বায়ান্নর দিনগুলো প্রবন্ধের (MCQ) বিস্তারিত জেনে নিন

প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে বায়ান্নর দিনগুলো প্রবন্ধের (MCQ) নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে বায়ান্নর দিনগুলো প্রবন্ধের (MCQ) গুলো বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
বায়ান্নর দিনগুলো প্রবন্ধের (MCQ) বিস্তারিত জেনে নিন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘‘বায়ান্নর দিনগুলো’’ তাঁর অসমাপ্ত আত্মজীবনী (২০১২) গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। বন্ধুবান্ধব, সহকর্মী ও সহধর্মিণীর অনুরোধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯৬৭) সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে রাজবন্দি থাকা অবস্থায় এই আত্মজীবনী লেখা আরম্ভ করেন। কিন্তু ১৯৬৮ সালের ১৭ জানুয়ারি থেকে বঙ্গবন্ধু ঐতিহাসিক আগরতলা মামলায় ঢাকা সেনানিবাসে আটক থাকায় জীবনী লেখা বন্ধ হয়ে যায়। জীবনীটিতে ১৯৫৫ সাল পর্যন্ত ঘটনাবলি স্থান পেয়েছে। 

যৌবনের অধিকাংশ সময় কারা প্রকোন্ঠের নির্জনে কাটলেও জনগণ-অন্তপ্রানণ এ মানুষটি ছিলেন আপসহীন, নির্ভীক। জীবনের বিচিত্র অভিজ্ঞতা, গভীর উপলব্ধি ও রাজনৈতিক পর্যবেক্ষণ তিনি এ গ্রন্থে সহজ সরল ভাষায় প্রকাশ করেছেন। ‘‘বায়ান্নর দিনগুলো’’ রচনায় ১৯৫২ সালে বঙ্গবন্ধুর জেলজীবন ও জেল থেকে মুক্তিলাভের স্মৃতি বিবৃহ হয়েছে। তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসন ও বিনাবিচারে বৎসরের পর বৎসর রাজবন্দিদের কারাগারে আটক রাখার প্রতিবাদে ১৯৫২ সালে লেখক অনশন ধর্মঘট করেন। 

স্মৃতিচারণে ব্যক্ত হয়েছেন অনশনকালে জেল কর্তৃপক্ষের ভূমিকা ও আচরণ, নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ ও তাদের কাছে বার্তা পৌঁছানোর নানা কৌশল ইত্যাদি। স্মৃতিচারণে বিশেষভাবে বর্ণিত হয়েছে ঢাকায় একুশে ফেব্রুয়ারি তারিখে ছাত্রজনতার মিছিলে গুলির খবর। সেই সঙ্গে অনশনরত অবস্থায় মৃত্যেু অত্যাসন্ন জেনে পিতামাতা-স্ত্রী-সন্তানদের নিয়ে ভাবনা এবং অবশেষে মুক্তি পেয়ে স্বজনদের কাছে ফিরে আসার স্মৃতির হৃদয়স্পর্শী বিবরণও পরিস্ফুট হয়েছে সংকলিত অংশে।

বায়ান্নর দিনগুলো প্রবন্ধের (MCQ)

১. ভাষাসৈনিকদের শহিদ হওয়ার খবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কীভাবে পেয়েছিলেন?
ক. সিপাহিদের মাধ্যমে খ. প্রহরীদের সহায়তায়
গ. রেডিও শুনে ঘ. বন্দিদের কাছ থেকে
উত্তর: ক. সিপাহিদের মাধ্যমে।

২. আমলাতন্ত্র তাঁকে কোথায় নিয়ে গেল-নুরুল আমিনের কোন বৈশিষ্ট্যের কারণে এরুপ মন্তব্য করেছেন বঙ্গবন্ধু?
ক. একগুঁয়েমি খ. নির্বুদ্ধিতা
গ. বিচারবুদ্ধিহীনতা ঘ. অদূরদর্শিতা
উত্তর: ঘ. অদূরদর্শিতা।

৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনাবিচারে কারা আটকে রেখেছিল?
ক. ব্রিটিশ সরকার খ. পাকিস্তান সরকার
গ. ভারত সরকার ঘ. বাংলাদেশ সরকার
উত্তর: খ. পাকিস্তান সরকার।

৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনাবিচারে আটক রাখায় পাকিস্তান সরকারের কোন দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়?
ক. শোষণ খ. শাসন
গ. নিপীড়ন ঘ. রাজনৈতিক কৌশল
উত্তর: গ. নিপীড়ন।

৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফরিদপুর জেলে পাঠানো হয়েছিলো কেন?
ক. পরিদর্শনের জন্য খ. সরকারি নির্দেশে
গ. রাজনৈতিক কারণে ঘ. আইনি কারণে
উত্তর: খ. সরকারি নির্দেশে।

৬. বঙ্গবন্ধুকে খুবই ভালোবাসত এবং শ্রদ্ধা করত কে?
ক. সুবেদার খ. সুপারিনটেনডেন্ট
গ. ডেপুটি কমিশনার ঘ. জেল সুপার
উত্তর: খ. সুবেদার।

৭. বঙ্গবন্ধুকে ঢাকা থেকে নারায়নগঞ্জ নেওয়া হয়েছিলো কিসে করে?
ক. ঘোড়ার গাড়িতে খ. নৌকায়
গ. জাহাজে ঘ. ট্যাক্সিতে
উত্তর: ঘ. ট্যাক্সিতে।

৮. বঙ্গবন্ধু কোথায় পৌঁছে খবর পেলেন জাহাজ ছেড়ে চলে গেছে?
ক. ঢাকার সদরঘাটে খ. চণ্ডীপুর ঘাটে
গ. মেঘনা ঘাটে ঘ. নারায়ণগঞ্জ ঘাটে
উত্তর: ঘ. নারায়নগঞ্জ ঘাটে।

৯. জীবনে আর দেখা নাও হতে পারে-কথাটিতে বঙ্গবন্ধুর কোন দিকটি প্রকাশ পেয়েছে?
ক. বাস্তবাদিতা খ. আবেগময়িতা
গ. মৃত্যেুচেতনা ঘ. শোষণবিরোধিতা
উত্তর: গ. মৃত্যেুচেতনা।

১০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাত কয়টায় স্টেশনে পোঁছেছিলেন?
ক. ৯টা খ. ১০টা
গ. ১১টা ঘ. ১২টা
উত্তর: গ. ১১টা।

১১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো কোন মৃ্ত্যুতে শান্তি আছে?
ক. নীরব সাধনায় খ. অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে
গ. সংগ্রামশীলতায় ঘ. স্বাধীনতা যুদ্ধে
উত্তর: খ. অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে।

১২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন জেলগেটে আধা ঘণ্টা দেরি করেন?
ক. ফরিদপুর জেলগেটে খ. ময়মনসিংহ জেলগেটে
গ. নারায়ণগঞ্জ জেলগেটে ঘ. ঢাকা জেলগেটে
উত্তর: ক. ফরিদপুর জেলগেটে।

১৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কার আসতে দেরি হবে ভেবে চা খেতে চাইলেন?
ক. নেতাকর্মীদের খ. জেল অফিসারের
গ. মহিউদ্দীনের ঘ. বন্ধুদের
উত্তর: খ. জেল অফিসারের।

১৪. ফরিদপুরের মহিউদ্দিনকে সবাই কী নামে ডাকে?
ক. ম. উদ্দিন খ. মহি
গ. মহি মিয়া ঘ. মইনউদ্দিন
উত্তর: খ. মহি।

১৫. ইলেকশন শব্দের অর্থ কি?
ক. নির্বাচন খ. ভোট গ্রহণ
গ. নির্বাচন করা ঘ. ভোট প্রদান
উত্তর: ক. নির্বাচন।

১৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলগেটে কার ওপর রেগে গেলেন?
ক. আইবির ওপর খ. মহিউদ্দিনের ওপর
গ. চায়ের দোকানের মালিকের ওপর ঘ. জেল অফিসারের ওপর
উত্তর: ক. আইবির ওপর।

১৭. মহির সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কথা বলতে বাধা দিলেন কে?
ক. চায়ের দোকানের মালিক খ. জেল অফিসার
গ. আইবি ঘ. সুবেদার
উত্তর: গ. আইবি।

১৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলগেটের সামনে নিজের পরিচয় দিয়ে সহায়তা চান
ক. সুবেদারের কাছে খ. জেল অফিসারের কাছে
গ. আইবির কাছে ঘ. চায়ের দোকানের মালিকের কাছে
উত্তর: ঘ. চায়ের দোকানের মালিকের কাছে।

১৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুরে ইলেকশনে ওয়ার্কার ইনচার্জ ছিলেন?
ক. ১৯৪৬ সালে খ. ১৯৫২ সালে
গ. ১৯৫৪ সালে ঘ. ১৯৬৪ সালে
উত্তর: ক. ১৯৪৬ সালে।

২০. ফরিদপুরে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাইরে নাশতা করতে যেতে চেয়েছিলেন কেন?
ক. এলাকার খোঁজ নিতে খ. বিখ্যাত খাবার খেতে
গ. নেতাকর্মীর খোঁজ পেতে ঘ. সুুবেদারের অনুরোধে
উত্তর: গ. নেতাকর্মীর খোঁজ পেতে।

২১.অনশন ধর্মঘটের কত দিন পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নাকে নল দিয়ে খাওয়ানো হয়েছিলো?
ক. ৩ দিন খ. ৪ দিন
গ. ৫ দিন ঘ. ৬ দিন
উত্তর: খ. ৪ দিন।

২২. কারা কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরতে দিতে চাচ্ছিল না কেন?
ক. সরকারের নির্দেশে খ. দেশের ভাবমূর্তি রক্ষায়
গ. তাঁর পরিবারের অনুরোধে ঘ. জেল সুপারের আদেশে
উত্তর: ক. সরকারের নির্দেশে।

২৩. শেখ মুজিবুর রহমান কাকে দিয়ে টুকরো টুকরো কাগজ আনিয়েছিলেন?
ক. ডাক্তার খ. জেল সুপার
গ. পুলিশ ঘ. কয়েদি
উত্তর: ঘ. কয়েদি।

২৪. ২১ তারিখে ফরিদপুরে হরতাল পালিত হয়েছিলো কেন?
ক. বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য খ. দেশ রক্ষার জন্য
গ. গ্রেফতারের জন্য ঘ. স্বৈরশাসন পতনের জন্য
উত্তর: ক. বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য।

২৫. রাষ্ট্রভাষা বাংলা চাই-কথাটিতে বাঙালির কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক. স্বাধীনচেতনা খ. সংগ্রাম
গ. মাতৃভাষাপ্রেম ঘ. দেশপ্রেম
উত্তর: গ. মাতৃভাষা প্রেম।


২৬. ফরিদপুরে স্লোগান শুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খারাপ লাগছিল কেন?
ক. স্লোগান মনমতো না হওয়ায় খ. স্লোগানে মহিউদ্দিনের মুক্তি না চাওয়ায়
গ. স্লোগানে অল্পসংখ্যক মানুষ ছিল বলে ঘ. মিলিটারিরা তা বানচাল করে দিয়েছিলো বলে
উত্তর: খ. স্লোগানে মহিউদ্দিনের মুক্তি না চাওয়ায়।

২৭. ২১ ফেব্রুয়ারি মানুষ আন্দোলন করেছিলো কেন?
ক. স্বাধীনতার জন্য খ. স্বৈরশাসন অবসানের জন্য
গ. মাতৃভাষার জন্য ঘ. সংস্কৃতি রক্ষার জন্য
উত্তর: গ. মাতৃভাষার জন্য।

২৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি জন্য ভাষণ চিন্তাযুক্ত হয়ে পড়লেন?
ক. ঢাকার খবর পেয়ে খ. ফরিদপুরের খবর পেয়ে
গ. বাড়ির খবর পেয়ে ঘ. গোপালগঞ্জের খবর পেয়ে
উত্তর: খ. ঢাকার খবর পেয়ে।

২৯. ১৯৫২ সারে বাঙালি ১৪৪ ধারা ভঙ্গ করেছিল কেন?
ক. স্বাধীনতার জন্য খ. বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দানের জন্য
গ. সংস্কৃতির জন্য ঘ. শোষণের বিরুদ্ধে
উত্তর: খ. বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদার দানের জন্য।

৩০. খান সাহেব ওসমান আলীর বাড়ি কোথায়?
ক. গোপালগঞ্জে খ. মুন্সিগঞ্জে
গ. নারায়ণগঞ্জ ঘ. ঢাকা
উত্তর: গ. নারায়ণগঞ্জ।

৩১. নারায়নগঞ্জে কার বাড়িতে ঢুকে সরকারি লোকেরা ভীষণ মারপিট করেছিল?
ক. খান সাহেব ওসমান আলীর খ. মওলানা ভাসানীর
গ. খোন্দকার মোশতাক আহমদের ঘ. মোহাম্মদ আবুল হোসেনের
উত্তর: ক. খান সাহেব ওসমান আলীর।

৩২. বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে-এখানে কার কথা বলা হয়েছে?
ক. মওলানা ভাসানীর খ. ফজলুল হকের
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘ. মোহাম্মদ আলীর
উত্তর: গ. বঙ্গবন্ধু শেখ মুজিবের।

৩৩. দেশের মানুষের জন্য জীবন দিতে চাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
ক. স্বাধীনতা কামনা খ. দেশপ্রেম
গ. মানবতাবোধ ঘ. স্বাধিকার চেতনা
উত্তর: খ. দেশেপ্রেম।

৩৪. কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হা-পায়ে গরম সরিষার তেল মালিশ করে দিত?
ক. মহিউদ্দিন খ. একজন কয়েদি
গ. ডাক্তার ঘ. নার্স
উত্তর: খ. একজন কয়েদি।

৩৫. বাযান্নর দিনগুলো রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক জন সন্তানের নাম উল্লেখ আছে?
ক. ২ জন খ. ৩ জন
গ. ৪ জন ঘ. ৫ জন
উত্তর: ক. ২ জন।

৩৬. কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারামুক্তির আদেশ এসেছিলো?
ক. ২৭ ফেব্রুয়ারি খ. ২৭ মার্চ
গ. ২৭ এপ্রিল ঘ. ২৭শে মে
উত্তর: ক. ২৭ ফেব্রুয়ারি।

৩৭. পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিয়েছিলো কেন?
ক. বাধ্য হয়ে খ. বিদেশি চাপে
গ. দলীয় চাপে ঘ. মানবতাবোধে
উত্তর: ক. বাধ্য হয়ে।

৩৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির কত দিন পর মহিউদ্দিন আহমদকে মুক্তি দেওয়া হয়?
ক. ১ দিন খ. ২ দিন
গ. ৩ দিন ঘ. ৪ দিন
উত্তর: ক. ১ দিন।

৩৯. মহিউদ্দিনকে বঙ্গবন্ধুর কি হিসেবে বিবেচনা করা যায়?
ক. সহকর্মী খ. ভাই
গ. বিরুদ্ধকর্মী ঘ. সহযোদ্ধা
উত্তর: ঘ. সহযোদ্ধা।

৪০. জেলমুক্তির কত দিন পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাড়িতে ফিরেছিলেন?
ক. ৩ দিন খ. ৪ দিন
গ. ৫ দিন ঘ. ৬ দিন
উত্তর: গ. ৫ দিন।

৪১. এদের কি দয়ামায়া আছে? বঙ্গবন্ধুর স্ত্রীর এই বক্তব্য এদের বলতে কাদের বোঝোনো হয়েছে?
ক. ডাক্তারদের খ. পুলিশদের
গ. কয়েদিদের ঘ. পাকিস্তান সরকারের
উত্তর: ঘ. পাকিস্তান সরকারের।

৪২. যারা শাসন করেছে তারা আপনজন নয়-একথা কারা বুঝতে শুরু করেছিলো?
ক. গ্রামের সাধারণ মানুষ খ. বঙ্গবন্ধুর সন্তানরা
গ. বিদেশিরা ঘ. বঙ্গবন্ধুর স্ত্রী
উত্তর: ক. গ্রামের সাধারণ মানুষ।

৪৩. ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কি?
ক. সোহরাওয়ার্দী উদ্যান খ. রমনা পার্ক
গ. ধানমন্ডি পার্ক ঘ. বাহাদুর শাহ্ পার্ক
উত্তর: ঘ. বাহাদুর শাহ্ পার্ক।

৪৪. পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের লোককে কী বলে?
ক. মারাঠি খ. বেলুচি
গ. পাঞ্জাবি ঘ. পাকিস্তানি
উত্তর: খ. বেলুচি।

৪৫. ভাষা আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলিবর্ষনের জন্য দায়ী কে?
ক. মুহাম্মদ আলী জিন্নাহ খ. নুরুল আমিন
গ. নাজিম উদ্দীন ঘ. টিক্কা খান
উত্তর: খ. নুরুল আমিন।

৪৫. আবদুর রশিদ তর্কবাগীশের ক্ষেত্রে প্রযোজ্য
ক. আওয়ামী লীগ নেতা খ. মুসলীম লীগ নেতা
গ. যুক্তফ্রন্ট নেতা ঘ. গণআজাদী লীগ নেতা
উত্তর: ঘ. গণআজাদী লীগ নেতা।

৪৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাইয়ের নাম কি?
ক. শেখ নাসের খ. শেখ আবদুল্লাহ
গ. আবদুর রব সেরানিয়াবাত ঘ. শেখ হাসান
উত্তর: ক. শেখ নাসের।

৪৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান কে?
ক. শেখ জামাল খ. শেখ কামাল
গ. শেখ হাসিনা ঘ. শেখ রেহানা
উত্তর: গ. শেখ হাসিনা।

৪৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী লেখায় কে সবচেয়ে বেশি প্ররণা দিয়েছেন?
ক. শেখ ফজিলাতুন্নেসা মুজিব খ. শেখ নাসের
গ. শেখ কামাল ঘ. শেখ জামাল
উত্তর: ক. শেখ ফজিলাতুন্নেসা মুজিব।

৪৯. বঙ্গবন্ধু পেয়েছিলেন কোন পুরস্কার?
ক. মাগসাইসাই খ. কুকওফা
গ. জুলিও কুরি ঘ. প্রেসিডেন্সিয়াল প্রাইড
উত্তর: গ. জুলিও কুরি।

৫০. মানুষের যখন পতন আসে তখন পদে পদে কি হতে থাকে?
ক. দোষ খ. বাধা
গ. দ্বিধা ঘ. ভুল
উত্তর: ঘ. ভুল।

৫১. বঙ্গবন্ধু লেখ মুজিবুর রহমান কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৯১০ খ. ১৯২০
গ. ১৯৩০ ঘ. ১৯৪০
উত্তর: খ. ১৯২০।

৫২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনা কিসের ভিত্তিতে সমগ্র জাতিকে অভিন্ন লক্ষ্যে একত্র করেন?
ক. ছয় দফার খ. এগারো দফার
গ. পনেরো দফার ঘ. চব্বিশ দফার
উত্তর: খ. ছয় দফার।

৫৩. ১৯৭১ সালের ৭ই মার্চ যে ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন।
ক. রমনায় খ. তৎকালীন রেসকোর্স ময়দানে
গ. ন্যাশনাল পার্কে ঘ. বাহাদুর শাহ পার্কে
উত্তর: খ. তৎকালীন রেসকোর্স ময়দানে।

৫৪. কেন পাকিস্তানি বাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে?
ক. বাঙালিকে ধ্বংস করতে খ. বাঙালিকে অধঃপতিত করতে
গ. বাংলাদেশকে শোষণ করতে ঘ. বাঙালির মুক্তিসংগ্রামকে নসাৎ করতে
উত্তর: ঘ. বাঙালির মুক্তিসংগ্রামকে নসাৎ করতে।

৫৫. জাতিসংঘের সাধারণ পরিষদে কে প্রথম বাংলায় ভাষণ দেয়?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খ. মওলানা ভাসানী
গ. এ.কে. ফজলুল হক ঘ. হোসেন শহীদ সোহওয়ার্দী
উত্তর: ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

নিচের উদ্দীপকটি পড়ে ৫৬ ও ৫৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উপমহাদেশের মানুষ এক সময় ফুঁসে ওঠেন। কালক্রমে তা বৃহত্তর আন্দোলনে রূপ নেয়। এক সময় এ দেশের সিপাহিরাও আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। শাসকগোষ্ঠী এ আন্দোলন কঠোর হাতে দমন কনে। আন্দোলনকারীদের জনসমক্ষে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়।

৫৬. উদ্দীপকে শাসকগোষ্ঠীর যে যে মনোভাব ফুটে উঠেছে সেটিকে ‘‘বায়ান্নর দিনগুলো’’ শীর্ষক স্মৃতিকথার আলোকে বলা যায়
i. অপশাসন
ii নির্মমতা
iii. অত্যাচার

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৫৭. উদ্দীপকে উল্লিখিত নির্মমতার শিকার কাকে হতে হয়েছিলো?
ক. আবদুর রশিদ তর্কবাগীশকে খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
গ. নূরুল আমিনকে ঘ. খান সাহেব ওসমান আলীকে
উত্তর: খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

৫৮. দেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু কখন দেশে ফেরেন?
ক. ২০ ডিসেম্বর ১৯৯১ খ. ১০ জানুযারি ১৯৭২
গ. ১৭ মার্চ ১৯৭৩ ঘ. ১৫ আগষ্ট ১৯৭৫
উত্তর: খ. ১০ জানুযারি ১৯৭২।

৫৯. ১৪৪ ধারা বলতে কি বোঝায়?
ক. অচলাবস্থা খ. জরুরি অবস্থা
গ. বিশেষ অবস্থা ঘ. সাধারণ অবস্থা
উত্তর: গ. বিশেষ অবস্থা।


৬০. শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি কত সালে প্রকাশিতহয়?
ক. ২০০১ সালে খ. ২০০৫ সালে
গ. ২০১০ সালে ঘ. ২০১২ সালে
উত্তর: ঘ. ২০১২ সালে।

৬১. বায়ান্নর দিনগুলো রচনাটিতে প্রকাশ পেয়েছে
i. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাজীবনের ঘটনা
ii. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনশনের ঘটনা
iii. দেশের তৎকালীন অবস্থা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

৬২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফরিদপুরে নেওয়া হয়েছিলো যে কারণে তা হলো
i. সংগ্রামের জন্য
ii. জেলে প্রেরণের জন্য
iii. অনশনের বিষয়টি গোপন রাখতে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii।

৬৩. ২১ ফেব্রুয়ারির সঙ্গে বিশেষভাবে প্রযোজ্য বিষয় হলো
i. ভাষা আন্দোলন
ii. স্বাধীনতা যুদ্ধ
iii. শহিদ দিবস

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii ।

৬৪.জেলখানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শারীরিক অবস্থা খারাপ হয়েছিলো
i. পাকিস্তানি সরকারের নির্যাতনে
ii. অনশন ধর্মঘটের ফলে
iii. গভীর দুশ্চিন্তায়

নিচের কোনটি সঠিক?
ক. ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. ii।

৬৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতার চরিত্রে যে বিষয়টি প্রকাশ পেয়েছে
i. সন্তানের প্রতি গভীর স্নেহ-মমতা
ii. স্বদেশপ্রেম
iii. পরার্থে আত্মনিবেদন

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii ।

৬৬. ভরসা হলো আর দমাতে পারবে না। বঙ্গবন্ধুর এই কথাটির মাঝে তাঁর যে মনোভাবের প্রকাশ ঘটেছে
i. প্রশান্তি
ii. ভবিষ্যতের নিশ্চয়তা
iii. স্বপ্নপূরণ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii।

৬৭. তাদের জন্য জীবন দিতে পারলাম এই শান্তি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই কথার ভিতর প্রকাশ পেয়েছে?
i. স্বদেশপ্রেম
ii. হতাশা
iii. দেশের মানুষের প্রতি অকুণ্ঠ ভালোবাসা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii।

৬৮. দেরি করতে করতে দশটা বাজিয়ে দিলাম-এ দেরি করার কারণ
ক. না যাওয়ার পাঁয়তারা করা খ. গন্তব্যস্থল সবাইকে জানানো
গ. কাপড় চোপড় গোছগাছ করা ঘ. কর্মর্তাদের নিছক বিরক্ত করা
উত্তর: খ. গন্তব্যস্থল সবাইকে জানানো।

৬৯. না ছাড়িয়া উপায় নাই-উক্তিটি কার?
ক. ইউনিফর্ম পরা সাহেবের খ. আর্দালিব
গ. দেশি রেলওয়ে কর্মচারির ঘ. স্টেশন মাস্টারের
উত্তর: গ. দেশি রেলওয়ে কর্মচারির।

৭০.বাঙালির মুক্তির সনদ হিসেবে পরিচিত কোনটি?
ক. ছয়দফা খ. ভাষা আন্দোলন
গ. গণ অভ্যুত্থান ঘ. প্রাদেশিক নির্বাচন
উত্তর: ক. ছয়দফা।

৭১. অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ভাষা কেমন?
ক. ব্যঙ্গাত্মক খ. প্রতিবাদী
গ. সহজ সরল ঘ. বিনম্র
উত্তর: গ. সহজ সরল।

৭২. বঙ্গবন্ধুর পিতার নাম কি?
ক. শেখ লতিফুর রহমান খ. শেখ লৎফর রহমান
গ. শেখ নাসের রহমান ঘ. শেখ ফজলুর রহমান
উত্তর: খ. শেখ লৎফর রহমান।

৭৩. ৫২ এর ভাষা আন্দোলন কোন ধরনের আন্দোলন?
ক. মুক্তির আন্দোলন খ. দাবি আদায়ের আন্দোলন
গ. স্বাধীনতা-উত্তর আন্দোলন ঘ. স্বাধীনতা উত্তর গণতান্ত্রিক আন্দোলন
উত্তর: খ. দাবি আদায়ের আন্দোলন।

৭৪. বায়ান্নর দিনগুলো শেখ মুজিবুর রহমানের কি ধরনের রচনা?
ক. আত্মজৈবনিক কাহিনী খ. ভ্রমণকাহিনী
গ. সামাজিক উপন্যাস ঘ. ঐতিহাসিক নাটক
উত্তর: ক. আত্মজৈবনিক কাহিনী।

৭৫. শেখ মুজিবুর রহমান অসযোগ আন্দোলনের ডাক দেন কেন?
ক. ছাত্ররাজনীতির কারণে খ. পাক সরকারের ষড়যন্ত্রের কারণে
গ. গণঅনশনের জন্য ঘ. ভাষা আন্দোলনের জন্য
উত্তর: খ. পাক সরকারের ষড়যন্ত্রের কারণে।

৭৬. বায়ান্নর দিনগুলোর লেখক কে?
ক. রফিকুল ইসলাম খ. জহির রায়হান
গ. হাসান রহমান ঘ. শেখ মুজিবুর রহমান
উত্তর: ঘ. শেখ মুজিবুর রহমান।

৭৭. জেলখানায় জেল কর্তৃপক্ষ শেখ মুজিবুর রহমানকে কি বোঝাতে চেষ্টা করলেন?
ক. অনশন ভাঙার কথা খ. ধর্মঘট চালিয়ে যাবার কথা
গ. শৃঙ্খলা রক্ষার কথা ঘ. মনোমালিন্য না করার কথা
উত্তর: ক. অনশন ভাঙার কথা।

৭৮. কি খেয়ে বঙ্গবন্ধু অনশন ভঙ্গ করেন?
ক. লবণ পানি খ. কাগজি লেবু
গ. লেবুর শরবত ঘ. ডাবের পানি
উত্তর: ঘ. ডাবের পানি।

৭৯. জাহাজে মুহিউদ্দিন পরামর্শ করেন কেন?
ক. পালিয়ে যেতে খ. অনশন করতে
গ. অনশন ভাঙতে ঘ. আন্দোলন করতে
উত্তর: খ. অনশন করতে।

৮০. শেখ মুজিবুর রহমানকে কিসে করে ভিক্টোরিয়া পার্কের সামনে নেওয়া হয়েছিলো?
ক. ঘোড়ার গাড়িতে খ. রিকশায়
গ. গরুর গাড়িতে ঘ. টেম্পুতে
উত্তর: ক. ঘোড়ার গাড়িতে।

৮২. বায়ান্নর দিনগুলো রচনায় তখনকার দিনে রাজবন্দিদের জেলার সাহেব কে ছিলেন?
ক. আমীর হোসেন খ. মোখলেসুর রহমনা
গ. মহিউদ্দিন ঘ. ওসমান আলী
উত্তর: খ. মোখলেসুর রহমান।


৮৩. বাঙালিদের শোষণ করা চলবে না- স্নোগানটিতে কোন চেতনা প্রকাশ পেয়েছে?
ক. স্বাধিকার খ. দেশপ্রেম
গ. স্বৈরতন্ত্র বিরোধী ঘ. দমননীতি
উত্তর: খ. স্বাধিকার।

৮৪. বঙ্গবন্ধুর কারাগারে নির্জন প্রকোণ্ঠের দিনগুলোর কথা মনে পড়ছিল?
ক. বারো-তেরো মাস পরে খ. তেরো-চৌদ্দ মাস পরে
গ. পনেরো-ষোল মাস পরে ঘ. সাতাশ-আটাশ মাস পরে
উত্তর: ঘ. সাতাশ-আটাশ মাস পরে।

৮৫. বাঙালির মুক্তি সংগ্রাম বলতে বোঝায়
ক. ১৯৪৭ সাল খ. ১৯৫২ সাল
গ. ১৯৬৯ সাল ঘ. ১৯৭১ সাল
উত্তর: ঘ. ১৯৭১ সাল।

৮৬. জেলের ভিতর কিসের সিদ্ধান্ত হয়?
ক. অনশন করার খ. অনশন না ভাঙ্গার
গ. অনশন বন্ধ করার ঘ. অনশনে মানুষ বৃদ্ধি করার
উত্তর: ক. অনশন করার।

৮৭. রেণু কে?
ক. শেখ ফয়জুন্নেছা মুজিব খ. শেখ ফররুন্নেছা মুজিব
গ. শেখ ফাতেমাতুন্নেছা মুজিব ঘ. শেখ ফজিলাতুন্নেছা মুজিব
উত্তর: ঘ. শেখ ফজিলাতুন্নেছা মুজিব।

৮৮. শেখ মুজিবুর রহমানের বহুবার কারাবরণের কারণ হিসেবে নিচের কোনটিকে চিহ্নিত করা যায়?
ক. রাজনীতিতে যোগদান ও চর্চা খ. ভাষা আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যোগ দেওয়া
গ. স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা ঘ. সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে তোলা
উত্তর: খ. ভাষা আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যোগ দেওয়া।

৮৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জুলিও কুরি পদকে ভূষিত হন?
ক. ১৯৭১ সালে খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে ঘ. ১৯৭৫ সালে
উত্তর: খ. ১৯৭৩ সালে।

৯০. শেখ মুজিব ও মহিউদ্দিন আলোচনা করে অনশন না ভাঙ্গার সিদ্ধান্ত নেন কেন?
ক. বিনা কারণে জেলবন্দির প্রতিবাদে খ. বাঙালি জাতির অনুপ্রেরণায়
গ. জেলারের দুরাচরণের প্রতিবাদে ঘ. ভাষা আন্দোলনের কারণে
উত্তর: ক. বিনা কারণে জেলবন্দির প্রতিবাদে।

৯১. জাহাজ ঘাটে শেখ মুজিবুর রহমান সহকর্মীদের কাছে কি চাইলেন?
ক. ভালোবাসা খ. বিদায়
গ. ক্ষমা ঘ. মুক্তি
উত্তর: গ. ক্ষমা।

৯২. সুপারিটেনডেন্ট শব্দের অর্থ কি?
ক. স্বায়ত্বশাষিত খ. গণতান্ত্রিক
গ. তত্বাবধায়ক ঘ. প্রতিনিধি
উত্তর: গ. তত্বাবধায়ক।

৯৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কারামুক্তির পর কে নিতে এসেছিলেন?
ক. তাঁর স্ত্রী খ. তাঁর আব্বা
গ. তাঁর বন্ধু ঘ. প্রতিনিধি দল
উত্তর: খ. তাঁর আব্বা।

৯৪. অনশনকালে মহিউদ্দিন আহমেদ কোন রোগে ভুগছিলেন?
ক. পেটের পীড়া খ. পুরিসিস
গ. হৃদরোগ ঘ. শ্বাসকষ্ট
উত্তর: খ. পুরিসিস।

৯৫. শেখ মুজিবুর রহমানকে মুক্তির পর কীভাবে জেল গেটে আনা হলো?
ক. গাড়িতে বসিয়ে খ. স্ট্রেচারে করে
গ. কোলে করে ঘ. হাঁটিয়ে
উত্তর: খ. স্ট্রেচারে করে।

৯৬. বঙ্গবন্ধুর বাবা কয়জন মাল্লা নিয়ে নৌকায় উঠেছিলেন?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
উত্তর: খ. তিন।

৯৭. শোষকেরা কিসের বিরুদ্ধে যেতে ভয় পায়?
ক. আইনের খ. জনমতের
গ. দলীয় লোকদের ঘ. আইন-শৃঙ্খলা বাহিনীর
উত্তর: খ. জনমতের।

৯৮. রেণু কখন কেঁদে উঠল?
ক. তার স্বামী বাড়িতে এলে খ. কামরা শূন্য হলে
গ. সবার সামনে ঘ. পিতাকে কাছে পেয়ে
উত্তর: খ. কামরা শূন্য হলে।

৯৯. ফতোয়া বলতে কি বুঝায়?
ক. রাজনৈতিক ব্যখ্যা খ. আইনি ব্যাখ্যা
গ. রাষ্ট্রীয় বিধান ঘ. ধর্মীয় অভিমত
উত্তর: ঘ. ধর্মীয় অভিমত।

১০০. বেলুচি ভদ্রলোক কে?
ক. আর্মড পুলিশ খ. আইবি অফিসার
গ. সুবেদার ঘ. গোয়ন্দা
উত্তর: গ. সুবেদার।

১০১. নারায়নগঞ্জ থেকে রাত কয়টার সময় জাহাজ ছাড়ত?
ক. ১০টা খ. ১১টা
গ. ১২টা ঘ. ১টা
উত্তর: ঘ. ১টা।

১০২. কত তারিখে বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন?
ক. ২০ জানুয়ারি খ. ২০ মার্চ
গ. ১৭ মার্চ ঘ. ২০ মে
উত্তর: গ. ১৭ মার্চ।

১০৩. অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ বায়ান্নর দিনগুলোর রচনায় নিচের কোন ঘটনার মাধ্যম লেখক ফুটিয়ে তুলেছেন?
ক. ভাষা আন্দোলন খ. স্বৈরাচারী শাসন
গ. দেশ বিভাগ ঘ. মুক্তিযুদ্ধ
উত্তর: ক. ভাষা আন্দোলন।

১০৪. বঙ্গবন্ধুকে ফরিদপুর রওয়ানা করানোর সময় তিনি ইচ্ছাকৃতভাবে দেরি করেন কেন?
ক. বাবাকে দেখার জন্য খ. খবরটা প্রচার করার জন্য
গ. অসুস্থতার জন্য ঘ. মুক্তি পাওয়ার জন্য
উত্তর: খ. খবরটা প্রচার করার জন্য।

১০৫. বঙ্গবন্ধুর অনশন ভাঙিয়েছিলেন কে?
ক. ডাক্তার খ. মোশতাক আহমেদ
গ. খয়রাত হোসেন ঘ. মহিউদ্দিন আহমেদ
উত্তর: ঘ. মহিউদ্দিন আহমেদ।

১০৬. ফরিদপুরের ছাত্রছাত্রীরা স্লোগান দিচ্ছিল
i. রাষ্ট্রভাষা বাংলা চাই
ii. শেখ মুজিবের মুক্তি চাই
iii. রাজবন্দিদের মুক্তি চাই

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

১০৭. বায়ান্নর দিনগুলো রচনায় শেখ মুজিবুর রহমানের যে চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
i. আত্মত্যাগ
ii. দেশপ্রেম
iii. আপসহীনতা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

১০৮. মোখলেসুর রহমান সাহেব ছিলেন
i. অমায়িক
ii. ভদ্র
iii. শিক্ষিত

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

১০৯. বঙ্গবন্ধুকে ট্রেচারে করে বাইরে রাখা হলো। কারণ
i. মৃত্যেুর আশঙ্কায়
ii. মুক্তি পাওয়ায়
iii. কর্তৃপক্ষের দায় এড়ানোর জন্য

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii ।

১১০. বায়ান্নর দিনগুলি গল্পে ফরিদপুরের শোভাযাত্রীরা হর্ণ দিয়ে স্লোগান দেয়
i. ভাষা আন্দোলনের জন্য
ii. বন্দিদের জন্য
iii. অন্যায়ের প্রতিবাদের জন্য

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

১১১. ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধু যুক্ত হন
i. রাজনীতিতে
ii. দেশেপ্রেমের ব্রতে
iii. মানবতার কল্যাণে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

১১২. জেলে ইচ্ছে করে শেখ মুজিবুর রহমানের কাগজি লেবুর রস দিয়ে লবণ পানি খাওয়ার কারণ
i. অনশন টিকিয়ে রাখতে
ii. স্বাস্থ্য ঠিক রাখতে
iii. ফুড ভ্যালু নেই বলে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii ।

১১৩. শেখ মুজিবুর রহমান ছিলেন একজন
i. ছাত্রনেতা
ii. প্রাজ্ঞ রাজনীতিবিদ
iii. আদর্শবান পুরুষ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।

জ্ঞানমূলক প্রশ্নোত্তর

  • বাঙালির মুক্তির সনদ হিসেবে কি পরিচিত?
  • উত্তর: ছয় দফা বাঙালির মুক্তির সনদ হিসেবে পরিচিত।
  • আপ জেলখানা মে-কথাটি কে বলেছিলেন?
  • উত্তর: কথাটি বলেছিলেন এক বেলুচি সুবেদার।
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রজীবন থেকেই কিসে যুক্ত হন?
  • উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রজীবন থেকেই রাজনীতি ও দেশসেবার কাজে যুক্ত হন।
  • কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন?
  • উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি।
  • কে প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন?
  • উত্তর: বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান।
  • জেলের ভিতর বঙ্গবন্ধু ও মহিউদ্দিন আহমদ কী জন্য প্রস্তুত হচ্ছিলেন?
  • উত্তর: অনশন ধর্মঘট পালন করার জন্য প্রস্তুত হচ্ছিলেন।
  • তৎকালীন ঢাকা জেল সুপারিনটেনডেন্টের নাম কি ছিল?
  • উত্তর: আমীর হোসেন।
  • মোখলেসুর রহমান কোন দায়িত্বে ছিলেন?
  • উত্তর: রাজবন্দিদের ডেপুটি জেলার।
  • সরকার রাজবন্দিদের কীভাবে আটক রাখছে?
  • উত্তর: বিনাবিচারে আটক রাখছে।
  • আরো পড়ুন: রেইনকোট গল্পের বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
  • দিনের বেলায় কয়টায় নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ে?
  • উত্তর: দিনের বেলায় এগারোটায় নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ে।
  • নতুন স্থানের উদ্দেশ্য যাত্রা করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেরি করে কয়টা বাজিয়ে দিলেন?
  • উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দশটা বাজিয়ে দিলেন।
  • রাজবন্দিদের নারায়নগঞ্জের কোথায় নিয়ে যাওয়া হলো?
  • উত্তর: রাজবন্দিদের নারায়নগঞ্জের থানায় নিয়ে যাওয়া হলো।
  • নারায়ণগঞ্জের সহকর্মীরা কতক্ষণ অপেক্ষা করলেন?
  • উত্তর: জাহাজ না ছাড়া পর্যন্ত নারায়গঞ্জের সহকর্মীরা অপেক্ষা করলেন।
  • নারায়ণগঞ্জ থেকে ছেড়ে এসে জাহাজ কোন ঘাটে বিড়ল?
  • উত্তর: নারায়ণগঞ্জ থেকে ছেড়ে এসে জাহাজ গোয়ালন্দ ঘাটে ভিড়ল।
  • ফরিদপুর জেলগেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপেক্ষার উদ্দেশ্য কি ছিল?
  • উত্তর: ফরিদপুরে তাঁর অবস্থান এবং অনশন ধর্মঘটের কথা সহকর্মীদের জানানো।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্যাক্সিওয়ালাকে বেশি জোরে চালাতে নিষেধ করার মূল কারণ কি?

পথে চেনাজানা কারও সাথে দেখা হলে নিজের অবস্থান পরিবর্তনের খবর জানাতে পারবেন ভেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্যাক্সিওয়ালাকে জোরে চালাতে নিষেধ করলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন যেকোনো উপায়ে কোনো নেতা-কর্মীদের কাছে তাঁর ঢাকা জেল থেকে ফরিদপুর জেলে যাওয়ার এবং তাঁদের অনশন ধর্মঘটের খবরটি পৌঁছে দিতে। ঢাকা জেল থেকে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত এসেও সেই কাজটি তিনি করতে পারেননি। এ কারণে রাস্তায় তিনি এদিক ওদিক তাকাচ্ছিলেন। তখন ট্যাক্সিওয়ালা বেশি জোরে চালাচ্ছিল। সে কারণে তিনি কৌশল করে ট্যাক্সিওয়ালাকে বললেন, বেশি জোরে চালাবেন না, কারণ বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায়। কিন্তু জীবন যাওয়ার উক্তিটি ছিল কথার কথা বা তার কৌশল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন কয়েদিকে দিয়ে গোপনে কেন কয়েক টুকরা কাগজ আনালেন?

চিঠি লেখার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন কয়েদিকে দিয়ে গোপনে কয়েক টুকরা কাগজ আনালেন। অনশনরত অবস্থায় বেশি দুর্বল বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিছানা থেকে ওঠার শক্তি হারিয়ে ফেলেছিলেন। তাঁর হার্টে ভীষণ প্যালপিটিশন হচ্ছিল। নিশ্বাস ফেলতে কষ্ট হচ্ছিল, দুহাত কাঁপছিল। তিনি ভাবলেন আর বেশিদিন আয়ু নেই। এমতবস্থায় একান্ত প্রিয়জন পিতা-মাতা, স্ত্রী এবং রাজনৈতিক গুরু হোসন শহীদ সোহরাওয়ার্দী ও মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে চিঠি লেখার জন্য একজন কয়েদি মারফত গোপনে কয়েক টুকরা কাগজ আনালেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর সহবন্দিকে জেল কর্তৃপক্ষ কীভাবে খাওয়াচ্ছিল?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর সহবন্দিকে জেল কর্তৃপক্ষ নাকের ভিতর নল দিয়ে জোর করে খাওয়াচ্ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর সহবন্দি মহিউদ্দিন আহমদের শরীর খারাপ হওয়ায় জেল কর্তৃপক্ষ অনশন শুরুর চার দিন পরে নাক দিয়ে জোর করে খাওয়াতে শুরু করল। নাকের ভিতর নল ঢুকিয়ে তা পাকস্থলি পর্যন্ত পৌঁছে দেয়। তারপর নলের মুখে একটা কাপের মতো লাগিয়ে দেয়। তাতে একটা ছিদ্র থাকে। সেই কাপের মাধ্যমে দুধের মতো পাতলা করে খাবার তৈরি করে পেটের ভিতর ঢেলে দেয়।

মিছিল থেকে ছাত্রছাত্রীদের উচ্চারিত স্লোগান শুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খারাপ লাগল কেন?

সহবন্দি মহিউদ্দিন আহমদের নামে স্লোগান উচ্চারিত না হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খারাপ লাগল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহিউদ্দিন আহমদ ছিলেন সহবন্টি এবং একসাথে অনশন ধর্মঘট পালন করেছিলেন। ২১ ফেব্রুয়ারি ঢাকার মতো ফরিদপুর শহরেও হরতাল পালিত হয়েছিলো। ছাত্রছাত্রীরা শোভাযাত্রা করে জেলগেটে এসে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ ‘‘রাজবন্দিদের মুক্তি চায়’’ শেখ মুজিবের মুক্তি চাই এমনই আরও নানা স্লোগান দিচ্ছিল। তিনি ফরিদপুরের সন্তান, তাই তাঁর নামে স্লোগান হচ্ছিল। অথচ তাঁর সহবন্দি মহিউদ্দিন আহমদের নামে স্লোগান উচ্চারিত হচ্ছে না। এ কারণে ছাত্রছাত্রীদের উচ্চারিত স্লোগান শুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খারাপ লাগল।

অনশনের শেষ পর্যায়ে বঙ্গবন্ধু ও মহিউদ্দিন আহমদের শারীরিক অবস্থা কেমন হয়েছিলো?

অনশনের শেষ পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমদের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটেছিলো। নানা রোগে আক্রান্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনশনের শেষ দিকে জীবনের আশা ছেড়ে দিয়েছিলেন। তাঁর হাত-পা অবশ হয়ে আসছিল। হার্টের দুর্বলতা থাকায় তিনি খুব দুর্বল হয়ে পড়েছিলেন। জেলে একজন কয়েদি ছিল, যে তাঁর হাস-পায়ে সরিষার তেল গরম করে মালিশ করতে শুরু করে। মাঝে মাঝে তাঁর শরীর ঠাণ্ডা হয়ে যাচ্ছিল। সহবন্দি মহিউদ্দিন আহমদের অবস্থাও ভালো ছিল না। কারণ প্লুরিসিস তাঁকে আবার আক্রমণ করে বসেছিলো।

অনশনের শেষ পর্যায়ে বঙ্গবন্ধুর মানসিক অবস্থার বিবরণ দাও

অনশনের শেষ পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতিকাতর হয়ে পড়েছিলেন। এ সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিপটে বারবার তাঁর পরিবার-পরিজনের মুখচ্ছবি ভেসে উঠত। তাঁর বাবা-মা ও স্ত্রী পুত্র-কন্যাদের বিভিন্ন স্মৃতি মানসপটে ভেসে উঠত। তাদেরকে একবার দেখতে পেলেন না বলে তাঁর খুব মনঃকষ্ট হচ্ছিল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা কীভাবে তাঁর খোঁজে ফরিদপুর জেলে পৌঁছালেন?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ প্রভৃতি জেলে খোঁজ নিয়ে ছেলের খোঁজে ফরিদপুর জেলে পৌঁছালেন। বঙ্গবন্ধুর পিতা মাতা, স্ত্রী এবং দুই সন্তান হাসিনা ও কামালকে নিয়ে গোপালগঞ্জ থেকে প্রথমে ঢাকায় যান। সেখানে দুই দিন বসে থাকেন, কারও কাছে ছেলের কোনো খবর পান না। যদিও পরে তিনি জানতে পারলেন যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফরিদপুর জেলে পাঠানো হয়েছে। তখন যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল। নারায়ণগঞ্জ এসে যে জাহাজ ধরবেন তারও উপায় ছিল না। তাছাড়া বঙ্গবন্ধুকে আদৌ ফরিদপুর পাঠানো হয়েছে কিনা এ বিষয়েও যথেষ্ট সন্দেহ ছিল। শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর মা, স্ত্রী ও ছেলেমেয়েকে ঢাকায় রেখে বঙ্গবন্ধুর পিতা ছেলের খোঁজে ফরিদপুর জেলে পৌঁছালেন।

ভরসা হলো আর দমাতে পারবে না-ব্যাখ্যা কর

ভরসা হলো আর দামাতে পারবে না। এই কথাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন একুশে ফেব্রুয়ারির ঘটনার পর বাংলাদেশের ছোট ছোট হাট-বাজারে একুশের চেতনায় হরতাল পালনের খবর শুনে। ১৯৫২ সালে ঢাকায় গুলি চালানোর পর জনগণ বুঝতে পেরেছিলো যে, যারা দেশ শাসন করছে তারা দেশের আপনজন নয়। একুশে ফেব্রুয়ারির ঘটনা প্রবল বেগে বাতাসে ভাসতে ভাসতে সারাদেশে ছড়িয়ে পড়ে। গ্রামের ছোট ছোট হাট-বাজারে মানুষ হরতাল পালন করে ভাষার সংগ্রামকে সমর্থন, শক্তি ও অনুপ্রেরণা জোগায়। এর মধ্যে দিয়ে স্পষ্ট হয় যে, গ্রামের সাধারণ মানুষও অধিকার সচেতন হয়ে উঠেছে। সারাদেশের মানুষের এ জাগরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মবিশ্বাস বেড়ে যায়। এ বিশ্বাস থেকেই তিনি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

উপসংহার

প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে বায়ান্নর দিনগুলো প্রবন্ধের (MCQ) গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনি লেখাগুলো পড়ে উপকৃত হতে পেরেছেন। এ রকম সুন্দর ও তথ্য মূলক পোস্ট পড়তে আমাদের সাথেই থাকুন। আমরা সবসময় পাঠকের চাহিদা অনুযায়ী পোস্ট পাবলিশ করে থাকি। প্রিয় পাঠক, এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url