সাহসী জননী বাংলা কবিতার (MCQ) গুলো জেনে নিন
কবি কামাল চৌধুরীর ‘ধূলি ও সাগর দৃশ্য’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘সাহসী জননী বাংলা’ কবিতাটি তাঁর কবিতাসংগ্রহ গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এখানে বলা হয়েছে ভীতু ও ভেতো বলে যাদের অভিহিত করা হয়েছিলো, সে মিথ্যাচার ব্যর্থ করে দিয়ে বাঙালি জাতি তাদের শৌর্যের মহিমায় জয় করে নেয় স্বাধীনতা। মুক্তির পতাকা তাদের হাতে। শত্রুর আসুরিক আচরণ, বিকট উল্লাস আর নৃশংসতা স্বল্প সময়ে পরাভূত করা সম্ভব হয় এ দেশের মানুষের মনে কাব্যময় স্নিগ্ধতার সঙ্গে সাহসের ইস্পাতদৃঢ়তা আছে বলে।
অনাদি অতীতের সংগ্রাম, ভাষার জন্য রক্তদানের ইতিহাস মুক্তিযুদ্ধকালে ছিল বাঙালির প্রেরণার বাতিঘর। এদেশের জনজীবনের বিভিন্ন বাঁকে আছে প্রতিরোধ ও সংগ্রামের ঐতিহ্য। গ্রাম বাংলার মানুষ সমন্বিত সংহতিতে পরাভূত করে অশুভ শক্তিকে। আসলে এসবই বাংলা জননীর প্রাণের উত্তপ্ত স্পন্দনজাত, তার মাটি থেকে উঠে আসা সাহসের ফোয়ারাস্নাত। সমস্ত বাধাবিঘ্ন অতিক্রম করে এই বীর জাতি বিজয়ের পতাকা উড়িয়ে ফিরে এসেছে দেশমাতৃকার ক্রোড়ে।
সাহসী জননী বাংলা কবিতার (MCQ)
১। বাঙালির হাতে কী উঠেছে?
ক. কাস্তে খ. গ্রেনেড
গ. জাল ঘ. লাঠি
উত্তর: খ. গ্রেনেড।
২। নীলকমলেরা কারা?
ক. প্রহরীরা খ. সাহসীরা
গ. হৃদয়বান ব্যক্তিগণ ঘ. মুক্তিযোদ্ধাগণ
উত্তর: ঘ. মুক্তিযোদ্ধাগণ।
৩। কোনটি সাহসী জননী বাংলার বুকে চাপা আছে?
ক. মহা প্রতিরোধ খ. মৃতের আগুন
গ. ঘৃণার কার্তুজ ঘ. বাঘের থাবা
উত্তর: খ. মৃতের আগুন।
৪। সাহসী জননী বাংলা কবিতায় কোন দুটি নদীর নাম আছে?
ক. ধলেশ্বরী ও সুরমা খ. শীতলক্ষা ও যমুনা
গ. মেঘনা ও গোমতি ঘ. বুড়িগঙ্গা ও পদ্মা
উত্তর: ঘ. বুড়িগঙ্গা ও পদ্মা।
৬। সাহসী জননী বাংলা কবিতায় প্রকৃত ভীতু কারা?
ক. পাকিস্তানিরা খ. ইংরেজরা
গ. বাঙালিরা ঘ. আর্যরা
উত্তর: ক. পাকিস্তানিরা।
৭। নীলকমলেরা বলতে বোঝায়?
ক. নির্ভীক প্রহরীদের খ. সাহসী অভিযাত্রীদের
গ. সহৃদয় মানুষদের ঘ. মুক্তিযোদ্ধাদের
উত্তর: ঘ. মুক্তিযোদ্ধাদের।
৮। গ্রামে ডাকাত পড়েছে। সবুজ তার বন্ধুদের নিয়ে রাত জেগে গ্রাম পাহারা দেয়। সবুজ সাহসী জননী বাংলা কবিতার কাদের প্রতীক?
ক. মুক্তিযোদ্ধাদের খ. পাকসেনাদের
গ. রাজাকারের ঘ. বিপ্লবী জনতার
উত্তর: ক. মুক্তিযোদ্ধাদের।
৯। বাঙালি কী উড়িয়ে বঙ্গ জননীর কোলে ফিরে এসেছে?
ক. জয়মালা খ. কার্তুজ
গ. বর্ণমালা ঘ. স্বাধীনতা
উত্তর: ঘ. স্বাধীনতা।
১০। সাহসী জননী বাংলা কোন নদীর তীরে জেগে ওঠে?
ক. মেঘনা খ. যমুনা
গ. বুড়িগঙ্গা ঘ. কর্ণফুলি
উত্তর: গ. বুড়িগঙ্গা।
১১। সাহসী জননী বাংলা কবিতায় বাঘের থাবা বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
ক. পাকিস্তানি সেনাদের আক্রমণ খ. পাকিস্তানিদের গুলিবর্ষণ
গ. বীর বাঙালি ঐতিহ্য ঘ. মুক্তিযোদ্ধাদের শক্তিশালী আক্রমন
উত্তর: ঘ. মুক্তিযোদ্ধাদের শক্তিশালী আক্রমণ।
১২। বাঙালি কীসে মাত হবে বলে হানাদাররা ভেবেছিলো?
ক. অস্ত্রে খ. অসুর নৃত্যে
গ. রক্তে ঘ. শক্তিতে
উত্তর: ক. অস্ত্রে।
১৩। তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি নয় মাসে - চরণটিতে প্রকাশ পেয়েছে?
ক. প্রতিশোধ খ. প্রতিবাদ
গ. আক্রমণ ঘ. নৃশংসতা
উত্তর: ক. প্রতিশোধ।
১৪। বাংলা ও বাঙালি জাতি কবিতার জন্য বিখ্যাত বলে কবি একে বলেছেন
ক. চির কবিতার দেশ খ. সাহসী জননী
গ. বাঙালি অনার্য ঘ. নীলকমল
উত্তর: ক. চির কবিতার দেশ।
১৫। কামাল চৌধুরী কত সালে এসএসসি পাস করেন?
ক. ১৯৭২ খ. ১৯৭৩
গ. ১৯৭৪ ঘ. ১৯৭৫
উত্তর: খ. ১৯৭৩।
১৬। হানাদার বাহিনীর দানবীয় তান্ডবলীলা বোঝাতে কবি সাহসী জননী বাংলা কবিতায় কোন উপমাটি ব্যবহার করেছন?
ক. অসুর নৃত্য খ. রক্তাক্ত হাত
গ. মৃতের আগুন ঘ. বাঘের থাবা
উত্তর: ক. অসুর নৃত্য।
১৭। কবিতার হাতে রাইফেল বাক্যটি কি হিসেবে ব্যবহৃত হয়েছে?
ক. রূপক খ. প্রতীক
গ. উপমা ঘ. অনুপ্রাস
উত্তর: খ. প্রতীক।
১৮। সাহসী জননী বাংলা কবিতায় প্রতিরোধ শব্দটিতে কোন বিশেষণটি ব্যবহার করা হয়?
ক. মহা খ. দুর্দান্ত
গ. সাহসী ঘ. দারুণ
উত্তর: ক. মহা।
১৯। আর্যগণ অনার্যের কী রকম চোখে দেখত?
ক. ভালোবাসার খ. করুণার
গ. অবজ্ঞার ঘ. ঘৃণার
উত্তর: ঘ. ঘৃণার।
২০। ২৫শে মার্চ কালোরাতে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের নিরীহ নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। সাহসী জননী বাংলা কবিতায় এই ঘটনা উপস্থাপিত হয়েছে কোন বাক্যে?
ক. রাত জাগে পাহারায় খ. ডাকাত পড়েছে গ্রামে
গ. ভোজ হবে আজ প্রতিশোধ ঘ. তোদের মৃত্যু হবে
উত্তর: খ. ডাকাত পড়েছে গ্রামে।
২১। কবিতার হাতে রাইফেল কীসের প্রতীক?
ক. সাহসের খ. ঘৃণার
গ. আক্রমণের ঘ. হত্যার
উত্তর: ক. সাহসের।
২২। রাত জাগে পাহারায় - কে?
ক. সাহসী তরুণ খ. সাহসী বাংলা
গ. সাহসী ঐতিহ্য ঘ. সাহসী সেনা
উত্তর: খ. সাহসী বাংলা।
২৩। এবার বাঘের থাবা, ভোজ হবে - সাহসী জননী বাংলা কবিতায় বাঘের থাবা বলতে কী বোঝানো হয়েছে?
ক. মুক্তিযোদ্ধাদের শক্তিশালী আক্রমণ খ. শত্রুর ষড়যন্ত্রে আসহায় ও আশ্রয়হীন
গ. ভোজন বিলাসিতাকে বোঝানো হয়েছে ঘ. ঘটনাপ্রবাহ ও অনুভবের বিচিত্রময় প্রকাশ
উত্তর: ক. মুক্তিযোদ্ধাদের শক্তিশালী আক্রমণ।
২৪। সাহসী জননী বাংলা কবিতায় কবি বাঙালির মুক্তিযুদ্ধের প্রেরণার উৎস হিসেবে আখ্যায়িত করেছেন
ক. অতীতের সংগ্রামী ঐতিহ্যকে খ. বুকে চাপা মৃতের আগুনকে
গ. ঘৃণার কার্তুজকে ঘ. মাতৃ অপমানকে
উত্তর: ক. অতীতের সংগ্রামী ঐতিহ্যকে।
২৫। কবি কামাল চৌধুরীর গ্রামের নাম কী?
ক. বিজয়করা খ. বীজবাগ
গ. বিজয়নগর ঘ. ভুজপুর
উত্তর: ক. বিজয়করা।
২৬। অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তর ঘুরে - চরণটি কোন কবিতার অন্তর্গত?
ক. সাহসী জননী বাংলা খ. জীবন-সংগীত
গ. প্রাণ ঘ. সেইদিন সেই মাঠ
উত্তর: ক. সাহসী জননী বাংলা।
২৭। কবিতার হাতে কী?
ক. স্টেনগান খ. মেশিনগান
গ. রাইফেল ঘ. মর্টার
উত্তর: গ. রাইফেল।
২৮। অসুর নৃত্য বলতে সাহসী জননী বাংলা কবিতায় মূলত কী বোঝানো হয়েছে?
ক. হানাদার বাহিনীর দানবীয় নৃত্য খ. হানাদার বাহিনীর ধ্বংসলীলা
গ. হানাদার বাহিনীর যুদ্ধ ঘ. হানাদার বাহিনীর প্রতিরোধ
উত্তর: খ. হানাদার বাহিনীর ধ্বংসলীলা।
২৯। সাহসী জননী বাংলা কবিতাটি কে লিখেছেন?
ক. নির্মলেন্দু গুণ খ. কামাল চৌধুরী
গ. শামসুর রহমান ঘ. সৈয়দ শামসুল হক
উত্তর: খ. কামাল চৌধুরী।
৩০। নীলকমল শব্দটি কোন কবিতার উপাত্ত?
ক. আমার সন্তান খ. কপোতাক্ষ নদ
গ. ঝর্ণার গান ঘ. সাহসী জননী বাংল
উত্তর: ঘ. সাহসী জননী বাংলা।
৩১। কবি কামাল চৌধুরীর জন্মস্থান কোথায়?
ক. কুমিল্লা খ. যশোর
গ. রংপুর ঘ. দিনাজপুর
উত্তর: ক. কুমিল্লা।
৩২। সাহসী জননী বাংলা কবিতায় আজ কীসে ভোজ হবে বলে কবি বলেছেন?
ক. প্রতিরোধে খ. প্রতিহিংসায়
গ. প্রতিশোধে ঘ. প্রতিবাদে
উত্তর: গ. প্রতিশোধে।
৩৩। হানাদারদের প্রতিরোধ করার জন্য কারা সারারাত জেগে থাকে?
ক. নীলকমলেরা খ. রাজাকাররা
গ. মিত্রবাহিনী ঘ. বীরাঙ্গনারা
উত্তর: ক. নীলকমলেরা।
৩৪। সাহসী জননী বাংলা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. কড়ি ও কোমল খ. ধূলি ও সাগর দৃশ্য
গ. জীবন-প্রদীপ ঘ. ৭১ এর বিজয়
উত্তর: খ. দূলি ও সাগর দৃশ্য।
৩৫। মধ্যরাতে বাংলার মাটিতে কারা হানা দেয়?
ক. রাজাকার খ. মুক্তিযোদ্ধা
গ. হানাদার ঘ. ডাকাত
উত্তর: গ. হানাদার।
৩৬। সাহসী জননী বাংলা কবিতায় শত্রুরা বাঙালিকে কোন জাতি মনে করত?
ক. আর্য খ. অনার্য
গ. দ্রাবিড় ঘ. চীন
উত্তর: খ. অনার্য।
৩৭। বাঙালি কী উড়িয়ে বঙ্গজননীর কোলে ফিরে এসেছে?
ক. পতাকা খ. ফুল
গ. স্বাধীনতা ঘ. বর্ণমালা
উত্তর: গ. স্বাধীনতা।
৩৮। চির কবিতার দেশ উপমাটি ব্যবহার করে সাহসী জননী বাংলা কবিতায় কবি বাংলাদেশের কোন বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন?
ক. বাংলার কবিদের আধিক্য খ. কবিতায় সমৃদ্ধ বাংলাদেশ
গ. কবিতার প্রেরণায় বাংলাদেশ ঘ. বাংলার কবিদের চিরায়ত পরিচয়
উত্তর: খ. কবিতায় সমৃদ্ধ বাংলাদেশ।
৩৯। কামাল চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯৪৭ সালে খ. ১৯৫৭ সালে
গ. ১৯৬৭ সালে ঘ. ১৯৭৭ সালে
উত্তর: খ. ১৯৫৭ সালে।
৪০। কামাল চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. কুমিল্লা খ. বরিশাল
গ. রাজশাহী ঘ. ময়মনসিংহ
উত্তর: ক. কুমিল্লা।
৪১। কামাল চৌধুরী কোন স্কুল থেকে এসএসসি পাস করেন?
ক. ঢাকা কলেজিয়েট স্কুল খ. কুমিল্লা জিলা স্কুল
গ. নারায়ণগঞ্জের গোদনাইল হাই স্কুল ঘ. পাবনা জিলা স্কুল
উত্তর: গ. নারয়ণগঞ্জের গোদনাইল হাই স্কুল।
৪২। কামাল চৌধুরী পিএইচডি করার সময় কোন জনগোষ্ঠীর ওপর গবেষণা করেন?
ক. চাকমা খ. মুরং
গ. সাঁওতাল ঘ. গারো
উত্তর: ঘ. গারো।
৪৩। কামাল চৌধুরীর সাহিত্যবোধে কোন বিষয়ক সচেতনতা লক্ষণীয়?
ক. নিরীক্ষা খ. ছন্দ
গ. মাত্রা ঘ. শিশু
উত্তর: খ. ছন্দ।
৪৪। কোনটি কামাল চৌধুরীর কিশোর কবিতাগ্রন্থ?
ক. পান্থশালা ঘোড়া খ. আপন মনের পাঠশালাতে
গ. মিছিলের সমান বয়সী ঘ. এসেছি নিজের ভোরে
উত্তর: খ. আপন মনের পাঠশালাতে।
৪৫। কামাল চৌধুরীর পিতার নাম কি?
ক. আহমদ হোসেন সরকার খ. আহমদ হোসেন চৌধুরী
গ. সরকার আমিন চৌধুরী ঘ. আমিন হোসেন সরকার
উত্তর: খ. আহমদ হোসেন চৌধুরী।
৪৬। কামাল চৌধুরীর মাতার নাম কি?
ক. বেগম তাহেরা হোসেন খ. বেগম জোহরা হোসেন
গ. বেগম আমেনা হোসেন ঘ. বেগম শিরিন হোসেন
উত্তর: ক. বেগম তাহেরা হোসেন।
৪৭। কামাল চৌধুরী কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাকোত্তর ডিগ্রি লাভ করেন?
ক. কুমিল্লা বিশ্ববিদ্যালয় খ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
গ. ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
উত্তর: গ. ঢাকা বিশ্ববিদ্যালয়।
৪৮। কামাল চৌধুরী কোন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন?
ক. বাঙালির মুক্তিযুদ্ধ বিষয়ক চেতনার উৎস খ. গারো জনগোষ্ঠীর মাতৃসূত্রীয় আবাস প্রথা
গ. বাঙলির সংগ্রাম ও মানবীয় বোধের উৎসরণ ঘ. শিল্পিত জীবনে উপজাতীয় বাঙালিদের বিকাশ
উত্তর: খ. গারো জনগোষ্ঠীর মাতৃসূত্রীয় আবাস প্রথা।
৪৯। কমি কামাল চৌধুরীর কবিতার বৈশিষ্ট্য কোনটি?
ক. শৈল্পিক চেতনার উৎসারণ খ. সংগ্রামী চিন্তাধারার উৎসারণ
গ. মানবীয় বোধের উৎসারণ ঘ. বাঙালিয়ানার যথার্থ উৎসারণ
উত্তর: গ. মানবীয় বোধের উৎসারণ।
৫০। কামাল চৌধুরী বাংলা কবিতার কোন ধারার প্রতিনিধি?
ক. রোমান্টিক ধারা খ. বিদ্রোহী ধারা
গ. আবহমান ধারা ঘ. পরিস্রুত ধারা
উত্তর: ঘ. পরিস্রুত ধারা।
৫১। কামাল চৌধুরী কাব্যগ্রন্থ কোনটি?
ক. শেষ হেমন্তের জোছনা খ. কুয়াশার বর্ণমালা
গ. এসেছি নিজের ভোরে ঘ. বন্ধনহীন গ্রন্থি
উত্তর: গ. এসেছি নিজের ভোরে।
৫২। সাহসী জননী বাংলা কবিতায় বাংলাদেশকে কোন ধরনের দেশ হিসেবে আখ্যায়িত করা হয়েছে?
ক. চির সবুজের দেশ খ. চির কবিতার দেশ
গ. চির তরুণের দেশ ঘ. চির বসন্তের দেশ
উত্তর: খ. চির কবিতার দেশ।
৫৩। সাহসী জননী বাংলা কবিতায় পথে পথে তেপান্তর কে ঘোরে?
ক. মুক্তিযোদ্ধা খ. উদ্বাস্তু
গ. বর্ণমালা ঘ. নীলকমল
উত্তর: গ. বর্ণমালা।
৫৪। সাহসী জননী বাংলা কবিতায় কবি বাঙালির কোন দুটি বিপরীত বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন?
ক. কাব্যময় স্নিগ্ধতা ও সাহসিকতা খ. কাব্যময় স্নিগ্ধতা ও কঠোরতা
গ. শৌর্যের মহিমা ও ভীরুতা ঘ. ত্যাগের মহিমা ও কাব্যময়তা
উত্তর: ক. কাব্যময় স্নিগ্ধতা ও সাহসিকতা।
৫৫। সাহসী জননী বাংলা কবিতার আলোকে পাকিস্থানি হানাদার বাহিনীর ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রয়োজন?
ক. অসুর খ. সাহসী
গ. নৃশংস ঘ. প্রতিরোধী
উত্তর: গ. নৃশংস।
৫৬। রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি কাদের?
ক. হানাদারদের খ. অসুরদের
গ. মুক্তিযোদ্ধাদের ঘ. শৌর্য-বীর্য
উত্তর: ক. হানাদারদের।
৫৭। তোদের অসুর নৃত্য.... ঠা ঠা হাসি.... ফিরিয়ে দিয়েছি আলোচ্য কথাটি দ্বারা সাহসী জননী বাংলা কবিতায় কবি কোন বৈশিষ্ট্য তুলে ধরেছেন?
ক. বিকটতা খ. নৃশংসতা
গ. আসুরিক আচরণ ঘ. শৌর্য-বীর্য
উত্তর: গ. আসুরিক আচরণ।
৫৮। হানাদার কখন আসে বলে কবি উল্লেখ করেছেন?
ক. মধ্যরাতে খ. ভোরে
গ. দিনের বেলায় ঘ. যখন-তখন
উত্তর: ক. মধ্যরাতে।
৫৯। বাঙালি অনার্য জাতি, খর্বদেহ... ভাত খায়, ভীতু। হানাদারদের এই মনোভাব কী প্রকাশ পেয়েছে?
ক. অবজ্ঞা খ. বিদ্রুপ
গ. প্রহসন ঘ. ভাবনা
উত্তর: ক. অবজ্ঞা।
৬০। সাহসী জননী বাংলা কবিতায় বাঙালিকে কী বলে অভিহিত করা হয়েছে?
ক. সাহসী খ. বীর
গ. ভীতু ঘ. বিজয়ী
উত্তর: গ. ভীতু।
৬১। শত্রুর চোখে বাঙালির কোন বৈশিষ্ট্য দেখা যায়, যা সাহসী জননী বাংলা কবিতায় কবি তুলে ধরেছেন?
ক. আসুরিক আচরণ খ. সাহসের দৃঢ়তা
গ. অনার্য ভীতু আচরণ ঘ. প্রতিবাদের দৃঢ়তা
উত্তর: গ. অনার্য ভীতু আচরণ।
৬২। হানাদারদের রক্ত ছুঁয়ে মুক্তিযোদ্ধারা ঘৃণার কার্তুজ শেষ করেছিলো কেন?
ক. মাতৃ অপমানের শোধ নিতে খ. অনার্য জাতি হিসেবে প্রমাণ করতে
গ. নির্বাসনের প্রতিশোধ নিতে ঘ. মৃতের আগুন দেখে বদলা নিতে
উত্তর: ক. মাতৃ অপমানের শোধ নিতে।
৬৩। বুকে চাপা মৃতের আগুন উক্তিটি দ্বারা কবি বঙ্গজননীর কোন বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন?
ক. প্রাণের উত্তপ্ত স্পন্দন খ. বিজয়ের চাপা উল্লাস
গ. প্রতিহিংসার আগুন ঘ. সাহসের ইস্পাত দৃঢ়তা
উত্তর: ক. প্রাণের উত্তপ্ত স্পন্দন।
৬৪। বাঙালির প্রতিবাদী বৈশিষ্ট্য ফুটে উঠেছে সাহসী জননী বাংলা কবিতার নিচের কোন পঙক্তিতে?
ক. সাহসী জননী বাংলা বুকে চাপা মৃতের আগুন খ. রাত জাগে পাহারায়..বুড়িগঙ্গা পদ্মা নদীতীরে
গ. এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে ঘ. কিন্তু কী ঘটল শেষে কে দেখাল মহা প্রতিরোধ
উত্তর: গ. এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে।
৬৫। বাঙালির চরিত্রে কোন বৈশিষ্ট্যর উপস্থিতি স্বল্পসময়ে শত্রুর নৃশংসতাকে পরাভূত করতে পেরেছে?
ক. কাব্যময় স্নিগ্ধতা খ. সাহসের দৃঢ়তা
গ. শক্তির েএকাত্মতা ঘ. প্রাণশক্তির প্রবলতা
উত্তর: খ. সাহসের দৃঢ়তা।
৬৬। সাহসী জননী বাংলা কবিতার হানদারদের কী কাটার কথা বলা হয়েছে?
ক. হাত খ. পা
গ. কান ঘ. আঙুুল
উত্তর: গ. কান।
৬৭। বাঙালি কোনটির শেষে ফিরে এসেছে?
ক. মহা প্রতিরোধ খ. পাহারা
গ. রাতজাগা নির্বাসন ঘ. মৃতের আগুন
উত্তর: গ. রাতজাগা নির্বাসন।
৬৮। বাঙালি জাতি হানাদারদের কী মুচড়ে দিয়েছে?
ক. রক্তাক্ত হাত খ. দানবীয় হাত
গ. ঘৃণিত হাত ঘ. প্রতিরোধের হাত
উত্তর: ক. রক্তাক্ত হাত।
৬৯। বাংলাদেশকে সাহসী জননী বাংলা কবিতায় কী কী আখ্যা দিয়েছেন?
ক. অনার্যদের দেশ খ. চির কবিতার দেশ
গ. নীল কমলের দেশ ঘ. স্বাধীন দেশ
উত্তর: খ. চির কবিতার দেশ।
৭০। যারা আর্যদের পূর্বে ভারতে বসবাস করতেন তারা কোন নামে পরিচিত?
ক. অনার্য খ. দ্রাবিড়
গ. আর্য ঘ. দ্রাবিড়
উত্তর: ক. অনার্য।
৭১। ঘৃণার কার্তুজ দ্বারা সাহসী জননী বাংলা কবিতায় কবি কী বুঝিয়েছেন?
ক. উন্মুখ বাঙালির ঘৃণার জাগরণ খ. বাঙালির রাইফেলের ঘৃণিত ব্যবহার
গ. বাঙালি জাতির ঘৃণার বিস্ফোরণ ঘ. মুক্তিযুদ্ধে বাঙালির শক্তিশালী আক্রমণ
উত্তর: গ. বাঙালি জাতির ঘৃণার বিস্ফোরণ।
৭২। কবিতার হাতে রাইফেল - একথাটি দ্বারা কবি সাহসী জননী বাংলা কবিতায় কী বুঝিয়েছেন?
ক. বাঙালির ঐহিহ্য খ. বাঙালির প্রেরণা
গ. বাঙালির প্রতিরোধ ঘ. বাঙালির সাহসিকতা
উত্তর: গ. বাঙালির প্রতিরোধ।
৭৩। মুক্তিযুদ্ধকালীন বাঙালি কোথায় নির্বাসিত জীবন কাটিয়েছিল?
ক. পাকিস্তানে খ. ভারতে
গ. আমেরিকায় ঘ. নেপালে
উত্তর: খ. ভারতে।
৭৪। মুক্তিযুদ্ধে বাঙালি মাতৃভূমির মুক্তির লক্ষ্যে কী উৎসর্গ করে?
ক. ভিটেমাটি খ. নিজ সত্তা
গ. সুস্থ জীবন ঘ. নির্ঘুম রাত্রি
উত্তর: ঘ. নির্ঘুম রাত্রি।
৭৫। সাহসী জননী বাংলা কবিতায় কবি কোনটিকে বাঙালিকে নিয়ে হানাদারদের মিথ্যাচার বলে অভিহিত করেছেন?
ক. ভীতু ও ভেতো বলা খ. আচরণকে আসুরিক বলা
গ. উল্লাসকে বিকট বলা ঘ. প্রাণের উত্তপ্ত স্পন্দনজাত বলা
উত্তর: ক. ভীতু ও ভেতো বলা।
৭৬। সাহসী জননী বাংলা কবিতায় কবি কোনটিকে প্রেরণার উৎস বলে আখ্যায়িত করেছেন?
ক. বুকে চাপা মৃতের আগুন খ. অনাদি অতীতের সংগ্রাম
গ. সাহসের ফোয়ারা ঘ. উন্নুখ ঘৃণার সম্মিলন
উত্তর: খ. অনাদি অতীতের সংগ্রাম।
৭৭। বাঙালির চরিত্রে একই সাথে কোমলতা ও কঠোরতাকে ধারণ করার অসাধারণ বৈশিষ্ট্যটিকে উপস্থাপন করছে কোন পঙক্তিটি?
ক. গ্রেনেড উঠেছে হাতে... কবিতার হাতে রাইফেল খ. যার সাথে যেরক, সেরকম খেলবে বাঙালি
গ. এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে ঘ. খেলেছি মেরেছি সুখে.. কান কেটে দিয়েছি তোদের
উত্তর: ক. গ্রেডেনড উঠেছে হাতে...কবিতার হাতে রাইফেল।
৭৮। মুক্তিযুদ্ধকালে বাঙালির প্রেরণার উৎস ছিল কোনটি?
ক. কাব্যময় স্নিগ্ধতা খ. অনাদি অতীতের সংগ্রাম
গ. বঙ্গজননীর প্রাণের স্পন্দন ঘ. শৌর্যের মহিমা
উত্তর: খ. অনাদি অতীতের সংগ্রাম।
৭৯। বাঙালি জনজীবনের বিভিন্ন বাঁকে কীসের ঐতিহ্য আছে?
ক. সংগ্রাম ও প্রতিরোধের খ. অতীত ও ইতিহাসের
গ. মুক্তিযুদ্ধের আন্দোলনে ঘ. শৌর্যের বীরত্বের
উত্তর: ক. সংগ্রাম ও প্রতিরোধের।
৮০। গ্রাম বাংলার মানুষ সমন্বিত সংহতিতে পরাভূত করে নিচের কোনটিকে?
ক. ঘৃণার কার্তুজকে খ. অশুভ শক্তিকে
গ. রাইফেলের আঘাতকে ঘ. মাতৃ অপমানকে
উত্তর: খ. অশুভ শক্তিকে।
৮১। মুক্তিযোদ্ধাদের সাহকিকতার উৎস হিসেবে কবি কামাল চৌধুরী সাহসী জননী বাংলা কবিতার কোনটিকে চিহ্নিত করেন?
ক. পাকিস্তানিদের আসুরিক আচরণ খ. বাংলা জননীর প্রাণের স্পন্দন
গ. বাঙালি মায়েদের প্রেরণা ঘ. মাতৃ অপমানের ক্ষোভ
উত্তর: গ. বাঙালি মায়েদের প্রেরণা।
৮২। মধ্যরাতের হানাদারকে সাহসী জননী বাংলা কবিতায় কবি কি বলে আখ্যা দিয়েছেন?
ক. নীলকমল খ. ডাকাত
গ. অসুর ঘ. অনার্য
উত্তর: খ. ডাকাত।
৮৩। শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। কবিতাংশটি সাহসী জননী বাংলা কবিতার কোন পঙক্তির সাথে সাদৃশ্যপূর্ণ?
ক. কিন্তু কী ঘটল শেষে, কে দেখাল মহা প্রতিরোধ খ. উদ্বাস্তু আশ্রয়হীন পোড়াগ্রাম মাতৃ অপমানে
গ. কার রক্ত ছুঁয়ে শেষ হয়ে গেল ঘৃণার কার্তুজ ঘ. ডাকাত পড়েছে গ্রামে, মধ্যরাতে হানাদার আসে
উত্তর: ঘ. ডাকাত পড়েছে গ্রামে, মধ্যরাতে হানাদার আসে।
৮৪। পাকিস্তানি শাসকগোষ্ঠীর আচরণের প্রতিবাদে বাঙালির কোন বৈশিষ্ট্যকে কবি সাহসী জননী বাংলা কবিতায় প্রতিফলিত করেছেন?
ক. প্রতিবাদী ও প্রতিরোধী খ. ত্রাণকর্তা ও রক্ষাকর্তা
গ. সাহসী ও জাগ্রত ঘ. কাব্যময় ও হিংস্র
উত্তর: গ. সাহসী ও জাগ্রত।
৮৫। মধ্যরাতে ডাকাত পড়েছে কোথায়?
ক. পথে-ঘাটে খ. তেপান্তরে
গ. গ্রামে ঘ. নদীতীরে
উত্তর: গ. গ্রামে।
৮৬। হানাদার বাহিনীর দানবীয় তান্ডবলীলা বোঝাতে কবি সাহসী জননী বাংলা কবিতায় কোন উপমাটি দিয়েছেন?
ক. অসুর নৃত্য খ. রক্তাক্ত হাত
গ. মৃতের আগুন ঘ. বাঘের হাত
উত্তর: ক. অসুর নৃত্য।
৮৭। সাহসী জননী বাংলা কবিতায় চিত্রিত হয়েছে
i. বাঙালির প্রতিরোধ
ii. বাঙালির সংগ্রাম
iii. পাকিস্তানিদের নিপীড়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।
৮৮। সাহসী জননী বাংলা কবিতায় কবি মূলত তুলে ধরেছেন?
i. মুক্তিযুদ্ধের চেতনা
ii. মুক্তিযুদ্ধের ইতিহাস
iii. মুক্তিযুদ্ধের ঐতিহ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।
৮৯। তোদের অসুর নৃত্য....ঠা ঠা হাসি.... ফিরিয়ে দিয়েছি উক্তিতে শত্রুর যে বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে?
i. আসুরিক আচরণ
ii. শোষণ-নিপীড়ন
iii. নৃশংসতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।
৯০। বাঙালির প্রতি পাকিস্তানিদের অবজ্ঞার বিষয়টির পরিচয় পাওয়া যায় সাহসী জননী বাংলা কবিতায় ব্যবহৃত যেসব শব্দে
i. উদ্বাস্তু
ii. অনার্য
iii. ভেতো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii ।
৯১। পাক হানাদার বাহিনীর নৃশংসতার সাথে যে চরণটির সাদৃশ্য রয়েছে
i. গ্রেনেড উঠেছে হাতে
ii. তোদের অসুর নৃত্য..ঠা ঠা হাসি
iii. ডাকাত পড়েছে গ্রামে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii।
৯২। যার সঙ্গে যে রকম, সেরকম খেলবে বাঙালি উক্তিটি দ্বারা সাহসী জননী বাংলা কবিতায় কবি যে দিকটি তুলে ধরেছেন
i. বাঙালির সংগ্রামী মনোভাব ও চেতনা
ii. অপ্রতিরোধ্য জাতি হিসেবে বাঙালি
iii. বাঙালির অশুভ শক্তিকে পরাভূত করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৯৩। এসেছি আবার ফিরে..এই ফিরে আসাটা সাহসী জননী বাংলা কবিতায় কবি যে বৈশিষ্ট্য তুলে ধরেছেন
i. রাতজাগা নির্বাসন শেষে
ii. প্রতিশোধ নিয়ে ফেরা
iii. স্বাধীনতা উড়িয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৯৪। জাগে, নীলকমলেরা জাগে- উক্তিতে সাহসী জননী বাংলা কবিতায় যাদের কথা তুলে ধরেছেন
i. রূপকথার রাজকুমার
ii. আত্মত্যাগী মুক্তিযোদ্ধা
iii. প্রহরীরা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।
৯৫। মুক্তিযুদ্ধকালে বাঙালির প্রেরণার উৎস ছিল?
i. অনাদি অতীতের সংগ্রাম
ii. শত্রুর তাচ্ছিল্য
iii. ভাষার জন্য রক্তদানের ইতিহাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।
৯৬। স্বল্প সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাভূত করা সম্ভব হয়েছে
i. সাহসের ইস্পাত দৃঢ়তার মাধ্যমে
ii. কঠোর সংগ্রামের মাধ্যমে
iii. প্রতিশোধস্পৃহার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৯৭। বীর বাঙালি দেশমাতৃকার ক্রোড়ে ফিরে এসেছে
i. সমস্ত বাধাবিঘ্ন অতিক্রম করে
ii. বিজয়ের পতাকা উড়িয়ে
iii. রাতজাগা নির্বাসন শেষ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৯৮। নীলকমল শব্দটির অর্থ কী?
ক. নীল রঙের পদ্ম খ. নীল রঙের পলাশ
গ. নীল রঙের শাপলা ঘ. নীল রঙের জবা
উত্তর: ক. নীল রঙের পদ্ম।
৯৯। কার্তুজ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
ক. কারতিজ খ. কাতিজ
গ. কারটিজ ঘ. কাটিজ
উত্তর: গ. কারটিজ।
১০০। অসুর নৃত্য শব্দের অর্থ কী?
ক. সুরহীন নৃত্য খ. প্রলয়ের নৃত্য
গ. দেবতাদের নৃত্য ঘ. দানবের নৃত্য
উত্তর: ঘ. দানবের নৃত্য।
১০১। কার্তুজ অর্থ কী?
ক. বন্দুকের নল খ. বন্দুকের টোটা
গ. বন্দুকের কারটিজ ঘ. বন্দুকের ট্রিগার
উত্তর: খ. বন্দুকের টোটা।
১০২। অসুর কী?
ক. শত্রু খ. দেবতা
গ. দানব ঘ. হানাদার
উত্তর: গ. দানব।
১০৩। কারা অসুর নৃত্য করে?
ক. মুক্তিযোদ্ধারা খ. হানাদাররা
গ. সাহসীরা ঘ. দানবেরা
উত্তর: খ. হানাদাররা।
১০৪। কমল অর্থ কি?
ক. নদী খ. পদ্ম
গ. কবিতা ঘ. বর্ণমালা
উত্তর: খ. পদ্ম।
১০৫। সাহসী জননী বাংলা কী বিষয়ক কবিতা?
ক. মুক্তিযুদ্ধ খ. ভাষা আন্দোলন
গ. সিপাহী আন্দোলন ঘ. তেভাগা আন্দোলন
উত্তর: ক. মুক্তিযুদ্ধ।
১০৬। সাহসী জননী বাংলা কবিতাটি কামাল চৌধুরীর কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে?
ক. ধূলি ও সাগর দৃশ্য খ. কবিতাসংগ্রহ
গ. টানাপোড়নের দিন ঘ. এই পথ এই কোলাহল
উত্তর: খ. কবিতা সংগ্রহ।
সাহসী জননী বাংলা কবিতার জ্ঞানমূলক প্রশ্নোত্তর
১। মধ্যরাতে কারা এসেছিলো?
উত্তর: হানাদার বাহিনী।
২। সাহসী জননী বাংলা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর: ধূলি ও সাগর দৃশ্য কাব্যগ্রন্থের অন্তর্গত।
৩। কে মহা প্রতিরোধ দেখিয়েছে?
উত্তর: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাঙালি।
৪। কবি কামাল চৌধুরীর মতে, বাংলা ও বাঙালি জাতি কীসের জন্য বিখ্যাত?
উত্তর: কবিতার জন্য বিখ্যাত।
৫। বাঙালি কেমন জাতি?
উত্তর: অনার্য জাতি।
৬। কামাল চৌধুরী কী নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন?
উত্তর: গারো জনগোষ্ঠীর মাতৃসূত্রীয় আবাসপ্রথা নিয়ে।
৭। কবিতার হাতে কি উঠেছে?
উত্তর: রাইফেল উঠেছে।
৮। পথে পথে তেপান্তরে কী ঘোরে?
উত্তর: বর্ণমালা।
৯। গ্রামে মধ্যরাতে কারা আসে?
উত্তর: হানাদার আসে।
১০। কবি বঙ্গে কী উড়িয়ে এসেছেন?
উত্তর: স্বাধীনতা।
বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরেছিলো কেন?
শত্রুর ষড়যন্ত্রে অসহায় ও আশ্রয়হীন ছিল বলে বর্ণমালা পথে পথে ঘুরেছিলো। বাংলা ভাষা চিরকালই বিদেশী ভাষা ও বিদেশী মানুষদের হিংসার শিকার ছিল। কখনোই পায়নি ন্যায্য প্রাপ্য ও অধিকার। বাঙালিদের মায়ের ভাষা, প্রাণের ভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠিত হয় ১৯৫২ সালে। এর আগে বাংলার প্রতিটি অক্ষর আত্ম-অনুসন্ধানে উদ্বাস্তু, পথহারার মতো আশ্রয় খুঁজে বেড়িয়েছে। এ কারণেই বাংলার বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরেছিল।
বাঙালিকে অনার্য জাতি বলা হয়েছে কেন?
শত্রুর চোখে বাঙালিকে ছোট করে দেখানোর প্রবণতা হিসেবে বাঙালিকে অনার্য জাতি বলা হয়েছে। আর্যগণ আসার বহু আগে থেকেই অনেক জাতির লোক এদেশে বসবাস করতেন, তাঁরা অনার্য হিসেবে পরিচিত। আর্যগণ অনার্যের ঘৃণার চোখে দেখতেন, অত্যাচার-অবিচার করতেন। শত্রুরাও বাঙালিকে নিচু নজরে দেখেছে, তাদের ওপর অন্যায় ও অত্যাচার করেছে। বাঙালির প্রতি বিদেশী শত্রুর এমন দৃষ্টিভঙ্গি তুলে ধরতেই কবি বাঙালিকে অনার্য জাতি বলেছেন।
জাগে, নীলকমলেরা জাগে বলতে কবি কী বুঝিয়েছেন?
নীলকলেরা জাগে বলতে কবি মুক্তিযোদ্ধাদের জাগরণের কথা বুঝিয়েছেন। নীলকমল হলো বাংলার প্রাচীন রূপকথার কাল্পনিক চরিত্র। স্বাধীনতাযু্দ্ধে মুক্তিযোদ্ধাদের ভূমিকাকে মূল্যায়ন করে কবি তাঁদেরকে নীলকমল বলে আখ্যায়িত করেছেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে মুক্তিযোদ্ধারা শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন। দীর্ঘদিন তাঁরা শত্রুদের প্রতিরোধের জন্য রাত জেগে কাটিয়েছেন। এ কারণেই আলোচ্য কথাটি বলা হয়েছে। নীলকমলেরা জাগে বলতে কবি মুক্তিযোদ্ধাদের জাগরণের কথা বুঝিয়েছেন।
তোদের রক্তাক্ত হাত বলতে কবি কী বুঝিয়েছেন?
তোদের রক্তাক্ত হাত বলতে কবি পাকিস্থানি হানাদারদের রক্তরঞ্জিত হাতকে বুঝিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে বাঙালিদের ওপর পাকিস্তানিরা নির্মম অত্যাচার করে। রাতের অন্ধকারে গ্রামের পর গ্রাম তারা জ্বালিয়ে দেয়। গুলে করে নিরীহ মানুষকে হত্যা করে। তাদের অত্যাচারের হাত থেকে ছেলে-বুড়ো, নারী এমনকি শিশুরাও রক্ষা পায়নি। বাঙালিদের বুকের তাজা রক্তে পাকিস্তানিরা তাদের হাত রাঙিয়েছিলেন। রক্তাক্ত হাত বলতে তাদের সেই রক্তরঞ্জিত হাতকেই কবি বুঝিয়েছেন।
বাংলাদেশকে কবি চির কবিতার দেশ বলেছেন কেন?
সুদূর অতীতকাল থেকে বর্তমান এদেশের কবিতার সমৃদ্ধ ঐতিহ্যের কথা বিবেচনা করে কবি বাংলাদেশকে চির কবিতার দেশ বলেছেন। বাংলা ও বাঙালি জাতি কবিতার জন্য বিখ্যাত। এদেশের আছে কবিতার সমৃদ্ধ ইতিহাস। এ ঐতিহ্যের কারণে এদেশে জন্ম নিয়েছেন অসংখ্য কবি। সৃষ্টি হয়েছে অসংখ্য কবিতা। এ কারণেই কবি বাংলাদেশকে চির কবিতার দেশ বলেছেন।
বাংলাকে কেন সাহসী জননী বলা হয়েছে?
পাকিস্তানিদের বিরুদ্ধে বীর বাঙালি সাহসিকতার পরিচয় তুলে ধরতে বাংলাকে সাহসী জননী বলা হয়েছে। ১৯৭১ সালে সুপরিকল্পিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশে নারকীয় হত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়। বাংলার দামাল ছেলেরা বাংলা মায়ের ওপর এ অত্যাচারের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নেয়। আধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত পাকিস্তানি বাহিনীকে বাংলার বীর সন্তানেরা হারিয়ে দিয়ে অসীম সাহসিকতা দেখিয়েছিলো। তাই বাংলাকে সাহসী জননী বলা হয়েছে।
উপসংহার
প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে সাহসী জননী বাংলা কবিতার (MCQ) সহ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েছেন এবং উপকৃত হতে পেরেছেন। এ রকম আরো তথ্য মূলক পোস্ট পড়তে আমাদের সাথেই থাকুন। প্রিয় পাঠক, এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url