ঝর্ণার গান কবিতার বহুনির্বাচনী প্রশ্নোত্তর (MCQ) জেনে নিন
প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে ঝর্ণার গান কবিতার বহুনির্বাচনী প্রশ্নোত্তর (MCQ) গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে ঝর্ণার গান কবিতার বহুনির্বাচনী প্রশ্নোত্তর (MCQ) গুলো বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
চঞ্চল পা পুলকিত গতিময়; স্তব্ধ পাথরের বুকে আনন্দের পদচিহ্ন। নির্জন দুপুরে পাখির ডাকও শোনা যায় না। পাহাড় যেন দৈত্যের মতো ঘাড় ঘুরিয়ে ভয় দেখায়। এত কিছুর মধ্যেও ঝর্ণার চঞ্চল ও আনন্দময় পদধ্বনিতে পর্বত থেকে নেমে আসে সাদা জলরাশির ধারা। চমৎকার এর ধ্বনিমাধুর্য ও বর্ণবৈভব। এই জলধারার যে সৌন্দর্য এবং অমিয় স্বাদ তা তুলনারহিত। গিরি থেকে পতিত এবং অম্বুরাশি পাথরের বুক আঘাত হেনে চতুর্দিকে ছড়িয়ে পড়ে যে অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে তা সত্যি মনোহর।
ঝর্ণার গান কবিতার বহুনির্বাচনী প্রশ্নোত্তর (MCQ)
১। দুপুর-ভোর ঝর্ণা কার গান শুনতে পায়?
ক. ঝিঁঝিঁর খ. পরীর
গ. বুলবুলির ঘ. শালিকের
উত্তর: ক. ঝিঁঝিঁর।
২। একলা গাই একলা ধাই দিবস রাত, সাঁঝ সকাল। এ বক্তব্য ঝর্ণার কোন রূপটি ফুটে ওঠে?
ক. ছন্দময় খ. মনোহর
গ. ছুটে চলা ঘ. শঙ্কাহীন
উত্তর: গ. ছুটে চলা।
৩। নিচের কোনটি সত্যেন্দনাথ দত্ত রচিত কাব্য?
ক. অপরাজিতা খ. বিসর্জন
গ. বেলাশেষের গান ঘ. ছায়াময়ী
উত্তর: গ. বেলাশেষের গান।
৪। ঝর্ণার গান কবিতায় কোন পাখির নাম উল্লেখ রয়েছে?
ক. চাতক খ. গাঙচিল
গ. বক ঘ. দোয়ল
উত্তর: ক. চাতক।
৫। চলার পথে ঝর্ণা কার বোল সাধে?
ক. টিয়ার খ. চকোরের
গ. বুলবুলির ঘ. শালিকের
উত্তর: গ. বুলবুলির।
৬। বাংলা সাহিত্যে ছন্দের রাজা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. জীবনানন্দ দাশ ঘ. যতীন্দ্রমোহন বাগচী
উত্তর: খ. সত্যেন্দ্রনাথ দত্ত।
৭। ঝর্ণার গান কবিতায় কোন পাখি ঝর্ণার মুখ বুলায়?
ক. শালিক ও বুলবুলি খ. বুলবুলি ও টিয়ে
গ. শালিক ও দোয়েল ঘ. শালিক ও শুক
উত্তর: ঘ. শালিক ও শুক।
৮। ঝর্ণার গান কবিতায় পরীর গান বলতে কী বোঝানো হয়েছে?
ক. নিরবচ্ছিন্ন গতি খ. স্বপ্নলোকের ছবি
গ. নান্দনিক সৌন্দর্য ঘ. শঙ্কাহীন চিত্র
উত্তর: খ. স্বপ্নলোকের ছবি।
৯। কবি সত্যেন্দ্র দত্ত কোন কোন ক্ষেত্রে অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়েছেন?
ক. কাব্যানুশীলনে খ. অনুবাদ সাহিত্যে
গ. বিদেশি ভাষা চর্চা ঘ. ছন্দ নির্মাণে
উত্তর: ঘ. ছন্দ নির্মাণে।
১০। কবি সত্যেন্দ্রনাথ দত্ত কত বছর বয়সে মারা যান?
ক. বাইশ খ. আটাশ
গ. আটত্রিশ ঘ. চল্লিশ
উত্তর: ঘ. চল্লিশ।
১১। ঝর্ণা ঝিলিক দেয়
ক. বনে খ. পাহাড়ে
গ. বৃক্ষপত্রে ঘ. পাথরের আঘাতে
উত্তর: ঘ. পাথরের আঘাতে।
১২। আমি নৃত্য-পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, উদ্দীপকের ভাব নিচের কোন চরণে ফুটে উঠেছে?
ক. চপল পায়ে কেবল ধাই খ. শঙ্কা নাই, সমান যাই
গ. ধাই লীলায়, খিলখিলাই ঘ. দুল দোলাই, মন ভোলাই
উত্তর: ক. চপল পায়ে কেবল ধাই।
১৩। সত্যেন্দ্রনাথ দত্ত ঝর্ণার গান গেয়েছেন কেন?
ক. বিস্তীর্ণ এর জলরাশি তাই খ. এর নির্জন পথ চলা তাই
গ. অপূর্ব এর স্বাদ সে জন্য ঘ. অতুলনীয় এর সৌন্দর্য তাই
উত্তর: ঘ. অতুলনীয় এর সৌন্দর্য তাই।
১৪। আমরা ধাই তার আশেই - এখানে তার বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. সৌন্দর্য প্রেমিক খ. বুলবুলি
গ. ফটিক জল ঘ. তৃষ্ণার্ত
উত্তর: ক. সৌন্দর্য প্রেমিক।
১৫। একলা গাই, একলা ধাই - ঝর্ণার গান কবিতার পরের চরণ কোনটি?
ক. বিজন দেশ, কূজন নাই খ. দিবস রাত, সাঁঝ সকাল
গ. নিজের পায়, বাজাই তাল ঘ. ঝিমায় পথ, ঘুমায় বন
উত্তর: খ. দিবস রাত, সাঁঝ সকাল।
১৬। ঝর্ণা কিভাবে ধেয়ে চলে?
ক. চপল পায়ে খ. ধীর গতিতে
গ. বিদ্যুৎ বেগে ঘ. খুঁড়িয়ে খুঁড়িয়ে
উত্তর: ক. চপল পায়ে।
১৭। চপল পায় কেবল ধাই - এ বক্তব্যে ফুটেছে ঝর্ণার
ক. সৌন্দর্যপ্রীতি খ. প্রকৃতিচেতনা
গ. গতিময়তা ঘ. শঙ্কাহীনতা
উত্তর: গ. গতিময়তা।
১৮। ভয় দ্যাখায় চোখ পাকায় কে?
ক. বিজন দেশ খ. ঝুম-পাহাড়
গ. পাত কুয়া ঘ. কাল সার
উত্তর: খ. ঝুম-পাহাড়।
১৯। ঝর্ণা নিজের পায়ে কী বাজায়?
ক. তাল খ. সুর
গ. বোল ঘ. ঘুঙুর
উত্তর: ক. তাল।
২০। সত্যেন্দ্রনাথ দত্ত কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক. তেঁতুলিয়া খ. নিমতা
গ. চুরুলিয়া ঘ. মালদহ
উত্তর: খ. নিমতা।
২১। কবির কল্পনা অনুযায়ী কোন পাখি চাঁদের আলো পান করে?
ক. ফটিক জল খ. কানাকুয়া
গ. শালিক ঘ. চকোর
উত্তর: ঘ. চকোর।
২২। ঝর্ণা, পায়ে কোন ফুলের নুপুর পরে?
ক. জুঁই খ. কদম
গ. টগর ঘ. কেয়া
উত্তর: গ. টগর।
২৩। ঝর্ণার গান কবিতায় কোন পাখির উল্লেখ নেই?
ক. বুলবুলি খ. শালিক
গ. চকোর ঘ. মাছরাঙা
উত্তর: ঘ. মাছরাঙা।
২৪। ফটিক জলের কী হয়েছে?
ক. পা ভেঙেছে খ. মন খারাপ হয়েছে
গ. ক্ষুধা পেয়েছে ঘ. তৃষ্ণা পেয়েছে
উত্তর: ঘ. তৃষ্ণা পেয়েছে।
২৫। গিরির হিম ললাট ঘামল কেন?
ক. ঝর্ণার প্রভাবে খ. ঝর্ণার উদ্ভবে
গ. ভয় পাওয়ায় ঘ. ঝর্ণার গতিতে
উত্তর: খ. ঝর্ণার উদ্ভবে।
২৬। ঝর্ণার গান কবিতায় ফটিক জল অর্থ কী?
ক. পরিষ্কার পানি খ. চাতক পাখি
গ. ঝিঁঝি পাখি ঘ. প্রকৃতি চেতনা
উত্তর: খ. চাতক পাখি।
২৭। বিলাই তান-তরল শ্লোক, এর পরের চরণ কোনটি?
ক. ঝিলমিলাই দিগ্বিদিক খ. চকোর চায় চন্দ্রমায়
গ. তার খোঁজেই বিরাম নেই ঘ. আমরা চাই মুগ্ধ-চোখ
উত্তর: খ. চকোর চায় চন্দ্রমায়।
২৮। পুলক এর বিপরীত শব্দ কোনটি?
ক. হর্ষ খ. বিষাদ
গ. হৃষ্ট ঘ. অলক
উত্তর: খ. বিষাদ।
২৯। কখন ঝিঁঝির ডাক শোনা যায়?
ক. সকাল-সন্ধ্যা খ. সাঁঝ-সকাল
গ. রাত-দুপুর গ. দুপুর-ভোর
উত্তর: ঘ. দুপুর-ভোর।
৩০। ঝর্ণা কিসের রং ধারণ করে?
ক. মখমলের খ. ডালচিনির
গ. টগর ফুলের ঘ. জরির জালের
উত্তর: খ. ডালচিনির।
৩১। ঝর্ণার গান কবিতায় কবি ফুটিয়ে তুলেছেন
ক. কল্পনাময় প্রকৃতিজগৎ খ. নিজের খেয়ালি মনের আবেগ
গ. বাংলার প্রকৃতি সৌন্দর্য ঘ. পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য
উত্তর: ক. কল্পনাময় প্রকৃতিজগৎ।
৩২। কবি সত্যেন্দ্রনাথ দত্ত ঝর্ণার গান কবিতায় বুলবুলির বোল সাধি বলতে যা বুঝিয়েছেন তা হলো
ক. ঝর্ণার চলার সময় যে ধ্বনি হয় খ. ঝর্ণার হাসির মধ্য দিয়ে বুলবুলির অনুকরণ
গ. ঝর্ণার লীলায়িত চলনভঙ্গি ঘ. ঝর্ণার দুলে ওঠা মন
উত্তর: খ. ঝর্ণার হাসির মধ্য দিয়ে বুলবুলির অনুকরণ।
৩৩। ঝর্ণার গান কবিতায় দুল দোলাই মন ভোলাই এর পরের লাইন কী?
ক. চপল পায়ে কেবল ধাই খ. আমরা চাই মুগ্ধ-চোখ
গ. ঝিলমিলাই দিশ্বিদিক ঘ. আমরা ধাই তার আশেই
উত্তর: গ. ঝিলমিলাই দিশ্বিদিক।
৩৪। ঝর্ণা কার আশায় এগিয়ে চলে?
ক. তৃষ্ণার্ত খ. সৌন্দর্যপিপাসু
গ. পাহাড়ি সৌন্দর্য ঘ. জলপ্রপাত
উত্তর: খ. সৌন্দর্যপিপাসু।
৩৫। ঝর্ণার ভয়হীনতা প্রকাশ পেয়েছে কোন চরণে?
ক. ভয় দ্যাখায়, চোখ পাকায় খ. শঙ্কা নাই, সমান যাই
গ. ধাই লীলায়, খিল-খিলাই ঘ. শিং শিলায়-শিলার গায়
উত্তর: খ. শঙ্কা নাই, সমান যাই।
৩৬। ফটিক জল কোন ধরনের পাখি?
ক. মাছরাঙা খ. শালিক
গ. চাতক ঘ. কবুতর
উত্তর: গ. চাতক।
৩৭। ফটিক জল বলে কোন পাখি ডাকে?
ক. চড়ুই খ. চাতক
গ. বুলবুলি ঘ. ময়না
উত্তর: খ. চাতক।
৩৮। আংরাখা শব্দের অর্থ কী?
ক. লম্বা ও ঢিলেঢালা পোশাক খ. চাতক পাখি
গ. পাহাড়ের নাম ঘ. ঝর্ণার নাম
উত্তর: ক. লম্বা ও ঢিলেঢালা।
৩৯। ঝর্ণার জলে কীসের দল চড়ে?
ক. বকের খ. কালসারের
গ. শালিকের ঘ. ময়নার
উত্তর: খ. কালসারের।
৪০। ঝর্ণার গান কবিতায় প্রকাশ পেয়েছে
i. নিরন্তর ছুটে চলা
ii. বাধা না মানা
iii. পেছনের দিকে না তাকানো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৪১। ঝর্ণা একলা গায় এবং একলা ধায়
i. দিবস-রাত
ii. দুপুর-ভোর
iii. সাঁঝ-সকাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।
৪২। ঝর্ণার গান কবিতায় ঝর্ণার স্বরূপ ধরা পড়েছে
i. গতিতে
ii. সৌন্দর্যে
iii. প্রকৃতিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৪৩। চপল পায় কেবল ধাই, কেবল গাই পরীর গান চরণটিতে প্রকাশিত হয়েছে
i. ঝর্ণার প্রকৃতি
ii. ঝর্ণার নিরন্তর ছুটে চলা
iii. ঝর্ণার চঞ্চলতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৪৪। ঝর্ণার সাদা জলরাশির ধারা কেমন?
ক. শীতল খ. উষ্ণ
গ. ধ্বনি মাধুর্যময় ঘ. বর্ণহীন
উত্তর: গ. ধ্বনি মাধুর্যময়।
৪৫। সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৮১ খ. ১৮৮২
গ. ১৮৮৩ ঘ. ১৮৮৪
উত্তর: খ. ১৮৮২।
৪৬। সত্যেন্দ্রনাথ দত্তের পিতামহের নাম কী?
ক. দেবেন্দ্রনাথ দত্ত খ. অক্ষয়কুমার দত্ত
গ. নলীনী কুমার দত্ত ঘ. অক্ষয় কুমার সেন
উত্তর: খ. অক্ষয়কুমার দত্ত।
৪৭। তীর্থরেণু কী ধরনের গ্রন্থ?
ক. ছোটগল্প খ. কাব্যগ্রন্থ
গ. ভ্রমনকাহিনী ঘ. উপন্যাস
উত্তর: খ. কাব্যগ্রন্থ।
৪৮। বেলাশেষের গান গান সত্যেন্দ্রনাত দত্তের কোন ধরনের রচনা?
ক. মৌলিক কাব্য খ. গানের গ্রন্থ
গ. গল্পগ্রন্থ ঘ. অনূদিত গ্রন্থ
উত্তর: ক. মৌলিক কাব্য।
৪৯। কোনটি সত্যেন্দ্রনাথ দত্তের কাব্যগ্রন্থ?
ক. অগ্নিবীণা খ. রিক্তের বেদন
গ. ধানখেত ঘ. বেণু ও বীণা
উত্তর: ঘ. বেণু ও বীণা।
৫০। সত্যেন্দ্রনাথ দত্তের অনুবাদ কাব্য কোনটি?
ক. সবিতা খ. সন্ধিক্ষণ
গ. তীর্থরেণু ঘ. হোমশিখা
উত্তর: গ. তীর্থরেণু।
৫১। সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯২১ খ. ১৯২২
গ. ১৯২৩ ঘ. ১৯২৪
উত্তর: খ. ১৯২২।
৫২। চপল পায় কেবল ধাই বলা হয়েছে কেন?
ক. স্থবির পদচারণের জন্য খ. অসাড় পদচারণার জন্য
গ. চঞ্চল পদচারণার জন্য ঘ. অলস পদচারণার জন্য
উত্তর: ঘ. চঞ্চল পদচারণার জন্য।
৫৩। ঝর্ণার শরীর ঝলমল করছে কেন?
ক. জরির লম্বা ও ঢিলা পোশাকের জন্য খ. গায়ে রং মেখেছে বলে
গ. জলের ফেনার কারণে ঘ. গায়ে সূর্যের আলো পড়েছে বলে
উত্তর: ক. জরির লম্বা ও ঢিলা পোশাকের জন্য।
৫৪। ঝর্ণার ছুটে চলার সৌন্দর্য ফুটে উঠেছে কোথায়?
ক. জরির জালে খ. শিলার গায়
গ. তরল শ্লোকে ঘ. দিশ্বিদিক
উত্তর: ঘ. দিশ্বিদিক।
৫৫। ঝর্ণার গান কবিতায় জল স্যাঁচার প্রয়োজন হলে কোথায় যাওয়ার কথা বলা হয়েছে?
ক. নদীতে খ. পাতকুয়ায়
গ. বিলে ঘ. পুকুরে
উত্তর: খ. পাতকুয়ায়।
৫৬। আংরাখায় কীসের জল?
ক. জরির খ. পরীর
গ. সুতার ঘ. স্বপ্নের
উত্তর: ক. জরির।
৫৭। ঝর্ণার সাহসিকতা প্রকাশ পেয়েছে কোন চরণে?
ক. শঙ্কা নাই, সমান যাই খ. চপল পায় কেবল ধাই
গ. চরণ মুই দোদুল মন ঘ. ভয় দ্যাখায় চোখ পাকায়
উত্তর: ক. শঙ্কা নাই, সমান যাই।
৫৮। ঝর্ণার গান কবিতায় ঝুম পাহাড় কী করে?
ক. গান গায় খ. কেবল ধায়
গ. নাচে ঘ. ভয় দেখায়
উত্তর: ঘ. ভয় দেখায়।
৫৯। কীসের পানে ঝর্ণা ধায়?
ক. পাহাড়ের খ. নদীর
গ. সুন্দরের ঘ. বনের
উত্তর: গ. সুন্দরের।
৬০। ঝর্ণা কেবল কার গান গায়?
ক. শিলার খ. পাহাড়ের
গ. পরীর ঘ. বুলবুলির
উত্তর: গ. পরীর।
৬১। ঝর্ণার সকল গায়ে কী?
ক. পুলক খ. শিলা
গ. ঝিঁঝিঁ ঘ. টগর
উত্তর: ক. পুলক।
৬২। ঝর্ণা কীরূপ শিলার উপর চরণ রাখে?
ক. শিথিল খ. ঝুম
গ. বিজন ঘ. বিভোল
উত্তর: ক. শিথিল।
৬৩। শিলার গায়ে কী ধরে?
ক. পাথরের রং খ. শেওলার রং
গ. কালসার ঘ. ডালচিনির রং
উত্তর: ঘ. ডালচিনির রং।
৬৪। শালিক শুক কোথায় মুখ বুলায়?
ক. বনে খ. পানিতে
গ. পাত কুয়ায় ঘ. থল ঝাঁঝিঁর মখমলে
উত্তর: ঘ. থল ঝাঁঝিঁর মখমলে।
৬৫। ঝর্ণা উপল ঘায়ে কী দেয়?
ক. পুলক খ. তাল
গ. ঝিলিক ঘ. সুর
উত্তর: গ. ঝিলিক।
৬৬। কার খোঁজে ঝর্ণার বিরাম নেই?
ক. কণ্ঠাতেই তৃষ্ণা যার খ. সুন্দরের তৃষ্ণা যার
গ. অঙ্গ যার ঝলমলে ঘ. গরজ যার জল স্যাঁচার
উত্তর: খ. সুন্দরের তৃষ্ণা যার।
৬৭। বন-ঝাউয়ের ঝোপগুলোয় কীসের দল চরে?
ক. ভেড়ার খ. কালসারের
গ. মহিষের ঘ. ফটিক জলের
উত্তর: খ. কালসারের।
৬৮। কাকে পাতকুয়ায় যেতে বলা হয়েছে?
ক. যার জল স্যাঁচার গরজ খ. সুন্দরের তৃষ্ণা যার
গ. কণ্ঠাতেই তৃষ্ণা যার ঘ. অঙ্গ যার ঝলমলে
উত্তর: ক. যার জল স্যাঁচার গরজ।
৬৯। পাহাড়ের সুউচ্চ শিখরে কার জন্ম?
ক. মেঘের খ. বৃষ্টির
গ. ঝর্ণার ঘ. ঝাঁঝিঁর
উত্তর: গ. ঝর্ণার।
৭০। সুন্দরের তৃষ্ণা বলতে কী বোঝানো হয়েছে?
ক. সুন্দরের প্রতি অনুরাগ খ. সুন্দরের প্রতি বীতশ্রদ্ধা
গ. সুন্দরের প্রতি অবজ্ঞা ঘ. সুন্দরের প্রতি সমর্পণ
উত্তর: ক. সুন্দরের প্রতি অনুরাগ।
৭১। কার মুখ বুলায়?
ক. বুলবুলি-টিয়া খ. শালিক-শুক
গ. চকোর-চাতক ঘ. ময়না-কাক
উত্তর: খ. শালিক-শুক।
৭২। চন্দ্রমায় কে চায়?
ক. বুলবুলি খ. শালিক
গ. চকোর ঘ. ফটিক জল
উত্তর: গ. চকোর।
৭৩। কে চপল পায় ধায়?
ক. পরী খ. ঝর্ণা
গ. বুলবুলি ঘ. পাহাড়
উত্তর: খ. ঝর্ণা।
৭৪। বিভোল কার সকল প্রাণ?
ক. ঝর্ণার খ. পাহাড়ের
গ. পরীর ঘ. টগরের
উত্তর: ক. ঝর্ণার।
৭৫। ঝুম-পাহাড় কীভাবে ভয় দেখায়?
ক. ঘাড় ঝুঁকিয়ে খ. ঝিঁঝিঁর ডাক দিয়ে
গ. নুপুর পরে ঘ. বোল সেধে
উত্তর: ক. ঘাড় ঝুঁকিয়ে।
৭৬। ঝর্ণার কোথায় পুলক জাগে?
ক. প্রাণে খ. গায়ে
গ. চরণে ঘ. ললাটে
উত্তর: খ. গায়ে।
৭৭। কোথায় কূজন নেই?
ক. ঝুম-পাহাড়ে খ. শিলার ওপরে
গ. বিজন দেশে ঘ. বনে-জঙ্গলে
উত্তর: গ. বিজন দেশে।
৭৮। ঝুম-পাহাড় চোখ পাকিয়ে কী করে?
ক. ভয় দেখায় খ. ঝিমায়
গ. ঘুমায় ঘ. বোল সাধে
উত্তর: ক. ভয় দেখায়।
৭৯। ঝর্ণার কি নেই?
ক. সন্দেহ খ. শঙ্কা
গ. লজ্জা ঘ. অনুভূতি
উত্তর: খ. শঙ্কা।
৮০। অঙ্গ মোর ঝলমলে - কার?
ক. পরীর খ. পাহাড়ের
গ. ঝর্ণার ঘ. শালিকের
উত্তর: গ. ঝর্ণার।
৮১। ঝর্ণা দুল দোলায়ে কী ভোলায়?
ক. প্রাণ খ. স্মৃতি
গ. তৃষ্ণা ঘ. মন
উত্তর: ঘ. মন।
৮২। টিলার কোথায় ডালিম ফাট?
ক. গায়ে খ. পায়ে
গ. ওপরে ঘ. নিচে
উত্তর: ক. গায়ে।
৮৩। ঝর্ণার গান কবিতায় ঝিমায় পথ, ঘুমায় কে?
ক. পাহাড় খ. সাগর
গ. আকাশ ঘ. বন
উত্তর: ঘ. বন।
৮৪। ঝর্ণা কীরূপ চোখে তাকায়?
ক. মুগ্ধ চোখে খ. অবাক চোখে
গ. ভর্য়াত চোখে ঘ. তৃষ্ণার্ত চোখে
উত্তর: ক. মুদ্ধ চোখে।
৮৫। গিরির কীরূপ ললাট ঘেমে ঝর্ণার উদ্ভব হয়েছে?
ক. তপ্ত খ. হিম
গ. সিক্ত ঘ. শুষ্ক
উত্তর: খ. হিম।
৮৬। ঝর্ণা নিজর কোথায় তাল বাজায়?
ক. পায়ে খ, হাতে
গ. মনে ঘ. প্রাণে
উত্তর: ক. পায়ে।
৮৭। ঝর্ণা কি দুলিয়ে যায়?
ক. তরল শ্লোক খ. অচল-ঠাঁট
গ. কানের দুল ঘ. জরির জাল
উত্তর: খ. খ. অচল-ঠাঁট।
৮৮। কবি সত্যেন্দ্রনাথ দত্ত ঝর্ণার যে স্বভাব ফুটিয়ে তুলেছেন, সে অনুযায়ী ঝর্ণার বক্তব্য হলো
i. একলা গাই
ii. একলা ধাই
iii. বাজাই তাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৮৯। ঝর্ণার গান কবিতায় ঝুম-পাহাড় হলো
i. নীরব পাহাড়
ii. নির্জন পাহাড়
iii. হিম পাথর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।
৯০। ঝর্ণার গান কবিতায় কবি দৈনন্দিন সময়কে যা বলেছেন তা হলো
i. দিবস-রাত
ii. সাঁঝ-সকাল
iii. দুপুর-ভোর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৯১। ঝর্ণার গান কবিতায় ঝর্ণা যার আশায় ধাবমান
i. সুন্দরের তৃষ্ণা যার
ii. পাতকুয়ায় যায় না যে
iii. সুন্দরের প্রতি প্রবল আগ্রহ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।
৯২। ঝর্ণার গান কবিতায় চরণ থুই দোদুল মন বলতে বোঝানো হয়েছে?
i. ঝর্ণা চঞ্চলতার কারণে কোথাও দাঁড়াতে চায় না
ii. ঝর্ণা গতিশীল বলে কোথাও পায়ে ভর দিয়ে দাঁড়ায় না
iii. ঝর্ণা বহমান বরে কোথাও চরণ রেখে দাঁড়ায় না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৯৩। ঝর্ণার গান কবিতায় ঝর্ণা চপল পায়ে ধাওয়ার সময়
i. উপল-ঘায় দেয় ঝিলিক
ii. দুল দোলায় মন ভোলায়
iii. ঝিলমিলায় দিগ্বিদিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৯৪। কবি ঝর্ণার কণ্ঠে তখন পরীর গান শুনেছেন যখন ঝর্ণা বলে
i. বিভোল মোর সকল প্রাণ
ii. পুলক মোর সকল গায়
iii. চপল পায় কেবল ধাই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৯৫। ঝর্ণার গান কবিতায় ঝুম-পাহাড় শঙ্কা সৃষ্টি করে
i. ঘাড় ঝুঁকিয়ে
ii. চোখ পাকিয়ে
iii. নুপুর পায়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।
৯৬। উপল শব্দের অর্থ কি?
ক. লোহা খ. পাথর
গ. তামা ঘ. রূপা
উত্তর: খ. পাথর।
আরো পড়ুন: বঙ্গবাণী কবিতার বহুনির্বাচনী প্রশ্নোত্তর
৯৭। উপল-ঘায় দিই ঝিলিক-উপল-ঘায় কথাটির অর্থ কী?
ক. পাথরের আঘাত খ. শিলার আঘাত
গ. কাঁকরের আঘাত ঘ. নুড়ির আঘাত
উত্তর: ক. পাথরের আঘাত।
৯৮। ঝর্ণা শব্দের আভিধানিক অর্থ কী?
ক. সাগরের জলধারা খ. পর্বতের জলধারা
গ. নদীর স্রোতধারা ঘ. গতিশীল স্রোতধারা
উত্তর: খ. পর্বতের জলধারা।
৯৯। লঘু বা হালকা চালের কবিতাকে কী বলা হয়?
ক. তরল শ্লোক খ. তান
গ. থল ঘ. চকোর
উত্তর: ক. তরল শ্লোক।
১০০। ঝর্ণার গান কবিতায় গরজ বলতে কী বোঝানো হয়েছে?
ক. সামর্থ্য খ. ইচ্ছা
গ. তৃষ্ণা ঘ. প্রয়োজন
উত্তর: ঘ. প্রয়োজন।
১০১। বিজন শব্দের অর্থ কী?
ক. জনশূন্য খ. বৈচিত্রহীন
গ. লোকালয়হীন ঘ. জাঁকজমকহীন
উত্তর: ক. জনশূন্য।
১০২। ঝর্ণার গান কবিতাটি কে রচনা করেছেন?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত খ. সুকুমার রায়
গ. উপেন্দ্রকিশোর রায় চৌধুরী ঘ. অক্ষয়কুমার দত্ত
উত্তর: ক. সত্যেন্দ্রনাথ দত্ত।
১০৩। ঝর্ণার জল কীসে আঘাত হেনে চারপাশে ছড়িয়ে পড়ে সৌন্দর্য সৃষ্টি করে?
ক. উপলে খ. আংরাখায়
গ. মকমলে ঘ. চন্দ্রমায়
উত্তর: ক. উপলে।
ঝর্ণার গান কবিতার জ্ঞানমূলক প্রশ্নোত্তর
১। ঝর্ণা কেমন পায়ে ছুটে চলে?
উত্তর: চপল পায়ে।
২। নূপুর পায়ে কাকে দেখা যায়?
উত্তর: টগর ফুলকে।
৩। ছন্দের রাজা বলে পরিচিত কে?
উত্তর: সত্যেন্দ্রনাথ দত্ত।
৪। ঝর্ণা কীসের গান গায়?
উত্তর: পরীর গান গায়।
৫। ঝুম পাহাড় অর্থ কি?
উত্তর: নীরব পাহাড়।
৭। ঝর্ণার গান কবিতায় কে ঘুমায়?
উত্তর: বন ঘুমায়।
৮। গিরি থেকে কী পতিত হয়?
উত্তর: অম্বুরাশি পতিত হয়।
৯। থল শব্দের অর্থ কী?
উত্তর: স্থল।
১০। শ্লোক অর্থ কি?
উত্তর: লঘু ও হালকা চালের কবিতা।
শিথিল সব শিলার পর বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
শিথিল সব শিলার পর বলতে কবি পাহাড়ি আলগা পাথরের উপর দিয়ে ঝর্ণার আনন্দময় বয়ে চলাকে বুঝিয়েছেন। ঝর্ণার গান কবিতায় পাহাড়ি আলগা পাথরের উপর দিয়েই যে ঝর্ণা প্রবাহিত হয়ে থাকে তা বোঝানোর জন্য কবি শিথিল সব শিলার পর পঙক্তিটি রচনা করেছেন। শিথিল সব শিলা বলতে মূলত ঝর্ণার পানিতে সিক্ত আলগা পাথরকেই বোঝানো হয়েছে। এই আলগা পাথরের উপর পা ফেলেই ঝর্ণার উদ্দাম বয়ে চলা।
সুন্দরের তৃষ্ণা যার ঝর্ণা তার কাছে কী আশা করে?
সুন্দরের তৃষ্ণা যার আছে ঝর্ণা তার কাছে যাওয়ার ও তার সান্নিধ্য লাভ করার আশা করে। ঝর্ণা নিজেও সৌন্দর্যের পূজারি। সংগত কারণেই এ সৌন্দর্যপিপাসুর সঙ্গ লাভ করার জন্য উদগ্রীব থাকে। আর তাই সৌন্দর্যকে যারা ভালোবাসে তাদের খোঁজে বিরামহীন চলেও ক্লান্ত হয় না সে। এভাবে সৌন্দর্যপ্রেমীর সঙ্গ-সুধা লাভ করার আশায় ঝর্ণা অবিরাম গতিশীল থাকে।
ঝর্ণাকে ঝুম পাহাড় ভয় দেখায় কেন?
ঝর্ণার স্বাধীনচেতা মনোভাব ও দুরন্ত চলন বৈশিষ্ট্যের জন্য ঝুম পাহাড় ঝর্ণাকে ভয় দেখায়। ঝর্ণা চিরদুরন্ত, চঞ্চল এক গতির নাম। মহা আনন্দে চুপচাপ সে ছুটে চলে। পাহাড় থেকে উপচে পড়া ঝর্ণা গ্রাম্য চপল বালিকার মতো নেচে-গেয়ে অপার সৌন্দর্যের দ্যেতনা সৃষ্টি করে অবশেষে সমুদ্রে গিয়ে পড়ে। আর নিঝুম বনে কোনো চঞ্চলতা নেই, আছে স্থবিরতা। ফলে ঝর্ণার এই দুরন্তপনায় ঈর্ষাকাতর হয় নিঝুম পাহাড়, এ কারনেই সে ঝর্ণাকে ভয় দেখায়।
অঙ্গমোর ঝলমলে বলতে কী বোঝানো হয়েছে?
অঙ্গ মোর ঝলমলে বলতে ঝর্ণার দৃষ্টি আকর্ষক সৌন্দর্যকে বোঝানো হয়েছে। পাহাড়ের গা বেয়ে নেমে আসার ঝর্ণার এক অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি হয়। ঝর্ণা চলার পথের পাশে স্থলভাগে মখমল কাপড়ের ন্যায় এক প্রকার শোওলা জমে। একে দেখতে জরির জালের আংরাখা বা লম্বা ও ঢিলা পোশাকের মতো মনে হয়। এ কারণে ঝর্ণা সৌন্দর্যকে ঝলমল করে। অঙ্গ মোর ঝলমলে বলতে ঝর্ণার দৃষ্টি আকর্ষক সৌন্দর্যকে বোঝানো হয়েছে।
বিজন দেশ কূজন নাই - পঙক্তিটি দ্বারা কবি কী বুঝিয়েছেন?
বিজন দেশ, কূজন নাই পঙক্তিটি দ্বারা কবি নীরব পরিবেশকে বুঝিয়েছেন। সাধারণত মানুস পাহাড়ের দুর্গম অংশে খুব কম বসবাস করে। আর যেখানে ঝর্ণা সৃষ্টি হয়েছে তার আশপাশের পরিবেশ আরো বেশি দুর্গম। ফলের গাছ না থাকায় পাখিরও বিশেষ আনাগোনা থাকে না। ফলে এসব স্থান খুব নীরব থাকে, আলোচ্য পঙক্তিটি দ্বারা কবি ঝর্ণার পরিবেশগত এই নীরবতাকে বুঝিয়েছেন।
উপসংহার
প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে ঝর্ণার গান কবিতার বহুনির্বাচনী প্রশ্নোত্তর (MCQ) সহ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েছেন এবং উপকৃত হতে পেরেছেন। এ রকম আরো তথ্য মূলক কনটেন্ট পড়তে আমাদের সাথেই থাকুন। প্রিয় পাঠক, এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url