সিরাজউদ্দৌলা নাটকের (MCQ) বিস্তারিত জেনে নিন
প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে সিরাজউদ্দৌলা নাটকের (MCQ) গুলো বিস্তারিত ভাবে তুলে ধরবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে সিরাজউদ্দৌলা নাটকের (MCQ) গুলো বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
সিরাজউদ্দৌলা ঐতিহাসিক চরিত্র। এ চরিত্র নিয়ে বাংলা ভাষায় বেশ কয়েকটি নাটক লেখা হয়েছে। এসব নাটকের রচয়িতাদের মধ্যে গিরিশচন্দ্র ষোষ, শচীন সেন গুপ্ত এবং সিকানদার আবু জাফর বিশেষভাবে উল্লেখযোগ্য। এরা তিনজন একই চরিত্র ও একই ঐতিহাসিক ঘটনা নিয়ে নাটক লিখলেও চরিত্রচিত্রণ, ঘটনা-বিন্যাস ও উপস্থাপন কৌশল এক নয়। এক জনের সঙ্গে অন্যজনের পার্থক্য বিদ্যমান। এ ভিন্নতার কারণ হতে পারে নাট্যকারের প্রকাশভঙ্গির নিজস্বতা, উপস্থাপন ক্ষমতার তীক্ষ্ণতা, কালের প্রভাব, সমকালীন সমাজের চাহিদা, ঐতিহাসিক শিক্ষার বিকাশ উপযোগিতা।
সিরাজউদ্দৌলা নাটক রচনা প্রসঙ্গে রচয়িতাদের ভিন্ন ভিন্ন মত থেকে এ বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। গিরিশচন্দ্র ঘোষ তাঁর রচিত নাটকের ভূমিকায় লিখেছেন বিদেশী ইতিহাসে সিরাজ চরিত্র বিকৃত বর্ণে চিত্রিত হয়েছে। সুপ্রসিদ্ধ ঐতিহাসিক বিহারীলাল সরকার, শ্রীযুক্ত অক্ষয়কুমার মৈত্রেয়, শ্রীযুক্ত নিখিলনাথ রায়, শ্রীযুক্ত কালীপ্রসন্ন বন্দ্যেপাধ্যায় প্রমুখ শিক্ষিত সুধী অসাধারণ অধ্যবসায় সহকারে বিদেশী ইতিহাস খণ্ডন করিয়া রাজনৈতিক ও প্রজাবৎসল সিরাজের স্বরুপ চিত্র প্রদর্শনে যত্নশীল হন।
সিরাজউদ্দৌলা নাটকের (MCQ
১. মোহাম্মাদি বেগ কত টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিলো?
ক. দশ হাজার খ. আট হাজার
গ. ছয় হাজার ঘ. পাঁচ হাজার
উত্তর: ক. দশ হাজার।
২. স্বার্থাদ্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি বলতে বোঝানো হয়েছে?
ক. সাহসিকতা খ. পলায়নপরতা
গ. ভীরুতা ঘ. নির্দয়তা
উত্তর: ক. সাহসিকতা।
৩. সিকানদার আবু জাফরের পেশা কোনটি?
ক. শিক্ষকতা খ. ওকালতি
গ. ব্যবসা ঘ. সাংবাদিকতা
উত্তর: ঘ. সাংবাদিকতা।
৪. কোনটি সিকানদার আবু জাফর রচিত নাটক নয়?
ক. প্রসন্ন প্রহর খ. শকুন্ত উপাখ্যান
গ. মহাকবি আলাওল ঘ. সিরাজউদ্দৌলা
উত্তর: ক. প্রসন্ন প্রহর।
৫. সিরাজউদ্দৌলা নাটকের নায়ক চরিত্র কোনটি?
ক. মিরজাফর খ. কর্নেল ক্লাইভ
গ. নবাব সিরাজ ঘ. মিরন
উত্তর: গ. নবাব সিরাজ।
৬. সিরাজউদ্দৌলা নাটকের তৃতীয় অঙ্কে মোট কতটি দৃশ্য রয়েছে?
ক. দুইটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
উত্তর: গ. চারটি।
৭. সিরাজউদ্দৌলা নাটকের কোন অঙ্কে সর্বনিম্ন দুইটি দৃশ্য রয়েছে?
ক. চতুর্থ অঙ্কে খ. প্রথম অঙ্কে
গ. তৃতীয় অঙ্কে ঘ. দ্বিতীয় অঙ্কে
উত্তর: ক. চতুর্থ অঙ্কে।
৮. সিরাজউদ্দৌলা নাটকটির বিষয় অনুসারে কোন প্রকৃতির নাটক?
ক. কাল্পনিক খ. ব্যঙ্গাত্মক
গ. বিদ্রুপাত্মক ঘ. ট্রাজেডিধর্মী
উত্তর: ঘ. ট্রাজেডিধর্মী।
১০. সিরাজউদ্দৌলা নাটকে কোন ধরনের সত্যতা খঁজে পাওয়া যায়?
ক. ঐতিহাসিক খ. রাজনৈতিক
গ. সামাজিক ঘ. অর্থনৈতিক
উত্তর: ঐতিহাসিক।
১১. সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের সময়কাল কোনটি?
ক. ১৯৫৭ সাল, ১৯ জুন খ. ১৭৫৬ সাল, ২৫ জুন
গ. ১৭৫৬ সাল, ১৯ জুন ঘ. ১৭৫৫ সাল, ২৮ জুন
উত্তর: গ. ১৭৫৬ সাল, ১৯ জুন।
১২. ডাচ শব্দটি দ্বারা কোন জাতিকে নির্দেশ করে?
ক. ওলন্দাজ বা হল্যান্ডের অধিবাসীদের খ. পর্তুগিজ বা পর্তুগালের অধিবাসীদের
গ. ফরাসিদের ঘ. বাঙালি অধিবাসীদের
উত্তর: ক. ওলন্দাজ বা হল্যান্ডের অধিবাসীদের।
১৩. সিরাজউদ্দৌলা নাটকে কোম্পানি শব্দটি দ্বারা কোন কোম্পানিকে নির্দেশ করে?
ক. মারাঠা বহুজাতিক কোম্পানিকে খ. ফরাসি বহুজাতিক কোম্পানিকে
গ. পর্তুগিজ বহুজাতিক কোম্পনিকে ঘ. ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে
উত্তর: ঘ. ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে।
১৪. যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যেুবরণ, এই আমাদের প্রতিজ্ঞা।-এই সংলাপটি কার?
ক. ওয়াটসনের খ. জর্জ হলওয়েলের
গ. ক্লেটনের ঘ. ক্লাইভের
উত্তর: গ. ক্লেটনের।
১৫. নবাবের পদাতিক বাহিনী কোথাকার রাস্তা দিয়ে চলে এসেছে?
ক. দমদমের সরু রাস্তা দিয়ে খ. শিয়ালদহের মারাঠা খাল পেরিয়ে
গ. ঝাড়খণ্ডের প্রশস্ত রাস্তা দিয়ে ঘ. মুর্শিদাবাদের মূল রাস্তা দিয়ে
উত্তর: ক. দমদমের সরু রাস্তা দিয়ে
আরো পড়ুন: রেইনকোট গল্পের MCQ
১৬. নবাবের গোলন্দাজ বাহিনী কোন খাল পেরিয়ে ইংরেজ দুর্গের দিকে এগিয়ে আসে?
ক. দমদমের খাল খ. শিয়ালদহের মারাঠা খাল
গ. মুর্শিদাবাদের খাল ঘ. উত্তর প্রদেশের খাল
উত্তর: খ. শিয়ালদহের মারাঠা খাল।
১৭. ক্যাপ্টেন মিনচিন দমদমের রাস্তাটা উড়িয়ে দিতে পারেননি। ক্লেটন কেমন স্বরে উক্ত সংলাপটি করে?
ক. নিচু স্বরে খ. উঁচু স্বরে
গ. ক্ষিপ্ত স্বরে ঘ. মধ্যম স্বরে
উত্তর: গ. ক্ষিপ্ত স্বরে।
১৮. কাপুরুষ বেইমান, জ্বলন্ত আগুনের মুখে বন্ধুদের ফেলে পালিয়ে যায়। কাদের উদ্দেশ্য ক্লেটন এই উক্তিটি করেন?
ক. উমিচাঁদ, রাজবল্লভ, মিরমর্দান খ. মিনচিন, ফাকল্যাণ্ড, ম্যানিংহাম
গ. ওয়ালি খান, হলওয়েল, মানিক চাঁদ
উত্তর: খ. মিনচিন, ফ্যাক্যান্ড, ম্যানিংহাম।
১৯. ইংল্যান্ডের বীর সন্তান বলে কে নিজেকে পরিচয় দেয়?
ক. জর্জ হলওয়েল খ. ওয়াটসন
গ. মিনচিন ঘ. ক্লেটন
উত্তর: ক্লেটন।
২০. উইলিয়াম ওয়াটসন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন এলাকার কুঠির পরিচালক ছিল?
ক. বিনোদপুর খ. শিয়ালদহ
গ. কাশিমবাজার ঘ. মতিঝিল
উত্তর: গ. কাশিম বাজার।
২১. আপনি নবাবের সেনাধ্যক্ষ রাজা মানিকচাঁদের কাছে একখানা পত্র লিখে পাঠান। সংলাপটি কাকে উদ্দেশ্য করে কে করেছে?
ক. জর্জকে উমিচাঁদ খ. উমিচাঁদকে জর্জ
গ. ক্লেটনকে উমিচাঁদ ঘ. উমিচাঁদকে হলওয়েল
উত্তর: ঘ. উমিচাঁদকে হলওয়েল।
২২. হলওয়েলের উপাধি সার্জন হলে রজার ড্রেক ও ক্লেটনের উপাধি যথাক্রমে কি কি?
ক. গভর্নর ও ক্যাপ্টেন খ. ক্যাপ্টেন ও নভর্নর
গ. নাবিক ও পদাতিক প্রধান ঘ. সেনাধ্যক্ষ ও কোষাধ্যক্ষ
উত্তর: ক. গভর্নর ও ক্যাপ্টেন।
২৩. ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। উমিচাঁদের এই সংলাপটি কোন প্রকৃতির?
ক. হাস্যরসাত্মক খ. বিদ্রুপাত্মক
গ. ব্যঙ্গাত্মক ঘ. বিয়োগান্তক
উত্তর: খ. বিদ্রুপাত্মক।
২৪. আপনিই এখন কমাণ্ডার ইন-চিফ। উমিচাঁদ কাকে এই কথাটি বলেছেন?
ক. ক্লেটন খ. হলওয়েল
গ. ওয়াটসন ঘ. মিনচিন
উত্তর: খ. হলওয়েল।
২৫. কোম্পানির ঘুষখোর ডাক্তার রাতারাতি সেনাধ্যক্ষ হয়ে বসেছেন। উক্ত সংলাপটি কে করেছেন?
ক. নবাব সিরাজউদ্দৌলা খ. উমিচাঁদ
গ. মিরমর্দান ঘ. জর্জ
২৬. নবাবসৈন্য কলকাতা আক্রমণ করার সঙ্গে রজার ড্রেক প্রাণভয়ে ককুরের মতো ল্যাজ গুটিয়ে পালিয়েছে। সংলাপটি কার?
ক. সিরাজউদ্দৌলার খ. মোহনলালের
গ. মিরমর্দানের ঘ. জগৎশেঠের
উত্তর: ক. সিরাজউদ্দৌলার।
২৭. ইংরেজরা আত্মরক্ষার নামে কোথায় গোপনে অস্ত্র আমদানি করছিল?
ক. মুর্শিদাবাদে খ. কাশিমবাজারে
গ. কলকাতায় ঘ. মতিঝিল
উত্তর: খ. কাশিমবাজারে।
২৮.কাশিম বাজারের ইংরেজ কুঠি জ্বালিয়ে দেওয়া হয় কার হুকুমে?
ক. মোহনলালের খ. নবাব সিরাজউদ্দৌলার
গ. রায়দুর্লভের ঘ. রাইসুল জুহালার
উত্তর: খ. সিরাজদৌলার।
২৯. নবাবের নিষেধ অগ্রাহ্য করে কাকে কাকে ড্রেক আশ্রয় দেয়?
ক. মিরজাফরকে খ. মিরমর্দানকে
গ. কৃষ্ণবল্লভকে ঘ. রায়দুর্লভকে
উত্তর: গ. কৃষ্ণবল্লভকে।
৩০. নবাব আলিবর্দি আমাদের বাণিজ্য করার অনুমতি দিয়েছেন। সিরাজকে উদ্দেশ্য করে কে এই সংলাপটি করেন?
ক. ক্লেটন খ. মিনচিন
গ. হলওয়েল ঘ. ক্লাইভ
উত্তর: গ. হলওয়েল।
৩১. ফরাসিরা ডাকাত। আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি, কেমন? উক্তিটি কার?
ক. নবাব সিরাজ খ. নবাবের সেনাধ্যক্ষ
গ. মোহনলাল ঘ. স্রাঁফে
উত্তর: ক. নবাব সিরাজ
৩২. গভর্নর ড্রেকের বাড়িটা কামানোর গোলায় উড়িয়ে নিশ্চিহ্ন করে দিন। সিরাজউদ্দৌলা কাকে এই নির্দেশ দেন?
ক. মাকিকচাঁদকে খ. রায়দুর্লভকে
গ. মিরমর্দানকে ঘ. উমিচাঁদকে
উত্তর: খ. রায়দুর্লভকে।
৩৩. ক্লেটন, জর্জ, হলওয়েল এরা সম্মিলিতভাবে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় কোথায়?
ক. কাশিমবাজার কুঠিতে খ. চন্দননগর দুর্গে
গ. পলাশি আম্রকাননে ঘ. ফোর্ট উইলিয়াম দুর্গে
উত্তর: ঘ. ফোর্ট উইলিয়াম দুর্গে।
৩৪. মিরজাফরের প্রকৃত নাম কি?
ক. মিরজাফর খান খ. জাফর আলি খান
গ. মিরজাফর আলি খান ঘ. মির্জা জাফর খান
উত্তর: গ. মিরজাফর আলি খান।
৩৫. মিরজাফর ভারতবর্ষে আসেন কোথা থেকে?
ক. ইরাক থেকে খ. চীন থেকে
গ. পারস্য থেকে ঘ. পর্তুগাল থেকে
উত্তর: গ. পারস্য থেকে।
৩৬. সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যের শুরুতে কোন সময়ে উল্লেখ আছে?
ক. ১৭৫৬ সাল, ২৭ জুন খ. ১৭৫৭ সাল, ২৩ জুন
গ. ১৭৫৬ সাল, ৩ জুলাই ঘ. ১৯৫৬ সাল ১৩ জুলাই
উত্তর: ১৭৫৬ সাল, ৩ জুলাই।
৩৭. কলকাতা থেকে নবাবের তাড়া খেয়ে ইংরেজরা আস্তানা গেড়েছে কোথায়?
ক. ভাগীরথী নদীর বুকে ফোর্ট উইলিয়াম জাহাজে খ. পাটনায়
গ. কাশিমবাজারে তাদের নিজেদের দুর্গে ঘ. নবাবের আয়ত্তের বাইরে পারস্য অঞ্চল
উত্তর: ক. ভাগীরথী নদীর বুকে ফোর্ট উইলিয়াম জাহাজে।
৩৮. এত অল্পে অধৈর্য হলে চলবে না কথাটি কিলপ্যাট্রিক কার উদ্দেশে বলেন?
ক. ড্রেক খ. মার্টিন
গ. হ্যারি ঘ. জর্জ
উত্তর: গ. হ্যারি।
৩৯. ঘুষের অঙ্ক বেশি মোটা হবার ফলেই নবাবের ধমকানি সত্ত্বেও ত্যাগ করতে পারেননি মি. ড্রেক। হ্যারির উক্ত সংলাপের মধ্যে দিয়ে ড্রেকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
ক. পরোপকারি মনোভাব খ. ক্ষমতালোভী মনোভাব
গ. অর্থলোভী মনোভাব ঘ. বিদ্বেষমূলক মনোভাব
উত্তর: গ. অর্থলোভী মনোভাব।
৪০. তোমরা কোম্পানির সত্তর টাকা বেতনের কর্মচারী। কিলপ্রাট্রিক কাকে উদ্দেশ্য করে এ সংলাপটি করেন?
ক. হ্যারি খ. ড্রেক
গ. মার্টিন ঘ. হলওয়েল
উত্তর: ক. হ্যারি।
৪১. ছাই হচ্ছে। রোজই শুনছি কিছু একটা হচ্ছে। এদিকে দিনের পর দিন একবেলা খেয়ে, প্রায়ই না খেয়ে.... একপ্রস্থ জামাকাপড় সম্বল। রমণীর এই সংলাপে ইংরেজদের কোন চিত্র ফুঠে উঠেছে?
ক. ইংরেজদের দুর্দশার খ. ইংরেজদের ঝগড়াঝাঁটির
গ. ইংরেজদের হতাশার ঘ. কাশিমবাজারে
উত্তর: ক. ইংরেজদের দুর্দশার।
৪২. কোথায় ফিরেই নবাব ইংরেজদের মুক্তি দিয়েছেন বলে হলওয়েল জানান?
ক. কলকাতায় খ. মুর্শিদাবাদে
গ. ফোর্ট উইলিয়াম দুর্গে ঘ. কাশিমবাজারে
উত্তর: খ. মুর্শিদাবাদে।
৪৩. ভাগীরথী নদীতে ইংরেজদের ভাসমান জাহাজে কোন কোন রোগের প্রার্দুভাব দেখা দেয়?
ক. ডায়রিয়া ও জ্বর খ. ম্যালেরিয়া ও যক্ষ্মা
গ. ম্যালেরিয়া ও আমাশয় ঘ. আমাশয় ও জ্বর
উত্তর: গ. ম্যালেরিয়া ও আমাশয়।ৎ
৪৪. ভাগীরথী নদীতে অবস্থানরত ইংরেজদের জাহাজ থেকে কলকাতার দূরত্ব ছিল কত?
ক. প্রায় ত্রিশ কিলোমিটার খ. চল্লিশ কিলোমিটার
গ. চল্লিশ মাইলের ভেতরে ঘ. পঞ্চাশ মাইলের ভেতরে
উত্তর: গ. চল্লিশ মাইলের ভেতরে।
৪৫. বিপদ যদি আসেই, তা হলে তা আসবে কলকাতার দিক দিয়ে গঙ্গার স্রোতে ভেসে। এ ধারণা কার?
ক. হলওয়েলের খ. ড্রেকের
গ. ওয়াটসনের ঘ. কিলপ্যাটিক্রকের
উত্তর: ঘ. কিলপ্যাটিক্রকের।
৪৬. ড্রেকের কাছে লেখা উমিচাঁদের চিঠির মূল বক্তব্য কিসের চিত্র ধরা পড়েছে?
ক. দেশ ও স্বাজাত্যবোধের খ. দেশদ্রোহিতা ও স্বার্থপরতার
গ. উমিচাঁদের অর্থনৈতিক কষ্ট ও দুর্দশার ঘ. নবাবের প্রতি অনুরাগের
উত্তর: খ. দেশদ্রোহিতা ও স্বার্থপরতার।
৪৭. লোকবল বাড়ুক আর না বাড়ুক, আহার্যের অংশীদার বাড়ল তা অবশ্য ঠিক। আলোচ্য সংলাপটি হ্যারি কাদের উদ্দেশ্য উচ্চারণ করেন?
ক. হলওয়েল ও রমণী খ. মার্টিন ও ড্রেক
গ. ক্লেটন ও জর্জ ঘ. ওয়াটসন ও মার্টিন
উত্তর: খ. মার্টিন ও ড্রেক।
৪৮. নারায়ন সিংহ কি ছদ্মনামে ইংরেজদের ষড়যন্ত্রের খবর নবাবকে জানাতেন?
ক. রাইসুল জুহালা খ. রইস উদ্দীন
গ. নারায়ণ প্রতাশ সিংহ ঘ. জুহালা জাবেদ
উত্তর: ক. রাইসুল জুহালা।
৪৯. বিশ্বাসঘাতক ও অর্থলোলুপ মন্ত্রী রাজবল্লভ কোথাকার অধিবাসী ছিলেন?
ক. ঢাকার মতিঝিল এলাকার অধিবাসী খ. মুর্শিদাবাদের অধিবাসী
গ. ঢাকা জেলার বিক্রমপুরের অধিকারী ঘ. লাহোরের অধিবাসী
উত্তর: গ. ঢাকা জেলার বিক্রমপুরের অধিবাসী।
৫০. রায়দুর্লভের পিতার নাম কি?
ক. রাজা রায়বাহাদুর খ. রাজা রাজবল্লভ
গ. রাজা জানকীরাম ঘ. রাজা রামকান্ত রায়
উত্তর: গ. রাজা জানকীরাম।
৫১. মিরন কোন অপরাধে রায়দুর্লভকে মৃত্যেুদেণ্ডে দণ্ডিত করেন?
ক. জমি দখলের অভিযোগে খ. প্রজাদের ওপর অত্যাচারের অভিযোগে
গ. অর্থ আত্মসাতের অভিযোগে ঘ. নবাবের সাথে হাত মেলানোর অভিযোগে
উত্তর: গ. অর্থ আত্মসাতের অভিযোগে।
৫২. সিপাহসালার বলতে কাকে বোঝায়?
ক. কোষাধ্যক্ষকে খ. সৈন্যসামন্তকে
গ. সেনাপতিকে ঘ. গুপ্টচরকে
উত্তর: গ. সেনাপতিকে।
৫৩. নিজেকে খাদেম বলে পরিচয় দেন কে?
ক. মানিকচাঁদ খ. মিরমর্দান
গ. উমিচাঁদ ঘ. হোসেন কুলি খাঁ
উত্তর: গ. উমিচাঁদ।
৫৪. ঘসেটি বেগমের বাড়িতে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রাজবল্লভ, জগৎশেঠ, রায়দুর্লভের কথা বার্তার মাধ্যমে কি প্রকাশ পেয়েছে?
ক. অর্থলোলুপতা খ. সহায়তার মনোভাব
গ. হিংসাত্মক মনোভাব ঘ. বিদ্রোহী মনোভাব
উত্তর: ক. অর্থলোলুপতা।
৫৫. রাইসুল জুহালা কোথায় ছদ্মবেশে নৃত্য পরিবেশন করেন?
ক. ঘসেটি বেগমের বাড়িতে খ. নবাবের প্রাসাদে
গ. মিরজাফরের বাড়িতে ঘ. ইংরেজদের ডেরায়
উত্তর: ক. ঘসেটি বেগমের বাড়িতে।
৫৬. কাকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য নবাব সিরাজউদ্দৌলা মোহনলালের অধীনে সেনাবাহিনী পাঠানোর ব্যবস্থা করেন?
ক. রাজবল্লভকে খ. উমিচাঁদকে
গ. ঘসেটি বেগমকে ঘ. শওকতজঙ্গকে
উত্তর: ঘ. শওকতজঙ্গকে।
৫৭. সিরাজউদ্দৌলা নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যের সময়কাল ও স্থান কোনটি?
ক. ১৭৫৭ সালের ২৩ জুন, পলাশি প্রান্তরে খ. ১৭৫৭ সালের ১০ মার্চ, নবাবের দরবারে
গ. ১৭৫৭ সালের ১০ মার্চ, মুর্শিদাবাদে ঘ. ১৭৭৬ সালের ২৯ জুন, পাটনা
উত্তর: খ. ১৭৫৭ সালের ১০ মার্চ, নবাবের দরবারে।
৫৮. নাকিব কাকে সম্বোধন করে নবাব মনসুর-উল-মুলুক সিরাজউদ্দৌলা শাহকুলি খাঁ মির্জা মুহম্মদ হায়বতজঙ্গ বাহাদুর বলে?
ক. মির্জা মুহম্মদকে ক. আলিবর্দি খাঁ কে
গ. মুর্শিদকুলি খঁকে ঘ. সিরাজউদ্দৌলা কে
উত্তর: ঘ. সিরাজউদ্দৌলাকে।
৫৯. বাংলার প্রজাসাধারণের সুখস্বাচ্ছন্দ্য বিধান করতে পারিনি। নবাবের এ সংলাপের মাধ্যমে কি ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে?
ক. সাহসী খ. সন্ত্রাসী
গ. অপরাধী ঘ. সুবিচেক
উত্তর: গ. অপরাধী।
৬০. কোম্পানির প্রতিনিধির কাছে লবণ বিক্রি করেনি বলে জনৈক প্রজার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে কারা?
ক. উমিচাঁদ খ. মিরজাফর
গ. কোম্পানির ষণ্ডারা ঘ. মিরন
উত্তর: গ. কোম্পানির ষণ্ডারা।
৬১. স্থানীয় লোকজনের তৈরি লবণ ইংরেজরা তিন-চার আনা মণ দরে কিনে কত টাকা মণ দরে বিক্র করে?
ক. আট-দশ আনা খ. দশ-বারো আনা
গ. দুই-তিন টাক ঘ. দুই-আড়াই টাকা
উত্তর: ঘ. দুই-আড়াই টাক।
৬২. বোঝা যতই দুর্বহ হোক, আমি একাই তা বইবার চেষ্টা করবো। নবাবের এ উক্তির মধ্যে দিয়ে কোন ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে?
ক. প্রজাদের কল্যাণ সাধনে যত কষ্টই আসুক নবাব তা মেনে নিবে খ. প্রজাদের বোঝা নবাব নিজে বহন করবেন গ. নবাব শুধু নিজের জন্য চেষ্টা করেবে ঘ. নবাব প্রজাদের কল্যাণে মোটেও চিন্তিত নন
উত্তর: ক. প্রজাদের কল্যাণ সাধনে যত কষ্টই আসুক নবাব তা মেনে নিবে।
৬৩. আমি দেখতে চাই, আমার রাজত্বে হৃদয়হীন জালিমের বিরুদ্ধে অসহায় মজলুম কঠিনতর জালিম হয়ে উঠেছে। এ সংলাপে নবাবের কোন আকাঙ্খা প্রকাশিত হয়েছে?
ক. আমার রাজত্বে জালিমের কোনো স্থান নেই খ. প্রজাদের প্রতি নবাবের গভীর ভালোবাসা সঞ্চারিত হয়েছে গ. নবাব নিজেই জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ঘ. প্রজাদের প্রয়োজনীয় অস্ত্র-মদদ দেবেন নবাব।
উত্তর: খ. প্রজাদের প্রতি নবাবের গভীর ভালোবাসা সঞ্চারিত হয়েছে।
৬৪. ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করেছি, সর্বশক্তি নিয়ে চিরকালের জন্য আমি নবাবের অনুগামী। এ কথাটি কে বলেন?
ক. রাজবল্লভ খ. উমিচাঁদ
গ. রায়দুর্লভ ঘ. মানিকচাঁদ
উত্তর: গ. রায়দুর্লভ।
৬৫. উমিচাঁদের শপথ বাক্য কোনটি?
ক. আমি নবাবের দাস হয়ে থাকব খ. রামজিকি কসম, ম্যায় কোরবান হুঁ নওয়াবকো লিয়ে
গ. প্রজাদের আর কখনো অত্যাচার করব না ঘ. ইংরজেদের স্বার্থে আঘাত হানব
উত্তর: খ. রামজিকি কসম, ম্যায় কোরবান হুঁ নওয়াবকো লিয়ে।
৬৬. ইংরেজরা কাকে ঘুষ দিয়ে চন্দননগর ধ্বংস করে?
ক. দেশপ্রেমিক মোহনলালকে খ. বেইমান নন্দকুমারকে
গ. রাজবল্লভকে ঘ. নবাবকে
উত্তর: খ. বেইমান নন্দকুমারকে।
আরো পড়ুন: মাসি পিসি গল্পের MCQ
৬৭. নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য নবাবের বিরুদ্ধে কাদের ষড়যন্ত্রের কথা বর্ণিত হয়েছে?
ক. তাঁর পরিষদ ও কোম্পানির প্রতিনিধিদের খ. ঘসেটি বেগম ও শতকতজঙ্গের
গ. লৎফা ও আমিনা বেগমের ঘ. মোহনলাল ও সাঁফ্রের বিদ্রোহ
উত্তর: ক. তাঁর পরিষদ ও কোম্পানির প্রতিনিধিদের।
৬৮. নবাবের শাসনব্যবস্থা কেমন বলে মনে হয়?
ক. অত্যান্ত কঠোর খ. ইংরেজদের প্রতি প্রীতিপূর্ণ
গ. শিথিল ঘ. অদক্ষ
উত্তর: ক. অত্যান্ত কঠোর।
৬৯. আমাদের কারও অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি। সংলাপটি কে করেছিলেন?
ক. মিরজাফর খ. নবাব
গ. মিরমর্দান ঘ. ঘসেটি বেগম
উত্তর: মিরজাফর।
৭০. একটু নুন জোগাড় হলেই কাঁচা খাব বলে মুলোটা হাতে নিয়ে ঘুরছিলাম। কে এ উক্তিটি করেন?
ক. রাইসুল জুহালা খ. মিরজাফর
গ. জগৎশেঠ ঘ. উমিচাঁদ
উত্তর: ক. রাইসুল জুহালা।
৭১. সন্দেহ করাটা বুদ্ধিমানের কাজ, কিন্তু বেশি সন্দেহে বুদ্ধি ঘুলিয়ে যেতে পারে। রাইসের এমন মন্তব্যর কারণ কি?
ক. নবাবকে রাইস বিশ্বাস করাতে পারেনি বলে খ. জগৎশেঠের অতিরিক্ত সন্দেহ করার জন্য
গ. রাইসের দেওয়া চিঠিটা নকল মনে হওয়াতে ঘ. চিঠিখানা আসতে দেরি হওয়ায়
উত্তর: ক. জগৎশেঠের অতিরিক্ত সন্দেহ করার জন্য।
৭২. মিরন কার পুত্র?
ক. মিরমর্দানের খ. মোহনলালের
গ. মিরজাফরের ঘ. মানিকচাঁদের
উত্তর: গ. মিরজাফরের।
৭৩. নাটকের দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যের ঘটনাবলি কোথায় সংঘটিত হয়?
ক. মিরজাফরের বাড়িতে খ. ঘসেটি বেগমের বাড়িতে
গ. মিরনের বাড়িতে ঘ. ঘসেটি বেগমের জলসাঘরে
উত্তর: গ. মিরনের বাড়িতে।
৭৪. রবার্ট ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি নিয়ে ভারতবর্ষে আসেন কত বছর বয়সে?
ক. ১৯ বছর খ. ২০ বছর
গ. ১৭ বছর ঘ.২১ বছর
উত্তর: গ. ১৭ বছর।
৭৫. চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র-সংলাপটি রায়দুর্লভ কাকে উদ্দেশ করে বলেন?
ক. মিরজাফরকে খ. নবাবকে
গ. মিরমর্দানকে ঘ. মিরনকে
উত্তর: ঘ. মিরনকে।
৭৬. খাজাঞ্চি বলতে কোন ব্যক্তিকে বোঝায়?
ক. সেনাপতিকে খ. নবাবকে
গ. কোষাধ্যক্ষকে ঘ. গুপ্তচরকে
উত্তর: গ. কোষাধ্যক্ষকে।
৭৭. রমণীর ছদ্মবেশে মিরনের বাসগৃহে প্রবেশ করেন কারা?
ক. ওয়াস ও ক্লাইভ ক. হলওয়েল ও জর্জ
গ. ক্লেটন ও মিনচিন ঘ. মার্টিন ও ইংরেজ মহিলা
উত্তর: ক. ওয়াস ও ক্লাইভ।
৭৮. আরে বাপরে, একেবারে কালকেউটে মিরজাফর কেন উমিচাঁদকে উক্ত উক্তিটি করেন?
ক. উমিচাঁদের বোকামি ও ভাঁড়ামির জন্য খ. উমিচাঁদের প্রতি অত্যাধিক রাগান্বিত হয়ে
গ. উমিচাঁদের ধূর্ত স্বভাব ও অর্থলোলুপতার জন্য ঘ. উমিচাঁদের দক্ষতা ও দায়িত্বজ্ঞানের কারণে
উত্তর: গ. উমিচাঁদের ধূর্ত স্বভাব ও অর্থলোলুপতার জন্য।
৭৯. আজ নবাবকে ডোবাচ্ছেন,কাল আমাদের পথে বসাবেন না তা কি বিশ্বাস করা যায়? সংলাপটি কার?
ক. হলওয়েল খ. ক্যাপ্টেন ক্লেটন
গ. কর্নেল রবার্ট ক্লাইভ ঘ. জর্জ
উত্তর: কর্নেল রবার্ট ক্লাইভ।
৮০. ওয়াটসনের পদমর্যাদা কি?
ক. ইংরেজ নৌবাহিনী প্রধান খ. নবাবের পরামর্শদাতা
গ. ইংরেজ পদাতিক বাহিনীর প্রধান ঘ. ইংরেজ প্রধান তীরন্দাজ
উত্তর: ক. ইংরেজ নৌবাহিনী প্রধান।
৮১. সিরাজউদ্দৌলা নাটকের তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্য কোথায় সংঘটিত হয়েছে?
ক. ঘসেটি বেগমের বাসগৃহে খ. মিরজাফরের বাসগৃহে
গ. লুৎফুন্নেসার কক্ষে ঘ. নবাবের দরবারে
উত্তর: গ. লুৎফুন্নেসার কক্ষে।
৮২. কত সালে নবাবের সাথে লুৎফুন্নেসার বিবাহ সম্পন্ন হয়?
ক. ১৭৫১ সালে খ. ১৭৫০ সালে
গ. ১৭৫৪ সালে ঘ. ১৭৪৬ সালে
উত্তর: ঘ. ১৭৪৬ সালে।
৮৩. সিরাজউদ্দৌলা নাটকে বর্তমান বাংলাদেশের কোন স্থানের নাম বেশি বার উল্লেখ করা হয়েছে?
ক. ঢাকা খ. মুন্সীগঞ্জ
গ. মতিঝিল ঘ. বিক্রমপুর
উত্তর: গ. মতিঝিল।
৮৪. আলিবর্দি খাঁর কনিষ্ঠ কন্যা আমিনার স্বামীর নাম কি?
ক. জয়েন উদ্দিন খ. মির্জা আকবর আলি
গ. জুবায়ের উদ্দীন ঘ. জালালুদ্দিন
উত্তর: ক. জয়েন উদ্দিন।
৮৫. ঘসেটি বেগমের প্রিয়ভাজন সেনাপতি হোসেন কুলি খাঁকে আলিবর্দির নির্দেশে কে হত্যা করেন?
ক. সিরাজ খ. মাহদি
গ. শওকতজঙ্গ ঘ. ইরিচ খাঁ
উত্তর: ক. সিরাজ।
৮৬. ঘসেটি বেগমের স্বামী নওয়াজিস কোথাকার শাসনকর্তা ছিলেন?
ক. মুর্শিদাবাদের খ. মতিঝিলের
গ. ঢাকার ঘ. বিক্রমপুরের
উত্তর: গ. ঢাকার।
৮৭. কিন্তু তোমার মুখে বড় বড় বুলি শুনলে গায়ে যে জ্বালা ধরে যায়-ঘসেটি বেগম এ কথাটি কাকে বলেছেন?
ক. আমিনা বেগমকে খ. সিরাজকে
গ. লুৎফন্নেসাকে ঘ. মাহিদিকে
উত্তর: গ. লুৎফন্নেসাকে।
৮৮. শওকত জঙ্গের পিতার নাম কি?
ক. সৈয়দ মোহাম্মদ খ. সৈয়দ আহমদ
গ. মির্জা আব্বাস ঘ. মিরমর্দান
উত্তর: খ. সৈয়দ আহমদ।
৮৯. শরাব স্পর্শ করবেন না বলে নবাব কোথায় কসম করেছিলেন?
ক. আমিনা বেগমের বাসগৃহে খ. লুৎফুন্নেসার শয্যায় বসে
গ. আলিবর্দি খাঁর মৃত্যেুশয্যায় ঘ. আমত্যবর্গের সামনে রাজদরবারে
উত্তর: গ. আলিবর্দি খাঁর মৃত্যেুশয্যায়।
৯০. রোশনি শব্দের অর্থ কি?
ক. আলোকসজ্জা খ. রেশমি ফিতা
গ. লোমশ কাপড় ঘ. জনৈকা রমণীর নাম
উত্তর: ক. আলোকসজ্জা।
৯১. সিরাজউদ্দৌলার পক্ষে অংশগ্রহণকারী অন্যতম বিশ্বস্ত ফরাসি সেনাপতি ছিলেন কে?
ক. মোহনলাল খ. সাঁফ্রে
গ. মানিকচাঁদ ঘ. উমিচাঁদ
উত্তর: খ. সাঁফ্রে।
৯২. মিরজাফরের বিশ্বস্ত গুপ্তচর উমর বেগ জমাদারকে খুন করা হয়েছিলো কার হুকুমে?
ক. নবাবের খ. সাঁফ্রের
গ. মিরমর্দানের ঘ. মোহনলালের
উত্তর: ঘ. মোহনলালের।
৯৩. নবাবের পক্ষে পশ্চিম দিকে গঙ্গার ধারে উঁচু স্থানে অবস্থান কার ছিল?
ক. সিপাহসালায়ের খ. বদ্রিআলি খাঁর
গ. ইয়ার লৎফে খাঁর ঘ. নৌবে সিং হাজারির
উত্তর: খ. বদ্রিআলি খাঁর।
৯৪. সেনাপতি মোহনলালের অনুচনরদের হাতে মিরজাফরকে লেখা রবার্ট ক্লাইভের কয়খানা চিঠি ধরা পড়েছে?
ক. ২ খানা খ. ৩ খানা
গ. ১ খানা ঘ. ৪ খানা
উত্তর: খ. ৩ খানা।
৯৫. পলাশি যুদ্ধের পূর্বে রাত্রে শলাপরামর্শের জন্য সিরাজের শিবিরে কে কে উপস্থিত ছিলেন?
ক. উমিচাঁদ, মিরজাফর খ. জগৎশেঠ, মিরন
গ. মোহনলাল, মিরমর্দান ঘ. বদ্রিআলি খাঁ, সাঁফ্রে
উত্তর: গ. মোহনলাল, মিরমর্দান।
৯৬. পরচুলা শব্দের অর্থ কি?
ক. ব্যক্তিত্বহীন মানুষ খ. নকল চুলা
গ. অপরের চুলা ঘ. পরের চিন্তায় বিভোর ব্যক্তি
উত্তর: খ. নকল চুলা।
৯৭. টুলের উপর দাঁড়িয়ে দুরবিন দিয়ে যুদ্ধক্ষেত্রের অবস্থা দেখার চেষ্টা করেন কেন?
ক. রবার্ট ক্লাইভ খ. মিরজাফর
গ. নবাব ঘ. মোহনলাল
উত্তর: গ. নবাব।
৯৮. বারুদ অকেজো হয়ে যাওয়ার কারণ কি?
ক. অনেক দিন ব্যবহার না করায় খ. বারুদের ব্যবহার না জানায়
গ. বৃষ্টিতে ভিজে যাওয়ায় ঘ. বারুদ সম্পর্কে সাধারণ সৈনিকের অনীহা থাকায়
উত্তর: গ বৃষ্টিতে ভিজে যাওয়ায়।
৯৯. মিরমর্দানের লাশ মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয় কার হেফাজতে?
ক. পদাতিক সৈনিকের হেফাজতে খ. ঘোড়সওয়াবের হেফাজতে
গ. নৌবাহিনীর হেফাজতে ঘ. নবাবের নিজস্ব তত্বাবধানে
উত্তর: খ. ঘোড়সওয়াবের হেফাজতে
১০০. ক্লাইভ টান মেরে কার পরচুলা খুলে ফেলে?
ক. প্রহরীর খ. রাইসুল জুহালার
গ. নবাবের দাসীর ঘ. জনৈকা নাচওয়ালির
উত্তর: খ. রাইসুল জুহালার।
১০১. নারায়ন সিংহকে সর্বশেষ গুলি করে হত্যা করে কে?
ক. ক্লাইভ খ. দুজন গোরা সৈন্য
গ. মিরজাফর ঘ. রায়দুর্লভ
উত্তর: ক. ক্লাইভ।
১০২. আমার এতদিনের ভুল সংশোধন করার এই শেষ সুযোগ আমাকে নিতে হবে। নবাব কার উদ্দেশে এই সংলাপটি করেন?
ক. সৈনিকের খ. মোহনলালের
গ. মিরমর্দানের ঘ. নারায়ণ সিংহের
উত্তর: সৈনিকের।
১০৩. জৈনধর্মের প্রবর্তকের নাম কি?
ক. মহাবীর খ. গুরুনানক
গ. গৌতম বুদ্ধ ঘ. যিশুখ্রিষ্ট
উত্তর: ক. মহাবীর।
১০৪. ভীরু প্রতারকের দল চিরকালই পালায়। সংলাপটি কার?
ক. মোহনলালের খ. মিরমর্দানের
গ. ক্লাইভের ঘ. সিরাজউদ্দৌলার
উত্তর: ঘ. সিরাজউদ্দৌলার।
১০৫. উমিচাঁদ কোন ধর্মের অনুসারি ছিলেন?
ক. হিন্দু খ. বৌদ্ধ
গ. শিখ ঘ. জৈন
উত্তর: গ. শিখ।
১০৬. হাজার হাজার মানুষ একযোগে রুখে দাঁড়াতে পারলে কিসের প্রয়োজন হয় না?
ক. শক্তির খ. কৌশলের
গ. সাহসের ঘ. অস্ত্রের
উত্তর: খ. কৌশলের।
১০৭. আমাদের সঙ্গে যোগ দেবেন বিহার থেকে রামনারায়ণ, পাটনা থেকে ফরাসি বীর মসিয়ে ল। সংলাপটি কার?
ক. মোহনলালের খ. লুৎফুন্নেসার
গ. নবাবের ঘ. জনতার
উত্তর: গ. নবাবের।
১০৮. কোথায় যেতে পারলে আবার প্রতিরোধ গড়ে তোলা যাবে বলে নবাব প্রত্যয় ব্যক্ত করেছেন?
ক. মুর্শিদাবাদে খ. কলকাতায়
গ. ঢাকায় ঘ. পাটনায়
উত্তর: ঘ. পাটনায়।
১০৯. শিখ ধর্মের অনুসারি ছিলেন কোন ব্যক্তি?
ক. চাঁদ শেঠ খ. মানিকচাঁদ
গ. উমিচাঁদ ঘ. রাজবল্লভ
উত্তর: গ. উমিচাঁদ।
১১০. নবাব সিরাজউদ্দৌলার দৃষ্টিতে দেশের শ্রেষ্ঠ সন্তান কারা?
ক. নিজের স্বার্থে শহিদ হওয়া সৈনিকরা খ. প্রতিশোধ নিতে গিয়ে শহিদ সৈনিক
গ. দেশের জন্য আত্মোৎসর্গকারী শহিদরা ঘ. পদলাভের আশায় আত্মোৎসর্গকারি সৈনিকরা
উত্তর: গ. দেশের জন্য আত্মোৎসর্গকারী শহিদরা।
১১১. অন্ধকারে ফাঁকা ঘরে বসে থেকে কোনো লাভ নেই নবাব। সংলাপটি কে করেছেন?
ক. মোহনলাল খ. উত্তেজিত জনতা
গ. প্রহরী ঘ. লুৎফুন্নেসা
উত্তর: ঘ. লুৎফুন্নেসা।
১১২. নবাবের বিপন্ন ও অবসাদগ্রস্থ অবস্থা প্রকাশ পেয়েছে কোন সংলাপে?
ক. অতিতের দিকে চেয়ে দেখো, চেয়ে দেখো খ. কোথা থেকে আলো আসছে
গ. বুঝি প্রভাত হয়ে এলো ঘ. কেউ নেই, কেউ আমার সঙ্গে দাঁড়াল না লুৎফা
উত্তর: ঘ. কেউ নেই, কেউ আমার সঙ্গে দাঁড়াল না লুৎফা।
১১৩. যুদ্ধে নবাব হেরে গেলে উমিচাঁদকে কত টাকা দেওয়ার কথা ছিল?
ক. ১০ লক্ষ টাকা খ. ১ কোটি টাকা
গ. ২০ লক্ষ টাকা ঘ. ৭০ লক্ষ টাকা
উত্তর: গ. ২০ লক্ষ টাকা।
১১৪. মিরজাফরকে সহায়তার বিনিময়ে ক্লাইভ কত টাকা আয়ের জমিদারি লাভ করে?
ক. বার্ষিক ২৪ লক্ষ টাকা খ. বার্ষিক ১৪ লক্ষ টাকা
গ. ২০ লক্ষ টাকা ঘ. বার্ষিক ৪ লক্ষ টাকা
উত্তর: ঘ. বার্ষিক ৪ লক্ষ টাকা।
১১৫. মিরন নবাবকে হত্যা করার জন্য কাকে নিয়োগ করে?
ক. মিরজাফরকে খ. মোহাম্মাদি বেগকে
গ. উমিচাঁদকে ঘ. প্রহরীকে
উত্তর: খ. মোহাম্মাদী বেগকে।
আরো পড়ুন: অপরিচিতা গল্পের MCQ
১১৬. এমন শুভ দিনটা থমথমে করে দিয়ে গেল। জগৎশেঠ কার উদ্দেশ্য এ সংলাপ করে?
ক. মানিকচাঁদের খ. উন্মাদ উমিচাঁদের
গ. মিরনের ঘ. মোহাম্মাদি বেগের
উত্তর: খ. উন্মাদ উমিচাঁদের।
১১৭. আলিবর্দির মৃত্যেুর পূর্ব দিন থেকেই মিরজাফর ভবিষ্যৎ নবাবের পোশাকটি তৈরি করে রেখেছেন। সংলাপে মিরজাফরের কোন রুপ প্রকাশ পেয়েছে?
ক. ভবিষ্যৎ খ. পদলাভের আকাঙ্খা
গ. দুরভিসন্ধিমূলক রাজনৈতিক উচ্চাভিলাষের ঘ. ভবিষ্যৎ নবাবের যাতে কোনো পোশাক কম না হয়
উত্তর: গ. দূরভিসন্ধিমূলক রাজনৈতিক উচ্চাভিলাষের।
১১৮. সান্ত্রি বলতে কাদের বোঝানো হয়?
ক. যারা ভালো শাস্ত্র পাঠ করতে পারেন খ. যে পণ্ডিত শাস্ত্র রচনা করেন
গ. সশস্ত্র প্রহরী ঘ. বিশেষ কোনো শাস্ত্র বা পাঠ করা জরুরি
উত্তর: গ. সশস্ত্র প্রহরী।
১১৯. মিরজাফর আলি খান সিরাজের মৃত্যেুদন্ড ঘোষণা করেছেন বলে নবাবকে জানায় কে?
ক. মোহাম্মাদি বেগ খ. ক্লাইভ নিজে
গ. মিরন ঘ. প্রহরী
উত্তর: গ. মিরন।
১২০. সিরাজের পিতা-মা শৈশবে পুত্রস্নেহে লালন-পালন করেছিলেন কাকে?
ক. মিরনকে খ. জাফরআলি খানকে
গ. বদ্রিআলি খাঁকে ঘ. মোহাম্মাদি বেগকে
উত্তর: ঘ. মোহাম্মাদি বেগকে।
১২৩. বন্দি নবাবকে মিরন শেষবারের মতো করে কার কাছে ক্ষমা প্রার্থনা করতে বলেন?
ক. জাফরআলি খানের কাছে খ. মিরনের কাছে
গ. প্রজাদের কাছে ঘ. স্রষ্টার কাছে
উত্তর: স্রষ্টার কাছে।
১২৪. কোথা থেকে আলো আসছে। বুঝি প্রভাত হয়ে এলো। নবাবের এই সংলাপে কি প্রকাশ পেয়েছে?
ক. প্রভাত হয়ে এসেছে খ. রাত শেষ হতে আরও অনেক দেরি
গ. নতুন দিনের আগমন বার্তা ঘ. হঠাৎ নবাবের ঘুম ভাঙে আলো প্রবেশ করলে
উত্তর: গ. নতুন দিনের আগমন বার্তা।
১২৫. মিরজাফরের মৃত্যু হয় কিভাবে?
ক. যক্ষ্মায় খ. ক্যান্সারে
গ. কুষ্ঠরোগে ঘ. স্বাভাবিকভাবে
উত্তর: গ. কুষ্ঠরোগে।
১২৬. তোমার ক্ষমতা ধ্বংস হবে, সিরাজ। কার উক্তি?
ক. জগৎশেঠ খ. ঘসেটি বেগম
গ. উমিচাঁদ ঘ. রাজবল্লভ
উত্তর: খ. ঘসেটি বেগম।
১২৭. বাংলার স্বাধীনতার সূর্য অস্তামিত হয় কোন মাসে?
ক. জুলাই খ. জুন
গ. মে ঘ. এপ্রিল
উত্তর: খ. জুন।
১২৮. সিকান্দার আবু জাফর কোন উপজেলায় জন্মগ্রহণ করেন?
ক. তেঁতুলিয়া খ. সাতক্ষীরা
গ. তালা ঘ. কেরানীগঞ্জ
উত্তর: গ. তালা।
১২৯. মিরনের সাথে মিরজাফরের সম্পর্ক কি ছিল?
ক. ভ্রাতার খ. মামা-ভাগ্নে
গ. পিতা-পুত্র ঘ. চাচা-ভাতিজা
উত্তর: পিতা-পুত্র।
১৩০. আমাকে অনুগ্রহ করতে এসেছ, না পীড়ন করতে? কে কাকে উক্তিটি করেন?
ক. মোহাম্মাদি বেগ মিরনকে খ. মিরন সিরাজকে
গ. সিরাজ মিরনকে ঘ. মিরন মোহাম্মাদি বেগকে
উত্তর: গ. সিরাজ মিরনকে।
১৩১. সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর কে?
ক. নারান সিংহ খ. উমিচাঁদ
গ. মোহনলাল ঘ. মিরন
উত্তর: ক. নারান সিংহ।
১৩২. ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা উক্তিটি কে করেছিলো?
ক. উমিচাঁদ খ. মিরমর্দান
গ. মানিকচাঁদ ঘ. সিরাজউদ্দৌলা
উত্তর: ক. উমিচাঁদ।
১৩৩. পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিলো ১৭৫৭ সালের
ক. ২২ জুন খ. ২৩ জুন
গ. ২৫ জুন ঘ. ২৯ জুন
উত্তর: খ. ২৩ জুন।
১৩৪. যুদ্ধে ইংরেজদের কয়টি কামান ব্যবহৃত হয়েছিলো?
ক. পাঁচটি খ. সাতটি
গ. আটটি ঘ. দশটি
উত্তর: গ. আটটি।
১৩৫. রজার ড্রেক কে?
ক. গভর্নর খ. ক্যাপ্টন
গ. সার্জন ঘ. সেনাপতি
উত্তর: ক. গভর্নর।
১৩৬. সিরাজউদ্দৌলা নাটকে ধনকুুবের কে?
ক. মানিকচাঁদ খ. রাজবল্লভ
গ. রায়দুর্লভ ঘ. জগৎশেঠ
উত্তর: ঘ. জগৎশেঠ।
১৩৭. সিরাজউদ্দৌলা নাটকের শেষ সংলাপটি কার?
ক. সিরাজউদ্দৌলা খ. রাজবল্লভ
গ. মোহাম্মাদি বেগ ঘ. মিরন
উত্তর: গ. মোহাম্মাদি বেগ।
১৩৮. ট্রাজেডি নাটক কোন রসে আচ্ছাদিত?
ক. করুণ রস খ. বীর রস
গ. মধুর রস ঘ. শৃঙ্খার রস
উত্তর: ক. করুণ রস।
১৩৯. ওয়াটসনের সই জাল করে দিয়েছিলো কে?
ক. ক্লেটন খ. লুসিংটন
গ. ক্লাইভ ঘ. ড্রেক
উত্তর: খ. লুসিংটন।
১৪০. সিরাজউদ্দৌলা নাটকে প্রথমে যুদ্ধ ক্ষেত্রে নবাবপক্ষের কোন সেনাপতি ঘায়েল হন?
ক. মিরমর্দান খ. নৌবে সিং
গ. বদ্রি আলি ঘ. মোহনলাল
উত্তর: খ. নৌবে সিং।
১৪১. রাইসুল জুহালা ছদ্মানামে কে গুপ্তচর বৃত্তি করতেন?
ক. নারান সিং খ. মোহনলাল
গ. নৌবে সিং ঘ. করমবেগ
উত্তর: ক. নারান সিংহ।
১৪২. মিরজাফর কালকেউটে বলেছেন কাকে?
ক. উমিচাঁদকে খ. রায়দুর্লভকে
গ. রাজবল্লভকে ঘ. মোহনলালকে
উত্তর: ক. উমিচাঁদকে।
১৪৩. ইংরেজরা কত সালে সুতানটি, গোবিন্দপুর ও কলকাতা গ্রাম ক্রয় করে?
ক. ১৬৯৫ খ. ১৬৯৮
গ. ১৭৫৭ ঘ. ১৭৭৮
উত্তর: খ. ১৬৯৮।
১৪৪. নবাবের নির্দেশে কোন কুঠি জ্বালিয়ে দেওয়া হয়েছিলো?
ক. হুগলি খ. মুর্শিদাবাদ
গ. কাশিমবাজার ঘ. কাশিমপুর
উত্তর: গ. কাশিমবাজার।
১৪৫.সিরাজউদ্দৌলা নাটকে যে পাখির ডাক অশুভ বলে বিবেচিত?
ক. কাক খ. কোকিল
গ. ফিঙ্গে ঘ. পেঁচা
উত্তর: ঘ. পেঁচা।
১৪৬. পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে কত জন সৈন্য অংশ নিয়েছিলো?
ক. ৪৫ হাজার খ. ৫০ হাজার
গ. ৫৫ হাজার ঘ. ৬০ হাজার
উত্তর: খ. ৫০ হাজার।
১৪৭. ঘসেটি বেগম হাহাকার করে কেঁদে উঠলেন কেন?
ক. মতিঝিলের জলসা পণ্ড হওয়ায় খ. অকস্মাৎ সিরাজউদ্দৌলার আগমনে
গ. নবাবের প্রাসাদে থাকতে হবে এজন্য ঘ. ইংরেজদের সাথে সম্পর্ক ছেদ হওয়ায়।
১৪৮. ঘসেটি বেগমের জীবনযাপন কেমন ছিল?
ক. জাঁকজমকপূর্ণ খ. সাদামাটা
গ. নিম্ন শ্রেনির ঘ. মোটামোটি
উত্তর: ক. জাঁকজমকপূর্ণ।
১৪৯. মিরজাফরের গুপ্তচর কে?
ক. কমর বেগ খ. উমর বেগ
গ. মানিক চাঁদ ঘ. রাইসুল জুহালা
উত্তর: খ. উমর বেগ।
১৫০. শুরুতেই নাটকের কিসের আভাস দেওয়া থাকে?
ক. দ্বন্দ্বের খ. ঘটনার
গ. পরিণতির ঘ. দুঃখের
উত্তর: খ. ঘটনার।
১৫১. ওয়াসটস এবং ক্লাইভ কোন সন্ধি খেলাপ করছে?
ক. আলিনগরের সন্ধি খ. চন্দননগরের সন্ধি
গ. কাশিমবাজারের সন্ধি ঘ. ফোর্ট উইলিয়াম সন্ধি
উত্তর: ক. আলিনগরের সন্ধি।
১৫২. সিরাজউদ্দৌলা নাটকে মোট কতটি অঙ্ক রয়েছে?
ক. তিন খ. চার
গ. পাঁচ ঘ. ছয়
উত্তর: খ. চারটি।
১৫৩. মানিকচাঁদ কোন বংশের ছেলে ছিল?
ক. ঘোষ খ. বিশ্বাস
গ. মণ্ডল ঘ. মল্লিক
উত্তর: ক. ঘোষ।
১৫৪. প্রহরীরা আমার হুকুম শুনকে কেন? উক্তিটি কার?
ক. জগৎশেঠ খ. মিরজাফর
গ. মোহনলাল ঘ. মিরন
উত্তর: ঘ. মিরন।
১৫৫. কার চক্রান্তে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়?
ক. মিরনের খ. মিরজাফরের
গ. মোহনলালের ঘ. মোহাম্মাদি বেগের
উত্তর: ক. মিরনের।
১৫৬. ফ্ল্যাগ শব্দাটি কোন ভাষার শব্দ?
ক. ইংরেজী খ. উর্দু
গ. ফারসি ঘ. বাংলা
উত্তর: ক. ইংরেজী।
১৫৭. আলো দেখে বন্দি সিরাজ কি করেন?
ক. আনন্দে লাফিয়ে ওঠেন খ. বাঁচায় আশা ফিরে পান
গ. মুক্তির পথ খুঁজে পায় ঘ. চমকে ওঠেন
উত্তর: ঘ. চমকে ওঠেন।
১৫৮. কারা গঙ্গার দিকটার ফটক ভেঙে পালিয়ে গেছে?
ক. একদল ইংরেজ সৈন্য খ. একদল ফরাসি সৈন্য
গ. একদল ডাচ সৈন্য ঘ. একদল কয়েদি
উত্তর: গ. একদল ডাচ সৈন্য
১৫৯. নৃত্য গীতের অভিনয়ে পটু ছিলেন কে?
ক. উমিচাঁদ খ. রাজবল্লভ
গ. নারান সিংহ ঘ. রায়দুর্লভ
উত্তর: গ. নারান সিংহ।
১৬০. হলওয়েলের পদবি কি?
ক. সার্জন খ. ক্যাপ্টন
গ. অধিনায়ক ঘ. গভর্নর
উত্তর: ক. সার্জন।
১৬১. আমাদের সংগ্রাম চলবেই গানটির রচয়িতা কে?
ক. সৈয়দ ওয়ালীউল্লাহ খ. কাজী মোতাহার হোসেন
গ. সিকানদার আবু জাফর ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তর: গ. সিকানদার আবু জাফর।
১৬২. মিরজাফরের বাড়িতে মন্ত্রণাসভা অনুষ্ঠিত হয়েছিলো?
ক. ১৭৫৬ সালের ৩ জুলাই খ. ১৭৫৬ সালের ১০ অক্টোবর
গ. ১৭৫৭ সালের ১৯ মে ঘ. ১৭৫৭ সালের ২০ জুন
উত্তর: গ. ১৭৫৭ সালের ১৯ মে।
১৬৩. নবাবের মির মুন্সি আসল চিঠি গায়েব করে নকল চিঠি পাঠাচ্ছে কোম্পানির কাছে। এ নকল চিঠি পাঠানোর বুদ্ধিটা কার?
ক. জগৎশেঠ খ. মিরন
গ. রায়দুর্লব ঘ. রাজবল্লভ
উত্তর: ঘ. রাজবল্লভ।
১৬৪. সিরাজের পতন কে না চায় সংলাপটি কার?
ক. মোহাম্মাদী বেগ খ. ঘসেটি বেগম
গ. রাজবল্লভ ঘ. উমিচাঁদ
উত্তর: খ. ঘসেটি বেগম।
১৬৫. উমিচাঁদ কোন অঞ্চলের অধিবাসী ছিলেন?
ক. পাটনা খ. দিল্লী
গ. লাহোর ঘ. মুর্শিদাবাদ
উত্তর: গ. লাহোর।
১৬৬. কার হাত ধরে মিরজাফর মসনদে বসতে চেয়েছে?
ক. সিরাজের খ. উমিচাঁদের
গ. জগৎশেঠের ঘ. ক্লাইভের
উত্তর: ঘ. ক্লাইভের।
১৬৭. সিরাজউদ্দৌলা নাটকে তাম্রকূট শব্দের অর্থ কি?
ক. তামাক খ. মুকুট
গ. মাদকদ্রব্যে ঘ. কূট কৌশল
উত্তর: ক. তামাক।
১৬৮. সিরাজউদ্দৌলা নাটকে নবাবের উক্তিটিতে সবচেয়ে বড় অস্ত্র হলো
ক. কামান খ. কলম
গ. দেশপ্রেম ঘ. বারুদ
উত্তর: গ. দেশপ্রেম।
১৬৯. তরুণ সাহিত্যেকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?
ক. নবযুগ খ. দৈনিক বাংলা
গ. সমকাল ঘ. প্রভাকার
উত্তর: গ. সমকাল।
১৭০. মিরমর্দানের বাহিনীতে কত হাজার পদাতিক সেনা ছিল?
ক. ৭ হাজার খ. ৮ হাজার
গ. ৯ হাজার ঘ. ১০ হাজার
উত্তর: খ. ৮ হাজার।
১৭১. সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ
i. তাঁর অদূরদর্শিতা
ii. আপনজনের বিশ্বাসঘাতকতা
iii. ভাগ্যের বিপর্যয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও i।
১৭২. প্রাণ বাঁচাবে কি করে তার ব্যবস্থা নেই, কর্তৃত্ব ফলাচ্ছেন সব-উক্তিটির অন্তর্নিহিত ছবি
i. ইংরেজদের বিলাসিতা
ii. ইংরেজদের দুরবস্থা
iii. ইংরেজদের উদাসীনতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii।
১৭৩. সিরাজ পলাশির রণক্ষেত্র হতে মুর্শিদাবাদ দরবারে ফিরে এলে সর্বত্র যা রটে গেল তা হলোঃ
i. পরাজয়ের খবর বাতাসের আগে ছড়ায়
ii. ঘরে ঘরে কান্নার রোল ওঠে
iii. বিজয়ী সৈন্যদের অত্যাচার ও লুটতরাজ বেড়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
১৭৪. ক্লাইভের মতে, নবাবের কোনো ক্ষমতা নেই। তার প্রমাণ হলো
i. তার প্রধান সেনাপতি বিশ্বাসঘাতক
ii. তার প্রধান আমাতারা বিশ্বাসঘাতক
iii. তার সেনাবাহিনীর কিছু অংশ দেশপ্রেমিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
১৭৫. ভারতবর্ষে বাণিজ্যের উদ্দেশ্য এসেছিল
i. ডাচরা
ii. ফরাসিরা
iii. ইংরেজরা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
জ্ঞানমূলক প্রশ্নোত্তর
- সিকানদার আবু জাফর কত সালে বাংলা একাডেমি পুরস্কার পান?
- উত্তর: ১৯৬৬ সালে।
- সিরাজউদ্দৌলা নাটকে মোট কতটি অঙ্ক ও কতটি দৃশ্য আছে?
- উত্তর: মোট চারটি অঙ্ক ও বারোটি দৃশ্য আছে।
- নবাব সিরাজউদ্দৌলার নানার নাম কি?
- উত্তর: নবাব আলিবর্দি খাঁ।
- সিরাজ কলকাতা শহরের নতুন নাম দিয়েছিলেন কি?
- উত্তর: আলিনগর।
- সিরাজউদ্দৌলা নাটকটি কোন যুদ্ধের পটভূমিতে রচিত?
- উত্তর: পলাশির যুদ্ধ।
- গোলন্দাজ কাকে বলে?
- উত্তর: কামান দাগিয়ে গোলা নিক্ষেপকারি সৈনিককে গোলন্দাজ বলে।
- হল্যান্ডের অধিবাসীদের কি বলা হয়?
- উত্তর: ডাচ।
- সিরাজউদ্দৌলা কার দৌহিত্র ছিলেন?
- উত্তর: নবাব আলিবর্দি খাঁর দৌহিত্র ছিলেন।
- তশরিফ শব্দের অর্থ কি?
- উত্তর: উপস্থিত।
- যুদ্ধ ভয়ে দুর্গ ছেড়ে পালিয়ে গিয়েছিলো কারা?
- উত্তর: ক্যাপ্টন মিনচিন, ফাক্যান্ড এবং ম্যানিংহোম।
- আলিবর্দি খাঁর প্রকৃত নাম কি?
- উত্তর: মির্জা মুহম্মদ আলি।
- হলওয়েল কে?
- উত্তর: ইংরেজ চিকিৎসক।
- অন্ধকূপ হত্যার কাহিনী প্রচার করেছিলেন কে?
- উত্তর: হলওয়েল।
- সিরাজউদ্দৌলা নাটকে কারা নৌকায় করে পালিয়ে গিয়েছিলেন?
- উত্তর: ক্যাপ্টন ক্লেটন ও গভর্নর রজার ড্রেক।
- সাদা নিশান কিসের প্রতীক?
- উত্তর: যুদ্ধ বন্ধের বা শান্তির প্রতীক।
- ইংরেজরা কোন কুঠিতে অস্ত্র আমদানি করেছিল?
- উত্তর: কাশিমবাজার কুঠিতে।
- নবাবের গুপ্তচর ছিলেন কে?
- উত্তর: রাইসুল জুহালা।
- সিরাজউদ্দৌলার পর বাংলার মসনদে আরোহণ করেছিলেন কে?
- উত্তর: মিরজাফর আলি খান।
- মিরজাফর কার হাত ধরে বাংলার মসনদে বসেছিলেন?
- উত্তর: কর্নেল ক্লাইভের।
- সিরাজউদ্দৌলা সর্বশেষ কাদের জন্য দোয়া করেছিলেন?
- উত্তর: বাংলার প্রত্যেক মানুষের জন্য।
কাশিম বাজার কুঠিতে ইংরেজরা অস্ত্র আমদানি করেছিলো কেন?
সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার জন্য ইংরেজরা কাশিমবাজার কুঠিতে অস্ত্র আমদানি করেছিল। বাংলার মসনদের মোহে নবাবের আশেপাশের স্বার্থপর মানুষ ইংরেজদের সঙ্গে হাত মেলায়। তারা নবাবকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। এতে নবাবের রাজসবার বেইমান সদস্যরা ইংরেজদের সাহায্য-সহযোগিতা করে। যার প্রস্তুতিস্বরুপ কাশিমবাজারের কুঠিতে তারা অস্ত্র আমদানি করেছিল।
ইংরেজদের এদেশে আসার উদ্দেশ্য কি ছিল?
ইংরেজদের এদেশে আসার প্রাথমিক উদ্দেশ্য ছিল বাণিজ্য; কিন্তু পরবর্তীতে তারা এদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে। ইংরেজরা প্রাচ্যে বাণিজ্য করার জন্য ভারতবর্ষকে বেছে নেয়। যার ফলে গড়ে তোলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বাণিজ্যকে উদ্দেশ্য করে এদেশে এলেও তারা পরবর্তীতে রাজনৈতিক আকাঙ্খা পূরণে সচেষ্ট হয়।
মিরজাফর কেন ইংরেজদের সাথে হাত মিলিয়েছিলেন?
মিরজাফর আত্ম স্বার্থসিদ্ধির জন্য ইংরেজদের সাথে হাত মিলিয়েছিলন। ইংরেজদের প্রলোভনে সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার আকাঙ্খায় মিরজাফর নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করেন। পলাশির যুদ্ধে সেনাপতির পদে অধিষ্ঠিত হন। পবিত্র কোরআন ছুঁয়ে নবাবের পক্ষে যুদ্ধ করার শপথ নিলেও তিনি নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করেন। মূলত ক্ষমতা লোভের কারণেই তিনি এমন আচরণ করেছেন এবং ইংরেজদের সাথে হাত মিলিয়ে নবাবকে পরাজিত করেছেন।
সিরাজউদ্দৌলা স্ত্রীর কাছে বিশ্রামে যাননি কেন?
দেশের স্বার্থের কথা চিন্তার করে সিরাজউদ্দৌলা স্ত্রীর কাছে বিশ্রামে যাননি। সিরাজউদ্দৌলা ছিলেন দেশপ্রেমিক শাসক। দেশের সংকটময় মুহূর্তে তিনি নিরলস কাজ করেছেন। স্ত্রীর অনুরোধ সত্বেও তিনি বিশ্রামে যাননি দেশের কথা ভেবে। দেশরক্ষার জন্য তিনি সব আরম-আয়েশ বিসর্জন দিয়েছেন।
উপসংহার
প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে সিরাজউদ্দৌলা নাটকের (MCQ) সহ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েছেন এবং উপকৃত হতে পেরেছেন। এ রকম আরো তথ্যমূলক পোস্ট পড়তে আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় পাঠক, এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url