ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার (MCQ) বিস্তারিত জেনে নিন
প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার (MCQ) গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার (MCQ) গুলো বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
ফেব্রুয়ারি ১৯৬৯ শীর্ষক কবিতাটি কবি শামসুর রহমানের নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। ফেব্রুয়ারি ১৯৬৯ দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা। ফেব্রুয়ারি ১৯৬৯ এ পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে তৎকালীন পূর্ববঙ্গে যে গণআন্দোলনের সূচনা হয়েছিলো, কবিতাটি সেই গণজাগরণের পটভূমিতে রচিত। জাতিগত শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে ফেব্রুয়ারি ১৯৬৯ এ। প্রত্যন্ত গ্রামগঞ্জ, হাটবাজার, কলকারখানা, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য মানুষ জড়ো হয় ঢাকার রাজপথে। শামসুর রহমান বিচিত্র শ্রেনি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার অসাধারণ এক শিল্পভাষা রচনা করেছেন এই কবিতায়। কবিতাটিতে দেশমাতৃকার প্রতি জনতার বিপুল ভালোবাসা সংবর্ধিত হয়েছে।
দেশকে ভালোবেসে মানুষের আত্মদান ও আত্মহুতির প্রেরণাকে কবি গভীর মমতা ও শ্রদ্ধার সঙ্গে মূর্ত করে তুলেছেন। কবিতাটি একুশের রক্তঝরা দিনগুলোতে স্বৈরশাসনের বিরুদ্ধে এদেশের সংগ্রামী মানুষের আত্মহুতির মাহাত্ম্যে প্রগাঢ়তা লাভ করেছে। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি প্রাকৃতিক জীবনের বিচিত্র চিত্রে কবি এদেশের স্বাধীনতার ভাবী রূপ অবলোকন করেছেন। আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য এবং বাঙালির সংগ্রামী চেতনার পরিচয় তুলে ধরেছেন কবিতার শেষাংশে।কৃষ্ণচূড়ার লাল লঙে তিনি দেখছেন শহিদদের রক্তের ঝলকানি, দেখেছেন শহিদদের চেতনা বাংলার প্রকৃতিতে ভাস্বর হতে। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতা সেই প্রেক্ষাপটের সার্থক উপস্থাপন। গদ্যছন্দ ও প্রবহমান ভাষার সুষ্ঠু বিকাশে কবিতাটি বাংলা সাহিত্যের এক অন্যন্য সংযোজন।
ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার (MCQ)
১. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় বর্ণমালাকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?
ক. নক্ষত্র খ. রক্ত
গ. ফুল ঘ. রৌদ্র
উত্তর: ক. নক্ষত্র।
২. আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে-চরণটি আমাদের জাতীয় জীবনের কোন দিকটি তুলে ধরে?
ক. গণআন্দোলন খ. ভাষা আন্দোলন
গ. স্বাধীনাত আন্দোলন ঘ. স্বদেশি আন্দোলন
উত্তর: খ. ভাষা আন্দোলন।
৩. শাসসুর রহমানের জন্ম তারিখ কোনটি?
ক. ২০ অক্টোবর ১৯২৯ খ. ২০ নভেম্বর ১৯২৯
গ. ২৪ নভেম্বর ১৯২৯ ঘ. ২৪ অক্টোবর ১৯২৯
উত্তর: ঘ. ২৪ অক্টোবর ১৯২৯।
৪. শামসুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন?
ক. চট্টগ্রামে খ. নরসিংদীতে
গ. বগুড়ায় ঘ. ঢাকায়
উত্তর: ঘ. ঢাকায়।
৫. শামসুর রহমানের পিতার নাম কি?
ক. আফতারবউদ্দিন চৌধুরি খ. আখতারুজ্জাম চৌধুরি
গ. ফয়জুর রহমান চৌধুরি ঘ. মুখলেসুর রহমান চৌধুরি
উত্তর: ঘ. মুখলেসুর রহমান চৌধুরি।
৬. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় অন্য রং কেন মনে আসে?
ক. কৃষ্ণচূড়া ফুলের জন্য খ. জীবনের রঙের জন্য
গ. রামধনুর রং দেখে ঘ. পাকিস্তানি শাসকের অত্যাচারে
উত্তর: ঘ. পাকিস্তানি শাসকের অত্যাচারে।
৭. শামসুর রহমান কোন স্কুল থেকে প্রবেশিকা পরিক্ষা পাস করেন?
ক. উদয়ন স্কুল খ. আরমানিটোলা স্কুল
গ. মাহুৎটলি স্কুল ঘ. প্রোগোজ স্কুল
উত্তর: ঘ. প্রোগোজ স্কুল থেকে।
৮. শামসুর রহমান কোন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন?
ক. ঢাকা কলেজ খ. কবি নজরুল কলেজ
গ. নটর ডেম কলেজ ঘ. আইডিয়াল কলেজ
উত্তর: ক. ঢাকা কলেজ।
৯. শামসুর রহমান কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয় খ.রাজশাহী বিশ্ববিদ্যালয়
গ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়।
১০. শামসুর রহমান কোন বিভাগের ছাত্র ছিলেন?
ক. বাংলা বিভাগ খ. ইংরেজী বিভাগ
গ. আইন বিভাগ ঘ. রসায়ন বিভাগ
খ. ইংরেজী বিভাগ।
১১. শামসুর রহমান কি দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন?
ক. সাংবাদিকতা খ. শিক্ষকতা
গ. অধ্যাপনা ঘ. ব্যবসায়
উত্তর: ক. সাংবাদিকতা।
১২. শামসুর রহমানের কবিতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
ক. মাসিক মোহাম্মাদী পত্রিকায় খ. পাক্ষিক নওমহল পত্রিকায়
গ. সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় ঘ. দৈনিক জলছাপ পত্রিকায়
উত্তর: গ. সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায়।
১৩. মুক্তিযুদ্ধকালে কবি কোন ছদ্মনামে কবিতা লিখতেন?
ক. নীল লোহিত খ. ভানুসিংহ
গ. ধীরবল ঘ. মজলুম আদিব
উত্তর: ঘ. মজলুম আদিব।
১৪. শামসুর রহমান সম্পর্কে নিচের কোন উক্তিটি যথার্থ?
ক. তিনি ছিলেন রোমান্টিক কবি খ. তিনি ছিলেন পল্লিকবি
গ. তিনি ছিলেন নাগরিক কবি ঘ. তিনি ছিলেন বিপ্লবী কবি
উত্তর: গ. তিনি ছিলেন নাগরিক কবি।
১৫. মৃত্যেুর পূর্ব পর্যন্ত শামসুর রহমানের কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে?
ক. ৫০টি খ. ৬০টি
গ. ৫৫টি ঘ. ৬৫টি
উত্তর: গ. ৬৫টি।
১৬. বন্দী শিবির থেকে েএবং উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ বিখ্যাত এ কাব্যগ্রন্থ দুটির কবি কে?
ক. সৈয়দ শামসুল হক খ. সৈয়দ আলী আহসান
গ. শামসুর রহমান ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তর: গ. শামসুর রহমান।
১৭. শামসুর রহমানের রচিত কাব্যগ্রন্থ হলো?
ক. বিধ্বস্ত নীলিমা ও প্রথম গান দ্বিতীয় মৃত্যেুর আগে খ. নির্ঝরের স্বপ্নভঙ্গ ও রৌদ্র করোটিতে
গ. প্রথম গান দ্বিতীয় মৃত্যেুর আগে ও রুপসী বাংলা ঘ. বিধ্বস্ত নীলিমা ও নির্ঝরের স্বপ্নভঙ্গ
উত্তর: ক. বিধ্বস্ত নীলিমা ও প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে।
১৮. ১৯৮৭ খ্রিষ্টাব্দে স্বৈরাচারী এরশাদবিরোধী গণআন্দোলনে একাত্মতা প্রকাশ করে কবি কোন পত্রিকা থেকে পদত্যাগ করেন?
ক. দৈনিক ইত্তেফাক খ. দৈনিক বাংলা
গ. দৈনিক ইনকিলাব ঘ. দৈনিক আজাদ
উত্তর: খ. দৈনিক বাংলা।
১৯. একাধারে আদমজি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার অজর্ন করেন কোন কবি?
ক. কাজী নজরুল ইসলাম খ. জীননান্দদাশ
গ. সৈয়দ শামসুল হক ঘ. শামসুর রহমান
উত্তর: ঘ. শামসুর রহমান।
আরো পড়ুন: লালসালু উপন্যাসের MCQ
২০. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার কবির স্মৃতিগন্ধে ভরপুর হয়ে আছে কি?
ক. কৃষ্ণচূড়া ফুল খ. একুশে ফেব্রুয়ারি
গ. একুশের কৃষ্ণচূড়া ঘ. শহিদের ঝলকিত রক্তের বদ্বুদ।
ঘ. শহিদের ঝলকিত রক্তের বদ্বুদ।
২১. একুশের কৃষ্ণচূড়া কথাটি আমাদের কী স্মরণ করিয়ে দেয়?
ক. একুশে এপ্রিলের কথা খ. একুশে আগষ্টের কথা
গ. একুশে ফেব্রুয়ারির কথা ঘ. একুশে জানুয়ারির কথা
উত্তর: গ. একুশে ফেব্রুয়ারির কথা ।
২২. কোন রং চোখে ভালো লাগে না?
ক. যে রং পাকা নয় খ. যে রং ভালো নয়
গ. যে রং হালকা নয় ঘ. যে রং সন্ত্রাস আনে
উত্তর: ঘ. যে রং সন্ত্রাস আনে।
২৩. এখন সে রঙে ছেয়ে গেছে পথ-ঘাট, সারা দেশ-এখানে কোন রঙের কথা বলা হয়েছে?
ক. কৃষ্ণচূড়ার রং খ. সন্ত্রাসের রং
গ. ভালোবাসার রং ঘ. বিপ্লবের রং
উত্তর: খ. সন্ত্রাসের রং।
২৪. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় উল্লেকৃত কবি এবং কবির মতোই বহু লোক এখন কোথায় আছে?
ক. মিছিলে খ. রাজপথে
গ. আন্দোলনে ঘ. ঘাতকের আস্তানায়
উত্তর: ঘ. ঘাতকের আস্তানায়।
২৫. রাত্রি দিন ভুলণ্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ মরা, আমধরা কেউ-এর পরের চরণটি হলো?
ক. মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ খ. কেউ বা ভীষণ জেদী, দারণ বিপ্লবে ফেটে পড়া
গ. আবার সালাম নামে রাজপথে ঘ. বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে
উত্তর: খ. কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া।
২৬. কেউ মরা, আধমরা কেউ কেউ বা ভীষণ জেদী, দারুণ বিপ্লবে ফেটে পড়া। চরণ দুটির মর্মার্থ হলো
ক. আপামর জনতার ঐক্য খ. মানুষের অসহায়ত্ব
গ. আন্দোলন দমনের প্রচেষ্টা ঘ. নাগরিক আন্দোলনের উদ্যোগ
উত্তর: ক. আপামর জনতার ঐক্য।
২৭. বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে-এই চরণটির আগের চরণ হলো
ক. সালামের চোখ আজ আলোচিত ঢাকা খ. আমি আর আমার মতোই বহু লোক
গ. আবার সালাম নামে রাজপথে, শূণ্যে তোলে ফ্ল্যাগ ঘ. সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা
উত্তর: গ. আবার সালাম নামে রাজপথে, শূণ্যে তোলে ফ্ল্যাগ।
২৮. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় উল্লেখকৃত মেঘনার সঙ্গে কার বুকের তুলনা করা হয়েছে?
ক. সালামের খ. বরকতের
গ. রফিকের ঘ. শফিকের
উত্তর: ক. সালামের।
২৯. কোনটি ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতা থেকে নেওয়া উপমা?
ক. বাহিরকে আমরা করেছি ঘর, ঘরকে বাহির খ. আমি আর আমার মতোই বহু লোক
গ. দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা ঘ. রাবিন্দ্রিক ধ্যান জাগে নতুন বিন্যাসে
উত্তর: গ. দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা।
৩০. বরকত গাঢ় উচ্চারণে কি বলে?
ক. বাংলাদেশ জিন্দাবাদ খ. জয়বাংলা
গ. অবিনাশি বর্ণমালা ঘ. বাংলাদেশ দীর্গজীবি হউক
উত্তর: গ. অবিনাশি বর্ণমালা।
৩১. এখনো-রক্তে দুঃখিনী-অশ্রুজল ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। খালিঘরের উপযুক্ত শব্দ হলো-
ক. বীরের, মাতার খ. বীরের, বোনের
গ. সন্ত্রাসীর, মায়ের ঘ. সন্ত্রাসীর, বোনের
উত্তর: ক. বীরের, মাতার।
৩২. ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে-চরণটির পরের চরণ কোনটি?
ক. হৃদয়ের হরিৎ উপত্যকায়। সেই ফুল আমাদেরই প্রাণ খ. দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই
গ. সালামের মুখ আজ তরুণ শ্যামল পর্ব বাংলা ঘ. আবার সালাম নামে রাজপথে
উত্তর: ক. হৃদয়ের হরিৎ উপত্যকায়। সেই ফুল আমাদেরই প্রাণ।
৩৩. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটির শেষ চরণ কোনটি?
ক. এখানে এসেছি কেন? এখানে কী কাজ আমাদের? খ. বাহিরকে আমরা করেছি ঘর ঘরকে বাহির
গ. শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্র আর দুঃখের ছায়ায় ঘ. আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া থরে থরে
উত্তর: গ. শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্র আর দুঃখের ছায়ায়।
৩৪. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় মোট কয়টি চরণ আছে?
ক. ৯৬টি খ. ৪৫টি
গ. ২৮টি ঘ. ৩০টি
উত্তর: গ. ২৮টি।
৩৫. সকাল সন্ধ্যায় বলতে ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার কবি কি বুঝিয়েছেন?
ক. সকাল-সন্ধ্যায় খ. সকাল ও সন্ধ্যায়
গ. সারাক্ষণ ঘ. সকাল বা সন্ধ্যায়
উত্তর: গ. সারাক্ষণ।
৩৬. সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয় কত তারিখে?
ক. ১৯৬৯ সালের ৫ জানুযারি খ. ১৯৫৬৯ সালের ৬ জানুয়ারি
গ. ১৯৬৯ সালের ৭ জানুয়ারি ঘ. ১৯৬৯ সালের ৮ জানুয়ারি
উত্তর: ক. ১৯৬৯ সালের ৫ জানুয়ারি।
৩৭. গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠিত হয় কত তারিখে?
ক. ১৯৬৯ সালের ৫ জানুয়ারি খ. ১৯৬৯ সালের ৬ জানুয়ারি
গ. ১৯৬৯ সালের ৮ জানুযারি ঘ. ১৯৬৯ সালের ৯ জানুয়ারি
উত্তর: গ. ১৯৬৯ সালের ৮ জানুয়ারি।
৩৮. সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গণঅভ্যুত্থানে কত দফা কর্মসূচি ঘোষণা করে?
ক. এগারো দফা খ. ষোল দফা
গ. একুশ দফা ঘ. আঠারো দফা
উত্তর: ক. এগারো দফা।
৩৯. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কবি কোন আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেছেন?
ক. ১৯৫২ সালের ভাষা আন্দোলন খ. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
গ. স্বদেশি আন্দোলন ঘ. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
উত্তর: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান।
৪০. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান কোন সরকারের বিরুদ্ধ শক্তি ছিল
ক. স্বৈরাচারি আইয়ুব সরকার খ. স্বৈরাচারি এরশাদ সরকার
গ. স্বৈরাচারি মুসলিম লীগ সরকার ঘ. স্বৈরাচারি ইয়াহিয়া সরকার
উত্তর: ক. স্বৈরাচারি আইয়ুব সরকার।
৪১. কবি শামসুর রহমান ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কোন দুটি প্রেক্ষাপটকে তুলে ধরেছেন?
ক. ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ খ. ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান গ. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ঘ. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও নব্বইয়ের স্বৈরাচা বিরোধী আন্দোলন
উত্তর: খ. ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান।
৪২. শামসুর রহমান একুশে পদক পান
ক. ১৯৬৬ খ্রিষ্টাব্দে খ. ১৯৭৭ খ্রিষ্টাব্দে
গ. ১৯৯১ খ্রিষ্টাব্দে ঘ. ১৯৯২ খ্রিষ্টাব্দে
উত্তর: খ. ১৯৭৭ খ্রিষ্টাব্দে।
৪৩. কোন গ্রন্থটি শামসুর রহমানের রচনা নয়
ক. অক্টোপাস খ. এলো সে অবেলায়
গ. বন্দী শিবির থেকে ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়
উত্তর: ঘ. পায়ের আওয়াজ পাওয়া যা।
৪৪. কোনটি শামসুর রহমানের উপন্যাস নয়?
ক. অদ্ভুত আঁধার এক খ. অক্টোপাস
গ. বন্দি শিবির থেকে ঘ. এলো সে অবেলায়
উত্তর: গ. বন্দি শিবির থেকে।
৪৫. কোন কবিকে তাঁরই ইচ্ছানুসারে মায়ের সমাধির মধ্যে সমাহিত করা হয়?
ক. সৈয়দ আলী আহসান খ. আহসান হাবীব
গ. শামসুর রহমান ঘ. সৈয়দ শামসুল হক
উত্তর: গ. শামসুর রহমান।
৪৬. কোনটি শামসুর রহমানের মৃত্যেু সন
ক. ২০০৫ সালের ৭ই আগষ্ট খ. ২০০৭ সালের ২৭ আগষ্ট
গ. ২০০৬ সালের ১৭ আগষ্ট ঘ. ২০০৯ সালের ৭ই আগষ্ট
উত্তর: গ. ২০০৬ সালের ১৭ই আগষ্ট।
৪৭. ১৯৬৯ সালাম আবার কি করে?
i. রাষ্টভাষা বাংলা চাই বলে স্লোগান দেয়
ii. রাজপথে নামে
iii. শূন্যে ফ্ল্যাগ তোলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii।
৪৮. একুশের কৃষ্ণচূড়া আমাদের কিসের রং?
i. অনুভবের রং
ii. চেতনার রং
iii. আনন্দের রং
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।
৪৯. ঘাতকের অশুভ আস্তানায় মানুষের অবস্থা ছিল
i. কেউ মরা
ii. কেউ আধমরা
iii. কেউ যদি বিপ্লবে ফেটে পড়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
আরো পড়ুন: আঠারো বছর বয়স কবিতার MCQ
৫০. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় ব্যবহৃত দ্বিরুক্তি শব্দগুলো হলো
i. থরে থরে
ii. ক্ষণে ক্ষণে
iii. যেতে যেতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
নিচের উদ্দীপকটি পড় এবং ৫১ থেকে ৫৩ নং প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশের মানুষ দেশপ্রেমিক। কোনো অন্যায়কে তারা কোনোদিন মেনে নেয়নি। নীতির প্রশ্নেও তারা আপসহীন। পাকিস্তানি শাসকেরা জোর করে উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিলো কিন্তু তারা পারেনি। বাঙালিরা রক্ত দিয়ে মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করেছে। বাঙালিরা পর্যায়ক্রমে যুক্তফ্রন্ট গঠন, গণঅভ্যুত্থান, সাধারণ নির্বাচন ও স্বাধীনতার সংগ্রামের মধ্যে দিয়ে বিজয় অর্জ করেছে।
৫১. উদ্দীপকের সঙ্গে ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার কোন প্রেক্ষাপটের মিল রয়েছে?
ক. স্বদেশী আন্দোলন খ. গণঅভ্যুত্থান
গ. স্বাধীনতা সংগ্রাম ঘ. স্বৈরাচারবিরোধী আন্দোলন
উত্তর: খ. গণঅভ্যুত্থান।
৫২. উদ্দীপকের সঙ্গে শামসুর রহমান রচিত কোন কবিতার সাদৃশ্য রয়েছে?
ক. স্বাধীনতা তুমি খ. তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা
গ. ফেব্রুয়ারি ১৯৬৯ ঘ. একটি ফটোগ্রাফ
উত্তর: গ. ফেব্রুয়ারি ১৯৬৯।
৫৩. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার কোন চরণটি উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ
i. বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে
ii. সালামের বুকে আজ উন্মথিত মেঘনা
iii. শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ স্মৃতিগন্ধে ভরপুর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।
৫৪. কোনটি নাম কবিতা নয়?
ক. ফেব্রুয়ারি ১৯৬৯ খ. রক্তে আমার অনাদি অস্থি
গ. লোক লোকান্তর ঘ. সাম্যবাদী
উত্তর: ক. ফেব্রুয়ারি ১৯৬৯।
৫৫. শহরের পথে থরে থরে নিবিড় হয়ে কোন ফুল ফুটেছে?
ক. জবা খ. শিমুল
গ. কৃষ্ণচূড়া ঘ. পলাশ
উত্তর: গ. কৃষ্ণচূড়া।
৫৬. ফেব্রুয়ারি ১৯৬৯-এর আন্দোলনের কারণ কি ছিল
ক. শোষণহীন সমাজব্যবস্থা খ. আত্মহুতির মাহাত্ম্যে গৌরবান্তিবত
গ. একুমের রক্ত ঝরার প্রতিশোধ নেয়া ঘ. দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া
উত্তর: ক. শোষণহীন সমাজব্যবস্থা।
৫৭. কবি শামসুর রহমান ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় সালামের আজ কি দেখেছেন?
ক. ঘাতকের থাবা খ. আলোচিত ঢাকা
গ. তরুণ শ্যামল পূর্ব বাংলা ঘ. অবিনাশী বর্ণমালা
উত্তর: খ. আলোচিত ঢাকা।
৫৮. নাগরিক যন্ত্রণার কথা প্রতিফলিত হয়েছে কার কবিতায়?
ক. আহসান হাবীব খ. দিলওয়ার
গ. সৈয়দ শামসুল হক ঘ. শামসুর রহমান
উত্তর: ঘ. শামসুর রহমান।
৫৯. একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। উল্লিখিত চেতনার প্রকৃতি
ক. সংগ্রামী খ. জাগ্রত
গ. বিদ্রোহী ঘ. প্রতিবাদী
উত্তর: ক. সংগ্রামী।
৬০. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কৃষ্ণচূড়া কিসের প্রতীক?
ক. সংগ্রামের খ. রক্তের
গ. বেদনার ঘ. স্বপ্নের
উত্তর: খ. রক্তের।
৬১. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কবি কমলবন শব্দটি কি বোঝাতে ব্যবহার করেছেন?
ক. পদ্মবন খ. কল্যাণ
গ. জীবন ঘ. মহিমা
উত্তর: খ. কল্যাণ।
৬২. ঊনসত্তরের গণঅভ্যুত্থান কিসের চেতনা কাজ করছে?
ক. লাহোর প্রস্তাবের চেতনা খ. একুশের চেতনা
গ. স্বাধীনতার চেতনা ঘ. স্বৈরাচারবিরোধী চেতনা
উত্তর: খ. একুশের চেতনা।
৬৩. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় হৃদয়ের হরিৎ উপত্যকা দ্বারা কি বোঝানো হয়েছে?
ক. রাজপথকে খ. পূর্ববাংলাকে
গ. বদ্যভূমিকে ঘ. হৃদয়ের উপত্যকাকে
উত্তর: খ. পূর্ববাংলাকে।
৬৪. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটি কোন ধরনের কবিতা?
ক. রাজনৈতিক খ. রোমাঞ্চকর
গ. ইতিহাসনির্ভর ঘ. কাহিনিনির্ভর
উত্তর: ক. রাজনৈতিক।
৬৫. কৃষ্ণচূড়া স্মৃতিগন্ধে ভরপুরের কারণ
ক. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ খ. স্বাধীনতা যুদ্ধের শহিদগণ
গ. ১৯৬৯ সালের গণ-আন্দোলন ঘ. ১৯৫২ সালের ভাষা আন্দোলন
উত্তর: ঘ. ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
৬৬. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটি কোন কারণে সার্থক?
ক. রক্তের কারণে খ. ছন্দের কারণে
গ. চেতনার জন্য ঘ. বর্ণনার জন্য
উত্তর: গ. চেতনার জন্য।
৬৭. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে?
ক. বিধ্বস্ত নীলামা খ. নিজ বাসভূমে
গ. বন্দি শিবির থেকে ঘ. ফিরিয়ে নাও ঘাতক কাঁটা
উত্তর: ক. নিজ বাসভূমে।
৬৮. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় শহরের পথে পথে কৃষ্ণচূড়া ফুটেছে
ক. নিবিড় হয়ে খ. ঝাঁকে ঝাঁকে
গ. খোকা খোকা ঘ. থরে থরে
উত্তর: ঘ. থরে থরে।
৬৯. দেশেপ্রেমের পরিচয় রয়েছে কোন কবিতায়?
ক. সাম্যবাদী খ. তাহারেই পড়ে মনে
গ. ফেব্রুয়ারি ১৯৬৯ ঘ. ঐক্যতান
উত্তর: গ. ফেব্রুয়ারি ১৯৬৯।
৭০. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় উল্লেখকৃত সালামের মুখ আজ
ক. বিমর্ষ খ. আলোকিত ঢাকা
গ. আনন্দিত ঘ. তরুণ শ্যামল পূর্ববাংলা
উত্তর: ঘ. তরুণ শ্যামল পূর্ববাংলা।
নিচের উদ্দীপকটি পড়ে ৭১ ও ৭২ নং প্রশ্নের উত্তর দাও:
১৯৭১ সালে মাতৃভূমির মুক্তির জন্য অকাতরে জীবন বিসর্জন দেন মতিউর রহমান, মোস্তফা কামাল, মহিউদ্দীন জাহাঙ্গীরসহ লক্ষ লক্ষ মানুষ। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ।
৭১. উদ্দীপকের ত্যাগী মানুষের প্রতিচ্ছবি ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় যাদের নির্দেশ করে তারা হলেন?
i. সালাম
ii. বরকত
iii. দুঃখিনী মাতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii ।
৭২. ওই ব্যক্তিদের আত্মত্যাগের মূলমন্ত্র কি?
ক. আদর্শ খ. দেশপ্রেম
গ. বিদ্রোহ ঘ. স্বাধিকার
উত্তর: খ. দেশপ্রেম।
৭৩. শামসুর রহমানের জন্ম কত সালে?
ক. ১৯২৭ সালে খ. ১৯২৯ সালে
গ. ১৯৩১ সালে ঘ. ১৯৩৭ সালে
উত্তর: খ. ১৯২৯ সালে।
৭৪. কবি শামসুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন?
ক. পলাশতলী খ. পাহাড়তলি
গ. পাড়াতলি ঘ. টিকাটুলী
উত্তর: গ. পাড়াতলি।
৭৫. এলাটিং বেলাটিং গ্রন্থের লেখক কে?
ক. হাসান হাফিজুর রহমান খ. আহসান হাবীব
গ. শামসুর রহমান ঘ. আল মাহমুদ
উত্তর: গ. শামসুর রহমান।
৭৬. একুশের কৃষ্ণচূড়াকে কবি কোন রঙের সঙ্গে মেলাতে চান?
ক. জীবনের রং খ. ভালোবাসার রং
গ. চেতনার রং ঘ. বিজয়ের রং
উত্তর: গ. চেতনার রং।
৭৭. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় মানবিক বাগান বলতে বোঝায়
ক. পদ্ম বাগান খ. মানবীয় জগৎ
গ. ফুলের বাগান ঘ. স্বপ্নের জগৎ
উত্তর: খ. মানবীয় জগৎ।
৭৮. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় উল্লেখকৃত কার চোখকে আলোচিত ঢাকার সঙ্গে তুলনা করা হয়েছে?
ক. জব্বারের খ. রফিকের
গ. বরকতের ঘ. সালামের
উত্তর: ঘ. সালামের।
৭৯. মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ চরণটি দ্বারা কবি কি বুঝিয়েছেন?
ক. মানুষের তৈরি বাগানের কারণে কমল বন নষ্ট হচ্ছে খ. মূল্যবোধের অবক্ষয়
গ. বাগান ধ্বংস হওয়া ঘ. শত্রুর হিংস্র হামলা
উত্তর: ঘ. শত্রুর হিংস্র হামলা।
৮০. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কখন অন্য রং মনে সন্ত্রাস আনে?
ক. সকালে খ. বিকালে
গ. রাতে ঘ. সকাল-সন্ধ্যায়
উত্তর: ঘ.সকাল-সন্ধ্যায়।
৮১. দৈনিক বাংলা পত্রিকার পূর্ব নাম কি ছিল?
ক. আমার বাংলা খ. দৈনিক আজাদ
গ. দৈনিক পাকিস্তান ঘ. পাকিস্তান অবজারভার
উত্তর: দৈনিক পাকিস্তান।
৮২. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কবির কোন ভাব প্রকাশ পেয়েছে?
ক. পরার্থবাদ খ. মঙ্গলকামনা
গ. স্মৃতিকাতরতা ঘ. দেশপ্রেম
উত্তর: ঘ. দেশপ্রেম।
৮৩. সারা দেশে যাদের অশুভ আস্তানা
ক. দালালের খ. শোষকের
গ. পুলিশের ঘ. ঘাতকের
উত্তর: ঘ. ঘাতকের।
৮৪. ফেব্রুয়ারি ১৯৬৯ কোন ঘটনার পটভূমিতে রচিত?
ক. ভাষা আন্দোলন খ. ৬৯ এর গণ-আন্দোলন
গ. ৭০ এর নির্বাচন ঘ. ছয় দফা দাবি
উত্তর: খ. ৬৯ এর গণ-আন্দোলন।
৮৫. কবি শামসুর রহমান কোন পত্রিকার সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন?
ক. মর্নিং এজ খ. মর্নিং নিউজ
গ. দৈনিক সংবাদ ঘ. দৈনিক বাংলা
উত্তর; খ. মর্নিং নিউজ।
৮৬. ফেব্রুয়ারি ১৯৬৯ এর কোন ঘটনাটি কবিকে কবিতাটি লিখতে অনুপ্রাণিত করেছে?
ক. অত্যাচারী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে গণ-আন্দোলন খ. একটি হত্যাকাণ্ড
গ. বঙ্গবন্ধুর ভাষণ ঘ. একুশের প্রভাতফেরি ও মিছিল
উত্তর: ক. অত্যাচারি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে গণ-আন্দোলন।
৮৭. কোনটি শামসুর রহমানের কাব্যগ্রন্থ নয়?
ক. বিধ্বস্ত নীলিমা খ. দু হাতে দুই আদিম পাথর
গ. বন্দি শিবির থেকে ঘ. ফিরিয়ে নাও ঘাতক কাঁটা
উত্তর: খ. দু হাতে দুই আদিম পাথর।
৮৮. কৃষ্ণচূড়া রং কিসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে
ক. একুশের চেতনা খ. স্বাধীনতার চেতনা
গ. ঊনসত্তরের গণঅভ্যুত্থানের চেতনা ঘ.ছয় দফার চেতনা
উত্তর: ক. একুশের চেতনা।
৮৯. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কোন কোন ভাষা-শহিদদের কথা বলা হয়েছে?
ক. সালাম, বরকত খ. সালাম, জব্বার
গ. বরকত, শফিউর ঘ. জব্বার, শফিউর
উত্তর: ক. সালাম, বরকত।
৯০. ফেব্রুয়ারি ১৯৬৯ এটি কিসের কবিতা?
i. সংগ্রামী চেতনার
ii. দেশপ্রেমের
iii. গণজাগরণের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৯১. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় ফুটে উঠেছে
i. গণমানুষের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
ii. জনতার মিছিল
iii. নব আঙ্গিকে একুশে চেতনাধারণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৯২. ঘাতকের অশুভ আস্তানায় মানুষের অবস্থা কেমন ছিল?
i. কেউ মরা
ii. কেউ আধমরা
iii. কেউ জেদ বিপ্লবে ফেটে পড়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৯৩. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় নামের আড়ালে লুকিয়ে আছে
i. বায়ান্নর ২১ ফেব্রুয়ারি আন্দোলন
ii. একাত্তরের স্বাধীনতার আন্দোলন
iii. ঊনসত্তরের গণঅভ্যুত্থানের জোয়ার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।
৯৪. মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য উক্তিটির বিপরীত আদর্শ ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার কোন উক্তিতে প্রকাশিত হয়েছে?
i. চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনথ
ii. সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে পড়ে অবিনাশী বর্ণমালা
iii. এ রঙের বিপরীতে আছে অন্য রং
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।
৯৫. উনশশো উনসত্তরে
i. আবার সালাম নামে রাজপথে
ii. বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে
iii. রকিক উড়ায় বিজয় পতাকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।
৯৬. ধন্য তারা ধন্য অস্ত্র হাতে যুদ্ধ করে মাতৃভূমির জন্য। উদ্দীপকের ধন্য তারাই ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় যাদের কথা স্মরণ করিয়ে দেয়
i. সালাম
ii. বরকত
iii সাধারণ জনতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
৯৭. মানবিক বাগান যার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে
i. ন্যায়ে
ii. কল্যাণের
iii. অশুভ শক্তির
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।
৯৮. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার নামের আড়ারে লুকিয়ে আছে
i. বায়ান্নর ২১ ফেব্রুয়ারির আন্দোলন
ii. একাত্তরের স্বাধীনতা আন্দোলন
iii. ঊনসত্তরের গণঅভ্যুত্থানের জোয়ার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।
৯৯. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার কোন চরণের মমার্থ সাদৃশ্যপূর্ণ
i. গণমাধ্যমের ক্ষুব্ধ প্রকিক্রিয়া
ii. জনতার মিছিল
iii. নব আঙ্গিকে একুশে চেতনাধারণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
আরো পড়ুন: সিরাজউদ্দৌলা নাটকের MCQ
১০০. একুশ আমাদের জাতীয় পরিচিতির প্রতীক এবং আত্মঅম্বেষণের পথ এ সত্যের প্রতিফলন ঘটেছে কোন রচনায়?
i. রেইনকোট
ii. ফেব্রুয়ারি ১৯৬৯
iii. বায়ান্নর দিনগুলো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii।
জ্ঞানমূলক প্রশ্নোত্তর
- ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটি কে লিখেছেন?
- উত্তর: শামসুর রহমান।
- কবির চতুর্দিকে কি তছনছ হচ্ছে?
- উত্তর: মানবিক বাগান।
- ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কোন বনের উল্লেখ আছে?
- উত্তর: কমলবন
- হেঁটে যেতে যেতে কৃষ্ণচূড়াগুলোকে কবির কি মনে হয়?
- উত্তর: শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ।
- কবির ভালো না লাগা রঙে কি ছেয়ে গেছে?
- উত্তর: পথ-ঘাট, সারাদেশ।
- ঘাতকের আস্তানায় ভূলুণ্ঠিতরা কেমন অবস্থায় আছে?
- উত্তর: মরা, আধমরা অবস্থায় আছে।
- সালাম আবার কখন রাজপথে নামে?
- উত্তর: সালাম আবার ১৯৬৯ রাজপথে নামে।
- সালামের চোখে আজ ঢাকা কেমন?
- উত্তর: সালামের চোখে আজ ঢাকা আলোচিত।
- সালামকে কারা দেখলো?
- উত্তর: জনসাধারণ দেখল।
- কার রক্তে বাস্তবের বিশাল চত্বরে ফুল ফোটে?
- উত্তর: বীরের রক্তে।
- কবিতায় কার অশ্রুজলের কথা বলা হয়েছে?
- উত্তর: দুঃখিনী মাতার অশ্রুজলের কথা বলা হয়েছে।
- বাস্তবের বিশাল চত্বরে কি ফুটে?
- উত্তর: বাস্তবের বিশাল চত্বরে ফুল ফুটে।
- হৃদয়ের উপত্যকাটির রং কেমন?
- উত্তর: হরিৎ।
- আমরা ক্ষণে ক্ষণে কি ইই?
- উত্তর: শিহরিত হই।
- কবিতায় রৌদ্র কিসের প্রতীক?
- উত্তর: আনন্দের প্রতীক।
- শহরের পথে নিবড়ি হয়ে কী ফুটেছে?
- উত্তর: কৃষ্ণচূড়ার ফুল ফুটেছে।
- শামসুর রহমানের প্রথম কবিতা প্রকাশ পায় কোন পত্রিকায়?
- উত্তর: সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায়।
- কবি কার মুখকে তরুণ-শ্যামল পূর্ব বাংলার সঙ্গে তুলনা করেছেন?
- উত্তর: কবি সালামের মুখকে তরুণ-শ্যামল পূর্ব বাংলার সঙ্গে তুলনা করেছেন।
- ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় একুশ কি?
- উত্তর: একুশ আমাদের চেতনার রং।
- ঘাতকের আস্তানায় ভূলণ্ঠিত কারা?
- উত্তর: কবি ও কবির মতো বহু লোক ঘাতকের আস্তানায় ভূলুণ্ঠিত।
- ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে?
- উত্তর: বরকত।
- কার হাত থেকে অবিনাশী বর্ণমালা ঝরে পড়ে?
- উত্তর: ভাষাশহিদ সালামের হাত থেকে।
ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কবি বর্ণমালাকে অবিনাশি বলেছেন কেন?
মাতৃভাষা বাঙালি জাতিকে জাতীয় চেতনার উজ্জীবিত করে বারবার স্বাধিকার আন্দোলনের প্রেরণা জুগিয়েছে বলে ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কবি বর্ণমালাকে অবিনাশী বলেছেন। মা, মাতৃভাষা, মাতৃভূমিকে বাঙালি জাতি প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। তাই তো মাতৃভাষাকে সম্মানের সঙ্গে বাঁচিয়ে রাখতে ১৯৫২ সালে ভাষা আন্দোলনে বীর বাঙালি জীবনোৎসর্গ করে। তারই চেতনায় উদ্বুদ্ধ হয়ে ১৯৬৯ এ ব্যাপক গণঅভ্যুত্থান সংঘটিত হয়। গ্রাম ও শহরের সব শ্রেণি-পেশার মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করে আত্মহুতি দেয়। তাঁদের এই আত্মত্যাগকে মাতৃভাষার চেতনায় ঋদ্ধ করতে কবি বর্ণমালাকে অবিনাশী বলেছেন।
বুঝি তাই ১৯৬৯ বলতে কি বুঝানো হয়েছে?
বুঝি তাই ১৯৬৯ বলতে কবি বুঝিয়েছেন ৫২ এর ভাষা আন্দোলনে বাঙালির যে প্রতিবাদী ও সংগ্রামী চেতনার উদ্বোধন পরিলক্ষিত হয়েছিলো সেই একই চেতনা ১৯৬৯-রেও বাঙালির জীবনে সাড়া জাগিয়েছিল। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য স্বৈরাচারী পাকিস্তানি সরকারের বিরুদ্ধে এদেশের ছাত্র-জনতা সংগ্রাম করেছিল। এ আন্দোলনের ক্রমধারায় ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন ১৯৬৯ ব্যাপক গণঅভ্যেুত্থানে রূপ নেয়। শহর ও গ্রামের সব শ্রেণি-পেশার মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করে। আলোচ্য চরণে কবি ভাষা আন্দোলনের চেতনাকে হৃদয়ে ধারণ করে ১৯৬৯ বীর জনতার আন্দোলনকে ভাষা শহিদদের প্রতীকে তাৎপর্যময় করে তুলেছে।
চতুর্দিকে মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ-কেন?
চতুর্দিকে মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ বলতে কবি ঘাতকের অশুভ ছোবলে মানবিকত, সুন্দর ও কল্যাণের জগৎ তছনছ হওয়াকে বুঝিয়েছেন। জীবনের প্রাত্যাহিকতায় নানা রকম কল্যাণকর ঘটনার পাশাপাশি অপ্রীতিকর বা অশুভ পরিস্থিতির মুখোমুখিও হতে হয়। আলোচ্য চরণে কবি বাঙালির সহজ-সরল জীবনে স্বৈরাচারী শাসকগোষ্ঠীর শোষণ, নির্যাতন, নিপীড়নে যে বিরুপ প্রভাব ফেলে সেই চিত্র ফুটিয়ে তুলতে চেয়েছেন। ১৯৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা অসন্তোষ ১৯৬৯-এ ব্যাপক গণঅভ্যুত্থানে রুপ নেয়। জাতিগত শোষণ ও নিপীড়নে দেশ ও জনগণের জীবনযাত্রার বিধ্বস্ত রুপটি উক্ত চরণে প্রকাশিত হয়েছে।
কবি জীবনকে কীভাবে প্রকৃতির সঙ্গে সম্পর্কিত করেছেন?
কবি জীবনকে প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গের প্রভাবের সঙ্গে সম্পর্কিত করেছেন। জীবনের প্রাত্যাহিকতায় প্রকৃতির অবদান ও প্রভাব অনস্বীকার্য। আলোচ্য কবিতায় কবি বাঙালির জাতীয় জীবনে প্রকৃতির প্রভাব বর্ণনা করেছেন ভাষাশহিদদের চেতনার রঙে মিলিয়ে। এখানে ফাগুন প্রকৃতি নিরবচ্ছিন্নভাবে বাঙালি জাতির চেতনায় গেঁথে আছে। বীর বাঙালি বুকের রক্তের লাল রং নিয়ে যেন ফাগুনের কৃষ্ণচূড়া রক্তবর্ণ ধারণ করেছে। এই রং এখন আমাদের চেতনার রং। ভাষা শহিদ সালামের মুখ যেন তরুণ শ্যামল পূর্ব বাংলা। কবি আলোচ্য কবিতায় জীবনকে এভাবেই প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গের প্রভাবের সঙ্গে সম্পর্কিত করেছেন।
সেই ভুল আমাদেরই প্রাণ কথাটি দিয়ে কবি কি বুঝিয়েছেন?
সেই ফুল আমাদেরই প্রাণ কথাটি দিয়ে কবি ভাষা শহীদদের আত্মত্যাগের দুখিনী মায়ের চোখের জলে যে ফুল ফুটেছিল তা বুঝিয়েছেন। কবির মনে হয় যেন ভাষা শহীদদের রক্তের বুদ্বুদ কৃষ্ণচূড়া ফুল হয়ে ফোটে শহরের পথে পথে। তাই একুশের কৃষ্ণচূড়াকে কবি বাঙালি জাতির চেতনার রঙের সঙ্গে মিশিয়ে নিতে চান। ভাষার জন্য যারা রক্ত দিয়েছেন সেই বীরের রক্তে, শহীদ জননীর চোখের জলে যে চেতনা দীপ্ত ফুল ফোটে সেটিই আমাদের প্রাণস্বরূপ। সেই চেতনায়ই আজ আমরা স্বাধীন জাতি। এমন ভাব বোঝাতেই কবি উক্ত কথাটি ব্যবহার করেছেন।
সালামের চোখে আজ আলোচিত ঢাকা- চরণটি দিয়ে কবি কি বুঝিয়েছেন?
সালামের চোখে আজ আলোচিত ঢাকা বলতে খুবই ভাষা শহীদদের চেতনা দীপ্ত বাঙালি জাতির অবিনাশী দৃষ্টিভঙ্গিকে বুঝেছেন। ভাষা শহীদরা বাঙালি জাতির গর্ব। তাদের সেই অবিনাশী সংগ্রামী চেতনায় উজ্জীবিত হয়ে এ জাতি দুর্গম সংগ্রামী পথ পাড়ি দিয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছিয়েছেন। ১৯৫২ সালে ঢাকার রাজপথে মাতৃভাষার সম্মান রক্ষার্থে পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দিয়ে সালাম বুকের রক্তে রাজপথ রঞ্জিত করেছিলেন। সেই দৃষ্টিভঙ্গি জাতির মানস-চোখে গ্রথিত হয়ে সমকালীন বাস্তবতা মোকাবেলা করার প্রত্যেয় ও সাহস জুগিয়েছে। প্রশ্নোক্ত চরণে কবি এমন ভাবই বুঝিয়েছেন।
বরকত কেন ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে?
বাংলা ভাষার মর্যাদা এবং বাঙালির জাতীয়তা রক্ষায় বরকত ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে। বাঙালি জাতি সংগ্রামী চেতনা সারা বিশ্বকে তাক লাগিয়ে দেয়। বাঙালি জাতির মাতৃভাষার সম্মান রক্ষায় জীবন উৎসর্গ করার মতো চেতনা ও সাহস একমাত্র এ জাতিই দেখিয়েছে, যা বিশ্বের দরবারে এ জাতি কে অনন্য মর্যাদায় উন্নীত করেছে। ১৯৫২ সালে ভাষার জন্য সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে জীবন উৎসর্গ করেন। সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে ১৯৬৯ এ দেশের জনগণ স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে গণ আন্দোলন সংঘটিত করে। আবারও ভাষা শহীদ বরকতের মত ঘাতকের বুলেটের সামনে বুক পেতে দেয়।
এ-রঙের বিপরীত আছে অন্য রং বলতে কি বুঝানো হয়েছে?
এ-রঙের বিপরীতে আছে অন্য রং বলতে পাকিস্তানি শাসকদের হীন শাসনকে বুঝানো হয়েছে। বর্তমান বাংলাদেশ ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই বাঙালিরা নানাভাবে শাসিত-শোষিত হতে থাকে। পাকিস্তানি শাসকরা জোরপূর্বক বাঙালির মাতৃভাষার ওপর আঘাত হানে। বাঙালিরা এ অন্যায়ের প্রতিবাদ করেছে। ফলে তারা বাঙালিদের ওপর অমানবিক অত্যাচার চালিয়েছে।
যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে বলকে কি বুঝায়?
যে-রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে বলতে কবির চেতনায় একুশের যে অনুপ্রেরণা কাজ করে, সেটার বিপরীত চেতনাকে বুঝিয়েছেন। কবির কাছে সেই বিপরীত রং বিশ্বাসঘাতক, নীচ ও হীন কর্মকাণ্ডে জড়িতদের প্রতীক। কবির কাছে অশুভ চেতনার রং মোটেই ভালো লাগে না। কারণ সে রং সমাজে অস্থিরতা বাড়ায়, মানুষের অধিকার ক্ষুণ্ণ করে, মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়। কবি তাঁর চারপাশে তাকিয়ে দেখেন-সেই অশুভ শক্তির দাপটেই সবকিছু চলছে। তিনি ঐসব অশুভ শক্তিকে মনে প্রাণে ঘৃণা করেন।
আবার সালাম নামে রাজপথে, শূন্যে তোলে ফ্ল্যাগ
আবার সালাম নামে রাজপথে, শূন্যে তোলে ফ্ল্যাগ-চরণটিতে কবি মাতৃভূমিকে ভালোবেসে যেভাবে সালাম ভাষার দাবিতে রাজপথে নেমেছিল সেই একই চেতনা ধারণ করে বাংলার ছাত্ররা মুক্তির দাবিতে আন্দোলন করছে এ বিষয়টি বুঝিয়েছেন। ১৯৫২ সালে ভাষার দাবিতে সালামের মতো বাংলার অনেক মানুষ আন্দোলন করেছে, মিছিল করেছে। এ সংগ্রামী, দেশপ্রেমিক চেতনা ধারণ করেই বাংলার ছাত্র-জনতা স্বৈরাচারী শাসকের পতনের দাবিতে আন্দোলন করেছে। সালামের মতোই মৃত্যেুভয় তুচ্ছ করে তারা পথে নেমেছে। এ বিষয়টিই আলোচ্য পঙক্তিতে ফুটে উঠেছে।
সারাদেশে ঘাতকের অশুভ আস্তানা-কেন এ কথা বলা হয়েছে?
সারাদেশে ঘাতকের অশুভ আস্তানা বলতে দেশজুড়ে ধ্বংসযজ্ঞ চালানোর হোতা নীতিহীন মানুষকে বোঝানো হয়েছে। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। এক শ্রেণির অসৎ, দুর্বৃত্ত মানুষ কিন্তু সেই শান্তি নষ্ট করতে চায়। তারা দেশজুড়ে খুন, গুম, হত্যা ইত্যাদি পরিচালনা করে। ভালোবাসার রং ভুলে তারা সোনার বাংলাকে কালো সন্ত্রাসে ভরিয়ে দিতে চায়।
একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং-ব্যাখ্যা কর।
বাঙালি জাতি যুগে যুগে বহু বিভাষী এবং বিজাতি দ্বারা শোষিত-শাসিত হয়েছে। অবহেলা, বঞ্চনার শিকার হয়েছে। এ সবের প্রতিবাদ করছে। কিন্তু মায়ের ভাষার ওপর আঘাত তারা সহ্য করেনি। প্রতিবাদে ফেটে পড়েছে। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি এ দেশের মানুষ মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে রাজপথে মিছিল করেছে।
আরো পড়ুন: মাসি-পিসি গল্পের MCQ
১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করার অপরাধে পুলিশ তাতে নির্বিচারে গুলি চালিয়েছে। ফলে এদেশের মানুষের বুকের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। সেই রক্তাক্ত পথ ধরেই এসেছে বাঙালির পরবর্তী আন্দোলন-সংগ্রামের সফলতা। এভাবে একুশ বাঙালির রং হয়ে উঠেছে; হয়েছে প্রেরণার উৎস।
আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে-ব্যাখ্যা কর।
ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটিতে কবির হৃদয়ে যে একুশের চেতনা বিরাজমান তা প্রকাশ পেয়েছে। কবি প্রতিনিয়তই একুশের সংগ্রামী চেতনা অনুভব করেন। একবার চলে গিয়ে আবার ফিরে আসে একুশ। আবার কৃষ্ণচূড়ার ডাল রক্তের মতো লাল হয়ে ওঠে ফুলে ফুলে। কবির মনে হয় যেন ভাষা শহিদদের আত্মত্যাগের স্মৃতি চির অম্লান। একাকী শহরের পথে হাঁটার সময় কবির মনে হয় কৃষ্ণচূড়া শহিদদের রক্তের প্রতীক হয়ে তাঁদের মহিমা ছড়াচ্ছে।
উপসংহার
প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার (MCQ) সহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েছেন এবং উপকৃত হতে পেরেছেন। এ রকম আরো তথ্যমূলক পোস্ট পড়তে আমাদের সাথেই থাকুন। আমরা সবসময় পাঠকের চাহিদা অনুযায়ী পোস্ট পাবলিশ করে থাকি। এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url