সুভা গল্পের (MCQ) বিস্তারিত জেনে নিন

প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে সুভা গল্পের MCQ নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে সুভা গল্পের MCQ গুলো বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক।
সুভা গল্পের (MCQ) বিস্তারিত জেনে নিন
সুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ‘গল্পগুচ্ছ’ থেকে সংকলিত হয়েছে। বাক-প্রতিবন্ধী কিশোরী সুভার প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধে গল্পটি অমর হয়ে আছে। সুভা কথা বলতে পারে না। মা মনে করেন, এ-তার নিয়তির দোষ, কিন্তু বাবা তাকে ভালোবাসেন। আর কেউ তার সঙ্গে মেশে না-খেলে না। 

কিন্তু তার বিশাল একটি আশ্রয়ের জগৎ আছে। যারা কথা বলতে পারে না সেই পোষা প্রাণীদের কাছে সে মুখর। তাদের সে খুবই কাছের জন। আর বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় মুক্তির আনন্দ। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য একটি জগৎ তৈরি করেছেন এবং সেই সঙ্গে তাদের প্রতি আমাদের মমত্ববোধের উন্মোষ ঘটাতে চেয়েছেন।

সুভা গল্পের (MCQ)

১। ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ?
ক. সুভাষিণীর খ. বাণীকণ্ঠের
গ. সুকেশিনীর ঘ. প্রতাপের
উত্তর: ঘ. প্রতাপের।

২। সুভার পুরো নাম কি?
ক. সুভাষিণী খ. সুপ্রভাময়ী
গ. সুভারানী ঘ. সুভামতি
উত্তর: ক. সুভাষিণী।

৩। সুভাষিণী নামটি সার্থক হয়নি কেন?
ক. সুভা অন্ধ হওয়ায় খ. সুভা বিকলাঙ্গ হওয়ায়
গ. সুভা নির্বাক হওয়ায় ঘ. সুভা বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায়
উত্তর: গ. সুভা নির্বাক হওয়ায়।

৪। সুভার ক্ষেত্রে নিচের কোন কথাটি প্রযোজ্য?
ক. অন্ধ খ. খোঁড়া
গ. বাকহীন ঘ. কালা
উত্তর: গ. বাকহীন।

৫। সুভা গল্পে সুদীর্ঘ পল্লবিশিষ্ট বলতে কি বোঝানো হয়েছে?
ক. শান্ত হৃদয় খ. নির্মল ছায়ালোক
গ. চোখের পাতা ঘ. গাছের নতুন পাতা
উত্তর: গ. চোখের পাতা।

৬। রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১২৬৮ বঙ্গাব্দে খ. ১২৬৯ বঙ্গাব্দে
গ. ১২৭৮ বঙ্গাব্দে ঘ. ১২৭৯ বঙ্গাব্দে
উত্তর: ক. ১২৬৮ বঙ্গাব্দে।

৭। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন?
ক. কলকাতার জোড়াসাঁকোয় খ. চব্বিশ পরগণার কাঁঠালপাড়ায়
গ. বর্ধমানের চুরুলিয়ায় ঘ. পশ্চিমবঙ্গের হুগলিতে
উত্তর: ক. কলকাতার জোড়াসাঁকোয়।

৮। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি?
ক. অবনীন্দ্রনাথ ঠাকুর খ. দেবেন্দ্রনাথ ঠাকুর
গ. জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ঘ. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
উত্তর: খ. দেবেন্দ্রনাথ ঠাকুর।

৯। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ কে ছিলেন?
ক. ঐশ্বর্যনাথ ঠাকুর খ. রাধানাথ ঠাকুর
গ. অশ্বিনীকুমার ঠাকুর ঘ. প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
উত্তর: ঘ. প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।

১০। রবীন্দ্রনাথ ঠাকুরের কিব প্রতিভার উন্মেষ ঘটে কখন?
ক. বাল্যকালে খ. মধ্য বয়সে
গ. পরিণত বয়সে ঘ. বৃদ্ধ বয়সে
উত্তর: ক. বাল্যকালে।

১১। মাত্র পনেরো বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়?
ক. মানসী খ. বনফুল
গ. গীতাঞ্জলী ঘ. চিত্রা
উত্তর: খ. বনফুল।

১২। রবীন্দ্রনাথ ‘গীতাঞ্জলী কাব্যের জন্য কত সালে নোবেল পুরষ্কার পান?
ক. ১৯১৩ সালে খ. ১৯১৫ সাল
গ. ১৯১৬ সালে ঘ. ১৯১৭ সালে
উত্তর: ক. ১৯১৩ সালে।

১৩। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ?
ক. পদ্মরগ খ. যুগবাণী
গ. বিচিত্র প্রবন্ধ ঘ. আরণ্যক
উত্তর: গ. বিচিত্র প্রবন্ধ।

১৪। রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গাব্দের কত তারিখে মারা যান?
ক. ২২ শে আষাঢ় ১৩৪৮ খ. ২২ শে শ্রাবণ, ১৩৪৮
গ. ১৩ আষাঢ়, ১৩৮৩ ঘ. ২১ শে মাঘ, ১৩৪১
উত্তর: খ. ২২শে শ্রাবণ, ১৩৪৮

১৫। সুভা ছোট বেলা থেকেই কি বুঝে নিয়েছিলো?
ক. সে সবার খুব আদরের খ. সে পরিবারে বোঝাস্বরুপ
গ. সে জীবনে অনেক বড় হবে ঘ. সে লেখাপড়ার সুযোগ পাবে না
উত্তর: খ. সে পরিবারে বোঝাস্বরূপ।

১৬। সুভার পিতার নাম কি?
ক. বাণীকণ্ঠ খ. অবনীন্দ্র
গ. নীলকণ্ঠ ঘ. সুশীল চন্দ্র
উত্তর: ক. বাণীকণ্ঠ।

১৭। ফিরোজ উদ্দিন তাঁর অন্য ছেলেমেয়েদের তুলনায় বাকহীন ফারহানাকে বেশি ভালোবাসেন। ফিরোজ উদ্দিনের সাথে সুভা গল্পের কার মিল রয়েছে?
ক. প্রতাপ খ. বাণীকণ্ঠ
গ. সুকেশিনী ঘ. সুহাসিনী
উত্তর: খ. বাণীকণ্ঠ।

১৮। সুভাদের গ্রামের নাম কি?
ক. মনিপুর খ. চন্ডীপুর
গ. ভবানীপুর ঘ. মনোহরপুর
উত্তর: ভ. চন্ডীপুর।

১৯। কাজকর্মে অবসর পেলে সুভা কোথায় এসে বসে?
ক. বৃক্ষতলে খ. কাঁঠাল তলায়
গ. নদীতীরে ঘ. বাঁধানো ঘাটে
উত্তর: গ. নদীতীরে।


২০। সুভা গাভী দুটোর খোঁজে দিনের মধ্যে নিয়মিত কয়বার গোয়ালে যেত?
ক. একবার খ. দুইবার
গ. তিনবার ঘ. চারবার
উত্তর: গ. তিনবার।

২১। গোঁসাইদের ছোট ছেলেটির নাম কি ছিল?
ক. প্রতাপ খ. বলাই
গ. ফটিক ঘ. মাখন
উত্তর: ক. প্রতাপ।

২২। প্রতাপ নদীতীরে সাধারণত কখন মাছ ধরতে যেত?
ক. পূর্বাহ্নে খ. মধ্যাহ্নে
গ. অপরাহ্নে ঘ. সন্ধ্যায়
উত্তর: গ. অপরাহ্নে।

২৩। সুভা কর্তৃক প্রতাপের জন্য কি বরাদ্দ ছিল?
ক. একটি লজেন্স খ. একটি পান
গ. একটি মোয়া ঘ. একটি পেয়ারা
উত্তর: খ. একটি পান।

২৪। সুভা কল্পনায় গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র কি?
ক. পরি খ. রানি
গ. প্রসরী ঘ. রাজকন্যা
উত্তর: রাজকন্যা।

২৫। সুভা কখন শয়নকক্ষের দ্বারা খুলে রাতের প্রকৃতি দেখতে লাগল?
ক. অন্ধকার রাতে খ. পূর্ণিমা রাতে
গ. বিয়ের রাতে ঘ. অমাব্যসার রাতে
উত্তর: খ. পূর্ণিমা রাতে।

২৬। বাণীকণ্ঠ ঘুম থেকে উঠে শোবার ঘরে কি খাচ্ছিল?
ক. পান খ. তামাক
গ. ভাত ঘ. জলখাবার
উত্তর: খ. তামাক।

২৭। সুভা কখন বের হয়ে চিরপরিচিত নদীতটে লুটিয়ে পড়ল?
ক. কৃষ্ণদ্বাদশীর রাতে খ. পূর্ণিমা রাতে
গ. শুক্লাদ্বাদশীর রাতে ঘ. অন্ধকার রাতে
উত্তর: গ. শুক্লাদ্বাদশীর রাতে।

২৮। সুভার বড় দুই বোনের নাম কি?
ক. সুকেশিনী ও সুুহাসিনী খ. সুহাসিনী ও সুপ্রভাময়ী
গ. সুকেশিনী ও সুপ্রভাময়ী ঘ. সুপ্রভাময়ী ও সুষমমাময়ী
উত্তর: ক. সুকেশিনী ও সুহাসিনী।

২৯। পিতামাতার নিরব হৃদয়ভারের মতো বিরাজ করছিল কে?
ক. অন্ধবধূ খ. মমতাদি
গ. সুভা ঘ. কাঙালী
উত্তর: গ. সুভা।

৩০। তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। এখানে সুভার প্রতি সকলের কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
ক. কৌতূহল খ. উদাসীনতা
গ. উদ্বিগ্নতা ঘ. শত্রুতা
উত্তর: গ. উদ্বিগ্নতা।

৩১। সাধারণের দৃষ্টিপথ থেকে নিজেকে গোপন করে চলত কে?
ক. প্রতাপ খ. সুহাসিনী
গ. বাণীকণ্ঠ ঘ. সুভাষিণী
উত্তর: ঘ. সুভাষিণী।

৩২। সুভার মা সুভার ওপর বিরক্ত ছিলেন কেন?
ক. সুভা সবাইকে এড়িয়ে চলত বলে খ. সুভার প্রতিবন্ধিতাকে নিজের ক্রটি মনে করায়
গ. সুভা যখন তখন বাইরে চলে যেত বলে ঘ. পোষা প্রাণীর প্রতি সুভার আকর্ষণের কারণে
উত্তর: খ. সুভার প্রতিবন্ধিতাকে নিজের ক্রটি মনে করায়।

৩৩। কচি কিশলয়ের মতো কেঁপে উঠত কী?
ক. সুভার নেত্রপল্লব খ. সুভার ওষ্ঠাধর
গ. সুভার কেশদাম ঘ. সুভার ভ্রযুগল
উত্তর: খ. সুভার ওষ্ঠাধর।

৩৪। সুভার পরিবার অর্থনৈতিক দিক দিয়ে কেমন ছিল?
ক. ধনী খ. হতদরিদ্র
গ. অসচ্ছল ঘ. সচ্ছল
উত্তর: সচ্ছল।

৩৫। সুভার ভাষা পূরণ করে দেয় কে?
ক. সুহাসিনী খ. প্রকৃতি
গ. সর্বশী ঘ. প্রতাপ
উত্তর: খ. প্রকৃতি।

৩৬। সুভাদের গোয়ালে কয়টি গাভী ছিল?
ক. একটি খ. দুইটি
গ. তিনটি ঘ. চারটি
উত্তর: খ. দুটি।

৩৭। সর্বশী ও পাঙ্গুলি কীসের নাম?
ক. ষাঁড়ের খ. নদীর
গ. গাভীর ঘ. ধানের
উত্তর: গ. গাভীর।

৩৮। উন্নত শ্রেনির জীবের মধ্যে সুভার যে সঙ্গীতি ছিল সে কে?
ক. প্রতাপ খ. প্রভাত
গ. প্রদীপ ঘ. প্রণব
উত্তর: ক. প্রতাপ।

৩৯। সুভা গল্পে প্রতাপকে কি বলা হয়েছে?
ক. সকল কাজের কাজি খ. অকর্মন্য সরকারি লোক
গ. ফাঁকিবাজ কর্মী ঘ. নিরলস কর্মী
উত্তর: খ. অকর্মন্য সরকারি লোক।

৪০। সুভা কোথায় বসে প্রতাপের ছিপ দিয়ে মাছ ধরা দেখত?
ক. বটতলায় খ. আমতলায়
গ. তেঁতুলতলায় ঘ. জামতলায়
উত্তর: গ. তেঁতুলতলায়।

৪১। বাণীকণ্ঠ দুই বেলা কী খেত?
ক. নুনভাত খ. ডালভাত
গ. ফেনভাত ঘ. মাছভাত
উত্তর: ঘ. মাছভাত।

৪২। প্রতাপ সুভাকে সু বলে ডাকত কেন?
ক. অবজ্ঞা করে খ. দুষ্টুমি করে
গ. আদর করে ঘ. ব্যঙ্গ করে
উত্তর: গ. আদর করে।

৪৩। কল্পনায় রূপার অট্টোলিকায় সোনার পালঙ্কে বসে থাকবে কে?
ক. মিনু খ. মালা
গ. সুভা ঘ. মনি
উত্তর: গ. সুভা।


৪৪। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না। এর কারণ কি?
ক. শারীরিক প্রতিবন্ধকতা খ. নবযৌবনে পদার্পণ
গ. সুশিক্ষার অভাব ঘ. আত্মসম্মানবোধের জাগরণ
উত্তর: খ. নবযৌবনে পদার্পণ।

৪৫। সুভার পিতা মাতা চিন্তিত হয়ে পড়েছিলো কি নিয়ে?
ক. সুভার বিয়ে নিয়ে খ. সুভার একাকিত্ব নিয়ে
গ. সুভার অসুখ নিয়ে ঘ. সুভার কষ্ট নিয়ে
উত্তর: ক. সুভার বিয়ে নিয়ে।

৪৬। বাণীকণ্ঠের শত্রু ছিল কেন?
ক. সচ্ছল ছিল বলে খ. সৎ ছিল বলে
গ. ক্ষ্যাপাটে ছিল বলে ঘ. মিথ্যাবাদী ছিল বলে
উত্তর: সচ্ছল ছিল বলে।

৪৭। সুভা গল্পে সুভা কোন শ্রেণির মেয়েদের প্রতিনিধিত্ব করে?
ক. দুরন্ত বালিকাদের খ. শারীরিকভাবে সক্ষম মেয়েদের
গ. মানসিক প্রতিবন্ধী মেয়েদের ঘ. বাকপ্রতিন্ধী মেয়েদের
উত্তর: ঘ. বাকপ্রতিবন্ধী মেয়েদের।

৪৮। সুভা গল্পের শেষাংশে নদীতটে সুভার লুটিয়ে পড়া কি নির্দেশ করে?
ক. আপন আশ্রয়কে আঁকড়ে থাকার চেষ্টা খ. প্রতাপের নিশ্চেষ্ট ভূমিকার প্রতি অভিমান
গ. বাণীকণ্ঠের সিদ্ধান্তের প্রতি নীরব প্রতিবাদ ঘ. নদীতে ঝাঁপ দিয়ে আত্মহুতি দেওয়ার আশাঙ্খা
উত্তর: ক. আপন আশ্রয়কে আঁকড়ে থাকার চেষ্টা।

৪৯। সুভার চোখের ভাষা
i. অসীম-উদার
ii. দুর্বোধ্য
ii. অতলস্পর্শ গভীর

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।

৫০। সুভার বড় বোনের নাম
i. সুকেশিনী
ii. সুহাসিনী
iii. সুপ্রভাষিণী

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

৫১। সুভার বড় দুই বোনের বিয়ে দেওয়া হয়েছিলো
i. অনেক খোঁজাখুঁজি করে
ii. অনেক ঋন করে
iii. অনেক অর্থ ব্যয় করে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।

৫২। চিরনিস্তব্ধ সুভার হৃদয় উপকূলে এসে ভেঙ্গে পড়ে
i. মাঝির গান
ii. পাখির ডাক
iii. নদীর কলধ্বনি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৫৩। সুভার বন্ধুরা হলো
i. সর্বশী
ii. প্রতাপ
iii. পাঙ্গলি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৫৪। গাভী ছাড়াও সুভার অন্য বন্ধুরা হলো
i. পাঁখি
ii. ছাগল
iii. বিড়ালশাবক

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii।

৫৫। জলকুমারী সুভা পাতালপুরীতে বসে থাকবে
i. হীরার অলংকারশোভিত পালঙ্কে
ii. রূপার অট্টালিকায়
iii. সোনার পালঙ্কে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii।

৫৬। সুভা নিজেকে বিধাতার অভিশাপস্বরূপ মনে করে
i. অশিক্ষিত বলে
ii. পরিবারে বোঝা হিসেবে বিবেচিত বলে
iii. বাকপ্রতিবন্ধী বলে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর:গ. ii ও iii।

৫৭। সুভার মা সুভাকে নিয়ে ক্রটিরূপে জ্ঞান করেন। কারণ
i. কন্যাকে নিজের অংশরূপে দেখেন
ii. পিতা সুভাকে বেশি ভালোবাসেন
iii. তার ভুলেই মেয়ে বোবা হয়েছে বলে বিশ্বাস করেন

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।

৫৮। সুভার সামনেই সবাই তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করত, কেননা
i. সকলেই সুভার অনুভূতি সম্পর্কে উদাসীন ছিল
ii. সকলেই সুভাকে বোঝা মনে করত
iii. সকলেই সুভার দুঃখের সমব্যথী ছিল

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

৫৯। বিজন মূর্তি বলতে বোঝায়
i. একাকী কোনো কাজ করা
ii. জনমানবশূন্য অবস্থা
iii. কোলাহলমুক্ত প্রকৃতির আকর্ষণীয় দিক

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii।

৬০। অন্য বালক-বালিকারা সুভার সাথে খেলা করত না
i. তাকে ভয় করত বলে
ii. তার পা খোঁড়া বলে
iii. সে নীরব ও নিঃশব্দ প্রকৃতির বলে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।

৬১। সুভা গল্পে সুভাষিণী নামটির সংক্ষিপ্ত রূপ হলো
i. সু
ii. সুভা
iii. সুভাষ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

৬২। বাণীকণ্ঠের বাড়ির যে দিকটি নৌকাবাহীদের আকর্ষণ করত
i. সৌন্দর্য
ii. সচ্ছলতা
iii. জৌলুস

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

৬৩। প্রতাপ সুভার মর্যাদা বুঝত, কারণ
i. সুভার সঙ্গ তার ভালো লাগত
ii. সুভা পান বানিয়ে দিত
iii. সুভা ছিল নির্বাক সঙ্গী

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।

৬৪। অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনাশক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে - কথাটির অন্তর্নিহিত তাৎপর্য হলো
i. সুভার শারীরিক ও মানসিক বৃদ্ধি
ii. সুভা হঠাৎ কথা বলা শুরু করছে
iii. সুভার জীবনে পরিবর্তনের অভাব

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।

৬৫। এমনকি এক-ঘরে কবিবে এমন জনরবও শুনা যায়। উক্তিটিতে প্রকাশ পেয়েছে
i. শত্রুভাবাপন্ন মনোভাব
ii. পরশ্রীকাতরতা
iii. সংকীর্ণ মনোভাব

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৬৬। সুভার নেত্রপল্লব হতে টপটপ করে অশ্রুজল পড়তে লাগল
i. কলকাতায় চলে যাবে বলে
ii. বাড়ির প্রতি মায়ার কারণে
iii. তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিলো বলে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

৬৭। সুভা মনে করিত আমাকে সবাই ভুলিলে বাঁচি - এ উক্তিটির তাৎপর্য হলো
i. সবার অবহেলা থেকে দূরে থাকা
ii. সবার অনাদর থেকে দূরে থাকা
iii. সবার বিরক্তির কারণ না হওয়া

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৬৮। কিশলয় শব্দের অর্থ কি?
ক. গাছের বড় পাতা খ. গাছের হলুদ পাতা
গ. গাছের নতুন পাতা ঘ. গাছের সবুজ পাতা
উত্তর: গ. গাছের নতুন পাতা।

৬৯। গর্ভের কলঙ্ক বলতে কি বুঝায়?
ক. সন্তান-হিসেবে অদক্ষ খ. সন্তান হিসেবে কলঙ্ক
গ. সন্তান হিসেবে অকর্মণ্য ঘ. সন্তান হিসেবে অলস
উত্তর: খ. সন্তান হিসেবে কলঙ্ক।


৭০। সুদীর্ঘ পল্লববিশিষ্ট বলতে সুভা গল্পে কি নির্দেশিত হয়েছে?
ক. অনেক পাতাবিশিষ্ট বেই খ. অনেক পাতাবিশিষ্ট খাতা
গ. লম্বা পাতা বিশিষ্ট গাছ ঘ. বড় পাতাবিশিষ্ট চোখ
উত্তর: ঘ. বড় পাতাবিশিষ্ট চোখ।

৭১। তর্জমা শব্দের অর্থ কি?
ক. বাণী খ. অনুবাদ
গ. সংক্ষিপ্ত ঘ. বর্ণনা
উত্তর: খ. অনুবাদ।

৭২। এক ভাষা থেকে অন্য ভাষায় বলা বা লেখাকে কি বলে?
ক. তর্জমা খ. তদবির
গ. রূপান্তর ঘ. বিবর্তন
উত্তর: ক. তর্জমা।

৭৩। অনিমেষ শব্দের অর্থ নিচের কোনটি?
ক. পলকহীন খ. বিরতিহীন
গ. ইচ্ছাধীন ঘ. আশ্রয়হীন
উত্তর: ক. পলকহীন।

৭৪। কাঁধের দুদিকে দুপ্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফালিকে কী বলে?
ক. শাঁখারি খ. কাটারি
গ. আটারি ঘ. বাঁখারি
উত্তর: ঘ. বাঁখারি।

৭৫। বিজন মূর্তি বলতে কি বোঝায়?
ক. অনেক দূর খ. কোলাহলপূর্ণ
গ. মূর্তি সদৃশ ঘ. নির্জন অবস্থা
উত্তর: ঘ. নির্জন অবস্থা।

৭৬। চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ায় সময়কে কি বলে?
ক. অমাবস্যা খ. জোয়ার
গ. পূর্ণিমা ঘ. শুল্কপক্ষ
উত্তর: গ. পূর্ণিমা।

৭৭। শুল্কপক্ষের চাঁদের দ্বাদশ দিনকে কি বলা হয়?
ক. শুক্লা দ্বাদশী খ. দ্বাদশী
গ. পূর্ণিমাতিথি ঘ. অমাবস্যাতিথি
উত্তর: ক. শুক্লা দ্বাদশী।

৭৮। কপোল শব্দের অর্থ কি?
ক. কপাল খ. গাল
গ. বাহু ঘ. ভাগ্য
উত্তর: খ. গাল।

৭৯। নেত্রপল্লব শব্দের অর্থ কি?
ক. চোখের পাতা খ. চোখের তারা
গ. চোখের মণি ঘ. চোখের আলো
উত্তর: ক. চোখের পাতা।

৮০। সুভা গল্পের লেখকের নাম কি?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম
গ. মানিক বন্দ্যোপাধ্যায় ঘ. প্রমথ চৌধুরি
উত্তর: ক. রবীন্দ্রনাথ ঠাকুর।

৮১। সুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
ক. স্বনির্বাচিত গল্প খ. গল্পগুচ্ছ
গ. সঞ্চয়িতা ঘ. শেষের কবিতা
উত্তর: খ. গল্পগুচ্ছ।

৮২। সুভা গল্পের অন্তর্নিহিত তাৎপর্য কোনটি?
ক. প্রতিবন্ধী শিশুদের প্রতি সহানুভূতি খ. দরিদ্র শিশুদের প্রতি সহানুভূতি
গ. দুরন্ত শিশুদের প্রতি সহানুভূতি ঘ. অবাধ্য শিশুদের প্রতি সহানুভূতি
উত্তর: ক. প্রতিবন্ধী শিশুদের প্রতি সহানুভূতি।

৮৩। সুভা গল্পেরসুভা নাম রাখা হয়েছে কোন যুক্তিতে?
ক. মূল বক্তব্য খ. কেন্দ্রীয় চরিত্র
গ. অন্তর্নিহিত তাৎপর্য ঘ. রূপকের ইঙ্গিত
উত্তর: খ. কেন্দ্রীয় চরিত্র।

৮৪। শ্রেণি বিচারে সুভা কোন শ্রেণির গল্পের অন্তর্ভুক্ত?
ক. হাস্যরসাত্মক খ. রম্য রচনা
গ. মনস্তাত্বিক ঘ. ব্যঙ্গরসাত্মক
উত্তর:মনস্তাত্বিক।

৮৫। সুভা আনন্দ খুুঁজে পায়
i. প্রকৃতির মাঝে
ii. পোষা প্রাণীদের কাছে
iii. গৃহস্থালী কাজকর্মে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

৮৬। সুভার প্রতি লেখকের রয়েছে?
i. ভালোবাসা
ii. মমত্ববোধ
iii. কৃতজ্ঞতা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৮৭-৮৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:

বাবা-মা হারানো মিনু জন্ম থেকেই বোবা ও কালা। কিন্তু জীবনকে তুচ্ছ মনে করে না সে। মিনুর জগৎ চোখের জগৎ। দৃষ্টির ভেতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে সে।

৮৭। উদ্দীপকের মিনু পাঠ্যবইয়ের কোন চরিত্রের সাথে তুলনীয়?
ক. প্রতাপ খ. কাঙালী
গ. মমতাদি ঘ. সুভা
উত্তর: ঘ. সুভা।

৮৮। উভয় চরিত্রের মধ্যে মিল
i. এতিম হওয়ার দিক থেকে
ii. বাকপ্রতিবন্ধিতায়
iii. প্রকৃতির সাথে মিতালি গড়ায়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii।

সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্নোত্তর

১। সুভার গ্রামের নাম কী?
উত্তর: চন্ডীপুর।

২। গোঁসাইদের ছোট ছেলেটির নাম কি?
উত্তর: প্রতাপ।

৩। সুভার চোখে ভাষা কেমন ছিল?
উত্তর: অসীম উদার এবং অতলস্পর্শ।

৪। সুভার সাক্ষাতে সকলে তার কী সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করতো?
উত্তর: তার ভবিষ্যৎ সম্বন্ধে।

৫। কীসের অনুরোধে বাণীকণ্ঠ তাঁর ছোট মেয়েটির নাম সুভাষিণী রাখেন?
উত্তর: বড় দুটি বোনের নামের মিলের অনুরোধে।

৬। সুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তর: গল্পগুচ্ছ।

৭। কে সুভার মর্যাদা বুঝত?
উত্তর: প্রতাপ।

৮। সুভার বাবার নাম কি?
উত্তর: বাণীকণ্ঠ।

৯। কার মনে সুভা সর্বদাই জাগরূক ছিল?
উত্তর: পিতামাতার মনে।

১০। বাণীকণ্ঠের ঘর কোথায়?
উত্তর: নদীর একেবারে উপরেই।

১১। প্রতাপের জন্য পান সাজিয়ে আনত কে?
উত্তর: সুভা।

১২। কে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন ও সঙ্গীহীন ছিল?
উত্তর: সুভা।

১৩। গোয়ালের গাভী দুুটির নাম কি?
উত্তর: সর্বজী ও পাঙ্গুলি।

১৪। সুভা দিনের ভিতর কয়বার গোয়াল ঘরে যেত?
উত্তর: তিনবার।

১৫। প্রতাপকে সাহায্য করতে চাইত কে?
উত্তর: সুভা।

১৬। কোন তিথির প্রকৃতি সুভার মতো একাকিনী?
উত্তর: পূর্ণিমা।

১৭। বাণীকণ্ঠ ফিরে এসে কোথায় যাওয়ার জন্য স্ত্রীকে বলল?
উত্তর: কলকাতায়।

১৮। মর্মবিদ্ধ হরিণী কার দিকে তাকায়?
উত্তর: ব্যাধের দিকে।

১৯। অবসর সময়ে সুভা কোথায় গিয়ে বসত?
উত্তর: নদীতীরে।

২০। কে সুভাকে নিজের একটি ত্রুটিস্বরূপ দেখতেন?
উত্তর: সুভার মা।

সুভা কলকাতায় যেতে চায় না কেন?

পরিচিতি পরিবেশের প্রতি প্রবল মায়া অনুভব করায় সুভা কলকাতায় যেতে চায় না। বাকপ্রতিবন্ধী সুভার মাঝে তার বাড়ির প্রতি রয়েছে গভীর মমত্ববোধ। বাড়ির চারপাশের প্রকৃতির সাথে সে করে নিয়েছে মিতালি। বোবা হওয়ার কারণে তার তেমন কোনো বন্ধু নেই। গোয়ালের দুটি গাভি, ছাগল, বিড়ালশাবক আর মানবসমাজের অন্তর্ভুক্ত প্রতাপ তার নিত্য সহচর। এদেরকে ছেড়ে কলকাতার অনিশ্চয়তাভরা জীবনকে মেনে নিতে সায় দেয় না সুভার মন। তাই সুভা কলকাতায় যেতে চায় না।

সুভাকে কলকাতায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হলো কেন?

গ্রামের মানুষের নিন্দা ও একঘরে হওয়ার ভয়ে বিয়ে দেওয়ার উদ্দেশ্য সুভাকে কলকাতায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়। সুভার বয়স ক্রমেই বেড়ে চলছিল। তৎকালীন সমাজে তার বয়সের মেয়েদের বিয়ে না হলে তা নিয়ে নিন্দা করা হতো। সুভা বাকপ্রতিবন্ধী হওয়ায় তাকে বিয়ে করতে রাজি হয় না কেউ। ফলে তার পরিবারকে নিয়ে সমালোচনা বাড়তে থাকে। উপরন্তু সুভার বাবা সচ্ছল গৃহস্থ হওয়ায় তার কিছু শত্রুও ছিল। তাদের প্ররোচনায় পরিবারটিকে একঘরে করা হবে বলেও গুজব ছড়ায়। এ কারণেই সুভাকে বিয়ে দেওয়ার উদ্দেশ্য কলকাতায় নিয়ে যাওয়ার উদ্যোগ গৃহীত হয়।

প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। ব্যাখ্যা কর।

প্রকৃতির সাথে সুভার গভীর মিতালির বিষয়টিই প্রকাশিত হয়েছে আলোচ্য উক্তিতে। সুভা যখন নদীর তীরে এসে বসত তার সামনে নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিলেমিশে একাকার হয়ে যেত। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতিও সুভার ভাষার মতোই নীরব অথচ বিশ্বব্যাপী বিস্তৃত। এভাবেই সুভার ভাষার অভাব পূরণ করে দিত প্রকৃতি।

ঘরে কঠিন কথা শুনে সুভা গোয়াল ঘরে যেত কেন?

বন্ধস্বরূপ গাভি দুটির কাছ থেকে সান্তনা লাভের জন্য ঘরে কঠিন কথা শুনে সুভা গোয়াল ঘরে যেত। কোনো ভর্ৎসনা বা কঠিন কথা শোনার পর সুভা গোয়াল ঘরে ঢুকে তার মূক বন্ধুটির কাছে আসত। সুভার পরিপূর্ণ বিষাদ-শান্ত দৃষ্টিপাত থেকে গোয়ালের এই দুটি গাভি কী একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা সুভার মর্মবেদনা যেন বুঝতে পারতো এবং তারা সুভার গা ঘেঁষে তার বাহুতে অল্প করে শিং ঘষে তাকে নির্বাক ব্যাকুলতার সাথে সান্ত্বনা দিতে চেষ্টা করত। এর ফলে সুভার মনের বেদনা কিছুটা হলেও প্রশমিত হতো।

সুভা কেন মনে মনে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত?

প্রতাপকে অভিভূত করার জন্য সুভা মনে মনে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করতো। সুভা মনে মনে প্রতাপকে পছন্দ করতো। তাই প্রতাপ যখন নদীর তীরে বসে মাছ ধরত তখন সুভা তার পাশে বসে ভাবত সে যদি প্রতাপের কোনো কাজে বা সাহায্যে আসতে পারতো। কিন্তু তার কিছুই করার ছিল না। তাই সে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করতো যেন হঠাৎ মন্ত্রবলে সে এমন একটা আশ্চর্য কান্ড ঘটিয়ে দিতে পারে যা দেখে প্রতাপ অভিভূত হয়। বস্তুত প্রতাপের মন জয় করার জন্যই সুভা অলৌকিক ক্ষমতা প্রার্থনা করতো।

মেয়েকে সান্ত্বনা দিতে গিয়ে বাণীকণ্ঠের কপোলে অশ্রু গড়িয়ে পড়ল কেন?

মেয়ের প্রতি অসীম ভালোবাসার জন্য তাকে সান্ত্বনা দিতে গিয়ে বাণীকণ্ঠের কপোলে অশ্রু গড়িয়ে পড়ল। বাকপ্রতিবন্ধী সুভাকে সমাজের কেউ ভালোবাসে না। এমনকি মা-ও তার ওপর এতটাই বিরক্ত যে তিনি সুভাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করেন। ‍কিন্তু সুভার বাবা বাণীকণ্ঠ তাকে অন্য মেয়েদের তুলনায় বেশি স্নেহ করেন। তিনি বুঝতে পারেন নিজের বাড়ি ছেড়ে কলকাতায় যেতে সুভার অনেক কষ্ট হবে। মেয়ের বেদনায় নিজেও জর্জরিত হয়েছিলেন বলেই তাকে সান্ত্বনা দিতে গিয়ে বাণীকণ্ঠের কপোল বেয়ে অশ্রু ঝরল।

কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না। কেন বলা হয়েছে?

মানুষের মনের ভাবের খেলা চোখের মাধ্যমে স্বাভাবিকভাবেই প্রকাশিত হয় বলে আলোচ্য কথাটি বলা হয়েছে। কথা বলে আমরা যে ভাবের প্রকাশ করি তা অনেকটাই শব্দের মাধ্যমে অনুবাদ বা তর্জমা করতে হয়। কিন্তু চোখের মাধ্যমে আমরা যে ভাবের জগৎ অনুভব করি তা আর কোনো শব্দে অনুবাদ করতে হয় না। প্রাকৃতিকভাবেই তা ভাব প্রকাশক হয়ে ওঠে। ফলে শব্দ প্রকাশের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা তৈরি হয়, তা আর থাকে না। তাই চোখকে কোনোকিছু অনুবাদ করতে হয় না।

সুভা সর্বদা নিজেকে গোপন রাখত কেন?

বাকশক্তিহীন সুভাকে সবাই সংসারের বোঝা বলে মনে করত এবং এ ঘটনাটি তার জানা ছিল বলেই নিজেকে সে সর্বদা গোপন রাখার চেষ্টা করত। সুভা বোবা ছিল বলে তার ভবিষ্যৎ সম্পর্কে সবাই দুশ্চিন্তায় ছিল। কথা না বলতে পারলেও তার অনুভব শক্তি আছে এ কথাটি কেউ ভাবত না। শিশুকাল থেকেই সুভা বুঝে গিয়েছিলো যে সংসারে সে কারো কাছেই সুদৃষ্টিপ্রাপ্ত নয়। এর ফলে তার ভেতরে এক ধরনের হীনম্মন্যতা তৈরি হয়েছিলো। তাই সে নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রাখার চেষ্টা করত।

উপসংহার

প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে সুভা গল্পের (MCQ) সহ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েছেন এবং উপকৃত হতে পেরেছেন। ইউনিক পোস্ট পড়তে আমাদের সাথেই থাকুন। প্রিয় পাঠক, এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url