বহিপীর নাটকের (MCQ) বিস্তারিত জেনে নিন

প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে বহিপীর নাটকের (MCQ) গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে বহিপীর নাটকের (MCQ) গুলো বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
বহিপীর নাটকের (MCQ) বিস্তারিত জেনে নিন
বহিপীর নাটকটি ১৯৬০ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। প্রকাশের আগে ১৯৫৫ সালে ঢাকায় পিইএন ক্লাবের উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মোলন অনুষ্ঠিত হয়, সেখানে বাংলা নাটকের প্রতিযোগিতায় এ নাটকটি প্রথম পুরস্কার লাভ করে। নাটকটি কুসংস্কার ও ধর্মবিশ্বাসকে পুঁজি করে যারা ব্যবসা পরিচালনা করে তাদের বিরুদ্ধে মানবিক জাগরণের এক দৃশ্যকাব্য

এই নাটকের কাহিনী গড়ে উঠেছে একজন ধূর্ত পীরকে কেন্দ্র করে, ‍যিনি কুসংস্কার ও ধর্মবিশ্বাসকে পুঁজি করে ব্যবসা পরিচালনা করেন এবং মুরিদদের কাছ থেকে অর্থসম্পদ সংগ্রহ করেন। নিজের লালসা চরিতার্থ করার উদ্দেশ্য বৃদ্ধ বয়সে মুরিদের কন্যা তাহেরাকে বিয়ে করেন। কিন্তু তাহেরা পালিয়ে যায়। তখন তিনি নিজেই স্ত্রীর সন্ধানে বের হন এবং ঘটনাচক্রে সন্ধানও পেয়ে যাঁন। তিনি অত্যন্ত চালাকি ও বুদ্ধিমত্তার আশ্রয় নেন। কিন্তু তার সব ফন্দি একসময় ব্যর্থ হয়। তাহেরা হাশেমের সঙ্গে পালিয়ে যায়। হাশেম বহিপীরের ঠিক বিপরীত চরিত্র। সে অত্যন্ত শান্তভাবে বুদ্ধিমত্তার সঙ্গে বহিপীরের চক্রান্তকে মোকাবিলা করেছে। ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে শেষ পর্যন্ত জয়ী হয়েছে।

বহিপীর নাটকের (MCQ)

১। এমন ঝড় কখনো দেখিনি - উক্তিটি কার?
ক. হাশেমের খ. তাহেরার
গ. খোদেজার ঘ. বহিপীরের
উত্তর: ক. হাশেমের।

২। এক-আধটু ঠাট্টা-মস্করা করতেও শুরু করেছে - কারা এ কাজটি করতে শুরু করেছে?
ক. মাঝিরা খ. সহপাঠিরা
গ. গ্রামের লোকেরা ঘ. যাত্রীরা
উত্তর: গ. গ্রামের লোকেরা।

৩। নদীতে খালি কী দেখতে পায় তাহেরা?
ক. নৌকা খ. বজরা
গ. পদ্ম পলাশ ঘ. কচুরিপানা
উত্তর: ঘ. কচুরিপানা।

৪। তাহেরার লজ্জা-শরম নেই কেন?
ক. পরপুরুষের সাথে কথা বলেছে খ. পীরসাহেবকে মেনে নেয়নি
গ. পালিয়ে এসেছে ঘ. পীরসাহেবের সাথে তর্ক করেছে
উত্তর: গ. পালিয়ে এসেছে।

৫। নাটকের প্রাণ কী?
ক. কাহিনী খ. সংলাপ
গ. চরিত্র ঘ. পরিবেশ
উত্তর: খ. সংলাপ।

৬। বহিপীর নাটকে কোন সময়ের সমাজচিত্র প্রতিফলিত হয়েছে?
ক. উনিশ শতকের খ. উনিশ শতকের শেষ ভাগের
গ. বিশ শতকের ঘ. বিশ শতকের শেষ ভাগের
উত্তর: খ. উনিশ শতকের শেষ ভাগের।

৭। খোদেজা তাহেরাকে ডেমরায় ঘাট থেকে বজরায় তুলে নেয় কেন?
ক. স্নেহের কারণে খ. পরিচিত হওয়ায়
গ. আশ্রয় চাওয়ায় ঘ. স্বামীর পরামর্শে
উত্তর: ক. স্নেহের কারণে।

৮। আমি কি বকরী-ঈদের গরু-ছাগল নাকি? তাহেরার েএ কথায় প্রকাশ পেয়েছে?
ক. প্রতিবাদ খ. বিরক্তি
গ. হতাশা ঘ. অনুশোচনা
উত্তর: ক. প্রতিবাদ।

৯। খোদা খোদা, আমার মাথা ঘুরছে - কার মাথা ঘুরছে?
ক. বহিপীরের খ. খোদেজার
গ. হাতেমের ঘ. তাহেরার
উত্তর: খ. খোদেজার।

১০। কোন ডাকটা হাতেমের কাছে ঠাট্টার মতো শোনায়?
ক. বাদশা খ. মালিক
গ. জমিদার ঘ. সাহেব
উত্তর: গ. জমিদার।

১১। নদীতে বেগুনি রঙের শাপলা থাকে না, পদ্ম-পলাশ থাকে না। খালি কচুরিপানা ভেসে যায়। তাহেরার এ উক্তিটিতে কী ফুটে উঠেছে?
ক. অসহায়ত্ব খ. উদাসীনতা
গ. তুচ্ছাবোধ ঘ. নির্মোহভাব
উত্তর: ক. অসহায়ত্ব।

১২। আমরা কী করিয়া তাহাদের ঠোকই। আজ না হয় কাল যাইবেই। বাক্যটিতে বহিপীরের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?
ক. সহমর্মিতা খ. বাস্তবজ্ঞান
গ. উদারতা ঘ. মানসিকতা
উত্তর: খ. বাস্তবজ্ঞান।

১৩। আমার মাথার ওপর হঠাৎ যেন আকাশ ভেঙে পড়েছে- বহিপীর নাটকে উক্তিটি কার?
ক. তাহেরার খ. খোদেজার
গ. হাশেম আলির ঘ. হাতেম আলির
উত্তর: ঘ. হাতেম আলির।

১৪। বহিপীর নাটকে সর্বশেষ উক্তিটি কার?
ক. বহিপীর খ. তাহেরা
গ. খোদেজা ঘ. হাশেম
উত্তর: ক.বহিপীর।

১৫। সৈয়দ ওয়ালীউল্লাহ কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন?
ক. দৈনিক খাদেম খ. স্টেটসম্যান
গ. ইত্তেফাক ঘ. নবদূত
উত্তর: খ. স্টেটসম্যান।

১৬। নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?
ক. নৌকা খ. বজরা
গ. শাপলা ঘ. কচুরিপানা
উত্তর: ঘ. কচুরিপানা।

১৭। হাতেম আলির জমিদারি কোথায়?
ক. সুনামপুরে খ. রেশমপুরে
গ. সোনাপুর ঘ. কাশিমপুরে
উত্তর: খ. রেশমপুরে।

১৮। হকিকুল্লাহ কে?
ক. তাহেরার চাচা খ. জমিদারের সহযোগী
গ. হাশেম আলির বন্ধু ঘ. পীরের সহযোগী
উত্তর: ঘ. পীরের সহযোগী।

১৯। বহিপীর বৃদ্ধ বয়সে বিয়ে করার কারণ?
ক. বংশ রক্ষা খ. খেদমত পাওয়া
গ. সমাজ রক্ষা ঘ. গল্পগুজব করা
উত্তর: খ. খেদমত পাওয়া।


২০। নিচের কোন উক্তিতে তাহেরার জেদী মনোভাবের পরিচয় মেলে?
ক. আমার কথা বিশ্বাস করবেন না খ. পানিতে ঝাঁপ দিয়ে মরব তবু যাব না
গ. আমি সাঁতার জানি না, পানিতে ডুবে মরব ঘ. আমাকে বাঁচাবার জন্য আপনাদের এত মাথাব্যথা কেন?
উত্তর: খ. পানিতে ঝাঁপ দিয়ে মরব তবু যাব না।

২১। বহিপীর কথ্য ভাষা ব্যবহার না করার কারণ
ক. কথ্য ভাষা অপবিত্র খ. এটি মাধুর্যহীন
গ. এতে জ্ঞান অব্যক্ত ঘ. এটি প্রাঞ্জলতাহীন
উত্তর: ক. কথ্য ভাষা অপবিত্র।

২২। তাহেরাকে বিয়ে করার কত বছর আগে বহিপীরের প্রথম স্ত্রী মারা যায়?
ক. ১২ বছর খ. ১৩ বছর
গ. ১৪ বছর ঘ. ১৫ বছর
উত্তর: গ. ১৪ বছর।

২৩। আপনার এ গোলমাল ভালো না লাগলে আপনি আর কষ্ট করবেন না। আমিই পীর সাহেবকে বলব। উক্তিটি কার?
ক. হাশেমের খ. খোদেজার
গ. হকিকুল্লার ঘ. তাহেরার
উত্তর: ঘ. তাহেরার।

২৪। বহিপীর নাটকে অপ্রধান চরিত্র কোনটি?
ক. হাতেম আলি খ. হকিকুল্লাহ
গ. হাশেম আলি ঘ. তাহেরা
উত্তর: খ. হকিকুল্লাহ।

২৫। বহিপীর নাটক কত সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৯৬০ খ. ১৯৬১
গ. ১৯৬৪ ঘ. ১৯৬৫
উত্তর: ক. ১৯৬০।

২৬। তাহেরাকে নিয়ে হাশেম বহিপীরের সামনে দিয়ে চলে গেলেও তিনি তাদের বাধা দেননি কেন?
ক. পরিস্থিতি আঁচ করতে পেরে খ. জমিদারের ইঙ্গিতে
গ. বয়স বেড়ে যাওয়ায় ঘ. লোকলজ্জার ভয়ে
উত্তর: ক. পরিস্থিতি আঁচ করতে পেরে।

২৭। আমি এভাবে টাকা নিতে চাই না- হাতেম আলির এ উক্তিতে প্রকাশ পেয়েছে তার
ক. মানবিকতা খ. ভীরুতা
গ. সাহসিকতা ঘ. অমানবিকতা
উত্তর: ক. মানবিকতা।

২৮। বুঝি, তবু যেন বুঝি না উক্তিটিতে প্রকাশ পেয়েছে হাতেম আলির
ক. নির্বুদ্ধিতা খ. অসহায়ত্ব
গ. কপটতা ঘ. দুর্বোধ্যতা
উত্তর: খ. অসহায়ত্ব।

২৯। তাহেরাকে বজরায় আশ্রয় দেয়ার ব্যাপারে প্রধান ভূমিকা কার ছিল?
ক. খোদেজা খ. হাতেম
গ. হকিকুল্লাহ ঘ. হাশেম
উত্তর: ক. খোদেজা।

৩০। বদ লোকেরা তোমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে উক্তিটি কে করেছে?
ক. বহিপীর খ. হাতেম আলি
গ. হাশেম আলি ঘ. খোদেজা
উত্তর: ঘ. খোদেজা।

৩১। বহিপীর কোন ভাষায় কথা বলেন?
ক. প্রমিত ভাষায় খ. আঞ্চলিক ভাষায়
গ. বইয়ের ভাষায় ঘ. আরবি ভাষায়
উত্তর: গ. বইয়ের ভাষায়।

৩২। দুনিয়াটা সত্যি কঠিন ক্ষেত্র - উক্তিটি কে করেছে?
ক. হাতেম আলি খ. বহিপীর
গ. হাশেম আলি গ. তাহেরা
উত্তর: খ. বহিপীর।

৩৩। নাটকে চরিত্রগুলো কীসের ভেতর দিয়ে মুখর হয়?
ক. কাহিনী খ. চরিত্র
গ. সংলাপ ঘ. পরিবেশ
উত্তর: গ. সংলাপ।

৩৪। কোন দেশে প্রথম নাটকের সুত্রপাত ঘটে?
ক. ভারতে খ. চীনে
গ. ফ্রান্সে ঘ. গ্রিসে
উত্তর: ঘ. গ্রিসে।

৩৫। প্রথম বাংলা আধুনিক নাটক কৃতিত্ব কার?
ক. রাজা রামমোহন রায়ের খ. যোগেশচন্দ্র গুপ্তের
গ. রামনারায়ণ তর্করত্নের ঘ. মাইকেল মধুসূদন দত্তের
উত্তর: ঘ. মাইকেল মধুসূদন দত্তের।

৩৬। পীর সাহেবের চোখটা কীসের মতো দপ করে জ্বলে ওঠে?
ক. তারার খ. আগুনের
গ. হিংস্র জন্তুর ঘ. সূর্যের
উত্তর: গ. হিংস্র জন্তুর।

৩৭। সৈয়দ ওয়ালীউল্লাহ কোন শহরে জন্মগ্রহণ করেন?
ক. ঢাকা খ. চট্টগ্রাম
গ. ময়মনসিংহ ঘ. রংপুর
উত্তর: খ. চট্টগ্রাম।

৩৮। হাতেম আলির বজরাটিতে কয়টি কামরা ছিল?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
উত্তর: গ. ৩টি।

৩৯। মুরিদ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়?
ক. খোদার ভক্ত খ. সাধুর ভক্ত
গ. পীরের ভক্ত ঘ. সন্নাসীদের ভক্ত
উত্তর: গ. পীরের ভক্ত।


৪০। খোদেজার চোখে অকৃতজ্ঞ কে?
ক. হাশেম খ. বহিপীর
গ. তাহেরা ঘ. হকিকুল্লাহ
উত্তর: গ. তাহেরা।

৪১। হাতেম আলির বাল্যবন্ধুর নাম কি?
ক. বহিপীর খ. হকিকুল্লাহ
গ. আনোয়ার ঘ. হাশেম
উত্তর: গ. আনোয়ার।

৪২। মানুষ কি দিয়ে সবকিছু বিচার করে?
ক. সময়ের দীর্ঘতা খ. অসময়ের দীর্ঘতা
গ. সময়ের স্বল্পতা ঘ. অসময়ের স্বল্পতা
উত্তর: ক. সময়ের দীর্ঘতা।

৪৩। বহিপীর নাটকে কেন্দ্রীয় চরিত্র কোনটি?
ক. তাহেরা খ. হাশেম
গ. বহিপীর ঘ. হাতেম
উত্তর: গ. বহিপীর।

৪৪। বহিপীর নাটকে কুসংস্কারাচ্ছন্ন ও অত্যন্ত ধর্মভীরু চরিত্র কোনটি?
ক. হকিকুল্লাহ খ. হাতেম আলি
গ. খোদেজা ঘ. তাহেরা
উত্তর: গ. খোদেজা।

৪৫। বিয়ে হলো তকদিরের কথা উক্তিটি কার?
ক. তাহেরার খ. তাহেরার সৎমার
গ. খোদেজার ঘ. বহিপীরের
উত্তর: গ. খোদেজার।

৪৬। শহরে পীর সাহেবের কতজন ধনী মুরিদ আছেন?
ক. নয় খ. সাত
গ. পাঁচ ঘ. তিন
উত্তর: ঘ. তিন।

৪৭। বহিপীর নাটকে তাহেরা চরিত্রের মধ্যে ফুটে উঠেছে?
ক. নারীর পঞ্চাৎপদতা খ. নারীর অবনত অবস্থা
গ. দর্বিষহ জীবন ঘ. নারী জাগরণের অগ্রগতি
উত্তর: ঘ. নারী জাগরণের অগ্রগতি।

৪৮। বেশিক্ষণ কথা না বলে কে থাকতে পারে না?
ক. বহিপীর খ. তাহেরা
গ. হাতেম ঘ. হকিকুল্লাহ
উত্তর: ক. বহিপীর।

৪৯। তাহেরাকে কোন শতকের প্রারম্ভে নারী অধিকার ও জাগরণের প্রতীক চরিত্র বলা হয়?
ক. আঠোরো শতকের খ. উনিশ শতকের
গ. বিশ শতকের ঘ. একুশ শতকের
উত্তর: গ. বিশ শতকের।

৫০। কে পীরকে বদদোয়া করতে মানা করেছে?
ক. খোদেজা খ. হাতেম আলি
গ. হাশেম ঘ. তাহেরা
উত্তর: ক. খোদেজা।

৫১। কোন আইনে হাতেম আলির জমিদারি নিলামে উঠেছে?
ক. সূর্যাস্ত আইন খ. সূর্যোদয় আইন
গ. সাক্ষ্য আইন ঘ. জমিদারী আইন
উত্তর: ক. সূর্যাস্ত আইন।

৫২। তাহেরার আত্মহত্যা না করাটা কী প্রমাণ করে?
ক. ধর্ম ভীরুতা খ. নারী জাগরণ
গ. মর্ত্য প্রীতি ঘ. মা-বাবার প্রতি টান
উত্তর: গ. মর্ত্য প্রীতি।

৫৩। বহিপীর নাটকে কার মেয়ে নেই?
ক. বহিপীরের খ. হকিকুল্লার
গ. খোদেজার ঘ. হাশেমের
উত্তর: গ. খোদেজার।

৫৪। লালসালু কোন ধরনের রচনা?
ক. উপন্যাস খ. কাব্য
গ. গল্পগ্রন্থ ঘ. প্রবন্ধ
উত্তর: ক. উপন্যাস।

৫৫। নাটকের একটি কাহিনী যেভাবে অগ্রসর হয় তাকে কয়টি পর্বে ভাগ করা হয়?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
উত্তর: ঘ. ৫।

৫৬। না না, ভাববর কী আছে, আমাদের ভাববার কিছুই নেই। হাশেম কীভাবে বলে?
ক. ব্যাঙ্গের সুরে খ. চিৎকার করে
গ. রেগে অসংযত হয়ে ঘ. আপন মনে
উত্তর: ক. ব্যাঙ্গের সুরে।

৫৭। নাটকে সাধারণত কয়টি উপাদান থাকে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
উত্তর: গ. ৪টি।

৫৮। বাঙালি মায়ের চিরায়ত প্রতিমূর্তি কার মধ্যে ফুটে উঠেছে?
ক. তাহেরার খ. জোহরার
গ. খোদেজার ঘ. জমিলার
উত্তর: গ. খোদেজার।

৫৯। বাড়ি ছেড়ে পালানোর সময় তাহেরার সঙ্গী হয়েছিলো তার
ক. চাচাতো ভাই খ. খালাতো ভাই
গ. মামাতো ভাই ঘ. সৎভাই
উত্তর: ক. চাচাতো ভাই।

৬০। বহিপীরের মতো কার কাঁধে শয়তান চেপেছে?
ক. হকিকুল্লার খ. খোদেজার
গ. হাশেমের ঘ. তাহেরার
উত্তর: ঘ. তাহেরার।

৬১। বহিপীর নাটকে বির্ণত ঝড় হয়েছিলো কখন?
ক. সন্ধ্যায় খ. বিকেলে
গ. সকালে ঘ. শেষ রাতে
উত্তর: ঘ. শেষ রাতে।


৬২। আমার সত্যিই আর ভালো লাগছে না উক্তিটি কার?
ক. তাহেরার খ. বহিপীরের
গ. হাশেমের ঘ. খোদেজার
উত্তর: গ. হাশেমের।

৬৩। সেই নিশানাটি হারাইয়াইতো মুশকিল হইয়াছে - পীরসাহেব নিশানা বলেছেন কোনটিকে?
ক. তাহেরা খ. তাহেরার চাচাতো ভাই
গ. পতাকা ঘ. চিহ্ন নির্দেশক লাঠি
উত্তর: খ. তাহেরার চাচাতো ভাই।

৬৪। বহিপীর কোন শর্তে জমিদারকে টাকা কর্জ দিতে রাজি হয়?
ক. তাহেরার ভরণ পোষণ দিতে হবে খ. হাশেমকে তাহেরার জীবন থেকে সরে যেতে হবে
গ. তাহেরাকে তার কথা বোঝাতে হবে ঘ. তাহেরাকে তার সাথে ফিরে যেতে হবে
উত্তর: ঘ.তাহেরাকে তার সাথে ফিরে যেতে হবে।

৬৫। বহিপীর নাটকটি মানবিক জাগরণের
ক. দৃশ্যকাব্য খ. শ্রব্যবাক্য
গ. কাব্যরূপ ঘ. দীপালি
উত্তর: ক. দৃশ্যকাব্য।

৬৬। সৈয়দ ওয়ালীউল্লাহর পেশাগত জীবন শুরু হয় কী দিয়ে?
ক. সাংবাদিকতা খ. শিক্ষকতা
গ. আইন ব্যবসা ঘ. সরকারি কর্মকর্তা
উত্তর: ক. সাংবাদিকতা।

৬৭। চারদিকে আমি আন্ধার দেখছি। উক্তিটি কে করেছে?
ক. হাতেম খ. হাশেম
গ. খোদেজা ঘ. তাহেরা
উত্তর: ক. হাতেম।

৬৮। বহিপীর অপরের মাথায় সুরঙ্গ করে কী জানতে চান?
ক. কষ্টের স্বরূপ খ. বুদ্ধিমত্তার রহস্য
গ. মনের কথা ঘ. গোপন কথা
উত্তর: গ. মনের কথা।

৬৯। বহিপীর কাকে টলাতে পারে না?
ক. হাশেমকে খ. খোদেজাকে
গ. তাহেরাকে ঘ. হাতেমকে
উত্তর: গ. তাহেরাকে।

৭০। নাটককে দৃশ্যকাব্য বলার কারণ কি?
ক. নাটক দেখা ও শোনা যায় খ. নাটক অভিনীত হয়
গ. নাটকে চরিত্র থাকে ঘ. নাটক দেখা যায়
উত্তর: ঘ. নাটক দেখা যায়।

৭১। মূলত কিভাবে পির সমাজের সৃষ্টি হয়েছে?
ক. মানুষকে কুসংস্কার আবদ্ধ করে রাখতে খ. ইসলাম ধর্মে সুফিবাদী বাখ্যার সূত্র ধরে
গ. সমাজের অশিক্ষিত মানুষের শিক্ষা দেওয়ার জন্য ঘ. সমাজে পীরপ্রথার প্রচলনের জন্য
উত্তর: খ. ইসলাম ধর্মে সুফিবাদী বাখ্যার সূত্র ধরে।

৭২। নাটকের কাহিনী কোন বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয়?
ক. সমগ্র মানবজীবন খ. মানবজীবনের খন্ডাংশ
গ. প্রকৃতি ও সৌন্দর্য ঘ. বীরের বীরত্ব
উত্তর: খ. মানবজীবনের খন্ডাংশ।

৭৩। বহিপীর নাটকে তাহেরা কিসের প্রতীক?
ক. সচেতনতার খ. নির্যাতিতার
গ. নতুন দিনের ঘ. বীরত্বের
উত্তর: গ. নতুন দিনের।

৭৪। নাটক সচরাচর কয় অঙ্কে বিভক্ত থাকে?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
উত্তর: ঘ. ৫।

৭৫। আধুনিক কালে নাটকের ঘটনার বিকাশ ঘটে কয় অঙ্কে?
ক. পাঁচ অঙ্কে খ. চার অঙ্কে
গ. তিন অঙ্কে ঘ. এক অঙ্কে
উত্তর: ঘ. এক অঙ্কে।

৭৬। কত সালের পূর্ব পর্যন্ত কলকাতা ছিল বাংলা নাট্যচর্চার প্রাণ কেন্দ্র?
ক. ১৯৪৫ খ. ১৯৪৬
গ. ১৯৪৭ ঘ. ১৯৪৮
উত্তর: গ. ১৯৪৭।

৭৭। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ চলাকালে সৈয়দ ওয়ালীউল্লাহ কোথায় থেকে বাংলাদেশের পক্ষে কাজ করেন?
ক. কলকাতা খ. সিলেট
গ. করাচি ঘ. প্যারিস
উত্তর: ঘ. প্যারিস।

৭৮। ওয়েটিং ফর গডো নাটকটি কার লেখা?
ক. বানার্ড শ খ. হেরাসিম লেবেদেফ
গ. স্যামুয়েল বেকেট ঘ. শেক্সপিয়র
উত্তর: গ. স্যামুয়েল বেকেট।

৭৯। নাটক মূলত রচিত হয় কীসের জন্য?
ক. পাঠের জন্য খ. বিনোদনের জন্য
গ. পাঠক সৃষ্টির জন্য ঘ. মঞ্চে অভিনয়ের জন্য
উত্তর: ঘ. মঞ্চে অভিনয়ের জন্য।

৮০। সাহিত্যের প্রাচীন রূপটিকে কী বলা হতো?
ক. কাব্য খ. নাটক
গ. উপন্যাস ঘ. প্রবন্ধ
উত্তর: ক. কাব্য।

৮১। প্রাচীনকালে কয় প্রকার কাব্য ছিল?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
উত্তর: ক. দুই।


৮২। নিচের কোনটি মিশ্র শিল্প মাধ্যম?
ক. নাটক খ. কবিতা
গ. উপন্যাস ঘ. ছোটগল্প
উত্তর: ক. নাটক।

৮৩। সংস্কৃতে কোনটিকে কাব্যের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে?
ক. নাটককে খ. মহাকাব্যকে
গ. গীতিকাব্যকে ঘ. শোকগীতিকে
উত্তর: ক. নাটককে।

৮৪। সাহিত্যের কোন শাখাটিতে আদি-মধ্য-অন্ত সমন্বিত থাকে?
ক. কবিতা খ. নাটক
গ. উপন্যাস ঘ. ছোটগল্প
উত্তর: খ. নাটক।

৮৫। প্রাচীন বাংলার কোন সাহিত্যে নাটক অভিনীত হওয়ার উল্লেখ আছে?
ক. চর্যাপদ খ. নাথ সংঙ্গীত
গ. শ্রীকৃষ্ণকীর্তন ঘ. বৈষ্ণব পদাবলি
উত্তর: ক. চর্যাপদ।

৮৬। বাংলায় আধুনিক নাটক কোথা থেকে এসেছে?
ক. ইউরোপ খ. আফ্রিকা
গ. আমেরিকা ঘ. অস্ট্রেলিয়া
উত্তর: ক. ইউরোপ।

৮৭। সৈয়দ ওয়ালীউল্লাহর প্রথম গ্রন্থ কোনটি?
ক. কাঁদো নদী কাঁদো খ. লালসালু
গ. মানচিত্র ঘ. নয়ন চারা
উত্তর: ঘ. নয়ন চারা।

৮৮। সৈয়দ ওয়ালীউল্লাহর প্রথম গ্রন্থ প্রকাশিত হয় কত সালে?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৪৭ সালে ঘ. ১৯৪৮ সালে
উত্তর: ক. ১৯৪৫ সালে।

৮৯। তরঙ্গভঙ্গ নাটকটি কত সালে প্রকাশিত হয়?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৪৭ সালে ঘ. ১৯৬৫ সালে
উত্তর: ঘ. ১৯৬৫ সালে।

৯০। হাতেম আলি টাকা জোগাড় করতে কোথায় এসেছিলেন?
ক. গ্রামে খ. শহরে
গ. বগুড়ায় ঘ. বরিশালে
উত্তর: খ. শহরে।

৯১। বহিপীরের মতে, বদদোয়া কার গায়ে লাগে না?
ক. জমিদারের খ. রাজাদের
গ. মন্ত্রীদের ঘ. পীরের
উত্তর: ঘ. পীরের।

৯২। কোথায় পৌঁছে তাহেরার চাচাতো ভাইয়ের হুঁশ হয়েছিলো?
ক. ডেমরার ঘাটে খ. নারায়ণগঞ্জ
গ. নোয়াখালি ঘ. বরিশাল
উত্তর: ক. ডেমরার ঘাটে।

৯৩। বহিপীর নাটকে কোন কালের কথা বর্ণিত আছে?
ক. গ্রীষ্ম খ. বর্ষা
গ. শরৎ ঘ. হেমন্ত
উত্তর: ঘ. হেমন্ত।

৯৪। তাহেরা ও হাশেম আলির পালিয়ে যাওয়াটি বহিপীর মেনে নেয়। এতে পীর চরিত্রের কোন বৈশিষ্ট্য নির্দেশিত হয়?
ক. বুুদ্ধিমত্তা ও বাস্তব জ্ঞান খ. চালাকি ও দুষ্টুবুদ্ধি
গ. কূটচাল ও নির্বুদ্ধিতা ঘ. অহংকার ও উদারতা
উত্তর: ক. বুদ্ধিমত্তা ও বাস্তব জ্ঞান।

৯৫। বহিপীর কাকে পুলিশ ডাকতে পাঠায়?
ক. হাশেম খ. হাতেম
গ. আনোয়ার ঘ. হকিকুল্লাহ
উত্তর: ঘ. হকিকুল্লাহ।

৯৬। বজরার সঙ্গে ধাক্কা খেয়ে নৌকা কত মিনিটের মধ্যে আধা-ডোবা হয়ে গেল?
ক. এক মিনিট খ. দুই মিনিট
গ. তিন মিনিট ঘ. চার মিনিট
উত্তর: ক. এক মিনিট।

৯৭। হাশেম কার পক্ষে কথা বলে?
ক. মায়ের খ. বাবার
গ. তাহেরার ঘ. বহিপীরের
উত্তর: গ. তাহেরার।

৯৮। তাহেরাকে সাহায্য করার ক্ষেত্রে হাশেম আলির কোন বোধটি প্রধান হয়ে উঠেছে?
ক. সহমর্মিতা খ. মানবিকতা
গ. সাহসিকাত ঘ. সমবেদনা
উত্তর: খ. মানবিকতা।

৯৯। তাহেরা বাড়ি থেকে পালিয়েছে কেন?
ক. সৎ মায়ের অত্যাচারে খ. স্বাবলম্বী হবার জন্য
গ. পছন্দের লোককে বিয়ে করার জন্য ঘ. বৃদ্ধ পীরের সাথে সংসার না করতে
উত্তর: ঘ. বৃদ্ধ পীরের সাথে সংসার না করতে।

১০০। হাতেম আলির বয়স কত?
ক. প্রায় চল্লিশ খ. প্রায় পঞ্চাশ
গ. প্রায় ষাট ঘ. প্রায় সত্তর
উত্তর: খ. প্রায় পঞ্চাশ।

১০১। বহিপীরের ছিল
i. মজবুত শরীর
ii. মুখে আধা-পাকা দাড়ি
iii. মাথায় ছোট করে ছাটা চুল

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

১০২। বহিপীর নাটকে বহিপীর তার স্ত্রীকে উদ্ধারের জন্য
i. ধর্মীয় বিয়ের দোহাই দেন
ii. মানবিকতার বাহানা করেন
iii. জমিদারের অসহায়ত্বের সুযোগ গ্রহণ করেন

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

১০৩। তাহেরার মতে পীরসাহেব
i. বৃদ্ধিমান
ii. ভন্ডধার্মিক
iii. অর্থলোভী

নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i।

১০৪। তিনি রাজি আছেন, আমি রাজি নই। আমি এভাবে টাকা নিতে পারি না। হাতেম আলির এ উক্তিটিতে প্রকাশ পেয়েছে?
i. মানবিক মূল্যবোধ
ii. সচেতনতাবোধ
iii. সন্তান বাৎসল্য

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

১০৫। আমি কি বকরি-ঈদের গরু-ছাগল নাকি? তাহেরার এ উক্তিতে প্রকাশ পেয়েছে?
i. বাস্তবতা ও যুক্তি
ii. বৃদ্ধের সাথে বিয়েতে কিশোরীর প্রচন্ড দ্রোহ
iii. নারীর ব্যক্তি স্বাধীনতা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii।


১০৬। বজরায় তরকারি কাটছিল
i. হকিকুল্লাহ
ii. তাহেরা
iii. খোদেজা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii।

১০৭। জমিদার গিন্নী খোদেজা বহিপীর নাটকের একটি অপ্রধান চরিত্র। তার চারিত্রিক বৈশিষ্ট্য হলো
i. সে ধর্মভীরু
ii. সে কুসংস্কারাচ্ছন্ন
iii. সে প্রতিবাদী

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

১০৮। আধ-শোয়া অবস্থায় গালগল্প করে
i. হকিকুল্লাহ ও চাকরটি
ii. চাকরটি
iii. মাঝি দু জনে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii।

১০৯। পীর সাহেবের লেবাস ছিল
i. আলখাল্লা
ii. পায়জামা
iii. শেরওয়ানি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

১১০। বহিপীরের মতে সামান্য স্নেহ না থাকলে
i. আত্মা মরে যায়
ii. মানুষ মরে যায়
iii. রূহ মরে যায়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।

১১১। পূর্ববঙ্গের নাট্যচর্চায় প্রকাশ পেয়েছে
i. লোককাহিনি
ii. সামাজিক বাস্তবতা
iii. বাঙালি মুসলমান সমাজের চিত্র

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর; গ. ii ও iii।

১১২। বহিপীর নাটকে প্রচন্ড ঝরে মাঝিরা বেসামাল হয়ে যায়
i. রাতে চারদিক অন্ধকার ছিল বলে
ii. মাঝির ঘুমে অচেতন ছিল বলে
iii. প্রচন্ড বাতাসের ধাক্কায়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।

১১৩। নাটক দ্বারা প্রকাশিত হয়
i. বিশেষ ব্যক্তির বিশেষ ভাবনা
ii. জীবনের বিশেষ কোনো দিক
iii. সমাজের অসঙ্গতি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

১১৪। হাশেম আলি
i. যুক্তিবাদী
ii. আধুনিক
iii. আপাত অস্থির

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

১১৫। হাশেম আলির কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ
i. মানবীয় মূল্যবোধ
ii. অধিকারবোধ
iii. ন্যায়বোধ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।

১১৬। বহিপীরের মুরিদ ছিল
i. তাহেরার বাবা
ii. তাহেরার সৎ মা
iii. হকিকুল্লাহ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

১১৭। পীরসাহেবের সঙ্গে আপনাকে ফিরে যেতে হবে না। তাহেরাকে এ অভয় দিয়েছে হাশেম
i. তাহেরার প্রতি সহানুভূতিতে
ii. তাহেরার প্রতি ভালোবাসায়
iii. তাহেরার প্রতি দায়িত্ববোধে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

১১৮। মূল কাটিয়া ফেলিলে বৃক্ষ দাঁড়াইতে পারে না এ বাক্যে ফুটে উঠেছে?
i. নিলামে ওঠা জমিদারি
ii. আশ্রয়হীন তাহেরা
iii. ঋণগ্রস্ত জমিদার

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।


১১৯। হাতেম আলি সত্যিকার অর্থে শহরে এসেছিলেন
i. চিকিৎসার জন্য
ii. জমিদারি রক্ষা করতে
iii. টাকা জোগাড় করতে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii।

১২০। বহিপীর নাটকে কোন সময়ের সমাজ চিত্র প্রতিফলিত হয়েছে?
i. উনিশ শতকের
ii. উনিশ শতকের শেষ ভাগের
iii. বিশ শতকের সূচনালগ্নে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii।

জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

সূর্যাস্ত আইনের ফলে জমিদারি নিলামে ওঠার কারণে জমিদার হাতেম আলির মনে শান্তি নেই। জমিদার হাতেম আলি একজন ক্ষয়িষ্ণু জমিদার। মোটামুটিভাবে মান-সম্মান নিয়ে জীবনযাপন করলেও খাজনা বকেয়া থাকার কারণে সূর্যাস্ত আইনের মাধ্যমে তার জমিদারি নিলামে উঠবে। জমিদারি হারানোর ভয়েই জমিদার হাতেম আলির মনে শান্তি নেই। সে অশান্তির প্রভাব তার দৈহিক অবস্থার ওপর প্রভাব ফেলে। ফলে সে মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়ে।

তাহেরা বাড়ি থেকে পালিয়েছে কেন?

নিজ ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধ পীরের সাথ বিয়ে দেওয়ার কারণে তাহেরা বাড়ি থেকে পালিয়েছে। তাহেরা বহিপীর নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। তার কুসংস্কারাচ্ছন্ন বাবা ও সৎমা তাকে বৃদ্ধ পীরের সাথে বিয়ে দিলে সে তা মেনে নিতে পারে না। এ অবস্থা থেকে পরিত্রাণ পাবার আশায় সে বাড়ি থেকে পালিয়ে যায়। মূলত অসম বিয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাহেরা বাড়ি থেকে পালিয়েছে।

পীরসাহেবকে বহিপীর বলার কারণ কি?

বইয়ের ভাষায় কথা বলেন বলে পীরসাহেবকে বহিপীর বলা হয়েছে। বহিপীর নাটকের পীরসাহেব কথাবার্তা বলতে সবসময় বইয়ের ভাষা ব্যবহার করে থাকেন। এর কারণ তাঁকে দেশের নানা প্রান্তের মুরিদদের সাথে কথা বলতে হয়। একেক স্থানের ভাষা একেক রকম, তাঁ পক্ষে সব এলাকার ভাষা রপ্ত করা সম্ভব না হওয়ায় তিনি বইয়ের ভাষাকেই বেছে নিয়েছেন। আর এ কারণেই তাঁকে বহিপীর বলা হয়েছে।

তাহেরা বহিপীরকে বিয়ে করতে রাজি হয়নি কেন?

তাহেরার সাথে বহিপীরের বয়সের পার্থক্য অনেক বেশি হওয়ায় তাহেরা তাকে বিয়ে করতে রাজি হয়নি। তাহেরার বাবা ও সৎমা বহিপীরের মুরিদ ছিলেন। বহিপীরের সাথে তাহেরাকে বিয়ে দিলে পূণ্য পাবেন বলে মনে করেন। তাহেরার বাবা-মা তাই মেয়ের অমতেই বৃদ্ধ পীরের সাথে অল্পবয়সী তাহেরার বিয়ে ঠিক করেন। এতে ঈদের গরু-ছাগলের মতো নিজেকে মনে হয় তাহেরার। তাই সে বহিপীরকে বিয়ে করতে রাজি হয় নি।

বহিপীর নাটকের নামকরণের প্রতীকি তাৎপর্য ব্যাখ্যা করো।

বহিপীর নাটকের নামকরণ হয়েছে এক ভণ্ডপীর চরিত্রের নাম অনুসারে। বহিপীর নাটকের কাহিনী গড়ে উঠেছে এক পীরকে কেন্দ্র করে। এই পীর সারাবছর বিভিন্ন জেলায় তার মুরিদদের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ান। অঞ্চলভেদে ভাষার পার্থক্যের কারণে তিনি মুরিদদের সাথে বইয়ের ভাষায় কথা বলেন। তাই নাটকটির প্রতীকি নাম করণ করা হয়েছে বহিপীর। মুসলমান সমাজে পীরসম্প্রদায় সৃষ্টি হয় কুসংস্কারাচ্ছন্ন ও মানুষের গোঁড়ামীর কারণে। ধর্মীয় বইয়ের দোহাই দিয়েই পীরেরা তাদের মতকে প্রতিষ্ঠিত করত সে সব মানুষদের মনে। এ দৃষ্টিকোণ থেকেও নাটকটির প্রতীকী নাম হয়েছে বহিপীর।

উপসংহার

প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে বহিপীর নাটকের (MCQ) সহ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েছেন এবং উপকৃত হতে পেরেছেন। এ রকম আরো তথ্য মূলক পোস্ট পড়তে আমাদের সাথেই থাকুন। আমরা সবসময় পাঠকের চাহিদা অনুযায়ী পোস্ট পাবলিশ করে থাকি। প্রিয় পাঠক, এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url