জীবন সঙ্গীত কবিতার (MCQ) বিস্তারিত জেনে নিন

প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে জীবন সঙ্গীত কবিতার (MCQ) গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে জীবন সঙ্গীত কবিতার (MCQ) গুলো বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
জীবন সঙ্গীত কবিতার (MCQ) বিস্তারিত জেনে নিন
আমাদের জীবন কেবল নিছক স্বপ্ন নয়। কাজেই এ পৃথিবীকে শুধু স্বপ্ন ও মায়ার জগৎ বলা যায় না। স্ত্রী-পুত্র-কন্যা এবং পরিজনবর্গ কারও নয়, একথাও ঠিক নয়। মানব-জন্ম অত্যন্ত মূল্যবান। মিথ্যা সুখের কল্পনা করে দুঃখ বাড়িয়ে লাভ নেই তা আমাদের জীবনের উদ্দেশ্যও নয়। সংসারে বাস করতে হলে সংসারের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। কেননা বৈরাগ্যে মুক্তি নেই। আমাদের জীবন যেন শৈবালের শিশিরবিন্দুর মতো ক্ষণস্থায়ী। সুতরাং মানুষকে এ পৃথিবীতে সাহসী যোদ্ধার মতো সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। মহাজ্ঞাণী ও মহান ব্যক্তিদের পথ অনুসরণ করে আমাদেরও বরণীয় হতে হবে। কেননা জীবন তো একবারই। জীবন সঙ্গীত কবিতাটি মার্কিন কবি `Henry Wadsworth Longfellow' (১৮০৭-১৮৮২) এর `A Psalm of life' শীর্ষক ইংরেজী কবিতার ভাবানুবাদ

জীবন সঙ্গীত কবিতার (MCQ)

১। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আয়ুকে কোনটির সাথে তুলনা করেছেন?
ক. নদীর জল খ. পুকুরের জল
গ. শৈবালের নীর ঘ. ফটিক জল
উত্তর: গ. শৈবালের নীর।

২। কবি সংসার সমরাঙ্গন বলতে কি বুঝিয়েছেন?
ক. যুদ্ধক্ষেত্রকে খ. জীবনযুদ্ধকে
গ. প্রতিরোধ যুদ্ধকে ঘ. অস্তিত্বকে
উত্তর: খ. জীবনযুদ্ধকে।

৩। কবি কী দেখে ভবিষ্যৎ নির্ভর হতে নিষেধ করেছেন?
ক. বাহ্যদৃশ্য খ. মনোহর মূর্তি
গ. অতীত সুখের দিন ঘ. সংসার সমরাঙ্গন
উত্তর: ক. বাহ্যদৃশ্য।

৪। জীবন সংঙ্গীত কবিতায় দুঃখের কারণ হিসেবে কোনটিকে বোঝানো হয়েছে?
ক. বৃথা জন্ম ভাবা খ. সুখের আশা করা
গ. সংসার সরাঙ্গনে যুদ্ধ করা ঘ. ভবিষ্যতের উপর নির্ভর করা
উত্তর: খ. সুখের আশা করা।

৫। কোনটি ইংরেজী কবিতার ভাবানুবাদ?
ক. কপোতাক্ষ নদ খ. আমার সন্তান
গ. জীবন-সঙ্গীত ঘ. অন্ধবধূ
উত্তর: গ. জীবন-সঙ্গীত।

৬। জীবন-সঙ্গীত কবিতায় কীসের আশা করতে নিষেধ করেছেন?
ক. সম্পদের খ. লাভের
গ. সুখের ঘ. দীর্ঘাযুর
উত্তর: গ. সুখের।

৭। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোনটিকে জাগতে দুর্লভ বলেছেন?
ক. আকাঙ্ক্ষাকে খ. মহিমাকে
গ. সাধনাকে ঘ. সম্পদকে
উত্তর: খ. মহিমাকে।

৮। করো না সুখের আশা, পরো না দুখের ফাঁস এখানে সুখের আর্শ বলতে বোঝানো হয়েছে?
ক. অধিকার খ. লোভ
গ. মোহ ঘ. হতাশা
উত্তর: ঘ.হতাশা।

৯। কমি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কীসে মুক্তি নেই বলেছেন?
ক. সংসারে খ. বৈরাগ্যে
গ. সংগ্রামে ঘ. পরিবারে
উত্তর: খ. বৈরাগ্যে।

১০। আয়ু যেন শৈবালের নীর এর দ্বারা বোঝানো হয়েছে?
ক. জীবন কুসুমাস্তীর্ণ নয় খ. এ জীবন ক্ষণস্থায়ী
গ. আয়ু ক্রমান্বয়ে ফুরিয়ে যায় ঘ. জীবন অবিনশ্বর নয়
উত্তর: খ. এ জীবন ক্ষণস্থায়ী।

১১। ওহে জীব কর আকিঞ্চন বাক্যে আকিঞ্চন শব্দের অর্থ কি?
ক. উন্নতি খ. ক্রন্দন
গ. আকাঙ্ক্ষা ঘ. আকুতি
উত্তর: গ. আকাঙ্ক্ষা।

১২। জীবন-সঙ্গীত কবিতায় কবি ভবের উন্নতি বলতে কি বুঝিয়েছেন?
ক. পার্থিব জীবন খ. জ্ঞানের চর্চা
গ. পরের হিত ঘ. নির্লোভতা
উত্তর: ক. পার্থিব জীবন।

১৩। পৃথিবীতে বরণীয় হওয়া যায় কীভাবে?
ক. অতীতের কথা চিন্তা না করে খ. মহাজ্ঞানীদের পথ অনুসরণ করে
গ. বাহ্যদৃশ্যে না ভুলে ঘ. ভয়ে ভীত না হয়ে
উত্তর: খ. মহাজ্ঞানীদের পথ অনুসরণ করে।

১৪। ওহে জীব কর আকিঞ্চন - এখানে আকিঞ্চন বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. সংকোচন খ. চেষ্টা করা
গ. কষ্ট করা ঘ. প্রসারণ
উত্তর: খ. চেষ্টা করা।

১৫। স্বদেশপ্রেমের অনুপ্রেরণায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন মহাকাব্যটি রচনা করেন?
ক. বৃত্রসংহার খ. আশাকানন
গ. বীরবাহু ঘ. ছায়াময়ী
উত্তর: ক. বৃত্রসংহার

১৬। মন্ত্রের সাধন কিংবা শরীর পতন - এ প্রবাদটির মূলভাবের প্রতিফলন আছে কোন চরণে?
ক. সংসারের-সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ়পণে খ. কর যুদ্ধ বীর্যবাণ যার যাবে যাক প্রাণ
গ. সংকল্প করেছ যাহা, সাধন করহ তাহা ঘ. কারো না মানবগণ, বৃথা ক্ষয় এ জীবন
উত্তর: খ. কর যুদ্ধ বীর্যবাণ যার যাবে যাক প্রাণ।

১৭। মানব-জনম সার, এমন পাবে না আর - এর পরের চরণ কোনটি?
ক. ওহে জীব কর আকিঞ্চন খ. জীবনের উদ্দেশ্য তা নয়
গ. বাহ্যদৃশ্যে ভুলো না রে মন ঘ. ভবের উন্নতি যাতে হয়
উত্তর: গ. বাহ্যদৃশ্যে ভালো না রে মন।

১৮। সংসারের প্রতি বৈরাগ্য ভাব নিচের কোন চরণে ফুটে উঠেছে?
ক. বাহ্যদৃশ্যে ভুলো না রে মন খ. এ জীবন নিশার স্বপন
গ. আয়ু যেন শৈবালের নীর ঘ. মহিমাই জগতে দুর্লভ
উত্তর: খ. এ জীবন নিশার স্বপন।

১৯। হের শব্দের অর্থ
ক. এখানে খ. সেখানে
গ. তাহার ঘ. দেখো
উত্তর: ঘ. দেখো।


২০। জীবন-সঙ্গীত কোন কবির ভাবানুবাদ?
ক. শেলি খ. কিটস
গ. ওয়াডসওয়ার্থ ঘ. বায়রন
উত্তর: গ. ওয়াডসওয়ার্থ।

২১। কোনটি দেখে কবি মানুষকে ভবিষ্যতে নির্ভর করতে বারণ করেছেন?
ক. বাহ্যদৃশ্যে খ. মনোহর মূর্তি
গ. নিশার স্বপন ঘ. ভবের উন্নতি
উত্তর: খ. মনোহর মূর্তি।

২২। বৃথা জন্ম এ সংসারে এ অংশটি দ্বারা মানবজীবনের কোন ভাবাবেগটি উঠে এসেছে?
ক. হতাশা খ. আনন্দ
গ. উল্লাস ঘ. নিরর্থক
উত্তর: ঘ. নিরর্থক।

২৩। বৃত্রসংহার নামক মহাকাব্যটি রচনা করেন কে?
ক. মাইকেল মধুসূদন দত্ত খ. ভারতচন্দ্র রায়গুণাকর
গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

২৪। সংসারকে সমরাঙ্গন বলার কারণ কী?
ক. সংসারে নানা ঘাত-প্রতিঘাত মোকাবেলা করতে হয় খ. সংসারে যুদ্ধ করতে হয়
গ. সংসার ক্ষণস্থায়ী ঘ. মানুষ মরণশীল
উত্তর: ক. সংসারে নানা ঘাত-প্রতিঘাত মোকাবেলা করতে হয়।

২৫। জীবন পুষ্পশয্যা নয় উক্তিটির ভাবের সাথে তোমার পঠিত কোন কবিতার ভাবের সাদৃশ্য রয়েছে?
ক. জুতা-আবিষ্কার খ. আমার পরিচয়
গ. জীবন-সঙ্গীত ঘ. আমার সন্তান
উত্তর: গ. জীবন-সঙ্গীত।

২৬। দারা শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. নারী খ. বোন
গ. স্ত্রী ঘ. পুত্র
উত্তর: গ. স্ত্রী।

২৭। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৩৮ সালে খ. ১৮৭১ সালে
গ. ১৮৭৩ সালে ঘ. ১৮৭৪ সালে
উত্তর: ক. ১৮৩৮ সালে।

২৮। শৈবালের নীর কোনটি?
ক. আয়ু খ. সম্পদ
গ. সুখ ঘ. স্নেহ
উত্তর: ক. আয়ু।

২৯। আমরা বরণীয় হব কীভাবে?
ক. ভবিষ্যতের ওপর নির্ভর করে খ. স্বীয় কীর্তির ধ্বজা ধরে
গ. সংসারী সাজে ঘ. ভবের উন্নতি করে
উত্তর: খ. স্বীয় কীর্তির ধ্বজা ধরে।

৩০। কবি হেমচন্দ্র সাধন করতে বলেছেন
ক. সংসারের খ. সাগরের
গ. ভবের ঘ. সংকল্পের
উত্তর: ঘ. সংকল্পের।

৩১। সেই চিহ্ন লক্ষ করে, অন্য কোনো জন পরে, এর পরের লাইন কোনটি?
ক. আমরাও হব হে অমর খ. আমরাও হব বরণীয়
গ. যশোদ্বারে আসিবে সত্বর ঘ. ভবের উন্নতি সাথে হয়
উত্তর: গ. যশোদ্বারে আসিবে।

৩২। জীবন-সঙ্গীত কবিতায় মনকে কীসে ভুল থাকতে কবি নিষেধ করেছেন?
ক. প্রকৃতিতে খ. ধন-সম্পদে
গ. বাহ্যদৃশ্যে ঘ. পরিবারে
উত্তর: গ. বাহ্যদৃশ্যে।

৩৩। জগতে দুর্লভ কোনটি?
ক. সম্পদ খ. মানুষ
গ. মহিমা ঘ. গুণ
উত্তর: গ. মহিমা।

৩৪। জীবন-সঙ্গীত কবিতাটি আমাদের জীবনে কোনটির জোগান দেয়?
ক. ভালোবাসার খ. আনন্দের
গ. উত্তেজনার ঘ. প্রেরণার
উত্তর: ঘ. প্রেরণার।

৩৫। আয়ু যেন শৈবালের নীর এখানে কী প্রকাশ পেয়েছে?
ক. মানবজীবন স্থায়ী খ. মানবজীবন ক্ষণস্থায়ী
গ. মানবজীবন পরিপূর্ণ ঘ. শৈবালের পানি স্থায়ী
উত্তর: খ. মানবজীবন ক্ষণস্থায়ী।

৩৬। কোনটি হেমচন্দ্র রচিত গ্রন্থ?
ক. মেঘনাদবধ কাব্য খ. তিলোত্তমাসম্ভ কাব্য
গ. বৃত্রসংহার কাব্য ঘ. মহাশ্মশান কাব্য
উত্তর: গ. বৃত্রসংহার কাব্য।

৩৭। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কলকাতার কোন বাংলা স্কুলে পড়তেন?
ক. সোমপুর খ. রাজাপুর
গ. খিদিরপুর ঘ. মধুপুর
উত্তর: গ. খিদিরপুর।

৩৮। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. বর্ধমান খ. কলকাতা
গ. হুগলি ঘ. মেদিনীপুর
উত্তর: গ. গুগলি।

৩৯। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গ্রামের নাম কি?
ক. চুরুলিয়া খ. তাম্বুলখানা
গ. কাঁঠালপাড়া ঘ. গুলিটা রাজবল্লভহাট
উত্তর: ঘ. গুলিটা রাজবল্লভহাট।

৪০। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিলো কেন?
ক. আর্থিক সংকটের জন্য খ. অসুস্থতার জন্য
গ. অমনোযিতার জন্য ঘ. অনিচ্ছার জন্য
উত্তর: ক. আর্থিক সংকটের জন্য।


৪১। প্রসন্নকুমার সর্বাধিকারী কোন কলেজের অধ্যক্ষ ছিলেন?
ক. কলকাতা সংস্কৃত কলেজের খ. প্রেসিডেন্সি কলেজের
গ. কলকাতা বাংলা কলেজের ঘ. হুগলি সংস্কৃত কলেজের
উত্তর: ক. কলকাতা সংস্কৃত কলেজের।

৪২। প্রসন্ন কুমার সর্বাধিকারীর আশ্রয়ে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কী শেখেন?
ক. সংস্কৃত খ. ফরাসি
গ. ইংরেজী ঘ. উর্দু
উত্তর: গ. ইংরেজী।

৪৩। হেমচন্দ্র বন্দোপাধ্যায় কত সালে স্নাতক ডিগ্রি লাভ করেন?
ক. ১৮৫৩ সালে খ. ১৮৫৫ সালে
গ. ১৮৫৭ সালে ঘ. ১৮৫৯ সালে
উত্তর: ঘ. ১৮৫৯ সালে।

৪৪। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন?
ক. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় খ. কলকাতা বিশ্ববিদ্যালয়
গ. যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘ. জওহারলাল নেহেরু বিশ্ববিদ্যালয়
উত্তর: খ. কলকাতা বিশ্ববিদ্যালয়।

৪৫। মাইকেল মধুসূদন দত্তের সমসাময়িককালে তাঁর পরে কাব্য রচনায় সবচেয়ে খ্যাতিমান ছিলেন কে?
ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় খ. শক্তি চন্দ্যোপাধ্যায়
গ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ঘ. সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তর: ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

৪৬। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় স্বদেশপ্রেমের অনুপ্রেরণায় কোন মহাকাব্য রচনা করেছেন?
ক. বৃত্রসংহার খ. পলাশীর যুদ্ধ
গ. মহাশ্মশান ঘ. মেঘনাদবধ কাব্য
উত্তর: ক. বৃত্রসংহার।

৪৭। জীবন সঙ্গীত কবিতাটির রচয়িতা কে?
ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় খ. সুনীল গঙ্গোপাধ্যায়
গ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ঘ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তর: ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

৪৮। চিন্তাতরঙ্গিনী কী ধরণের রচনা?
ক. নাটক খ. গল্পগ্রন্থ
গ. কাব্যগ্রন্থ ঘ. প্রহসন
উত্তর: গ. কাব্যগ্রন্থ।

৪৯। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত তারিখে মৃত্যেুবরণ করেন?
ক. ২৪শে মে, ১৯০১ খ. ২৪শে মে, ১৯০৩
গ. ২৬শে মে, ১৯০৫ ঘ. ২৬শে মে, ১৯০৭
উত্তর: খ. ২৪শে মে, ১৯০৭।

৫০। কবি মানুষের আয়ুকে শৈবালের নীর বলেছেন কেন?
ক. মানুষ মরণশীল বলে খ. মানুষ চিরন্তন বলে
গ. জীবন দুর্লভ বলে ঘ. জীবন স্থায়ী বলে
উত্তর: ক. মানুষ মরণশীল বলে।

৫১। মহাজ্ঞানী মহাজন কবির মতে কীরূপে কীর্তিত হয়েছেন?
ক. মহাত্মা খ. স্মরণীয়
গ. যশস্ত্রী ঘ. প্রাতঃস্মরণীয়
উত্তর: ঘ. প্রাতঃস্মরণীয়।

৫২। ভবের উন্নতি করার জন্য অপরিহার্য কোনটি?
ক. সংসারে বৈরাগ্য ধারণ করা খ. নিত্য নিজ কাজ করা
গ. সুখের আশা করা ঘ. যুদ্ধ করা
উত্তর: খ. নিত্য নিজ কাজ করা।

৫৩। সংসার সমরাঙ্গন কথার মাধ্যমে কবি মূলত কীসের আহ্বান করেছেন?
ক. কল্যাণের খ. জীবনযুদ্ধের
গ. পরাধীনতার ঘ. সাম্যের
উত্তর: খ. জীবনযুদ্ধের।

৫৪। সহায়-সম্পদ সবকিছু কে ঘুচিয়ে দেয়?
ক. মহিমা খ. কাল
গ. মানুষ ঘ. পরিবার
উত্তর: খ. কাল।

৫৫। জীবাত্মা অনিত্য নয় - এর পরের লাইন কোনটি?
ক. ওহে জীব কর আকিঞ্চন ক. জীবনের উদ্দেশ্য তা নয়
গ. বেগে ধার নাহি রহে স্থির ঘ. ভয়ে ভীত হইও না মানব
উত্তর: ক. ওহে জীব কর আকিঞ্চন।

৫৬। কবি সুখের আশায় কী পরতে নিষেধ করেছেন?
ক. দামি পোশাক খ. দুখের ফাঁস
গ. সংসারী সাজ ঘ. যুদ্ধের পোশাক
উত্তর: খ. দুখের ফাঁস।

৫৭। জীবন-সঙ্গীত কবিতায় প্রাণের মায়া ত্যাগ করে গৌরব লাভের জন্য কবি কাদের প্রতি আহ্বান করেছেন?
ক. ভীরুদের খ. বীর্যবানদের
গ. ছাত্রদের ঘ. ধ্যানীদের
উত্তর: খ. বীর্যবানদের।

৫৮। কবি কাতর স্বরে কী বলতে নিষেধ করেছেন?
ক. মিথ্যা বা অসার ভাবনা খ. সুখময় ভাবনা
গ. ভবিষ্যৎ ভাবনা ঘ. অতীত স্মৃতি রোমন্থন
উত্তর: ক. মিথ্যা বা অসার ভাবনা।

৫৯। জীবন সঙ্গীত কবিতায় কবি কোথায় যুদ্ধ করার কথা বলেছেন?
ক. জীবন সংসারে খ. যুদ্ধক্ষেত্রে
গ. কর্মস্থলে ঘ. গৃহে
উত্তর: ক. জীবনসংসারে।

৬০। বলে জীব করো না ক্রন্দন - পঙক্তিটিতে জীব বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. মানুষ খ. সমস্ত প্রাণিকুল
গ. পুরুষ ঘ. মানবী
উত্তর: ক. মানুষ।

৬১। কবি হেমচন্দ্র কোন বিশেষ ভাবনায় মানবজাতিকে ক্রন্দন করতে নিষেধ করেছেন?
ক. জীবনের নিরর্থকতার ভাবনায় খ. মৃ্ত্যুর অনিবার্যেতার ভাবনায়
গ. অধ্যাত্মবাদের ভাবনায় ঘ. রহস্যময় মহাজগতের ভাবনায়
উত্তর: ক. জীবনের নিরর্থকতার ভাবনায়।

৬২। দারা, পুত্র, পরিবার কে কার - এসব বলে কবি কী করতে নিষেধ করেছেন?
ক. আনন্দ খ. ক্রন্দন
গ. দান ঘ. উল্লাস
উত্তর: খ. ক্রন্দন।

৬৩। মানব-জনম স্যার, এমন পাবে না আর - উদ্ধৃত চরণটির পরের চরণ কোনটি?
ক. ওহে জীব করো আকিঞ্চন খ. বাহ্যদৃশ্যে ভুলো না রে মন
গ. কর যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয় ঘ. দিন যায় ক্ষণ যায়, সময় কাহারো নয়
উত্তর: খ. বাহ্যদৃশ্যে ভুলো না রে মন।

৬৪। কোন কাজটি করলে জীবনে জয় হবে?
ক. যত্ন খ. অযত্ন
গ. ভোগ ঘ. সঞ্চয়
উত্তর: ক. যত্ন।

৬৫। জীবন সঙ্গীত কবিতায় কবি হেমচন্দ্র কোনটিকে জীবনের উদ্দেশ্য নয় বলে মত প্রকাশ করেছেন?
ক. সংসারী হওয়া খ. সুখের আশা করা
গ. মনীষীদের অনুসরণ করা ঘ. বরণীয় হওয়ার চেষ্টা করা
উত্তর: খ. সুখের আশা করা।

৬৬। নিচের কোন বিষয়টিকে মানুষ কখনোই নিয়ন্ত্রণ করতে পারে না?
ক. জীবনকে খ. সংসারকে
গ. কর্মকে ঘ. সময়কে
উত্তর: ঘ. সময়কে।

৬৭। সহায় সম্বল বল, সকলি ঘুচায় কাল - এই পঙক্তিটিতে কাল বলতে কবি কি বুঝিয়েছেন?
ক. শৈশবের স্মৃতিকাতরতাকে খ. সময়কে
গ. নিকট ভবিষ্যৎকে ঘ. কৈশোরের মধুময় স্মৃতিকে
উত্তর: খ. সময়কে।

৬৮। নিচের কোন বিষয়টির সাথে সাদৃশ্য থাকার কারণে কবি আয়ুকে শৈবালের নীর বলেছেন?
ক. ক্ষণস্থায়িত্ব খ. নিরর্থকতা
গ. ক্ষুদ্রতা ঘ. বিশালতা
উত্তর: ক. ক্ষণস্থায়িত্ব।

৬৯। যা সংকল্প করা হয়েছে কবি তা কী করতে বলেছেন?
ক. সম্মান খ. সাধন
গ. সমাপ্ত ঘ. ভজন
উত্তর: খ. সাধন।


৭০। কবি হেমচন্দ্র মানুষের জীবনকে কীসের সাথে তুলনা করেছেন?
ক. কুসমিত কানন খ. সমরাঙ্গন
গ. পুষ্প শয্যা ঘ. মেঠো পথ
উত্তর: খ. সমরাঙ্গন।

৭১। মিথ্যা সুখের কল্পনা কী বাড়িয়ে দেয়?
ক. সুখ খ. দুঃখ
গ. চিন্তা ঘ. আশা
উত্তর: খ. দুঃখ।

৭২। জীবন-সঙ্গীত কবিতায় কবি কীভাবে মানুষকে পৃথিবীতে বেঁচে থাকতে বলেছেন?
ক. ভীরুর মতো খ. স্বার্থপরের মতো
গ. সাহসী যোদ্ধার মতো ঘ. আত্মচিন্তায় মগ্ন
উত্তর: গ. সাহসী যোদ্ধার মতো।

৭৩। জীবন-সঙ্গীত কবিতায় কবি হেমচন্দ্র কোন কালের প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন?
ক. অতীত খ. বর্তমান
গ. ভবিষ্যৎ ঘ. নিত্যবৃত্ত অতীত
উত্তর: খ. বর্তমান।

৭৪। কবি হেমচন্দ্রের নিকট অন্ধকার বলে প্রতিভাত হয়েছে কোনটি?
ক. অতীত খ. বর্তমান
গ. ভবিষ্যৎ খ. জীবন
উত্তর: গ. ভবিষ্যৎ।

৭৫। যায় দিন ভালো - এ বক্তব্যটির সাথে জীবন-সঙ্গীত কবিতার সাদৃশ্যপূর্ণ অংশ কোনটি?
ক. অতীত সুখের দিন খ. বেগে ধায় নাহি রহে স্থির
গ. আয়ু যেন শৈবালের নীর ঘ. দিন যায় ক্ষণ যায়
উত্তর: ক. অতীত সুখের দিন।

৭৬। কাদের পথ অনুসরণ করতে হবে?
ক. সাধারণ মানুষের খ. আশাবাদী মানুষের
গ. সম্পদশালী মানুষের ঘ. মহাজ্ঞানী-মহাজনের
উত্তর: ঘ. মহাজ্ঞানী-মহাজনের।

৭৭। কোন চিহ্ন লক্ষ করে পরে কেউ একজন যশোদ্বারে আসবে?
ক. সুখ চিহ্ন খ. দুঃখ চিহ্ন
গ. বিজয় চিহ্ন ঘ. পদাঙ্ক চিহ্ন
উত্তর: ঘ. পদাঙ্ক চিহ্ন।

৭৮। মানুষকে কবি বৃথা ক্ষয় করতে নিষেধ করেছেন?
ক. কথা খ. সুখ
গ. সম্মান ঘ. জীবন
উত্তর: ঘ. জীবন।

৭৯। সেই পথ লক্ষ করে এখানে কোন পথের কথা বলা হয়েছে?
ক. পূর্বপুরুষদের দেখানো পথ খ. বীর যোদ্ধাদের দেখানো পথ
গ. মহাজ্ঞানীদের দেখানো পথ ঘ. ধর্মীয় নেতাদের দেখানো পথ
উত্তর: গ. মহাজ্ঞানীদের দেখানো পথ।

৮০। জীবন-সঙ্গীত কবিতায় কবি কোনটি সাধন করতে বলেছেন?
ক. সংকল্প খ. মহত্তর কর্ম
গ. শিল্পকর্ম ঘ. অন্যের কল্যাণ
উত্তর: ক. সংকল্প।

৮১। এমন পাবে না আর - এখানে কী না পাওয়ার কথা বলা হয়েছে?
ক. সুখী জীবন খ. মানবজীবন
গ. জীবনসঙ্গী ঘ. আনন্দের জীবন
উত্তর: খ. মানবজীবন।

৮২। জীবন-সঙ্গীত কবিতার সঙ্গে নিচের কোন বাক্যটি সংগতিপূর্ণ?
ক. কীর্তিমানের মৃত্যু নেই খ. সঙ্গদোষে লোহা ভাসে
গ. শিক্ষাই জাতির মেরুদণ্ড ঘ. একতাই বল
উত্তর: ক. কীর্তিমানের মৃত্যু নেই।

৮৩। সম্মানের যোগ্য শব্দটিকে এক কথায় কী বলা যায়?
ক. করণীয় খ. বরণীয়
গ. স্মরণীয় ঘ. অনুসরণীয়
উত্তর: খ. বরণীয়।

৮৪। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বাহ্যদৃশ্যে বলতে কি বুঝিয়েছেন?
ক. বাইরের জগতের চাকচিক্যময় রূপ খ. বাইরের মলিন রূপ
গ. রূপালি জগৎ ঘ. ধুলা-ময়লা-আবর্জনা
উত্তর: ক. বাইরের জগতের চাকচিক্যময় রূপ।

৮৫। ধ্বজা শব্দের সমার্থক কোনগুলা?
ক. পতাকা, নিশান খ. প্রভাকর, দিবাকর
গ. কল্লোল, তরঙ্গ ঘ. জলদ, বারিদ
উত্তর: ক. পতাকা, নিশান।

৮৬। আশ শব্দের সমার্থক কোনটি?
ক. আশা খ. তন্তু
গ. স্বপ্ন ঘ. অনুরাগ
উত্তর: ক. আশা।

৮৭। চিরকাল দেহকে আঁকড়ে থাকতে পারে না কোনটি?
ক. প্রেতাত্মা খ. মহাত্মা
গ. জীবাত্মা ঘ. পরমাত্মা
উত্তর: গ. জীবাত্মা।

৮৮। বীর্যবান অর্থ কি?
ক. সাহসী খ. বুদ্ধিমান
গ. শক্তিমান ঘ. ধৈর্যশীল
উত্তর: গ. শক্তিমান।

৮৯। জীবন সঙ্গীত কবিতাটি কোন ধরনের রচনা?
ক. মৌলিক রচনা খ. নাটকে ব্যবহৃত সঙ্গীত
গ. কবির আখ্যান কাব্যের অংশ ঘ. বিদেশি কবিতার ভাবানুবাদ
উত্তর: ঘ. বিদেশি কবিতার ভাবানুবাদ।

৯০। জীবন সঙ্গীত কবিতাটি কোন ভাষার কবিতা থেকে অনূদিত?
ক. ইংরেজী খ. ফারসি
গ. ফরাসি ঘ. ইতালীয়
উত্তর: ক. ইংরেজী।

৯১। কর্মজীবনে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নিয়েজিত ছিলেন
i. সরকারি চাকরিতে
ii. স্কুল শিক্ষকতায়
iii. আইন ব্যবসায়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৯২। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাব্যগ্রন্থ হলো
i. বীরবাহু
ii. আশাকানন
iii. ছায়াময়ী

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৯৩। জীবনের উদ্দেশ্য নয়
i. সুখের আশা করা
ii. দুখের ফাঁস পরা
iii. সাফল্য অর্জন

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

৯৪। ভবের উন্নতি হয়
i. সংসারে সংসারী গ্রহণ করলে
ii. নিত্য নিজ কাজ করলে
iii. দুখের ফাঁস পরলে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

৯৫। সময় সম্পর্কে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উপলব্ধি হলো
i. এটি কারো নয়
ii. নিজ বেগে ধাবমান
iii. নিয়ন্ত্রণ অসাধ্য

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৯৬। দ্রুত বেগে চলে যায়
i. দিনক্ষণ
ii. সময়
iii. সুখের আশা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

৯৭। কবির দৃষ্টিতে কাল ঘোচায়
i. সহায়
ii. সম্পদ
iii. বল

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।


৯৮। কবি সংসারকে সমরাঙ্গন বলেছেন কারণ এখানে মানুষকে
i. নিত্য নিজ কাজ করে যেতে হবে
ii. প্রতিকূলতার মুখোমুখি হতে হয়
iii. অবধারিতভাবেই মৃত্যেুর কোলে ঢলে পড়তে হয়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

৯৯। আমরাও বরণীয় হতে পারব
i. মহাজ্ঞানী মহাজনের পথ লক্ষ করে
ii. স্বীয় কীর্তি ধ্বজা ধরে
iii. বাহ্যদৃশ্যে মন ভুলিয়ে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

১০০। জীবন-সঙ্গীত কবিতায় সমর-সাগর-তীরে বলতে কবি বুঝিয়েছেন?
i. সংসারক্ষেত্রকে
ii. মর্ত্যকে
iii. যুদ্ধক্ষেত্রকে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

জীবন সঙ্গীত কবিতার জ্ঞানমূলক প্রশ্নোত্তর

১। কবি কোন দৃশ্যে ভুলতে নিষেধ করেছেন?
উত্তর: বাহ্যদৃশ্যে।

২। জীবন-সঙ্গীত কবিতাটি ইংরেজী কোন কবিতার ভাবানুবাদ?
উত্তর: A Psalm of life শীর্ষক কবিতার ভাবানুবাদ।

৩। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্যটির নাম কি?
উত্তর: বৃত্রসংহার।

৪। কারা প্রাতঃস্মরণীয় হয়েছেন?
উত্তর: মহাজ্ঞানী-মহাজনেরা।

৫। কোথায় যুদ্ধ করতে হবে?
উত্তর: সংসার-সমরাঙ্গনে।


৬। জীবন-সঙ্গীত কবিতার কবি কে?
উত্তর: কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

৭। ছায়াময়ী কাব্যগ্রন্থটি কার লেখা?
উত্তর: কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের।

৮। কবি সুখের আশা করে কীসের ফাঁস পরতে নিষেধ করেছেন?
উত্তর: দুখের ফাঁস পড়তে নিষেধ করেছেন।

কীভাবে ভবের উন্নতি করা যায়?

জীবনকে ইতিবাচক অর্থে গ্রহন করে সঠিক সময়ে সঠিক কাজ সম্পাদন করে ভবের উন্নতি করা যায়। জীবনের প্রতিকূলতাকে একমাত্র সত্য না ভেবে সব ধরনের প্রতিকূলতাকে নিজ অনুকূলে আনার প্রয়াস চালাতে হবে এবং সময়ের সদ্ব্যবহার করতে হবে। কারণ সময় কারো নয়, কারো জন্যই স্থির থাকে না। উপযুক্ত সময়ে নিজের কাজ সঠিকভাবে সম্পাদন করে ভবের উন্নতি করা যায়।

জীবন সঙ্গীত কবিতায় মানব জনম সার বলতে কি বোঝানো হয়েছে?

মানব জীবন আর পাওয়া যাবে না বলে কবি একে অত্যন্ত মূল্যবান মনে করেন। সার শব্দটি এখানে মূল্যবান অর্থে ব্যবহৃত হয়েছে। কবি মনে করেন, মানব জীবন অতি মূল্যবান কেননা এ জীবন একবার চলে গেল আর ফিরে আসবে না। জীবন সঙ্গীত কবিতায় মানব জীবন সার বলতে জীবনের মূল্যকেই বুঝিয়েছেন কবি।

আয়ু যেন শৈবালের নীর - ব্যাখ্যা করো

জীবন-সঙ্গীত কবিতায় কবি মানুষের আয়ুকে শৈবালের নীরের সাথে তুলনা করেছেন। শৈবাল অর্থাৎ শ্যাওলার ওপরে যে পানি থাকে তার ব্যাপ্তিকাল অত্যন্ত কম সময়ের। সূর্যের কিরণ লাগার সাথে সাথে সে পানি দ্রুত শুকিয়ে যায়। তেমনি মানুষের আয়ু অর্থাৎ জীবনও ক্ষণস্থায়ী। এ পৃথিবীতে তার ব্যাপ্তিকাল অত্যন্ত কম। কবি তাই শৈবালের জলের সাথে মানুষের ক্ষণস্থায়ী জীবনের তুলনা করেছেন। আমাদের সকলের উচিত এই ক্ষণস্থায়ী জীবনকে নিজ কর্ম ও সময়ের সদ্ব্যবহার করে উদ্ভাসিত করে তোলা।

এ জীবন নিশার স্বপন বলতে কবি কী বুঝিয়েছেন?

এ জীবন নিশার স্বপন বলতে কবি বুঝিয়েছেন রাতের মিথ্যা স্বপ্নের মতো জীবন অর্থহীন অসার। নিশিরাতের স্বপ্নগুলো নিছকই মিথ্যা। সেই স্বপ্ন দিয়ে জীবনকে কল্পনা করলে কেবল দুঃখই বাড়ে, প্রকৃতপক্ষে কোনো লাভ হয় না। স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব নয়। তাই কবি জীবনকে নিশার স্বপ্নের সাথে তুলনা করেছেন।

উপসংহার

প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে জীবন সঙ্গীত কবিতার (MCQ) সহ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েছেন এবং উপকৃত হতে পেরেছেন। এ রকম আরো ইউনিক পোস্ট পড়তে আমাদের সাথেই থাকুন। আমরা সবসময় পাঠকের চাহিদা অনুযায়ী পোস্ট পাবলিশ করে থাকি। প্রিয় পাঠক, এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যাবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url