বঙ্গবাণী কবিতার সকল (MCQ) গুলো জেনে নিন

বঙ্গবাণী কবিতাটি কবি আবদুল হাকিমের ‘নুরনামা’ কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। মধ্যযুগীয় পরিবেশে বঙ্গভাষী এবং বঙ্গভাষার প্রতি এমন বলিষ্ট বাণীবদ্ধ কবিতার নিদর্শন দুর্লভ। কবি এই কবিতায় তাঁর গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা নির্দ্বিধায় ব্যক্ত করেছেন। আরবি ফারসি ভাষার প্রতি কবির মোটেও বিদ্বেষ নেই। কবি এসব ভাষার প্রতি শ্রদ্ধাশীল। যে ভাষা জনসাধারণের বোধগম্য নয়, সে ভাষায় অন্যের সঙ্গে ভাব বিনিময় করা যায় না। সে সব ভাষাভাষী লোকের পক্ষে মাতৃভাষার কথা বলা বা লেখাই একমাত্র পন্থা। এই কারণেই কবি মাতৃভাষায় গ্রন্থ রচনায় মনোনিবেশ করেছেন।
বঙ্গবাণী কবিতার সকল (MCQ) গুলো জেনে নিন
কবির মতে, মানুষ মাত্রই নিজ ভাষায় স্ট্রষ্টাকে ডাকে আর স্রষ্টাও মানুষের বক্তব্য বুঝতে পারেন। কবির চিত্তে তীব্র ক্ষোভ এ জন্য যে, যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, অথচ বাংলা ভাষার প্রতি তাদের মমতা নেই, তাদের বংশ ও জন্ম পরিচয় সম্পর্কের কবির মনে সন্দেহ জাগে। কবি সখেদে বলেছেন, এ সব লোক, যাদের মনে স্বদেশের ও স্বভাষার প্রতি কিছুমাত্র অনুরাগ নেই তারা কেন এদেশ পরিত্যাগ করে অন্যত্র চলে যায় না! বংশানুক্রমে বাংলাদেশেই আমাদের বসতি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি এবং মাতৃভাষায় বর্ণিত বক্তব্য আমাদের মর্ম স্পর্শ করে। এই ভাষার চেয়ে হিতকর আর কী হতে পারে

বঙ্গবাণী কবিতার সকল MCQ

১। বঙ্গবাণী কবিতার শেষ চরণ কোনটি?
ক. দেশি ভাষা উপদেশ মনে হিত অতি খ. নিজ দেশে তেয়াগী কেন বিদেশে ন যায়
গ. বঙ্গদেশী বাণী কিবা যত ইতি বাণী ঘ. সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি
উত্তর: ক. দেশি ভাষা উপদেশ মতে হিত অতি।

২। সে সব কাহার জন্ম নির্ণয় না জানি - কবি আবুল হাকিম কাদের সম্পর্কে এ উক্তি করেছেন?
ক. নিজ দেশ ত্যাগ করে যারা বিদেশে যায় খ. বাংলাদেশে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে
গ. দেশি ভাষায় বিদ্যা লাভ করে যে তৃপ্ত নয় ঘ. যারা বাংলাকে হিন্দুয়ানী ভাষা বলে মনে করে
উত্তর: ক. বাংলাদেশে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে।

৩। আবদুল হাকিম কোন শতকের কবি?
ক. পঞ্চদশ খ. সপ্তদশ
গ. ষষ্ঠদশ ঘ. অষ্টাদশ
উত্তর: খ. সপ্তদশ।

৪। আবদুল হাকিম কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৫২০ খ. ১৬২০
গ. ১৭২০ ঘ. ১৮২০
উত্তর: খ. ১৬২০।

৫। আবদুল হাকিম কোথায় জন্মগ্রহণ করেন?
ক. সন্দ্বীপের সুধাররামপুর গ্রামে খ. বর্ধমান জেলার আসনসোল গ্রামে
গ. পিরোজপুরের শঙ্করপাশা গ্রামে ঘ. ঢাকার নবাবগঞ্জে
উত্তর: ক. সন্দ্বীপের সুধারামপুর গ্রামে।

৬। আবদুল হাকিমের বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটি?
ক. লালমতি খ. নসীহৎনামা
গ. সয়ফুলমুলুক ঘ. নূরনামা
উত্তর: ঘ. নূরনামা।

৭। কারবালা ও শহরনামা কার লেখা?
ক. মাইকেল মধুসূদন দত্ত খ. ভারতচন্দ্র রায়গুণাকর
গ. মহাকবি আলাওল ঘ. আবদুল হাকিম
উত্তর: ঘ. আবদুল হাকিম।

৮। নূরনামা কোন ধরনের গ্রন্থ?
ক. গল্পগ্রন্থ খ. নাটক
গ. কাব্যগ্রন্থ ঘ. উপন্যাস
উত্তর: গ. কাব্যগ্রন্থ।

৯। আবদুল হাকিমের কবিতায় কোনটির পরিচয় মেলে?
ক. অনুপম ব্যক্তিত্বের খ. সৎ চরিত্রের
গ. প্রকৃতির প্রতি ভালোবাসার ঘ. অগাধ পান্ডিত্যের
উত্তর: ক. অনুপম ব্যক্তিত্বের।

১০। নিচের কোন কাব্যটি আবদুল হাকিম লিখেছেন?
ক. নদী ও মানুষের কবিতা খ. শিহাবুদ্দিননামা
গ. সোনার তরী ঘ. দোলনচাঁপা
উত্তর: খ. শিহাবুদ্দিননামা।

১১। বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত হয়?
ক. ষোড়শ খ. সপ্তদশ
গ. অষ্টাদশ ঘ. ঊনবিংশ
উত্তর: খ. সপ্তদশ।

১২। আবদুল হাকিম কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৬১০ খ. ১৬২০
গ. ১৬৮০ ঘ. ১৬৯০
উত্তর: ঘ. ১৬৯০।

১৩। বাংলাদেশে জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে তাদের সম্বন্ধে কবির অভিমত কি?
ক. তাদের জন্ম পরিচয় ঠিক করা যায় না খ. তারা মানুষ নামের পরিচয় দানের অযোগ্য
গ. তারা অকৃতজ্ঞতারই পরিচয় দেয় ঘ. তারা নীচ ও হীন জীবনযাপন করে
উত্তর: ক. তাদের জন্ম পরিচয় ঠিক করা যায় না।

১৪। দেশীয় ভাষায় কাব্য রচনা করার পেছনে কবির যুক্তি কি?
ক. সাধারণ মানুষের উপকার খ. দেশী ভাষায় দক্ষতা অর্জন
গ. দেশী ভাষার প্রতি ভালোবাসা ঘ. দেশী ভাষা সকলের বোধগম্য
উত্তর: ঘ. দেশি ভাষা সকলের বোধগম্য।

১৫। কবির কাব্য রচনার উদ্দেশ্য কি?
ক. সাধারণ মানুষের তুষ্টি খ. রাজকর্মচারীদের তুষ্ট করা
গ. শিক্ষিত জনকে আনন্দ দান ঘ. আত্মপ্রচার করা
উত্তর: ক. সাধারণ মানুষের তুষ্টি।

১৬। দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায় - কোন ধরনের লোক সম্পর্কে বলা হয়েছে?
ক. সাহসী ও বুদ্ধিমান খ. বিভ্রান্ত ও সংকীর্ণমালা
গ. শক্তিশালী ও স্বেচ্ছাচারী ঘ. ভদ্র ও অমায়িক
উত্তর: খ. বিভ্রান্ত ও সংকীর্ণমালা।

১৭। কোন ধরনের লোকের প্রতি কবি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন?
ক. গোঁয়ার গোবিন্দের মতো যারা খ. বিদেশে থাকতে চায় যারা
গ. দেশি ভাষায় পরিতৃপ্ত নয় যারা ঘ. দেশকে ভালোবাসে না যারা
উত্তর: গ. দেশী ভাষায় পরিতৃপ্ত নয় যারা।

১৮। কবি কাদের ইচ্ছায় বাংলা ভাষায় কাব্য রচনায় নিয়োজিত হয়েছেন?
ক. যাদের কিতাব পড়ার অভ্যাস নেই খ. যারা সমাজের হর্তাকর্তা
গ. কৃষক শ্রেণির মানুষদের ঘ. জমিদার শ্রেণির মানুষদের
উত্তর: ক. যাদের কিতাব পড়ার অভ্যাস নেই।

১৯। কবি কীসের দ্বারা সবাইকে তুষ্ট করেন?
ক. কবিতা রচনা করে খ. গান রচনা করে
গ. বাংলায় কাব্য রচনা করে ঘ. হিন্দিতে কাব্য রচনা করে
উত্তর: গ. বাংলায় কাব্য রচনা করে।


২০। কবির পরিশ্রমে সন্তুষ্ট হয় কারা?
ক. জমিদাররা খ. কৃষকরা
গ. শ্রমিকরা ঘ. সকলেই
উত্তর: ঘ. সকলেই।

২১। আরবি ফারসি ভাষার কীসের প্রতি কবির রাগ নেই?
ক. কবিতার খ. গানের
গ. শাস্ত্রের ঘ. নাটকের
উত্তর: গ. শাস্ত্রের।

২২। কিতাব পড়িতে যারা নাহিক অভ্যাস এখানে কাদের কথা বলা হয়েছে?
ক. অশিক্ষিত লোকজন খ. শিক্ষিত লোকজন
গ. বাংলা ভাষাভাষী লোকজন ঘ. সাধারণ লোকজন
উত্তর: গ. বাংলা ভাষাভাষী লোকজন।

২৩। কবি বাংলায় কাব্য রচনা করেছেন কেন?
ক. তিনি বাঙালি বলে খ. সাধারণ মানুষের ভাষা বলে
গ. সাহিত্যচর্চার নিয়ম বলে ঘ. জমিদারদের খুশি করতে
উত্তর: খ. সাধারণ মানুষের ভাষা বলে।

২৪। কোন ভাষা মানুষ ভালোভাবে বুঝতে পারে?
ক. বাংলা ভাষা খ. সংস্কৃত ভাষা
গ. বিদেশী ভাষা ঘ. দেশি ভাষা
উত্তর: ঘ. দেশী ভাষা।

২৫। আরবি-ফারিসি হিন্দি এসব ভাষার প্রতি কবির কি নেই?
ক. ভালোবাসা খ. বিদ্বেষ
গ. আগ্রহ ঘ. অনভূতি
উত্তর: খ. বিদ্বেষ।

২৬। কোন ধরনের ভাষা নিয়ে কবির দুই মহ নেই?
ক. আরবি-ফারসি-উর্দু খ. আরবি-ফারিস-হিন্দু
গ. আরবি-মান্দারিন-হিন্দ ঘ. হিব্রু-ফারসি-হিন্দু
উত্তর: খ. আরবি-ফারসি-হিন্দু।

২৭। আরবি-ফারসি ভাষার প্রতি মুসলমানদের দুর্বলতার কারণ কি?
ক. আল্লাহ নবির গুণগান রচিত হয়েছে বলে খ. নবির দেশের ভাষা বলে
গ. বিদেশি ভাষা বলে ঘ. শিক্ষিত লোকজন ব্যবহার করে বলে
উত্তর: ক. আল্লাহ নবির গুনগান রচিত হয়েছে বলে।

২৮। বঙ্গবাণী কবিতায় নিরঞ্জন বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. সৃষ্টিকর্তা খ. কবি নিজেকেই
গ. ধার্মিকদের ঘ. রাজ কর্মচারীকে
উত্তর: ক. সৃষ্টিকর্তা।

২৯। বঙ্গবাণী কবিতায় হিন্দুয়ানী বলতে কী বোঝানো হয়েছে?
ক. হিন্দুর ভাষা খ. হিন্দুর আচরণ
গ. হিন্দুর পোশাক ঘ. হিন্দুর দেশ
উত্তর: ক. হিন্দুর ভাষা।

৩০। বঙ্গদেশী বাক্য বলতে কি বোঝানো হয়েছে?
ক. বাংলাদেশের কথা খ. বাংলাদেশের বাক্য
গ. বাংলাদেশের গল্প ঘ. বাংলা ভাষা
উত্তর: ঘ. বাংলা ভাষা।

৩১। হিন্দুর অক্ষরকে কারা হিংসা করে?
ক. যারা মারফত জানে না খ. জমিদাররা
গ. মওলানা সাহেবরা ঘ. শিক্ষিত লোকেরা
উত্তর: ক. যারা মারফত জানে না।

৩২। বাংলাদেশে জন্মগ্রহণ করেও যারা বাংলা ভাষাকে অবমূল্যায়ন করে কবি তাদের সম্পর্কে কেমন মনোভাব পোষণ করেন?
ক. বিরূপ খ. আনন্দিত
গ. দুঃখিত ঘ. পুলকিত
উত্তর: ক. বিরূপ।

৩৩। নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায় - এখানে কোন ভাব ফুটে উঠেছে?
ক. ভালোবাসা খ. উপদেশ
গ. ক্রোধ ঘ. আদেশ
উত্তর: গ. ক্রোধ।

৩৪। কবি বংশ পরস্পরায় কোথাকার অধিবাসী?
ক. ভারতের খ. আমেরিকার
গ. বাংলাদেশের ঘ. এশিয়ার
উত্তর: গ. বাংলাদেশের।

৩৫। বাংলাদেশেকে বোঝাতে কবি কোন শব্দটি ব্যবহার করেছেন?
ক. বঙ্গ খ. বাংলা
গ. বঙ্গবাণী ঘ. দেশ
উত্তর: ক. বঙ্গ।


৩৬। নিচের কোনটিতে ক্ষোভ প্রকাশিত হয়েছে?
ক. সে সবে কহিল মোতে মনে হাবিলাষ খ. সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন
গ. মারফত ভেদে যার নাহিক গমন ঘ. সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি
উত্তর: ঘ. সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।

৩৭। কোন ভাষার উপদেশ কবির কাছে অত্যন্ত হিতকর?
ক. আরবি-ফারসি ভাষার খ. ধর্মীয় গ্রন্থে যে ভাষায় রচিত
গ. দেশি ভাষার ঘ. বিদেশী ভাষার
উত্তর: গ. দেশি ভাষার।

৩৮। নিবেদী বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. নিবিয়ে দিই খ. নিয়োজিত করি
গ. বেদি বা প্রাচীরবিহীন ঘ. লেখালেখি করা
উত্তর: খ. নিয়োজিত করি।

৩৯। বাঙালি জনসাধারণকে সন্তুষ্ট করতে কবিকে কী করতে হয়েছে?
ক. নাচতে হয়েছে খ. গাইতে হয়েছে
গ. দৌড়াদৌড়ি করতে হয়েছে ঘ. পরিশ্রম করতে হয়েছে
উত্তর: ঘ. পরিশ্রম করতে হয়েছে।

৪০। কবিতায় নরগণ বলতে কাদের বুঝানো হয়েছে?
ক. মানুষজনকে খ. পুরুষ মানুষকে
গ. সম্মানিত লোকদের ঘ. নবি-রসুলগণকে
উত্তর: ক. মানুষজনকে।

৪১। সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন - এখানে সেই বাক্য বলতে কি বোঝানো হয়েছে?
ক. বাংলা ভাষাকে খ. সকল ভাষাকে
গ. কোরানের ভাষাকে ঘ. হাদিসের ভাষাকে
উত্তর: খ. সকল ভাষাকে।

৪২। কবি কাদেরকে বিদেশ চলে যেতে বলেছেন?
ক. দেশি ভাষায় যে কতা বলে না খ. দেশী ভাষার প্রতি যার শ্রদ্ধাবোধ নেই
গ. দেশি ভাষায় যে সাহিত্যচর্চা করে না ঘ. দেশি ভাষা নিয়ে যে বড়াই করে না
উত্তর: খ. দেশি ভাষার প্রতি যার শ্রদ্ধাবোধ নেই।

৪৩। মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি - এখানে কী ফুটে উঠেছে?
ক. বিবৃতি খ. আদেশ
গ. দেশপ্রেম ঘ. ভাষাপ্রীতি
উত্তর: গ. দেশপ্রেম।

৪৪। আরবি ফারসি শাস্ত্রে কবির রাগ নেই কেন?
ক. ধর্মীয় অনুভূতির কারণে খ. অত্যন্ত শ্রুতিমধুর বলে
গ. গুরুজনদের উপদেশের কারণে ঘ. সকল ভাষার প্রতি কবি শ্রদ্ধাশীল বলে
উত্তর: ঘ. সকল ভাষার প্রতি কবি শ্রদ্ধাশীল বলে।

৪৫। বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী বলতে কি বোঝানো হয়েছে?
ক. বাংলা ভাষাকে খ. কবির শেষ ইচ্ছাকে
গ. আরবি ফারসি ভাষাকে ঘ. বিশ্বের সকল ভাষাকে
উত্তর: ঘ. বিশ্বের সকল ভাষাকে।

৪৬। কবি আবদুল হাকিমের অটুট ও অপরিসীম প্রেম ছিল
i. স্বদেশের প্রতি
ii. স্বভাষার প্রতি
iii. পরিবারের প্রতি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

৪৭। আবদুল হাকিম ছিলেন
i. মধ্য যুগের অন্যতম প্রধান কবি
ii. মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসার বিরল দৃষ্টান্ত
iii. পরবর্তী প্রজন্মের জন্য কালজীয় আদর্শ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৪৮। আবদুল হাকিম রচিত কাব্যগ্রন্থ হচ্ছে
i. নূরনামা
ii. ইউসুফ জোলেখা
iii. সয়ফুলমুলুক

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৪৯। যে ভাষার শাস্ত্রের প্রতি কবির কোনো রাগ নেই
i. উর্দু
ii. আরবি
iii. ফারসি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii।

৫০। আবদুল হাকিমের লেখা গ্রন্থ হলো
i. শিহাবুদ্দিননামা
ii. খোয়াবনামা
iii. নসীহৎনামা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।

৫১। যে ভাষার প্রতি কবির দ্বিমত নেই
i. আরবি
ii. ফারসি
iii. হিন্দি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

৫২। কবির মতে যে ভাষায় আমরা সব ভালোভাবে বুঝতে পারি
i. দেশি ভাষা
ii. বাংলা ভাষা
iii. আরবি ভাষা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

৫৩। এদেশে জন্মগ্রহণ করেও যারা বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাশীল নয় তাদেরকে উদ্দেশ্য করে কবি লিখেছেন
i. দেশী ভাষা উপদেশ মনে হিত অতি
ii. সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি
iii. নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii।


৫৪। দেশী ভাষা উপদেশ মনে হিত অতি কবিতার চরণটিতে প্রকাশ পেয়েছে
i. মাতৃভাষাপ্রীতি
ii. উপদেশ
iii. পরামর্শ

নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ।

৫৫। হাবিলাষ শব্দের অর্থ হচ্ছে
i. অভিলাষ
ii. প্রবল ইচ্ছা
iii. হাতিত্যেশ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

৫৬। কবি যেসব স্বভাবের লোকের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন?
i. মিথ্যুক
ii. শিকড়বিহীন
iii. পরগাছা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii।

৫৭। মারফত মানে
i. মরমি সাধনা
ii. বাহক
iii. স্রষ্টাকে সম্যকভাবে জানার জন্য সাধনা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।

৫৮। মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি কবিতার এ চরণে প্রকাশ পেয়েছে
i. স্বদেশপ্রেম
ii. স্বজাত্যবোধ
iii. ভাষাপ্রীতি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii ।

৫৯। বঙ্গবাণী কবিতায় প্রকাশিত হয়েছে?
i. স্বদেশপ্রেম
ii. বিদ্বেষ
iii. ক্ষোভ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।

৬০। বঙ্গদেশী বাক্য বলতে কবি বুঝিয়েছেন
i. বাংলা ভাষায় লিখিত বাক্য
ii. বাংলা ভাষায় রচিত সাহিত্য
iii. বাংলা ভাষা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. iii।

৬১। তোষি অর্থ কি?
ক. তোষণ করা খ. সন্তুষ্ট করি
গ. লেখালেখি করি ঘ. পূর্ণ করি
উত্তর: খ. সন্তুষ্ট করি।

৬২। কবিতায় গমন শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. যাওয়া খ. আসা
গ. ঢুকে পড়া ঘ. যাতায়াত
উত্তর: ঘ. যাতায়াত।

৬৩। কবিতায় হিংসে শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. হিংসা করে খ. অবজ্ঞা করে
গ. ক্রুদ্ধ করে ঘ. হিংসা ছড়ায়
উত্তর: খ. অবজ্ঞা করে।

৬৪। তেয়াগী শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. ত্যাগ করে খ. বর্জিত
গ. মারা যাওয়া ঘ. হত্যা করা
উত্তর: ক. ত্যাগ করে।

৬৫। মোতে শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. মনের মাঝে খ. আমার কাছে
গ. তোমার কাছে ঘ. মোহে পড়ে
উত্তর: খ. আমার কাছে।

৬৬। বঙ্গবাণী শব্দের অর্থ কি?
ক. বাংলা ভাষা খ. বাংলা কথা
গ.বাংলা উক্তি ঘ. বাংলা সাহিত্য
উত্তর: ক. বাংলা ভাষা।

৬৭। বঙ্গবাণী কবিতার লেখক কে?
ক. শাহ মুহম্মদ সগীর খ. আবদুল হাকিম
গ. আলাওল ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: খ. আবদুল হাকিম।

৬৮। বঙ্গবাণী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. লালমতি খ. নূরনামা
গ. নসীহৎনামা ঘ. শিহাবুদ্দিননামা
উত্তর: খ. নূরনামা।

৬৯। কবির মতে, মানুষ মাত্রই কোন ভাষায় স্রষ্টাকে ডাকে?
ক. বাংলা ভাষায় খ. ইংরেজী ভাষায়
গ. আরবি ভাষায় ঘ. নিজ ভাষায়
উত্তর: ঘ. নিজ ভাষায়।

৭০। কবি এদেশে জন্মগ্রহণকারী অথচ বাংলা ভাষাকে অবজ্ঞাকারী মানুষের কোন ধরনের পরিচয় সম্পর্কে সন্দিহান?
ক. বাবা ও মায়ের খ. আত্মীয়স্বজনের
গ. জন্ম ও বংশের ঘ. দেশপ্রেমের
উত্তর: গ. জন্ম ও বংশের।

৭১। মাতৃভাষায় বর্ণিত আমাদের কী স্পর্শ করে?
ক. ধর্ম খ. কর্ম
গ. মর্ম ঘ. চর্ম
উত্তর: গ. মর্ম।

বঙ্গবাণী কবিতার জ্ঞানমূলক প্রশ্নোত্তর

১। বঙ্গবাণী কবিতায় নিরঞ্জন শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: সৃষ্টিকর্তা অর্থে ব্যবহৃত হয়েছে।

২। বঙ্গবাণী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে?
উত্তর: নূরনামা কাব্যগ্রন্থ থেকে।

৩। হাবিলাশ শব্দের অর্থ কি?
উত্তর: প্রবল ইচ্ছা।

৪। আবদুল হাকিম কোন যুগের অন্যতম প্রধান কবি?
উত্তর: মধ্যযুগের।

৫। কবি আবদুল হাকিম কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৬২০ সালে।

৬। ছিফত শব্দের অর্থ কি?
উত্তর: ছিফত শব্দের অর্থ গুন।

৭। লালমতি গ্রন্থটির লেখক কে?
উত্তর: আবদুল হাকিম।


৮। কোন ভাষার ব্যাপারে কবির দ্বিমত নেই?
উত্তর: আরবি, ফারসি, হিন্দি ভাষার।

৯। কবি কাদের দেশ ত্যাগ করতে বলেছেন?
উত্তর: যাদের মাতৃভাষার প্রতি অনুরাগ নেই।

১০। বঙ্গবাণী কবিতায় কী প্রকাশ পেয়েছে?
উত্তর: বাংলা ভাষার প্রতি ভালোবাসা।

১১। কবি কোন ভাষায় গ্রন্থ রচনায় মনোনিবেশ করেছেন?
উত্তর: কবি মাতৃভাষায় মনোনিবেশ করেছেন।

দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ বলতে কী বোঝানো হয়েছে?

প্রশ্নোক্ত চরণটির মাধ্যমে মাতৃভাষার মাধ্যমে জ্ঞানচর্চার সুযোগ পেলে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার কথা বোঝানো হয়েছে। মাতৃভাষার সাথে আমাদের আত্মার সম্পর্ক বিদ্যমান। এ ভাষাতেই আমরা সবচেয়ে ভালোভাবে নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারি। তাই মাতৃভাষায় জ্ঞানচর্চা করলে তা সহজেই আমাদের বোধগম্য হয়। এজন্য মাতৃভাষায় জ্ঞানচর্চা করার সুযোগ মিললে কিতাবের সারকথা যথার্থরূপে অনুধাবন করা সম্ভব হবে বলে তা আমাদের সৌভাগ্যের কারণ হবে বলে মনে করেন কবি।

দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়

প্রশ্নোক্ত চরণটির মাধ্যমে নিজ ভাষার প্রতি যারা অবহেলা প্রদর্শন করে তাদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কবি। কবি আবদুল হাকিমের জীবনকালে এক শ্রেণির মানুষ ছিল, যারা নিজের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে ছিল সংকীর্ণচেতা। কবি এমন মানুষের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর মতে, যারা একটি দেশে বাস করে সেই দেশের ভাষাকে ঘৃণা করে তাদের সে দেশে বসবাসের কোনো অধিকার নেই। স্বদেশ ও স্বভাষা অবজ্ঞাকারী এমন হীন প্রবৃত্তির মানুষদের তাই দেশ ত্যাগ করে চলে যাওয়াই উচিত। নিজ ভাষার প্রতি যারা অবহেলা প্রদর্শন করে তাদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কবি যা প্রশ্নোক্ত উক্তিটিতে প্রকাশ পেয়েছে।

দেশী ভাষা উপদেশ মনে হিত অতি - বুঝিয়ে লেখো

শুধু মাতৃভাষাতে কথা বলেই মনের সাধ মেটানো সম্ভব, মনের গূঢ়ভাব সম্পূর্ণরূপে ব্যক্ত করা সম্ভব - প্রশ্নোক্ত চরণটিতে একথাই প্রকাশিত হয়েছে। বাংলাদেশ আমাদের মাতৃভূমি। বংশানুক্রমে এদেশে আমাদের বসতি। তাই মাতৃভাষা বাংলায় বর্ণিত বক্তব্য আমাদের মনকে স্পর্শ করে। বাংলাতে আমাদের ভাবের প্রবাহ গতিশীল বলে এ ভাষাতে বয়োজ্যেষ্ঠগণ আমাদের হিতোপদেশ দেন। আমরা স্বপ্ন সাজাই, কাব্য লিখি - এ ভাষার অমিয় সুধা নিয়ে সফল জীবন গাড়ি। আলোচ্য চরণটি দ্বারা এ কথাই বোঝানো হয়েছে। শুধু মাতৃভাষাতে কথা বলেই মনের সাধ মেটানো সম্ভব, মনের গূঢ়ভাব সম্পূর্ণরূপে ব্যক্ত করা হয়েছে।

কবি আবদুল হাকিম বাংলা ভাষা অবজ্ঞাকারীদের ঘৃণা করেন কেন?

বাংলা ভাষা অবজ্ঞাকারীদের স্বদেশে ও স্বভাষার প্রতি শ্রদ্ধাবোধ নেই বলে কবি তাদের ঘৃণা করেন। আরবি ও ফারসি ভাষার প্রতি কবির কোনো বিদ্বেষ নেই। কিন্তু সাহিত্যচর্চার জন্য মাতৃভাষাই যে সর্বোৎকৃষ্ট সে ব্যাপারে তিনি নিঃসন্দিগ্ধ। তাই যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেও বাংল ভাষার প্রতি বিদ্বেষ পোষণ করে তাদের বংশ ও জন্মপরিচয় সম্পর্কে কবির মনে সন্দেহ জাগে। স্বদেশ ও স্বভাষার প্রতি তাদের এমন বিদ্বেষপূর্ণ মনোভাবে কবির মনে খেদ জাগে। এ কারণেই বাংলা ভাষা অবজ্ঞাকারীদের তিনি ঘৃণা করেন।

কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস - বলতে কী বোঝানো হয়েছে?

তৎকালীন সময়ে আরবি-ফারসি ভাষায় সাহিত্য রচিত বলে সাধারণ মানুষের মাঝে সাহিত্য পাঠের অভ্যাস গড়ে ওঠেনি। কবির সময়কালে সাহিত্য রচিত হতো আরবি-ফারসি ভাষায় অথচ অধিকাংশ সাধারণ মানুষ একমাত্র বাংলা ভাষাই বুঝতে পারতো। ফলে তারা সাহিত্য পাঠ করতে পারত না। এ কারণেই তাদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে ওঠেনি।

কবি কাদেরকে এবং কেন বিদেশে চলে যেতে বলেছেন?

যারা বাংলাদেশ ও বাংলা ভাষাকে ভালোবাসে না কবি তাদেরকে বিদেশে চলে যেতে বলেছেন। বাংলাদেশে শিকড়হীন পরগাছা স্বভাবের কিছু মানুষ আছে। এই মানুষগুলো বংশানুক্রমে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে অথচ বাংলা ভাষাকে অবমূল্যায়ন করে। কবি বাংলা ভাষার প্রতি তীব্র বিদ্বেষ প্রদর্শনকারী এই মানুষগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এই মানুষগুলোকে বিদেশে চলে যেতে বলেছেন।

উপসংহার

প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে বঙ্গবাণী কবিতার (MCQ) সহ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েছেন এবং উপকৃত হতে পেরেছেন। এ রকম আরো ইউনিক কনটেন্ট পড়তে আমাদের সাথেই থাকুন। প্রিয় পাঠক, এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url