আঠারো বছর বয়স কবিতার (MCQ) বিস্তারিত জেনে নিন
প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে আঠারো বছর বয়স কবিতার (MCQ) গুলো বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে আঠারো বছর বয়স কবিতার (MCQ) গুলো বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
সুকান্ত ভট্টাচার্যের আঠারো বয়স বয়স কবিতাটি ১৯৪৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত তাঁর ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এ কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। কৈশোর থেকে যৌবনে পদার্পণের এ বয়সটি উত্তেজনার, প্রবল আবেগ ও উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেবার উপযোগী। এ বসয় অদম্য দুঃসাহসে সকল বাধা-বিপদকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করা দাঁড়াবার জন্য প্রস্তুত। এদের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, আঘাত-সংঘাতের মধ্যে রক্তশপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া।
পাশাপাশি সমাজজীবনের নানা বিকার, অসুস্থতা ও সর্বনাশের অভিঘাতে হয়ে উঠতে পারে এরা ভয়ংকর। কিন্তু এ বয়সের আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবিলা করার অদম্য প্রাণশক্তি। ফলে তারুণ্য ও যৌবনশক্তি দুর্বার বেগে এগিয়ে যায় প্রগতির পথে। যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণব্রত-এসব বৈশিষ্ট্যের জন্য কবি প্রত্যাশা করেছেন নানা সমস্যাপীড়িত দেশে তারুণ্য ও যৌবনশক্তি যেন জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। আঠারো বছর বয়স কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
আঠারো বছর বয়স কবিতার (MCQ)
১. সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যেুবরণ করেন?
ক. ১৯ খ. ২০
গ. ২১ ঘ. ২২
উত্তর: গ. ২১
২. এ দেশের বুকে আঠারো আসুক নেমে। কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছেন?
ক. ইতিবাচক খ. দুঃসাহস
গ. বয়স ঘ. তারুণ্য
উত্তর: ক. ইতিবাচক।
৩. বাংলা সাহিত্যের কোন কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মতো তাঁর কাব্যে অন্যায়-অবিচার, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ ষোষণা করেছেন?
ক. মাইকেল মধুসূদন দত্ত খ. সুকান্ত ভট্টাচার্য
গ. ফররুখ আহমদ ঘ. নির্মলেন্দু গুণ
উত্তর: খ. সুকান্ত ভট্টাচার্য।
৪. সুকান্ত ভট্টাচার্য কোন যুগের বিদ্রোহী তরুণ কবি?
ক. রবীন্দ্র-নজরুলোত্তর যুগের খ. রবীন্দ্র-জসীমোত্তর যুগের
গ. রবীন্দ্র যুগের ঘ. রবীন্দ্র-সুধীন্দ্রনাথোত্তর যুগের
উত্তর: ক. রবীন্দ্র-নজরুলোত্তর যুগের।
৫. সুকান্ত ভট্টাচার্য তাঁর কাব্যে একাত্মতা ঘোষণা করেছেন
ক. সশস্ত্র সংগ্রামের পক্ষে খ. বিদ্রোহের পক্ষে
গ. বিপ্লব ও মুক্তির পক্ষে ঘ. উগ্র জঙ্গিবাদের পক্ষে
উত্তর: গ. বিপ্লব ও মুক্তির পক্ষে।
৬. সুকান্ত ভট্টা কি দেখে অত্যান্ত আলোড়িত হয়েছিলেন?
ক. বাংলার প্রকৃতি খ. বাঙালিদের বিদ্রোহ
গ. বাংলার ঐতিহ্য ঘ. মহাযুদ্ধের ধ্বংস ও তাণ্ডবলীলা
উত্তর: ঘ. মহাযুদ্ধের ধ্বংস ও তাণ্ডবলীলা।
৭. পূর্বাভাস কাব্যগ্রন্থটির রচয়িতার নাম কি?
ক. সুকান্ত ভট্টাচার্য খ. সুভাষ মুখোপাধ্যায়
গ. কাজী নজরুল ইসলাম ঘ. শামসুর রহমান
উত্তর: ক. সুকান্ত ভট্টাচার্য।
৮. সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়?
ক. গোপালগঞ্জ খ. কিশোরগঞ্জ
গ. কলকাতা ঘ. মাদারীপুর
উত্তর: ক. গোপালগঞ্জ।
৯. আঠারো বছর বয়স দঃসহ কেন?
ক. দুঃসাহসেরা উঁকি দেয় বলে খ. এ বয়সে ছেলেরা বোকা থাকে বলে
গ. পড়াশোনার মধ্যে অতিবাহিত করতে হয় বলে ঘ. অসহায় বলে
উত্তর: ক. দুঃসাহসেরা উঁকি দেয় বলে।
১০. আঠারো বছর বয়সে দুঃসাহসেরা উঁকি দেয় কেন?
ক. এ বয়স বাধাহীন বলে খ. কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে বলে
গ. দুঃখবোধ করে বলে ঘ. এ বয়স অবাধ্য বলে
উত্তর: খ. কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে বলে।
১১. আঠারো বছর বয়সকে কবি স্টিমারের সঙ্গে তুলনা করেছেন কেন?
ক. এ বয়স গতিশীল বলে খ. এ বয়স স্থির বলে
গ. এ বয়স অবরুদ্ধ বলে ঘ. এ বয়স বন্ধহীন বলে
উত্তর: ক. এ বয়স গতীশীল বলে।
১২. আঠারো বছর বয়সের তরুণেরা শপথের কোলাহলে কি সঁপে দেয়?
ক. আত্মা খ. প্রাণ
গ. মাতা ঘ. স্পর্ধা
উত্তর: ক. আত্মা।
১৩. আঠারো বছর বয়স ভয়ংকর কেন?
ক. বিপথগামী বলে খ. কানে নানা মন্ত্রণা আসে বলে
গ. দুঃসহ বলে ঘ. মন্ত্রণা সহ্য করতে হয় বলে
উত্তর: খ. কানে নানা মন্ত্রণা আসে বলে।
১৪. আঠারো বছর বয়স দুর্বার কেন?
ক. প্রচণ্ড বেগে ধাবিত হয় বলে খ. স্থবির বলে
গ. উদাসীন বলে ঘ. মন্ত্রণা সহ্য করতে হয় বলে
উত্তর: ক. প্রচণ্ড বেগ ধাবিত হয় বলে।
১৫.আঠারো বছর বয়স যেমন দুর্বার গতিতে এগিয়ে চলার সময় তেমনি তা খুব সহজেই থেকে যেতে পারে। এক্ষেত্রে নিচের কোনটি গ্রহণযোগ্য।
ক. পড়ালেখা না করা খ. বেশি বেশি খেলা ধুলা করা
গ. সদুপদেশ গ্রহণ করা ঘ. মাদকাসক্ত হওয়া
উত্তর: ঘ. মাদকাসক্ত হওয়া।
১৬. সচেতন ও সচেষ্ট হয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে জীবন পরিচালনা করতে না পারলে সে জীবন ব্যর্থ হয়ে যায়- বিষয়টি আঠারো বছর বয়স কবিতার কোন পঙক্তিতে ফুঠে উঠেছে?
ক. বিরাট দুঃসাহসেরা দেয়ে যে উঁকি খ. এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে
গ. আঠারো বছর বয়সে আঘাত আসে ঘ. এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে
উত্তর: খ. এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে।
১৭. আঠারো বছর বয়স দুর্যোগ আর দুর্বিপাকে ভয় পায় না। এ বিষয়টি ফুটে উঠেছে কোন পঙক্তিতে?
ক. দুর্যোগে হাল ঠিক রাখা ভার খ. তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি
গ. বিপদের মুখে এ বয়স অগ্রণী ঘ. এ বয়স ভীরু, কাপুরুষ নয়
উত্তর: গ. বিপদের মুখে এ বয়স অগ্রণী।
১৮. কোন বয়স নতুন কিছু করে?
ক. ষোলো বছর বয়স খ. আঠারো বছর বয়স
গ. বিশ বছর বয়স ঘ. উনিশ বছর বয়স
উত্তর: খ. আঠারো বছর বয়স।
১৯. নব নব অগ্রগতি সাধনের স্বপ্ন বাস্তবায়নে তরুণদেরকে কীভাবে এগিয়ে যেতে হবে?
ক. সমষ্টিগতভাবে খ. এককভাবে
গ. দৃঢ় পদক্ষেপে ঘ. নমনীয়ভাবে
উত্তর: গ .দৃঢ় পদক্ষেপে।
২০. আঠারো বছর বয়সের কি প্রকট হতে দেখা দেয়?
ক. মানবিক সম্পর্ক খ. জীবন সংকট
গ. অনুভূতির তীব্রতা ও সুগভীর সংবেদনশীলতা ঘ. অস্তিত্ব সংকট ও মৃত্যেু ভাবনা
উত্তর: গ. অনুভূতির তীব্রতা ও সুগভীর সংবেদনশীলতা।
আরো পড়ুন: সিরাজউদ্দৌলা নাটকের MCQ
২১. আঠারো বছর বয়সকে কবি কি হিসেবে উল্লেখ করেছেন?
ক. প্রান্তিক কাল খ. প্রারম্ভিক কাল
গ. বয়ঃসন্ধিকাল ঘ. কিশোর কাল
উত্তর: গ. বয়ঃসন্ধিকাল।
২২. আঠারো বছর বয়সে সচেতন ও সচেষ্টভাবে নিজেকে পরিচালনা করতে না পারলে কি হতে পারে?
ক. অশিক্ষিত খ. দরিদ্র
গ. অসামাজিক ঘ. পদস্থলন
উত্তর: পদস্থলন।
২৩. তারুণ্যের ধর্ম হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক. জীবনকে উপভোগ করা খ. জীবনকে শৃঙ্খলাপূর্ণ করা
গ. কর্তব্যপরায়ণ হয়ে ওঠা ঘ. প্রগতির পথে চলা
উত্তর: ঘ. প্রগতির পথে চলা।
২৪. আমাদের দেশের তরুণ ও যৌবনশক্তি জাতীয় জীবনের চালিকাশক্তি হতে পারছে না কেন?
ক. সঠিক নির্দেশনার অভাব খ. দারিদ্র্য
গ. বিভিন্ন বাধা ঘ. রাজনীতি
উত্তর: ক. সঠিক নির্দেশনার অভাব।
২৫.আঠারো বছর বয়সের ধর্ম মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া। এ মহান মন্ত্রের বাহন কোনটি?
ক. স্বার্থত্যাগ খ. আত্মত্যাগ
গ. অর্থত্যাগ ঘ. বিলাসিতা ত্যাগ
উত্তর: খ. আত্মত্যাগ।
২৬. সমাজ জীবনের নানা বিকার, অসুস্থতা ও সর্বনাশের অভিঘাতে আঠারো বছর বয়স কেমন হয়ে উঠতে পারে?
ক. নিরীহ খ. কর্মহীন
গ. ভয়ংকর ঘ. আপসহীন
উত্তর: গ. ভয়ংকর।
২৭. অদম্য আঠারো বছর বয়সের আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবেলা করার
ক. সকল হাতিয়ার খ. প্রয়োজনীয় পেশিশক্তি
গ. প্রয়োজনীয় অর্থ ঘ. অদম্য প্রাণশক্তি
উত্তর: ঘ. অদম্য প্রাণশক্তি।
২৮. এ দেশের বুকে কেন আঠারোকে নেমে আসতে বলা হয়েছে?
ক. এ বয়স জটিলতা বোঝে না খ. এ বয়স দুর্নীতি করতে জানে না
গ. এ বয়স শিক্ষার বয়স ঘ. এ বয়স সাহসী, দুর্বার গতিসম্পন্ন ও কল্যাণব্রতী
উত্তর: ঘ. এ বয়স সাহসী, দুর্বার গতিসম্পন্ন ও কল্যাণব্রতী।
২৯. তারুণ্য ও যৌবনশক্তিকে কবি সুকান্ত ভট্টাচার্য জাতীয় জীবনের কি হিসেবে কামনা করেছেন?
ক. চালিকাশক্তি খ. বিদ্যুৎশক্তি
গ. প্রধান সম্পদ ঘ. মেরুদণ্ড
উত্তর: ক. চালিকাশক্তি।
৩০. আঠারো বছর বয়স কবিতাটি কয় মাত্রার ছন্দে রচিত?
ক. ৬ মাত্রার খ. ৫ মাত্রার
গ. ৭ মাত্রার ঘ. ৮ মাত্রার
উত্তর: ৬ মাত্রার।
৩১. মাত্রাবৃত্ত ছন্দ সাধারণ কয় মাত্রার হয়ে থাকে?
ক. চার মাত্রার খ. পাঁচ মাত্রার
গ. ছয় মাত্রার ঘ. আট মাত্রার
উত্তর: গ. ছয় মাত্রার।
৩২. আঠারো বছর বয়স কবিতার প্রতি চরণে মাত্রা সংখ্যা কত?
ক. ১৪ খ. ১৫
গ. ১৬ ঘ. ১৮
উত্তর: ক. ১৪।
৩৩. আঠারো বছর বয়স কবিতায় স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি বলতে বোঝায়?
i. অন্যের ওপর নির্ভরশীলতা পরিহার করা
ii. স্বাধীনভাবে চলার ঝুঁকি নেওয়া
iii. অন্যের সঙ্গে দুর্ব্যবহার করা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. iও iii ঘ. ii ও iii
উত্তর: খ. i ও ii।
৩৪. আঠারো বছর বয়স কবিতার বিষয়বস্তু অনুসারে এ বয়সের ধর্মই হলো
i. আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া
ii. আঘাত-সংঘাতের মধ্যে রক্তশপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া
iii. সমাজজীবনের নানা প্রয়োজনে দুঃসাহসী হয়ে ওঠা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৩৪. আঠারো বছর বয়স কবিতা অনুসারে দেশ, জাতি ও মানবতার জন্য যুগে যুগে এ বয়সের তরুণরাই এগিয়ে গেছে সবচেয়ে বেশি, কারণ
i. এ বয়স জীবনের ঝুঁকি নিয়ে সমস্ত বিপদ মোকাবেলা করতে পারে
ii. এ বয়স বিপদের সময় ছুটে পালাতে পারে
iii. এ বয়স সুন্দুর, শুভ ও কল্যাণের জন্য রক্তমূল্য দিতে জানে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও iii।
৩৫. আঠারো বছর বয়সকে কবি দুর্বার বলেছেন, কারণ
i. জীবনের এই সন্ধিক্ষণে শারীরিক ও মানসিক নানা জটিলতাকে অতিক্রম করতে হয়
ii. সামাজিক নানা জটিলতাকে অতিক্রম করতে হয়
iii. রাজনৈতিক নানা জটিলতাকে অতিক্রম করতে হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৩৬. আঠারো বছর বয়স মাথা না নোয়াবার কারণ হচ্ছে
i. তারা দঃসাহসী বলে
ii. দৈনিক ও মানসিক শক্তির অধিকারি বলে
iii. বিপ্লবী চেতনায় লালিত বলে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৩৭. আঠারো বছর বয়স কবিতায় একই শব্দের পুনরাবৃত্তি করার কারণ
i. বক্তব্যকে অধিকতর স্পষ্ট করার জন্য
ii. আবেগময় করার জন্য
iii. জোরালো কিংবা বিস্তৃত করার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৩৮. সবচেয়ে কম বয়সে মারা যান কোন লেখক?
ক. মানিক বন্দ্যোপাধ্যায় খ. জীবননান্দ দাশ
গ. সুকান্ত ভট্টাচার্য ঘ. রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
উত্তর: গ. সুকান্ত ভট্টাচার্য।
৩৯. দেখবো আমি জগৎটাকে আপন হাতের মুঠোয় পরে-কোন বাক্যের প্রতিধ্বনি?
ক. এ বয়সে কানে আসে কত মন্ত্রণা খ. আঠারো বছর বয়স কি দঃসহ
গ. এ বয়স জানে রক্তদানের পুণ্য ঘ. এ বয়স কালে লক্ষ দীর্ঘশ্বাসে
উত্তর: গ. এ বয়স জানে রক্তদানের পুণ্য।
৪০. কৈশোর থেকে যৌবনে পদাপর্ণের সময় মানুষ জীবনের ঝুঁকি নেয় কেন?
ক. উত্তেজনা, আবেগ ও উচ্ছ্বাসের জন্য খ. মোহ, আকাঙ্খা ও লোভের জন্য
গ. মানবতা, প্রেম ও ভালোবাসার জন্য ঘ. সত্য, সুন্দর ও কল্যাণের জন্য
উত্তর: ক. উত্তেজনা, আবেগ ও উচ্ছ্বাসের জন্য।
৪১. আঠারো বছর বয়সের কি নেই?
ক. ভয় খ. বিপদ
গ. মুক্তি ঘ. সুখ
উত্তর: ক. ভয়।
৪২. প্রাণবন্ত তরুণেরা ক্ষুব্ধ হয়ে ওঠে কেন?
ক. পরীক্ষারয় ফেল করলে খ. শত্রুর সামনে পড়লে
গ. বৃদ্ধেরা কঠিন শাসন করলে ঘ. অন্যায়, অত্যাচার, শোষণ, পীড়ন দেখলে
উত্তর: ঘ. অন্যায়, শোষণ, পীড়ন দেখলে।
৪৩. আঠারো বছর বয়সের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
ক. গতিশীলতা খ. প্রগতি ও অগ্রগতির পথে নিরন্তর ধাবমানতা
গ. নতুনকে ধারণ করলে ঘ. শক্তি ও সাহস
উত্তর: খ. প্রগতি ও অগ্রগতির পথে নিরন্ত ধাবমানতা।
৪৪. এ বয়স জানে রক্তদানে পুণ্য কবিতায় কি বুঝানো না হয়েছে?
ক. প্রতিরোধ খ. আত্মপ্রত্যয়ী
গ. আত্মত্যাগী ঘ. সংবেদনশীলতা
উত্তর: গ. আত্মত্যাগী।
৪৫. আঠারো বছর বয়স বাঁচে
ক. ঝড়ে আর বন্যায় খ. দুর্যোগে আর ঝড়ে
গ. স্বপ্নে আর উদ্দীপনায় ঘ. কর্মে আর প্রেরণায়
উত্তর: খ. দুর্যোগে আর ঝড়ে।
৪৬. এদেশের বুকে আঠারো আসুক নেমে অর্থ
ক. দেশের সবার বয়স আঠারো হোক খ. তারুণ্যের জয়গানে উদ্ভাসিত হোক আগামী
গ. নতুন দিনের সূচনা ঘ. জাতীয় জীবনে চালিকাশক্তি হয়ে দাঁড়াক
উত্তর: ঘ. জাতীয় জীবনে চালিকাশক্তি হয়ে দাঁড়াক।
৪৭. নিচের কোন চরণে আঠারো বছর বয়স কবিতার ইতিবাচক বক্তব্যের প্রকাশ পেয়েছে?
ক. তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা খ. দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার
গ. এ বয়স জানে রক্তদানের পুণ্য ঘ. ক্ষত-বিক্ষত হয় সহস্য প্রাণ
উত্তর: গ. এ বয়স জানে রক্তদানের পুণ্য।
৪৮. এ সময় সচেতন ও সচেষ্টভাবে নিজেকে পরিচালনা করতে না পারলে পদস্থলন হতে পারে। উক্তিটি আঠারো বছর বয়স কবিতার নিচে প্রদত্ত কোন চরণের বিশ্লেষিত রুপ?
ক. আঠারো বছর বয়স কি দঃসহ খ. স্পর্ধায় নেয় মাথা তোলাবার ঝুঁকি
গ. এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর ঘ. দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার।
উত্তর: ঘ. দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার।
৪৯. আঠারো বছর বয়স কবিতায় কবির প্রার্থনা কি?
ক. তারুণ্যের জয়গান খ. নতুন নতুন আবিষ্কার
গ. সমাজ জীবনে তারুণ্যের প্রেরণা ঘ. তারুণ্য জাতীয় জীবনের চালিকাশক্তি।
উত্তর: ঘ. তারুণ্য জাতীয় জীবনের চালিকাশক্তি।
৫০. তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা-চরনটিতে কবি কি বোঝাতে চেয়েছেন?
ক. প্রতিটি আবেগপ্রবণ অন্তর বেদনা ভারাক্রান্ত খ. সংবেদনশীলতাই অনুভূতিরপ্রবণ মনের অন্তরায়
গ. তরুণেরা সংক্ষুব্ধ অসংগতি দেখে ঘ.তরুণেরা জানে দেশ জাতি মানবতার জন্য রক্ত দানের পুণ্য
উত্তর: গ. তরুণেরা সংক্ষুব্ধ অসংগতি দেখে।
৫১. কবি আঠারো বছর বয়সকে আহব্বান জানিয়েছে কেন? তারা
ক. দুঃসাহসী খ. গম্ভীর
গ. জাতীয় জীবনের চালিকাশক্তি ঘ. অসহায়
উত্তর: গ. জাতীয় জীবনের চালিকাশক্তি।
৫২. এ বয়স জানে রক্তদানের পুণ্য-কিভাবে?
ক. নব নব শপথে বলীয়ান হয়ে খ. চারপাশের অন্যায়, অত্যাচার শোষন ও বৈষম্যর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে
গ. শারীরিক, মানসিক ও সামাজিক নানা জটিলতাকে অতিক্রম করে ঘ. সুন্দুর, শুভ ও কল্যাণের জন্য রক্তমূল্য দিয়ে
উত্তর: সুন্দর, শুভ ও কল্যাণের জন্য রক্তমূল্য দিয়ে।
৫৩. এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাস-কথাটি দ্বারা আঠারো বছর বয়সীদের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
ক. ইতিবাচক-নেতিবাচক নানা মতবাদ খ. নেতিবাচক কালো অধ্যায়
গ. তীব্রতা ও সুগভীর সংবেদনশীলতা ঘ. বয়ঃসন্ধিকালের তীব্র প্রতিক্রিয়া
উত্তর: খ. নেতিবাক কালো অধ্যায়।
৫৪. সুকান্ত ভট্টাচার্য কত খ্রিষ্টাব্দে মৃত্যেুবরণ করেন?
ক. ১৯৪৬ খ্রিষ্টাব্দে খ. ১৯৪৭ খ্রিষ্টাব্দে
গ. ১৯৪৮ খ্রিষ্টাব্দে ঘ. ১৯৪৯ খ্রিষ্টাব্দে
উত্তর: খ. ১৯৪৭ খ্রিষ্টাব্দে।
৫৫. আঠারো বছর বয়স লক্ষ দীর্ঘশ্বাসে কেমন হয়ে যায়?
ক. কালো খ. নীল
গ. বিবর্ণ ঘ. সুবর্ণ
উত্তর: ক. কালো।
৫৬. মিঠেকড়া রচনাটি কার রচিত?
ক. সুকান্ত ভট্টাচার্য খ. দিলওয়ার
গ. জীবনান্দদাশ খ. আল মাহমুদ
উত্তর: ক. সুকান্ত ভট্টাচার্য।
৫৭. সুকান্ত তাঁর কাব্যে কিসের আহব্বান জানিয়েছেন?
ক. নিত্য নতুন করণীয়ের জন্য নতুন নতুন শপথে বলীয়ান হওয়া খ. দেশের প্রতি কর্তব্যের আহব্বান
গ. মানুষের প্রতি ভালোবাসার আহব্বান ঘ. অন্যায় অবিচার শোষণ-বঞ্চনার বিরুদ্ধে বিপ্লব মুক্তির আহব্বান।
উত্তর: ঘ. অন্যায় অবিচার শোষণ-বঞ্চনার বিরুদ্ধে বিপ্লব মুক্তির আহব্বান।
৫৮. আঠারো বছর বয়সে তরুণেরা পদাঘাতে কি ভাঙতে চায়?
ক. লোহার শিকল খ. পাথর বাধা
গ. জেলের তালা ঘ. পাহাড় বাধা
উত্তর: খ. পাথর বাধা।
৫৯. আঠারো বছর বয়সে কীসের ঝুলিটা শূন্য থাকে না?
ক. ভিক্ষার ঝুলি খ. যাযাবরের ঝুলি
গ. তরুণের ঝুলি ঘ. প্রাণ দেওয়া-নেওয়ার
উত্তর: ঘ. প্রাণ দেওয়া-নেওয়ার।
৬০. হরতাল সুকান্ত ভট্টাচার্যের কোন ধরণের রচনা?
ক. গল্প খ. কাব্য
গ. নাটক ঘ. উপন্যাস
উত্তর: খ. কাব্য।
৬১. আঠারো বছর বয়সে তরুণেরা কেমন বেগে চলে?
ক. হাওয়ার বেগে খ. ঝড়ের বেগে
গ. বাষ্পের বেগে ঘ. ট্রেনের বেগে
উত্তর: গ. বাষ্পের বেগে।
৬২. আঠারো বছর বয়সে কি আসে?
ক. প্রেম খ. আঘাত
গ. বিপদ ঘ. বাধা
উত্তর: খ. আঘাত।
৬৩. সুকান্ত ভট্টাচার্যের আকাল একটি
ক. কাব্যগ্রন্থ খ. ছড়াগ্রন্থ
গ. প্রবন্ধ গ্রন্থ ঘ. গল্প গ্রন্থ
উত্তর: ক. কাব্যগ্রন্থ।
৬৪. আঠারো বছর বয়স কবিতার মূল বক্তব্য কি?
ক. সহজ সরল জীবনবোধ খ. তারুণ্যের অগ্রগতি সাধন
গ. নিজেকে উপর্যুক্তভাবে তৈরি করা ঘ. তারুণ্য ও যৌবনশক্তিকে জাতীয় শক্তিতে রুপান্তর
উত্তর: ঘ. তারুণ্য ও যৌবনশক্তিকে জাতীয় শক্তিতে রুপান্তর।
৬৫. কাব্যিক বৈশিষ্ট্যের দিক থেকে সুকান্তের সঙ্গে মিল রয়েছে কোন কবির?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. জীবনান্দদাশ
গ. কাজী নজরুল ইসলাম ঘ. দিলওয়ার
উত্তর: গ. কাজী নজরুল ইসলাম।
আরো পড়ুন: রেইনকোট গল্পের MCQ
৬৬. আঠারো বছর বয়স কবিতায় রক্তদানের পুণ্য বলতে কি বোঝানো হয়েছে?
ক. সেচ্ছায় রক্তদান কর্মসূচি খ. রক্তদানের মাধ্যমে পরোপকার করা
গ. জীবন বাজি রেখে মহৎ কাজ করা ঘ. জীবন দেওয়া ও জীবন নেওয়া
উত্তর: গ. জীবন বাজি রেখে মহৎ কাজ করা।
৬৭. আঠারো বছর বয়স বিপদের মুখে কেমন ভূমিকা পালন করে?
ক. সাহসী খ. মুখ্য
গ. উৎসাহী ঘ. অগ্রণী
উত্তর: অগ্রণী।
৬৮. কবি আঠারো বছর বয়সকে কিসের সঙ্গে তুলনা করেছেন?
ক. নৌকা খ. জাহাজ
গ. স্টিমার ঘ. লঞ্চ
উত্তর: গ. স্টিমার।
৬৯. আঠারো বছর বয়সে মানুষের জীবনে কি উঁকি দেয়?
ক. বিপদ খ. আনন্দ
গ. ভালোবাসা ঘ. দুঃসাহস
উত্তর: ঘ. দুঃসাহস।
৭০. এদেশের বুকে কবি কোন বয়স কামনা করেছেন?
ক. পনেরো খ. আঠারো
গ. উনিশ ঘ. কুড়ি
উত্তর: খ. আঠারো।
৭১. এ বয়সে কানে আসে কত মন্ত্রণা বলতে কি বোঝানো হয়েছে?
ক. মন্দ মতবাদের সঙ্গে যোগাযোগ খ. অন্যর পরামর্শকেই সঠিক ভাবা
গ. নানান মতবাদের সঙ্গে পরিচয় ঘ. না বুঝেই সিদ্ধান্ত গ্রহণ
উত্তর: ক. মন্দ মতবাদের সঙ্গে যোগাযোগ।
৭২. সুকান্ত ভট্টাচার্য মূলত কোন ধরনের কবি?
ক. বিপ্লবের কবি খ. বিদ্রোহের কবি
গ. শান্তির কবি ঘ. সাম্যের কবি
উত্তর: ক. বিপ্লবের কবি।
৭৩. আঠারো বছর বয়স কবিতাটির স্তবক সংখ্যা কত?
ক. চার খ. ছয়
গ. আট ঘ. দশ
উত্তর: গ. আট।
৭৪. এ বয়সে কত ভাবধারার সাথে পরিচিত হয় উল্লিখিত চরণটির ভাব নিচের কোন বাক্যে প্রতিফলিত হয়েছে?
ক. তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা খ. দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার
গ. এ বয়সে কানে আসে কত মন্ত্রণা ঘ. এ বয়সে অবিশ্রান্ত একে একে হয় জড়ো
উত্তর: গ. এ বয়সে কানে আসে কত মন্ত্রণা।
৭৫. আঠারো বছর বয়সে বিপর্যয় নেমে আসতে পারে কেন?
ক. নিজেকে সাহসী ভাবার কারণে খ. নিজেকে ঠিকমতো পরিচালনা না করতে পারার কারণে
গ. যুদ্ধে অংশগ্রহণ করায় ঘ. বন্ধন ছিন্ন করায়
উত্তর: খ. নিজেকে ঠিকমতো পরিচালনা না করতে পারার কারণে।
৭৬. এখন যৌবন যার মিছিলে যাবার শ্রেষ্ঠ সময় তার। কোন কবিতাকে স্মরণ করিয়ে দেয়?
ক. আঠারো বছর বয়স খ. সাম্যবাদী
গ. ঐক্যতান ঘ. সেই অস্ত্র
উত্তর: ক. আঠারো বছর বয়স।
৭৭. কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বেঁচে ছিলেন?
ক. ২০ বছর খ. ৩১ বছর
গ. ২৩ বছর ঘ. ২১ বছর
উত্তর: ঘ. ২১ বছর।
৭৮. আঠারো বছর বয়স কেন ভয়ংকর হয়ে ওঠে?
ক. কোনো ভুল করে ফেলে রাখার কারণে খ. প্রার্থিত বস্তু না পাওয়ার কারণে
গ. পছন্দসই কাজ না পাওয়ার কারণে ঘ. সামাজিক বিকার ও অসুস্থতার কারণে
উত্তর: সামাজিক বিকার ও অসুস্থতার কারণে।
৭৯. তরুণেরা আত্মাকে কীসে সমর্পণ করে?
ক. সত্যের কাছে খ. মৃত্যেুর কাছে
গ. অমাবস্যার আঁধারে ঘ. শপথের কোলাহলে
উত্তর: ঘ. শপথের কোলাহলে।
৮০. এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর আঠারো বছর বয়স কবিতায় প্রখরতার স্বরুপ কেমন?
i. অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম
ii. অনুভূতির তীব্রতা
iii. সুগভীর সংবেদনশীলতা
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii।
৮১. পথ চলতে এ বয়স যায় না থেকে-এ পঙক্তিটি দ্বারা বোঝায়
i. এ বয়স প্রগতির পথে নিরন্তর ধাবমান
ii. এ বয়স জরাজীর্ণতাকে আঁকরে ধরে
iii. ধাবমানতাই এ বয়সের বৈশিষ্ট্য
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
৮২. সুকান্ত ভট্টাচার্যের আঠারো বছর বয়স কবিতার যে বৈশিষ্ট্য লক্ষ করা যায়
i. বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য
ii. যৌবনের উদ্দীপনা
iii. নতুন জীবন রচনার স্বপ্ন
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও ii।
৮৩. আঠারো বছর বয়স কবিতায় প্রকাশিত হয়েছে
i. তারুণ্যের ধিক্কার
ii. তারুণ্যের ইতিবাচক দিক
iii. তারুণ্যের ইতিবাচক ও নেতিবাচক দিক
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. i ও ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. iii।
৮৪. সঁপে আত্মাকে শপথের কোলাহলে-এ শপথের উদ্দেশ্য হলো
i. নিত্য-নতুন করণীয় সম্পাদন
ii. উন্নয়নের লক্ষ্যে পোঁছানো
iii. স্বপ্ন বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।
৮৫. আঠারো বছর বয়স কবিতায় বিশেষভাবে ফুটে উঠেছে?
i. যৌবনের জয়গান
ii. শোষণ-বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ
iii. তারুণ্যের ইচ্ছাশক্তি
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৮৬. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কালে সুকান্ত ভট্টাচার্যের কবিতা মুক্তিকামী বাঙালির মনে
i. বিশেষ শক্তি জুগিয়েছিলো
ii. বিশেষ সাহস জুগিয়েছিলো
iii. বিশেষ মনোবল জুগিয়েছিলো
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও ii।
নিচের উদ্দীপকটি পড় এবং ৮৭ ও ৮৮ নং প্রশ্নের উত্তর দাও:
ঊষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুনিব তিমির রাত, বাধার বিদ্ধাচল।
৮৭. উদ্দীপকটি কোন কবিতার ভাব ধারণ করে?
ক. সেই অস্ত্র খ. মেঘনাদ বধ
গ. ফেব্রুয়ারি ১৯৬৯ ঘ. আঠারো বছর বয়স
উত্তর: ঘ. আঠারো বছর বয়স।
৮৮. উক্ত ভাবসংবেলিত চরণ হলো
ক. আঠারো বছর বয়সে নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা খ. সেই অস্ত্র যে অস্ত্র উত্তোলিত হলে বারবার বিধ্বস্ত হবে না ট্রয়নপরী ঘ. দেব-দৈত্য-নব, স্বচক্ষে দেখেছে, রক্ষ:শ্রেষ্ঠ, পরাক্রম দাসের ঘ. আবার সালাম নামে রাজপথে, শূন্যে তোলে ফ্ল্যাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে
উত্তর: ক. আঠারো বছর বয়সে নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা।
৮৯. স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি-আঠারো বছর বয়স কবিতার চরণটিতে প্রকাশ পেয়েছে তরুণদের
ক. দৃঢ়তা খ. মনমানসিকতা
গ. সাহসিকতা ঘ. আত্মনির্ভরতা
উত্তর: ঘ. আত্মনির্ভরতা।
৯০. এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
ক. পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা খ. শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দ আর রৌদ্রের ছায়ায়
গ. কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি ঘ. অভাগা মানুষ যেন আবার জেগে ওঠে এই আশায়
উত্তর: ক. পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা।
৯১. নিচের কোনটিতে আঠারো বছর বয়সের ইতিবাচক দিকের প্রতিফলন ঘটেছে?
ক. এ বয়সে কানে আসে কত মন্ত্রণা খ. এ বয়স কাঁপে বেদনায় থরো থরো
গ. সঁপে আত্মাকে শপথের কোলাহলে ঘ. দুর্যোগে হাল ঠিকমতো রাখার ভার
উত্তর: গ. সঁপে আত্মাকে শপথের কোলাহলে।
৯২. আঠারো বছর বয়স কবিতায় এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর বলতে বোঝানো হয়েছে?
ক. বিদ্রোহ ও জটিলতা খ. তীব্রতা ও সংবেদনশীলতা
গ. প্রগতি ও সংগ্রামশীলতা ঘ. দুঃসাহস ও স্নেহমমতা
উত্তর: খ. তীব্রতা ও সংবেদনশীলতা।
৯৩. আঠারো বছর বয়স কোন ছন্দে রচিত?
ক. অক্ষরবৃত্ত খ. স্বরবৃত্ত
গ. গদা ছন্দ ঘ. মাত্রাবৃত্ত
উত্তর: ঘ. মাত্রাবৃত্ত।
৯৪. আঠারো বছর বয়স কবিতায় সঁপে আত্মাকে শপথের কোলাহলে বলতে কি বোঝায়?
ক. রক্তদানের পুণ্য খ. আত্মত্যাগের মহিমা
গ. কথা ও কাজের ঐক্য ঘ. যৌবনের দুঃসাহসিকতা
উত্তর: ঘ. যৌবনের দুঃসাহসিকতা।
৯৫. আঠারো বছর বয়সীদের তাজা প্রাণে কেমন যন্ত্রণার সৃষ্টি হয়?
ক. সামান্য খ. বীভৎস
গ. সহনীয় ঘ. অসহ্য
উত্তর: ঘ. অসহ্য যন্ত্রণা।
আরো পড়ুন: মাসি পিসি গল্পের MCQ
৯৬. পদাঘাত শব্দের অর্থ কি?
ক. হাত দিয়ে আঘাত খ. পা দিয়ে আঘাত
গ. মাথা দিয়ে আঘাত ঘ. বুক দিয়ে আঘাত
উত্তর: খ.পা দিয়ে আঘাত।
৯৭. ছাড়পত্র কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. সুকান্ত ভট্টাচার্য ঘ. জীবনান্দদাশ
উত্তর: গ. সুকান্ত ভট্টাচার্য।
৯৮. আঠারো বছর বয়স কি জানে না?
ক. কাঁদতে জানে না খ. হাসতে জানেনা
গ. বাধা উপেক্ষা করতে জানে না ঘ. অন্যায় করতে জানে না
উত্তর: ক. কাঁদতে জানে না।
৯৯. সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়?
ক. মাদারীপুর খ. লক্ষীপুর
গ. গোপালগঞ্জ ঘ. সাতক্ষীরা
উত্তর: গ. গোপালগঞ্জ।
১০০. হাল ঠিকমতো রাখা কঠিন হয়ে পড়ে কখন?
ক. দুর্যোগের সময় খ. তুফানের সময়
গ. ঝড়ের সময় ঘ. বাধার সময়
উত্তর: ক. দুর্যোগের সময়।
জ্ঞানমূলক প্রশ্নোত্তর
- সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটি?
- উত্তর: ছাড়পত্র।
- আঠারো বছর বয়স পদাঘাতে কি করে?
- উত্তর: পাথর সমান বাধা ভাঙতে চায়।
- কবি সুকান্ত ভট্টাচার্য ১৩৩৩ বঙ্গাব্দের কত তারিখে জন্মগ্রহণ করেন?
- উত্তর: ৩০ শ্রাবণ।
- কবি সুকান্ত ভট্টাচার্যের পিতার নাম কি?
- উত্তর: নিবারণচন্দ্র ভট্টাচার্য।
- কবি সুকান্তের মায়ের নাম কি?
- উত্তর: সুনীতি দেবী।
- ঘুম নেই কোন জাতীয় রচনা?
- উত্তর: কাব্যগ্রন্থ।
- সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যগ্রন্থের নাম কি?
- উত্তর: আকাল।
- আঠারো বছর বয়স কবিতার প্রতিটি চরণের মাত্রা বিন্যাস কেমন?
- উত্তর: ৬+৬+২।
- আঠারো বছর বয়স পথে প্রান্তরে কি ছোটায়?
- উত্তর: তুফান।
- আঠারো বছর বয়সে সহস্র প্রাণ কি হয়?
- উত্তর: ক্ষতবিক্ষত।
- আঠারো বছর বয়সে কেমন আঘাত আসে?
- উত্তর: অবিশ্রান্ত।
- কিসে আঠারো বছর বয়স বাঁচে?
- উত্তর: দুর্যোগে আর ঝড়ে।
- কবি সুকান্ত ভট্টাচার্যের অন্য রচনাগুলো কি কি?
- উত্তর: মিঠেকড়া, অভিযান, হরতাল ইত্যাদি।
- কবি সুকান্ত ভট্টাচার্য কিসের জয়ধ্বনি শুনতে পান?
- উত্তর: আঠারোর জয়ধ্বনি।
- এ দেশের বুকে আঠারো আসুক নেমে-কে বলেছেন?
- উত্তর: কবি সুকান্ত ভট্টাচার্য।
তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা বলতে কি বোঝ?
পৃথিবীব্যাপী অন্যায়, অত্যাচার, শোষণ, নিপীড়ন, বৈষম্য, ভেদাভেদ দেখে যৌবনাধিকারী তাজা প্রাণের তরুণেরা যন্ত্রণায় ক্ষুব্ধ হয়ে ওঠে। আঠারো বছর বয়সে তারুণ্যের সঞ্জীবনীশক্তিতে তরুণরা যৌবনপ্রাপ্ত হয়। এ বয়সে যৌবনের জোয়ারে উজ্জীবিত হয়ে তরুণেরা অসীম শক্তি লাভ করে। মন থেকে ভয়, শঙ্কা দূর করে অফুরন্ত সাহস নিয়ে সামনে অগ্রসর হয়। অজানাকে জানা ও অচেনাকে চেনার অদম্য আকাঙ্খা এ বয়সেই প্রকাশিত হয়।
আরো পড়ুন: অপরিচিতা গল্পের MCQ
তাই যখন চারপাশে অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, শোষণ, সামাজিক বৈষম্য ও ভেদাভেদ ইত্যাদি দেখে, তখন আর নিজেকে ধরে রাখতে পারে না। প্রাণবন্ত তাজা তরুণরা ক্ষুব্ধ হয়ে ওঠে ও অসহ্য যন্ত্রণায় ছটফট করে। তা কবি সুকান্ত ভট্টাচার্য তরুণদের নিয়ে এই আলোচ্য উক্তিটি করেছেন তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা।
আঠারো বছর বয়সে জীবনে বিপর্যয় নেমে আসার সম্ভাবনা থাকে কেন?
আঠারো বছর বয়সে জীবনের নানা জটিলতাকে অতিক্রম করতে হয় বলে জীবনে বিপর্যয় নেমে আসার সম্ভাবনা থাকে। আঠারো বছর বয়স কবিতায় বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্য আঠোরো বছর বয়সের বিচিত্র বৈশিষ্ট্য তুলে ধরেছেন। জীবনের এই সন্ধিক্ষণে শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক নানা জটিলতাকে অতিক্রম করতে হয়। তাছাড়া যেকোনো সিদ্ধান্ত গ্রহণের জন্যও এ বয়স যেমন গুরুত্বপূর্ণ তেমনি সমুহ বিপর্যয়ের সম্ভাবনাও এ বয়সে বেশি। তাই এ সময় সচেতন ও সচেষ্টভাবে নিজেকে পরিচালনা করতে না পারলে পদস্থলন হতে পারে। এ বয়সে জীবনের বড় ধরনের বিপর্যয় নেমে আসার সম্ভাবনাও থাকে।
বিপদের মুখে এ বয়স অগ্রণী-কবি কেন এ কথা বলেছেন?
কবির মতে আঠারো বছর বয়সী তরুণরা সুন্দর, শুভ ও কল্যাণের জন্য রক্তমূল্য দিতে জানে, তাই তিনি আলোচ্য চরণটি রচনা করেছেন। আঠারো বছর বয়স মানবজীবনের এক উত্তরণকালীন পর্যায়। নানা দুঃসাহসী স্বপ্ন, কল্পনা ও উদ্যোগ এ বয়সের তরুণদের মনকে ঘিরে ধরে। যৌবনে পদার্পণ করে এ তরুণরা আত্মপত্যায়ী হয়। তারা স্বপ্ন দেখে নতুন জীবনের, নব নব অগ্রগতি সাধনের। দেশ, জাতি ও মানবতার জন্য যুগে যুগে এ বয়সী তরুণরা এগিয়ে গেছে সবচেয়ে বেশি। তাই কবি বলেছেন, বিপদের মুখে এ বয়স অগ্রণী।
আঠারো বছর বয়স সম্পর্কে কবির অনুভূতি ব্যক্ত কর।
আঠারো বছর বয়স কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্যের ব্যক্তিগত অনুভবের প্রতিফলন ঘটেছে। সুকান্ত ভট্টাচার্য ছিলেন বিপ্লবী চেতনায় উজ্জীবিত কবি। আঠারো বছর বয়স কবিতাটি কবির ব্যক্তিগত অনুভূতির ঝাঁঝালো ফসল। মানবজীবনের এক গুরুত্বপূর্ণ বয়ঃসন্ধিক্ষণে দাঁড়িয়ে কবি উপলব্ধি করেন-জীবন সংগ্রামের ইতিহাসে আঠারো বছর বয়স অত্যান্ত গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত গ্রহণের জন্য এ বয়স যেমন বিশেষভাবে গুরুত্ব বহন করে, তেমনি এ বয়সের আনাড়িপনার মধ্যে জীবনে বিপর্যয় নেমে আসার সম্ভাবনা থাকে। এ ধরনের অনুভূতি থেকেই তিনি আঠারো বছর বয়স কবিতাটি রচনা করেছেন।
আঠারো বছর বয়স কবিতায় কবি তরুণদের কি কি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন?
আঠারো বছর বয়স কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য তারুণ্যের বেশকিছু বৈশিষ্ট্যর কথা উল্লেখ করেছেন যেমনঃ
- তারুণ্য আবেগ ও উচ্ছ্বাসের সময়।
- তরুণরা দুঃসাহসের অধিকারি।
- এটি মানবজীবনের ভয়হীন সময়।
- তারুণ্য অন্যায়ের প্রতিবাদী।
- তারুণ্য ত্যাগ স্বীকারের সময়।
- তারুণ্য সেবাব্রত জীবনের অধিকারী।
- তারুণ্য দেশ ও জাতির কল্যাণের জন্য সর্বদা নিবেদিত।
- তারুণ্য বিপ্লবী চেতনার ধারক ও বাহক।
আঠারো বছর বয়স দুর্বার গতিতে পথ চলে কেন?
প্রগতি ও অগ্রগতির ধারক ও বাহক আঠারো বছর বয়স দুর্বার গতিতে পথ চলে। জীবনের সন্ধিক্ষণে শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক নানা জটিলতা অতিক্রম করতে হয়। সচেতন ও সচেষ্ট হয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে জীবন পরিচালনা করলে অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাস থেকে মুক্ত হওয়া যায়। দেহের ও মনের স্থবিরতা, নিশ্চলতা, জরাজীর্ণতা অতিক্রম করে প্রগতি ও অগ্রগতির পথে নিরন্তর ধাবমানতাই এ বয়সের বৈশিষ্ট্য। তাই তারুণ্য ও যৌবনশক্তি দুর্বার বেগে এগিয়ে যায় অগ্রযাত্রার পথে।
এ বয়স তবু নতুন কিছু তো করে-উক্তিটি বুঝিয়ে লেখ
মানবজীবনে পরিক্রমায় আঠারো বছর বয়স তারুণ্যের দীপ্তিতে মানবকল্যাণ সাধনায় চিরভাস্বর। আঠারো বছর বয়সে উত্তেজনার প্রবল আবেগে ঝুঁকিপূর্ণ সাধনায় অবিরাম গতিতে জীবনসংগ্রামে ঝাঁপিয়ে পড়ে তরুণ প্রাণ। অদম্য দুঃসাহসে কঠিন বাধাবিপত্তি উপক্ষো করে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর সময় এ বয়স। বিপদের মুখে তরুণরাই অগ্রণী ভূমিকা পালন করে। বিপদসংকুল পথেই তারুণ্যের পদযাত্রা। নতুন সমাজ ও জাতি গঠনে তরুণদের অবদানই সবচেয়ে বেশি। সেজন্য কবি তারুণ্যের জয়গান গেয়েছেন এবং বলেছেন, এ বয়স তবু নতুন কিছু তো করে।
এ দেশের বুকে আঠারো আসুক নেমে-ব্যাখ্যা কর
তরুণরাই এ দেশের আগামী দিনের চালিকাশক্তি। তাই কবি এ বাসনা পোষণ করেছেন। বিপ্লবী তরুণ কবি সুকান্ত ভট্টাচার্য বাংলাদেশের আঠারো বছর বয়সের তরুণদের আবির্ভাব কামনা করেছেন। কারণ কবি আশা করেন, এ বয়সের তরুণ প্রাণ এ দেশটাকে সত্য, সুন্দর ও কল্যাণময় করে গড়ে তুলবে; অত্যাচার, উৎপীড়ন প্রতিহত করবে; মহৎ সৃষ্টির আনন্দে উদ্বেলিত হবে। আঠারো বছর বয়স দেহ ও মনের স্থবিরতা, নিশ্চলতা, জরাজীর্ণতা অতিক্রম করে দুর্বার গতিতে এগিয়ে যায়। কবির প্রার্থনা এসব বৈশিষ্ট্য নিয়ে যেন দেশের কল্যাণ, মানবতার সেবায়, জাতীয় জীবনের চালিকাশক্তিরুপে এ দেশের বুকে আঠারো বছরের অর্থাৎ তারুণ্যের আবির্ভাব ঘটে।
এ বয়স জানে রক্তদানের পুণ্য-বলতে কি বুঝায়?
এ বয়স জানে রক্তদানের পুণ্য বলতে বোঝায়-আঠারো বছর বয়স সুন্দর, শুভ ও কল্যাণের জন্য রক্তমূল্য দিতে জানে। যুগে যুগে দেশ, জাতি ও মানবতার জন্য তরুণরা এগিয়ে গেছে। আঠারো বছরের যুবকরা জীবনের ঝুঁকি নিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, বিপদ মোকাবিলায় প্রাণ দিয়েছে, অজানাকে জানার জন্য মহাশূন্যে উড়েছে ও গভীর সাগরে নিমজ্জিত হয়েছে। তারাই দেশ ও জনগণের মুক্তি ও কল্যাণের জন্য জীবন বাজি ধরতে জানে।
পথ চলতে এ বয়স যায় না থেকে-কেন?
আঠারো বছর বয়সের তরুনরা অদম্য প্রাণশক্তির অধিকারি বলে কোনো বাধাই তাদের চলার গতি রোধ করতে পারে না। আঠারো বছর বয়স কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। কবির মতে অদম্য এ বয়সের আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবিলা করার অফুরন্ত প্রাণশক্তি। যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবন রচনার স্বপ্ন ও কল্যাণব্রত এসব বৈশিষ্ট্যের জন্য কবি প্রত্যাশা করেছেন, নানা সমস্যাপীড়িত আমাদের দেশে তারুণ্য ও যৌবনশক্তি যেন জাতীয় জীবনের চালিকাশক্তি হয়ে দাঁড়ায়। কারণ এ বয়সের তরুণেরা দেশ ও জাতির কল্যাণে অকাতরে জীবন দেয়, তবু পিছু হটতে জানে না।
উপসংহার
প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে আঠারো বছর বয়স কবিতার (MCQ) সহ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনি এই লেখাগুলো পুরো মনোযোগ সহকারে পড়েছেন এবং উপকৃত হতে পেরেছেন। এরকম আরো ইউনিক প্রশ্নোত্তর জানতে আমাদের সাথেই থাকুন। আমরা সবসময় পাঠকের চাহিদা অনুযায়ী পোস্ট পাবলিশ করে থাকি। প্রিয় পাঠক, একই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url