সেইদিন এই মাঠ কবিতার (MCQ) গুলো বিস্তারিত জেনে নিন
প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে সেইদিন এই মাঠ কবিতার (MCQ) গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে সেইদিন এই মাঠ কবিতার (MCQ) গুলো বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
সেইদিন এই মাঠ কবিতাটি কবির ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থের প্রথম কবিতা। জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা হচ্ছে প্রকৃতির রহস্যময় সৌন্দর্য। সেইদিন এই মাঠ কবিতায় কবি প্রকৃতির চিরকালীন সৌন্দর্য ও মানুষের স্বপ্নের অমরতার কথা তুলে ধরেছেন। পৃথিবীতে সভ্যতা ক্ষয়প্রাপ্ত হয়। পাশাপাশি আবার বিনির্মিত হতে থাকে। ক্রমবিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রূপ-রস-গন্ধ হারিয়ে ফেলে না। তাই তো চালতার ফুলে শিশির ভেজা গন্ধের ঢেউ বয়ে যায়। মানুষ মরে যায়। কিন্তু তার পরিপার্শ্ব তাই বলে থেমে থাকে না। পৃথিবী তার চিরকালীন ব্যস্ততা নিয়ে প্রবাহমান।
কবি যখন থাকবেন না, তখনো প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে মানুষের স্বপ্ন-সাধকে তৃপ্ত করে যাবে। মাঠের চঞ্চলতা, চালতাফুল, লক্ষ্মীপেঁচার গান, খেয়া চলাচল - কিছুই থেমে যাবে না। তাই তো কবি বলেন, মানুষের মৃত্যু আছে কিন্তু জগতে সৌন্দর্যের মৃত্যু নেই। সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হবে কিন্তু পৃথিবীর এই গল্প বেঁচে থাকবে চিরকাল। কবিতাটিতে প্রকৃতির সৌন্দর্য অবিনশ্বরতা ও মানুষের নশ্বরতাকে বর্ণনকুশলতার তুলে ধরা হয়েছে। বিষয়বস্তুর দিক থেকে মানুষের জীবনদর্শনের দিকটিও উঠে এসেছে।
সেইদিন এই মাঠ কবিতার (MCQ)
১। সেইদিন এই মাঠ কবিতায় বর্ণিত ফুলের নাম কী?
ক. গোলাপ খ. শিউলি
গ. চালতা ঘ. কদম
উত্তর: গ. চালতা।
২। আমি চলে যাব কবি কোথায় চলে যাওয়ার কথা বলেছেন?
ক. গ্রামে খ. শহরে
গ. পরপারে ঘ. বিদেশে
উত্তর: গ. পরপারে।
৩। সেইদিন এই মাঠ কবিতায় শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব - এগুলো কবির কোন ভাবনার ইঙ্গিত?
ক. মানবের মৃত্যুচেতনা খ. প্রকৃতির চিরায়ত রূপ
গ. প্রকৃতির রহস্যময়তা ঘ. মানবমনের অস্থিরতা
উত্তর: খ. প্রকৃতির চিরায়ত রূপ।
৪। নক্ষত্রের তলে সেদিনো কে স্বপ্ন দেখবে?
ক. শিশির খ. পৃথিবী
গ. নদী ঘ. মাঠ
উত্তর: গ. নদী।
৫। সেইদিন এই মাঠ কবিতায় প্রকৃতির এক শাশ্বত মূর্ত হয়ে উঠেছে কোন পঙক্তিতে?
ক. লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে খ. সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে
গ. এশিরিয়া ধুলো আজ - বেবিলন ছাই হয়ে আছে ঘ. খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে
উত্তর: ক. লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে।
৬। সেইদিন এই মাঠ স্তব্ধ হবে নাকি জানি - এখানে মাঠ বলতে কী বোঝানো হয়েছে?
ক. প্রকৃতি খ. সভ্যতা
গ. ঐশ্বর্য ঘ. সৌন্দর্য
উত্তর: ক. প্রকৃতি।
৭। কবি স্বপ্নকে কীসের সাথে তুলনা করেছেন?
ক. সোনা খ. রূপা
গ. হীরা ঘ. অমৃত
উত্তর: ক. সোনা।
৮। সেইদিন এই মাঠ কবিতায় কবির স্বপ্ন কীরূপ?
ক. স্বপ্ন মরণশীল খ. স্বপ্ন ক্ষণস্থায়ী
গ. স্বপ্ন মরে না ঘ. স্বপ্ন বহমান
উত্তর: গ. স্বপ্ন মরে না।
৯। সেইদিন এই মাঠ কবিতায় কোন পাখির নাম উল্লেখ করা হয়েছে?
ক. মাছরাঙা খ. চাতক
গ. কোকিল ঘ.. লক্ষ্মীপেঁচা
উত্তর: ঘ. লক্ষ্মীপেঁচা।
১০। বেলা অবেলা কালবেলা গ্রন্থটি কার লেখা?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত খ. জীবনানন্দদাশ
গ. যতীন্দ্রমোহন বাগচী ঘ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
উত্তর: খ. জীবনানন্দদাশ।
১১। এশিরিয়া ধুলো আজ - কথাটিতে জীবনানন্দ দাশ বুঝিয়েছেন?
ক. প্রকৃতি চিরন্তন খ. সভ্যতা ক্ষণস্থায়ী
গ. মৃত্যু অনিবার্য ঘ. সময় বহমান
উত্তর: খ. সভ্যতা ক্ষণস্থায়ী।
১২। সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে। এতে প্রকাশ পেয়েছে?
ক. প্রাকৃতিক সৌন্দর্য খ. প্রকৃতির রহস্যময়তা
গ. মানুষের স্বপ্নময়তা ঘ. প্রকৃতির শাশ্বত রূপ
উত্তর: ঘ. প্রকৃতির শাশ্বত রূপ।
১৩। শিশিরের জলে আর ভিজবে না
ক. শিউলি ফুল খ. চালতাফুল
গ. কদম ফুল ঘ. কামিনী ফুল
উত্তর: খ. চালতাফুল।
১৪। সেইদিন এই মাঠ কবিতার বক্তব্য অনুসারে কোনটির মৃত্যু নেই?
ক. সভ্যতার খ. স্বপ্নের
গ. মানুষের ঘ. ঐতিহ্যের
উত্তর: খ. স্বপ্নের।
১৫। লক্ষ্মীপেঁচার কণ্ঠে কী ধ্বনিত হয়?
ক. আনন্দ সংগীত খ. শোকবার্তা
গ. মঙ্গলবার্তা ঘ. আনন্দবার্তা
উত্তর: গ. মঙ্গলবার্তা।
১৬। চালতা ফুলের গন্ধের ঢেউ কেমন ছিল?
ক. নরম খ. উষ্ণ
গ. শীতল ঘ. সুললিতা
উত্তর: ক. নরম।
১৭। ক্ষয়িষ্ণু সভ্যতার অপরদিকে কী চলে?
ক. চিরস্থায়ী খ. ক্ষণস্থায়ী
গ. বিনির্মাণ ঘ. স্বপ্নের
উত্তর: গ. বিনির্মাণ।
১৮। কবি জীবনানন্দের প্রকৃতিবোধের মধ্যে অসাধারণ তাৎপর্যে ধরা পড়েছে
ক. নদী খ. নক্ষত্র
গ. চালতাফুল ঘ. লক্ষ্মীপেঁচা
উত্তর: গ. চালতাফুল।
১৯। জীবনানন্দ দাশের মতে, তিনি চলে যাওয়ার পর মাঠে থাকবে
ক. উদাসীনতা খ. অলসতা
গ. স্থবিরতা ঘ. চঞ্চলতা
উত্তর: ঘ. চঞ্চলতা।
২০। সেই দিন এই মাঠ কী হবে না বলে কবি মনে করেন?
ক. শান্ত খ. স্তব্ধ
গ. স্থবির ঘ. বন্ধ
উত্তর: খ. স্তব্ধ।
২১। সব কিছু যেমন আছে তেমনি রবে যদিও আমি থাকব না। উক্তিটি কবিতার
ক. মূলভাব খ. খন্ডিত ভাব
গ. বিপরীত ভাব ঘ. সারাংশ
উত্তর: ক.মূলভাব।
২২। সেইদিন এই মাঠ কবিতায় ধুলো ও ছাই এর মাঝে কোন বিষয়টি স্পষ্ট?
ক. প্রকৃতির পরিবর্তন খ. মরুভূমির পরিবর্তন
গ. সভ্যতার পরিবর্তন ঘ. প্রকৃতির বিপর্যয়
উত্তর: গ. সভ্যতার পরিবর্তন।
২৩। সেইদিন এই মাঠ কবিতায় স্বপ্নকে সোনার সাথে তুলনা করা হয়েছে কেন?
ক. স্বপ্ন মধুর বলে খ. স্বপ্ন চিরন্তন বলে
গ. স্বপ্ন ক্ষণস্থায়ী বলে ঘ. স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে
উত্তর: খ. স্বপ্ন চিরন্তন বলে।
২৪। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল - পঙক্তিতে কী প্রকাশ পেয়েছে?
ক. চালতাফুলের শিশির ভেজা সৌন্দর্য খ. লক্ষ্মীপেঁচার গানের মিষ্টিসুর
গ. প্রকৃতির চিরকালীন সৌন্দর্য ঘ. এশিরিয়া ও বেবিলন সভ্যতার বিলুপ্তি
উত্তর: গ. প্রকৃতির চিরকালীন সৌন্দর্য।
২৫। নদী কোথায় বসে স্বপ্ন দেখবে?
ক. আকাশের তলে খ. নরম আসনে
গ. উচ্চ মাচায় ঘ. নক্ষত্রের তলে
উত্তর: ঘ. নক্ষত্রের তলে।
২৬। কবি জীবনানন্দ দাশের পিতার নাম কী?
ক. গোবিন্দ দাশ খ. নিত্যানন্দ দাশ
গ. পরমানন্দ দাশ ঘ. সত্যানন্দ দাশ
উত্তর: ঘ. সত্যানন্দ দাশ।
২৭। জীবনানন্দ দাশের জননীর নাম কি?
ক. কুসুমকুমারী দাশ খ. কুসুমরানি দাশ
গ. কুসুমকানন দাশ ঘ. কুসুমবালা দাশ
উত্তর: ক. কুসুমকুমারী দাশ।
২৮। জীবনানন্দ দাশ কোন স্কুলে পড়াশোনা করেছিলেন?
ক. বরিশাল জিলা স্কুল খ. সেন্ট আলফ্রেড হাই স্কুল
গ. বরিশাল ব্রজমোহন স্কুল ঘ. বরিশাল কলজিয়েট স্কুল
উত্তর: ঘ. বরিশাল কলজিয়েট স্কুল।
২৯। জীবনানন্দ দাশ কোন কলেজ থেকে পড়াশোনা করেছিলেন?
ক. সরকারি বরিশাল কলেজ খ. অমৃতলাল দে মহাবিদ্যালয়
গ. সরকারি বাকেরগঞ্জ কলেজ ঘ. বরিশাল ব্রজমোহন কলেজ
উত্তর: ঘ. বরিশাল ব্রজমোহন কলেজ।
৩০। জীবনানন্দ দাশ কত খ্রিষ্টাব্দে এম.এ ডিগ্রি লাভ করেন?
ক. ১৯২০ খ. ১৯২১
গ. ১৯২২ ঘ. ১৯২৩
উত্তর: খ. ১৯২১।
৩১। জীবনানন্দ দাশ কোন বিশ্ববিদ্যালয় থেকে এম.এ ডিগ্রি লাভ করেন?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয় খ. কলকাতা বিশ্ববিদ্যালয়
গ. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
উত্তর: খ.কলকাতা বিশ্ববিদ্যালয়।
৩২। কবি জীবনানন্দ দাশ কোন বিষয়ে এম. এ ডিগ্রি লাভ করেন?
ক. বাংলা সাহিত্য খ. মৃত্তিকাবিজ্ঞান
গ. ইংরেজী সাহিত্য ঘ. গণিতশাস্ত্র
উত্তর: গ. ইংরেজী সাহিত্য।
৩৩। সেইদিন এই মাঠ কবিতাটি কে লিখেছেন?
ক. শামসুর রহমান খ. কাজী নজরুল ইসলাম
গ. জীবনানন্দ দাশ ঘ. জসীমউদ্দীন
উত্তর: গ. জীবনানন্দ দাশ।
৩৪। ব্যক্তিমানুষের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
ক. অবিনশ্বর খ. মরণশীল
গ. ক্ষয়িষ্ণু ঘ. অফুরন্ত
উত্তর: খ. মরণশীল।
৩৫। সেইদিন এই মাঠ কবিতাটির নামকরণ করা হয়েছে কীসের উপর ভিত্তি করে?
ক. রূপকের আশ্রয়ে খ. অন্তর্নিহিত তাৎপর্যের ওপর
গ. বিষয়বস্তুর ওপর ঘ. দার্শনিক তত্বের ওপর
উত্তর: গ. বিষয়বস্তুর ওপর।
৩৬। বিষয়বস্তু বিচারে সেইদিন এই মাঠ কবিতাটি কোন প্রকৃতির?
ক. দার্শনিকতামূলক খ. প্রকৃতি বিষয়ক
গ. দেশপ্রেমমূলক ঘ. মৃত্যুভাবনা বিষয়ক
উত্তর: ক. দার্শনিকতামূলক।
৩৭। সেইদিন এই মাঠ কবিতায় কটি সভ্যতার বিলুপ্তির কথা বলা হয়েছে?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
উত্তর: ক. দুটি।
৩৮। সেইদিন এই মাঠ কবিতায় যে সভ্যতার কথা বলা হয়েছে তা হলো
i. এশিরীয়
ii. বেবিলনীয়
iii. মিশরীয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।
৩৯। সেইদিন এই মাঠ কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হলো
i. প্রকৃতির রহস্যময় সৌন্দর্যের অবিনশ্বরতা
ii. সভ্যতার বিবর্তনের বর্ণনা
iii. মানুষের স্বপ্নের অবিনশ্বরতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।
৪০। শিক্ষালাভের ক্ষেত্রে জীবনানন্দের সাথে সম্পর্কিত
i. ব্রজমোহন কলেজ
ii. প্রেসিডেন্সি কলেজ
iii. কলকাতা বিশ্ববিদ্যালয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৪১। প্রত্যেক মানুষের মৃত্যু হয়, কিন্তু প্রকৃতি
i. বেঁচে থাকে চিরকাল
ii. আপন অস্তিত্ব বজায় রাখে
iii. নিঃশেষ হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।
৪২। চালতাফুল, শিশিরের জল, লক্ষ্মীপেঁচা প্রমাণ করে
i. কবির নিসর্গপ্রীতি
ii. কবির পল্লিপ্রীতি
iii. কবির মৃত্যুপ্রীতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।
৪৩। সেইদিন এই মাঠ কবিতায় মূলত প্রাধান্য পেয়েছে?
i. সভ্যতা বিকাশ
ii. প্রকৃতির চিরন্তনতা
iii.মৃত্যুচেতনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii।
৪৪। সভ্যতা একইসাথে যেসব বিপরীত বৈশিষ্ট্যের ধারক
i. ক্ষয় ও বিনির্মাণ
ii. ভাঙা ও গড়া
iii. জীবন ও মৃত্যু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।
৪৬। মরণশীল ব্যক্তি মানুষের মৃত্যুর সাথে সাথে প্রকৃতির যে দিকটির পরিবর্তন হয় না
i. প্রাণময় সৌন্দর্য
ii. চিরকালীন ব্যস্ততা
iii. নিত্যকার বিনির্মাণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৪৭। এ জগতে মৃত্যু নেই
i. মানুষের স্বপ্নের
ii. জগতের সৌন্দর্যের
iii. পৃথিবীর বহমানবতার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
সেইদিন এই মাঠ কবিতার জ্ঞানমূলক প্রশ্নোত্তর
১। কি ছাই হয়ে গেছে?
উত্তর: বেবিলন।
২। জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা কী?
উত্তর: প্রকৃতির রহস্যময় সৌন্দর্য।
৩। লক্ষ্মীপেঁচা কার জন্য গান গাবে?
উত্তর: লক্ষ্মীটির জন্য।
৩। জীবনানন্দ দাশ কত সালে মারা যান?
উত্তর: ১৯৫৪ সালে।
৪। সেইদিন এই মাঠ কবিতায় চারিদিকে কীসের উল্লেখ আছে?
উত্তর: শান্ত বাতির।
৫। সেইদিন এই মাঠ কবিতায় ফুলের নাম কি?
উত্তর: চালতাফুল।
৬। খেয়া নৌকাগুলো কোথায় এসে লেগেছে?
উত্তর: চরের খুব কাছে।
৭। জীবনানন্দ দাশ কোন পেশায় নিয়োজিত ছিলেন?
উত্তর: অধ্যাপনায় নিয়োজিত ছিলেন।
৮। কবি জীবনানন্দ দাশ কোন চেতনার কবি হিসেবে পরিচিত?
উত্তর: আধুনিক জীবন চেতনার।
উত্তর: কুসুমকুমারী দাশ।
১০। নদী নক্ষত্রের তলে সেদিনও কী দেখবে?
উত্তর: স্বপ্ন দেখবে।
১১। আজ কি ধুলো হয়ে আছে?
উত্তর: এশিরিয়া।
১২। পৃথিবীতে কীসের স্বাদ ঝরে পড়ে না?
উত্তর: সোনার স্বপ্নের।
১৩। চিরকাল কী বেঁচে থাকবে?
উত্তর: সভ্যতার গল্প।
পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি কি বুঝিয়েছেন?
পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি বুঝিয়েছেন পৃথিবীতে বিদ্যমান প্রকৃতির নিত্য ব্যস্ততা কখনোই সাঙ্গ হবে না। পৃথিবী বহমান, এর মাঝে প্রাণের অস্তিত্ব চিরন্তন। প্রাণ কখনোই বিলুপ্ত হবে না পৃথিবী থেকে। জীবন বা প্রকৃতির সেই সৌন্দর্যের গল্প পৃথিবীতে বেঁচে রইবে চিরকাল। কবি তাঁর ব্যক্তিগত এই ভাবনাটি আলোচ্য উক্তির মাধ্যমে প্রকাশ করেছেন।
এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে বলতে কী বোঝানো হয়েছে?
সভ্যতার নশ্বরতা বোঝাতে কবি উক্তিটি করেছেন। পৃথিবী কোনো কিছুই স্থায়ী নয়। মানুষের গড়া অনেক সভ্যতাই আজ বিলীন হয়ে গেছে। এশিরিয় ও বিবিলনীয় সভ্যতা এখন ধ্বংসস্তুপ ছাড়া কিছু নয়; কিন্তু প্রকৃতি তার আপন রূপ-রস-গন্ধ নিয়ে চিরকাল প্রাণময় হয়ে থাকে। পৃথিবীর অফুরন্ত সৌন্দর্য কখনো শেষ হয় না। আলোচ্য অংশে কবি মানবসভ্যতার এ অনিবার্য বিবর্তনকে দৃষ্টান্তসহ উপস্থাপন করেছেন।
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে! বলতে কী বোঝানো হয়েছে?
নিত্যদিনের ভাঙা-গড়ার খেলায় মানুষ ও মানব নির্মিত সভ্যতার বিনাশ ঘটলেও প্রকৃতি তার আপন নিয়মে মানুষের স্বপ্ন ও সাধকে পূর্ণ করে যাবে - প্রশ্নোক্ত চরণটি দ্বারা এ কথাই বোঝানো হয়েছে। বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রূপ-রস-গন্ধ কখনোই হারিয়ে ফেলতে না। কবি বলেছেন, তিনি যখন থাকবেন না তখনো প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে মানুষের স্বপ্ন-সাধ ও কল্পনাকে তৃপ্ত করে যাবে। প্রশ্নোক্ত উক্তিটির মাধ্য দিয়ে কবি তাঁর এ ভাবনাকেই প্রকাশ করেছেন।
কবির চেতনায় তাঁর চলে যাওয়া কেমন তাৎপর্য বহন করে?
মানুষের মৃত্যু প্রকৃতির চিরন্তন চলমানতায় কোনো প্রভাব ফেলে না এ বিষয়টিই কবির চেতনায় ফুটে উঠেছে। পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। প্রত্যেক মানুষকেই একসময় চলে যেতে হবে। তেমনিভাবে কবিও একদিন চলে যাবেন এ পৃথিবী থেকে; কিন্তু শিশিরের জলে চালতাফুল ভিজে যে রহস্যময় সৌন্দর্য ও আনন্দের বিস্তার করে চলে যুগ-যুগান্ত তার কোনো শেষ নেই। তাই কবি চলে গেলেও প্রকৃতির শাশ্বত নিয়মে কোনো ব্যাঘাত ঘটবে না, তা তার নিজস্ব নিয়মে অনন্তকালব্যাপী চলতে থাকবে।
উপসংহার
প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে সেইদিন এই মাঠ কবিতার (MCQ) সহ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েছেন এবং উপকৃত হতে পেরেছেন। এ রকম আরো তথ্য মূলক পোস্ট পড়তে আমাদের সাথেই থাকুন। আমরা সবসময় পাঠকের চাহিদা অনুযায়ী পোস্ট পাবলিশ করে থাকি। প্রিয় পাঠক, এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url