সাহসী জননী বাংলা কবিতার (MCQ) গুলো জেনে নিন
কবি কামাল চৌধুরীর ‘ধূলি ও সাগর দৃশ্য’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘সাহসী জননী বাংলা’ কবিতাটি তাঁর কবিতাসংগ্রহ গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এখানে বলা হয়েছে ভীতু ও ভেতো বলে যাদের অভিহিত করা হয়েছিলো, সে মিথ্যাচার ব্যর্থ করে দিয়ে বাঙালি জাতি তাদের শৌর্যের মহিমায় জয় করে নেয় স্বাধীনতা। মুক্তির পতাকা তাদের হাতে। শত্রুর আসুরিক আচরণ, বিকট উল্লাস আর নৃশংসতা স্বল্প সময়ে পরাভূত করা সম্ভব হয় এ দেশের মানুষের মনে কাব্যময় স্নিগ্ধতার সঙ্গে সাহসের ইস্পাতদৃঢ়তা আছে বলে।
অনাদি অতীতের সংগ্রাম, ভাষার জন্য রক্তদানের ইতিহাস মুক্তিযুদ্ধকালে ছিল বাঙালির প্রেরণার বাতিঘর। এদেশের জনজীবনের বিভিন্ন বাঁকে আছে প্রতিরোধ ও সংগ্রামের ঐতিহ্য। গ্রাম বাংলার মানুষ সমন্বিত সংহতিতে পরাভূত করে অশুভ শক্তিকে। আসলে এসবই বাংলা জননীর প্রাণের উত্তপ্ত স্পন্দনজাত, তার মাটি থেকে উঠে আসা সাহসের ফোয়ারাস্নাত। সমস্ত বাধাবিঘ্ন অতিক্রম করে এই বীর জাতি বিজয়ের পতাকা উড়িয়ে ফিরে এসেছে দেশমাতৃকার ক্রোড়ে।
সাহসী জননী বাংলা কবিতার (MCQ)
১। বাঙালির হাতে কী উঠেছে?
ক. কাস্তে খ. গ্রেনেড
গ. জাল ঘ. লাঠি
উত্তর: খ. গ্রেনেড।
২। নীলকমলেরা কারা?
ক. প্রহরীরা খ. সাহসীরা
গ. হৃদয়বান ব্যক্তিগণ ঘ. মুক্তিযোদ্ধাগণ
উত্তর: ঘ. মুক্তিযোদ্ধাগণ।
৩। কোনটি সাহসী জননী বাংলার বুকে চাপা আছে?
ক. মহা প্রতিরোধ খ. মৃতের আগুন
গ. ঘৃণার কার্তুজ ঘ. বাঘের থাবা
উত্তর: খ. মৃতের আগুন।
৪। সাহসী জননী বাংলা কবিতায় কোন দুটি নদীর নাম আছে?
ক. ধলেশ্বরী ও সুরমা খ. শীতলক্ষা ও যমুনা
গ. মেঘনা ও গোমতি ঘ. বুড়িগঙ্গা ও পদ্মা
উত্তর: ঘ. বুড়িগঙ্গা ও পদ্মা।
৬। সাহসী জননী বাংলা কবিতায় প্রকৃত ভীতু কারা?
ক. পাকিস্তানিরা খ. ইংরেজরা
গ. বাঙালিরা ঘ. আর্যরা
উত্তর: ক. পাকিস্তানিরা।
৭। নীলকমলেরা বলতে বোঝায়?
ক. নির্ভীক প্রহরীদের খ. সাহসী অভিযাত্রীদের
গ. সহৃদয় মানুষদের ঘ. মুক্তিযোদ্ধাদের
উত্তর: ঘ. মুক্তিযোদ্ধাদের।
৮। গ্রামে ডাকাত পড়েছে। সবুজ তার বন্ধুদের নিয়ে রাত জেগে গ্রাম পাহারা দেয়। সবুজ সাহসী জননী বাংলা কবিতার কাদের প্রতীক?
ক. মুক্তিযোদ্ধাদের খ. পাকসেনাদের
গ. রাজাকারের ঘ. বিপ্লবী জনতার
উত্তর: ক. মুক্তিযোদ্ধাদের।
৯। বাঙালি কী উড়িয়ে বঙ্গ জননীর কোলে ফিরে এসেছে?
ক. জয়মালা খ. কার্তুজ
গ. বর্ণমালা ঘ. স্বাধীনতা
উত্তর: ঘ. স্বাধীনতা।
১০। সাহসী জননী বাংলা কোন নদীর তীরে জেগে ওঠে?
ক. মেঘনা খ. যমুনা
গ. বুড়িগঙ্গা ঘ. কর্ণফুলি
উত্তর: গ. বুড়িগঙ্গা।
১১। সাহসী জননী বাংলা কবিতায় বাঘের থাবা বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
ক. পাকিস্তানি সেনাদের আক্রমণ খ. পাকিস্তানিদের গুলিবর্ষণ
গ. বীর বাঙালি ঐতিহ্য ঘ. মুক্তিযোদ্ধাদের শক্তিশালী আক্রমন
উত্তর: ঘ. মুক্তিযোদ্ধাদের শক্তিশালী আক্রমণ।
১২। বাঙালি কীসে মাত হবে বলে হানাদাররা ভেবেছিলো?
ক. অস্ত্রে খ. অসুর নৃত্যে
গ. রক্তে ঘ. শক্তিতে
উত্তর: ক. অস্ত্রে।
১৩। তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি নয় মাসে - চরণটিতে প্রকাশ পেয়েছে?
ক. প্রতিশোধ খ. প্রতিবাদ
গ. আক্রমণ ঘ. নৃশংসতা
উত্তর: ক. প্রতিশোধ।
১৪। বাংলা ও বাঙালি জাতি কবিতার জন্য বিখ্যাত বলে কবি একে বলেছেন
ক. চির কবিতার দেশ খ. সাহসী জননী
গ. বাঙালি অনার্য ঘ. নীলকমল
উত্তর: ক. চির কবিতার দেশ।
১৫। কামাল চৌধুরী কত সালে এসএসসি পাস করেন?
ক. ১৯৭২ খ. ১৯৭৩
গ. ১৯৭৪ ঘ. ১৯৭৫
উত্তর: খ. ১৯৭৩।
১৬। হানাদার বাহিনীর দানবীয় তান্ডবলীলা বোঝাতে কবি সাহসী জননী বাংলা কবিতায় কোন উপমাটি ব্যবহার করেছন?
ক. অসুর নৃত্য খ. রক্তাক্ত হাত
গ. মৃতের আগুন ঘ. বাঘের থাবা
উত্তর: ক. অসুর নৃত্য।
১৭। কবিতার হাতে রাইফেল বাক্যটি কি হিসেবে ব্যবহৃত হয়েছে?
ক. রূপক খ. প্রতীক
গ. উপমা ঘ. অনুপ্রাস
উত্তর: খ. প্রতীক।
১৮। সাহসী জননী বাংলা কবিতায় প্রতিরোধ শব্দটিতে কোন বিশেষণটি ব্যবহার করা হয়?
ক. মহা খ. দুর্দান্ত
গ. সাহসী ঘ. দারুণ
উত্তর: ক. মহা।
১৯। আর্যগণ অনার্যের কী রকম চোখে দেখত?
ক. ভালোবাসার খ. করুণার
গ. অবজ্ঞার ঘ. ঘৃণার
উত্তর: ঘ. ঘৃণার।
২০। ২৫শে মার্চ কালোরাতে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের নিরীহ নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। সাহসী জননী বাংলা কবিতায় এই ঘটনা উপস্থাপিত হয়েছে কোন বাক্যে?
ক. রাত জাগে পাহারায় খ. ডাকাত পড়েছে গ্রামে
গ. ভোজ হবে আজ প্রতিশোধ ঘ. তোদের মৃত্যু হবে
উত্তর: খ. ডাকাত পড়েছে গ্রামে।
২১। কবিতার হাতে রাইফেল কীসের প্রতীক?
ক. সাহসের খ. ঘৃণার
গ. আক্রমণের ঘ. হত্যার
উত্তর: ক. সাহসের।
২২। রাত জাগে পাহারায় - কে?
ক. সাহসী তরুণ খ. সাহসী বাংলা
গ. সাহসী ঐতিহ্য ঘ. সাহসী সেনা
উত্তর: খ. সাহসী বাংলা।
২৩। এবার বাঘের থাবা, ভোজ হবে - সাহসী জননী বাংলা কবিতায় বাঘের থাবা বলতে কী বোঝানো হয়েছে?
ক. মুক্তিযোদ্ধাদের শক্তিশালী আক্রমণ খ. শত্রুর ষড়যন্ত্রে আসহায় ও আশ্রয়হীন
গ. ভোজন বিলাসিতাকে বোঝানো হয়েছে ঘ. ঘটনাপ্রবাহ ও অনুভবের বিচিত্রময় প্রকাশ
উত্তর: ক. মুক্তিযোদ্ধাদের শক্তিশালী আক্রমণ।
২৪। সাহসী জননী বাংলা কবিতায় কবি বাঙালির মুক্তিযুদ্ধের প্রেরণার উৎস হিসেবে আখ্যায়িত করেছেন
ক. অতীতের সংগ্রামী ঐতিহ্যকে খ. বুকে চাপা মৃতের আগুনকে
গ. ঘৃণার কার্তুজকে ঘ. মাতৃ অপমানকে
উত্তর: ক. অতীতের সংগ্রামী ঐতিহ্যকে।
২৫। কবি কামাল চৌধুরীর গ্রামের নাম কী?
ক. বিজয়করা খ. বীজবাগ
গ. বিজয়নগর ঘ. ভুজপুর
উত্তর: ক. বিজয়করা।
২৬। অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তর ঘুরে - চরণটি কোন কবিতার অন্তর্গত?
ক. সাহসী জননী বাংলা খ. জীবন-সংগীত
গ. প্রাণ ঘ. সেইদিন সেই মাঠ
উত্তর: ক. সাহসী জননী বাংলা।
২৭। কবিতার হাতে কী?
ক. স্টেনগান খ. মেশিনগান
গ. রাইফেল ঘ. মর্টার
উত্তর: গ. রাইফেল।
২৮। অসুর নৃত্য বলতে সাহসী জননী বাংলা কবিতায় মূলত কী বোঝানো হয়েছে?
ক. হানাদার বাহিনীর দানবীয় নৃত্য খ. হানাদার বাহিনীর ধ্বংসলীলা
গ. হানাদার বাহিনীর যুদ্ধ ঘ. হানাদার বাহিনীর প্রতিরোধ
উত্তর: খ. হানাদার বাহিনীর ধ্বংসলীলা।
২৯। সাহসী জননী বাংলা কবিতাটি কে লিখেছেন?
ক. নির্মলেন্দু গুণ খ. কামাল চৌধুরী
গ. শামসুর রহমান ঘ. সৈয়দ শামসুল হক
উত্তর: খ. কামাল চৌধুরী।
৩০। নীলকমল শব্দটি কোন কবিতার উপাত্ত?
ক. আমার সন্তান খ. কপোতাক্ষ নদ
গ. ঝর্ণার গান ঘ. সাহসী জননী বাংল
উত্তর: ঘ. সাহসী জননী বাংলা।
৩১। কবি কামাল চৌধুরীর জন্মস্থান কোথায়?
ক. কুমিল্লা খ. যশোর
গ. রংপুর ঘ. দিনাজপুর
উত্তর: ক. কুমিল্লা।
৩২। সাহসী জননী বাংলা কবিতায় আজ কীসে ভোজ হবে বলে কবি বলেছেন?
ক. প্রতিরোধে খ. প্রতিহিংসায়
গ. প্রতিশোধে ঘ. প্রতিবাদে
উত্তর: গ. প্রতিশোধে।
৩৩। হানাদারদের প্রতিরোধ করার জন্য কারা সারারাত জেগে থাকে?
ক. নীলকমলেরা খ. রাজাকাররা
গ. মিত্রবাহিনী ঘ. বীরাঙ্গনারা
উত্তর: ক. নীলকমলেরা।
৩৪। সাহসী জননী বাংলা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. কড়ি ও কোমল খ. ধূলি ও সাগর দৃশ্য
গ. জীবন-প্রদীপ ঘ. ৭১ এর বিজয়
উত্তর: খ. দূলি ও সাগর দৃশ্য।
৩৫। মধ্যরাতে বাংলার মাটিতে কারা হানা দেয়?
ক. রাজাকার খ. মুক্তিযোদ্ধা
গ. হানাদার ঘ. ডাকাত
উত্তর: গ. হানাদার।
৩৬। সাহসী জননী বাংলা কবিতায় শত্রুরা বাঙালিকে কোন জাতি মনে করত?
ক. আর্য খ. অনার্য
গ. দ্রাবিড় ঘ. চীন
উত্তর: খ. অনার্য।
৩৭। বাঙালি কী উড়িয়ে বঙ্গজননীর কোলে ফিরে এসেছে?
ক. পতাকা খ. ফুল
গ. স্বাধীনতা ঘ. বর্ণমালা
উত্তর: গ. স্বাধীনতা।
৩৮। চির কবিতার দেশ উপমাটি ব্যবহার করে সাহসী জননী বাংলা কবিতায় কবি বাংলাদেশের কোন বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন?
ক. বাংলার কবিদের আধিক্য খ. কবিতায় সমৃদ্ধ বাংলাদেশ
গ. কবিতার প্রেরণায় বাংলাদেশ ঘ. বাংলার কবিদের চিরায়ত পরিচয়
উত্তর: খ. কবিতায় সমৃদ্ধ বাংলাদেশ।
৩৯। কামাল চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯৪৭ সালে খ. ১৯৫৭ সালে
গ. ১৯৬৭ সালে ঘ. ১৯৭৭ সালে
উত্তর: খ. ১৯৫৭ সালে।
৪০। কামাল চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. কুমিল্লা খ. বরিশাল
গ. রাজশাহী ঘ. ময়মনসিংহ
উত্তর: ক. কুমিল্লা।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url