।

২৩। পাঁড়ে কার নাম?
উত্তর: জমিদারের পেয়াদার নাম।

২৪। কাঙালীর হাতে খড়ের আঁটি জ্বেলে দিল কে?
উত্তর: রাখালের মা।

২৫। ইন্দ্রজাল শব্দের অর্থ কি?
উত্তর: জাদুবিদ্যা।

২৬। অশন মানে কি?
উত্তর: খাদ্যদ্রব্য।

২৭। কুটির প্রাঙ্গনে বেলগাছটা কে লাগিয়েছিলো?
উত্তর: কাঙালীর মা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url