তাহারেই পড়ে মনে কবিতার (MCQ) বিস্তারিত জেনে নিন

প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে তাহারেই পড়ে মনে কবিতার (MCQ) গুলো বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে তাহারেই পড়ে মনে কবিতার (MCQ) গুলো বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
তাহারেই পড়ে মনে কবিতার (MCQ) বিস্তারিত জেনে নিন
তাহারেই পড়ে মনে কবিতাটি ১৯৩৫ খ্রিষ্টাব্দে মাসিক মোহাম্মাদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এ কবিতায় প্রকৃতি ও মানবমনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানবমনের অফুরন্ত আনন্দের উৎস। বসন্ত-প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে কবিমনে আনন্দের শিহরণ জাগাবে এবং তিনি তাকে ভাবে ছন্দে সুরে ফুটিয়ে তুলবেন সেটাই প্রত্যাশিত। কিন্তু কবিমন যদি কোনো কারণে শোকাচ্ছন্ন কিংবা বেদন-ভারাতুর থাকে তবে বসন্ত তার সমস্ত সৌন্দর্য সত্বেও কবির অন্তরকে স্পর্শ করতে পারবে না। এ কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। 

তাঁর সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে (১৯৩২) কবির জীবনে প্রচণ্ড শূণ্যতা নেমে আসে। তাঁর ব্যক্তিজীবন ও কাব্যসাধনার ক্ষেত্রে নেমে আসে এক দুঃসহ বিষণ্ণতা। কবিমন আচ্ছন্ন হয়ে যায় রিক্ততার হাহাকারে। তাহারেই পড়ে মনে কবিতাকে আচ্ছন্ন করে আছে এই বিষাদময় রিক্ততার সুর। তাই বসন্ত এলেও উদাসীন কবির অন্তরে জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা। কবিতাটির আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে, এর নাটকীয়তা। গঠনরীতির দিক থেকে এটি সংলাপনির্ভর রচনা। কবিতার আবেগময় ভাববস্তুর বেদনাঘন বিষণ্ণতার সুর ও সুললিত ছন্দ এতই মাধুর্যমতি যে তা সহজেই পাঠকের অন্তর ছুঁয়ে যায়।

তাহারেই পড়ে মনে কবিতার (MCQ)

১. উত্তরী শব্দের অর্থ কি?
ক. চাদর খ. কুয়াশা
গ. সমীর ঘ. উত্তর দিক
উত্তর: ক. চাদর।

২. কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি-চরণটিতে গ্নিগ্ধ আঁখি বলতে বোঝায়?
ক. মায়াবী দৃষ্টি খ. কোমন নেত্র
গ. অশ্রুসজল নয়ন ঘ. উৎসুক চাহনি
উত্তর: ক. মায়াবী দৃষ্টি।

৩. বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবির নাম কি?
ক. রোকেয়া সাকাওয়াত হোসেন খ. সুফিয়া কামাল
গ. সেলিনা হোসেন ঘ. নীলিমা ইব্রাহিম
উত্তর: খ. সুফিয়া কামাল।

৪. সুফিয়া কামালের যখন জন্ম হয় তখন মুসলমান নারীরা কিভাবে দিন কাটাত?
ক. আলসেমি করে খ. হেসেখেলে
গ. গৃহবন্দি অবস্থায় ঘ. স্বাধীনভাবে
উত্তর: গ. গৃহবন্দি অবস্থায়।

৫. সাঁঝের মায়া কাব্যগ্রন্থটি কার লেখা?
ক. সুফিয়া কামালের খ. বেগম রোকেয়ার
গ. কামিনী রায়ের ঘ. স্বর্ণকুমারী দেবীর
উত্তর: ক. সুফিয়া কামালের।

৬. মায়া কাজল কোন জাতীয় রচনা?
ক. নাটক খ. উপন্যাস
গ. কাব্য ঘ. ছোটগল্প
উত্তর: গ. কাব্য।

৭. সুফিয়া কামাল কি হিসেবে ভূষিত হয়েছেন?
ক. জননী সম্ভাষণে খ. পদ্মভূষণে
গ. মহিয়সী ঘ. আলো হাতে নারী
উত্তর: ক.জননী সম্ভাষণে।

৮. উদাত্ত পৃথিবী কাব্যগ্রন্থটি কার রচনা?
ক. বেগম রোকেয়ার খ. সুফিয়া কামালের
গ. জাহানারা ইমামের ঘ. কামিনী রায়ের
উত্তর: খ. সুফিয়া কামালের।

৯. ইতল বিতল সুফিয়া কামালের কি জাতীয় রচনা?
ক. স্মৃতিকথা খ. ভ্রমণকাহিনী
গ. শিশুতোষ ঘ. কল্পকাহিনী
উত্তর: গ. শিশুতোষ।

১০. কবি সুফিয়া কামাল কবে জন্মগ্রহণ করেন?
ক. ১৯১১ খ্রিষ্টাব্দে খ. ১৯১২ খ্রিষ্টাব্দে
গ. ১৯১৩ খ্রিষ্টাব্দে ঘ. ১৯১৪ খ্রিষ্টাব্দে
উত্তর: ক. ১৯১১ খ্রিষ্টাব্দে।

১১. কবি সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন?
ক. কুমিল্লায় খ. পাবনায়
গ. বরিশাল ঘ. নোয়াখালি
উত্তর: গ. বরিশাল।

১২. কবি সুফিয়া কামাল কবে মৃত্যেুবরণ করেন?
ক. ১৯৯৯ খ্রিষ্টাব্দে খ. ১৯৯০ খ্রিষ্টাব্দে
গ. ১৯৯৫ খ্রিষ্টাব্দে ঘ. ১৯৯৪ খ্রিষ্টাব্দে
উত্তর: ক. ১৯৯৯ খ্রিষ্টাব্দে।

১৩. কবি সুফিয়া কামাল কোথায় মৃত্যেুবরণ করেন?
ক. কুমিল্লায় খ. পাবনায়
গ. ঢাকায় ঘ. বরিশালে
উত্তর: গ. ঢাকায়।

১৪. তাহারেই পড়ে মনে কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?
ক. কবির স্বামী খ. কবিভক্ত
গ. রাজন ঘ. মাঘের সন্নাসী
উত্তর: খ. কবিভক্ত।

১৫. তাহারেই পড়ে মনে কবিতায় কবি কোন ফুল ফোটার কথা জানতে চেয়েছেন?
ক. বাতাবি লেবুর ফুল খ. শাপলা ফুল
গ. কদম ফুল ঘ. বেলী ফুল
উত্তর: ক. বাতাবি লেবুর ফুল।

১৬. এমন উম্মনা তুুমি?-এটি কার উক্তি?
ক. কবির খ. কবিভক্তের
গ. কবির স্বামীর ঘ. কবির ছেলের
উত্তর: খ. কবিভক্তের।

১৭. তাহারেই পড়ে কবিতায় কবি কোন গান বাজার কথা জানতে চেয়েছেন?
ক. উদ্বোধনী গান খ. আগমনী গান
গ. দলীয় গান ঘ. জারি গান
উত্তর: খ. আগমনী গান।

১৮. বেজেছে কি আগমনী গান? উক্তিটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক. কবির কৌতূহল খ. কবির চিন্তা চাঞ্চল্য
গ. কবির উদাসীনতা ঘ. কবির অধ্যাবসায়
উত্তর: গ. কবির উদাসীনতা।

১৯. তাহারেই পড়ে মনে কবিতায় কিসের বুকে গন্ধ নেই?
ক. মালতির খ. মাধবীর
গ. রজনীগন্ধার ঘ. চাঁপার
উত্তর: খ. মাধবীর।

২০. কবিভক্ত কবিকে কি বলে সম্বোধন করেছেন?
ক. হে কবি খ. শ্রদ্ধেয় কবি
গ. হে বিরহিণী ঘ. হে মহিলা কবি
উত্তর: ক. হে কবি।

২১. কোথায় বসন্তের আবির্ভাব ঘটেছে?
ক. পৃথিবীতে খ. কবিমনে
গ. কবিভক্তের মনে ঘ. ফুলের রাজ্যে
উত্তর: ক. পৃথিবীতে।

২২. অলখ শব্দটি তাহারেই পড়ে মনে কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. অলক্ষ খ. অচেনা
গ. নখ ঘ. আলতা
উত্তর: ক. অলক্ষ।

২৩. কবিভক্ত কবিকে কীভাবে বসন্তকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করেছেন?
ক. প্রবন্ধ রচনা করে খ. উপন্যাস রচনা করে
গ. শোক-কবিতা রচনা করে ঘ. বন্দনাগীতি রচনা করে
উত্তর: ঘ. বন্দনাগীতি রচনা করে।

২৪. এখনো দেখনি তুমি? এখানে নি কী হিসেবে ব্যবহৃত হয়েছে?
ক. ক্রিয়াবিশেষণ খ. না-বাচক ক্রিয়া বিশেষণ
গ. বিষেষণ ঘ. সর্বনমি
উত্তর: খ. না-বাচক ক্রিয়া বিশেষণ।

২৫. কবি কি লক্ষ করেননি?
ক. বর্ষার আগম খ. শরতের আগমন
গ. বসন্তের আগমন ঘ. প্রিয়জনের আগমন
উত্তর: গ. বসন্তের আগমন।


২৬. কবি সুফিয়া কামাল উদ্মনা কেন?
ক. বসন্তের জন্য খ. স্বামীকে হারিয়ে
গ. আনন্দের জন্য ঘ. শীতের জন্য
উত্তর: খ. স্বামীকে হারিয়ে।

২৭. কবিভক্ত কবিকে প্রশ্ন করেছে কেন?
ক. কবি উন্মনা বলে খ. কবি অসুস্থ বলে
গ. কবি ভাবুক বলে ঘ. কবি অভিমানিনী বলে
উত্তর: ক. কবি উন্মনা বলে।

২৮. রচিয়া বলতে কি বোঝানো হয়েছে?
ক. রচনা করে খ. বরণ করে
গ. চয়ন করে ঘ. সংরক্ষণ করে
উত্তর: ক. রচনা করে।

২৯. বসন্তের প্রতি কবি বিমুখ কেন?
ক. কবিমন শোকে মুহ্যমান বলে খ. বসন্ত ভালো লাগে না বলে
গ. শীত চলে যাওয়ার জন্য ঘ. বসন্তে ফুল ফোটেনি বলে
উত্তর: কবিমন শোকে মুহ্যমান বলে।

৩০. পুষ্পারতি শব্দটির মানে কি?
ক. ফল খ. ফুলের বন্দনা
গ. বীজ ঘ. পুষ্পের উদ্যান
উত্তর: খ. ফুলের বন্দনা।

৩১. তাহারেই পড়ে মনে কবিতায় ব্যবহৃত কুহেলি উত্তরী শব্দটি কি অর্থ বহন করে?
ক. মাঘের চাদর খ. উত্তরের কুয়াশা
গ. কুয়াশার চাদর ঘ. মায়ের কুয়াশা
উত্তর: গ. কুয়াশার চাদর।

৩২. কবি সুফিয়া কামাল কাকে মাঘের সন্নাসীরুপে কল্পনা করেছেন?
ক. রাতকে খ. শীতকে
গ. কবিভক্তকে ঘ. শীতের চাঁদকে
উত্তর: খ. শীতকে।

৩৩. প্রকৃতি রিক্ততার রুপ ধারণ করে কোন ঋতুতে?
ক. শীত ঋতুতে খ. বসন্ত ঋতুতে
গ. শরৎ ঋতুতে ঘ. হেমন্ত ঋতুতে
উত্তর: ক. শীত ঋতুতে।

৩৪. তাহারেই পড়ে মনে কবিতায় কে কাকে প্রশ্ন করছে?
ক. কবিভক্ত কবিকে খ. কবি তাঁর বন্ধুকে
গ. কবির স্বামী কবিকে ঘ. কবি তাঁর স্বামীকে
উত্তর: কবিভক্ত কবিকে।

৩৫. কবি সুফিয়া কামালকে সমস্ত সৌন্দর্য স্পর্শ করতে পারে না কেন?
ক. কবি বিরহকাতর বলে খ. কবি ব্যস্ত বলে
গ. কবি নিরাসক্ত বলে ঘ. কবি অসুস্থ বলে
উত্তর: কবি বিরহকাতর বলে।

৩৬. বসন্ত কবি সুফিয়া কামালের মনে কোনো সাড়া জাগাতে পারছে না কেন?
ক. শীতকে ভুলতে পারে নি বলে খ. বসন্তের রুক্ষতার জন্য
গ. কবির বেদনার্ত হৃদয়ের জন্য ঘ. শীত পরম সৌভাগ্য বয়ে এনেছিল বলে
উত্তর: গ. কবির বেদনার্ত হৃদয়ের জন্য।

৩৭. বসন্ত কবির কাছে অর্থহীন কারণ
ক. বসন্তকে কবির ভালো লাগে না তাই খ. বসন্ত একবার এসে আবার চলে যায় বলে
গ. প্রিয়জন কাছে নেই বলে ঘ. বসন্ত কষ্ট বাড়িয়ে দেয় বলে।
উত্তর: গ. প্রিয়জন কাছে নেই বলে।

৩৮. পাথার অর্থ কি?
ক. পৃথিবী খ. দরিয়া
গ. আকাশ ঘ. ধমনি
উত্তর: ক. পৃথিবী।

৩৯. ধরা অর্থ কি?
ক. পৃথিবী খ. দরিয়া
গ. আকাশ ঘ. ধমনি
উত্তর: ক. পৃথিবী।

৪০. তাহারেই পড়ে মনে কবিতাটিতে কোন সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে?
ক. প্রকৃতি ও মানবমনের খ. প্রকৃতি ও পশু-পাখির
গ. প্রকৃতি ও মানুষের জীবন প্রবাহের ঘ. মানুষ ও জীবজন্তুর জীবনযাপনের
উত্তর: ক. প্রকৃতি ও মানবমনের।

৪১. কে কবিকে বসন্তকে বরণ করে নিতে বলেছে?
ক. কবির স্বামী খ. কবির বন্ধুবান্ধব
গ. কবির আত্মীয়স্বজন ঘ. কবিভক্ত
উত্তর: ঘ. কবিভক্ত।

৪২. কবি সুফিয়া কামালের স্বামী সৈয়দ নেহাল হোসেন কবে মৃত্যেুবরণ করেন?
ক. ১৯৩২ খ্রিষ্টাব্দে খ. ১৯৩৪ খ্রিষ্টাব্দে
গ. ১৯৩৬ খ্রিষ্টাব্দে ঘ. ১৯৩৭ খ্রিষ্টাব্দে
উত্তর: ক. ১৯৩২ খ্রিষ্টাব্দে।

৪৩. কবির ব্যক্তিজীবন ও কাব্যসাধনার ক্ষেত্রে এক দুঃসহ বিষণ্ণতা নেমে আসে কেন?
ক. স্বামী বিয়োগ খ. পিতৃবিয়োগ
গ. মাতৃবিয়োগে ঘ. ভ্রাতৃবিয়োগে
উত্তর: ক. স্বামী বিয়োগ।

৪৪. তাহারেই পড়ে মনে কবিতাটি প্রথম প্রকাশিত হয় কত সালে?
ক. ১৯৩৫ সালে খ. ১৯৩২ সালে
গ. ১৯৩৩ সালে ঘ. ১৯৩৪ সালে
উত্তর: ১৯৩৫ সালে।

৪৫. তাহারেই পড়ে মনে কবিতায় কবি কিসের জন্য আকুলতা প্রকাশ করেছেন?
ক. হেমন্তের জন্য খ. মাঘের সন্নাসীর জন্য
গ. বসন্তের জন্য ঘ. গ্রীষ্মের জন্য
উত্তর: খ. মাঘের সন্নাসীর জন্য।

৪৬. তাহারেই পড়ে মনে কবিতায় কে কথা বলে?
ক. কবি খ. কবির কন্যা
গ. কবির স্বামী ঘ. কবি ও কবিভক্ত
উত্তর: ঘ. কবি ও কবিভক্ত।

৪৭. তাহারেই পড়ে মনে কবিতার মূল বিষয় হলো
i. কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনায় ছায়াপাত
ii. বিষাদময় রিক্ততার সুর
iii. বসন্তের সৌন্দর্যে অভিভূত কবিমন

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

৪৮. তাহারেই পড়ে মনে কবিতায় নীরব কেন বলতে বোঝায়
i. কবি উদাসীন হয়ে আছেন কেন
ii. কবি কেন বসন্তকে সম্বোধন করছেন না
iii. কবি কেন কাব্য ও গান রচনায় সক্রিয় হচ্ছেন না

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।

৪৯. তাহারেই পড়ে মনে কবিতার আলোকে বসন্ত কবির কাছে অর্থহীন, কারণ
i. প্রিয়জন কাছে নেই
ii. শীতের করুণ বিদায়
iii. স্বামীর মৃত্যুতে কবিমন দুঃখভারাক্রান্ত

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৫০. তাহারেই পড়ে মনে কবিতায় ব্যবহৃত শব্দগুলোর মধ্যে রয়েছে
i. নীরব
ii. উন্মনা
iii. দিগন্ত

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৫১. প্রকৃতিতে বসন্ত এলেও তাহারেই পড়ে মনে কবিতার কবির মন জুড়ে আছে
i. বসন্তের অপরূপ সৌন্দর্য
ii. শীতের রিক্ততার ছবি
iii. শীতের বিষণ্ণ ছবি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii ।

৫২. তাহারেই পড়ে মনে কবিতার কবি সুফিয়া কামালের জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে
i. কবির স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যেুতে
ii. কবির স্বামীর দুর্ঘটনায় আহত হওয়ায়
iii. কবির সাহিত্যসাধনার সহায়ক ও উৎসাহদাতার মৃত্যেুতে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।

৫৩. তাহারেই পড়ে মনে কবিতার আলোকে শীতের প্রধান বৈশিষ্ট্য হলো
i. শীত প্রকৃতিকে দেয় রিক্ততর রুপ
ii. শীতে গাছের পাতা ঝরে যায়
iii. শীতে গাছ হয় ফুলহীন

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৫৪. প্রকৃতি বসন্তকে বরণ করে নেয়
i. বিচিত্র সাজে সজ্জিত হয়ে
ii. ফুল ও তার সৌরভ উপহার দিয়ে
iii. কুয়াশার চাদর গায়ে দিয়ে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

৫৫. কবি সুফিয়া কামালের জন্মকালে বাঙালি মুসলমান নারীদের ছিল
i. গৃহবদ্ধ জীবন
ii. পর্যাপ্ত শিক্ষার সুযোগ
iii. আরবি পড়ায় সুবিধা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।

৫৬. কবি সুফিয়া কামাল ছিলেন
i. স্বশিক্ষায় শিক্ষিত
ii. নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ
iii. সাহিত্যচর্চায় নিবেদিত

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৫৭. কবি বসন্তের আগমনে সাড়া দিতে পারেননি কারণ
i. শোকাচ্ছন্ন ছিলেন
ii. স্মৃতিকাতর ছিলেন
iii. জরুরি কাজে ব্যস্ত ছিলেন

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

৫৮. উন্মনা শব্দটির সঠিক প্রতিশব্দ হলো
i. আত্মহারা
ii. অনুৎসুক
iii. অন্যমনস্ক

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii।

৫৯. তাহারেই পড়ে মনে কবিতায় ব্যুৎপত্তি নির্দেশক শব্দগুলো হলো
i. দখিনা
ii. কুঁড়ি
iii. আঁখি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৬০. পারিবারিক নানা উত্থান পতনের মধ্যে দিয়ে কে স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন?
ক. বেগম রোকেয়া খ. সুফিয়া কামাল
গ. কাজী নজরুল ইসলাম ঘ. রবীন্দ্রনাথঠাকুর
উত্তর: খ. সুফিয়া কামাল।

৬১. পলাশের নেশা মাখি চলেছি দুজনে, বাসনার রঙ-মিশি শ্যামলে-স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান, বসন্ত এসে গেছে। উপরের উদ্দীপকের সাথে কোন কবিতার মিল রয়েছে?

ক. তাহারেই পড়ে মনে খ. সেই অস্ত্র
গ. লোক-লোকান্তর ঘ. ঐকতান
উত্তর: ক. তাহারেই পড়ে মনে।

৬২. সুফিয়া কামালের স্বামীর নাম কি?
ক. সৈয়দ নেহাল হোসেন খ. সৈয়দ নেহাল
গ. সৈয়দ নেহাল কামাল ঘ. নেহাল কামাল
উত্তর: ক. সৈয়দ নেহাল হোসেন।


৬৩. তাহারেই পড়ে মনে কবিতাটি আচ্ছন্ন হয়ে আছে
ক. কবির ব্যক্তিজীবনের দুঃখ খ. বিষাদময় রিক্ততার সুর
গ. বসন্তের আগমন ও শীতের করুণ বিদায় ঘ.মানব মনে প্রকৃতির প্রভা
উত্তর: ক. বিষাদময় রিক্ততার সুর।

৬৪.তাহারেই পড়ে মনে কবিতায় অলখের পাথার বাহিয়া তরী তার এসেছে কি?-চরণটিতে কবির কোন ভাব ফুটে উঠেছে?
ক. অলসতা খ. নির্বকারতা
গ. উদাসীনতা ঘ. প্রগলভতা
উত্তর: গ. উদাসীনতা।

৬৫. তাহারেই পড়ে মনে কবিতায় কোন বিষয়টি উঠে এসেছে?
ক. মানুষের ব্যক্তিজীবনের দুঃখ কষ্ট খ. মানবমন ও প্রাকৃতির যোগসাদৃশ্য
গ. প্রকৃতির প্রতি মানবমনের বিরুপতা ঘ. কবি মনের ভাবান্তর
উত্তর: খ. মানবমন ও প্রাকৃতির যোগসাদৃশ্য।

৬৬. শনি নাই, রাখিনি সন্ধান-কবি কীসের সন্ধান রাখেনননি?
ক. গ্রীষ্মের খ. বর্ষার
গ. শীতের ঘ. বসন্তের
উত্তর: ঘ. বসন্তের।

৬৭. বাংলাদেশের নারী আন্দোলনের পথিকৃৎ হিসেবে অভিহিত
ক. সেলিনা হোসেন খ. যামিনী রায়
গ. নুরজাহান বেগম ঘ. সুফিয়া কামাল
উত্তর: ঘ. সুফিয়া কামাল।

৬৮. দক্ষিণ দুয়ার শব্দটি দ্বারা কবি কিসের আগমনকে জানিয়ে দিয়েছেন?
ক. দক্ষিণের পথ খ. দক্ষিণের দরজা
গ. বসন্তের দক্ষিণা বাতাস ঘ. বসন্তের বাতাবি নেবু ফুলের ঘ্রাণ
উত্তর: গ. বসন্তের দক্ষিণা বাতাস।

৬৯. তাহারেই পড়ে মনে কবিতার অন্যতম বৈশিষ্ট্য হলো
ক. সনেট খ. গদ্যধর্মিতা
গ. নাটকীয়তা ঘ. গল্পধর্মিতা
উত্তর: গ. নাটকীয়তা।

৭০. নিচের কোনটি পুরষ্কারটি সুফিয়া কামাল পাননি?
ক. বাংলা একাডেমী পুরস্কার খ. একুশে পদক
গ. স্বাধীনতা পদক ঘ. নাসিরউদ্দিন স্বর্ণপদক
উত্তর: গ. স্বাধীনতা পদক।

৭১. বসন্ত-বন্দনা বলতে বোঝানো হয়েছে?
ক. কবিতা লেখা খ. আনন্দ করা
গ. গান লেখা ঘ. আবৃত্তি করা
উত্তর: ক. কবিতা লেখা।

৭২. কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি দক্ষিণ দুয়ার গেছে খুলি? কে স্নিগ্ধ আঁখি তুলে কথা বলল/
ক. কবিভক্ত খ. কবি
গ. কবিপুত্র ঘ. কবির স্বামী
উত্তর: খ. কবি।

৭৩. বসন্তের সৌন্দর্য কবির কাছে অর্থহীন হওয়ার কারণ
ক. প্রিয়জনের মৃত্যেু খ. প্রকৃতির বিষণ্ণতা
গ. শারীরিক অসুস্থতা ঘ. আবেদন সৃষ্টি না করা
উত্তর: ক. প্রিয়জনের মৃত্যেু।

৭৪. সংলাপনির্ভর রচনা
ক. তাহারেই পড়ে মনে খ. বঙ্গভাষা
গ. মায়া কাজল ঘ. সাম্যবাদী
উত্তর: ক. তাহারেই পড়ে মনে।

৭৫. কবি সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়?
ক. নোয়াখালি ক. কুষ্টিয়ায়
গ. কুমিল্লায় ঘ. বরিশালে
উত্তর: গ. কুমিল্লায়।

৭৬. ফুল কি ফোটেনি শাখে? কবি এ জাতীয় প্রশ্ন করেছেন কেন?
ক. উদাসীনতার জন্য খ. আনন্দের জন্য
গ. জানার জন্য ঘ. বন্দনাগীত রচনার জন্য
উত্তর: ক. উদাসীনতার জন্য।

৭৭. তাহারেই পড়ে মনে কবিতায় কি ফোটার কথা জানতে চেয়েছেন?
ক. আমের মুকুল খ. মাধবী ফুল
গ. কদম্ব ফুল ঘ. শেফালী ফুল
উত্তর: ক. আমের মুকুল।

৭৮. কবিভক্ত কবির কাছে কিসের মিনতি করেছেন?
ক. কবিকণ্ঠে বসন্ত-বন্দনা খ. কবিকণ্ঠে মধুর গানের
গ. কবির বসন্ত বিমুখতার ঘ. হেমন্তের নবান্ন
উত্তর: ক. কবিকণ্ঠে বসন্ত-বন্দনা।

৭৯. পুষ্পশূন্য দিগন্তের পথে কে চলে গেছে?
ক. মাঘের সন্নাসী খ. বসন্তের সন্নাসী
গ. গ্রীষ্মের প্রখরতা ঘ. হেমন্তের নবান্ন
উত্তর: ক. মাঘের সন্নাসী।

৮০. গঠনরীতির দিক থেকে তাহারেই পড়ে মনে কবিতাটি কি ধরণের?
ক. গীতিধর্মী খ. প্রশস্তিমূলক
গ. সংলাপনির্ভর ঘ. হাস্যরসাত্মক রচনা
উত্তর: গ. সংলাপনির্ভর।

৮১. তাহারেই পড়ে মনে কবিতাটি কোথায় প্রথম প্রকাশিত হয়?
ক. ভারতী পত্রিকায় খ. মাসিক মোহাম্মাদী পত্রিকায়
গ. কল্লোল পত্রিকায় ঘ. সবুজপত্র পত্রিকায়
উত্তর: খ. মাসিক মোহাম্মাদী পত্রিকায়।

৮২. কে কবিকে বসন্তের বন্দনায় গীতি রচনা করতে বলেছেন?
ক. কবিভক্ত খ. কবির বাবা
গ. কবির মেয়ে ঘ. কবির মা
উত্তর: ক. কবিভক্ত।

৮৩. তাহারেই পড়ে মনে কবিতায় ব্যবহৃত মিনতি শব্দটির ব্যুৎপত্তিগত ভাষা
ক. আরবি-ফারসি খ. ফারসি-বাংলা
গ. সংস্কৃত-আরবি ঘ. সংস্কৃত-ফারসি
উত্তর: গ. সংস্কৃত-আরবি।

৮৪. তাহারেই পড়ে মনে কবিতায় কবি কেন উন্মনা উদাসীন হয়েছেন?
ক. ছেলের মৃত্যেুর জন্য খ. স্বামীর মৃত্যেুর জন্য
গ. মেয়ের মৃত্যেুর জন্য ঘ. বাবার মৃত্যেুর জন্য
উত্তর: খ. স্বামীর মৃত্যেুর জন্য।

৮৫. বসন্ত ঋতুতে কবিকে আচ্ছন্ন করে আছে?
ক. গ্রীষ্মের শূণ্যতা খ. শীতের কুয়াশা
গ. শীতের রিক্ততা ঘ. হেমন্তের আহব্বান
উত্তর: গ. শীতের রিক্ততা।

৮৬. তাহারেই পড়ে মনে কোন দুয়ার খুলে গেছে?
ক. দক্ষিণ খ. পূর্ব
গ. উত্তর ঘ. পশ্চিম
উত্তর: ক. দক্ষিণ।

৮৭. তাহারেই পড়ে মনে কবিতায় কবি মৃদু স্বরে কি বলেন?
ক. রহেনি, সে ভুলেনিতো খ. তব কণ্ঠে শুনি এ মোর মিনতি
গ. নাই হলো, না হোক এবারে ঘ. দক্ষিণ দুয়ার গেছে খুলি
উত্তর: গ. নাই হলো, না হোক এবারে।

৮৮. মাধবী শব্দটি তাহারেই পড়ে মনে কবিতায় কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. বাসন্তী লতা খ. মালতী লতা
গ. গুল্মলতা ঘ. সবুজ পাতা
উত্তর: ক. বাসন্তী লতা।

৮৯. পুষ্পশূন্য কোন পথ?
ক. আকাশ পথ খ. রেলপথ
গ. দিগন্তের পথ ঘ. জলপথ
উত্তর: গ. দিগন্তের পথ।

৯০. বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? এখানে কিসের ছায়াপাত ঘটেছে/
ক. কবির ভাবনা খ. কবির উদাসীনতা
গ. কবির আকুলতা ঘ. কবির উচ্ছ্বাস
উত্তর: খ. কবির উদাসীনতা।

৯১. যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই-এখানে তারে বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. শীত ক. বসন্ত
গ. কবি ঘ. কবিভক্ত
উত্তর: খ. বসন্ত।

৯২. দক্ষিণ দুয়াল কিভাবে খুলে গেছে?
ক. কবি নিজে খুলেছেন খ. প্রকৃতির নিয়মে খুলেছে
গ. কবিভক্ত খুলেছেন ঘ. মাঘের সন্নাসী খুলেছেন
উত্তর: খ. প্রকৃতির নিয়মে খুলেছে।

৯৩. তাহারেই পড়ে মনে কবিতার পর্ব-বিন্যাস কীরুপ?
ক. ৮ ও ৮ মাত্রা খ. ৮ ও ১০ মাত্রা
গ. ৮ ও ৬ মাত্রা ঘ. ১০ ও ১০ মাত্রা
উত্তর: খ. ৮ ও ১০ মাত্রা।

৯৪. সমীর শব্দটির প্রতিশব্দ হিসেবে তুমি কোনটি চিহ্নিত করবে?
ক. পাহাড় খ. আলো
গ. বাতাস ঘ. মন্দির
উত্তর: গ. বাতাস।

৯৫. তাহারেই পড়ে মনে কবিতাটি সার্থক
ক. প্রকৃতির অপরুপ বর্ণনায় খ. প্রিয়জন হারোনোর ব্যথায়
গ. লোক ও স্মৃতিচারণে ঘ. ব্যক্তি ও প্রকৃতির তাৎপর্যময় অভিব্যক্তিতে
উত্তর: ঘ. ব্যক্তি ও প্রকৃতির তাৎপর্যময় অভিব্যক্তিতে।

৯৬. ডেকেছে কি সে আমারে-চরণাংশে কবি কি বোঝাতে চেয়েছেন?
ক. কবি গভীর চিন্তামগ্ন খ. কবিচিত্তের অস্থিরতা
গ. কবির বিষণ্ণ চিত্ত ঘ. কবির আকুতি
উত্তর: ক. কবি গভীর চিন্তামগ্ন।

৯৭. তাহারেই পড়েমনে কবিতায় কবি গান রচনা না করলেও বসন্ত ঋতু এসেছে কেন?
ক. বাতাবি লেবুর ফুল ফোটায় খ. দখিনা বাতাস বয়ে যাওয়ায়
গ. কবি-ভক্তের আহব্বানে ঘ. প্রকৃতির অমোঘ নিয়মে
উত্তর: ঘ. প্রকৃতির অমোঘ নিয়মে।

৯৮. কহিল সে কাছে সরে আসি-পরের পঙক্তি কোনটি?
ক. কুহেলি উত্তরী তলে মাঘের সন্নাসী খ. বাতাবি লেবুর ফুল ফুটেছে কি?
গ. নাই হলো, না হোক এবারে ঘ. শুনি নাই, রাখিনি সন্ধান
উত্তর: কুহেলি উত্তরী তলে মাঘের সন্নাসী।

৯৯, তাহারেই পড়ে মনে কবিতায় কাকে ব্যাখ্যা দিয়েছেন?
ক. ফাগ্লুন খ. প্রকৃতি
গ. পাঠক ঘ. ঋতুরাজ
উত্তর: গ. পাঠক।

১০০. বসন্ত-বন্দনা তব কণ্ঠে শুনি-এ মোর মিনতি-এ মিনতি করে
ক. কবিভক্ত খ. কবি
গ. প্রিয়জন ঘ. দখিনা সমীর
উত্তর: ক. কবিভক্ত।


১০১. তাহারেই পড়ে মনে কবিতায় সন্ধিযোগে গঠিত সন্ধি শব্দগুলো হচ্ছে
i. নীরব
ii. উন্মনা
iii. পুষ্পারতি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

১০২. তাহারেই পড়ে মনে কবিতায় না-বাচক ক্রিয়া বিশেষণের ব্যবহার হলো
i. এখনো দেখনি তুমি
ii. নাই হলো, না হোক এবারে
iii. ভুলিতে পারি না কোনমতে

নিচের কোনটি সঠিক?
ক. ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. ii।

১০৩. তাহারেই মনে পড়ে কবিতায় কবি শীতকে মাঘের সন্নাসী বলেছেন কারন
i. মাঘের শীতের তীব্রতার জন্য
ii. শীতের রিক্ততার কারণে
iii. ভুলিতে পারি না কোনমতে

নিচের কোনটি সঠিক?
ক. ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii।

১০৪. তাহারেই পড়ে মনে কবিতার আচ্ছন্ন হয়ে আছে
i. প্রকৃতির সৌন্দর্য
ii. শীতের রিক্ততার কারণে
iii. কুয়াশার চাদরের কারণে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii।

১০৫. তাহারেই পড়ে মনে কবিতায় কি কি ফুল ফুটেছে?
i. বাতাবি লেবুর ফুল
ii. আমের মুকুল
iii. মাধবী

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

১০৬. এক সময়ের আনন্দ বর্তমানে বেদনার রুপ নেওয়ার কারণ
i. প্রিয়জন কাছে নেই বলে
ii. পরিবারের বিপর্যয় এসেছে বলে
iii. প্রিয়জন চিরতরে হারিয়ে গেছে বলে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।

১০৭. সুফিয়া কামাল সম্পর্কে কোন উক্তিটি প্রযোজ্য?
i. তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত
ii. তিনি সাহিত্যচর্চায় নিবেদিত
iii. তিনি নারী আন্দোলনের পথিকৃৎ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii।

নিচের উদ্দীপকটি পড় এবং ১০৮ ও ১০৯ নং প্রশ্নের উত্তর দাও:
চারদিকে উৎসবের রঙ। নতুন বছরকে বরণ করার প্রাণান্ত প্রয়াস। সপ্তাহ দুয়েক আগে মাকে হারানো মেয়েটিকে শোক ভোলাতেই নিয়ে এসেছে বান্ধবী। মায়ের স্মৃতি বুকে নিয়ে ধীরে ধীরে মেয়েটি সহজ হয়ে উঠেছে; উপভোগ করছে বর্ষবরণ।

১০৮. উদ্দীপকের বর্ষবরণ তাহারেই পড়ে মনে কবিতার কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ?
ক. ফাল্গুন বরণ খ. বসন্ত বরণ
গ. ফাগুন বন্দনা ঘ. বসন্ত বন্দনা
উত্তর: বসন্ত বন্দনা।

১০৯. উদ্দীপকের মেয়েটির সহজ হয়ে ওঠা আর তাহারেই পড়ে মনে কবিতায় কবির আচরণে প্রকাশ পেয়েছে
i. বৈপরীত্য
ii. স্মৃতিমুগ্ধতা
iii. মানবমনের রহস্যময়তা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।

নিচের উদ্দীপকটি পড় এবং ১১০ থেকে ১১৪ পর্যন্ত প্রশ্নের উত্তর দাও:
সাহানার জন্ম রক্ষণশীল পরিবারে। ফলে বিদ্যাশিক্ষা ও সাহিত্যচর্চার ক্ষেত্রে তিনি পদে পদে বাধার মুখে পড়েছেন। বিয়ের পর স্বামীর উদারতা ও প্রগতিশীল মানসিকতায় সব বাধা দূর হয়েছে। স্বামীর প্রেরণায় সাহানা এগিয়েছেন অনেক দূর। কিন্তু দাম্পত্য সুখ তাঁর জীবনে বেশিদিন স্থায়ী হয়নি। স্বামীর চিরবিদায়ের মধ্যে দিয়ে এবার তাঁকে একাকিত্বের বেদনায় জর্জরিত হতে হয়। মন থেকে স্বামীর স্মৃতিগুলো তিনি কিছুতেই মুছে ফেলতে পারেন না।

১১০. উদ্দীপকটি কোন কবিতার ভাববস্তুকে সমর্থন করে?
ক. ঐক্যতান খ. সেই অস্ত্র
গ. তাহারেই পড়ে মনে ঘ. সাম্যবাদী
উত্তর: গ. তাহারেই পড়ে মনে।

১১১. উদ্দীপকের মূলভাব ধারণকারী চরণগুলো হলো
i. বসন্ত বন্দা তব কণ্ঠে শুনি মোর মিনতি
ii. গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে
iii. তাহারেই পড়ে মনে, ভুলিতে পানি না কোনো মতে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii।

১১২. উদ্দীপকের সাহানারা স্বামী তাহারেই পড়ে মনে কবিতায় কি রুপে উপস্থাপিত হয়েছেন?
ক. কবি খ. কবিভক্ত
গ. শীতের সন্নাসী ঘ. মাঘের সন্নাসী
উত্তর: ঘ. মাঘের সন্নাসী।

১১৩. উদ্দীপকে তাহারেই পড়ে মনে কবিতার ফুটে ওঠা দিকটি হলো
i. কবির অতীত বেদনাবোধ
ii. কবির ব্যক্তিগত দুঃখবোধ
iii. কবি হৃদয়ের বিষাদময় রিক্ততা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

১১৪. উদ্দীপকের সাহানার স্বামীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ হলেন
i. কবির স্বামী
ii. সৈয়দ নেহাল হোসেন
ii. কবির ভক্তবৃন্দ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

জ্ঞানমূলক প্রশ্নোত্তর

  • কবি সুফিয়া কামাল কত খ্রিষ্টাব্দে মৃত্যেুবরণ করেন?
  • উত্তর: ১৯৯৯ খ্রিষ্টাব্দে।
  • কুঁড়ি শব্দের ব্যুৎপত্তি নির্দেশ কর।
  • উত্তর: কুঁড়ি শব্দের ব্যুৎপত্তি হলো-কুঁড়ি< কোরক।
  • সুফিয়া কামাল কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
  • উত্তর: ১৯১১ খ্রিষ্টাব্দে।
  • সুফিয়া কামাল কোন জেলায় জন্মগ্রহণ করেন?
  • উত্তর: বরিশাল জেলায়।
  • কেয়ার কাঁটা কি?
  • উত্তর: কেয়ার কাঁটা সুফিয়া কামালের রচিত একটি গল্পগ্রন্থ।
  • কবি সুফিয়া কামালের স্বামী সৈয়দ নেহাল হোসেন কবে মৃত্যেুবরণ করেন?
  • উত্তর: ১৯৩২ খ্রিষ্টাব্দে।
  • নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ কে?
  • উত্তর: সুফিয়া কামাল।
  • কোন কবির জন্মের সময় বাঙালি মুসলমান নারীদের গৃহবন্দি জীবন কাটাতে হতো?
  • উত্তর: কবি সুফিয়া কামাল।
  • উদাত্ত পৃথিবী গ্রন্থটির রচয়িতা কে?
  • উত্তর: সুফিয়া কামাল।
  • গঠনরীতির দিক থেকে সুফিয়া কামালের কোন কবিতাটি সংলাপনির্ভর?
  • উত্তর: তাহারেই পড়ে মনে কবিতাটি।
  • কে শীতকে মাঘের সন্নাসীরুপে কল্পনা করেছেন?
  • উত্তর: কবি সুফিয়া কামাল।
  • কোন প্রকৃতি রিক্ততার রুপ পরিগ্রহ করে?
  • উত্তর: শীত প্রকৃতি।
  • তাহারেই পড়ে মনে কবিতায় কার ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে?
  • উত্তর: কবি সুফিয়া কামালের।
  • দৃষ্টির অগোচর বোঝাতে তাহারেই পড়ে মনে কবিতায় কোন শব্দটি ব্যবহার করা হয়েছে?
  • উত্তর: অলখ।
  • বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? কে কাকে প্রশ্ন করেছে?
  • উত্তর: কবি তাঁর ভক্তকে এ প্রশ্ন করেছে।
  • তাহারেই পড়ে মনে কবিতায় কবি কোন ফুল ফোটার কথা জানতে চেয়েছেন?
  • উত্তর: বাতাবি লেবুর ফুল।
  • তাহারেই পড়ে মনে কবিতায় কবি কেমন গানের কথা জানতে চেয়েছেন?
  • উত্তর: আগমনী গান
  • তাহারেই পড়ে মনে কবিতায় কিসের বুকে গন্ধ নেই?
  • উত্তর: মাধবীর বুকে।
  • বারিয়া শব্দের অর্থ কি?
  • উত্তর: বরণ করা।
  • কবি সুফিয়া কামালের সময়ে বাঙালি রমণীরা কিভাবে দিন কাটাত?
  • উত্তর: গৃহবন্দি অবস্থায়।
  • তাহারেই পড়ে মনে কবিতায় কিসের ছায়াপাত ঘটেছে?
  • উত্তর: কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার।
  • সুফিয়া কামালের পেশাগত জীবনের শুরু হয়েছিলো কিভাবে?
  • উত্তর: বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে।
  • তাহারেই পড়ে মনে কবিতাটি পরবর্তীতে কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়?
  • উত্তর: সাঁঝের মায়া কাব্যগ্রন্থের।
  • কে কবিকে বসন্ত-বন্দনা করতে বলে?
  • উত্তর: কবিভক্ত।
  • শীতের রিক্ততার সঙ্গে কবি কিসের সাদৃশ্য খুঁজে পেয়েছেন?
  • উত্তর: নিজ জীবনের অনন্ত শূন্যতার।

হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়। ব্যাখ্যা কর।

পৃথিবীতে বসন্তের আগমন হলেও কবি বিরস বদনে নীরব থাকায় ভক্তরা কবিকে প্রশ্নোক্ত কথাটি বলেছে। বসন্তের আগমনে ধরণি যেন নতুন রুপে সাজে। কুয়াশাচ্ছন্ন শীতের প্রকৃতিতে যেমন রিক্ততার রুপ থাকে, ফাগুনের শুরুতে বসন্তের আবির্ভাব তা মুছে যায়। তখন গাছে গাছে নতুন পাতা গজায়, ফুলে ফুলে ভরে ওঠে বৃক্ষ শাখা, কোকিলের কুহু কুহু রব পৃথিবী মাতিয়ে রাখে। আর এই বসন্তের আগমনে কবিমনে ফুটে ওঠে অন্যরকম আমেজ। উৎফুল্ল আনন্দিত প্রসন্ন হয়ে কবি বসন্তকে বরণ করে নেন, রচনা করেন বসন্তের আগমনী গান। কিন্তু এই বসন্তের আগমনেও যখন তাহারে পড়ে মনে কবিতার কবি সুফিয়া কামালের মনে আনন্দ বার্তা আসেনি, তখন কবিভক্ত চিন্তিত হয়ে পড়ে এবং কবিকে বলে, হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়।

বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে? পঙক্তিটির ভাবার্থ বুঝিয়ে লেখ

কবিভক্তের অনুযোগ, বসন্তকে কবি বরণ না করায় বসন্তের আগমই বৃথা হয়েছে। তাই ভক্তকে বোঝাতে কবি প্রশ্নোক্ত পঙক্তিটির অবতারণা করেছেন। বসন্ত প্রকৃতিতে ধরা দিলেও কবির কোনো পরিবর্তন নেই, নেই কোনো উৎফুল্লতা। কারণ কবি প্রিয়জন হারানোর শোকে মুহ্যমান। কবিভক্ত কবির এই নির্লিপ্ত উদাসীনতার কারণ জানতে চায়। সে কবির কাছে প্রশ্ন রাখে-ধরায় যে ফাগুন এসেছে তার কি কোনো সংবাদ নেই? 
নেই কেন বসন্তকে বরণ করে নেওয়ার কোনো ব্যস্ততা? নেই কেন বসন্তের বন্দনাগীত রচনা করার তাগিদ? কবি বিরস বদনে ভক্তকে জানান, তাকে বরণ করে নেওয়া জন্য বসন্ত তো অপেক্ষা করেনি। সে তো ঠিকই প্রকৃতিতে এসেছে। কবির এই অভিমানী প্রশ্নের জবাকে তাঁর ভক্ত বিভিন্ন অনুযোগ করে। তাই কবি ভক্তকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, বৃথা কেন ফাগুনের আগমন? গাছে গাছে কি ফুল ফোটেনি? শাখে শাখে ফুল তো ফুটেছেই। তবে বৃথা কেন?

তাহারেই পড়ে মনে কবিতাকে আচ্ছন্ন করে আছে সেই বিষাদময় রিক্ততার সুর। বুঝিয়ে লেখ

তাহারেই পড়ে মনে কবিতায় প্রকৃতি ও মানবমনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে। কবিতাটিতে কবির ব্যক্তিজীবনের দুঃময় ঘটনার ছায়াপাত ঘটেছে। কবির সাহিত্যসাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামীর আকস্মিক মৃত্যেুতে তাঁর জীবনে নেমে আসে প্রচণ্ড শূন্যতা। তাঁর ব্যক্তিজীবন ও কাব্যসাধনার ক্ষেত্রে নেমে আসে এক দুঃসহ বিষণ্ণতা। কবিমন আচ্ছন্ন হয়ে যায় রিক্ততার হাহাকারে। সে বিষাদময় রিক্ততার সুরই কবিতাটিকে আচ্ছন্ন করে আছে।

তাহারেই পড়ে মনে কবিতায় উল্লিখিত প্রকৃতির পরিবর্তনের পরিচয় দাও

তাহারেই পড়ে মনে কবিতায় কবির প্রকাশিত বক্তব্য প্রকৃতির পরিবর্তন ও বৈশিষ্ট্যের দিক প্রতিফলিত হয়েছে। তাঁর মতে প্রকৃতি তার নিজস্ব নিয়মেই আবর্তিত হয়। মাঘের সন্নাসীর বিদায় দৃশ্য কবির মনকে বিরহকাতর করে রেখেছে। তাই বসন্ত কবির মনে প্রভাব ফেলতে পারেনি। শীতের সন্নাসীরুপ প্রিয়জন হারানো গভীর বেদনা জমে আছে কবির অন্তরজুড়ে। এজন্যই বসন্তের আগমনে বন্দনাগীত রচনা করতেন। কিন্তু কবি এবার সম্পূর্ণ নীরব, নিশ্চুপ। কবির এ উদাসীনতা লক্ষ করে তাঁর ভক্ত বসন্তের প্রশস্তি রচনায় তাঁকে উদ্বুদ্ধ করার করলে কবি বলেন, বন্দনাগীত রচনা করে বসন্তকে বরণ না করলেও বসন্ত অপেক্ষা করেনি। ফাল্গুন আসার সাথে সাথেই প্রকৃতি মাতিয়ে বসন্ত এনেছে। অর্থাৎ প্রকৃতির নিয়ম হচ্ছে কেই বন্দনা করা না করার মধ্যে কিছু যায় আসে না। প্রাকৃতিক নিয়মেই সে আসে এবং বিদায় নেয়।

তাহারেই পড়ে মনে কবিতায় কোন বিষয়টি প্রত্যাশা করা হয়েছে?

তাহারেই পড়ে মনে কবিতাটিতে কবির বসন্তকে বরণ করে নেওয়ার প্রত্যাশা করা হয়েছে। তাহারেই পড়ে মনে কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার কথা বলা হয়েছে। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানবমনের অফুরন্ত আনন্দের উৎস। বসন্ত প্রকৃতির অপরুপ সৌন্দর্য যে কবিমনে আনন্দ শিহরণ জাগাবে এবং তিনি তাকে ভাবে-ছন্দে সুরে ফুটিয়ে তুলবেন সেটিই প্রত্যাশিত। কিন্তু কবিমন যদি কোনো কারণে শোকাচ্ছন্ন কিংবা বেদনা-ভারাতুর থাকে তবে বসন্ত তার সমস্ত সৌন্দর্য সত্বেও কবির অন্তরকে স্পর্শ করতে পারে না। কিন্তু প্রত্যাশা থেকেই যায়।

তাহারেই মনে পড়ে কবিতায় কবির কার কথা মনে পড়ে?

তাহারেই মনে পড়ে কবিতায় কবির সাহিত্যসাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের কথা মনে পড়ে। স্বামীর মৃত্যেুই কবির অন্তরে বিষণ্ণতার মূল কারণ। প্রিয় মানুষকে হারোনোর ফলে তাঁর জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে। কবিমন শোকাচ্ছন্ন হয়ে পড়ে রিক্ততার হাহাকারে। প্রিয়জনের তাঁর জীবন থেকে চলে যাওয়ায় তার কথাই বারবার মনে পড়ে।

অর্ঘ্য বিরচন বলতে কবি কি বুঝিয়েছেন?

অর্ঘ্য বিরচন বলতে কবি বসন্তে প্রকৃতির বিচিত্র সাজ ও ফুলের সৌরভকে বুঝিয়েছেন। অর্ঘ্য বিরচন অর্থ হলো অঞ্জলি বা উপহার রচনা করা। বসন্তের প্রকৃতি সবচেয়ে সুন্দরভাবে বিকশিত হয়। নানা রঙের ফুল ফোটে। মৌমাছিরা ফুলের সুগন্ধে চারদিক ছড়িয়ে পড়ে। দখিনা বাতাসে ফুলের সৌরভ দিকে দিকে ঢেউ তোলে। অর্ঘ্য বিরচন দ্বারা মূলত বসন্তের এ চিরসুন্দর রূপের বিন্যাসকেই বোঝানো হয়েছে।

দক্ষিণ দুয়ার গেছে খুলি? কবি এ কথা কেন বলেছেন?

দক্ষিণ দুয়ার গেছে খুলি? এ কথা দ্বারা কবি বসন্তের দখিনা বাতাস বইতে শুরু করেছে কি না তা জানতে চেয়েছেন। প্রকৃতিতে ফাল্গুনের আবির্ভাব ঘটেছে অথচ কবি উদাসীন হয়ে আছেন। তিনি তা লক্ষ করতে পারেননি। প্রকৃতি সাধারণ মানুষের মতো কবির মনকেও আনন্দে ভরিয়ে তোলে। কিন্তু কবিমন যদি কোনো কারণে শোকে আচ্ছন্ন থাকে তাহলে বসন্ত সমস্ত সৌন্দর্য দিয়েও তাঁর হৃদয় স্পর্শ করতে পারে না। তাই কবি এই উক্তিটি করেছেন দক্ষিণ দুয়ার গেছে খুলি?।

উপসংহার

প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে তাহারেই পড়ে মনে কবিতার (MCQ) সহ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনি এই পোস্টটি পড়ে উপকৃত হতে পেরেছেন। এ রকম আরো তথ্যমূলক পোস্ট পড়তে আমাদের সাথেই থাকুন। আমরা সবসময় পাঠকের চাহিদা অনুযায়ী পোস্ট পাবলিশ করে থাকি। এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url