রেইনকোট গল্পের (MCQ) বিস্তারিত জেনে নিন
প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে রেইনকোট গল্পের (MCQ) গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে রেইনকোট গল্পের (MCQ) গুলো বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
রেইকোট গল্পটি প্রকাশিত হয় ১৯৯৫ সালে। পরে এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ জাল স্বপ্ন স্বপ্নের জাল (১৯৯৭) গ্রন্থে সংকলিত হয়। এ গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনাসমগ্র ১ থেকে। মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে গল্পটি রচিত। মুক্তিযুদ্ধের তখন শেষ পর্যায়। ঢাকায় তখন মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ শুরু হয়েছে। তারই একটি ঘটনা এ গল্পের বিষয়; যেখানে ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে বৈদ্যুতিক ট্রান্সফর্মার ধ্বংস করে দেওয়া হয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্থানি সেনাবাহিনী কলেজের শিক্ষকদের তলব করে এবং তাদের মধ্যে থেকে নুরুল হুদা ও আবদুস সাত্তার মৃধাকে গ্রেপ্তার করে নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে। নুরুল হুদার জবানিতে গল্পের অধিকাংশ ঘটনা বিকৃত হয়েছে। বিবৃত হয়েছে পাকিস্থানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আকঙ্কগ্রস্ত জীবনের চিত্র। গেরিলা আক্রমণের ঘটনা ঘটে যে রাতে, তার পরদিন সকালে ছিল বৃষ্টি।
০০১আরো পড়ুন: অপরিচিতা গল্পের MCQ
তলব পেয়ে সেই বৃষ্টির মধ্যে নুরুল হুদাকে কলেজে যেতে যে রেইনকোটটি পরতে হয় সেটি ছিল তার শ্যালক মুক্তিযুদ্ধা মিন্টুর। গল্পে এই রেইনকোটের প্রতীকি তাৎপর্য অসাধারণ। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম-তারই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে এ গল্পে।
রেইনকোট গল্পের (MCQ)
১. কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিকৃত হয়েছে?
ক. আবদুস সাত্তার মৃধা খ. ড. আফাজ আহম্মদ
গ. আখতারুজ্জামান ইলিয়াস ঘ. নুরুল হুদা
উত্তর: ঘ. নুরুল হুদা।
২. নুরুল হুদাকে পাকিস্তানি হানাদার বাহিনীর তলব করার কারণ
ক. কমান্ডারের নির্দেশে খ. প্রিন্সিপালের অভিযোগে
গ. মুক্তিযোদ্ধাদের সহযোগী ভেবে ঘ. তাকে মুক্তিযোদ্ধা সন্দেহ
উত্তর: গ. মুক্তিযোদ্ধাদের সহযোগী।
৩. আখতারুজ্জামান ইলিয়াস কোথায় জন্মগ্রহণ করেন?
ক. মরিচা গ্রামে খ. চরুলিয়া গ্রামে
গ. গোটিয়া গ্রামে ঘ. শংকরপাশা গ্রামে
উত্তর: গ. গোটিয়া গ্রামে।
৪. আখতারুজ্জামান ইলিয়াস কোথায় জন্মগ্রহণ করেন?
ক. হাসপাতালে খ. দাদার বাড়িতে
গ. অনাথ আশ্রমে ঘ. মামার বাড়িতে
উত্তর: ঘ. মামার বাড়িতে।
৫. আখতারুজ্জামান ইলিয়াস মূলত কি ছিলেন?
ক. প্রাবন্ধিক খ. কথাসাহিত্যিক
গ. সাংবাদিক ঘ. ওপন্যাসিক
উত্তর: খ. কথাসাহিত্যিক।
৬. আখতারুজ্জামান ইলিয়াস রচিত গ্রন্থ কোনটি/
ক. সভ্যতার সংকট খ. সংস্কৃতি কথা
গ. সংস্কৃতির ভাঙা সেতু ঘ. শিক্ষা ও মনুষ্যত্ব
উত্তর: গ. সংস্কৃতির ভাঙা সেতু।
৭. আখতারুজ্জান রচিত গল্পগ্রন্থের সংখ্যা কয়টি?
ক. তিনটি খ. পাঁচটি
গ. চারটি ঘ. দুইটি
উত্তর: খ. পাঁচটি।
৮. দোজখের ওম আখতারুজ্জামান ইলিয়াসের কোন ধরনের রচনা?
ক. উপন্যাস খ. প্রবন্ধ
গ. গল্পগ্রন্থ ঘ. নাটক
উত্তর: গ. গল্পগ্রন্থ।
৯. দুধেভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতা কে?
ক. শওকত ওসমান খ. আখতারুজ্জামান ইলিয়াস
গ. কাজী নজরুল ইসলাম ঘ. হাসান আজিজুল হক
উত্তর: খ. আখতারুজ্জামান ইলিয়াস।
১০. নিচের কোনটি উপন্যাস?
ক. আমার অবিশ্বাস খ. অন্য ঘরে অন্য স্বর
গ. খোয়াবনামা ঘ. ছাড়পত্র
উত্তর: গ. খোয়াবনামা।
১১. নিচের কোনটি মহাকাব্যিক রচনা?
ক. চিলেকোঠার সেপাই খ. অন্য ঘরে অন্য স্বর
গ. খোঁয়ারি ঘ. দোজখের ওম
উত্তর: ক. চিলেকোঠার সেপাই।
১২. আখতারুজ্জামান ইলিয়াস কোন তারিখে মৃত্যেুবরণ করেন?
ক. ১৯৭৭ সালের ৪ জানুযারী খ. ১৯৯৬ সালের ১০ জানুযারি
গ. ১৯৯৭ সালের ৪ জানুযারী ঘ. ২০০০ সালের ১১ অক্টোবর
উত্তর; গ. ১৯৯৭ সালের ৪ জানুযারী।
১৩. দোয়া মনে হলো ঠিকই কিন্তু- মাথায় দিতে ভুলে গেল। শূন্যস্থানে উপযুক্ত কোন শব্দটি বসবে?
ক. মাথাল খ. চুপিটা
গ. হেলমেট ঘ. পরচুলা
উত্তর: খ. চুপিটা।
১৪. পিয়ন ঘরে ঢুকলে নুরুল হুদার কি করতে ইচ্ছা করে?
ক. জড়িয়ে ধরে দু গালে চড় মারতে খ. জড়িয়ে ধরে কোলাকুলি করতে
গ. জড়িয়ে ধরে চুমু খেতে ঘ. মিলিটারি ক্যাম্পে কাটিয়ে দিতে
উত্তর: গ. জড়িয়ে ধরে চুমু খেতে।
১৫. প্রিন্সিপালের কোয়ার্টার কোন দিকে?
ক. কলেজের পুকুর পাড়ের উত্তর দিকে খ. কলেজের বাগানের দক্ষিণ পাশে
গ. মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে ঘ. কলেজের ক্লাবের দেয়াল ঘেঁষে দক্ষিণ দিকে
উত্তর: গ. মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে।
১৬. মিলিটারি কার কোয়ার্টারের সঙ্গে থাকে?
ক. পিয়নের বাসার সঙ্গে খ. প্রিন্সিপালের কোয়ার্টারের সঙ্গে
গ. কলেজের তৃতীয় শেণির কর্মচারী কোয়ার্টারের সঙ্গে ঘ. কলেজ হোস্টেল সুপারের সঙ্গে
উত্তর: খ. প্রিন্সিপালের কোয়ার্টারের সঙ্গে।
১৭. কলেজের জিমন্যাশিয়াম এখন কি হিসেবে ব্যবহৃত হচ্ছে?
ক. পিয়নের বাসা খ. প্রিন্সিপালের কোয়ার্টার
গ. মিলিটারি ক্যাম্প ঘ. মুক্তিবাহিনীর ক্যাম্প
উত্তর: গ. মিলিটারি ক্যাম্প।
১৮. প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা অর্থ কি?
ক. মুক্তিবাহিনীকে আটক করা খ. মিলিটারি ক্যাম্প আটক করা
গ. মিলিটারিকে সাহায্য করা ঘ. মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা
উত্তর: ঘ. মিলিটারি ক্যাম্প আ্যাটাক করা।
১৯. রেইনকোট গল্পে কলেজটা এখন কাদের দখলে আছে?
ক. শিক্ষকদের খ. ছাত্রদের
গ. মিলিটারির ঘ. মুক্তিবাহিনীর
উত্তর: গ. মিলিটারির।
২০. ইসহাক জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে রওয়ানা হয় কিসে করে?
ক. সি.এন.জি খ. রিকশা
গ. বাস ঘ. বেবিট্যাক্সি
উত্তর: বেবিট্যাক্সি।
২১. ইসহাক এপ্রিল মাস থেকে কোন ভাষায় কথা বলে?
ক. আরবি খ. হিন্দি
গ. বাংলা ঘ.উর্দু
উত্তর: ঘ. উর্দু।
২২. হাঁপানির টান আছে কার?
ক. আসমার খ. নুরুল হুদার
গ. প্রিন্সিপালের ঘ. আব্দুস সাত্তার মৃধা
উত্তর: খ. নুরুল হুদার।
২৩. প্রিন্সিপাল দিনরাত দোয়া-দরুদ পড়ে কার জন্য?
ক. মুক্তিবাহিনীর জন্য খ. শিক্ষকদের জন্য
গ. পাকিস্তানের জন্য ঘ. পরিবারের জন্য
উত্তর: গ. পাকিস্তানের জন্য।
২৪. প্রিন্সিপাল কবে স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটানোর জন্য আবেদন জানায়?
ক. যুদ্ধের শুরুতে খ. এপ্রিল মাসের মাঝামাঝি
গ. জুন মাসের মাঝামাঝি ঘ. মার্চ মাসের ২৫ তারিখে
উত্তর: খ. এপ্রিল মাসের মাঝামাঝি।
২৫. পাকিস্তানি বাহিনী গ্রামগঞ্জে গিয়েই প্রথমে কিসের দিকে কামান তাক করেছে?
ক. ধন-সম্পদের দিকে খ. মুক্তিবাহিনীর দিকে
গ. শহিদ মিনারের দিকে ঘ. মেয়েলোকের দিকে
উত্তর: গ. শহিদ মিনারের দিকে।
২৬. নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয় কেন?
ক. মিন্টুর জন্য খ. আসমার জন্য
গ. পাকিস্তানি বাহিনীর জন্য ঘ. প্রিন্সিপালের জন্য
উত্তর: ক. মিন্টুর জন্য।
২৭. মিন্টু মগবাজারের দুই কামরার ফ্ল্যাট থেকে চলে যায় কবে?
ক. ১ এপ্রিল খ. ৩০ মার্চ
গ. ২৩ জুন ঘ. ২১ জুন
উত্তর: গ. ২৩ জুন।
২৮. মিলিটারি আসার পর থেকে নুরুল হুদা কতবার বাড়ি বদল করে?
ক. তিনবার খ. দুইবার
গ. একবারও নয় ঘ. চারবার
উত্তর: ঘ. চারবার।
২৯. আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না। উক্তিটি কার?
ক. আসমার খ. নুরুল হুদা
গ. প্রিন্সিপালের ঘ. নিচের তলার ভদ্রলোকের
উত্তর: ঘ. নিচের তলার ভদ্রলোকের।
৩০. পুবদিকের জানালা ধরে দাঁড়ালে কি চোখে পড়ে?
ক. মিলিটারির ক্যাম্প ও গাড়ি খ. কলেজ ও প্রিন্সিপাল কোয়ার্টার
গ. বিল আর ধান খেত ঘ. মসজিদ ও রাস্তা
উত্তর: গ. বিল আর ধান খেত।
৩১. মিন্টু কোথায় আছে তা জানে কে?
ক. প্রিন্সিপাল খ. পাকিস্তানি বাহিনী
গ. নুরুল হুদা ও তার বউ ঘ. আব্দুস সাত্তার মৃধা
উত্তর: গ. নুরুল হুদা ও তার বউ।
৩২. পাকিস্তানের ইনটার্নাল অ্যাফেয়ার কোনটি?
ক. বাংলাদেশ দখল করা খ. দেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার ইচ্ছা
গ. বাঙালির ওপর নির্যাতন ঘ. ইস্ট পাকিস্তানি মন্ত্রীদের বহাল রাখা
উত্তর: গ. বাঙালির ওপর নির্যাতন।
৩৩. নুরুল হুদার নিচের ফ্ল্যাটে কে থাকে?
ক. ইলেকট্রনিক ওয়ার্কশপের মালিক খ. ওয়েলডিং ওয়ার্কশপের মালিক
গ. ইঞ্জিনিয়ার ঘ. রাজাকার
উত্তর: খ. ওয়েলডিং ওয়ার্কশপের মালিক
৩৪. গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে কোন পোশাকে?
ক. বোরকা খ. রেইনকোট
গ. পাঞ্জাবি ঘ. মিলিটারির পোশাক
উত্তর: খ. রেইনকোট।
৩৫. আব্বু ছোটমামা হয়েছে-কথাটির অর্থ কি?
ক. আব্বুকে জানানো হচ্ছে ছোট মামা সম্পর্কে খ. আব্বুকে ছোট মামার মতো লাগছে
গ. আব্বু আর ছোট মামার একাত্মতা ঘ. আব্বুর সঙ্গে ছোট মামার বৈসাদৃশ্য
উত্তর: খ. আব্বুকে ছোট মামার মতো লাগছে।
৩৬. মেয়ের যুম ভাঙা গলায় ভাঙা বুলি শুনে নুরুল হুদার অনুভূতি কেমন ছিল?
ক. খুব ভালো লাগছিল খ. চমকে উঠেছিলো
গ. স্বর্গীয় অনুভূতি জাগে ঘ. শান্তির ছোঁয়া লাগে প্রাণে
উত্তর: খ. চমকে উঠেছিলো।
৩৭. নুরুল হুদার ছেলের বয়স কত?
ক. আড়াই বছর খ. চার বছর
গ. পাঁচ বছর ঘ. সাড়ে পাঁচ বছর
উত্তর: গ. পাঁচ বছর।
৩৮. ড্রেসিং টেবিলের সামনে নিজের নতুন রুপ দেখে নুরুল হুদার মনের অবস্থা কেমন হয়?
ক. নতুন রূপে ভ্যাবাচেকা খায় খ. চমকে ওঠে
গ. আনন্দিত হয় ঘ. নিজেকে মিলিটারি মনে করে
উত্তর: ক. নতুন রূপে ভ্যাবাচেকা খায়।
৩৯. সাবভার্সিভ অ্যাকাটিভিটিজের সঙ্গে তারা সামহাউ অর আদার ইনভলভড-উক্তিটি কার?
ক. মেজরের খ. মিলিটারির
গ. প্রিন্সিপালের ঘ. ইসহাকের
উত্তর: গ. প্রিন্সিপালের।
৪০. নুরুল হুদা কোনগুলো থেকে শত হাত দূরে?
ক. মিসক্রিয়ান্টদের সহায়তা থেকে খ. মিন্টুর সঙ্গে যোগাযোগ রাখা
গ. সাবভার্সিভ অ্যাকটিভিটিজ ঘ. কলেজের দেয়াল ঘেঁষে বোমা ফাটানো
উত্তর: গ. সাবভার্সিভ অ্যাকটিভিটিজ।
৪১. ফিরে এসে দেশের ভিতরে মিন্টু কি করে?
ক. দেশে ত্রাণ বিতরণ করে খ. মিলিটারির সাথে বৈঠক করে
গ. দমাদম মিলিটারি মারে ঘ. বোনের সংসারে অশান্তি সৃষ্টি করে
উত্তর: গ. দমাদম মিলিটারি মারে।
৪২. তাতে আর দুলাভাইয়ের দোষটা কোথায়? এখানে কার দুলাভাইয়ের কথা বলা হয়েছে?
ক. প্রিন্সিপালের খ. মিন্টুর
গ. ইসহাকের ঘ. ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিকের
উত্তর: খ. মিন্টুর।
৪৩. প্রিন্সিপালের কোয়ার্টার কোথায়?
ক. মিলিটারির ক্যাম্পের দেয়াল ঘেঁষে খ. কলেজের দেয়াল ঘেঁষে
গ. ইসহাকের ঘরের দেয়াল ঘেঁষে ঘ. মিসক্রিয়ান্টদের ঘাঁটির কাছে
উত্তর: খ. কলেজের দেয়াল ঘেঁষে।
৪৪. মিলিটারি ক্যাম্প কোথায়?
ক. কলেজের দেয়াল ঘেঁষে খ. মিসক্রিয়ান্টদের ঘাঁটির অদূরে
গ. প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে ঘ. ইসহাকের বাড়ির পাশে
উত্তর: প্রিন্সিপালে কোয়ার্টারের পাশে।
৪৫. ছেলেরা কলেজে আসে না কেন?
ক. সব ক্লাস বন্ধ বলে খ. কলেজে এলে মিলিটারি ধরে নিয়ে যাবে বলে
গ. ছেলেরা সব মিসক্রিয়ান্টদের দলে যোগ দিয়েছে বলে ঘ. স্যারেরা নিরুদ্দেশ বলে
উত্তর: ক. সব ক্লাস বন্ধ বলে।
৪৬. ক্লাস বন্ধ থাকলেও মাস্টারদের কলেজে আসতে হয় কেন?
ক. গোপন পরামর্শের জন্য খ. হাজিরা দিতে হয় বলে
গ. পাইভেট পড়াতে ঘ. মিলিটারিদের সঙ্গে আঁতাত করতে
উত্তর: খ. হাজিরা দিতে হয় বলে।
৪৭. নুরুল হুদার কলিগরা কোথায় বসে ফিসফিস করে?
ক. প্রিন্সিপালের রুমে খ. স্টাফ রুমে
গ. মিলিটারির সামনে ঘ. ক্লাসরুমে
উত্তর: খ. স্টাফ রুমে।
৪৮. হিন্দস্তান ও মিসক্রিয়ান্টদের অবশ্যম্ভাবী পতন সম্বন্ধে ভবিষ্যদ্বাণী শোনে কে?
ক. নুরুল হুদা খ. প্রিন্সিপাল
গ. মিলিটারি ঘ. মিন্টু
উত্তর: ক. নুুরুল হুদা।
৪৯. খ্যাসখ্যাসে গলায় হিন্দুস্তান ও মিসক্রিয়ান্টদের অবশ্যম্ভাবী পতনের ভবিষদ্বাণী করে করে?
ক. ইসহাক খ. প্রিন্সিপাল
গ. মিলিটারি ঘ. মিন্টু
উত্তর: খ.প্রিন্সিপাল।
৫০. কোন ঘরে আজকাল সহজে কেউ ঘেঁষে না?
ক. ইসহাকের ঘরে খ. মিলিটারির ঘরে
গ. ড. আফাজ আহমদের ঘরে ঘ. ওয়েলডিং ওয়ার্কশপের মালকের ঘরে
উত্তর: গ. ড. আফাজ আহমদের ঘরে।
৫১. ড. আফাজ আহমদের গলার স্বর কেমন?
ক. তোতলানো খ. খ্যাসখ্যাসে
গ. সুরেলা ঘ. মোটা
উত্তর: খ. খ্যাসখ্যাসে।
৫২. কলেজের উর্দুর প্রফেসরের নাম কি/
ক. ড. আফাজ আহমদ খ. ইসহাক
গ. আকবর আজিজ ঘ. আকবর সাজিদ
উত্তর: ঘ. আকবর সাজিদ।
৫৩. নুরুল হুদা বৃষ্টিতে রিকশার পরোয়া করে না কেন?
ক. রাস্তায় রিকশা নেই বলে খ. রেইনকোট গায়ে আছে বলে
গ. বাসস্ট্যান্ড কাছে বলে ঘ. রিকশা ভাড়া নেই বলে
উত্তর: রেইনকোট গায়ে আছে বলে।
৫৪. রেইনকোট পরে নুরুল হুদা কেমন করে হাঁটে?
ক. বীরদর্পে খ. হনহন করে
গ. ধীরে ধীরে ঘ. জনগণকে ভয় দেখিয়ে
উত্তর: খ. হনহন করে।
৫৫. কিন্তু-ভেতরে কি সুন্দর ওম! খালি ঘরে উপযুক্ত শব্দ কোনটি?
ক. মিলিটারির ঘরের খ. শীতের পোশাকের
গ. রেইনকোটের ঘ. বাসের
উত্তর: গ. রেইনকোটের।
৫৬. একটু বাচাল টাইপের কে?
ক. ইসহাক খ. দোকানদার ছেলেটা
গ. উর্দুর সাজিদ ঘ. আসমা
উত্তর: খ. দোকানদার ছেলেটা।
৫৭. রেইনকোটের পানিতে বাস সয়লাব হয়ে গেলেও কেউ কিছু না বলার কারণ কি?
ক. রেইনকোট পরিধান করা পোশাকে সবাই ঘাবড়ে গেছে খ. মিলিটারির পিস্তলের ভয়ে
গ. মিলিটারির নির্যাতনের কথা জানা আছে বলে ঘ. মিলিটারি চেলা ভেবে
উত্তর: ক. রেইনকোট পরিধান করা পোশাকে সবাই ঘাবড়ে গেছে।
৫৮. বাস থেকে নেমে যাওয়া দুজন যাত্রীকে নুরুল হুদার কাছে কি মনে হয়?
ক. মিসক্রিয়েন্ট খ. ক্রিমিনাল
গ. চোর ঘ. পকেটমার
উত্তর: খ. ক্রিমিনাল।
৫৯. নামার সময় ক্রিমিনাল দুজনের একজন কি করল?
ক. ইসহাককে ধাক্কা মেরেছিলো খ. নুরুল হুদার দিকে পেছন ফিরে তাকাল
গ. জানালা দিয়ে লাফ দিল ঘ. ইসহাককে ছুরি দিয়ে আঘাত করল
উত্তর: খ. নুরুল হুদার দিকে পেছন ফিরে তাকাল।
৬০. কোন বাসস্টপেজে ঝিরঝির বৃষ্টিতে দাঁড়িয়ে বেশ কয়েকজন মানুষ অপেক্ষা করছিল?
ক. আমতলী খ. বিজয় সরণি
গ. আসাদ গেট ঘ. কলেজ গেট
উত্তর: গ. আসাদ গেট।
৬১. বাসে যেতে যেতে কি দেখে নুরুল হুদার এক্সট্রা ভালো লাগে?
ক. দেশ-বিদেশের পতাকা খ. পাকিস্তানের পতাকা
গ. ট্রান্সপারেন্ট আবরণ ঘ. বাংলাদেশের পতাকা
উত্তর: গ. ট্রান্সপারেন্ট আবরণ।
৬২. নুরুল হুদা সমস্ত ভালো লাগাটা চিড় খায় কখন?
ক. গাড়ি নষ্ট হয়ে গেলে খ. হঠাৎ বাস ব্রেক কষলে
গ. মিলিটারির আগমনে ঘ. গোলাগুলি শুরু হলে
উত্তর: খ. হঠাৎ ব্রেক কষলে।
৬৩. ক্রাক-ডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারির গুলিতে ছাদ থেকে কে পড়ে যায়?
ক. প্রিন্সিপাল খ. মসজিদের মুয়াজ্জিন সাহেব
গ. ইসহাকের শ্যালক ঘ. ইমাম সাহেব
উত্তর: খ. মসজিদের মুয়াজ্জিন সাহেব।
৬৪. দ্বিতীয়বার আল্লাহর মহত্ত্ব ষোষণা করার সুযোগ তার আর মেলেনি। কার সম্পর্কে বলা হয়েছে?
ক. ইসহাকের খ. মিন্টুর
গ. প্রিন্সিপালের ঘ. মোয়াজ্জিনের
উত্তর: ঘ. মোয়াজ্জিনের।
৬৫. মিলিটারি যাবতীয় গাড়ি থামিয়ে কি করছে?
ক. প্যাসেঞ্জারদের তল্লাশি করছে খ. গাড়ি ভাঙচুর করছে
গ. জিপে করে প্যাসেঞ্জারের বাড়ি পৌঁছে দিচ্ছে ঘ. পকেটমারদের আটকাচ্ছে
উত্তর: ক. প্যাসেঞ্জারদের তল্লাশি করছে।
৬৬. নুরুল হুদার চড়া বাসে কেমন মিলিটারি উঠল?
ক. বেঁটে, কালো খ. ফরসা, খাটো
গ. লম্বা ও খুব ফরসা ঘ. খুব লম্বা ও মোটা
উত্তর: গ. লম্বা ও খুব ফরসা।
আরো পড়ুন: মাসি গল্পের MCQ
৬৭. ছুঁচালো চোখের মণি কাঁটার মতো বিঁধে যায় তার মুখে-কার চোখের মণির কথা বলা হয়েছে?
ক. মিলিটারির খ. ইসহাকের
গ. প্রিন্সিপালের ঘ. মিন্টুর
উত্তর: ক. মিলিটারির।
৬৮. নুরুল হুদা বাস থেকে কোথায় নামে?
ক. আসাদগেট খ. নীলক্ষেত
গ. নিউমার্কেট ঘ. ঢাকা কলেজের গেট
উত্তর: গ. নিউমার্কেট।
৬৯. প্রিন্সিপালের সিংহাসন-মার্কা চেয়ারে কে বসে রয়েছে?
ক. প্রিন্সিপাল নিজে খ. জাঁদরেল টাইপের এক মিলিটারি পাণ্ডা
গ. আকবর সাজিদ ঘ. মিসক্রিয়ান্টদের নেতা
উত্তর: খ. জাঁদরেল টাইপের এক মিলিটারি পাণ্ডা।
৭০. জাঁদরেল মিলিটারি পাণ্ডাকে দেখে প্রিন্সিপালের কালো মুখটা কেমন হয়?
ক. লাল খ. নীল
গ. বেগুনি ঘ. ফেকাসে
উত্তর: গ. বেগুনি।
৭১. সেনাবাহিনীকে নিয়ে মজা করে শায়েরি করা খুব বড়ো অপরাধ-মিলিটারি এ কথাটি কাকে বলে?
ক. প্রিন্সিপালকে খ. আকবর সাজিদ
গ. নুরুল হুদাকে ঘ. আব্দুস সাত্তার মৃধাকে
উত্তর: ক. প্রিন্সিপালকে।
৭২. সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে তাহলে তার কপালের লিখন কে জানে?
ক. আল্লাহ খ. আল্লাহ আর মিলিটারি
গ. মিলিটারি ঘ. ইসহাক
উত্তর: খ. আল্লাহ আর মিলিটারি।
৭৩. কোন দুজনের চোখ বেঁধে দেওয়া হয়েছিলো?
ক. নুরুল হুদা ও প্রিন্সিপালের খ. নুরুল হুদা ও আব্দুস সাত্তার মৃধার
গ. প্রিন্সিপাল ও আকবর সাজিদের ঘ. প্রিন্সিপাল ও আবদুস সাত্তার মৃধাকে
উত্তর: খ. নুরুল হুদা ও আব্দুস সাত্তার মৃধার।
৭৪. কিছুদিন আগে কলেজে মোট কতটি আলমারি কেনা হয়েছে?
ক. পাঁচটি খ. তিনটি
গ. দশটি ঘ. বারোটি
উত্তর: গ. দশটি।
৭৫. কলেজের জন্য কেনা আলমারিগুলো কোন গাড়ি করে নিয়ে আসা হয়?
ক. ট্রাক খ. পিকআপ
গ. ঠেলাগাড়ি ঘ. বাস
উত্তর: গ. ঠেলাগাড়ি।
৭৬. মিসক্রিয়ান্টরা কলেজে কি বেশে ঢুকেছিল?
ক. ফকিরের ছদ্মবেশে খ. কুলির ছদ্মবেশে
গ. পাগলের ছদ্মবেশে ঘ. দরবেশের ছদ্মবেশে
উত্তর: খ. কুলির ছদ্মবেশে।
৭৭. মিসক্রিয়ান্ট কুলি গাঙের সক্রিয় সদস্য হিসেবে তারা কার নাম বলেছে?
ক. প্রিন্সিপাল ড. আফাজ আহমদের নাম খ. নুরুল হুদার নাম
গ. মিন্টুর নাম ঘ. আব্দুস সাত্তার মৃধাকে
উত্তর: খ. নুরুল হুদার নাম।
৭৮. কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারি সাজানোর সময় কোন ঋতু চলছিল?
ক. গ্রীষ্ম খ. বর্ষা
গ. শরৎ ঘ. হেমন্ত
উত্তর: খ. বর্ষা।
৭৯. বর্ষাকালই তো জুৎ-কথাটি কে বলে?
ক. একটি কুলি খ. নুরুল হুদা
গ. স্টাফরুমের কলিগ ঘ. মিন্টু
উত্তর: ক. একটি কুলি।
৮০. বাংলার বর্ষা তো শালারা জানে না। রাশিয়ায় ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুল-কথাটি কে বলেছিল?
ক. এক কুলি খ. স্টাফরুমের কলিগ
গ. ছদ্মবেশি ছেলে ঘ. মিন্টু
উত্তর: খ. স্টাফরুমের কলিগ।
৮১. মিলিটারি নুরুল হুদাকে একই প্রশ্ন করে জবাব না পেয়ে কি করে?
ক. তাকে থাপ্পড় মারে খ. তার মুখে ঘুষি মারে
গ. তাকে দুধ-পাউরুটি খাওয়ায় ঘ. তাকে চাবুক মারে
উত্তর: খ. তার মুখে ঘুুষি মারে।
৮২. মিসক্রিয়ান্টদের আস্তানা জানা আছে কিনা এ প্রসঙ্গে ফের জিজ্ঞেস করলে নুরুল হুদা কি উত্তর দেয়?
ক. জানি না খ. না
গ. হ্যাঁ ঘ. জি হুজুর
উত্তর: গ. হ্যাঁ।
৮৩. মিসক্রিয়ান্টদের ঠিকানা বলে দেওয়ার কথায় নুরুল হুদাকে মিলিটারিরা কি খাওয়ায়?
ক. দুধ-কলা খ. পাউরুটি-দুধ
গ. দুধ-ভাত ঘ. দই-চিঁড়া
উত্তর: খ. পাউরুটি-দুধ।
৮৪. নুরুল হুদার বেঁটেখাটো শরীরটাকে মিলিটারিরা কি করে?
ক. পিটিয়ে লম্বা করে খ. গরম পানিতে ডোবায়
গ. ছাঁদে লাগানো আংটার সঙ্গে ঝুলিয়ে দেয় ঘ. ফাঁসি দেয়
উত্তর: ছাঁদে লাগানো আংটার সঙ্গে ঝুলিয়ে দেয়।
৮৫. সপাৎ সপাৎ চাবুকের বাড়ি নুরুল হুদার কাছে কি মনে হয়?
ক. যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের উপর খ. যেন টিনের চালে বৃষ্টি শব্দ
গ. নৃপুরের নিক্বণ ঘ. মিসক্রিয়ান্টদের মিছিল ও গোলাবারুদ
উত্তর: ক. যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের উপর।
৮৬. রেইকোট গল্পে প্রিন্সিপালের নাম কি?
ক. ড. আফাজ আহমদ খ. ড. আফাজ আহমদ
গ. ড. আকবর সাজিদ ঘ. ড. আফজালুর রহমান
উত্তর: ক. ড. আফাজ আহমদ।
৮৭. রেইকোট গল্পের প্রিন্সিপালকে কোন গালিটা দেওয়া যায়?
ক. তুই অশিক্ষিত খ. তুই বজ্জাত
গ. তুই মর ঘ. তুই রাজাকার
উত্তর: ঘ. তুই রাজাকার।
৮৮. রেইনকোট গল্পে রেইনকোট কীরুপ তাৎপর্য বহন করে?
ক. অন্তর্নিহিত খ. বাস্তব
গ. প্রতীকি ঘ. বিশেষ
উত্তর: গ. প্রতীকি।
৮৯. আখতারুজ্জামান ইলিয়াস রচিত রেইনকোট গল্পটি কোন প্রেক্ষাপটে রচিত?
ক. ঊনসত্তরের গণঅভ্যুত্থান খ. ভাষা আন্দোলন
গ. একাত্তরের মুক্তিযুদ্ধ ঘ. সিপাহি বিদ্রোহ
উত্তর: গ. একাত্তরের মুক্তিযুদ্ধ।
৯০. রেইনকোট গল্প অনুযায়ী শনিবারে শুরু হওয়া বৃষ্টির স্থায়িত্বকাল কত?
ক. এক দিন খ. তিন দিন
গ. পাঁচ দিন ঘ. সাত দিন
উত্তর: ঘ. সাত দিন।
৯১. রেইনকোট গল্পে উও আপ হি কহ সাকতা-উক্তিটি কে করেছিলো?
ক. মিলিটারি খ. ইসহাক
গ. কর্নেল ঘ. আকবর
উত্তর: খ. ইসহাক।
৯২. রেইনকোট গল্পে পাকিস্তানের জন্য দিনরাত কে দোয়া দরুদ পড়ে?
ক. ইসহাক খ. প্রিন্সিপাল
গ. আসমা ঘ. মিন্টু
উত্তর: খ. প্রিন্সিপাল।
৯৩. মিসিক্রিয়ান্ট অর্থ দুস্কৃতকারী কি অর্থে?
ক. সাধারণ অর্থে খ. উচ্চ অর্থে
গ. সঠিক অর্থে ঘ. হেয় অর্থে
উত্তর: ঘ. হেয় অর্থে।
৯৪. মিলিটারিরা নুরুল হুদাকে ধরে নিয়ে গিয়ে প্রথমে কি বিষয়ে প্রশ্ন করে?
ক. বাড়ির বিষয়ে খ. কলিগদের বিষয়ে
গ. কলেজের কেনা আলমারির বিষয়ে ঘ. শালা মিন্টুর পোশাক বিষয়ে
উত্তর: গ. কলেজের কেনা আলমারির বিষয়ে।
৯৫. আসমার যদি এতই সাহস তো সেও ভাইয়ের সাথে কোমর বাঁধল না কেন?- এখানে কোমর বাঁধা দ্বারা কি বোঝানো হয়েছে?
ক. শাড়ি আঁটসাঁট করে পরা খ. শাড়ি ঢিলেঢালা করে পরা
গ. যুদ্ধে ঝাঁপিয়ে পড়া ঘ. কোমর শক্ত করে বাঁধা
উত্তর: গ. যুদ্ধে ঝাঁপিয়ে পড়া।
৯৬. রেইনকোট গল্পে কার ঠাট্টা ও প্রশংসা বোঝা শক্ত?
ক. আকবর সাজিদ খ. ড. আফাজ
গ. কর্নেল সাহেব ঘ. নুরুল হুদা
উত্তর: ক. আকবর সাজিদ।
৯৭. রেইনকোট গল্পের প্রিন্সিপালের মুখের রঙ পরিবর্তিত হয়ে উঠল কেন?
ক. খুশিতে খ. ভয়ে
গ. উত্তেজনায় ঘ. দুশ্চিন্তায়
উত্তর: খ. ভয়ে।
৯৮. রেইকোট গল্পে মিন্টু মগবাজারের দুই কামরার ফ্ল্যাট থেকে কত তারিখে চলে যায়?
ক. ২৩ জুন খ. ২৪ জুন
গ. ২৫ জুন ঘ. ২৬ জুন
উত্তর: ক. ২৩ জুন।
৯৯. রেইনকোট বর্তমানে বাংলাদেশের
ক. প্রতিবিম্ব খ. প্রতিচ্ছবি
গ. চেতনা ঘ. রক্ষণশীলতা
উত্তর: গ. চেতনা।
১০০. রেইকোট গল্পের উৎস কি?
ক. জাল স্বপ্ন স্বপ্নের জাল খ. খোয়াবনামা
গ. অন্যঘরে অন্য স্বর ঘ. দোজখের ওম
উত্তর: ক. জাল স্বপ্ন স্বপ্নের জাল।
১০১. রেইকোট গল্পটি রচিত কোন সময়ের ঘটনা নিয়ে
ক. মুক্তিযুদ্ধের প্রথম পর্যায় খ. মুক্তিযুদ্ধের মাঝামাঝি পর্যায়
গ. মুক্তিযুদ্ধের শেষ পর্যায় ঘ. সমগ্র যুদ্ধকালীন সময়
উত্তর: গ. মুক্তিযুদ্ধের শেষ পর্যায়।
১০২. দরজা খুলতেই কে প্রবেশ করল?
ক. মিলিটারি খ. নুরল হুদা
গ. প্রিন্সিপাল ঘ. পিয়ন
উত্তর: ঘ. পিয়ন।
১০৩. রেইনকোট গল্পে পিয়নকে দেখে সবাই তটস্থ হয় কেন?
ক. রাজাকার বলে খ. মিলিটারির ভয়ে
গ. প্রিন্সিপাল সাহেব ডেকেছেন বলে ঘ. কোন নতুন খবর দেবে বলে
উত্তর: গ. প্রিন্সিপাল সাহেব ডেকেছেন বলে।
১০৪. রেইনকোট গল্পে গেরিলা আক্রমনে কি ধ্বংস হয়?
ক. প্রিন্সিপালের কোয়ার্টার খ. টেনিস লন
গ. কলেজের জিমন্যাশিয়াম ঘ. বৈদ্যুতিক ট্রান্সফর্মার
উত্তর: বৈদ্যুতিক ট্রান্সফর্মার।
১০৫. রেইকোট গল্পে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর কে?
ক. কর্নেল খ. মুক্তিবাহিনী
গ. প্রেসিডেন্ট ঘ. মিলিটারি
উত্তর: গ. প্রেসিডেন্ট।
১০৬. রাতে দুই-চারবার গুলির আওয়াজ না শুনলে ঘুম হয় না কার?
ক. নুরুল হুদার খ. মিন্টুর
গ. আসমার ঘ.ইকবালের
উত্তর: গ. আসমার
১০৭. তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। কাকে উদ্দেশ্য করে আসমা উক্তিটি করে?
ক. নুরুল হুদাকে খ. কর্নেলকে
গ. প্রিন্সিপালকে ঘ. ইকবালকে
উত্তর: ক. নুরুল হুদাকে।
১০৮. রেইনকোট গল্পে মিন্টু কে?
ক. নুরুল হুদার ভাই খ. আসমার ভাই
গ. কলেজশিক্ষক ঘ. পিয়ন
উত্তর: খ. আসমার ভাই।
১০৯. রেইনকোট গল্পে উল্লেখিত বর্ষাকালেই তো জুৎ। কথাটি কি প্রকাশ পেয়েছে?
ক. বর্ষার প্রতি অনুরাগ খ. কার্য উদ্ধারের অনুকূল পরিবেশ
গ. নদীতে জলবৃদ্ধি ঘ. বর্ষার বিপজ্জনক পরিস্থিতি
উত্তর: খ. কার্য উদ্ধারের অনুকূল পরিবেশ।
১১০. রেইনকোট গল্পে ছোট মামা কে?
ক. ইসহাক খ. ইকরাম
গ. মিন্টু ঘ. আরমান
উত্তর: গ. মিন্টু।
১১১. রেইনকোটটা খুলে ফেললেও নুরুল হুদার শরীরে রেইনকোটের কি অনুভূত হয়?
ক. শীতলতা খ. ওম
গ. ভেজা গন্ধ ঘ. পুরনো গন্ধ
উত্তর: খ. ওম।
আরো পড়ুন: সিরাজউদ্দৌলা নাটকের MCQ
১১২. রেইনকোট গল্পটি প্রকাশিত হয়?
ক. ১৯৯২ সালে খ. ১৯৯৩ সালে
গ. ১৯৯৪ সারে ঘ. ১৯৯৫ সালে
উত্তর: ঘ. ১৯৯৫ সালে।
১১৩. রেইনকোট গল্প কোন দৃষ্টিকোণ থেকে বর্ণিত হয়েছে?
ক. চরিত্রের দৃষ্টিকোণ খ. ইসহাকের দৃষ্টিকোণ
গ. স্বার্থলোভীর দৃষ্টিকোণ ঘ. সর্বজ্ঞ দৃষ্টিকোণ
উত্তর: ক. চরিত্রের দৃষ্টিকোণ।
১১৪. রেইনকোট গল্পে রেডিও টেলিভিশনে হরদম কি বলেছিলো?
ক. মুক্তি নিশ্চিত খ. সিচুয়েশন হট
গ. দেশ স্বাধীন ঘ. সিচুয়েশন নর্মাল
উত্তর: ঘ. সিচুয়েশন নর্মাল।
১১৫. রেইনকোট গল্পে মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকে কলেজের সবাই কাকে দেখে তটস্থ?
ক. কর্নেলকে খ. প্রিন্সিপালকে
গ. ইসহাককে ঘ. ইকবালকে
উত্তর: গ. ইসহাককে।
১১৬. মিলিটারির ভয়ে আবিদ বাইরে বের হয় না, সারাদিন সূরা পাঠ করে- আবিদের সঙ্গে কার মিল রয়েছে?
ক. আফাজ আহমদ খ. নুরুল হুদা
গ. আকবর সাজিদ ঘ. আলী কবির
উত্তর: খ. নুরুল হুদা।
১১৭. ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রুপে সে ভ্যাবাচ্যাকা খায়। উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে?
ক. প্রিন্সিপাল খ. পিয়ন
গ. নুরুল হুদা ঘ. মিন্টু
উত্তর: গ. নুরুল হুদা।
১১৮. রেইনকোট গল্পে নুরুল হুদা কোন কলেজের প্রভাষক?
ক. রাজশাহী কলেজ খ. ঢাকা কলেজ
গ. নটর ডেম কলেজ ঘ. তেজগাঁও কলেজ
উত্তর: খ. ঢাকা কলেজ।
১১৯. বাস থামার সঙ্গে সঙ্গে তিনটি ক্রিমিনাল নেমে পড়ে কেন?
ক. ভয়ে খ. বন্ধুর জন্য
গ. কাজের প্রয়োজনে ঘ. মিলিটারির ইচ্ছায়
উত্তর: ক. ভয়ে।
১২০. মুক্তিযুদ্ধে মিলিটারিদের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
ক. মহত্ব খ. আধিপত্য
গ. পৈশাচিক আচরণ ঘ. দেশপ্রেম
উত্তর: গ. পৈশাচিক আচরণ।
১২১. রেইনকোট গল্পে রেইনকোটটির প্রকৃত মালিকের নাম কি?
ক. নুরুল হুদা খ. মিন্টু
গ. ইসহাক মিয়া ঘ. আব্দুস সাত্তার
উত্তর: খ. মিন্টু।
১২২. মিলিটারির তৎপরতায় অভিভূত কে?
ক. আকবর সাজিদ খ. ড. আফাজ
গ. ইসহাক ঘ. ইকবাল
উত্তর: খ. ড. আফাজ।
১২৩. ইসহাক মিয়া নাশতার আমন্ত্রণ ফিরিয়ে দেন কেন?
ক. তাড়া আছে বলে খ. মিলিটারির ভয়ে
গ. মুক্তিবাহিনীর ভয়ে ঘ. মিন্টুর ভয়ে
উত্তর: ক. তাড়া আছে বলে।
১২৪. সাবভার্সিভ অ্যাকটিভিটিজ বলতে কি বোঝায়?
ক. যুদ্ধবিরোধী কার্যক্রম খ. রাষ্ট্রবিরোধী কার্যক্রম
গ. মানবতাবিরোধী কার্যক্রম ঘ. গণতন্ত্রবিরোধী কার্যক্রম
উত্তর: খ. রাষ্ট্রবিরোধী কার্যক্রম।
১২৫. রেইনকোট গল্পে নুরুল হুদা কুলিদের কাছাকাছি গিয়েছিল কেন?
ক. অধ্যক্ষ কর্তৃক তার উপর দায়িত্ব পড়েছিলো বলে খ. গেরিলা বাহিনীর সঙ্গে তার গোপন আঁতাত ছিল বের গ. গেরিলাদের কাছে রেকির সংবাদ পরিবেশন করবে বলে ঘ. স্বপ্রণোদিত হয়েই তাদের কাছে গিয়েছিলো।
উত্তর: ক. অধ্যক্ষ কর্তৃক তার উপর দায়িত্ব পড়েছিলো বলে।
১২৬. আসমার ছেলের বয়স কত বছর?
ক. ৪ বছর খ. ৫ বছর
গ. ৬ বছর ঘ. ৭ বছর
উত্তর: খ. ৫ বছর।
১২৭. রেইনকোট গল্পে মসজিদের মাইক্রোফোন অকেজো ছিল কেন?
ক. কর্নেলের হুকুমে খ. নষ্ট হওয়ায়
গ. গুলি লেগেছিলো ঘ. বিদ্যুৎ না থাকায়
উত্তর: ঘ. বিদ্যু না থাকায়।
১২৮. কুলিরা ছিল ছদ্মবেশি মিসক্রিয়েন্ট-কে বলেছিলো?
ক. উৎসাহিত মিলিটারি খ. নুরুল হুদা
গ. প্রিন্সিপাল ঘ. আবদুস সাত্তার মৃধা
উত্তর: ক. উৎসাহিত মিলিটারি।
১২৯. রেইনকোট গল্পের প্রিন্সিপালের ক্ষেত্রে নিচের কোন শব্দটি প্রযোজ্য?
ক. দেশপ্রেমিক খ. সমাজসচেতন
গ. অহংকারী ঘ. সুবিধাবাদী
উত্তর: ঘ. সুবিধাবাদী।
১৩০. রেইনকোট গল্পের মূল বিষয়বস্তু কি?
ক. পাক হানাদার বাহিনীর নৃশংসতা খ. মুক্তিযোদ্ধাদের অদম্য শক্তি সাহস
গ. মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর আস্থা ঘ. যুদ্ধকালীন অবরুদ্ধ মানুষের উৎকন্ঠা
উত্তর: খ. মুক্তিযোদ্ধাদের অদম্য শক্তি সাহস।
১৩১. রেইনকোট গল্পে কোন শব্দের বহুল ব্যবহার লক্ষণীয়?
ক. আরবি খ. ফারসি
গ. উর্দু ঘ. ইংরেজি
উত্তর: গ. উর্দু।
১৩২. রেইনকোট গল্পে মিলিটারিদের শহিদ মিনার হটানোর পরামর্শের মধ্য দিয়ে প্রিন্সিপালের কোন চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
ক.সচেতনতা খ. প্রতিবাদী
গ. তোষামোদী ঘ. চতুরতা
উত্তর: গ. তোষামোদী।
১৩৩. রেইনকোট গল্পে পাকিস্তানের শরীরের কাঁটা বলা হয়েছে কাকে?
ক. মুক্তিবাহিনীকে খ. পুলিশ বাহিনীকে
গ. শহিদ মিনারকে ঘ. প্ল্যাকার্ডকে
উত্তর: গ. শহিদ মিনারকে।
১৩৪. পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছে। রেইনকোট গল্পে নুরুল হুদার এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে?
ক. পিয়নের প্রতি কৃতজ্ঞতা খ. পিয়নের প্রতি ভালোবাসা
গ. সংশয় কেটে যাওয়ার আনন্দ ঘ. বিপদ কেটে যাওয়ার আনন্দ
উত্তর: গ. সংশয় কেটে যাওয়ার আনন্দ।
১৩৫. ইলেকট্রিক ট্রান্সফর্মারটি কিসের দেওয়াল ঘেঁষে ছিল?
ক. কলেজের সামনের খ. কলেজের পিছনের
গ. বাড়ির সামনের ঘ. বাড়ির পিছনের
উত্তর: ক. কলেজের সামনের।
১৩৬. রেইনকোট গল্পে সেনাবাহিনীর তৎপরতা নিয়ে ঠাট্টামশকরা করে কে?
ক. আলী কবির খ. প্রিন্সিপাল
গ. আব্দুস সাত্তার ঘ. আকবর
উত্তর: খ. প্রিন্সিপাল।
১৩৭. রেইনকোট গল্পে টুপিতে কোন তেজ আছে বলে ইঙ্গিত রয়েছে?
ক. মুক্তিযোদ্ধার তেজ খ. মিলিটারির তেজ
গ. অন্যায়ের তেজ ঘ. সন্ত্রাসীর তেজ
উত্তর: ক. মুক্তিযোদ্ধার তেজ।
১৩৮. প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়-এ কথার সঙ্গে সাদৃশ্যপূর্ণ প্রেক্ষাপটটি
i. নুরুল হুদার নীরব প্রতিবাদ
ii. চাবুকের বাড়িতে তুচ্ছ করা
iii. অন্যায়ের কাছে নুরুল হুদার মাথা নত না করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
১৩৯. কলেজের দেওয়ালের পর রয়েছে
i. বাগান
ii. টেনিস লন
iii. পুকুর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।
১৪০. রেইনকোট গল্পে পাকিস্তানের যেসব অন্যায় কাজের কথা উল্লেখ করা হয়েছে?
i. মানুষ মেরে সাফ করে দেওয়া
ii. বাড়িঘর জ্বালিয়ে দেওয়া
iii. ১৪৪ ধারা জারি করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।
১৪১. রেইনকোট গল্পে উল্লেখিত মিলিটারির বিভিন্ন গুষ্টি হলো
i.পাঞ্জাব আর্টিলারি
ii. কমান্ডো ফোর্স
iii. মিলিটারি পুলিশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
১৪২. ক্রাক-ডাউনের রাতে নুরুল হুদা পরিবারের কারও ঘুম না হওয়ার কারন
i. ট্যাংকের হুঙ্কার
ii. স্টেনগানের শব্দ
iii.মানুষের কাতরানি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
১৪৩. পাকিস্তান যদি বাঁচাতে হয় তো স্কুল কলেজ থেকে শহিদ মিনার হটাও। প্রিন্সিপাল উক্তিটি করেছিলেন কেন?
i. মিলিটারিদের চোখে নিজেকে ভালো করার জন্য
ii. তোষামোদরে জন্য
iii. বাংলা ভাষাকে ধ্বংস করার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।
১৪৪. রেইনকোট গল্পে প্রিন্সিপাল চরিত্র সমন্ধে কি বলা যেতে পারে?
i. ভিতু
ii. দেশবিরোধী
iii.তোষামুদে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii।
১৪৫. রেইনকোট গল্পে প্রকাশিত হয়েছে?
i. অনুভূতির তীব্রতা
ii. আবেগের তীব্রতা
iii. দেশপ্রেম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
১৪৬. রেইনকোট মূলত
i. মুক্তিযুদ্ধের প্রেরণার প্রতীক
ii. অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক
iii. প্রতিবাদ ও সাহসের প্রতীক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
ইসলাম সাহেব একজন স্কুল শিক্ষক। যুদ্ধের সময় তার সাথে মুক্তিযোদ্ধাদের যোগাযোগ হতো। তিনি মিলিটারির হাতে ধরা পরার পর অনেক অত্যাচারেও স্বীকার করেননি যে, তার সাথে মুক্তিযোদ্ধাদের যোগযোগ আছে ও তাদের আস্তানা তিনি চেনেন।
১৪৭. উদ্দীপকের ইসলাম সাহেবের সাথে নৈকট্য রয়েছে?
ক. নুরুল হুদা খ. আফাজ আহমদ
গ. আকবর সাজিদ ঘ. আব্দুস সাত্তার মৃধা
উত্তর: ক. নুরুল হুদা।
১৪৮. উদ্দীপকের চরিত্রে প্রকাশ পেয়েছে
i. দেশপ্রেম
ii. নির্ভীকতা
iii. অসীম সাহসিকতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
জ্ঞানমূলক প্রশ্নোত্তর
- রেইনকোট গল্পের লেখক কে?
- উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস।
- কে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে?
- উত্তর: পিয়ন ইসহাক।
- রেইনকোট গল্পে বৃষ্টি শুরু হয় কখন?
- উত্তর: ভোররাত থেকে।
- বৃষ্টির মেয়াদ কত দিন স্থায়ী ছিল?
- উত্তর: তিন দিন।
- গল্পের বর্ণনা অনুসারে বুধের সকালে জল নামলে কি হয়?
- উত্তর: বুধের সকালে নামল জল, বিকালে মেঘ কয় এবার চল।
- রাস্তায় বেরোলে নুরুল হুদা সবসময় কি রেডি রাখেন?
- উত্তর: পাঁচ কালিমা।
- দরজার কপাট খুলতেই নুরুল হুদার ঘরে কে প্রবেশ করল?
- উত্তর: প্রিন্সিপালের পিয়ন।
- কলেজের জিমন্যাশিয়ামে এখন কারা অবস্থান করে?
- উত্তর: পাকিস্তানি মিলিটারি।
- মিলিটারি আসার পর কলেজের সবাই কেমন থাকে?
- উত্তর: মিলিটারি আসার পর কলেজের সবাই তটস্থ থাকে।
- পাকিস্তানের জন্য প্রিন্সিপাল কি করছেন?
- উত্তর: দিনরাত দোয়া দরুদ পড়ছেন।
- পাকিস্তানের ভালোর জন্য কলিগদের গালাগালি করেন কে?
- উত্তর: প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমদ।
- আসমা কোন দিক থেকে গুলির আওয়াজ শুনতে পেয়েছে/
- উত্তর: মিরপুর ব্রিজ থেকে।
ইসহাককে কেন মিলিটারির কর্নেল বললেও চলে
উর্দুতে কথা বলা এবং পাকিস্তানি সেনাদের সহযোগিতা করার কারণে ইসহাককে কর্নেল বললেও চলে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিদের ভয়ে বাঙালিরা সব সময় তটস্থ থাকত। পাকিস্তানের সমর্থক হলেই সে যে শ্রেণি-পেশারই হোক না কেন, বাঙালির উপর তার ক্ষমতার অপব্যবহার শুরু করেছে এবং তার সেই অপকর্মের সমর্থন করেছে পাকিস্তান সরকার। রেইনকোট গল্পের প্রিন্সিপালের সামান্য পিয়ন ইসহাক উর্দু বলতে পারায় এবং পাকিস্তানের ঘোর সমর্থক হওয়ায় তার ভয়েও সবাই ভীত হয়ে থাকত। তাই বলা হয়েছে, ইসহাককে মিলিটারির কর্নেল বললেও চলে।
মিলিটারি বলতে কাদের বোঝানো হয়েছে
মিলিটারি বলতে তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনীকে বোঝানো হয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হাানাদার বাহিনী এ দেশের নিরীহ-নিরস্ত্র মানুষের উপর অতর্কিত হামলা চালায়। এই হামলাকারী বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীকেই মিলিটারি হিসেবে বোঝানো হয়েছে।
রেইনকোট বলতে কি বুঝায়
রেইনকোট এক ধরনের পোশাক যা বৃষ্টি থেকে শরীরকে রক্ষা করার জন্য পরিধান করা হয়। রেইনকোট অনেকটা মিলিটারির পোশাকের মতো। বিশেষ করে বৃষ্টিভেজা রেইনকোট অবিকল যেন মিলিটারির পোশাক। একাত্তরে এ দেশে মিলিটারি তথা হানাদার বাহিনীর অত্যাচার ছিল, তাই এই পোশাক পরিহিত অবস্থায় কাউকে দেখলে মিলিটারি মনে করে ভয়ে সাধারণ মানুষ পালিয়ে যেত।
এগুলো হলো পাকিস্তানের শরীরের কাাঁটা-উক্তিটি বুঝিয়ে দাও
শহিদ মিনার সম্পর্কে পাকিস্তানি মিলিটারির বড় কর্তাদের ধারণা দিতে গিয়ে প্রশ্নোক্ত উক্তিটি করেন প্রিন্সিপাল সাহেব। প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমদ পাকিস্তানি সেনাবাহিনীর দোসর হিসেবে কাজ করতেন। নানা বুদ্ধি-পরামর্শ দিয়ে তিনি তাদের সাহায্য করার চেষ্টা করতেন। তিনি জানতেন দেশের শহিদ মিনারগুলো বাঙালির জাতীয় চেতনার প্রতীক। তাই তিনি পাকিস্তানি মিলিটারির বড় কর্তাদের কাছে সবিনয়ে বলেছিলেন, পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা। উক্ত কথার মাধ্যমে তার দেশ ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার ঘৃণ্য দিকটি প্রকাশিত হয়েছে।
উপসংহার
প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে রেইনকোট গল্পের (MCQ) সহ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েছেন এবং উপকৃত হতে পেরেছেন। এ রকম আরো তথ্য মূলক পোস্ট পড়তে আমাদের সাথেই থাকুন। আমরা সবসময় পাঠকের চাহিদা অনুযায়ী পোস্ট পাবলিশ করে থাকি। এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url