কাকতাড়ুয়া উপন্যাসের (MCQ) বিস্তারিত জেনে নিন

প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের (MCQ) গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে কাকতাড়ুয়া উপন্যাসের (MCQ) গুলো বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
কাকতাড়ৃয়া উপন্যাসের (MCQ) বিস্তারিত জেনে নিন
কাকতাড়ুয়া উপন্যাসটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত। এটি একটি মুক্তিযুদ্বভিত্তিক উপন্যাস। এটি গ্রামের এক অবহেলিত, প্রান্তিক কিশোরের স্বাধীনতা সংগ্রামের গল্প। উপন্যাসের প্রধান চরিত্র বুধাকে ঘিরে গড়ে উঠেছে এর কাহিনী। এ এক ছিন্নমূল কিশোর এক চাচি আর চাচাতো বোন কুন্তি ছাড়া তিনকুলে আপন বলতে কেউ নেই তার। সে যখন যেখানে খুশি রাত কাটায়। যখন যা জোটে তাই দিয়ে ক্ষুন্নিবৃত্তি করে। গাঁয়ের লোকে তাকে পাগল বলেলেও সে এক ভীষণ সাহসী বালক। চাচির বাড়ি ছেড়ে এলে তার ভেতর মুক্তির বোধ জাগে। তার সাহসিকতাই তাকে মুক্তিযুদ্ধে সম্পৃক্ত হতে প্রেরণা জোগায়। 

সে শান্তি কমিটির চেয়ারম্যান আর রাজাকার কমান্ডারের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ক্যাম্পের বাঙ্কারে মাইন পুতে রেখে আসে। উপন্যাসের কাহিনী গড়ে উঠতে বিশেষভাবে সাহায্য করেছে আরও কিছু চরিত্র, যেমন, কুন্তি, নোলক, বুয়া, হরিকাকু, আহাদ মুন্সি, আলি, মিঠু, ফুলকলি, রাজাকার কুদ্দুস ও মুক্তিযুদ্ধা শিল্পী শাহাবুদ্দিন। এ ছাড়া বুধা যখনই মুক্তিযুদ্ধের কথা ভেবেছে তখনই ছায়ার মতো যাঁর আহ্বান তাকে উদ্বুদ্ধ করেছে। তিনি বঙ্গবন্ধু। শত্রুশিবির ধ্বংসের উদ্দেশ্য একটি সফল অপারেশনের মধ্য দিয়ে শেষ হয় এ উপন্যাসের কাহিনী।

কাকতাড়ুয়া উপন্যাসের (MCQ)

১। বুধার কয় ভাইবোন কলেরায় মারা যায়?
ক. ৩ জন খ. ৪ জন
গ. ৫ জন ঘ. ৬ জন
উত্তর: ৪ জন।

২। চঞ্চু কথার অর্থ কী?
ক. পা খ. পাখা
গ. ঠোঁট ঘ. কান
উত্তর: গ. ঠোঁট।

৩। হরিকাকুর সঙ্গে বুধার কোথায় দেখা হয়েছিলো?
ক. জামতলায় খ. ফসলের মাঠে
গ. বাজারে ঘ. রাস্তায়
উত্তর: ক. জামতলায়।

৪। শান্তি কমিটির চেয়ারম্যান হয়েছিলো কে?
ক. মতিউর খ. আহাদ মুন্সি
গ. হাশেম মিয়া ঘ. হরিবাবু
উত্তর: খ. আহাদ মুন্সি।

৫। নিজের বোঝা নিজে বইব। বুধার এ বক্তব্য ফুটে ওঠে
ক. সাহস খ. আত্মবিশ্বাস
গ. স্বনির্ভরতা ঘ. দেশপ্রেম
উত্তর: খ. আত্মবিশ্বাস।

৬। বিদেশী মানুষ এবং নিজেদের মানুষ সবার ওপর বুধার ঘৃণা বাড়তে থাকে কেন?
ক. যুদ্ধ করার জন্য খ. অত্যাচার করার জন্য
গ. বিরোধিতা করার জন্য ঘ. গণহত্যার জন্য
উত্তর: খ. অত্যাচার করার জন্য।

৭। মরণের কথা মনে করলে যুদ্ধ করা যায় না - কথাটি কে বলেছে?
ক. বুধা খ. শাহাবুদ্দিন
গ. ফুলকলি ঘ. কুন্তি
উত্তর: ঘ. কুন্তি।

৮। হরিকাকু বুধাকে কী নামে ডাকতেন?
ক. কাকতাড়ুয়া খ. মানিক রতন
গ. খোকা বাবু ঘ. ছন্নছাড়া
উত্তর: খ. মানিক রতন।

৯। বুধা বোলতার ডাককে কীসের সঙ্গে তুলনা করে?
ক. কুন্তির মধুর বচন খ. আহাদ মুন্সির হুংকার
গ. চাচির কণ্ঠস্বর ঘ. মাইন বিস্ফোরণের শব্দ
উত্তর: গ. চাচির কণ্ঠস্বর।

১০। বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন দেয় কেন?
ক. প্রতিশোধ নিতে খ. প্রতিহিংসায়
গ. ফুলকলিতকে বাঁচাতে ঘ. ব্যক্তিস্বার্থে
উত্তর: ক. প্রতিশোধ নিতে।

১১। বাজারের ভারী ব্যাগ নিয়ে হাঁটতে পারছেন না দেখে কিশোর রবিন দৌঁড়ে এসে বৃদ্ধ তমিজ উদ্দীনের হাত থেকে ব্যাগ নিয়ে তাঁকে বাড়ি পৌঁছে দেয়।

উদ্দীপকের রবিন ও কাকতাড়ুয়া উপন্যাসের বুধা চরিত্র এক হয়েয়ে কোন দিক থেকে?
ক. কর্তব্যবোধ খ. নির্ভীকতা
গ. দেশপ্রেম ঘ. আত্মমর্যাদাবোধ
উত্তর: ক. কর্তব্যবোধ।

১২। উপন্যাসের দ্বিতীয় উপদান কী?
ক. দৃশ্য খ. ভাষা
গ. কাহিনী ঘ. চরিত্র
উত্তর: ঘ. চরিত্র।

১৩। যাচ্ছিল রে, কাকতাড়ুয়া উক্তিটি কার?
ক. ফুলকলি খ. কুন্তি
গ. নোলক বুয়া ঘ. রানি
উত্তর: ঘ. রানি।

১৪। নদীর তলে খুঁজে দেখ। আমাকে জিজ্ঞেস কর কেন? আমি কি ওদের গার্জিয়ান? এ কথার মাঝে প্রকাশ পেয়েছে বুধার
ক. খেয়ালিপনা খ. কৌশল
গ. অজ্ঞতা ঘ. বিচক্ষণতা
উত্তর: খ. কৌশল।

১৫। ফজু চাচার মাটি কাটার দলে বুধার যোগ দেওয়ার পেছনে কাজ করেছে কোনটি?
ক. দেশপ্রেম খ. সাহস
গ. দারিদ্র ঘ. একাকিত্ব
উত্তর: খ. সাহস।

১৬। বুধা কাকে স্যালুট করে?
ক. মিলিটারিকে খ. মতিউরকে
গ. শাহাবুদ্দিনকে ঘ. কুদ্দুসকে
উত্তর: গ. শাহাবুদ্দিনকে।

১৭। ফুলকলি বুধার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায় কেন?
ক. একা পেলে বুধাকে যুদ্ধ নামে ডাকতে বলায় খ. কাটা স্থানে মলম লাগিয়ে দেয়ায়
গ. আতা ফুফুর বাড়িতে নিয়ে আসায় ঘ. ফুলকলিকে জয়বাংলা নামে ডাকায়
উত্তর: খ. কাটা স্থানে মলম লাগিয়ে দেয়ায়।

১৮। হাঙর নদী গ্রেনেড ও পোকামাকড়ের ঘরবসতি উপন্যাসের রচয়িতা কে?
ক. জাহানারা ইমাম খ. ড. আনিসুজ্জামান
গ. সেলিনা হোসেন ঘ. কবীর চৌধুরী
উত্তর: ঘ. সেলিনা হোসেন।

১৯। সোনার ঘর বলতে কী বোঝানো হয়েছে?
ক. আশ্রয়স্থল খ. আশ্রয়ের সংকট
গ. একাকিত্ব ঘ. আশ্রয় হীন
উত্তর: ক. আশ্রয়স্থল।

২০। কাকতাড়ুয়া উপন্যাসে লেখকের জীবন ভাবনা কি?
ক. অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, প্রতিশোধ গ্রহন করতে হয় খ. স্বাধীনতার জন্য আকাঙ্ক্ষা
গ. কিশোরেরাই স্বাধীনতা ছিনিয়ে আনতে পারে ঘ. স্বাধীনতার স্বাদ আবাল-বৃদ্ধ বনিতা সবার একান্ত কাম্য
উত্তর: ক. অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, প্রতিশোধ গ্রহণ করতে হয়।

২১। বুধার চাচাতো ভাই-বোনের সংখ্যা কত জন?
ক. ছয় খ. সাত
গ. আট ঘ. নয়
উত্তর: গ. আট।


২২। তোর সামনে খারাপ দিন আছে বুধা - উক্তিটি কার?
ক. মতিউরের খ. আহাদ মুন্সির
গ. কুদ্দুসের ঘ. পাকিস্তানি সেনার
উত্তর: ক. মতিউরের।

২৩। চোখের সামনে নিজ মা-বাবা ও চার ভাই-বোনের মরে যেতে দেখল কে?
ক. বুধা খ. কুন্তি
গ. নোলক বুয়া ঘ. শিল্পী শাহাবুদ্দিন
উত্তর: ক. বুধা।

২৪। তিনকুলে আপন হিসেবে বুধার কয়জন আছে?
ক. চারজন খ. তিনজন
গ. দুইজন ঘ. একজন
উত্তর: ঘ. একজন।

২৫। মশাল বানানোর কাজে ব্যবৃহত কেরোসিন বুধাকে কে দিয়েছিলো?
ক. মিঠু খ. আলি
গ. ফুলকলি ঘ. আতা ফুফু
উত্তর: খ. আলি।

২৬। রেকি করার কাজটা তোকে করতে হবে। এখানে রেকি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. আক্রমণের আগে শত্রুর অবস্থান অনুসন্ধান খ. শত্রুকে ধরাশায়ী করার কূট-কৌশল
গ. ছলনা করার পদ্ধতি ঘ. আক্রমণের জন্য সংঘটিত করা
উত্তর: ক. আক্রমণের আগে শত্রুর অবস্থান অনুসন্ধান।

২৭। কাকতাড়ুয়া উপন্যাসে কোনটি মুক্তিযোদ্ধার নাম?
ক. কুদ্দুস খ. মতিউর
গ. শাহাবুদ্দিন ঘ. আঃ আহাদ
উত্তর: গ. শাহাবুদ্দিন।

২৮। বুধাকে কেউ কীসের ভয় দেখায়নি?
ক. জুজুর খ. ভূতের
গ. বাঘের ঘ. সাপের
উত্তর: ক. জুজুর।

২৯। বুধার চোখ লাল হয়ে গেলে ওর চাচির কী করতে ইচ্ছে করে?
ক. আদর করতে খ. বকা দিতে
গ. সান্ত্বনা দিতে ঘ. সালাম দিতে
উত্তর: ঘ. সালাম দিতে।
৩০। বুধা কলকলিকে জিলিপি খেতে দিয়েছিলো কয়টি?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
উত্তর: ক. দুই।

৩১। কাকতাড়ুয়া উপন্যাসের বুধা চরিত্রটির দ্বারা ঔপ্যাসিক প্রকাশ করেছেন?
ক. দরিদ্রতা খ. মুক্তিযুদ্ধ
গ. কিশোর মনস্তত্ব ঘ. এতিম শিশুর জীবন
উত্তর: খ. মুক্তিযুদ্ধ।

৩২। ওরা সে চোখের ভাষা বুঝতে পারে না বুধার চোখের ভাষায় আসলে কী ছিল?
ক. প্রতিহিংসা খ. প্রতিবাদ
গ. দারিদ্যের দহন ঘ. মুক্তির আকাঙক্ষা
উত্তর: খ. প্রতিবাদ।

৩৩। মগজের মধ্য শকুনের পাখা ঝাপটানি প্রতীকীতে বুধার কোন স্মৃতি তুলে ধরা হয়েছে?
ক. বাবা-মা-ভাই-বোনের মৃত্যু খ. মিলিটারিদের বাজার পোড়ানো
গ. হরিকাকুদের চলে যাওয়া ঘ. চাচির গঞ্জনা, অপমান
উত্তর: ক. বাবা-মা-ভাই-বোনের মৃত্যু।

৩৪। ফুলকলি বুধাকে কী বলে ডাকে?
ক. মানিক রতন খ. কাকতাড়ৃয়া
গ. বঙ্গবন্ধু ঘ. যুদ্ধ
উত্তর: ঘ. যুদ্ধ।

৩৫। গাঁয়ের লোকেরা বুধাকে ভিন্ন ভিন্ন নামে ডাকার কারণ, বুঝার
ক. সাহসিকতা খ. একাকিত্ব
গ. বাবা-মা নেই ঘ. বহুমুখী বৈশিষ্ট্য
উত্তর: ঘ. বহুমুখী বৈশিষ্ট্য।

৩৬। আমি তো এখন স্বাধীন মানুষ কে বলেছিলো?
ক. বুধা খ. নোলক বুয়া
গ. হরিকাকু ঘ. শাহাবুদ্দিন
উত্তর: ক. বুধা।

৩৭। অনেকদিন ও বুড়িকে গোবর কুড়িয়ে দিয়েছে - এখানে ও কে?
ক. কুন্তি খ. মধু
গ. ফুলকলি ঘ. বুধা
উত্তর: ঘ. বুধা।

৩৮। মধুর মা বুধাকে আদর করে কেন?
ক. বুধার কেউ নেই বলে খ. বুধার মধ্যে মধুর প্রতিচ্ছবি আছে
গ. বুধা মধুর মতো সাহসী সেজন্য ঘ. বুধার থাকার জায়গা নেই বলে
উত্তর: খ. বুধার মধ্যে মধুর প্রতিচ্ছবি আছে।

৩৯। সেদিনের ছোঁড়া, ঢঙ কত। উক্তিটি কার?
ক. কুন্তির খ. রানির
গ. বুয়ার ঘ. রবির
উত্তর: খ. রানির।

৪০। কে ছোটবেলায় ভূতের গল্প শোনেনি?
ক. বিনু খ. বুধা
গ. জেলে ঘ. শিলু
উত্তর: খ. বুধা।

৪১। বুধাকে মানিক রতন নাম দিয়েছিলো কে?
ক. হরিকাকু খ. ফুলকলি
গ. নোলক বুয়া ঘ. জয়নাল চাচা
উত্তর: ক. হরিকাকু।


৪২। কাদের চেহারা বুধার বুকের মধ্যে গেঁথে রয়েছে?
ক. যারা কলেরায় মারা গছে খ. যারা ভারত চলে গেছে
গ. যারা মিলিটারির গুলিতে মারা গেছে ঘ. যারা যুদ্ধে গেছে
উত্তর: গ. যারা মিলিটারির গুলিতে মারা গেছে।

৪৩। টুপটুপ করে ঝরে গেছে কেবল। বলতে বোঝানো হয়েছে?
ক. বৃষ্টির শব্দ খ. বুধার পরিবারের সদস্যদের মৃত্যু
গ. ঘরের চালের পানি পড়ার শব্দ ঘ. বরই পড়ার শব্দ
উত্তর: খ. বুধার পরিবারের সদস্যদের মৃত্যু।

৪৪। বুধা চাচির বাড়িতে গেলে কার চোখ ছলছল করত?
ক. চাচির খ. চাচার
গ. কুন্তির ঘ. চাচাতো ভাইয়ের
উত্তর: গ. কুন্তির।

৪৫। নোলক বুয়া বুধাকে কী নামে ডাকে?
ক. মানিক রতন খ. সোনাবাবা
গ. ছন্নছাড়া ঘ. গোবররাজা
উত্তর: গ. ছন্নছাড়া।

৪৬। মিলিটারির ব্রাশ ফায়ারে কে নিহত হয়েছিলো?
ক. আলি খ. মিঠু
গ. মধু ঘ. বুধা
উত্তর: গ. মধু।

৪৭। সবার ওপর বুধার ঘৃণা বাড়তে থাকার কারণ
ক. যুদ্ধ খ. অত্যাচার
গ. বিরোধিতা ঘ. বিশ্বাসঘাতকতা
উত্তর: খ. অত্যাচার।

৪৮। রাজাকার কমান্ডার কুদ্দুস বুধাকে তাড়া করে
ক. ঠাট্টা করায় খ. কথা না শোনায়
গ. মিথ্যা কথা বলায় ঘ. কাকতাড়ুয়া সেজে থাকায়
উত্তর: ক. ঠাট্টা করায়।

৪৯। লেখিকা সেলিনা হোসেন কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯৪৫ খ. ১৯৪৬
গ. ১৯৪৭ ঘ. ১৯৪৮
উত্তর: গ. ১৯৪৭।

৫০। যুদ্ধ ছাড়াও মরণ থাকে - এখানে মরণ বলতে কী বোঝানো হয়েছে?
ক. পরাধীনতাকে খ. আশ্রয়হীনতাকে
গ. ক্ষুধাকে ঘ. মমতাহীনতাকে
উত্তর: গ. ক্ষুধাকে।

৫১। বুধার চাচা কাজ খুঁজতে কোথায় গিয়েছিল?
ক. গঞ্জে খ. শহরে
গ. বিদেশে ঘ. নগরে
উত্তর: খ. শহরে।

৫২। দেশ স্বাধীন হলে বুধাকে নিয়ে শাহাবুদ্দিনের পরিকল্পনা কী?
ক. যুদ্ধরত ছেলেটির নানা ভঙ্গির ছবি আঁকা খ. আশ্চর্য বীর কাকতাড়ুয়া বানানো
গ. নিজের সামনে বসিয়ে হাসানো ঘ. মুক্তিযুদ্ধের চিত্র বুকের ভিতর ধরে রাখা
উত্তর: ক. যুদ্ধরত ছেলেটির নানা ভঙ্গির ছবি আঁকা।

৫৩। বুধা কিসে বুক উজাড় করে দেয়?
ক. মুক্তিযুদ্ধে খ. হাসিতে
গ. গানে ঘ. কান্নায়
উত্তর: গ. গানে।

৫৪। হরিকাকুর সঙ্গে বুধার কোথায় দেখা হয়েছিলো?
ক. জামতলায় খ. ফসলের মাঠে
গ. রাস্তায় ঘ. বাজারে
উত্তর: ক. জামতলায়।

৫৫। তুই কিন্তু আর কাকতাড়ুয়া খেলা খেলিস নে কে বলেছে?
ক. তিনু খ. ফুলকলি
গ. রানি ঘ. মতিউর
উত্তর: গ. রানি।

৫৬। মানুষের বোকামির সীমা নেই - কার কথা?
ক. মিঠুর খ. আহাদ মুন্সির
গ. বুধার ঘ. কুন্তির
উত্তর: ঘ. কুন্তির।

৫৭। রেকি করার কাজটা তোকে করতে হবে। কার উক্তি?
ক. কুন্তি খ. শাহাবুদ্দিন
গ. কুদ্দুস ঘ. মতিউর
উত্তর: খ. শাহাবুদ্দিন।

৫৮। কাকতাড়ুয়া উপন্যাসের প্রকাশকাল
ক. ১৯৯৪ খ. ২০০৪
গ. ১৯৯৬ ঘ. ১৯৯৭
উত্তর: গ. ১৯৯৬।

৫৯। চমৎকার নকশা করা রঙিন একটা বাক্স আছে বুকের ভেতর। এই রঙিন বাক্স বলতে কী বুঝিয়েছেন?
ক. স্কুলের মজার দিনগুলিকে খ. পরিবারের স্নেহ মমতাকে
গ. স্বাধীনতার স্বপ্নকে ঘ. মুক্তিযুদ্ধকে
উত্তর: ক. স্কুলের মজার দিনগুলিকে।

৬০। কলজে খুবলে খায় শকুন। এখানে শকুন কীসের প্রতীক?
ক. যুদ্ধের খ. রাজাকারের
গ. দুঃখের ঘ. মৃত্যুর
উত্তর: গ. দুঃখের।

৬১। বুধাকে সোনাবাবা ডাকত কে?
ক. হাশেম মিয়া খ. জয়নাল চাচা
গ. হরিকাকু ঘ. নোলক বুয়া
উত্তর: খ. জয়নাল চাচা।

৬২। বুধার হাসির শব্দে শাহাবুদ্দিন ভয় পায় কেন?
ক. বুধার হাসি অসীম সাহসের প্রতীক বলে খ. শাহাবুদ্দিন ভীতু প্রকৃতির মানুষ বলে
গ. কুন্তি কাঁদতে বারণ করেছিলো বলে ঘ. বুধা যুদ্ধ করবে বলে
উত্তর: ক. বুধার হাসি অসীম সাহসের প্রতীক বলে।

৬৩। চাচা-চাচির কবরের ধারে কুন্তি নিচের কোন ফুলের গাছ লাগিয়েছে?
ক. গোলাপ খ. আকন্দ
গ. কাঞ্চন ঘ. টগর
উত্তর: খ. আকন্দ।

৬৪। রেকি বলতে বোঝায়?
ক. কোনো জায়গা ঘুরে দেখা খ. কোনো বিষয়ে বিস্তারিত জানা
গ. কারও মনোভাব সম্পর্কে বিস্তারিত জানা ঘ. কোথাও আক্রমণের পূর্বে বিস্তারিত জানা
উত্তর: ঘ. কোথাও আক্রমণের পূর্বে বিস্তারিত জানা।

৬৫। বাঙ্কার তৈরি কাজে অগ্রগতি দেখে কে প্রশংসা করে?
ক. মিলিটারি খ. আহাদ মুন্সি
গ. মতিউর ঘ. ফজু চাচা
উত্তর: গ. মতিউর।

৬৬। নিজের বোঝা নিজে বইব - কার উক্তি?
ক. আহাদ মুন্সির খ. মতিউর
গ. বুধা ঘ. কুদ্দুস
উত্তর: গ. বুধা।

৬৭। বুধা স্কুলের স্মৃতি মনে করতে চায় না কেন?
ক. দুঃখে খ. কষ্টে
গ. লজ্জায় ঘ. রাগে
উত্তর: খ. কষ্টে।

৬৮। সেলিনা হোসেনের কাকতাড়ুয়া উপন্যাসে বুধা কীসের প্রতীক?
ক. সততার খ. অহংকারের
গ. মানবতার ঘ. প্রতিবাদের
উত্তর: ঘ. প্রতিবাদের।

৬৯। কাকতাড়ুয়া উপন্যাসে মুক্তিযুদ্ধের প্রতি গুরুত্বের কারণ
ক. ঔপন্যাসিকের দেশপ্রেম খ. যুদ্ধের স্মৃতি
গ. দেশদ্রোহিতা ঘ. স্বাধীনতার গুরুত্বোপলদ্ধি
উত্তর: ঘ. স্বাধীনতার গুরুত্বোপলদ্ধি।


৭০। কাকতাড়ুয়া সেজে কাটফাটা রোদে দাঁড়িয়ে থাকলে বুধার মাথায় কীসের ছায়া নেমে আসে?
ক. মেঘের ছায়া খ. বিমানের ছায়া
গ. শকুনের ছায়া ঘ. পাখির ছায়া
উত্তর: গ. শকুনের ছায়া।

৭১। সেলিনা হোসেনের মোট উপন্যাসের সংখ্যা কত?
ক. ৬১টি খ. ৫৮টি
গ. ২৪টি ঘ. ৭৭টি
উত্তর: খ. ৫৮টি।

৭২। সেলিনা হোসেন কখন লেখালেখি শুরু করেন?
ক. ষাটের দশকে খ. পঞ্চাশের দশকে
গ. সত্তরের দশকে ঘ. চল্লিশের দশকে
উত্তর: ক. ষাটের দশকে।

৭৩। বানরের আবার চাঁদে যাবার শখ - উক্তিটি কার?
ক. কুন্তির খ. আহাদ মুন্সির
গ. ফজু মিয়ার ঘ. মধুর
উত্তর: ঘ. মধুর।

৭৪। রাজাকার কমান্ডারের বাড়িতে কাজ করে কে?
ক. বুধা খ. কুন্তি
গ. মিঠু ঘ. ফুলকলি
উত্তর: ঘ. ফুলকলি।

৭৫। ইস, ঢং দেখানো হচ্ছে। একটা পিচ্চি শয়তান - কার উক্তি?
ক. মতিউরের খ. আহাদ মুন্সির
গ. কুদ্দুসের ঘ. তিন রাজাকারের
উত্তর: ক. মতিউরের।

৭৬। বুধা কি নিয়ে মিলিটারি ক্যাম্পে যায়?
ক. প্রজাপতি খ. জিলাপি
গ. পেয়ারা ঘ. শাপলা
উত্তর: গ. পেয়ারা।

৭৭। বুধা ফুলকলিকে কী দিল?
ক. ফুল খ. জিলাপি
গ. আম ঘ. জাম
উত্তর: খ. জিলাপি।

৭৮। শাহাবুদ্দিন কীসের ছবি আঁকবে?
ক. যুদ্ধের খ. বাংলাদেশের
গ. সাহসী ছেলের ঘ. কাকতাড়ুয়ার
উত্তর: গ. সাহসী ছেলের।

৭৯। মাইন বিস্ফোরিত হলে কী হয়?
ক. বুধার প্রচন্ড রাগ হয় খ. বুধা কাকতাড়ুয়া সাজে
গ. শাহাবুদ্দিন ও বুধা লাফিয়ে ওঠে ঘ. নৌকা ক্যাম্পের উল্টো দিকে ছুটে চলে
উত্তর: ঘ. নৌকা ক্যাম্পের উল্টো দিকে ছুটে চলে।

৮০। কাকতাড়ুয়া উপন্যাসে ঔপন্যাসিকের কোন জীবন ভাবনা প্রকাশ পেয়েছে?
i. অত্যাচারের বিরুদ্ধে রূখে দাঁড়াতে হবে
ii. প্রতিশোধ গ্রহন করতে হবে
iii. কিশোরদের যুদ্ধ করতে হবে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৮১। কাকতাড়ুয়া উপন্যাসের কাহিনী সম্পর্কে বলা যায়?
i. শুধু বড়বা নন, একজন কিশোরও মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করতে পারে
ii. গ্রামের অবহেলিত, প্রান্তিক এক কিশোরের স্বাধীনতা সংগ্রামের দলিল
iii. মুক্তিযুদ্ধ যাদের দেখা হয়নি, তারা এ সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাবে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৮২। বুধার চোখ লাল দেখলে চাচির মনে হয়, বুধা যেন তার
i. বাবা
ii. চাচা
iii. মুরব্বি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৮৩। যুদ্ধের সময় কি জ্বরের কথা এত ভাবলে চলে? বুধার এমন কথার মধ্যে ফুঠে উঠেছে?
i. সাহসিকতা
ii. বিদ্রোহী মনোভাব
iii. স্বাদেশিকতা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৮৪। তোমার সঙ্গে আমি কেন যাব? গাঁয়ে থাকবে কে? এ বক্তব্যে প্রকাশ পেয়েছে
i. দেশাত্মবোধ
ii. সাহস
iii. প্রতিশোধস্পৃহা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

৮৫। মাটি কাটার কাজ শেষ করে সবাই যে কারণে সন্ধ্যার আগে বাড়ি ফিরতে চায় তা হলো
i. মাইন বিস্ফোরণ হতে পারে
ii. মুক্তিযোদ্ধারা আক্রমণ করতে পারে
iii. মিলিটারিরা গুলি চালাতে পারে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. iii।

৮৬। এলাকা ছেড়ে গিয়েছে
i. নোলক বুয়া
ii. হরিকাকু
iii. রানি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৮৭। আমরা লড়াই না করলে গ্রামটা একদিন ভুতের বাড়ি হবে। কেন ভুতের বাড়ি হবে?
i. গণহত্যার কারণে
ii. লোকজন পালিয়ে যাওয়ায়
iii. গ্রামটি জনশূন্য হওয়ায়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৮৮। মনে হয় তুই আমার মুরব্বি – কার উক্তি?
ক. হরিকাকুর খ. বুধার মায়ের
গ. বুধার চাচির ঘ. নোলক বুয়ার
উত্তর: গ. বুধার চাচির।

৮৯। শাপলা তুলে বাড়ি যাচ্ছে কে?
ক. ফুলকলি খ. নোলক বুয়া
গ. আতা ফুপু ঘ. কুন্তি
উত্তর: ঘ. কুন্তি।

৯০। তিনুর বয়স কত?
ক. দেড় বছর খ. দুই বছর
গ. আড়াই বছর ঘ. তিন বছর
উত্তর: ক. দেড় বছর।

৯১। রাত পোহাবার আগে চলে যায়
ক. শিলু খ. বিনু
গ. তালেব ঘ. তিনু
উত্তর: খ. বিনু।

৯২। হরিকাকুর জন্য বুধার ভীষণ কী হয়?
ক. কষ্ট হয় খ. দুঃখ হয়
গ. মায়া হয় ঘ. শ্রদ্ধায় মাথা নত হয়
উত্তর: গ. মায়া হয়।

৯৩। হঠাৎ বুধা ডুকরে কেঁদে ওঠে কেন?
ক. যুদ্ধের ভয়ে খ. মিলিটারির আঘাতে
গ. হারানো দিনের কথা ভেবে ঘ. কুন্তি চোখ গরম করায়
উত্তর: গ. হারানো দিনের কথা ভেবে।

৯৪। তোকে নিয়ে আমার ভীষণ ভয় হয় কথাটি বুধাকে কে বলেছিলো?
ক. রানি খ. হরিকাকু
গ. চাচি ঘ. আলি
উত্তর: ক. রানি।

৯৫। রোগা প্যাকাটির মতো শরীর কার?
ক. তিনুর খ. বেনু
গ. বীণা ঘ. বাণী
উত্তর: ক. তিনু।

৯৬। বুধার সবচেয়ে ছোট বোনের নাম কি?
ক. তিনু খ. বেনু
গ. বীণা ঘ. বাণী
উত্তর: ক. তিনু।

৯৭। তুই তো এই গাঁয়ে একাই যু্দ্ধ করছিস – বুধাকে উদ্দেশ্য করে কথাটি কে বলেছে?
ক. আলি খ. মিঠু
গ. শাহাবুদ্দিন ঘ. ফজু
উত্তর: গ. শাহবুদ্দিন।

৯৮। কে বেশি সওদা করতে পারলে আত্মহারা হয়ে যায়?
ক. হরিকাকু খ. নোলক বুয়া
গ. হাশেম মিয়া ঘ. আহাদ মুন্সি
উত্তর: গ. হাশেম মিয়া।

৯৯। লোহার টুপি ওদের মগজ খেয়েছে – এ উক্তি দ্বারা পাকিস্তানি সৈনিকদের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
ক. অত্যাচার খ. বোকামি
গ. অজ্ঞতা ঘ. বর্বরতা
উত্তর: খ. বোকামি।


১০০। এখন শব্দটি শোনার জন্য বসে থাকব কে বলেছে?
ক. মিঠু খ. বুধা
গ. শাহাবুদ্দিন ঘ. মতিউর
উত্তর: খ. বুধা।

১০১। গাঁয়ের মানুষ কেন পালাতে থাকে?
ক. প্রাকৃতিক দুর্যোগের ভয়ে খ. মিলিটারিদের ভয়ে
গ. মুক্তিবাহিনীর ভয়ে ঘ. রাজাকারদের অত্যাচারে
উত্তর: খ. মিলিটারিদের ভয়ে।

১০২। শরীর মোচড়াতে কার চোখের মণি স্থির হয়ে যায়?
ক. বুধার বাবার খ. বুধার মার
গ. তাহেরার ঘ. শিলুর
উত্তর: ক. বুধার বাবার।

১০৩। আহাদ মুন্সি বুধাক কী কাজ দিতে চেয়েছিলো?
ক. ধান মাড়াইয়ের কাজ খ. মাটি কাটার কাজ
গ. গরু চরানোর কাজ ঘ. রেকি করার কাজ
উত্তর: গরু চরানোর কাজ।

১০৪। আলি আর মিঠুকে কে ছাড়বেনা?
ক. বুধা খ. শাহাবুদ্দিন
গ. মতিউর ঘ. আহাদ মুন্সি
উত্তর: ঘ. আহাদ মুন্সি।

১০৫। বিনুর হাসিকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?
ক. পূর্ণিমার চাঁদের সঙ্গে খ. পূর্ণিমার রাতের সঙ্গে
গ. বিলের জলের ঢেউয়ের সঙ্গে ঘ. ঝিঁ ঝিঁ ডাকা রাতের সঙ্গে
উত্তর: গ. বিলের জলের ঢেউয়ের সঙ্গে।

১০৬। কাকতাড়ুয়া উপন্যাসে উল্লেখিত কুদ্দুস কে?
ক. হানাদার সৈন্য খ. মুক্তিযোদ্ধা
গ. রাজাকার ঘ. বুধার বন্ধু
উত্তর: গ. রাজাকার।

১০৭। বুধা খুব খুশি হয়
ক. কেউ বাড়িতে গেলে খ. কেউ খেতে দিলে
গ. কেউ নতুন নাম দিলে ঘ. কেউ টাকা দিলে
উত্তর: গ. কেউ নতুন নাম দিলে।

১০৮। কার সহায়তায় বুধা মাটি কাটার দলে যোগ দেয়?
ক. ফজু চাচা খ. শাহাবুদ্দিন
গ. মিঠুর ঘ. আলির
উত্তর: ক. ফজু চাচার।

১০৯। রাজাকার কমান্ডারের প্রতি বুধার ক্ষোভ কেন?
ক. গণহত্যার জন্য খ. যুদ্ধ করার জন্য
গ. সহযোগিতা করার জন্য ঘ. যুদ্ধ করেনি বলে
উত্তর: ক. গণহত্যার জন্য।

১১০। বুধা কোথাকার গান শুনে শেখে?
ক. মুক্তিযুদ্ধের খ. কাচারির
গ. ক্যাম্পের ঘ. আখড়ার
উত্তর: ঘ. আখড়ার।

১১১। রেকি অর্থ কী?
ক. পর্যবেক্ষণ করা খ. মানচিত্র আঁকা
গ. ছবি আঁকা ঘ. বোমা মারা
উত্তর: ক. পর্যবেক্ষণ করা।

১১২। কী নিয়ে বুধার কোনো ঝামেলা নেই?
ক. আলো খ. পথ
গ. ঘুম ঘ. রাত
উত্তর: ঘ. রাত।

১১৩। রানি বুধাকে কাকতাড়ুয়া খেলতে বারণ করল কেন?
ক. ভয়ংকর খারাপ খেলা বলে খ. মিলিটারি গুলি করতে পারে বলে
গ. কাকতাড়ুয়া দুষ্টুমি করে বলে ঘ. লড়াই শুরু হয়েছে বলে
উত্তর: খ. মিলিটারি গুলি করতে পারে বলে।

১১৪। কাকাতাড়ুয়া উপন্যাসে মুড়ি ভাজে কে?
ক. আতা ফুফু খ. নোলক বুয়া
গ. কুন্তি ঘ. রানি
উত্তর: খ. নোলক বুয়া।

১১৫। বুধার কাজে আগ্রহ দেখে কে খুশি হয়?
ক. মতিউর খ. ফজু মিয়া
গ. আহাদ মুন্সি ঘ. কুদ্দুস
উত্তর: ক. মতিউর।

১১৬। নভেল শব্দটি ইতালির কোন শব্দ থেকে এসেছে?
ক. novella খ. navello
গ. novalla ঘ. novela
উত্তর: ক. Novella।

১১৭। কোথায় আধুনিক উপন্যাসের সূত্রপাত ঘটে?
ক. এশিয়ায় খ. আমেরিকায়
গ. আরবে ঘ. ইউরোপে
উত্তর: ঘ. ইউরোপে।

১১৮। ফুলকলি কে?
ক. কমান্ডারের কাজের মেয়ে খ. কমান্ডারের নিজের মেয়ে
গ. বধার বোন ঘ. বুধার চাচি
উত্তর: ক. কমান্ডারের কাজের মেয়ে।

১১৯। বুধার ছিটানো ভাতগুলো কারা খায়?
ক. কাকেরা খ. কুকুরেরা
গ. শকুনেরা ঘ. বানরেরা
উত্তর: ক. কাকেরা।

১২০। রাত পোহালে দিনের আলো, সূর্য ডুবলে কি?
ক. আঁধার খ. সমান
গ. জোছনা ঘ. মুক্তিযুদ্ধ
উত্তর: ক. আঁধার।

১২১। ওইটুকু তেলের দাম শোধ দিতে হবে না – উক্তিটি কার?
ক. হাবিব খ. মিঠু
গ. আলি ঘ. মধু
উত্তর: গ. আলি।

১২২। হাশেম মিয়া বুধাকে কি নামে ডাকে?
ক. মানিকরতন খ. সোনাবাবা
গ. খোকনবাবু ঘ. ছন্নছাড়া
উত্তর: গ. খোকনবাবু।

১২৩। আহাদ মুন্সির বড় ছেলে কে?
ক. আলি খ. মতিউর
গ. মিঠু ঘ. কুদ্দুস
উত্তর: খ. মতিউর।

১২৪। কে আর্ট কলেজে পড়ে?
ক. শাহাবুদ্দিন খ. বুধা
গ. আলি ঘ. মিঠু
উত্তর: ক. শাহাবুদ্দিন।

১২৫। একটি উপন্যাসের শব্দসংখ্যা কমপক্ষে কত হওয়া বাঞ্ছনীয় বলে মনে করেন ইএম ফস্টার?
ক. দশ হাজার খ. পনেরো হাজার
গ. বিশ হাজার ঘ. পঁচিশ হাজার
উত্তর: ঘ. পঁচিশ হাজার।

১২৬। In search of Lost Time উপন্যাসটি কার লেখা?
ক. মার্সেল প্রুস্তের খ. ই.এম.ফস্টারের
গ. লেভ তলস্তয়ের ঘ. রবার্ট লুই স্টিভেনসনের
উত্তর: ক. মার্সেল প্রুস্তের।

১২৭। লেভ তলস্তয়ের কোন উপন্যাসের শব্দ সংখ্যা পাঁচ লাখ সাতাশি হাজারের মতো?
ক. ওয়ার অ্যান্ড ক্রাইম খ. ওয়ার অ্যান্ড পিস
গ. ওয়ার অ্যান্ড ফ্রিডম ঘ. ফ্রিডম অ্যান্ড পিস
উত্তর: খ. ওয়ার অ্যান্ড পিস।

১২৮। উপন্যাসের সবকিছু নিয়ন্ত্রণ করে কে?
ক. নায়ক খ. নায়িকা
গ. গল্প ঘ. লেখকের জীবনাদর্শ
উত্তর: ঘ. লেখকের জীবনাদর্শ।

১২৯। ফুলমনি ও করুণার বিররণ কার লেখা?
ক. মার্সেল প্রুস্তু খ. ই.এম ফস্টার
গ. লেভ তলস্তয় ঘ. ক্যাথারিন মলেন্স
উত্তর: ঘ. ক্যাথারিন মলেন্স।

১৩০। প্রকৃতপক্ষে আধুনিক বাংলা উপন্যাসের স্রষ্টা কে?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ. ক্যাথারিন মলেন্স
গ. প্যারীচাঁদ মিত্র ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

১৩১। সাধারণভাবে উপন্যাস গড়ে ওঠার উপাদান কয়টি?
ক. ৪টি খ. ৫টি
গ. ৬টি ঘ. ৭টি
উত্তর: গ. ৬টি।

১৩২। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
ক. গোরা খ. আলালের ঘরের দুলাল
গ. দুর্গেশনন্দিনী ঘ. পথের পাঁচালী
উত্তর: গ. দুর্গেশনন্দিনী।

১৩৩। উপন্যাসের উৎস কী?
ক. যুদ্ধকাহিনী খ. রূপকথা
গ. মানুষের জীবন ঘ. নগর জীবন
উত্তর: গ. মানুষের জীবন।


১৩৪। অ্যাবসার্ড উপন্যাসে কী প্রাধান্য পায়?
ক. ভাষা খ. চরিত্র
গ. গল্প ঘ. পরিবেশ
উত্তর: গ. গল্প।

১৩৫। উপন্যাস অপেক্ষাকৃত কোন কালের সৃষ্টি?
ক. প্রাচীন খ. মধ্যযুগের
গ. আধুনিক ঘ. উত্তর আধুনিক
উত্তর: গ. আধুনিক।

১৩৬। কৃষ্ণকান্তের উইল কার রচনা?
ক. শরৎচন্দ্র খ. রবীন্দ্রনাথ
গ. বঙ্কিমচন্দ্র ঘ. বনফুল
উত্তর: গ. বঙ্কিমচন্দ্র।

১৩৭। বাংলা উপন্যাসের বয়স কত?
ক. একশো বছর খ. দু‘শ বছর
গ. তিনশ বছর ঘ. দেড়শ বছর
উত্তর: ঘ. দেড়শ বছর।

১৩৮। কাকতাড়ুয়া উপন্যাসের রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. সেলিনা হোসেন ঘ. মানিক বন্দোপাধ্যায়
উত্তর: গ. সেলিনা হোসেন।

১৩৯। সেলিনা হোসেন ১৯৪৭ সালের কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক. ১২ই জুন খ. ১৩ই জুন
গ. ১৪ই জুন ঘ. ১৫ই জুন
উত্তর: গ. ১৪ই জুন।

১৪০। সেলিনা হোসেনকে কোন বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিলিট প্রদান করে?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয় খ. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
গ. রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘ. কলকাতা বিশ্ববিদ্যালয়
উত্তর: খ. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।

১৪১। কত সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সেলিনা হোসেনকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করে?
ক. ২০০৮ খ. ২০০৯
গ. ২০১০ ঘ. ২০১১
উত্তর: গ. ২০১০।

১৪২। কোন সাহিত্যিক কর্মজীবনে বাংলা একাডেমীর পরিচালক ছিলেন?
ক. সেলিনা হোসেন খ. সৈয়দ শামসুল হক
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. কামাল চৌধুরী
উত্তর: ক. সেলিনা হোসেন।

১৪৩। বড়দের জন্য সেলিনা হোসেনের প্রকাশিত উপন্যাস কয়টি?
ক. একত্রিশটি খ. বত্রিশটি
গ. তেত্রিশটি ঘ. চৌত্রিশটি
উত্তর: গ. তেত্রিশটি।

১৪৪। সেলিনা হোসেন কোন আন্তর্জাতিক পুরস্কারটি পেয়েছেন?
ক. বাংলা একাডেমি পুরস্কার খ. কেমব্রিজ বিশ্ববিদ্যালয় পুরস্কার
গ. সুরমা চৌধুরী আন্তর্জাাতিক স্মৃতি পুরস্কার ঘ. সাহিত্যরত্ন পুরস্কার
উত্তর: গ. সুরমা চৌধুরী আন্তর্জাাতিক স্মৃতি পুরস্কার।

১৪৫। সেলিনা হোসেনের উপন্যাস কোনগুলো?
ক. নীল ময়ূরের যৌবন, হাঙর নদ গ্রেনেড খ. নীল ময়ূরের যৌবন, লালসালু
গ. হাঙর নদী গ্রেনেড, চাঁদের অমাবস্যা ঘ. নীল ময়ূয়ের যৌবন, কাঁদো নী কাঁদো
উত্তর: ক. নীল ময়ূরের যৌবন, হাঙর নদী গ্রেনেড।

১৪৬। সেলিনা হোসেন কী নিয়ে কাজ করেছেন?
ক. মানবাধিকার খ. কৃষি উন্নয়ন
গ. প্রবাসী উন্নয়ন ঘ. রাজনীতি
উত্তর: ক. মানবাধিকার।

১৪৭। হরিকাকুর সঙ্গে বুধার দেখা হয় কোন গাছের নিচে?
ক. শিমুল গাছ খ. কাঁঠাল গাছ
গ. আমগাছ ঘ. জামগাছ
উত্তর: ক. শিমুল গাছ।


১৪৮। বোঁ করে একটা শব্দের তরঙ্গ উঠে মুহূর্তে মিলিয়ে যায় বাতাসে। এখানে কীসের শব্দের কথা বলা হয়েছে?
ক. পাকিস্তানিদের আগমনের খ. পাকিস্তানি মিলিটারিদের জিপের আওয়াজ
গ. বোলতার আওয়াজ ঘ. ভোমরার আওয়াজ
উত্তর: গ. বোলতার আওয়াজ।

১৪৯। চাচির প্রতি বুধা কৃতজ্ঞ হয়ে ওঠে কেন?
ক. বাবা-মা মারা যাবার পর আশ্রয় দিয়েছেন বলে খ. স্বাধীন মানুষ হওয়ার স্বপ্ন দেখিয়েছেন বলে
গ. চাচি তাকে তিনবেলা খাবার নিশ্চিত করেছেন বলে ঘ. অভিভাবকের ভূমিকা পালন করেছেন বলে
উত্তর: খ. স্বাধীন মানুষ হওয়ার স্বপ্ন দেখিয়েছেন বলে।

১৫০। বুধার মতে যে পালায় সে কী?
ক. খারাপ খ. বুদ্ধিমান
গ. ভিতুর ডিম ঘ. হাঁদারাম
উত্তর: গ. ভিতুর ডিম।

১৫১। চোখ লাল হয়ে বুধার ভেতর কী জাগে?
ক. কিছু করার ইচ্ছা খ. তীব্র কান্নার আবেগ
গ. কষ্টের স্মৃতিকাতরতা ঘ. শত্রুদের প্রতি ঘৃণা
উত্তর: ক. কিছু করার ইচ্ছা।

১৫২। পুড়ে যায় সবগুলো ঘর। শুধু মানুষের জীবন বাঁচে, আর গরু ছাগলগুলো বাঁচানো যায় – উক্তিগুলো বর্ণনায় লেখকের কেমন ভাব প্রকাশ পায়?
ক. নিরস্পৃহ খ. অহংকারভাব
গ. দরদভরা ঘ. উদাসীন
উত্তর: গ. দরদভরা।

১৫৩। কাকতাড়ুয়া উপন্যাসে বুকের ভেতর ধরে রেখেছে মুক্তিযুদ্ধ বলতে কী বোঝানো হয়েছে?
ক. প্রাণে বাজে মুক্তির চেতনা খ. মুক্তির চিত্র বুকে এঁকেছে
গ. সজাগ ভাবনায় মুক্তি ঘ. সচল মুক্তিপ্রাণ
উত্তর: ক. প্রাণে বাজে মুক্তির চেতনা।

১৫৪। গাঁয়ের কোন চোরকে পুলিশ ধরেছিলো?
ক. আহাদ মুন্সি খ. রবি
গ. হরি ঘ. আলি
উত্তর: খ. রবি।

১৫৫। আহাদ মুন্সির ঘর কয়চালা?
ক. দোচালা খ. চারচালা
গ. ছয় চালা ঘ. আটচালা
উত্তর: ঘ. আটচালা।

১৫৬। কে বুধাকে রোজ এসে ভাত খেয়ে যেতে বলে?
ক. চাচি খ. মিঠুর মা
গ. নোলক বুয়া ঘ. আতা ফুফু
উত্তর: খ. মিঠুর মা।

১৫৭। মিলিটারিরা বাঙ্কার করল কেন?
ক. মুক্তিযোদ্ধারা নদীপথে এসে আক্রমণ করতে পারে বলে খ. মুক্তিযোদ্ধাদের মারার সুবিধার জন্য
গ. রোগ-বৃষ্টি থেকে রক্ষা পেতে ঘ. মাটির নিচ থেকে যুদ্ধ করা সুবিধাজনক বলে
উত্তর: ক. মুক্তিযোদ্ধারা নদীপথে এসে আক্রমণ করতে পারে বলে।

১৫৮। গেরস্থের উঠানে কি আছে?
ক. ঢেঁকিঘর খ. নৌকা
গ. খড়ের গাদা ঘ. বারান্দা
উত্তর: গ. খড়ের গাদা।

১৫৯। কাকতাড়ুয়া উপন্যাসে কার ভীষণ সাহস?
ক. হরকাকুর খ. বুধার
গ. কুন্তির ঘ. বিনুর
উত্তর: খ. বুধার।

১৬০। কোনটি বুধার ভীষণ প্রিয়?
ক. নাচ খ. গান
গ. খেলাধুলা ঘ. নৌকাবাইচ
উত্তর: খ. গান।

১৬১। বুধা কীসে বুক উজাড় করে দেয়?
ক. মুক্তিযুদ্ধে খ. হাসিতে
গ. গানে ঘ. কান্নায়
উত্তর: গ. গানে।

১৬২। গাঁয়ের মানুষ দু-ভাগ হয়ে গেছে কখন?
ক. দুর্ভিক্ষের সময় খ. ভাষা আন্দোলনের সময়
গ. স্বাধীনতার পর ঘ. মুক্তিযুদ্ধের সময়
উত্তর: ঘ. মুক্তিযুদ্ধের সময়।

১৬৩। কার শরীর ঠান্ডা হয়ে আছে?
ক. শিলুর খ. তালেবের
গ. তিনুর ঘ. বিনুর
উত্তর: গ. তিনুর।

১৬৪। চাচা কাজ খুঁজতে কয় মাস আগে শহরে গিয়েছিলো?
ক. দেড় মাস খ. আড়াই মাস
গ. পাঁচ মাস ঘ. ছয় মাস
উত্তর: ঘ. ছয় মাস।

১৬৫। বুধার হাসিতে কীসের ফুল ফুটে?
ক. চাঁদের খ. জোছনার
গ. তারার ঘ. আলোর
উত্তর: গ. তারার।

১৬৬। তোকে দেখেই বুঝতে পারছি যে দেশটা স্বাধীন হবে - এখানে কার কথা বলা হয়েছে?
ক. আলি খ. ফুলকলি
গ. বুধা ঘ. কুন্তি
উত্তর: গ. বুধা।

১৬৭। কাকতাড়ুয়া উপন্যাসে কাদের পুরো পরিবার চলে যাচ্ছে?
ক. রানিদের খ. ফুলকলিদের
গ. কুন্তিদের ঘ. নোলক বুয়ার
উত্তর: ক. রানিদের।

১৬৮। মাইন পুঁতে বুধা দৌড়াতে দৌড়াতে কোথায় চলে আসে?
ক. নদীর ধারে খ. বাজারে
গ. রাস্তায় ঘ. খোলা মাঠে
উত্তর: ক. নদীর ধারে।

১৬৯। সৈনিকগুলোর চোখ বুধার কাছে কেমন মনে হয়?
ক. প্রাণহীন খ. ডাগর ডাগর
গ. সতেজ ঘ. মায়াবী
উত্তর: ক. প্রাণহীন।


১৭০। কাকতাড়ুয়া উপন্যাসে শত্রুর গতি কে রুখে দিচ্ছে?
ক. কাকতাড়ুয়া খ. শকুন
গ. কুকুর ঘ. বানর
উত্তর: ক.কাকতাড়ুয়া।

১৭১। বুধা শাহাবুদ্দিনকে কী বলে ডাকে?
ক. স্যার খ. আঙ্কেল
গ. কমান্ডার ঘ. ভাই
উত্তর: ভাই।

১৭২। বুধার মতে, কুন্তির বর কেমন হবে?
ক. লম্বা খ. ধনী
গ. কালো ঘ. লাল টুকটুকে
উত্তর: ঘ. লাল টুকটুকে।

১৭৩। সানকি কি?
ক. বাটি খ. থালা
গ. ফুল ঘ. মাটির তৈরি খাবার পাত্র
উত্তর: ঘ. মাটর তৈরি খাবার পাত্র।

১৭৪। যুদ্ধের কত বছর আগে বুধা বাবা মা সহ সবাইকে হারিয়েছে?
ক. এক বছর খ. দুই বছর
গ. তিন বছর ঘ. চার বছর
উত্তর: খ. দুই বছর।

১৭৫। বাজারের দোকানদারের নাম কি?
ক. মিঠু খ. শুভ
গ. হাবু ঘ. হরি
উত্তর: গ. হাবু।

১৭৬। বুধা ও ফুলকলি কার বাড়িতে গিয়ে পান্তা খায়?
ক. নোলক বুয়ার খ. হরিকাকুর
গ. আতাফুপুর ঘ. চাচির
উত্তর: গ. আতাফুপুর।

১৭৭। আলির চায়ের দোকানে বসা মানুষগুলোর অবস্থা হলো
i. বড় গলায় কথা বলে না
ii. চুপচাপ থাকে, দীর্ঘশ্বাস ফেলে
iii. মাঝে মাঝে আতংকিত হয়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii ।

১৭৮। ওর সামনে জেগে ওঠে একটি ভয়াবহ কুটিল রাত - এখানে কুটিল রাত বলতে বোঝায়?
i. বাবা-মায়ের মৃত্যুর রাত
ii. শিলু আর তালেবের মৃত্যুর রা
iii. তিনু আর বিনুর মৃত্যুর রাত

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

১৭৯। ও দুঃখকে হিংস্র শকুনই ভাবে। কারণ
i. মগজের ভেতরে শুনতে পায় শকুনের পাখা ঝাপটানি
ii. শকুনের শক্ত চঞ্চুর ঠোকরানোর শব্দ
iii. ওর সামনে জেগে ওঠে একটি ভয়াবহ কুটিল রা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

১৮০। চাচি বুধাকে বলে
i. তুই আমার মুরুব্বি
ii. রোজ রোজ কেবল ভাত গেলা
iii. কামাই করতে পারিস না বাপু?

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

১৮১। পরিবারের মানুষ হারানোর পর বুধা
i. সাহসী হয়েছে
ii. চাচির প্রিয় হয়েছে
iii. মাঝে মাঝে কাকতাড়ুয়া সাজে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

১৮২। শরীর রোগা, প্যাকাটির মতো
i. তিনু
ii. বুধার বোন
iii. আহাদ মুন্সির কাজের মেয়ে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

১৮৩। বুধার কোনো ভয় থাকে না
i. মৃত্যুর কথা মনে করলে
ii. অন্ধকার রাতের কথা মনে করলে
iii. শাহাবুদ্দিনের কথা মনে করলে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

১৮৪। বুধা অনেক রকম মানুষ হতে চায়। যেমন
i. কুন্তির ভাবনার মতো ভালো
ii. নোলক বুয়ার ভাবনার মতো সাহসী
iii. চাচির কথার মতো লাল চোখের মানুষ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

১৮৫। হাবু দোকানদারের কথায় ছেলেটি ঘাড় বাঁকিয়ে যা বলে, তা হলো
i. স্বাধীনতা ভীষণ আনন্দের
ii. স্বাধীনতা খুব দরকার
iii.আমি তো এখন স্বাধীন মানুষ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

১৮৬। বুধার মতে যে পালায়, সে হলো
i. ভীতু
ii. বোকা
iii. শরণার্থী

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

১৮৭। কাঁদতে বারণ করে বুধা কাকিকে যা বলেছিলো
i. তুমি নিরাপদে পালিয়ে যাও
ii. তুমি তো লড়াই করতে পারবে না
iii. শুধু শুধু ওদের হাতে মরবে কেন

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।

১৮৮। মুক্তিযুদ্ধের কৌশল হলো
i. সামনে এগিয়ে চলা
ii. বাঙ্কার খোঁজা
iii. মাইন পোঁতা


নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।

১৮৯। বাবা-মা ছাড়াও বুধার ছিল
i. তিন বোন
ii. এক ভাই
iii. তিন ভাই

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

১৯০। বুধা যা পেরিয়ে ছুটতে থাকে, তা হলো
i. মাঠ
ii. ঘাট
iii. নদী

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

কাকতাড়ুয়া উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্নোত্তর

১। বুধা প্রায়ই কী সাজত?
উত্তর: কাকতাড়ুয়া।

২। মুক্তিবাহিনীর কমান্ডার কে?
উত্তর: শাহাবুদ্দিন।

৩। কার নির্দেশেনায় বুধা মিলিটারি ক্যাম্পে মাইন পুঁতে এসেছিলো?
উত্তর: শাহাবুদ্দিনের।

৪। বুধা কয়টি মশাল বানিয়েছিলো?
উত্তর: চারটি।

৫। কে রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন দিয়েছিলো?
উত্তর: বুধা।

৬। গেরস্থের উঠানে কী আছে?
উত্তর: খড়ের গাদা।

৬। বাঙ্কারের তদারকি করছিলো কে?
উত্তর: মতিউর।

৭। গ্রাম থেকে কয়দিনের মাথায় কলেরা চলে যায়?
উত্তর: সাত দিনের মাথায়।

৮। কারা পাখির মতো মানুষ মারে?
উত্তর: মিলিটারিরা।

৯। কাকতাড়ৃয়া উপন্যাসে মিঠুর ভাইয়ের নাম কী?
উত্তর: মধু।

১০। বুধা কিভাবে গান শিখেছে?
উত্তর: আখড়ায় গান গুনে বুধা গান শিখেছে।

১১। বড় জাম গাছটার নিচে কার সঙ্গে বুধার দেখা হয়?
উত্তর: হরিকাকুর সঙ্গে।

১২। শামুকের খোলটা কিসের মত লাগে বুধার?
উত্তর: লোহার টুপির মতো।

১৩। গাঁয়ের লোকেরা বুধাকে কী নাম দিয়েছিল?
উত্তর: কাকতাড়ুয়া।

আধা-পোড়া বাজারটার দিকে তাকিয়ে ওর চোখ লাল হতে থাকে কেন?

আধা-পোড়া বাজারটা বুধার ভেতরে প্রতিশোধ নেবার আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। আর নিভে যাওয়া আগুনের শিখা দেখে ওর চোখ লাল হতে থাকে। মিলিটারিরা গ্রামে এসে অমানুষিক আচরণ শুরু করে। ইচ্ছামতো গুলি ছুঁড়ে আর বাজারে আগুন লাগিয়ে দেয়। আগুনে পুড়ে, গুলি খেয়ে অনেক মানুষ মারা যায়। আগুন নেভানোর কাজে সহায়তা করতে করতে বুধা মনে মনে ফুঁসতে থাকে এবং প্রতিশোধ নেবার কথা ভাবে। আগুন নিভে গেলে আধ-পোড়া বাজারটার দিকে তাকিয়ে ওর চোখ লাল হতে থাকে।

যে মানুষের দৃষ্টিতে ভাষা নেই, বুধার মতে সে মানুষ কেন মানুষ নয়?

পাকিস্তানি মিলিটারিদের প্রাণহীন দৃষ্টি দেখে বুধার এ উপলব্ধি হয়েছিলো। বুধা প্রাণবন্ত এক কিশোর। তার কাছে মানুষ মানেই প্রাণবন্ত জীবনীশক্তির অধিকারী। গ্রামের সকলকে সে চেনে এবং তাদের ভাষা বুঝতে পারে। কিন্তু মিলিটারিদের ভাষা সে বুঝতে পারে না। কারণ তারা নির্মমভাবে মানুষ হত্যা করে এবং তাদের চোখে আবেগের লেশমাত্র নেই। এ কারণে বুধার উপলব্ধি, তারা সত্যিকারের মানুষ নয় এবং তাদের ভাষা সে বুঝতে পারে না।

লোহার টুপি ওদের মগজ খেয়েছে - এ উক্তিটিতে কী বোঝানো হয়েছে?

তৎকালীন পাকিস্তানি সৈনিকদের নির্বুদ্ধিতা নিয়ে ব্যঙ্গ করে বুধা আলোচ্য উক্তিটি করে। পাকিস্তানি সৈনিকদের মাথায় লোহার টুপি দেখে তাদের নির্বুদ্ধিতা নিয়ে বুধা হাসতে থাকে। এ সময় আহাদ মুন্সি ধমক দিয়ে তাকে বেয়াদব বললে বুধা আলোচ্য উক্তিটি বলতে থাকে।

বুধা মাটি কাটার দলে যোগ দেয় কেন?

মিলিটারি ক্যাম্প ওড়াতে মাইন পোঁতার জন্য বুধা মাটি কাটার দলে যোগ দেয়। মুক্তিযোদ্ধাদের আক্রমণ প্রতিহত করতে পাকিস্তানি মিলিটারিরা বাঙ্কার কাটছিল। সেই বাঙ্কারের মাটি কাটার জন্য লোক নিয়োগ দেওয়া হয়। বাঙ্কারে মাইন পুঁতে মিলিটারি ক্যাম্প উড়িয়ে দেয়ার লক্ষ্যস্থির করেছিল বুধা সহ মুক্তিযোদ্ধারা। গোপনে সেই মাইন পোঁতার জন্যই বুধা মাটি কাটার দলে যোগ দেয়।

ছেলেটি এক আশ্চর্য বীর কাকতাড়ুয়া - শাহাবুদ্দিনের এ উপলব্ধির কারণ কি?

মাইন বিস্ফোরণে বাঙ্কারট বিস্ফোরিত হওয়ার পর বুধা সম্পর্কে শাহাবুদ্দিনের এ অনুভূতি জন্মায়। মুক্তিবাহিনীর কমান্ডার শাহাবুদ্দিনের দেওয়া মাইনটা ঠিকঠাক মতোই পুঁতেছিলো বুধা। সেটি বিস্ফোরণ ঘটার পর আনন্দে আপ্লুপ হয়েছিলো শাহাবুদ্দিন ও বুধা। এমনকি ওই জটিল পরিস্থিতিতে তার গান গাইতে ইচ্ছে করেছিলো। কিন্তু গান গাইবার মুহূর্তে বুধার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায় শাহাবুদ্দিন। চারদিকের পরিবেশে তাকে আশ্চর্য বীর কাকতাড়ুয়া বলে মনে হয় শাহাবুদ্দিনের। তাই শাহবুদ্দিনের মনে হয় ছেলেটি এক আশ্চর্য বীর কাকতাড়ুয়া।

আপনি তো শান্তি কমিটির চেয়ারম্যান। কিন্তু সারাদেশে যে অশান্তি। কথাটি বুঝিয়ে লেখ

উক্তিটির মাধ্যমে আহাদ মুন্সির প্রতি বুধার ব্যঙ্গাত্মক মনোভাব প্রকাশ পেয়েছে। রাজাকার আহাদ মুন্সি প্রতিনিয়ত পাকবাহিকে সহায়তা করে গাঁয়ের মানুষের জীবন দুর্বিষহ করে দেয়। পাকসেনারা নির্বচারে নির্মমভাবে হত্যা করেছিলো গ্রামের মানুষদের। আহাদ মুন্সি তাদের সাহায্য করতে গাঁয়ে শান্তি কমিটি গঠন করে। শান্তি কমিটির অন্যতম কাজ ছিল পাকিস্তানিদের সাথে মিলে গ্রামের মানুষ এবং মুক্তিযোদ্ধাদের জীবননাশ করা। দেশের শান্তি বিনষ্ট করার এমন ঘৃণ্য চেষ্টার জন্য বুধা আলোচ্য উক্তিটির মাধ্যমে আহাদ মুন্সির প্রতি ব্যঙ্গাত্মক মনোভাব প্রকাশ করেছে।

উপসংহার

প্রিয় পাঠক, আজকে আমি কাকতাড়ুয়া উপন্যাসের (MCQ) সহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েছেন এবং উপকৃত হতে পেরেছেন। এ রকম আরো পোস্ট পড়তে আমাদের সাথেই থাকুন। প্রিয় পাঠক, এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url