একাত্তরের দিনগুলি (MCQ) বিস্তারিত জেনে নিন
প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে একাত্তরের দিনগুলি রচনার (MCQ) গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে একাত্তরের দিনগুলি রচনার (MCQ) গুলো বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
জাহানারা ইমাম রচিত ‘একাত্তরের দিনগুলি’ লেখিকার একই নামের গ্রন্থ থেকে নেয়া হয়েছে। মূল গ্রন্থ ‘একাত্তরের দিনগুলি’ দিনপঞ্জির আকারে রচিত মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণমূলক রচনা। সংকলিত রচনায় মুক্তিযুদ্ধকালীন স্মৃতির কথা ব্যক্ত হয়েছে। এখানে ১৯৭১ সালের এপ্রিল, মে, সেপ্টেম্বর, অক্টোবর ও ডিসেম্বর মাসের মোট আটটি দিনের বর্ণনা দেয়া হয়েছে। এর মধ্য দিয়ে আমরা মুক্তিযুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে পরিচিত হই।
স্বাধীনতা যুদ্ধে লেখিকা তাঁর ছেলে হারানোর গভীর বেদনা ও হৃদয়ের রক্তক্ষরণের যন্ত্রণা ব্যক্ত করেছেন। পাকিস্তানি হানাদার বাহিনীর অতর্কিত হামলায় ঢাকার নগরজীবনের বিশৃঙ্খলতা ফুঠে উঠেছে। রেডিও-টিভিতে বিখ্যাত ব্যক্তিদের জোর করে মিথ্যা বক্তব্য প্রদানে বাধ্য কর, হত্যা, লুণ্ঠন ও নানা ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বর্ণনা আছে। সর্বোপরি রচনাটিতে আত্মমর্যাদা ও স্বাধিকার চেতনার পরিচয় ফুটে উঠেছে।
একাত্তরের দিনগুলি (MCQ)
১। মুক্তিযুদ্ধের সময় মে মাসের কোন তারিখে মাধ্যমিক স্কুল খোলার কথা বলা হয়েছিলো?
ক. আট তারিখে খ. নয় তারিখে
গ. দশ তারিখে ঘ. এগারো তারিখে
উত্তর: খ. নয় তারিখে।
২। নির্লজ্জ মিথ্যা ভাষণে ভরা বিবৃতি বলতে কী বোঝায়?
ক. বিবৃতি দেওয়ানোর কূটকৌশল খ. বেয়নেটের মুখে দেওয়া বিবৃতি
গ. গোয়েবলসের মতো বিবৃতি ঘ. বুদ্ধিজীবি ও শিল্পীদের দেওয়া বিবৃতি
উত্তর: খ. বেয়নেটের মুখে দেওয়া বিবৃতি।
৩। জামী ১৯৭১ সালে কোন শ্রেণির ছাত্র ছিল?
ক. একাদশ খ. দশম
গ. নবম ঘ. অষ্টম
উত্তর: খ. দশম।
৪। স্বাধীন বাংলা বেতারে সালেহ আহমেদ ছদ্মনামের খবর পাঠক কে?
ক. হাসান ইমাম খ. আলী যাকের
গ. আলমগীর কবির ঘ. আব্দুস জব্বার
উত্তর: ক. হাসান ইমাম।
৫। ১৬ ডিসেম্বর, ১৯৭১ সাল কী বার ছিল?
ক. সোমবার খ. মঙ্গলবার
গ. বুধবার ঘ. বৃহস্পতিবার
উত্তর: গ. বৃহস্পতিবার।
৬। একাত্তরের দিনগুলি রচনায় লেখিকার কোন অভিব্যক্তি প্রকাশ পেয়েছে?
ক. স্বদেশের প্রতি কৃতজ্ঞতা খ. স্ব-ভাষার প্রতি সম্মান
গ. হৃদয়-যন্ত্রনা ঘ. অপত্যস্নেহ
উত্তর: গ. হৃদয়-যন্ত্রনা।
৭। অলভ্য জয়ের লোভে জ্বালায় শহর, গ্রামে গ্রামে প্রাচীন সংহতি ভেঙে ভগ্নস্তুপে দূরের উল্লুক। উপরিউক্ত লাইন দুইটিতে একাত্তরের দিনগুলি রচনার যে বিষয়টি উপস্থিত, তা হলো
ক. সভ্যতা গড়া খ. প্রকৃতি বর্ণনা
গ. রাজনৈতিক বিষয় ঘ. ধ্বংসাত্মক রূপ
উত্তর: ঘ. ধ্বংসাত্মক রূপ।
৮। একাত্তরের দিনগুলি কী ধরনের রচনা?
ক. দেশপ্রেমমূলক খ. উপদেশমূলক
গ. স্মৃতিচারণমূলক ঘ. আবেগধর্মী
উত্তর: গ. স্মৃতিচারণমূলক।
৯। ১৭ই মে সোমবার ১৯৭১ সালের কাগজে কতজন বুদ্ধিজীবি ও শিল্পীর নামে বিবৃতি বেরিয়েছিলো?
ক. ৫৫ খ. ৫৬
গ. ৫৭ ঘ. ৫৮
উত্তর: ক. ৫৫ জন।
১০। তাই করা হোক - একাত্তরের দিনগুলি রচনায় জাহানার ইমাম এ কথা বলার কারণ কী?
ক. স্বামীভক্তি খ. সন্তান বাৎসল্য
গ. অনুরুদ্ধ ঘ. বিশ্বাসবোধ
উত্তর: খ. সন্তান বাৎসল্য।
১১। একাত্তরের দিনগুলি জাহানারা ইমামের কোন গ্রন্থ থেকে সংকলিত?
ক. প্রবাসের দিনগুলি খ. একাত্তরের ঘাতক
গ. গল্প কচ্ছপ ঘ. একাত্তরের দিনগুলি
উত্তর: ঘ. একাত্তরের দিনগুলি।
১২। জাহানারা ইমাম রুমীকে বাঁচানোর জন্য মার্সি পিটিশন করেননি কেন?
ক. রুমীকে ভালোবাসেন বলে খ. পাকিস্তানিদের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য
গ. রুমির আত্মমর্যাদা রক্ষার জন্য ঘ. একজন মুক্তিযোদ্ধার দাবি রক্ষার জন্য
উত্তর: গ. রুমির আত্মমর্যাদা রক্ষার জন্য।
১৪। আমার জীবনও এতদিনের সত্যি সত্যি দুর্যোগের মেঘ ঘন হয়ে আসছে। কথাটি দ্বারা বোঝানো হয়েছে?
i. যুদ্ধের ভয়াবহতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে
ii. পুত্রশোকে লেখিকা দিন দিন কতর হয়ে যাচ্ছেন
iii. লেখিকা নিজেকে অনিরাপদ মনে করছেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।
১৫। মাছ খাওয়াই বাদ দিয়েছি ‘একাত্তরের দিনগুলি’ রচনায় লেখিকা কেন মাছ খাওয়া বাদ দিয়েছেন?
ক. মাছের পঁচন ধরেছিলো বলে খ. নদীতে প্রচুর পচা লাশ
গ. মাছে মড়ক ধরেছিলো বলে ঘ. মাছ খাওয়া পাপ সমতুল্য
উত্তর: খ. নদীতে প্রচুর পচা লাশ।
১৬। মুক্তিফৌজের গেরিলারা ছোট ছোট স্ফুলিঙ্গ জ্বালাতে শুরু করেছে এর অর্থ
ক. মিলিটারির প্রতি ক্ষোভ খ. বাড়ি ঘরে আগুন জ্বলছে
গ. পাল্টা আক্রমণ চালাচ্ছে ঘ. দেশকে অস্থির করে তুলছে
উত্তর: গ. পাল্পা আক্রমণ চালাচ্ছে।
১৭। ১৯৭১ সালের ১০ই মে কী বার ছিল?
ক. বৃহস্পতিবার খ. রবিবার
গ. সোমবার ঘ. মঙ্গলবার
উত্তর: গ. সোমবার।
১৮। ১৭ই মে, ১৯৭১ সাল দিনটি কী বার ছিল?
ক. রবি খ. সোম
গ. মঙ্গল ঘ. বুধ
উত্তর: খ. সোমবার।
১৯। মাখনের মতো রং কোন ফুলের?
ক. মিমোন খ. ল্যাভেন্ডার
গ. পিস ঘ. বুকেনিয়ার
উত্তর: গ. পিস।
ক. মুক্তিযোদ্ধারা খ. বিহারিরা
গ. বুদ্ধিজীবীরা ঘ. পাকিস্তানিরা
উত্তর: গ. বুদ্ধিজীবীরা।
২১। আলটিমেটাম বলতে কী বোঝায়?
ক. স্থান নির্ধারণ খ. সময় নির্ধারণ
গ. দিক নির্ধারণ ঘ. বিষয় নির্ধারণ
উত্তর: খ. সময় নির্ধারণ।
২২। সামরিক জান্তা পত্রিকায় মিথ্যা বিবৃতি প্রকাশের মাধ্যমে কী প্রমাণ করতে চেয়েছে?
ক. সবাই সরকারের অনুগত আছে খ. সবটাই সরকারের নিয়ন্ত্রণে
গ. দেশের সবই ঠিক আছে ঘ. দেশে কোনো অশান্তি নেই
উত্তর: খ. সবটাই সরকারের নিয়ন্ত্রণে।
২৩। রুমীর মার্সি পিটিশন নিয়ে লেখিকা ও তাঁর স্বামী দ্বিধা-দ্বন্দ্বে কাটিয়েছেন কত সময়?
ক. ২ দিন ১ রাত খ. ১ দিন ২ রাত
গ. ২ দিন ২ রাত ঘ. ২ দিন ৩ রাত
উত্তর: গ. ২ দিন ২ রাত।
২৪। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত কথিকার নাম কি ছিল?
ক. দুর্বার খ. চরমপত্র
গ. ছাড়পত্র ঘ. দুর্জয়
উত্তর: খ. চরমপত্র।
২৫। মঞ্জুরের গাড়ির ভেতর কী বিছানো ছিল?
ক. বন্দুক খ. তোয়ালে
গ. বাংলাদেশের পতাকা ঘ. শহিদের রক্তে ভেজা শার্ট
উত্তর: গ. বাংলাদেশের পতাকা।
২৬। একাত্তরের দিনগুলি স্মৃতিকথায় মূলত ফুটে উঠেছে?
ক. লেখিকার ব্যক্তিগত অনুভূতি খ. হৃদয়ের রক্তক্ষরণের যন্ত্রণা
গ. ছেলে হারানোর বেদনা ঘ. প্রতিবাদী মনোভাব
উত্তর: খ. হৃদয়ের রক্তক্ষরণের যন্ত্রণা।
২৭। কে শহিদ হওয়ার কারণে জাহানারা ইমামকে শহিদ জননী বলা হয়?
ক. জামী খ. শরীফ
গ. রুমী ঘ. প্রমি
উত্তর: গ. রুমী।
২৮। একাত্তরের দিনগুলি রচনায় শরীফ হলেন লেকিকার?
ক. স্বামী খ. দেবর
গ. ভাই ঘ. বন্ধু
উত্তর: ক. স্বামী।
২৯। একাত্তরের দিনগুলি স্মৃতিচারণমূলক রচনায় সুজা সাহেবের ভাস্তের নাম কী?
ক. শরীফ খ. কবির
গ. মতিউর ঘ. ডা. ফজলে রাব্বি
উত্তর: ঘ. ডা. ফজলে রাব্বি।
৩০। কারো বাগানে বুকানিয়ার নামক গোলাপ ফুটলে তার কী রং হবে?
ক. হলুদ খ. কালচে মেরুনী
গ. সাদা ঘ. বেগুনি
উত্তর: ক. হলুদ।
৩১। স্কুল খুললেও স্কুলে যাওয়া হবে না জামীর এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি?
ক. গোলাগুলির ভয়ে খ. দেশের অরাজক পরিস্থিতি
গ. সরকারি সিদ্ধান্তে অনাস্থা ঘ. জামীর অসুস্থতা
উত্তর: গ. সরকারি সিদ্ধান্তে অনাস্থা।
৩২। একাত্তরের দিনগুলি রচনায় জাহানারা ইমামের হৃদয়ের রক্তক্ষরণর যন্ত্রণা ফুটে উঠেছে
i. আজ শরীফের কুলখানি
ii. আবার খানিক পরে কেঁদে আকুল হয়ে বলেছি, না মার্সি পিসিশন কর
iii. রুমীকে অন্যভাবে বের করে আনার যতরকম চেষ্টা আছে, সব করা হবে কিন্তু মার্সি পিটিশন নয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।
৩৩। স্বাধীন বাংলা বেতারে ইংরেজী খবর ও ভাষ্য প্রচার করে
i. আবু মোহাম্মদ আলী ও আহমেদ চৌধুরী
ii. হাসান ইমাম ও ফয়েজ আহমেদ
iii. আলী যাকের ও আলমগীর কবির
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।
৩৪। জাহানারা ইমাম কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯১৩ খ. ১৯১৮
গ. ১৯২৩ ঘ. ১৯২৯
উত্তর: ১৯২৯।
৩৫। জাহানারা ইমাম কোথায় জন্মগ্রহণ করেন?
ক. ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে খ. মুর্শিদাবাদের সুন্দরপুর গ্রামে
গ. সাতক্ষীরা জেলার বাঁশদহ গ্রামে ঘ. হুগলি জেলার মৌরা গ্রামে
উত্তর: খ. মুর্শিদাবাদের সুন্দরপুর গ্রামে।
৩৬। জাহানারা ইমামের পিতার নাম কি?
ক. সৈয়দ আব্দুল আলী খ. সৈয়দ আব্দুল বারী
গ. সৈয়দ আব্দুল হাই ঘ. সৈয়দ আব্দুল কাফী
উত্তর: ক. সৈয়দ আব্দুল আলী।
৩৭। জাহানারা ইমামের পিতা পেশায় কি ছিলেন?
ক. সহকারী অধ্যাপক খ. জেলা প্রশাসক
গ. ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ঘ. ডেপুটি ম্যাজিস্ট্রেট
উত্তর: ঘ. ডেপুটি ম্যাজিস্ট্রেট।
৩৮। জাহানারা ইমাম কলকাতার কোন কলেজ থেকে বিএ পাস করেন?
ক. লেডি ব্রেবোর্ন কলেজ থেকে খ. সেন্ট পল কলেজ থেকে
গ. সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ঘ. স্কটিজস চার্চ কলেজ থেকে
উত্তর: ক. লেডি ব্রোবোর্ন কলেজ থেকে।
৩৯। মুক্তিযুদ্ধে যোগদানকারী জাহানারা ইমামের ছেলের নাম কি?
ক. সামি খ. জামী
গ. রুমী ঘ. রাফি
উত্তর: গ. রুমী।
৪০। শহিদ জননী হিসেবে কাকে আখ্যায়িত করা হয়?
ক. জাহানারা ইমামকে খ. সুফিয়া কামালকে
গ. সুলতানা কামালকে ঘ. রাবেয়া খাতুনকে
উত্তর: ক. জাহানারা ইমামকে।
৪১। সাহিত্যকর্মে অবদানের জন্য জাহানারা ইমাম কোন পুরস্কার অর্জন করেন?
ক. একুশে পদক খ. বাংলা একাডেমি পুরস্কার
গ. আনন্দ পুরস্কার ঘ. অলন্ত সাহিত্য পদক
উত্তর: ক. বাংলা একাডেমি পুরস্কার।
ক. ১৯৯৪ সালের ২৬শে মে খ. ১৯৯৪ সালের ২৬শে জুন
গ. ১৯৯৪ সালের ২৬শে জুলাই ঘ. ১৯৯৪ সালের ২৬শে আগষ্ট
উত্তর: খ. ১৯৯৪ সালের ২৬শে জুন।
৪৩। জাহানারা ইমাম মুক্তিযোদ্ধাদের
i. আশ্রয় দিয়েছেন
ii. খাদ্যের যোগান দিয়েছেন
iii. খবরাখবর আদান-প্রদান করেছেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৪৪। জাহানারা ইমাম সংগ্রহ করেছেন
i. স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য
ii. স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য
iii. স্বাধীন বাংলাদেশের অর্থনৈতিক স্বাধিকার আদায়ের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।
৪৫। জামী ছড়া কাটছিল - কোন ছড়া?
ক. রোদ হয় বৃষ্টি হয়, খ্যাঁকশিয়ালির বিয়ে হয় খ. জল পড়ে পাতা নড়ে
গ. নোটন নোটন পায়গুলো ঝোটন বেঁধেছে ঘ. আমপাতা জোড়া জোড়া মারব চাবুক চড়ব ঘোড়া
উত্তর: ক. রোদ হয় বৃষ্টি হয়, খ্যঁকশিয়ালির বিয়ে হয়।
৪৬। জামীর ছড়া কাটার কারণ কোনটি ছিল?
ক. স্কুল বন্ধ থাকার আনন্দ খ. নতুন ছড়ার সন্ধান পাওয়া
গ. মায়ের সাথে সময় কাটানো ঘ. আকাশে রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা
উত্তর: ঘ. আকাশে রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা।
৪৭। একাত্তরের দিনগুলিতে বাগান সম্পর্কিত বর্ণনা আছে কত তারিখে?
ক. ১০ই মে খ. ১১ই মে
গ. ১২ই মে ঘ. ১৩ই মে
উত্তর: ক. ১০ই মে।
৪৮। যা হবার তা প্রথম দুদিনেই হয়ে গেছে। কী হয়ে গিয়েছিলো?
ক. হলের ছাত্রদের নির্বিচারে হত্যা করা হয়েছিলো খ. হলের ছাত্ররা সবাই প্রাণ ভয়ে পালিয়ে গিয়েছিলো
গ. হলের ছাত্ররা প্রতিরোধ গড়ে তুলেছিলো ঘ. পাকিস্তানিরা হলের ছাত্রদের বের করে দিয়েছিলো
উত্তর: ক. হলের ছাত্রদের নির্বিচারে হত্যা করা হয়েছিলো।
৪৯। জাহানারা ইমামের মতে, ভয়টা আসলে কোথায়?
ক. অন্ধকারে খ. রাস্তায়
গ. মনে ঘ. ঘরে
উত্তর: গ. মনে।
৫০। একাত্তরের দিনগুলি রচনায় হাত পাঁ বাধা, গুলিতে মরা লাশ দেখা গিয়েছিলো কোথায়?
ক. ডাস্টবিনে খ. রাস্তায়
গ. নদীতে ঘ. নর্দমায়
উত্তর: গ. নদীতে।
৫১। লেখিকার বাগানের কোন গাছটায় কলি এসেছে?
ক. বনি প্রিন্সের খ. পিস এর
গ. সিমোনের ঘ. ল্যাভেন্ডারের
উত্তর: ক. বনি প্রিন্সের।
৫২। সদরঘাট আর সোয়ারীঘাটে মৃত মানুষের ভেসে যাওয়ার কথা শুনে জাহানারা ইমাম কী করেছেন?
ক. ঐ এলাকাগুলোতে যাওয়া বাদ দিয়েছেন খ. নৌকায় চড়া বাদ দিয়েছেন
গ. মাছ খাওয়া বাদ দিয়েছেন ঘ. মানুষের কথা শোনা বাদ দিয়েছেন
উত্তর: গ. মাছ খাওয়া বাদ দিয়েছেন।
৫৩। একাত্তরের দিনগুলি রচনায় লেখিকা কখন বাগানে গিয়েছেন বলে উল্লেখ করেছেন?
ক. নাশতা খাবার আগে খ. নাশতা খেতে খেতে
গ. নাশতা খবার পর ঘ. সন্ধ্যার কিছুক্ষণ আগে
উত্তর: গ. নাশতা খাবার পর।
৫৪। জাহানারা েইমাম কত মাস পর তাঁর বাগানের কাজ করতে গেলেন?
ক. এক মাস খ. দুই মাস
গ. তিন মাস ঘ. চার মাস
উত্তর: খ. দুই মাস।
৫৫। লেখিকার বেড-সাইড টেবিলের কালিদানিতে কী ছিল?
ক. বনি প্রিন্স-এর আধফোটা কলি খ. প্রিন্স এর ফুটন্ত কলি
গ. সিমোন এর না ফোটা কলি ঘ. সাদা পাসকালি
উত্তর: ক. বনি প্রিন্স-এর আধফোটা কলি।
৫৬। সারা দেশ থেকে পিস উধাও কেন?
ক. পাকিস্তানি হানাদারদের বর্বরতায় খ. অর্থনৈতিক সংকটে
গ. রাজনৈতিক অস্থিরতায় ঘ. প্রাকৃতিক দুর্যোগে
উত্তর: ক. পাকিস্তানি হানাদারদের বর্বরতায়।
৫৭। জামী তার দুই তিনজন বন্ধুর সাথে কথা বলে কী ঠিক করে?
ক. একসাথে যুদ্ধে যাবে খ. একসাথে পড়াশোনা করবে
গ. একসাথে খেলাধুলা করবে ঘ. একসাথে বেড়াতে যাবে
উত্তর: খ. একসাথে পড়াশোনা করবে।
৫৮। একাত্তরের দিনগুলি রচনাটিতে বুদ্ধিজীবি ও শিল্পীদের ধরে আনা হতো কেন?
ক. খবর পাঠের জন্য খ. অভিনয়ের জন্য
গ. আবৃতির জন্য ঘ. বিবৃতির জন্য
উত্তর: ঘ. বিবৃতির জন্য।
৫৯। ১৯৭১ সালে জোর করে শিল্পী-বুদ্ধিজীবিদের সই নিয়ে পত্রিকায় বিবৃতি ছাপানোর প্রকৃত উদ্দেশ্য কী ছিল?
ক. শিল্পী-বুদ্ধিজীবীদের হানাদারদের পক্ষে রাখা খ. হানাদারদের অত্যাচার-নির্যাতনকে বৈধ প্রমাণ করা
গ. যুদ্ধের বিরুদ্ধে সুশীল সমাজের মতামত তুলে ধরা ঘ. আন্তর্জাতিক মহল থেকে নিজের প্রতি সমর্থন আদায় করা
উত্তর: ঘ. আন্তর্জাতিক মহল থেকে নিজের প্রতি সমর্থন আদায় করা।
৬০। চরমপত্রের শেষ দুই লাইন কেন ভাষায় ছিল?
ক. চট্টগ্রামের ভাষায় খ. নোয়াখালির ভাষায়
গ. বরিশালের ভাষায় ঘ. ঢাকাইয়া ভাষায়
উত্তর: ঘ. ঢাকইয়া ভাষায়।
৬১। জাহানারা ইমামের পরিবার কোনটি প্রথমে বিশ্বাস করেনি?
ক. মুক্তিফৌজের গেরিলা তৎপরতার কথা খ. পাকিস্তানিদের অতর্কিত আক্রমণের কথা
গ. দেশ হানাদারমুক্তি হওয়ার কথা ঘ. শিল্পীদের বিবৃতি দিতে বাধ্য করার কথা
উত্তর: ক. মুক্তিফৌজের গেরিলা তৎপরতার কথা।
৬২। ১৯৭১ সালের ২৫শে মে সন্ধ্যায় জাহানারা ইমামের সারা শরীর কাঁটা দিয়ে উঠল কেন?
ক. হানাদারদের অত্যাচারের কথা শুনে খ. ছেলে রুমীর বন্দি হওয়ার কথা শুনে
গ. মুক্তিফৌজের গেরিলা প্রতিঘাতের কথা শুনে ঘ. বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়ার কথা শুনে
উত্তর: গ. মুক্তিফৌজের গেরিলা প্রতিঘাতের কথা শুনে।
৬৩। ঢাকায় মুক্তিবাহিনীর গেরিলা তৎপরতার কথা কখন জাহানারা ইমামের পরিবারের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হলো?
ক. বাংলা সংবাদ শোনার পরে খ. চরমপত্র শোনার পর
গ. করিমের মুখে শোনার পর ঘ. পত্রিকায় পড়ার পর
উত্তর: খ. চরমপত্র শোনার পর।
৬৪। রুমীর মুক্তির ব্যাপারে বাঁকা আর ফকিরের অভিমত কী ছিল?
ক. চেষ্টা করেও লাভ হবে না খ. রুমীকে এমনিতেই ওরা ছেড়ে দিবে
গ. রুমীর প্রাণভিক্ষা চাওয়া ঘ. আল্লাহর ওপর ভরসা রাখা
উত্তর: গ. রুমীর প্রাণ ভিক্ষা চাওয়া।
৬৫। জাহানারা ইমামের স্বামী শরীফ মাস খানেক আগে পত্রিকায় কার কথা পড়েছিলেন?
ক. হামিদুর রহমানের কথা খ. মতিউর রহমানের কথা
গ. নূর মোহাম্মাদের কথা ঘ. মুন্সী আব্দুর রউফের কথা
উত্তর: খ. মতিউর রহমানের কথা।
৬৬। মতিউর রহমান কোন পদে অধিষ্ঠিত ছিলেন?
ক. সেকেন্ড লেফটেন্যান্ট খ. লেফটেন্যান্ট
গ. ফ্লাইট লেফটেন্যান্ট ঘ. লেফটেন্যান্ট কর্নেল
উত্তর: গ. ফ্লাইট লেফটেন্যান্ট।
৬৭। কার কথা মনে পড়তেই জাহানারা ইমামের মন খারাপ হয়ে গেল?
ক. স্বামীর কথা খ. রুমীর কথা
গ. মিলির কথা ঘ. ডলীর কথা
উত্তর: ঘ. ডলীর কথা।
৬৮। স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের খবর পাঠক আলী যাকের-এর ছদ্মনাম কী ছিল?
ক. আবু মোহাম্মদ আলী খ. আলী আহাদ
গ. আলী আহমেদ চৌধুরী ঘ. সৈয়দ আলী কবির
উত্তর: ক. আবু মোহাম্মদ আলী।
৬৯। আহমদ চৌধুরীর ছদ্মনাম ধারণ করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কে কাজ করেছেন?
ক. ফকির আলমগী ঘ. আবদুল জব্বার
গ. অজিত রায় ঘ. আলমগীর কবির
উত্তর: ঘ. আলমগীর কবির।
৭০। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আকাশযুদ্ধ বিরতির সময় সকাল নটা থেকে বাড়িয়ে কটা পর্যন্ত করা হয়েছিলো?
ক. সকাল ১১টা খ. দুপুর ১টা
গ. দুপুর ১২টা ঘ. বিকেল ৩টা
উত্তর: ঘ. বিকেল ৩টা।
৭১। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর দুপুর থেকে ঢাকা শহরে ভীষণ চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করেছিলো কেন?
ক. পাকিস্থানিদের গণহত্যার খবর শুনে খ. পাকিস্থানিদের আত্মসমর্পণ করার খবর শুনে
গ. বিহারিদের আনন্দ উল্লাসের খবর শুনে ঘ. বৃদ্ধিজীবি হত্যার খবর শুনে
উত্তর: খ. পাকিস্তানিদের আতমসমর্পণ করার খবর শুনে।
৭২। ১৬ই ডিসেম্বর দুই মেয়েকে নিয়ে জাহানারা ইমামের বাসায় কে এলেন?
ক. কামাল খ. মঞ্জুর
গ. মন্টু ঘ. ফকির
উত্তর: খ. মঞ্জুর।
৭৩। পাকিস্তান বাহিনী ১৬ই ডিসেম্বর বিকেল কয়টায় আত্মসমর্পণ করে?
ক. তিনটায় খ. চারটায়
গ. সাড়ে তিনটায় ঘ. সাড়ে চারটায়
উত্তর: ক. তিনটায়।
৭৪। তাহলে আর কাদের জন্য রসদ জমিয়ে রাখব জাহানারা ইমাম কাদের জন্য রসদ জমিয়ে রেখেছিলেন?
ক. পরিবারের জন্য খ. প্রতিবেশীদের জন্য
গ. বন্ধুদের জন্য ঘ. মুক্তিযোদ্ধাদের জন্য
উত্তর: ঘ. মুক্তিযোদ্ধাদের জন্য।
৭৫। পিস বা শান্তি নামের গোলাপের রং কেমন?
ক. দুধের মতো খ. কালচে মেরুন
গ. মাখনের মতো ঘ. হালকা হলুদ
উত্তর: গ. মাখনের মতো।
৭৬। ১৩ই এপ্রিল, মঙ্গলবার, ১৯৭১ এর বর্ণনার শুরুতে কী রয়েছে?
ক. প্রকৃতির বর্ণনা খ. সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণনা
গ. অগ্নি সংযোগের বর্ণনা ঘ. পাকিস্তানি আক্রমণের ঘটনা
উত্তর: ক. প্রকৃতির বর্ণনা।
৭৭। ১৯৭১ সালের ২৫শে মে কার জন্মজয়ন্তীতে ইসলামিক ফাউন্ডেশন অনুষ্ঠানের আয়োজন করেছিলো?
ক. আইয়ুব খানের খ. ইয়াহিয়া খানের
গ. কাজী নজরুল ইসলামের ঘ. মুহম্মদ আলী জিন্নাহর
উত্তর: গ. কাজী নজরুল ইসলামের।
৭৮। গেরিলা কারা?
ক. অতর্কিত আক্রমণকারীরা খ. সম্মুখ সমরকারীরা
গ. ক্যাম্পে অবস্থানকারীরা ঘ. যুদ্ধের পরিকল্পনাকারীরা
উত্তর: ক. অতর্কিত আক্রমণকারীরা।
৭৯। জেনারেল নিয়াজী কত হাজার সৈন্য নিয়ে আত্মসমর্পন করেছিলেন?
ক. ৬০ হাজার খ. ৭০ হাজার
গ. ৮০ হাজার ঘ. ৯০ হাজার
উত্তর: ঘ. ৯০ হাজার।
৮০। এ পাড়ার অনেকেই চলে যাচ্ছে বাড়ি ছেড়ে তারা বাড়ি ছাড়ছিলো
i. নিরাপত্তার জন্য
ii. প্রাণ বাঁচানোর জন্য
iii. যুদ্ধ করার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৮১। নদীতে ভেসে যাওয়া লাশগুলো ছিল
i. পেছনে হাত বাঁধা
ii. চোখ বাঁধা
iii. গুলিবিদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।
৮২। জাহানারা ইমাম ও করিমের কথোপথন থেকে জানা যায়
i. ঢাকায় হানাদাররা গণহত্যা চালাচ্ছিল
ii. ঢাকার কোনো স্থানই আর নিরাপদ ছিল না
iii. করিমের বাড়ি এলিফ্যান্ট রোডে অবস্থিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৮৩। লেখিকার বাগানে ছিল
i. পিস
ii. বনি প্রিন্স
iii. এনা হার্কনেস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৮৪। ১৯৭১ সালের ১৭ই মে পত্রিকায় যেসব শিল্পী-বুদ্ধিজীবির নামে বিবৃতি ছাপা হয়েছিলো তাদের অধিকাংশই সই করেছিলেন?
i. বেয়নেটের মুখে
ii. বিবৃতি না পড়েই
iii. প্রাণ রক্ষার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৮৫। চরমপত্র পড়া হয়েছিলো
i. বাংলা ভাষায়
ii. খাঁটি ঢাকাইয়া ভাষায়
iii. শুদ্ধ ভাষায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৮৬। অবরুদ্ধ ঢাকা শহরে বসে মুক্তিফৌজ শব্দটা শুনলেও কেমন যেন অবিশ্বাস্য মনে হয় কারণ হলো
i. হানাদারদের অবস্থান দৃঢ় ছিল
ii. হানাদাররা বড় বেশি নির্মম ছিল
iii. মুক্তিবাহিনী হানাদারদের বলয় ভেদ করবে বলে লেখিকার ধারণা ছিল না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৮৭। রুমীর জন্য মার্সি পিটিশন করার পক্ষে ফকিরের মত ছিল
i. প্রাণ বাঁচানো বেশি জরুরি
ii. রুমী অত্যন্ত মেধাবী
iii. রুমী বাঁচতে চায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।
৮৮। মতিউর রহমান
i. বিমান বাহিনীতে কর্মরত ছিলেন
ii. মুক্তিযুদ্ধের একজন বীরশ্রেষ্ঠ
iii. বাংলাদেশের একজন শ্রেষ্ঠ সন্তান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৮৯। মনিরুজ্জামান ছিলেন?
i. বাংলা বিভাগের শিক্ষক
ii. মিসেস মতিউরের স্বামী
iii. মিলির দুলা ভাই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।
৯০। স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী ছিলেন
i. আবদুল জব্বার
ii. অজিত রায়
iii. রথীন্দ্রনাথ রায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৯১। স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কথিকা পাঠক হলেন
i. সৈয়দ আলী আহসান
ii. কামরুল হাসান
iii. ফয়েজ আহমদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৯২। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নাটকে কণ্ঠদান করতেন
i. কামরুল হাসান
ii. মাধুরী চট্টোপাধ্যায়
iii. রাজু আহমেদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii।
৯৩। ১৯৭১ সালে ধরে নিয়ে খবরের কাগজে জোর করে বিবৃতি দেয়ানো হতো
i. বুদ্ধিজীবীদের দিয়ে
ii. শিল্পীদের দিয়ে
iii. পেশাজীবীদের দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।
৯৪। ১৬ ডিসেম্বর সকাল থেকে প্রাণের ভয়ে পালাচ্ছিল?
i. পাকিস্থানি সেনারা
ii. বিহারিরা
iii. গেরিলারা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।
৯৫। কার আদর্শ আমাদের চিরন্তর প্রেরণার উৎস?
i. মতিউর রহমান
ii. রুমী
iii. জাহানারা ইমাম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৯৬। রুমীর মুক্তির ব্যাপারে মার্টি পিটিশন না করার মাধ্যমে ফুটে উঠেছে?
i. বাঙালির আত্মপর্যাদা
ii. স্বাধিকার চেতনা
iii. ত্যাগ ও দেশাত্মবোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৯৭। কূটকৌশল শব্দের অর্থ কী?
ক. সুবুদ্ধি খ. দুবুদ্ধি
গ. সুচিন্তা ঘ. দুঃশ্চিন্তা
উত্তর: খ. দুবুদ্ধি।
৯৮। জাহানারা ইমামের ছোট ছেলের নাম কী?
ক. জামী খ. জামাল
গ. রুমী ঘ. শরীফ
উত্তর: ক. জামী।
৯৯। বিরান শব্দের অর্থ কী?
ক. জনমানবহীন খ. মানুষ
গ. খাবার ঘ. পাখি
উত্তর: ক. জনমানবহীন।
১০০। বন্দুকের অগ্রভাগে লাগানো বিষাক্ত ও ধারালো ছোরার নাম কি?
ক. খুরপি খ. বেয়নেট
গ. স্টেন ঘ. ড্যাগার
উত্তর: খ. বেয়নেট।
১০১। নির্দিষ্ট ও ক্ষুদ্র পরিসরে তুমি যদি একটি বর্ণনাত্মক কোনো রচনা লেখো তাহলে তার নাম কী হবে?
ক. উপন্যাস খ. নাটক
গ. ছোটগল্প ঘ. কথিকা
উত্তর: ঘ. কথিকা।
১০২। একাত্তরের দিনগুলি রচনাটি কার লেখা?
ক. জাহানারা ইমাম খ. সুফিয়া কামাল
গ. আলি ইমাম ঘ. রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
উত্তর: ক.জাহানারা ইমাম।
একাত্তরের দিনগুলি রচনার জ্ঞানমূলক প্রশ্নোত্তর
১। যুদ্ধের সময় জামী কোন শ্রেণির ছাত্র ছিলেন?
উত্তর: দশম।
২। ১৯৭১ সালে মে মাসের কত তারিখে মাধ্যমিক স্কুল খোলার হুকুম হয়েছিলো?
উত্তর: ১৯৭১ সালের ১২ই মে।
৩। জেনারেল নিয়াজী কতজন সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেন?
উত্তর: নব্বই হাজার সৈন্য নিয়ে।
৪। সুজা সাহেবের ভাস্তের নাম কি?
উত্তর: ডা. ফজলে রাব্বি।
৫। একাত্তরের দিনগুলি রচনায় প্রথম মঙ্গলবার কত তারিখ ছিল?
উত্তর: ১৩ই মে ১৯৭১।
৬। লহমায় শব্দের অর্থ কী?
উত্তর: মুহূর্তে।
৭। কতজন বুদ্ধজীবীর নাম দিয়ে পত্রিকায় বিবৃতি বেরিয়েছিলো?
উত্তর: ৫৫ জন।
৮। মার্সি পিটিশন অর্থ কী?
উত্তর: শাস্তি থেকে অব্যাহতি চেয়ে আবেদন।
৯। ঢাকার কয় জায়গায় গ্রেনেড ফেটেছে?
উত্তর: ছয় জায়গায়।
আরো পড়ুন: বঙ্গবাণী কবিতার বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১০। জাহানারা ইমামের লেখা মুক্তিযুদ্ধের ওপর স্মৃতিচারণমূলক বইটির নাম কী?
উত্তর: একাত্তরের দিনগুলি।
১১। জাহানার ইমাম কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৯৪ সালে।
১২। কে এসে জিজ্ঞেস করল, আপনারা যাবেন না ফুপু?
উত্তর: করিম।
১৩। মামার বাড়ির সবাই এসে কোথায় উঠেছিলো?
উত্তর: শান্তিনগরে।
১৪। কী ভর্তি করে হাত আর চোখ বেঁধে মানুষ নিয়ে যাচ্ছে?
উত্তর: ড্রাক ভর্তি করে।
নিয়াজীর আত্মসমর্পণ আনন্দের কিন্তু শরীফের কুলখানি বেদনার কেন?
নিয়াজীর আত্মসমর্পণের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধে বিজয় সূচিত হয় বলে তা জাতির জন্য আনন্দের হলেও লেখিকার স্বামী কুলখানি ছিল তাঁর জীবনের শোকাবহ ঘটনা। নিয়াজীর আত্মসমর্পণ করার ফলে এ দেশ শত্রুমুক্ত হয়। বাংলাদেশ অর্জন করে কাঙ্খিত বিজয়। বীর মুক্তিযোদ্ধাদের কাছে নিয়াজীর আত্মসমর্পণের ঘটনাটি তাই আপামর জনসাধারণের কাঠে আনন্দের কিন্তু শরীফের মৃত্যু জাহানারা ইমামের কাছে খুবই বেদনার কারণ প্রিয় জীবনসঙ্গীর মৃত্যু কেউই মেনে নিতে পারে না। তা সবসময় শোকাবহই হয়ে থাকে।
এভাবে দ্বিধাদ্বন্দ্বে কেটেছে দু দিন দু রাত কেন দ্বিধাদ্বন্দ্ব?
সন্তানের জীবন বাঁচানোর জন্য অত্যাচারী সরকারের কাছে প্রাণ ভিক্ষা চেয়ে মার্সি পিটিশন করা না করা নিয়ে লেখিকা দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন। লেখিকা জাহানারা ইমামের বড় ছেলে মুক্তিযোদ্ধা রুমী পাকিস্তানি বাহিনীর কাছে আটক হয়। রুমীর প্রাণ বাঁচানোর একমাত্র উপায় ছিল প্রাণভিক্ষা চেয়ে সরকারের কাছে মার্সি পিটিশন করা। কিন্তু যে সামরিক জান্তার বিরুদ্ধে রুমী মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে সেই সরকারের কাছে মার্সি পিটিশন করা মানে রুমীর আদর্শকে অপমান করা। একদিকে ছেলের জীবন অন্যদিকে তার আদর্শ এ দুয়ের দ্বিধাদ্বন্দ্বে লেখিকার দু দিন দু রাত কেটেছে। অবশেষে সিদ্ধান্ত নিয়েছেন মার্সি পিটিশন করবেন না।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শিল্পীরা ছদ্মনাম ব্যবহার করতেন কেন?
ব্যক্তি ও পরিবারের সার্বিক নিরাপত্তার জন্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শিল্পীরা ছদ্মনাম ব্যবহার করতেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনী ও দেশের জনমানবকে প্রেরণা ও সাহস জোগানোর জন্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এদেশের দেশপ্রেমিক শিল্পী, সাহিত্যিক, আবৃত্তিকারসহ সাংস্কৃতিক অঙ্গনের নামকরা ব্যক্তিরা সেখানে অংশগ্রহণ করেন। কিন্তু তারা নিজেদের আসল পরিচয় না দিয়ে ছদ্মনাম ব্যবহার করতেন। পাকিস্তানি হানাদারদের পরাস্ত করতে নিজেদের নিরাপত্তার কৌশল হিসেবে তাঁরা ছদ্মনাম ব্যবহার করতেন।
স্বাধীনতা যুদ্ধে বেতারের ভূমিকা কী ছিল?
‘চরমপত্র’সহ নানাবিধ উদ্দীপনামূলক অনুষ্ঠান প্রচারের মাধ্যমে বেতার তথা স্বাধীন বাংলা বেতারকেন্দ্র স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রাখে। স্বাধীনতা যুদ্ধের শুরুর প্রায় সবসময় থেকেই স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে বেতারকর্মীরা নানাবিধ অনুষ্ঠান প্রচার করতে থাকেন। তারা অনেকে ছদ্মনামে অনুষ্ঠান করতেন। এম আর আখতার মুকুল কর্তৃক রচিত ‘চরমপত্র’সহ বিভিন্ন উদ্দীপনামূলক গান ও অনুষ্ঠান প্রচার করে বেতার। এসব অনুষ্ঠান প্রচারিত হতো মূলত মুক্তিযোদ্ধাদের উদ্দীপনা জোগানোর জন্য। তাই বলা যায়, স্বাধীনতা যুদ্ধে বেতারের ভূমিকা অনস্বীকার্য।
দুপুর থেকে সারা শহর ভীষণ চাঞ্চল্য ও উত্তেজনা কেন?
জাহানারা ইমাম তার একাত্তরের দিনগুলি দিনপঞ্জিতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার লিখেছিলেন দুপুর থেকে শহরে ভীষণ চাঞ্চল্য ও উত্তেজনা। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিকেল তিনটার সময় পাকিস্তানি সৈন্যরা বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে। সেই আত্মসমপর্ণের পূর্ব পর্যন্ত আকাশযুদ্ধ বিরতির কথা বলা হয়েছিলো। সেদিন সকাল থেকেই দলে দলে লোক রাস্তায় বেরিয়ে পড়েছিলো। পাকস্তানি সৈন্যদের আত্মসমর্পণকে কেন্দ্র করে শহরে মানুষদের মধ্যে যে উত্তেজনা ও চঞ্চল মনোভাব বিরাজ করেছিলো তা প্রসঙ্গেই লেখিকা আলোচ্য কথাটি বলেছেন।
উপসংহার
প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে একাত্তরের দিনগুলি (MCQ) সহ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েছেন এবং উপকৃত হতে পেরেছেন। এ রকম আরো ইউনিক কনটেন্ট পড়তে আমাদের সাথেই থাকুন। প্রিয় পাঠক, এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url