আম আঁটির ভেঁপু গল্পের (MCQ) বিস্তারিত জেনে নিন

প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে আম আঁটির ভঁপু গল্পের (MCQ) গুলো নিচে তুলে ধরবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে আম আঁটির ভঁপু গল্পের (MCQ) গুলো বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
আম আঁটির ভেঁপু গল্পের (MCQ) বিস্তারিত জেনে নিন
আম আঁটির ভেঁপু শীর্ষক গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস থেকে সংগ্রহ করা হয়েছে। গ্রামীন জীবনে প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই-বোনের আনন্দিত জীবনের আখ্যান নিয়ে গল্পটি রচিত হয়েছে। অপু ও দুর্গা হতদরিদ্র পরিবারের শিশু। কিন্তু তাদের শৈশবে দারিদ্রের সেই কষ্ট প্রধান হয়ে ওঠেনি। অধিকন্তু গ্রামীণ ফলফলাদি খাওয়ার আনন্দ এবং বিচিত্র বিষয় নিয়ে তাদের বিস্ময় ও কৌতূহল গল্পটিকে মানুষের চিরায়ত শৈশবকেই যেন স্মরণ করিয়ে দেয়। এই গল্পের সর্বজয়া পল্লি-মায়ের শাশ্বত চরিত্র হয়ে উঠেছে

আম আঁটির ভেঁপু গল্পের MCQ

১। উঠানের কোন জায়গা থেকে দুর্গা অপুকে ডাকছিল?
ক. আমতলা খ. বটতলা
গ. কাঁঠালতলা ঘ. জামতলা
উত্তর: গ. কাঁঠালতলা।

২। অপুর খেলনা পিস্তলটির দাম কত পয়সা?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
উত্তর: ক. দুই।

৩। কলের পুতুলের মতো অপু কী লুকিয়ে ফেলল?
ক. টিনের বাঁশিটা খ. লক্ষ্মীর চুপড়ির কড়িগুলো
গ. দু পয়সা দামের পিস্তলটা ঘ. রং ওঠা কাঠের ঘোড়াটা
উত্তর: খ. লক্ষ্মীর চুপড়ির কড়িগুলো।

৪। আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা-ভদ্দর লোকেরাই হয়ে পড়েছে হাত ভাত যো ভত। হরি হরের এ উক্তিটি প্রকাশ পেয়েছে?
ক. হতাশা খ. বিরক্তি
গ. আক্ষেপ ঘ. ঘৃণা
উত্তর: গ. আক্ষেপ।

৫। আম আঁটির ভেঁপু গল্পে অপুর মায়ের নাম কি?
ক. স্বর্ণগোয়ালিনী খ. সর্বজয়া
গ. দুর্গা ঘ. লক্ষ্মী
উত্তর: খ. সর্বজয়া।

৬। জয়গুণের সংসারে নিত্য আগুন নুন আনতে পান্তা ফুরায় পান্তা আনতে নুন। উদ্দীপকের জয়গুণের আম আঁটি ভেঁপু গল্পের সর্বজয়ার কোন বক্তব্যকে সমর্থন করে?
ক. অতবড়, মেয়ে, বলে বোঝার কত খ. আর এদিকে রাজ্যের দেনা
গ. একলা নিজে কত দিকে যাবে ঘ. তোমাদের রাতদিন খিদে আর রাতদিন ফাই-ফরমাজ
উত্তর: খ. আর এদিকে রাজ্যের দেনা।

৭। দুর্গা যখন অপুকে ডেকেছিলো তখন অপু কোথায় অবস্থান করছিল?
ক. বারান্দায় খ. ঘরের ভেতরে
গ. নারকেল তলায় ঘ. কাঁঠাল তলায়
উত্তর: ক. বারান্দায়।

৮। গঙ্গা-২যমুনা খেলার জন্য অপু কী হাতে নিল?
ক. লাটিম খ. মার্বেল
গ. বাঁশি ঘ. খাপরা
উত্তর: ঘ. খাপরা।

১০। গঙ্গা, যমুনা খেলতে কোনটি সযত্নে বাক্সে রাখা হয়েছে?
ক. দু পয়সা দামের পিস্তল খ. খানাকতক খাপরার কুচি
গ. রং ওঠা কাঠের ঘোড়া ঘ. টোলখাওয়া টিনের ভেঁপু
উত্তর: খ. খানাকতক খাপরার কুচি।

১১। রোয়াক অর্থ কি?
ক. জানালা খ. চেয়ার
গ. খেলার মাঠ ঘ. বারান্দা
উত্তর: ঘ. বারান্দা।

১২। পল্লিমায়ের শাশ্বত রূপ ফুটে উঠেছে আম আঁটির ভেঁপু গল্পের কোন চরিত্রে?
ক. দুর্গা খ. নীলমনি
গ. স্বর্ণ গোয়ালিনী ঘ. সর্বজয়া
উত্তর: ঘ. সর্বজয়া।

১৩। কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ?
ক. অপরাজিত খ. আরণ্যক
গ. মৌরিফুল ঘ. ইছামতি
উত্তর: গ. মৌরিফুল।

১৪। ছুটি গল্পের ফটিক দুরন্ত এক কিশোর। তার যন্ত্রণায় অস্থির হয়ে মা তাকে মামার সাথে কলকাতা পাঠান। উদ্দীপকের ফকিকের সাথে আম আঁটির ভেঁপু গল্পের দুর্গার কোন দিক থেকে সাদৃশ্য রয়েছে?
ক. অবাধ্যতা খ. সৃষ্টিশীলতা
গ. দুরন্তপনা ঘ. চতুরতা
উত্তর: গ. দুরন্তপনা।

১৫। দশঘরায় বসবাসের সিদ্ধান্তে হরিহর কার সঙ্গে পরামর্শ করতে চেয়েছিল?
ক. নীলমনি রায়ের স্ত্রী খ. ভুবন মুখার্জী
গ. সর্বজয়া ঘ. মজুমদার মহাশয়
উত্তর: ঘ. মজুমদার মহাশয়।

১৬। অনেকদিন হরিহর রায়ের বাড়িটি
ক. রং করা হয়নি খ. ধোয়ামোছা হয়নি
গ. মেরামত করা হয়নি ঘ. পরিষ্কার করা হয়নি
উত্তর: গ. মেরামত করা হয়নি।

১৭। মা ঘাট থেকে আসেনি তো? দুর্গার এ কথায় প্রকাশ পেয়েছে?
ক. সতর্কতা খ. অভিমান
গ. সন্দেহ ঘ. ভয়
উত্তর: ক. সতর্কতা।


১৮। দুর্গা আঁচলের খুঁট খুলে কীসের বিচি বের করেছিলো?
ক. নাটা ফলের খ. বৈচি ফলের
গ. রড়া ফলের ঘ. তেলাকুচার
উত্তর: গ. রড়া ফলের।

১৯। লেখক শরৎচন্দ্রের পরে বাংলা কথা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী কে?
ক. মানিক বন্দ্যোপাধ্যায় খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ঘ. বনফুল
উত্তর: খ. বিভূতিভূষণ বন্দোপাধ্যায়।

২০। দুর্গা কেন অপুর পিঠে দুম করে কিল বসিয়ে দিল?
ক. অপু মুখ ফসকে আম খাওয়ার কথাটি মায়ের সামনে বলে ফেলায় খ. অপু দুর্গার কাছে মাখানো আমগুলোর সমান ভাগ চেয়েছিলো বলে গ. দুর্গার কথামতো অপু পাহারা দিতে রাজি হয়নি বলে ঘ. তক্তার ওপর থেকে অপু লঙ্কা পাড়তে পারেনি বলে
উত্তর: ক. অপু মুখ ফসকে আম খাওয়ার কথাটা মায়ের সামনে বলে ফেলায়।

২১। সর্বজয়ার ছেলের কী নেই?
ক. খেলনা খ. কাপড়
গ. বই ঘ. হাতঘড়ি
উত্তর: খ. কাপড়।

২২। আম আঁটির ভেঁপু গল্পে সর্বজয়াদের রায়বাড়ির কত টাকার ওপর নির্ভর করতে হয়?
ক. পাঁচ টাকা খ. ছয় টাকা
গ. সাত টাকা ঘ. আট টাকা
উত্তর: ঘ. আট টাকা।

২৩। কোন লেখক ইছামতি উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন?
ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় ঘ. বঙ্কিকমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

২৪। কোনটি বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের গল্পগ্রন্থ?
ক. যাত্রাদল খ. দৃষ্টিপ্রদীপ
গ. আরণ্যক ঘ. অপরাজিত
উত্তর: ক. যাত্রাদল।

২৫। কোন উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন?
ক. ইছামতি খ. পথের পাঁচালী
গ. আরণ্যক ঘ. মৌরীফুল
উত্তর: ক. ইছামতি।

২৬। সর্বজয়ার গা-গতর ব্যথা হয়েছিলো কেন?
ক. অসুস্থতার কারণে খ. গাছ কাটতে গিয়ে
গ. ক্ষার কেঁচে ঘ. বাড়ি ঝাঁট দিয়ে
উত্তর: গ. ক্ষার কেঁচে।

২৭। পথের পাঁচালী কোন ধরনের রচনা?
ক. নাটক খ. উপন্যাস
গ. প্রবন্ধ ঘ. ছোটগল্প
উত্তর: খ. উপন্যাস।

২৮। টিনের ভেঁপু-বাঁশিটির দাম কত?
ক. এক পয়সা খ. দুই পয়সা
গ. তিন পয়সা ঘ. চার পয়সা
উত্তর: ঘ. চার পয়সা।

২৯। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৯৩ সালে খ. ১৮৯৪ সালে
গ. ১৮৯৫ সালে ঘ. ১৮৯৬ সালে
উত্তর: খ. ১৮৯৪ সালে।

৩০। দুর্গার বয়স কত?
ক. এগারো-বারো খ. দশ-এগারো
গ. বারো-তেরো ঘ. নয়-দশ
উত্তর: খ. দশ-এগারো।

৩১। নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ?
ক. ইছামতি খ. দৃষ্টিপ্রদীপ
গ. আরণ্যক ঘ. মেঘমল্লার
উত্তর: ঘ. মেঘমল্লার।

৩২। অপুর পিস্তলের দাম কত ছিল?
ক. দু পয়সা খ. চার পয়সা
গ. পাঁচ পয়সা ঘ. সাত পয়সা
উত্তর: ক. দু পয়সা।

৩৩। দুর্গা অপুকে মুখ মুছতে বলেছিল কেন?
ক. ময়লা লেগে থাকায় খ. আম কুচি লেগে থাকায়
গ. নুনের গুঁড়া লেগে থাকায় ঘ. লঙ্কার গুড়া লেগে থাকায়
উত্তর: নুনের গুঁড়া লেগে থাকায়।

৩৪। অপু ও দুর্গা আমাদের কী স্মরণ করিয়ে দেয়?
ক. দুঃখ-দুর্দশার কথা খ. চিরায়ত শৈশবের কথা
গ. গ্রামীণ জীবনের সীমাবদ্ধতা ঘ. শহর ও গ্রামের পার্থক্য
উত্তর: খ. চিরায়ত শৈশবের কথা।

৩৫। অপু তেলের ভাঁড় ছুঁলে মা মারবে কেন?
ক. তেল নষ্ট হবে বলে খ. ঘর নোংরা হবে বলে
গ. বাসি কাপড়ের জন্য ঘ. পেট খারাপ হবে বলে
উত্তর: গ. বাসি কাপড়ের জন্য।

৩৬। কুটোগাছটা ভেঙে দু খানা করা নেই। বাক্যটিতে দুর্গার কোন স্বভাব প্রকাশ পেয়েছে?
ক. মায়ের অবাধ্যতা খ. সংসারের কাজ না করা
গ. ঘুরে বেড়ানো ঘ. অপরের জিনিস নেওয়া
উত্তর: খ. সংসারের কাজ না করা।

৩৭। আম আঁটির ভেঁপু গল্পে সর্বজয়ার চরিত্রে কোনরূপ শাশ্বত হয়ে উঠেছে?
ক. পল্লি-প্রকৃতির খ. পল্লি-জীবনের
গ. পল্লি-নারীর ঘ. পল্লি-মায়ের
উত্তর: ঘ. পল্লি-মায়ের।

৩৮। আম আঁটির ভেঁপু শীর্ষক গল্পটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে?
ক. পথের পাঁচালী খ. অপরাজিত
গ. আরণ্যক ঘ. ইছামতি
উত্তর: ক. পথের পাঁচালী।

৩৯। দুর্গার মাথার চুল কী রকম ছিল?
ক. রুক্ষ খ. ভেজা
গ. ছোট ঘ. বড়
উত্তর: ক. রুক্ষ।

৪০। দুর্গার গায়ের রং কেমন ছিল?
ক. চাপা খ. ফর্সা
গ. কালো ঘ. শ্বেতকায়
উত্তর: ক. চাপা।

৪১। দুর্গা কোথা হতে আম কুড়িয়ে আনল?
ক. পটলিদের কলতলার গাছ হতে খ. পটলিদের কাকুড়তলি হতে
গ. পটলিদের সিঁদুরকৌটোর তলা হতে ঘ. ডোবার ধারের আমগাছ হতে
উত্তর: গ. পটলিদের সিঁদুরকৌটোর তলা হতে।

৪২। পিজরাপোলের আসামির ন্যায় কী পড়ে আছে?
ক. কাঠের ঘোড়া খ. নাটাফল
গ. টিনের বাঁশি ঘ. খাপরার কুুচি
উত্তর: ক. কাঠের ঘোড়া।

৪৩। বাক্সের সমুদয় সম্পত্তি কথাটির অর্থ কি?
ক. অপুর নিজস্ব খেলনা খ. অপুর জমি
গ. অপুর বাড়ি ঘ. অপুর টাকা পয়সা
উত্তর: ক. অপুর নিজস্ব খেলনা।

৪৪। আম আঁটির ভেঁপু গল্পের মূল উপজীব্য কী?
ক. পল্লি প্রকৃতির চেতনা খ. গ্রামীন জনপদ
গ. মানুষের চিরায়ত শৈশব ঘ. আহার আনন্দ
উত্তর: গ. মানুষেরি চিরায়ত শৈশব।

৪৫। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক. শিবপুর খ. কালিপুর
গ. মুরারিপুর ঘ. হরিপুর
উত্তর: গ. মুরারিপুর।

৪৬। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কি?
ক. দেবানন্দ বন্দ্যোপাধ্যায় খ. আলোকনন্দ বন্দ্যোপাধ্যায়
গ. শিবানন্দ বন্দ্যোপাধ্যায় ঘ. মহানন্দ বন্দ্যোপাধ্যায়
উত্তর: ঘ. মহানন্দ বন্দ্যোপাধ্যায়।

৪৭। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম কি?
ক. মৃণালিনী দেবী খ. স্বর্ণকুমারী দেবী
গ. কুসুমকুমারী দেবী ঘ. সারদাসুন্দরী দেবী
উত্তর: ক. মৃণালিনী দেবী।

৪৮। নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস?
ক. মেঘমল্লার খ. আরণ্যক
গ. যাত্রাদল ঘ. মৌরিফুল
উত্তর: ক. আরণ্যক।

৪৯। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পেশা কি ছিল?
ক. ওকালতি খ. চিকিৎসা করা
গ. শিক্ষকতা ঘ. সাংবাদিকতা
উত্তর: গ. শিক্ষকতা।

৫০। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৪৯ সালের ১লা সেপ্টেম্বর খ. ১৯৫০ সালের ১লা সেপ্টেম্বর
গ. ১৯৫১ সালের ১লা সেপ্টেম্বর ঘ. ১৯৫২ সালের ১লা জুন
উত্তর: খ. ১৯৫০ সালের ১লা সেপ্টেম্বর।

৫১। অপুর দিদির নাম কি?
ক. উমা খ. পার্বতী
গ. উষা ঘ. দুর্গা
উত্তর: ঘ. দুর্গা।

৫২। তাহার স্বর একটু সতর্কতামিশ্রিত আম আঁটির ভেঁপু গল্পে কার কথা বলা হয়েছে?
ক. হরিহর খ. দুর্গা
গ. অপু ঘ. সর্বজয়া
উত্তর: খ. দুর্গা।

৫৩। দুর্গার স্বর সতর্কতামিশ্রিত কেন?
ক. চুরি করে আম পাড়ার জন্য খ. অপুকে কোনো বিষয় সম্পর্কে সাবধান করার জন্য
গ. মা বুঝতে পারলে বকা দেওয়ার জন্য ঘ. মায়ের ঘুমের ব্যাঘাত হওয়ার জন্য
উত্তর: গ. মা বুঝতে পারলে বকা দেওয়ার জন্য।

৫৪। দুর্গার সতর্কতামিশ্রিত স্বরে কোন ভাবসত্যটি অন্তর্নিহিত রয়েছে?
ক. মাতৃভক্তি খ. মাতৃভীতি
গ. মাতৃস্নেহ ঘ. অসহায়ত্ব
উত্তর: খ. মাতৃভীতি।

৫৫। অপুর মহামূল্যবান সম্পত্তি কোনটি?
ক. কাঠের ঘোড়া খ. নাটা ফল
গ. টিনের বাঁশি ঘ. খাপরা
উত্তর: ঘ. খাপরা।

৫৬। হরিহর গোমস্তার কাজ করে কার বাড়িতে?
ক. নিত্য রায়ের বাড়িতে খ. বিধু রায়ের বাড়িতে
গ. অন্নদা রায়ের বাড়িতে ঘ. যতীন রায়ের বাড়িতে
উত্তর: অন্নদা রায়ের বাড়িতে।

৫৭। হরিহর কোথায় তাগাদা করতে গিয়েছিলো?
ক. মেহেরপুরে খ. দশঘরায়
গ. শিবগঞ্জে ঘ. কেতুপুরে
উত্তর: খ. দশঘরায়।


৫৮। রায়বাড়ি থেকে হরিহর কত টাকা বেতন পায়?
ক. ছয় টাকা খ. সাত টাকা
গ. আট টাকা ঘ. নয় টাকা
উত্তর: আট টাকা।

৫৯। অপু বাসি কাপড়ে তেল ছোঁবে না কেন?
ক. মা মারবে বলে খ. তেল ঘরে বাড়ন্ত বলে
গ. বাবা বকবে বলে ঘ. তেল অপচয় হবে বলে
উত্তর: ক. মা মারবে বলে।

৬০। অপু ও দুর্গা কেমন পরিবারের শিশু?
ক. অবস্থাসম্পন্ন পরিবারের খ. নিম্নবিত্ত পরিবারের
গ. মধ্যবিত্ত পরিবারের ঘ. ঠাকুর পরিবারের
উত্তর: খ. নিম্নবিত্ত পরিবারের।

৬১। হরিহরের পুত্র কোথায় বসে খেলা করছিলো?
ক. রোয়াকে খ. দরোজায়
গ. উঠানে ঘ. বিছানায়
উত্তর: রোয়াকে।

৬২। ছোট টিনের বাক্সের কী ভাঙা ছিল?
ক. হাতল খ. ডালা
গ. কজা ঘ. তলা
উত্তর: খ. ডালা।

৬৩। বাক্সের সমুদয় সম্পত্তি কোথায় ঢালা হয়েছিলো?
ক. বিছানায় খ. উঠানে
গ. মেঝেতে ঘ. ঘরেতে
উত্তর: গ. মেঝেতে।

৬৪। দুর্গার মুখ রাঙা হয়ে উঠল কেন?
ক. রৌদ্রের তাপে খ. লজ্জায়
গ. মায়ের বকা শুনে ঘ. বনবিছুটির কামড়ে
উত্তর: ক. রৌদ্রের তাপে।

৬৫। অপুর কাঠের ঘোড়াটি কী অবস্থায় ছিল?
ক. রং ওঠা খ. চকচকে
গ. হাতল জোড়া লাগানো গ. ভাঙা হাতল
উত্তর: ক. রং ওঠা।

৬৬। দুর্গা বাড়িতে নিরীহ মুখে প্রবেশ করল কেন?
ক. ক্ষুধার কারণে খ. মাকে সান্তনা দিতে
গ. মায়ের ভয়ে ঘ. বাবার ভয়ে
উত্তর: গ. মায়ের ভয়ে।

৬৭। অপু কোথা থেকে কড়িগুলো সংগ্রহ করেছিল?
ক. লক্ষীপূজার কড়ির চুপড়ি থেকে খ. দুর্গাপূজার কড়ির চুপড়ি থেকে
গ. কালী পূজার কড়ির চুপড়ি থেকে ঘ. সরস্বতীপূজার কড়ির চুপড়ি থেকে
উত্তর: ক. লক্ষীপূজার কড়ির চুপড়ি থেকে।

৬৮। কার অজ্ঞাতসারে অপু কড়িগুলো নিয়েছিলো?
ক. বাবার খ. মায়ের
গ. দিদির ঘ. প্রতিবেশীর
উত্তর: খ. মায়ের।

৬৯। অপু লক্ষীর চুপড়ির কড়িগুলো কীভাবে লুকিয়ে ফেলল?
ক. সিঁধেল চোরের মতো খ. কলের পুতুলের মতো
গ. সুবোধ বালকের মতো ঘ. ধূর্ত শেয়ালের মতো
উত্তর: খ. কলের পুতুলের মতো।

৭০। নাটা ফলগুলো কে কুড়িয়ে এনেছিলো?
ক. অপু খ. সর্বজয়া
গ. দুর্গা ঘ. হরিহর
উত্তর: গ. দুর্গা।

৭১। অপু মনে মনে কোন খেলার কল্পনা করছিলো?
ক. ডাংগুলি খ. গঙ্গা-যমুনা
গ. চোর-পুলিশ ঘ. কাবাডি
উত্তর: খ. গঙ্গা-যমুনা।

৭২। অপুর বাক্সে শুকনো কোন ফল ছিল?
ক. ঘুটু ফল খ. নাটা ফল
গ. বেত ফল ঘ. বৈচি ফল
উত্তর: খ. নাটা ফল।

৭৩। অপুর মতো দুর্গার গায়ের রং কী নয়?
ক. অতটা কালো নয় খ. অতটা ফর্সা নয়
গ. অতটা শ্যামলা নয় ঘ. অতটা উজ্জ্বল নয়
উত্তর: খ. অতটা ফর্সা নয়।

৭৪। দুর্গার হাতে কীসের চুড়ি ছিল?
ক. সোনার চুড়ি খ. রূপার চুড়ি
গ. কাঁচের চুড়ি ঘ. পিতলের চুড়ি
উত্তর: গ. কাঁচের চুড়ি।

৭৫। দুর্গার হাতের নারকেলের মালার মধ্যে কী ছিল?
ক. তেঁতুল কাটা খ. আড়া কাটা
গ. কামরাঙ্গা কাটা ঘ. আম কাটা
উত্তর: ঘ. আম কাটা।

৭৬। আমের কুসি জারানোর জন্য দুর্গা অপুকে কী আনতে বলেছিল?
ক. তেল ও নুন খ. তেল ও ঝাল
গ. নুন ও ঝাল ঘ. ঝাল ও টক
উত্তর: ক. তেল ও নুন।

৭৭। আম খেয়ে দাঁত টকে গিয়েছে কথাটি দুর্গা কিভাবে বলেছে?
ক. কিল দেখিয়ে খ. মুখ ভেঙচিয়ে
গ. রাগ দেখিয়ে ঘ. লাঠি দেখিয়ে
উত্তর: খ. মুখ ভেঙচিয়ে।

৭৮। সর্বজয়া তক্তার ওপরে কী রেখে দেয়?
ক. তেল খ. লঙ্কা
গ. মসলা ঘ. ক্ষার
উত্তর: খ. লঙ্কা।

৭৯। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতার নাম কি?
ক. শশীকান্ত রায় খ. শ্রীধর রায়
গ. নীলাঞ্জন রায় ঘ. নীলমণি রায়
উত্তর: ঘ. নীলমণি রায়।

৮০। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতার স্ত্রী কোথায় বাস করেন?
ক. নিজ পিত্রালয়ে খ. নিজ শ্বশুরালয়ে
গ. নিজ মাতুলালয়ে ঘ. নিজ ভ্রাতৃলয়ে
উত্তর: ক. নিজ পিত্রালয়ে।

৮১। ভুবন মুখুয্যের বাড়ি হরিহর রায়ের বাড়ি থেকে কত সময়ের পথ?
ক. চার মিনিটের খ. পাঁচ মিনিটের
গ. ছয় মিনিটের ঘ. সাত মিনিটের
উত্তর: খ. পাঁচ মিনিটের।

৮২। অপুর মুখে কীসের গুঁড়ো লেগে ছিল?
ক. ঝালের গুঁড়ো খ. নুনের গুঁড়ো
গ. হলুদের গুঁড়ো ঘ. চিনির গুঁড়ো
উত্তর: খ. নুনের গুঁড়ো।

৮৩। আম আঁটির ভেঁপু গল্পে কোন পূজার কথা উল্লেখ আছে?
ক. দুর্গাপূজা খ. লক্ষ্মীপূজা
গ. কালীপূজা ঘ. মনসা পূজা
উত্তর: খ. লক্ষ্মীপূজা।

৮৪। অপুর দাঁত টক হয়েছে কি খেয়ে?
ক. তেঁতুল খেয়ে খ. জলপাই
গ. কামরাঙ্গা ঘ. আম
উত্তর: ঘ. আম।

৮৫। আম আঁটির ভেঁপু গল্পে গাই দুইতে আসে কে?
ক. স্বর্ণ গোয়ালিনী খ. প্রসন্ন গোয়ালিনী
গ. মীরা গোয়ালিনী ঘ. নেত্র নোয়ালিনী
উত্তর: ক. স্বর্ণ গোয়ালিনী।

৮৬। হরিহর কখন কাজ সেরে বাড়িতে ফিরল?
ক. বেলা কিছু পড়ল খ. দুপুরের কিছু পর
গ. সূর্য কিছু চড়লে ঘ. আলো কিছু নিভলে
উত্তর: খ. দুপুরের কিছু পর।

৮৭। হরিহর বাড়ি এসে কী শুনতে পেল?
ক. অপু খেলছে খ. অপু বসে আছে
গ. অপু দাঁড়িয়ে আছে ঘ. অপু ঘুমাচ্ছে
উত্তর: ঘ. অপু ঘুমাচ্ছে।

৮৮। আম আঁটির ভেঁপু গল্পে দুর্গা ঘুড়ে বেড়াচ্ছিল কখন?
ক. চৈত্র মাসের রৌদ্রে খ. বৈশাখ মাসের রৌদ্রে
গ. জ্যৈষ্ঠ মাসের রৌদ্রে ঘ. আষাঢ় মাসের রৌদ্রে
উত্তর: ক. চৈত্র মাসের রৌদ্রে।

৮৯। কাঁকুড়তলির আম এনে জারাবে কে?
ক. সর্বজয়া খ. দুর্গা
গ. স্বর্ণ ঘ. অপু
উত্তর: খ. দুর্গা।

৯০। অপুকে দেখচি নে - উক্তিটি কার?
ক. সর্বজয়ার খ. দুর্গার
গ. হরিহরের ঘ. সেজ ঠাকুরুনের
উত্তর: গ. হরিহরের।

৯১। মাতবর গোছের লোকটি হরিহরকে সম্বোধন করেছে কী বলে?
ক. দাদাঠাকুর খ. দাদামশাই
গ. ঠাকুর মশাই ঘ. পুরহিত দাদা
উত্তর: ক. দাদাঠাকুর।

৯২। মাতবর গোছের লোকটি কী জাতের ছিল?
ক. কায়স্ত খ. সদগোপ
গ. ব্রাক্ষ্মণ ঘ. ক্ষত্রিয়
উত্তর: খ. সদগোপ।

৯৩। মাতবর গোছের লোকটির গাঁয়ে কী নেই?
ক. হরিজন নেই খ. নমশূদ্র নেই
গ. বামুন নেই ঘ. কায়স্থ নেই
উত্তর: গ. বামুন নেই।

৯৪। হরিহর কয় মাস অন্তর বেতন পান?
ক. চার-পাঁচ মাস খ. তিন-চার মাস
গ. এক-দুই মাস ঘ. দুই-তিন মাস
উত্তর: ঘ. দুই-তিন মাস।

৯৫। দুর্গা মোট কয়টি বিচি পেয়েছিলো?
ক. তেইশটি খ. চব্বিশটি
গ. পঁচিশটি ঘ. ছাব্বিশটা
উত্তর: ঘ. ছাব্বিশটা।

৯৬। কাঠের ঘোড়াটি পিঁজরাপোলের আসামির ন্যায় পড়ে ছিল কেন?
ক. অপুর পছন্দ নয় বলে খ. অপুর আগ্রহ নেই বলে
গ. অপুর খেলা হয়েছে বলে ঘ. পুরোনো হয়ে গিয়েছে বলে
উত্তর: গ. অপুর খেলা হয়েছে বলে।

৯৭। অপু চোখ বুজে গঙ্গা-যমুনার ঘর কল্পনা করেছিলো কেন?
ক. খাপরাগুলো নাড়াচাড়া করছিল বলে খ. কল্পনা করতে পছন্দ করে বলে
গ. গঙ্গা-যমুনা অপুর প্রিয় খেলা বলে ঘ. দুর্গার সঙ্গে গঙ্গা যমুনা খেলবে বলে
উত্তর: গ. গঙ্গা-যমুনা অপুর প্রিয় খেলা বসে।

৯৮। দুর্গার কাঁঠালতলায় নিরুৎসাহিতভাবে দাঁড়িয়ে থাকায় কোন বিষয়টি সুস্পষ্ট হয়ে ওঠে?
ক. অপুর জন্য অপেক্ষা খ. সিদ্ধান্তহীনতা
গ. প্রকৃতির সঙ্গে ভাব বিনিময় ঘ. প্রকৃতির সৌন্দর্য উপভোগ
উত্তর: খ. সিদ্ধান্তহীনতা।

৯৯। তুই অতগুলো খাবি দিদি? এ উক্তির মধ্য দিয়ে অপু কী বোঝাতে চেয়েছে?
ক. দুর্গা অনেক বেশি খাচ্ছে খ. দুর্গা তাকে কম দিয়েছে
গ. অপুর মনে খাবার ইচ্ছা তীব্র ঘ. অপু নিজেকে সৌন্দর্য উপভোগ
উত্তর: খ. দুর্গা তাকে কম দিয়েছে।

১০০। একটু খানি কুটোগাছটা ভেঙে দু খানা করা নেই - সর্বজয়া কেন দুর্গার উদ্দেশ্য এ কথা বলা হয়েছে?
ক. দুর্গা বাড়িতে থাকে না বলে খ. দুর্গা মায়ের কথা শোনে না বলে
গ. দুর্গা সংসারের কাজ করে না বলে ঘ. দুর্গার সংসারে মতি নেই বলে
উত্তর: গ. দুর্গা সংসারের কাজ করে না বলে।

১০১। আম আঁটির ভেঁপু গল্পের রচয়িতা কে?
ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. মানিক বন্দ্যোপাধ্যায় ঘ. শরৎচন্দ্রবন্দ্যোপাধ্যায়
উত্তর: ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

১০২। আম আঁটির ভেঁপু গল্পটি মানুষের জীবনের কোন সময়কে স্মরণ করিয়ে দেয়?
ক. জন্মের সময় খ. কৈশোরের সময়
গ. শৈশবের সময় ঘ. স্কুলের সময়
উত্তর: গ. শৈশবের সময়।

১০৩। আমের প্রসঙ্গ উঠতেই দুর্গা অপুকে বাধা দিয়েছিলো কেন?
ক. অপু মিথ্যা বলবে বলে খ. দুর্গা লজ্জা পাবে বলে
গ. মা খেতে দেবে না বলে ঘ. মা সত্য জানবে বলে
উত্তর: ঘ. মা সত্য জানবে বলে।

১০৪। আম আঁটি ভেঁপু গল্পে কাদের ডোবার ধারের আম গাছটির গুটি ধরেছে?
ক.পটলিদের খ. সিয়ামদের
গ. রানু দিদিদের ঘ. ঘোষদের
উত্তর: ক. পটলিদের।

১০৫। স্বর্ণ গোয়ালিণী আসায় কোন কথা চাপা পড়ে গেল?
ক. দুর্গার বাইরে যাওয়ার কথা খ. অপুর আম খাওয়ার কথা
গ. সর্বজয়ার ক্ষার কাচার কথা ঘ. বাড়ির কাঁঠালতলার কথা
উত্তর: ক. দুর্গার বাইরে যাওয়ার কথা।

১০৬। অপুর নির্বুদ্ধিতার প্রমাণ পাওয়া গেল কোন ঘটনায়?
ক. মাকে আমের কথা বলে দেওয়ায় খ. মাকে ক্ষুধার কথা বলে দেওয়ায়
গ. দিদির কথা মন দিয়ে না শোনায় ঘ. বাবা বাড়িতে এলে ঘুমিয়ে পড়ায়
উত্তর: ক. মাকে আমের কথা বলে দেওয়ায়।

১০৭। তা তুই রাজি হলে না কেন - উক্তিটি কার?
ক. দুর্গার খ. হরিহরের
গ. রাধা বোষ্টমের বৌ এর ঘ. সর্বজয়ার
উত্তর: ঘ. সর্বজয়ার।


১০৮। অত বড় মেয়ে, বলে বোঝাব কত? এ উক্তির প্রেক্ষাপট কোনটি?
ক. হরিহর দুর্গাকে খুঁজে পায়নি তাই খ. দুর্গা কখনো বাড়ি থাকে না তাই
গ. দুর্গা মায়ের ভীষণ অবাধ্য তাই ঘ. দুর্গা প্রকৃতির মধ্যে হারায় তাই
উত্তর: ক. হরিহর দুর্গাকে খুঁজে পায়নি তাই।

১০৯। হরিহর সর্বজয়াকে কেন মাতবর লোকটির জাতের কথা প্রকাশ করতে নিষেধ করলেন?
ক. লোকটি অন্য জাতের তাই খ. লোকটির জাত নেই তাই
গ. লোকটি নিচু জাতের তাই ঘ. লোকটি নিষেধ করেছে তাই
উত্তর: গ. লোকটি নিচু জাতের তাই।

১১০। সর্বজয়ার মনে সংসার ত্যাগের ইচ্ছা জাগে কেন?
ক. অভাবের কারেণে খ. নিরাপত্তাহীনতার কারণে
গ. অবিশ্বাসের কারণে ঘ. অসন্তোষের কারণে
উত্তর: ক. অভাবের কারণে।

১১১। হরিহর মজুমদার মহাশয়ের সঙ্গে পরামর্শ করতে চেয়েছিলো কী নিয়ে?
ক. অপুর পড়াশোনার বিষয়ে খ. দুর্গার বিয়ের বিষয়ে
গ. নিজের অভাবের বিষয়ে ঘ. অন্যত্র বসবাসের বিষয়ে
উত্তর: ঘ. অন্যত্র বসবাসের বিষয়ে।

১১২। দুর্গা কী দেখতে বাইরে এসে বাড়ির ভেতরে উঁকি দিল?
ক. দরজা খোলা আছে কি না খ. মা বাড়িতে আছে কি না
গ. অপু দাঁড়িয়ে আছে কি না ঘ. কেউ তাকে দেখছে কি না
উত্তর: খ. মা বাড়িতে আছে কি না।

১১৩। চুপড়ি শব্দের অর্থ কি?
ক. ছোট থালা খ. ছোট ঝুড়ি
গ. ছোট গামলা ঘ. ছোট ঘট
উত্তর: খ. ছোট ঝুড়ি।

১১৪। জারা শব্দের অর্থ কি?
ক. জ্বালানো খ. ছিঁড়ে ফেলা
গ. জীর্ণ করা ঘ. পরিত্যক্ত
উত্তর: গ. জীর্ণ করা।

১১৫। বন-বিছুটা শব্দের অর্থ কি?
ক. বুনো ফল খ. বুনো ওষুধ
গ. বুনো লতা ঘ. বুনো গাছ
উত্তর: ঘ. বুনো গাছ।

১১৬। গরাদ শব্দের অর্থ কি?
ক. জানালার সিক খ. দরজার সিক
গ. চালের বাঁশ ঘ. বড়োর বাঁশ
উত্তর: ক. জানালার সিক।

১১৭। কুটোগাছ বলতে কি বোঝানো হয়েছে?
ক. লতা খ. তৃণ
গ. ছোট গাছ ঘ. দুর্বা
উত্তর: খ. তৃণ।

আম আঁটির ভেঁপু গল্পের জ্ঞান মূলক প্রশ্নোত্তর

১। দুর্গার বয়স কত?
উত্তর: দশ-এগারো বছর।

২। অপুর দিদির নাম কী?
উত্তর: দুর্গা।

৩। হরিহর কাজ সেরে কখন বাড়ি ফিরল?
উত্তর: দুপুরের কিছু পর।

৪। আজকাল লক্ষ্মী কোথায় বাঁধা পড়েছে?
উত্তর: চাষাদের ঘরে।

৫। আম আঁটির ভঁপু শীর্ষক গল্পের রচয়িতা কে?
উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

৬। দুর্গা আঁচলের খুঁট খুলে কী বের করল?
উত্তর: কতকগুলো শুকনো বড়া ফলের বিচি।

৭। যাত্রাদল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন ধরনের রচনা?
উত্তর: গল্পগ্রন্থ।

৮। দুর্গা অপুকে উঠানের কোন স্থান থেকে ডেকেছিল?
উত্তর: কাঁঠালতলা।

৯। দুর্গা কীসের ভেতরে কচি আমগুলো কেটে রেখেছিল?
উত্তর: নারকেলের মালার মধ্যে।

১০। দুর্গার বাবার নাম কি?
উত্তর: হরিহর।

১১। পথের পাঁচালী কার লেখা?
উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের।

১২। রোয়োক কি?
উত্তর: খোলা জায়গা বা বারান্দা।

১৩। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতার নাম কি?
উত্তর: নীলমণি।

১৪। হরিহর রায় রায়বাড়িতে কত টাকা বেতনে চাকরি করতেন?
উত্তর: আট টাকা।

১৫। বন্ধক ছাড়া ধার দেয় না কে?
উত্তর: সেজ ঠাকরুন।

বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর রাজি হলো না কেন?

আর্থিক দুরবস্থার কথা প্রকাশিত হয়ে যাওয়ার আশঙ্কায় বামুন হিসেবে বাস করার প্রস্তাবে রাজি হলো না। হরিহরকে দশ ঘরার সদগোপ সম্প্রদায়ের এক লোক একবার তাদের গাঁয়ে চলে এসে বামুন হিসেবে সপরিবারে বসবাস করার প্রস্তাব দেয়। আর্থিক চরম দুরসবস্থা সত্বেও হরিহর প্রস্তাবটিতে সরাসরি সম্মতি দেয়নি। কারণ, এতে সদগোপ সম্প্রদায়ের লোকেরা হরিহরের দারিদ্রোর বিষয়টি টের পেয়ে যাবে। অধিকন্তু, হরিহরের অনেক ধার-দেনা ছিল। আবাস পরিবর্তনের সংবাদ শুনে পাওনাদাররা এসে তার কাছে টাকা চাইবে। এসব কারণে বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর রাজি হলো না।

হাবা একটা কোথাকার, যদি এতটুকু বুদ্ধি থাকে - দুর্গা একথা বলেছিলো কেন?

মায়ের সামনে অপু আম খেয়ে দাঁত টক হয়ে গিয়েছে - এমন কথা বলায় দুর্গা অপুকে উদ্দেশ্য করে কথাটি বলেছিলো। দুর্গা পটলিদের বাগানে পড়ে থাকা আম কুড়িয়ে এনে তেল আর নুন দিয়ে মাখিয়ে নিজে ও ছোট ভাই অপু মিলে মজা করে খায়। পরে মায়ের দেওয়া চালভাজা খেতে গিয়ে অপু মায়ের সামনে বলে ফেলে, উঃ চিবানো যায় না। আম খেয়ে দাঁত টক হয়ে গিয়েছে। এ কথা শুনে মা দুর্গাকে বকা দেয়। এতে দুর্গা ক্ষিপ্ত হয়ে অপুকে বলে, হাবা একটা কোথাকার, যদি একটুকু বুদ্ধি থাকে।

ঠাকুরের হাঁড়ি দেখচি শিকেয় উঠেছে - ব্যাখ্যা করো

ঠাকুরের হাঁড়ি দেখচি শিকেয় উঠেছে কথাটি দ্বারা পারিবারিক অভাব অনটন সম্পর্কে মানুষের ভাবনার স্বরূপ সর্বজয়ার কাছে উপস্থাপন করেছে হরিহর। রায়বাড়ির গোমস্তাগিরির কাজ ও এবাড়ি সেবাড়ি পূজা-আর্চা করে সংসার চলত হরিহরের। তাই সদগোপ সম্প্রদায়ের লোককে মন্ত্র দেওয়া ও জমিজমা পাওয়ার বিষয়টি তার কাছে নেহায়েত মন্দ বলে মনে হয় না। কিন্তু প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে রাজি হলে তারা হরিহরের প্রকৃত পারিবারিক অবস্থা সম্পর্কে ধারণা করতে পারে। এ কারণে সে মিথ্যে ভান দেখিয়ে একটু সময় নিয়েছে। এই বিষয়টি বোঝাতেই হরিহর উক্তিটি করেছে। ঠাকুরের হাঁড়ি দেখচি শিকেয় উঠেছে কথাটি দ্বারা পারিবারিক অভাব-অনটন সম্পর্কে মানুষের ভাবনার স্বরূপ সর্বজয়ার কাছে উপস্থাপন করেছে হরিহর।

অপু ও দুর্গার আম খাওয়ার ব্যাঘাত ঘটল কেন?

মা ক্ষার কেচে ঘাট থেকে চলে আসায় অপু ও দুর্গার আম খাওয়ায় ব্যাঘাত ঘটল। পটলিদের বাগান থেকে আম এনে খুব সাবধানে খাচ্ছিল অপু ও দুর্গা। মায়ের বাড়িতে ঢোকার ওপর তাদের তীক্ষ্ণ দৃষ্টি ছিল। তারপরও মনের আনন্দেই চলছিল তাদের আম খাওয়া। কিন্তু হঠাৎ করেই মা বাড়িতে এসে ডাকাডাকি করতে থাকেন। ফলে অপু ও দুর্গার আম খাওয়ায় ব্যাঘাত ঘটে।
হরিহরের বাড়িটি দেখতে কেমন?
হরিহরের বাড়িটি তার দরিদ্রতার দিকটি স্পষ্টভাবেই তুলে ধরে। টাক-পয়সার অভাবে তার বাড়িটা দীর্ঘদিন ধরে মেরামত করা হয়নি। বাড়ির সামনের দিকের রোয়াক ভাঙা, ফাটলে বন-বিছুটি ও কালমেঘ গাছের বন গজিয়েছে। ঘরের দরজা-জানালার কপাট সব ভাঙা, নারিকেলের দড়ি দিয়ে গরাদের সঙ্গে বাঁধা আছে। এক কথায়, হরিহরের বাড়িটি বেশ জীর্ণ ও ভাঙাচোরা ছিল।

হরিহরের আর্থিক অবস্থা কেমন ছিল?

হরিহর অর্থনৈতিকভাবে একেবারেই সচ্ছল ছিল না। হরিহরের বাড়ি-ঘর, দৈনন্দিন জীবন তার দরিদ্রতার দিকটিকেই তুলে ধরে। তার আর্থিক অবস্থা খারাপ ছিল। সে তার ছোটো ছেলে-মেয়েগুলোকে ভালোভাবে খাওয়াতে-পরাতেও হিমশিম খেত।

উপসংহার

প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে আম আঁটির ভেঁপু গল্পের (MCQ) সহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েছেন এবং উপকৃত হতে পেরেছেন। এ রকম আরো তথ্য মূলক পোস্ট পড়তে আমাদের সাথেই থাকুন। আমরা সবসময় পাঠকের চাহিদা অনুযায়ী পোস্ট পাবলিশ করে থাকি। এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url