পল্লিজননী কবিতার (MCQ) বিস্তারিত জেনে নিন
প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে পল্লিজননী কবিতার (MCQ) গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে পল্লিজননী কবিতার (MCQ) গুলো বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
পল্লিজননী কবিতাটি কবি জসীম উদ্দীনের ‘রাখালী কাব্যগ্রন্থ’ থেকে সংকলন করা হয়েছে। মায়ের মতো মমতাময়ী আর কেউ নেই। রুগ্ণ পুত্রের শিয়রে বসে রাত জাগা এক মায়ের মনঃকষ্ট, পুত্রের চঞ্চলতা স্মরণ আর দারিদ্যের কারণে তাকে প্রয়োজনীয় খাদ্য ও আনন্দ-আয়োজন করতে না পারার ব্যর্থতা এ কবিতায় উল্লেখ করা হয়েছে। পুত্রের শিয়রে নিবুনিবু প্রদীপ, চারিদিকে মশার অত্যাচার, বেড়ার ফাঁকে গলে আসা রাতের শীত। রুগণ পুত্রের ঘুম স্বাভাবিকভাবেই আসে না। মা পুত্রকে আদর করে, তার রোগ ভালো করে বেদার জন্য দরগায় মানত করে।
দুরন্ত ছেলে ভালো হয়েই খেলতে যাবে এবং তখন মা তাকে কিছু বলতে পারবে না, এমন অঙ্গীকার সে মায়ের কাছ থেকে আদায় করে নেয়। আবদারমুখো পুত্রের দিকে চেয়ে গ্রামীণ মায়ের মনে অনেক কথা জাগে। তার সামর্থ্য নেই বলে রোগীর ঔষধ, পথ্য কিছুই জোটাতে পারেনি। রুগণ পরিবেশে রোগী সামনে নিয়ে এক পল্লিমায়ের মনে পুত্র হারানোর শঙ্কা জেগে ওঠে। অপত্যস্নেহের অনিবার্য আকর্ষণই এ কবিতার মূলকথা।
পল্লিজননী কবিতার (MCQ)
১। বাঁশ বনে বসে কোন পাখি ডাকে?
ক. কোকিল খ. কানাকুয়ো
গ. হুতুম ঘ. দোয়েল
উত্তর: খ. কানাকুয়ো।
২। পল্লিজননী কবিতায় ফুরায়ে এসেছে তেল বলতে কি বোঝায়?
ক. রোগের তীব্রতা খ. মরণ দূতের হাতছানি
গ.বাতির জ্বালানি ফুরিয়ে আসা ঘ. মাটির প্রদীপ বাতাসে নিবু নিবু প্রায়
উত্তর: খ. মরণ দূতের হাতছানি।
৩। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে - চরণটির ভাবার্থ কোন কবিতায় প্রকাশ পেয়েছে?
ক. অন্ধবধূ খ. কপোতাক্ষ নদ
গ. পল্লিজননী ঘ. আমার পরিচয়
উত্তর: গ. পল্লিজননী।
৪। মোসলমানের আড়ঙ দেখিতে নাই - পল্লিজননী কবিতার মায়ের এ কথা বলার কারণ?
ক. কুসংস্কার খ. দারিদ্য
গ. অমঙ্গলের ভয় ঘ. ধর্মীয় অনুশাসন
উত্তর: খ. দারিদ্য।
৫। সাঁঝ হয়ে গেল তবু আসে নাকো - বাক্যে মায়ের কী প্রকাশ পেয়েছে?
ক. অভিমান খ. আনন্দ
গ. শঙ্কা ঘ. রাগ
উত্তর: গ. শঙ্কা।
৬। পল্লিজননী কবিতায় পল্লিজননীর সঙ্গে মিল রয়েছে কার?
ক. হুতুম পেঁচার খ. ডাহুক পাখির
গ. জোনাকির ঘ. কানা কুয়োর
উত্তর: খ. ডাহুক পাখির।
৭। পল্লিজননী কবিতায় পল্লিমায়ের শঙ্কার কারণ?
ক. রুগ্ণ ছেলে হারিয়ে যাবে খ. ছেলে চলে যাবে
গ. ছেলে মরে যাবে ঘ. ছেলের অসুখ ভালো হবে না বলে
উত্তর: গ. ছেলে মরে যাবে।
৮। তারি সাথে সাথে বিরহী মায়ের একেলা পরাণ দোলে - কার সাথে?
ক. ছেলের সাথে খ. প্রদীপের সাথে
গ. আত্মীয়স্বজনের সাথে ঘ. রাত জাগা পাখির সাথে
উত্তর: খ. প্রদীপের সাথে।
৯। পল্লিজননী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে?
ক. রাখালী খ. ধানখেত
গ. বালুচর ঘ. মাটির কান্না
উত্তর: ক. রাখালী।
১০। পল্লিজননী কবিতায় রুগ্ণ ছেলেটির মুমূর্ষ অবস্থাকে কীসের সাথে তুলনা করা যায়?
ক. নিবু নিবু দীপ খ. কুয়াশা-কাফন
গ. মাটির প্রদীপ ঘ. নীড়ের পাখি
উত্তর: ক. নিবু নিবু দীপ।
১১। কানাকুয়ো কখন ডাকে?
ক. রাতের বেলায় খ. সন্ধ্যা বেলায়
গ. ভোর বেলায় ঘ. দুপুর বেলায়
উত্তর: ক. রাতের বেলায়।
১২। ভন ভন ভন জমাট বেঁধেছে বুনো মশকের গান এদো ডোবা হতে বহিছে কঠোর পাচান পাতার ঘ্রাণ। এখানে কী ফুটে উঠেছে?
ক. প্রকৃতি খ. পরিবেশ
গ. প্রকৃতির সৌন্দর্য ঘ. মশার বৃদ্ধি
উত্তর: খ. পরিবেশ।
১৩। পল্লিজননী কবিতায় মা সন্তানের জন্য নামাজের ঘরে কী মানত করে?
ক. শিরনি খ. মোমবাতি
গ. দান ঘ. কবুতর
উত্তর: খ. মোমবাতি।
১৪। পল্লিজননী কবিতায় ছেলে কার সাথে খেলতে চায়?
ক. রহিমের খ. করিমের
গ. আজিজের ঘ. কৃষাণ ছেলের
উত্তর: খ. করিমের।
১৫। ফুরায়ে এসেছে তেল এ উক্তির দ্বারা কবি ইঙ্গিত করেছেন
ক. রাত শেষ হয়ে এসেছে খ. ছেলের জীবনাবসান আসন্ন
গ. বাতির তেল নিঃশেষ ঘ. অনিশ্চয়তায় ভরা ভবিষ্যৎ
উত্তর: খ. ছেলের জীবনাবসান আসন্ন।
১৬। বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাহি চোখে তাঁর পুত্র তাঁহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর। উল্লিখিত কবিতাংশের বাদশা বাবরের সঙ্গে কার মিল খুঁজে পাওয়া যায়?
ক. অভাগীর খ. ঈশ্বরী পাটুনীর
গ. সর্বজয়ার ঘ. পল্লিমায়ের
উত্তর: ঘ. পল্লিমায়ের।
১৭। পল্লিজননী কবিতায় সম্মুখে তার ঘোর কুজ্বটি মহাকাল রাত পাতা - চরণটিতে প্রকাশ পেয়েছে?
i. সন্তানের মৃত্যু আশঙ্কা
ii. নিরাশার নিস্তব্ধতা
iii. রাত্রির নীরবতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
১৮। হুতুমের ডাককে মায়ের মনে হয়েছে
i. মরণের দূত
ii. মরণের পূর্বাভাস
iii. মৃত্যুশঙ্কা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।
১৯। পল্লিজননী কবিতায় কুসংস্কার প্রকাশ পেয়েছে কোন পঙক্তিতে?
ক. নামাজের ঘরে মোমবাতি মানে, দরগায় মানে দান খ. মোসলমানের আড়ঙ দেখিতে নাই
গ. ঝড়ে কাঁপে যেন নীড়ের পাখিটি জড়ায়ে মায়ের ডানা ঘ. ঘরের চালেতে হুতম ডাকিছে অকল্যাণ এ সুর
উত্তর: ঘ. ঘরের চালেতে হুতুম ডাকিছে অকল্যাণ এ সুর।
২০। পল্লিজননী কবিতার কোন চরণে ছেলে মায়ের কাছ থেকে অঙ্গীকার আদায় করে নিয়েছে?
ক. শোন,মা আমার লাটাই কিন্তু রাখিও যতন করে খ. ফুলঝুরি সিকা সাজাইয়া রেখো আমার সমুখ পরে
গ. করিমের সাথে খেলিবারে গেলে দিবে না ত তুমি গাল ঘ. এখনি আমারে এত রাগ হতে করিতে পারে ত খাড়া?
উত্তর: গ. করিমের সাথে খেলিবারে গেলে দিবে না ত তুমি গাল।
২১। পল্লিজননী কবিতায় সন্তান কোন সময়টার জন্য গভীর আগ্রহ ব্যক্ত করেছে?
ক. সকাল খ. দুপুর
গ. বিকেল ঘ. সন্ধ্যা
উত্তর: ক. সকাল।
২২। কুয়াশা কাফন ধরে কারা চলে?
ক. বাদুড় খ. হুতুম
গ. কাকতাড়ুয়া ঘ. জোনাকি
উত্তর: ঘ. জোনাকি।
২৩। বাহিরেতে নাচে জোনাকি আলোয় থমথম কাল রাত চরণটি কোন কবিতার অংশ
ক. সেইদিন এই মাঠ খ. পল্লিজননী
গ. বৃষ্টি ঘ. আমি কোনো আনন্তুক নই
উত্তর: খ. পল্লিজননী।
২৪। মায়ের মতে, কোনটি অকল্যাণকর?
ক. হুতুমের ডাক খ. ডাহুকের ডাক
গ. কাকের ডাক ঘ. কানাকুয়ের ডাক
উত্তর: ক. হুতুমের ডাক।
২৫। পল্লিজননী কবিতায় রুগ্ণ ছেলেটিকে ফুঁ দিয়ে সুস্থ করে তুলবে কে?
ক.মা খ. পীর
গ. করিম ঘ. রহিম
উত্তর: ঘ. রহিম।
২৬। পল্লিজননী কবিতায় মন বোঝাতে কবি কোন শব্দটি ব্যবহার করেছেন?
ক. হৃদয় খ. অন্তর
গ. হিয়া ঘ. মর্ম
উত্তর: গ. হিয়া।
২৭। নিচের কোন গ্রন্থটি কবি জসীমউদ্দীনের ভ্রমনকাহিনীমূলক প্রবন্ধ?
ক. মাটির কান্না খ. নকসী কাঁথার মাঠ
গ. রাখালী ঘ. চলে মুসাফির
উত্তর: ঘ. চলে মুসাফির।
২৮। পল্লিজননী কবিতায় রুগ্ণ ছেলেটি তার কোন খেলার সামগ্রী যত্ন করে রাখতে মাকে অনুরোধ জানিয়েছে?
ক. লাটাই খ. ঢ্যাঁপের মোয়া
গ. হুডুম ঘ. সাত-নরি শিক্ষা
উত্তর: ক. লাটাই।
২৯। কৃষাণ ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি - কার?
ক. কানাকুয়ার খ. হুতুমের
গ. ডাহুকের ঘ. বাদুড়ের
উত্তর: গ. ডাহুকের।
৩০। পল্লিজননী কবিতায় উল্লিখিত জননী উক্ত কবিতার কার সাথে তুলনীয়?
ক. কানাকুয়ো খ. জোনাকি মেয়ে
গ. হুতুম ঘ. ডাহুক
উত্তর: ঘ. ডাহুক।
৩১। কবি জসীম উদ্দীনের কবিতার বিষয়বস্তু
ক. পল্লিপ্রকৃতি ও মানুষের জীবন খ. সাধারণ মানুষের জীবন
গ. গ্রামীন প্রকৃতির সৌন্দর্য ঘ. পল্লিপ্রকৃতি ও নিসর্গ
উত্তর: ক. পল্লিপ্রকৃতি ও মানুষের জীবন।
৩২। পল্লিজননী কবিতায় কোনটি জমাট বাঁধার কথা বলা হয়েছে?
ক. বুনো মশকের গান খ. জোনাকির আলো
গ. হুতুমের ডাক ঘ. কানাকুয়োর গান
উত্তর: ক. বুনো মশকের গান।
৩৩। জসীম উদ্দীন কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭৫ সালে খ. ১৯৭৬ সালে
গ. ১৯৭৭ সালে ঘ. ১৯৭৮ সালে
উত্তর: খ. ১৯৭৬ সালে।
৩৪। বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালেই কবি জসীমউদ্দীনের যে কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তুর্ভুক্ত হয়?
ক. পল্লিজননী খ. কবর
গ. রূপাই ঘ. বাংলা ভাষা
উত্তর: খ. কবর।
৩৫। পল্লিজননী কবিতায় ছেলে মাকে না বলে কোথায় গিয়েছিলো?
ক. বিলে খ. মাঠে
গ. বনে ঘ. নদীতে
উত্তর: গ. বনে।
৩৬। পল্লিজননী কবিতায় নিবু নিবু দীপকে কীসের সাথে তুলনা করা হয়েছে?
ক. তেল ফুরিয়ে আসার খ. মায়ের ঘুমিয়ে পড়ার
গ. রুগ্ণ ছেলের আয়ুর ঘ. রাত শেষে ভোর হওয়ার
উত্তর: গ. রুগ্ণ ছেলের আয়ুর।
৩৭। পল্লিজননী কবিতায় কয়টি পাখির নাম আছে?
ক. ৪টি খ. ৫টি
গ. ৬টি ঘ. ৭টি
উত্তর: ক. ৪টি।
৩৮। পল্লিজননী কবিতায় ঘরের চালেতে ডাকছে
ক. ঘুঘু খ. হুতুম
গ. কাক ঘ. উৎসব
উত্তর: খ. হুতুম।
৩৯। পল্লিজননী কবিতায় আড়ঙ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. আড্ডা খ. মেলা
গ. বিপণি ঘ. উৎসব
উত্তর: খ. মেলা।
৪০। পল্লিজননী কবিতায় মা রুগ্ণ ছেলেকে কী বলে সম্বোধন করেছেন?
ক. বাবারে খ. বাবুরে
গ. বাছারে ঘ. বাপরে
উত্তর: গ. বাছারে।
৪১। পল্লিজননী কবিতায় মহাকাল অর্থে কী বোঝায়?
ক. মহা+কাল খ. মহা যে কাল
গ. অন্ধকার রাত ঘ. দুঃসময়
উত্তর: ঘ. দুঃসময়।
৪২। কালি সাঁঝ বলতে কী বোঝায়?
ক. কালিমাখা সাঁঝ খ. মেঘাচ্ছন্ন সাঁঝ
গ. নিঝুম সন্ধ্যাবেলা ঘ. ঘোর সন্ধ্যাবেলা
উত্তর: ঘ. ঘোর সন্ধ্যাবেলা।
৪৩। সন্তানের জন্য অমঙ্গলের প্রতীক
ক. ঘোর অন্ধকার খ. হুতুমের ডাক
গ. মাটির প্রদীপ ঘ. কানাকুয়ের ডাক
উত্তর: খ. হুতুমের ডাক।
৪৪। বলেছে আমরা, মোসলমানের আড়ঙ দেখিতে নাই এ বাক্যে প্রকাশিত হয়েছে
i. ফতেয়ার অপপ্রয়োগ
ii. ধর্মীয় অনুশাসন
iii. অর্থনৈতিক অসামর্থ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।
৪৫। কবি জসীম উদ্দীন কতসালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯০০ সালে খ. ১৯০১ সালে
গ. ১৯০২ সালে ঘ. ১৯০৩ সালে
উত্তর: ঘ. ১৯০৩ সালে।
৪৬। জসীমউদ্দীন ফরিদপুর জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক. গোবিন্দপুর খ. তাম্বুলখানা
গ. মাহমুদপুর ঘ. কদমতলী
উত্তর: খ. তাম্বুলখানা।
৪৭। কোনটি জসীমউদ্দীনের কবিতায় মাত্রা পেয়েছে?
ক. পল্লির মাটি ও মানুষের জীবনচিত্র খ. পল্লির আলো-বাতাস
গ. পল্লির গাছপালা ও প্রকৃতি ঘ. পল্লির সবুজ-শ্যামল রূপ
উত্তর: ক. পল্লির মাটি ও মানুষের জীবনচিত্র।
৪৮। জসীমউদ্দীন কোথায় কিছুকাল অধ্যাপনা করেন?
ক. রাজেন্দ্র কলেজে খ. হরগঙ্গা কলেজে
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
উত্তর: গ. ঢাকা বিশ্বিবিদ্যালয়ে।
৪৯। জসীমউদ্দীন কোথায় চাকরি করেন?
ক. সরকারি রাজস্ব বিভাগে খ. সরকারি তথ্য ও প্রচার বিভাগে
গ. জাতীয় হিসাবরক্ষক ও নিরীক্ষণ বিভাগে ঘ. জাতীয় কর কমিশন বিভাগে
উত্তর: খ. সরকারি তথ্য ও প্রচার বিভাগে।
৫০। জসীমউদ্দীনের কোন কাব্য বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত হয়েছে?
ক. নকসী কাঁথার মাঠ খ. সোজন বাদিয়ার ঘাট
গ. রাখালী ঘ. বালুচর
উত্তর: ক. নকসী কাঁথার মাঠ।
৫১। সাহিত্য-সাধনায় স্বীকৃতিস্বরূপ জসীমউদ্দীন কোন পুরস্কার লাভ করেন?
ক. বাংলা একাডেমী পুরস্কার খ. একুশে পদক
গ. শিশু একাডেমী পুরস্কার ঘ. স্বাধীনতা পদক
উত্তর: ক. একুশে পদক।
৫২। আড়ঙ বলতে বোঝায়
i. হাট
ii. বাজার
iii. মেলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৫৩। পয়সার অভাবে পল্লিজননী পারে না
i. ছেলেকে আড়ঙে পাঠাতে
ii. রোগের পথ্য জোটাতে
iii. ওষুধ কিনতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৪। জসীম উদ্দীন কি হিসেবে সমধিক পরিচিত?
ক. প্রকৃতি কবি খ. বিশ্বকবি
গ. পল্লিকবি ঘ. জাতীয় কবি
উত্তর: গ. পল্লিকবি।
৫৫। জসীমউদ্দীন কোন বিশ্ববিদ্যালয় ডি.লিট ডিগ্রি প্রদান করে?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয় খ. কলকাতা বিশ্ববিদ্যালয়
গ. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ঘ. সোরবন বিশ্ববিদ্যালয়
উত্তর: গ. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।
৫৬। জসীমউদ্দীন ১৯৭৬ সালের কত তারিখে মৃত্যুবরণ করেন?
ক. ১৪ই মার্চ খ. ১৪ই এপ্রিল
গ. ১৪ই মে ঘ. ১৪ জুন
উত্তর: ক. ১৪ই মার্চ।
৫৭। জসীম উদ্দীনকে পল্লিকবি বলার কারণ তাঁর কবিতায় পল্লির মানুষের
i. আশা-স্বপ্ন-আনন্দ-বেদনা স্থান পেয়েছে
ii. বিরহ মিলনের আবেদ-মধুর চিত্র স্থান পেয়েছে
iii. সহজ স্বাভাবিক জীবন চিত্র ফুটে উঠেছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৫৮। মারে কত রাত আছে, কখন সকাল হবে। উক্তিতে রুগ্ণ ছেলেটির কী প্রকাশ পেয়েছে?
ক. যন্ত্রণা খ. আকাঙ্ক্ষা
গ. অস্থিরতা ঘ. শখ
উত্তর: গ. অস্থিরতা।
৫৯। পল্লিজননী কবিতায় পল্লিজননী কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. পল্লির জননী খ. মমতাময়ী জননী
গ. অসহায় জননী ঘ. দরিদ্র জননী
উত্তর: খ. মমতাময়ী জননী।
৬০। পল্লিজননী কবিতায় কবি কী প্রত্যক্ষ করেছেন?
ক. মায়ের অপত্যস্নেহ খ. পারিবারিক জীবন
গ. সামাজিক জীবন ঘ. জাতীয় জীবন
উত্তর: ক. মায়ের অপত্যস্নেহ।
৬১। ছোট কুঁড়েঘর, বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু। এই পঙক্তি দ্বারা কি বোঝা যায়?
ক. শীতের তীব্রতা খ. কষ্টের মর্মকথা
গ. সামাজিক অবস্থা ঘ. বৈষয়িক অবস্থা
উত্তর: ঘ. বৈষয়িক অবস্থা।
৬২। পল্লিজননী কবিতায় মায়ের চাহনি কি রকম?
ক. সজল খ. করুণ
গ. ক্ষুব্ধ ঘ. পলকহীন
উত্তর: খ. করুণ।
৬৩। কে বিরহিণী পাখির বাচ্চা চুরি করেছে?
ক. রুগ্ণ ছেলে খ. করিম
গ. আজিজ ঘ. কৃষাণ ছেলেরা
উত্তর: ঘ. কৃষাণ ছেলেরা।
৬৪। মাকে না বলে ছেলে কোথায় গিয়েছিলো?
ক. দূর বনে খ. ডালিম গাছের তলে
গ. আড়ঙ দেখতে ঘ. করিমের সাথে খেলতে
উত্তর: ক. দূর বনে।
৬৫। কোনগুলো বাংলার লোকজ ঐতিহ্যের সাক্ষ্য বহন করে?
ক. মশা, অন্ধকার, বেথুল খ. ঘুম, ডোবা, আয়ু
গ. শঙ্কা, শিয়রে, শিহরায় ঘ. মোয়া, লাটাই, সিকা
উত্তর: ঘ. মোয়া, লাটাই, সিকা।
৬৬। পল্লিজননী কবিতায় কোথায় নিবু নিবু দীপ ঘুরিয়া জ্বলে?
ক. শিয়রের কাছে খ. দুয়ারের কাছে
গ. দীপদানিতে ঘ. টেবিলের উপর
উত্তর: ক. শিয়রের কাছে।
৬৭। পল্লিজননী কবিতায় ছেলের ঘুম আসে না কেন?
ক. শীতের প্রকোপের জন্য খ. অভিযানে যাওয়ার জন্য
গ. পেটের ক্ষুধার কারণে ঘ. রোগ যন্ত্রণার কারণে
উত্তর: ঘ. রোগ যন্ত্রণার কারণে।
৬৮। পল্লিজননী কবিতায় মাকে তাড়িয়ে বেড়ায় কোনটি?
ক. পুত্রের কষ্ট খ. পুত্রের আকুতি
গ. দারিদ্র ঘ. পুত্র হারানোর ভয়
উত্তর: ঘ. পুত্র হারানোর ভয়।
৬৯। কোথা থেকে পচান পাতার ঘ্রাণ বের হচ্ছে?
ক. এদো ডোবা খ. এদো পুকুর
গ. পচা নর্দমা ঘ. মজা পুকুর
উত্তর: ক. এদো ডোবা।
৭০। ছেলের রোগমুক্তির জন্য মা কয় জায়গায় মানত করেছেন?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
উত্তর: ক. দুই।
৭১। ছেলেরে তাহার ভালো করে দাও কাঁদে জননীর প্রাণ। বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. অনুরোধ খ. আদেশ
গ. আবেদন ঘ. নির্দেশ
উত্তর: গ. আবেদন।
৭২। বাদুরের পাখার বাতাসে কোনটি হেলে পড়ে?
ক. নারিকেল বন খ. বেত ও বন
গ. সুপারি বন ঘ. বাঁশবন
উত্তর: গ. সুপারি বন।
৭৩। পল্লিজননী কবিতায় জোনাকি মেয়েরা কোন পথে চলে?
ক. গ্রাম্য পথে খ. মেঠো পথে
গ. বুনো পথে ঘ. পাহাড়ি পথে
উত্তর: গ. বুনো পথে।
৭৪। ওঝা বোঝাতে পল্লিজননী কবিতায় কোন নামটি এসেছে?
ক. আজিজ চাচা খ. সোলেমান চাচা
গ. করিম চাচা ঘ. রহিম চাচা
উত্তর: ঘ. রহিম চাচা।
৭৫। মা ছেলেকে মুখপোড়া সম্বোধন করেছেন কীভাবে?
ক. আদর করে খ. রাগ করে
গ. গালি দিয়ে ঘ. বিরক্ত হয়ে
উত্তর: ক. আদর করে।
৭৬। পল্লিজননী কবিতায় হুতুম কোথায় ডাকছে?
ক. বাঁশবনে খ. এদো ডোবায়
গ. ঘরের চালে ঘ. পচা ডোবায়
উত্তর: গ. ঘরের চালে।
৭৭। হুতুমের ডাক সম্পর্কে মায়ের বিশ্বাসের ভিত্তি কি?
ক. খনার বচন খ. জনশ্রুতি
গ. চালু মতবাদ ঘ. কুসংস্কার
উত্তর: ঘ. কুসংস্কার।
৭৮। মা কাকে মরণের দূত বিবেচনা করেছেন?
ক. বাদুড়ের ডাককে খ. কানাকুয়োর ডাককে
গ. হুতুমের ডাককে ঘ. ডাহুকের ডাককে
উত্তর: গ. হুতুমের ডাককে।
৭৯। পল্লিজননী কবিতার মূলকথা কি?
ক. অপত্যস্নেহের অনিবার্য আকর্ষণ খ. ছেলের মৃত্যুচিন্তা
গ. মায়ের দারিদ্র ঘ. ছেলের সুস্থতার আশা
উত্তর: ক. অপত্যস্নেহের অনিবার্য আকর্ষণ।
৮০। ছেলে কোঁচ ভরে কী নিয়ে এসেছিলো?
ক. সুপারি খ. চালতা
গ. বেথুল ঘ. আতা
উত্তর: গ. বেথুল।
৮১। আই ঢাই মার প্রাণ বলতে কি বোঝানো হয়েছে?
ক. মায়ের কাকুতি-মিনতি খ. মায়ের অভাব-অনটন
গ. মায়ের অস্থিরতা ঘ. মায়ের দুশ্চিন্তা
উত্তর: গ. মায়ের অস্থিরতা।
৮২। ঘরের চালেতে হুতুম ডাকিছে, অকল্যাণ এ সুর পল্লিজননী কবিতায় এ চরণে কবি ইঙ্গিত করেন
i. সমাজের কুসংস্কারের কথা
ii. অসুস্থ ছেলেকে নিয়ে মায়ের অপেক্ষা
iii. গ্রামীন প্রকৃতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।
৮৩। আদর ও সেবা বোঝাতে যে কথাটি পল্লিজননী কবিতায় এসেছে
i. শিয়রে বসে একেলা জাগিছে মাতা
ii. দরগায় মানে দান
iii. সারা গায়ে দেয় হাত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।
৮৪। মা দরগায় দান মানত করেন, কারণ তার বিশ্বাস
i. দরগাবাসীর দোয়ায় ছেলে সুস্থ হবে
ii. দরগাবাসী ছেলের চিকিৎসা করবে
iii. দরগাবাসীর কুদরতে ছেলে ভালো হয়ে যাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।
৮৫। পল্লিজননী কবিতায় যে সিকার নাম করা হয়েছে
i. সমুদ্রকলি
ii. ফুলঝরি
iii. সাত-নরি
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii।
৮৬। পল্লিজননীর জীবন বাস্তবতায় জড়িয়ে আছে
i. দারিদ্র
ii. অসহায়ত্ব
iii. অজ্ঞতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৮৭। যে পাখিগুলোর নাম পল্লিজননী কবিতায় এসেছে
i. দোয়েল, ডাহুক, কানাকুয়ো
ii. কানাকুয়ো, বাদুড়, হুতুম
iii. হতুম, ডাহুক, বাদুর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii।
৮৮। নয়ন শব্দের অর্থ কোনটি?
ক. মণি খ. চোখ
গ. নতুন ঘ. পথা
উত্তর: খ. চোখ।
৮৯। মাটির পাত্র বোঝাতে পল্লিজননী কবিতায় কোন শব্দটি ব্যবহার করেছেন?
ক. খাসা খ. ধামা
গ. সিকা ঘ. কোলা
উত্তর: ঘ. কোলা।
৯০। হর্ষ শব্দটির দ্বারা কবি কোনটি বোঝাতে চেয়েছেন?
ক. বেদনা খ. আগ্রহ
গ. উত্তেজনা ঘ. আনন্দ
উত্তর: ঘ. আনন্দ।
৯১। কোচ কাকে বলে?
ক. ছোট্ট কাপড়ের থলে খ. কোমরে লুঙ্গির ভাঁজ
গ. ছোট্ট বেতের ডালা ঘ. পিতলের ঘটি
উত্তর: খ. কোমরে লুঙ্গির ভাঁজ।
৯২। পল্লিজননী কবিতায় জোনাকি শব্দটি ক বার ব্যবহার করেছেন?
ক. একবার খ. দুবার
গ. তিনবার ঘ. চারবার
উত্তর: খ. দুবার।
পল্লিজননী কবিতার জ্ঞানমূলক প্রশ্নোত্তর
১। পল্লিজননী কবিতায় ছেলে মাকে কী যত্ন করে রাখার কথা বলেছে?
উত্তর: লাটাই যত্ন করে রাখার কথা বলেছে।
২। পল্লিজননী কবিতায় কোন ফলের কথা বলা হয়েছে?
উত্তর: বেথুল ফল।
৩। পল্লিজননী কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: রাখালী কাব্যগ্রন্থ।
উত্তর: পল্লিকবি।
৫। পল্লিজননী কবিতায় সাত-নরি সিকায় কী বেঁধে রাখার কথা বলা হয়েছে?
উত্তর: ঢ্যাঁপের মোয়া বেঁধে রাখার কথা বলা হয়েছে।
৬। রুগ্ণ ছেলের সুস্থতার জন্য পল্লিজননী কবিতার মা কী মানত করেছিলো?
উত্তর: নামাজের ঘরে মোমবাতি ও দরগায় দান মানত করেছিলো।
৭। ঘরের চালে কে ডাকে?
উত্তর: হুতুম।
৮। পল্লিজননী কবিতায় কুয়াশা বোঝাতে কবি কোন শব্দ ব্যবহার করেছেন?
উত্তর: কাফন শব্দটি ব্যবহার করেছেন।
৯। ভন ভন শব্দে কারা গান করে?
উত্তর: মশকের দল গান করে।
১০। কাদের আড়ঙ দেখিতে নাই?
উত্তর: মোসলমানের।
আজও রোগে তার পথ্য জোটেনি - পথ্য না জোটার কারণ কী?
দারিদ্র্যের কারণে রুগ্ণ ছেলের জন্য পথ্য জোগাড় হয়নি। পল্লিজননী কবিতার মা অত্যন্ত গরিব। একমাত্র সন্তানকে নিয়ে দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম করে কোনো রকমে জীবনধারণ করেন এ জননী। ওষুধ কিংবা পথ্য, কোনোটিই জোগাড় করার মতো সাধ্য নেই তার। তাই মুমূর্ষ অবস্থা অসুস্থ ছেলের পথ্য জোটেনি।
রহিম চাচার ঝাড়া বলতে কি বোঝানো হয়েছে?
রহিম চাচার ঝাড়া বলতে গ্রাম অঞ্চলে প্রচলিত একধরনের টোটকা চিকিৎসা পদ্ধতিকে বোঝানো হয়েছে। আমাদের দেশের গ্রামাঞ্চলে রোগমুক্তির জন্য পানি-পড়া, ঝাড়-ফুঁক ইত্যাদি চিকিৎসার প্রচলন রয়েছে। গ্রামীণ সহজ-সরল মানুষের বিশ্বাস, অসুস্থ অবস্থায় পানি-পড়া বা ঝাড়-ফুঁক দিলে রোগী খুব সহজে নিরাময় হয়ে থাকে। রহিম চাচার ঝাড়া তেমনি একট গ্রামীন চিকিৎসা পদ্ধতি। পল্লিজননী কবিতায় রহিম চাচার ঝাড়া বলতে রহিম চাচার ঝাড়-ফুঁকের কথা বোঝানো হয়েছে।
ঝড়ে কাঁপে যেন নীড়ের পাখিটি জড়ায়ে মায়ের ডানা - চরণটির দ্বারা কী বোঝানো হয়েছে?
ঝড়ে কাঁপে যেন নীড়ের পাখিটি জড়ায়ে মায়ের ডানা - চরণটির দ্বারা পল্লিজননীর কোলে তাঁর রুগ্ণ পুত্রের অসুস্থ অবস্থাটিকে তুলে ধরা হয়েছে। পল্লিজননী রুগ্ণ পুত্রের শিওরে রাত্রিযাপন করছিলেন। তাঁর জীবনে দারিদ্র্যের উপস্থিতি এমনভাবেই বিদ্যমান যে তিনি ছেলেকে পথ্য, ওষুধ কিছুই দিতে পারছেন না। ঝড়ের তাণ্ডবে পাখি যেমন মায়ের ডানার নিচে আশ্রয় নেয়, তেমনি পল্লিজননীর কোলে চিকিৎসাহীন তবু স্নেহ পাচ্ছে তাঁর পুত্র।
যে কথা ভাবিতে পরাণ শিহরে তাই ভাসে হিয়া কোণে - এ কথা দ্বারা কী বোঝানো হয়েছে?
উক্তিটি দ্বারা সন্তানের জন্য মায়ের মনের উদ্বিগ্নতার স্বরূপকে তুলে ধরা হয়েছে। রুগ্ণ সন্তানের শিয়রে বসে মা নানা ধরনের ভাবনাচিন্তা করছে। পুত্রের আয়ু নিবু নিবু, তবুও মা তাকে নিজের হৃদয়ের সকল শুভবোধ দিয়ে আঁকড়ে রেখেছে কিন্তু চারিদিকে নানা অমঙ্গলের চিহ্ন দেখে মায়ের মন নানা শঙ্কায় ভরে উঠেছে। তাঁর হৃদয় সেই অমঙ্গল আশঙ্কায় উদ্বিগ্ন; চোখের সমানে সন্তানের করুণ সে অবস্থা তিনি যেন প্রত্যক্ষ করেছেন।
বুনো পথে জোনাকি পোকা দেখে মায়ের কী মনে হয়?
বুনো পথে জোনাকি পোকা দেখে মায়ের মনে পুত্র হারানোর শঙ্কা জেগে ওঠে। রুগ্ণ ছেলের শিয়রে বসে মা প্রতিনিয়তই শঙ্কিত হন। না জানি কখন পুত্রের জীবনপ্রদীপ নিভে যাবে। গভীর রাতে থমথমে পরিবেশে বুনো পথে জোনাকি পোকা দেখে মা এটাকে অশুভ সংকেত বলে মনে করেন। তখনই তাঁর মনে পুত্র হারানোর শঙ্কা জেগে ওঠে।
মা নামাজের ঘরে মোমবাতি আর দরগায় দান মানেন কেন?
অসুস্থ পুত্রের সুস্থতা কামনা করে মা নামাজের ঘর অর্থাৎ মসজিদে মোমবাতি আর দরগায় দান মানেন। অসহায় মা রুগ্ণ পুত্রের শিয়রে বসে রাত জাগেন। সন্তানের যন্ত্রণা তাঁকে বেদনার্ত করে। সন্তানের সুস্থতা কামনায় মা তাই নামাজের ঘরে মোমবাতি আর দরগায় দান মানত করেন।
উপসংহার
প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে পল্লিজননী কবিতার MCQ সহ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েছেন এবং উপকৃত হতে পেরেছেন। এ রকম আরো তথ্যমূলক পোস্ট পড়তে আমাদের সাথেই থাকুন। আমরা সবসময় পাঠকের চাহিদা অনুযায়ী পোস্ট পাবলিশ করে থাকি। প্রিয় পাঠক, এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url