অপরিচিতা গল্পের (MCQ) বিস্তারিত জেনে নিন

প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে অপরিচিতা গল্পের (MCQ) গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে অপরিচিতা গল্পের (MCQ) গুলো বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
অপরিচিতা গল্পের (MCQ) বিস্তারিত জেনে নিন
অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় প্রথম চৌধুরি সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকায়। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রগল্পের সংকলন গল্পসপ্তক এ এবং পরে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে (১৯২৭)। অপরিচিতা গল্পটির নায়ক হলেন অনুপম এবং নায়িকা হলেন কল্যাণী। অপরিচিতা গল্পটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম একটি গল্প। এ গল্পে তিনি প্রথমত নায়ক অনুপমের রুপমাধুর্যের বর্ণনা দিয়েছেন। বয়স ও যোগ্যতার বিচারেও সে পরিণত ছিল। অনুপমের পরিবারে তার মামা-ই ছিলেন পরিবারের কর্তা। তাই তার মামার কথা মতো সংসার চলত। অনুপমের বাবা মারা গিয়েছেন তাই তার মামার কথা পরিবারে সবাই মান্য করে। 

অনুপম মায়ের অনুগত সন্তান ছিলেন। অনুপম একজন ভালো মানুষ বা সৎ পাত্র হিসেবে নিজেকে দাবি করেন। অনুপমের বন্ধুর নাম হলো হরিশ। হরিশ কানপুরে কাজ করে। হরিশ ছুটিতে আসলে অনুপমের বাড়িতে তাদের একটি আসর জমে সেখানেই অনুপমের বিয়ের কথা উঠে। অনুপমের বন্ধু হরিশ ছিলেন খুব রসিক মানুষ। হরিশ বললেন একটি চমৎকার মেয়ে আছে বাহে। তখন অনুপমের মনের মধ্যে বসন্তের কোকিল কুহু স্বরে ডেকে উঠে। এই গল্পের নায়িকার বাবার নাম ছিল শম্ভুনাথ সেন। তিনি ছিলেন স্পষ্টভাষী একজন সুপুরুষ। অন্যদিকে অনুপমের মামা বিয়ের পণের ব্যাপারে কোনো ছাড় দেওয়ার মানুষ নয়। 
যাই হোক, কল্যাণীর বাবা এবং অনুপমের মামার সঙ্গে বিয়ের ব্যাপারে কথা হয়। এবং বিয়ের সকল পণের দাবি দাওয়া মেনে নেয় কল্যাণীর বাবা। পরবর্তীতে বিয়ের দিন ধার্য করা হয়। এবং বিয়ের দিনে অনুপমের মামা বাড়ি থেকে সেকরা নিয়ে যায় এবং বায়না ধরে বিয়ের আগে কণ্যার অলংকার গুলো পরিক্ষা করবে। তখন কল্যাণীর বাবা অনুপমে বিষয়টি জানায়। অনুপম কিছুই বলে না অনুপম বলে আমার মামার উপরে আমার কোনো কথা নাই। অনুপমের মামার কথা মতো তাই হয় কিন্তু এখানেই এই গল্পটি জটিলতায় রুপ নেয়। সেকরা যখন অলংকার পরিক্ষা করে তখন দেখে বিয়ের সকল গহণা আসল কিন্তু অনুপমের মামার দেওয়া গহণা নকল। 

তখন কল্যাণীর বাবা বর যাত্রীর সবাইকে ডেকে খেতে যেতে বলে অনুপমের মামা বলে বিয়ের আগে কেন খেতে হবে এ এমন কথা? যাই হোক তারপর বরযাত্রীকে খেতে বসাই। সবার খাওয়া-দাওয়া শেষ হলে কল্যাণীর বাবা জানায় আমি আমার মেয়ের বিয়ে এমন পরিবারে দিব না। আপনারা সবাই বিয়ের আসর ছেড়ে চলে যেতে পারেন। তখন সবার এই অপমান গায়ে বাঁধে। বরযাত্রীরা বলে আমাদের এভাবে ঠকাবে আমরা কখনো ভাবতে পারিনি। আমাদের এভাবে খাইয়ে-দাইয়ে মেয়ের বিয়ে না দিয়ে আমাদেরকে ফেরত পাঠাবে। 

তারপর বিয়ে ভেঙে যায় আর এদিকে অনুুপমের নায়িকা কল্যানী অপরিচিতা সেই অপরিচিতাই থেকে যায়। অবশ্য পরবর্তীতে আবার অনুপম আর কল্যাণীর দেখা হয়েছিলো ট্রেনের মধ্যে। অনুপম তার আগের নিশ্চুপ থাকার যে ভুলটা সেটা শুধরে নেওয়া চেষ্টা করেছিলো। কিন্তু কল্যাণী ব্রত করেছিলো সেই আর বিয়ে করবে না। তাই বলা যায় যে, অনুপমের মনের বসন্তের কোকিল অপরিচিতা সেই অপরিচিতা থেকে যায়।

অপরিচিতা গল্পের (MCQ)

১. অনুপমের বাবা কি করে জীকিা নিবার্হ করতেন?
ক. ডাক্তার খ. ওকালতি
গ. মাস্টার ঘ. ব্যবসা
উত্তর: খ. ওকালতি।

২. মামাকে ভাগ্য দেবতার প্রধান এজন্ট বলার কারণ তার?
ক. প্রতিপ্রত্তি খ. প্রভাব
গ. বিচক্ষণতা গ. কূট বুদ্ধি
উত্তর: খ. প্রভাব।

৩. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৬১ খ. ১৮৬২
গ. ১৮৬৩ ঘ. ১৮৬৪
উত্তর: ক. ১৮৬১

৪. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা কে?
ক. বিশ্বকবি খ. প্রথম চৌধুরি
গ. বঙ্কিমচন্দ্র ঘ. শরৎচন্দ্র
উত্তর: ক. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

৫. অপরিচিতা গল্প অনুযায়ী দৈর্য্যে বা হিসেবে কোন জীবনটা বড় নয়?
ক. ছাত্র জীবন খ. কর্মজীবন
গ. দাম্পত্যজীবন ঘ.সাতাশ বছর বয়সের জীবন
উত্তর: ঘ. সাতাশ বছর বয়সের জীবন।

৬. সাতাশ বছর বয়সের একটু কি আছে?
ক. বিশেষ গুরুত্ব খ. বিশেষ মর্যাদা
গ. বিশেষ যন্ত্রনা ঘ. প্রাণের আবেগ
উত্তর: খ. বিশেষ মর্যাদা।

৭. রবীন্দ্রনাথ ঠাকুর কোন অভিধায় সম্ভাষিত?
ক. বিশ্বকবি খ. চারণ কবি
গ. জাতীয় কবি ঘ. নাগরিক কবি
উত্তর: ক. বিশ্বকবি।

৮. গল্পগুচ্ছে কতটি গল্প সংকলিত হয়েছে?
ক. ৯১ খ. ৯২
গ. ৯৪ ঘ. ৯৫
উত্তর: ঘ. ৯৫

৯. রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার শিলাইদহে বসবাস করেছিলেন কেন?
ক. সাহিত্য সাধনার জন্য খ. জমিদারি দেখাশোনার জন্য
গ. প্রকৃতির কাছে থাকার জন্য ঘ. মানুষের কাছাকাছি থাকার জন্য
উত্তর: খ. জমিদারি দেখাশোনার জন্য।

১০. কোথায় বসবাসের কাল রবীন্দ্রনাথের ছোটগল্প রচনার স্বর্ণযুগ?
ক. শান্তিনিকেতন খ.জোড়াসাঁকো
গ. শাহজাদপুর ঘ. শিলাইদহ
উত্তর: ঘ. শিলাইদহ।

১১. শেষের কবিতা কি?
ক. কবিতা খ. ছোটগল্প
গ. নাটক ঘ. উপন্যাস
উত্তর: ঘ. উপন্যাস।

১২. অপরিচিতা গল্পে ফুলের বুকের উপরে কি এসে বসেছিলো?
ক. মৌমাছি খ. বোলতা
গ. প্রজাপতি ঘ. ভ্রমর
উত্তর: ঘ. ভ্রমর।

১৩. সেই ইতিহাসটুকু আকারে ছোট। এখানে কিসের ইতিহাসের কথা বলা হয়েছে?
ক. কল্যাণীর বিয়ের খ.অনুপমের সাতাশ বছরের জীবনের
গ. কল্যাণীর স্কুল প্রতিষ্ঠার ঘ. অনুপমের রেল ভ্রমনের
উত্তর: খ. অনুপমের সাতাশ বছরের জীবনের।

১৪. কারা অনুপমের ছোট লেখার রস বুঝবেন?
ক. ছোটকে যারা সামান্য বলে ভুল করে না খ. যারা সাহিত্যেরস আস্বাদনে পটু
গ. ছোটকে যারা ক্ষুদ্র জ্ঞান করেন না ঘ. যারা সাহিত্যে সমালোচনার সিদ্ধহস্ত
উত্তর: ক. ছোটকে যারা সামান্য বলে ভুল করে না।

১৫. অনুপমের শিক্ষাগত যোগ্যতা কি?
ক. মেট্রিক খ. আইএ
গ. বিএ ঘ. এমএ
উত্তর: ঘ. এমএ।

১৬. ছেলেবেলায় অনুপমের সুন্দর চেহারা নিয়ে পণ্ডিত মশায় তাকে কোন ফলের সাথে তুলনা করতেন?
ক. টমেটো খ. জাম্বুরা
গ. কাঁঠাল ঘ. মাকাল
উত্তর: ঘ. মাকাল।

১৭. ছেলেবেলায় অনুপমের সুন্দর চেহার নিয়ে পণ্ডিত মশায় তাকে কোন ফুলের সাথে তুলনা করতেন?
ক. শ্বেত পদ্ম খ. রজনীগন্ধা
গ. শিমুল ঘ. বকুল
উত্তর: গ. শিমুল।

১৮. অনুপমের পিতার অর্জিত সম্পত্তি ভোগ করার সময় নিমেষমাত্র না পাওয়ার কারণ কি?
ক. অসুস্থতা খ. কৃপণতা
গ. অকালমৃত্যেু ঘ. উদাসীনতা
উত্তর: গ. অকালমৃত্যেু।

১৯. অনুপম কার হাতে মানুষ?
ক. মায়ের খ. বাবার
গ. মামার ঘ. ধাত্রীর
উত্তর: ক. মায়ের।

২০. অনুপমের মা কেমন ঘরের মেয়ে?
ক. বামুন খ. গরিব
গ.কায়েত ঘ. ধনী
উত্তর: খ. গরিব।

২১. কন্যার পিতা মাএই অনুপমকে কী বলে স্বীকার করবেন?
ক. নেশাখোর খ. সৌম্যকান্তি
গ. সেকরা ঘ. সৎপাত্র
উত্তর: ঘ. সৎপাত্র।

২২. সেইজন্য শেষ পর্যন্ত আমার পুরাপুরি বয়সই হইল না-এ কথাটির অন্তর্নিহিত বক্তব্য কি?
ক. অনুপম শেষ পর্যন্ত চির কিশোর রয়ে গেল খ. নির্দিষ্ট একটি স্তরে অনুপমের বয়স আটকে আছে
গ. অনুপম স্বাবলম্বী পুরুষ হতে পারল না ঘ. অনুপম শেষ পর্যন্ত চির নবীনই রয়ে গেল
উত্তর: গ. অনুপম শেষ পর্যন্ত স্বাবলম্বী পুরুষ হতে পারল না।

২৩. কাকে দেখলে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই বলে মনে হয়?
ক. কার্তিক খ. অনুপমকে
গ. হরিশ ঘ. মামা
উত্তর: খ. অনুপমকে।

২৪. অনুপমের থেকে তার মামা বড়জোর কত বছরের বড়?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. ছয়
উত্তর: ঘ. ছয় বছরের।

২৫. অপরিচিতা গল্পে ফল্লুর বালি বলতে কি বোঝানো হয়েছে?
ক. সবকিছু গোপন করা খ. সবকিছু আগলে রাখা
গ. সবকিছু আত্মসাৎ কার ঘ. সবকিছু দখল করা
উত্তর: খ. সবকিছু আগলে রাখা।

২৬. অনুপম নিতান্তই ভালো মানুষ কেন?
ক. ধূমপানের অভ্যাস না থাকায় খ. ভালো মানুষ হওয়ার কোনো ঝঞাট নেই বলে
গ. মন্দলোকের সাথে না মেশায় ঘ. ভালো বংশে জন্মগ্রহণ করায়
উত্তর: খ. ভালো মানুষ হওয়ার কোনো ঝঞাট নেই বলে।

২৭. অনুপমের মায়ের আদেশ মেনে চলার ক্ষমতা ছিল কেন?
ক. মায়ের কোলে মানুষ বলে খ. নিজের কোনো আর-রোজগার ছিল না বলে
গ. না মানার ক্ষমতা ছিল না বলে ঘ. মামার তত্বাবধানে ছিল বলে
উত্তর: গ. না মানার ক্ষমতা ছিল না বলে।

২৮. কেমন ঘর থেকে অনুপমের সম্বন্ধ এসেছিল?
ক. খান্দানি ঘর থেকে খ. বনেদি ঘর থেকে
গ. বড় বড় ঘর থেকে ঘ. ছোট ছোট ঘর থেকে
উত্তর: গ. বড় বড় ঘর থেকে।

২৯. অপরিচিতা গল্পে উল্লেখকৃত বিবাহ সম্বন্ধে কার একটা বিশেষ মত ছিল?
ক. অনুপমের খ. মায়ের
গ. মামার ঘ. কল্যাণীর
উত্তর: গ. মামার।

৩০. টাকার প্রতি আসক্তিটা মামার কিসের সাথে জড়িত?
ক. অস্থি-মজ্জার সাথে খ. অস্থি-চামড়ার সাথে
গ. হাড়গোড়ের সাথে ঘ. রক্ত-মাংসের সাথেে
উত্তর: ক. অস্থি-মজ্জার সাথে

৩১. অনুপমের বন্ধুর নাম কি?
ক. কল্যাণী খ. হরিশ
গ. শম্ভুনাথ ঘ.বিনু
উত্তর: খ. হরিশ।

৩২. হরিশ কোথায় কাজ করে?
ক. মালদহে খ. বীরভূমে
গ. কানপুরে ঘ. ভুজপুরে
উত্তর: গ.কানপুরে।

৩৩. হরিশ ছুটিতে কোথায় এসেছিলো?
ক.মালদহে খ. কানপুরে
গ. আসানসোলে ঘ. কলকাতায়
উত্তর: ঘ. কলকাতায়।

৩৪. অনুপমের মন উতলা বলতে কি বোঝানো হয়েছে?
ক. উদ্বেগ খ. উৎকণ্ঠা
গ. শঙ্কা ঘ. আকুলতা
উত্তর: ঘ. আকুলতা

৩৫. এই অবকাশ বলতে কোন সময়ের কথা বোঝানো হয়েছে?
ক. এম.এ.পাসের পরের সময় খ. বিয়ের সিদ্ধান্ত হওয়ার পরের সময়
গ. কলেজের ছুটির সময় ঘ. বিয়ের আয়োজনের পূর্বের সময়
উত্তর: ক. এম.এ.পাসের পরের সময়।

৩৬. কোন বাতাশে অনুপমের শরীর মন কাঁপতে লাগল?
ক. গ্রীষ্মের খ. বর্ষার
গ. শীতের ঘ. বসন্তের
উত্তর: ঘ. বসন্তের।

৩৭. হরিশ কোন বিষয়ে অদ্বিতীয় ছিল?
ক. ঘটকালিতে খ. তাস পেটাতে
গ. আসর জমাতে ঘ. গুল মারতেে
উত্তর: গ. আসর জমাতে।

৩৮. কার মন তৃষ্ণার্ত?
ক. হরিশের খ. অনুপমের
গ. মামার ঘ. মায়ের
উত্তর: খ. অনুপমের।

৩৯. মামা কাকে পেলে ছাড়তে েচান না?
ক. অনুপমকে খ. হরিশকে
গ. কল্যাণীকে ঘ. শম্ভুনাথ বাবুকে
উত্তর: খ. হরিশকে।

৪০. কথাটা কার বৈঠকে উঠল?
ক. বাবার খ. মায়ের
গ. হরিশের ঘ. মামার
উত্তর: ঘ. মামার।

৪১. মামার কাছে মেয়ের চেয়ে বাবার খবরটা কেমন?
ক. গুরুতর খ. গুরুত্বপূর্ণ
গ. জরুরি ঘ. সাংঘাতিক
উত্তর: ক. গুরুতর।

৪২. অপরিচিতা গল্পে উল্লেখিত মেয়ের বাবার দেশত্যাগ করে পশ্চিমে গিয়ে বাস করার কারণ কি?
ক. দেশে সুন্দরী কন্যা নিয়ে বাস করা দায় খ. আর্থিক দৈন্যে দেশে সমাজ রক্ষা করা দায়
গ. পশ্চিমে বেশিরভাগ মানুষ অবস্থিত ঘ. মেয়ের বয়স বেশি হয়ে যাওয়ায়
উত্তর: খ. আর্থিক দৈন্য দেশে সমাজ রক্ষা করা দায়।

৪৩. পশ্চিমে মেয়ের বাবা কি অবস্থায় থাকেন?
ক. রাজার হালে খ. জমিদারের হালে
গ. প্রজার হালে ঘ. গরিব গৃহস্থের মতো
উত্তর: ঘ. গরিব গৃহস্থের মতো

৪৪. মামার মন ভার হওয়ার পেছনে অন্তর্নিহিত কারণটি হলো
ক. কৌলীন্যপ্রথা খ. যৌতুকপ্রথা
গ. বাল্যবিবাহের রীতি ঘ. বর্ণপ্রথা
উত্তর: গ. বাল্যবিবাহের রীতি

৪৫. বরের হাট মহার্ঘ কেন?
ক. যোগ্য বরের অভাবে খ. যৌতুকের কারণে
গ. স্থান-কাল-পাত্রের বাছবিচারে ঘ. মেয়ের বয়সের কারণে
উত্তর: খ. যৌতুকের কারণে।

৪৬. হরিসের সরদ রসনার গুণে কার মন নরম হলো?
ক. মায়ের খ. মামার
গ. শম্ভুনাথের ঘ. কল্যাণীর
উত্তর: খ. মামার।

৪৭. অপরিচিতা গল্পে বিবাহের ভূমিকা-অংশটি বলতে কি বুঝানো হয়েছে?
ক. ছেলের খোঁজখবর খ. মেয়ের খোঁজখবর
গ. যৌতুক সংক্রান্ত আলোচনা ঘ. পণের অঙ্ক নির্ধারণ
উত্তর: খ. মেয়ের খোঁজখবর।

৪৮. কলকাতার বাইরে বাকি পৃথিবীটাকে মামা কিসের অন্তর্গত বলে মনে করেন?
ক. আন্দামান দ্বীপ খ. লঙ্কা দ্বীপ
গ. সুবর্ণদ্বীপ ঘ. নিঝুম দ্বীপ
উত্তর: ক. আন্দামান দ্বীপ।

৪৯. অনুপমের নিজের চোখে মেয়ে দেখা হলো না কেন?
ক. বিষয়টি আপত্তিকর বলে খ. কুলীন বংশে এটি চলে না বলে
গ. মামার এতে ঘোরতর আপত্তি ছিল ঘ. সাহস করে প্রস্তাব করতে না পারায়
উত্তর: ঘ. সাহস করে প্রস্তাব করতে না পারায়।

৫০. বিনুদাদা ফিরে এসে মেয়ে সম্পর্কে কি বললেন?
ক. মেয়ে চমৎকার সুন্দরী খ. মেয়েটা খুবই মিষ্টি
গ. খাঁটি সোনা বটে ঘ.হীরের টুকরা একটা
উত্তর: গ. খাঁটি সোনা বটে।

৫১. বিনুদাদার ভাষাটা কেমন?
ক. বড় নীরস খ. অত্যান্ত আঁট
গ. নিত্যান্ত সাদামাটা ঘ. চলনসই
উত্তর: খ. অত্যান্ত আঁট।

৫২. যেখানে আমরা চমৎকার বলি, সেখানে বিনুদা কি বলেন?
ক. মোটামুটি খ. দারুণ
গ. সাংঘাতিক ঘ. চলনসই
উত্তর: চলনসই।

৫৩. অপরিচিতা গল্পের কন্যার পিতার নাম কি?
ক. বিশ্বনাথ ষোঘ খ. শম্ভুনাথ সেন
গ. আদ্যিনাথ বৈদ্য ঘ. বিশ্বন্ডর দাস
উত্তর: খ. শম্ভুনাথ সেন।

৫৪.বিয়ের কত দিন পূর্বে কন্যার পিতা পাত্রকে দেখেন?
ক. একদিন খ. দুই দিন
গ. তিন দিন ঘ. চারদিন
উত্তর: গ. তিনদিন।

৫৫. অপরিচিতা গল্পের কন্যার পিতার বয়স কত?
ক. চল্লিশের কিছু এপারে বা ওপারে খ. পঁয়তাল্লিশের কিছু এপারে ওপারে
গ. পঞ্চাশের কিছু এপারে ওপারে ঘ. পঞ্চান্নর কিছু এপারে ওপারেে
উত্তর: ক. চল্লিশের কিছু এপারে বা ওপারে।

৫৬. পাত্র দেখে কন্যার বাপ খুশি কিনা তা বোঝা শক্ত ছিল। কারণ?
ক. তিনি ছিলেন অন্যমনস্ক খ. তিনি ছিলেন খুবই চুপচাপ
গ. তিনি ছিলেন খুবই চাপা স্বভাবের ঘ. তিনি ছিলেন খুবই গম্ভীর
উত্তর: খ. তিনি ছিলেন খুবই চুপচাপ।

৫৭. কী কারণে মামার মুখ অনর্গল ছুটছিলো?
ক. অভ্যাসবশে খ. মুদ্রাদোষে
গ. ধম-মানের বাগাড়ম্বরে ঘ. যৌতুকের লোভে
উত্তর: গ. ধন-মানের বাগাড়ম্বরে।

৫৮. পণ সম্বন্ধে দুই পক্ষে কেমন কথা ঠিক হয়েছিলো?
ক. পাকাপাকি খ. বাঁধাধরা
গ. কড়াকড়ি ঘ. মোটামুটি
উত্তর: ক. পাকাপাকি।

৫৯. মামা নিজেকে কি হিসেবে জ্ঞান করেন?
ক. কঠোর হিসাবি খ. অসামান্য চতুর
গ. সংসারের কাণ্ডারি ঘ. মহাজ্ঞানী
উত্তর: খ. অসামান্য চতুর।

৬০. অনুপমের দৃষ্টিতে দেনা-পাওনার বিষয়টি কেমন ছিল?
ক. সূক্ষ্ম খ. স্থূল
গ. সাধারণ ঘ.অসাধারণ
উত্তর: খ. স্থূল।

৬১. দেনা-পাওনা বিষয়টিকে অনুপম বিয়ের কোন অংশ বলে জানত?
ক. প্রধান অংশ খ. সাধারণ অংশ
গ. মুখ্য অংশ ঘ. গৌণ অংশ
উত্তর: ক. প্রধান অংশ।

৬২. পাত্রপক্ষ থেকে দেনা-পাওনার ভার কার উপর ছিল?
ক. মায়ের ওপর খ. বিনুদাদার ওপর
গ. মামার ওপর ঘ. হরিশের ওপর
উত্তর: গ. মামার ওপর।

৬৩. মামা অনুপমের সংসারে প্রধান গর্বের সামগ্রী কেন?
ক. অনেক চতুর বলে খ. আশ্চর্য পাকা লোক বলে
গ. কাজে খুব দক্ষ বলে ঘ. অসাধারণ মেধাবী বলে।
উত্তর: খ. আশ্চর্য পাকা লোক বলে।

৬৪. মামা অনুপমদের সংসারে কি হিসেবে গণ্য হন?
ক. গর্বের বস্তু খ. শাখের করাত
গ. দুধের মাছি ঘ. বসন্তের কোকিল
উত্তর: ক. গর্বের বস্তু।

৬৫. আদমশুমারি শব্দটি কোন ভাষার অভিধায় দেখা যায়?
ক. আমাদের বৈশিষ্ট্য নিরূপণ খ. আদমের ধৈর্যশক্তি
গ. আমাদের বিশ্বভ্রমণ ঘ. হিন্দি
উত্তর: ক. আমাদের বৈশিষ্ট্য নিরুপণ।

৬৬.মামার সঙ্গে মা একযোগে হাসলেন কেন?
ক. পাত্রীপক্ষের ধনসম্পদের কথা ভেবে খ. পাত্রী পক্ষের দুরবস্থা কল্পনা করে
গ. পাত্রীপক্ষের দুর্দশা দেখে ঘ. বিয়েতে ছেলের খুশি দেখে
উত্তর: খ. পাত্রীপক্ষের দুরবস্থা কল্পনা করে।

৬৭. বরযাত্রীর বাদ্য বাজনাকে অনুপম কী বলে অভিহিত করেছে?
ক. সুরলহরি খ. বাজখাঁই আওয়াজ
গ. বর্বর কোলাহল ঘ. সরস্বতীয় সংগীত
উত্তর: গ. বর্বর কোলাহল।

৬৮. কে বিয়ে বিয়ে বাড়িতে ঢুকে খুশি হলেন না?
ক. মামা খ. বিনুদাদা
গ. হরিশ ঘ. অনুপম
উত্তর: ক. মামা।

৬৯. অপরিচিতা গল্পের বিয়ের আয়োজন কী রকমের ছিল?
ক. মধ্য রকমের খ. নিতান্ত মধ্যম রকমের
গ. দায়সারাগাছের ঘ. জমকালো
উত্তর: খ. নিতান্ত মধ্যম রকামের।

৭০. অপরিচিতা গল্পে কার মুখে কোনো কথা নেই?
ক. মামার খ. অনুপমের
গ. শম্ভুনাথের ঘ. বিনুদাদার
উত্তর: গ. শম্ভুনাথের।

৭১. বাবাজি, একবার এই দিকে আসতে হচ্ছে-একথা কে বলেছিলো?
ক. শম্ভুনাথের খ. বিনুদাদা
গ. বিশ্বন্ডর বাবু ঘ. পাত্রের মামা
উত্তর: ক. শম্ভুনাথের।


৭২. পাত্রীপক্ষের গহণা গুলো কেমন?
ক. প্রাচীন ঐতিহ্যের নিদর্শন খ. পুরাতন আমলের কারুকার্যময়
গ. যেমন মোটা তেমনি ভারী ঘ. যেমন-মোটা তেমনি বিশ্রী
উত্তর: গ. যেমন মোটা তেমনি ভারী।

৭৩. পাত্রপক্ষের দেওয়া এয়ারিংজোড়াকে সেকরা কী বলে অভিহিত করেছে?
ক. প্রাচীন আমলের মাল খ. বিলেতি মাল
গ. বিদেশী মাল ঘ. হাল ফ্যাশনের মাল
উত্তর: খ. বিলেতি মাল।

৭৪. বিয়ের আসরে মামা অনুপমের সামনে কি রূপে অবস্থান করছিলেন?
ক. সংসারের কাণ্ডারি খ. মূর্তিমতী মাতৃ-আজ্ঞা
গ. একমাত্র অভিভাবক ঘ. সাক্ষাৎ যমদূত
উত্তর: খ. মূর্তিমতী-মাতৃ-আজ্ঞা।

৭৫. ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করার ইচ্ছা কার নেই?
ক. মামার খ. অনুপমের
গ. শম্ভুনাথ সেনের ঘ. কল্যাণীর
উত্তর: শম্ভুনাথ সেনের।

৭৬. বিয়ের আসরে অনুপম সম্পর্কে কি প্রমাণ হয়ে গিয়েছিলো?
ক. আদর্শ পাত্র খ. কথা বলার মতো সে কেউ না
গ. সুপাত্র ঘ. মাকাল ফল
উত্তর: খ. কথা বলার মতো সে কেউ না।

৭৭. পাত্রের বাড়ির সবাই রেগে আগুন হয়েছিল কেন?
ক. কন্যার পিতার ব্যবহারে খ. কন্যার পিতার গুমরে
গ. বিনোদনের ব্যবস্থা না থাকায় ঘ. যৌতুক হাতছাড়া হওয়ায়
উত্তর: খ. কন্যার পিতার গুমরে।

৭৮. মা কি নিয়ে নালিশ করবেন বলে গোল করে বেড়াতে লাগলেন?
ক. বিয়ে না দিয়ে খাইয়ে দেওয়ার জন্য খ. পণসামগ্রী নিয়ে বাড়াবাড়ি করায়
গ. বিয়ের চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে ঘ. বিয়ের নামে কন্যাপক্ষ তামাশা করায়
উত্তর: গ. বিয়ের চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে।

৭৯. মামা বিবাহ সম্বন্ধের কথা তুলতে পারেন না কেন?
ক. দুঃখে খ. ক্ষোভে
গ. রাগে ঘ. লজ্জায়
উত্তর: ঘ. লজ্জায়।

৮০. অনুপম কাকে নিয়ে তীর্থে যাচ্ছিল?
ক. মামাকে খ. মাকে
গ. বিনুদাদাকে ঘ. কল্যাণীকে
উত্তর: খ. মাকে।

৮১. অনুপমের কাছে চিরকালই সবচেয়ে বড় সত্য কি?
ক. গলার স্বর খ. জন্ম-মৃত্যু
গ. বিবাহ ঘ. মনুষ্যত্ব
উত্তর: ক. গলার স্বর।

৮২. অপরিচিতা গল্পের নায়কের কাছে কোন ক্লাসের টিকিট ছিল?
ক. ভিআইপি খ. ফাস্ট ক্লাস
গ. সেকেন্ড ক্লাস ঘ. থার্ড ক্লাস
উত্তর: খ. ফাস্ট ক্লাস।

৮৩. রেলভ্রমণকালে দেখা মেয়েটির সুুধাকণ্ঠকে অনুপম কিসের সাথে তুলনা করেছে?
ক. জিয়ন কাঠি খ. সোনার কাঠি
গ. রূপার কাঠি ঘ. হীরার কাঠি
উত্তর: খ. সোনার কাঠি।

৮৪. মেয়েটিকে চানাবুট খেতে দেখে অনুপমের কী অনুভূত হয়েছিলো?
ক. বিরক্তি খ. রাগ
গ. লোভ ঘ. ঘৃণা
উত্তর: গ. লোভ।

৮৫. রেলের কামরায় দুট বেঞ্চ কার জন্য রিজার্ভ করার কথা বলা হয়েছিলো?
ক. মেজর জেনারেল সাহেবের খ. জেনারেল সাহেবের
গ. ইংরেজ জেনারেল সাহেবের ঘ. বড় লাট সাহেবের
উত্তর: গ. ইংরেজ জেনারেল সাহেবের কাছে।

৮৬. শম্ভুনাথ সেন পেশায় কি ছিলেন?
ক. উকিল খ. মোক্তার
গ. মাস্টার ঘ. ডাক্তার
উত্তর: ঘ. ডাক্তার।

৮৭. কল্যাণী বিয়ে করবে না কেন?
ক. লগ্নভ্রষ্ট হওয়ায় খ. মাতৃ-আজ্ঞায়
গ. পিতৃ-আজ্ঞায় ঘ. বয়স হওয়ায়
উত্তর: খ. মাতৃ-আজ্ঞায়।

৮৮. কল্যাণী কিসের ব্রত গ্রহণ করেছে?
ক. দেশমাতৃকার সেবার খ. দেশমাতাকে উদ্ধারের
গ. মেয়ে শিক্ষার ঘ. সমাজ সংস্কারের
উত্তর: গ. মেয়ে শিক্ষার।

৮৯.জায়গা আছে-এটি অনুপমের জীবনে কী হিসেবে প্রতিভাত হয়েছে?
ক. চিরজীবনের গানের ধুয়া খ. চিরজীবনের স্তানির্বাণ আশা
গ. জীবনের অক্ষয় নিদর্শন ঘ. জীবনের পরম প্রত্যাশা
উত্তর: ক. চিরজীবনের গানের ধুয়া।

৯০. অনুপম যখন কল্যাণীর পাশে আসে তখন তার বয়স কত ছিল?
ক. বাইশ খ. তেইশ
গ. চব্বিশ ঘ. পঁচিশ
উত্তর: খ. তেইশ।

৯১. অনুপম কত বছর ধরে কল্যাণীর পাশে অবস্থান করেছে?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
উত্তর: গ. চার।

৯২. বছরের পর বছর অনুপম কোথায় অবস্থান করেছে?
ক. বাবার পাশে খ. মামার পাশে
গ. বন্ধুর পাশে ঘ. কল্যাণীর পাশে
উত্তর: ঘ. কল্যাণীর পাশে।

৯৩. সবকিছুর পরেও অনুপম তার ভাগ্যকে কেমন বলেছে?
ক. একপ্রকার ভালে খ. ভালো
গ. মোটামুটি ঘ. চমৎকার
উত্তর: খ. ভালো।

৯৪. অপরিচিতা গল্পে হাঁফ শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে?
ক. অর্ধেক খ. সংগীতের বিশেষ রাগ
গ. হাল্কা ঘ. দম
উত্তর: ঘ. দম।

৯৫. যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে তাকে কি বলে?
ক. রোহিণী খ. গৌরী
গ. স্বয়ংবরা ঘ. কুমারী
উত্তর: গ. স্বয়ংবরা।

৯৬. মাকাল ফল কথাটি কোন বিশেষ অর্থে ব্যবহৃত হয়?
ক. গুণবান খ. গুণহীন
গ. জ্ঞানবান ঘ. জ্ঞানহীন
উত্তর: গুনহীন।

৯৭. গণ্ডূষ শব্দটির অর্থ কি?
ক. এক কোষ জল খ. এক ঘটি জল
গ. এক কলসি জল ঘ. এক গ্লাস জল
উত্তর: ক. এক কোষ জল।

৯৮. দক্ষযজ্ঞ বলতে অপরিচিতা গল্পে কোনটিকে বুঝানো হয়েছে?
ক. যজ্ঞানুষ্ঠান খ. হট্টগোল
গ. দক্ষের পূজা ঘ. শিবপূজা
উত্তর: খ. হট্টগোল।

৯৯. গানের যে অংশ দোহাররা বারবার পরিবেশন করে তাকে কি বলে?
ক. সঞ্চারী ক. অন্তরা
গ. স্থায়ী ঘ. ধুয়া
উত্তর: ঘ. ধুয়া।

১০০. মকর এ সমার্থক শব্দ কোনটি?
ক. বিড়াল খ. হরিণ
গ. কুমির ঘ. শিয়াল
উত্তর: গ. কুমির।

১০১. সবুজপত্র মাসিক পত্রের সম্পাদক কে ছিলেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. প্রমথ চৌধুরি
গ. দেবেন্দ্রনাথ ঠাকুর ঘ. অক্ষয়কুমার দত্ত
উত্তর: খ. প্রমথ চৌধুরি।

১০২. অপরিচিতা গল্পের কল্যাণী চরিত্রের ক্ষেত্রে প্রযোজ্য
ক. স্বয়ংসম্পূর্ণ খ. পরমুখাপেক্ষী
গ. দুর্বল ব্যক্তিত্ব ঘ. বলিষ্ঠ ব্যক্তিত্ব
উত্তর: ঘ. বলিষ্ঠ ব্যক্তিত্ব।

১০৩. অপরিচিতা কোন পুরুষের জবানিতে লেখা গল্প?
ক. মধ্যম পুরুষ খ. শেষ পুরুষ
গ. কাল পুরুষ ঘ. উত্তম পুরুষ
উত্তর: ঘ. উত্তম পুরুষ।

১০৪. অপরিচিতা গল্পের বিশেষ দিক কোনটি?
ক. নারীর সঠিক মূল্যায়ন খ. পুরুষতন্ত্রের অমানবিকতা
গ. পরুষের আধিপত্য প্রতিষ্ঠা ঘ. নারীশিক্ষার প্রসার
উত্তর: খ. পুরুষতন্ত্রের অমানবিকতা।

১০৫. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম কি?
ক. দেনাপাওনা খ. নষ্টনীড়
গ. মুসলমানীর গল্প ঘ. অতিথি
উত্তর: গ. মুসলমানীর গল্প।

১০৬. অনুপমের মামাকে কথায় দমানো শক্ত কেন?
ক. বাঁচাল বলে খ. অনর্গল বলেন বলে
গ. গায়ের জোর বেশি বলে ঘ. অন্যের কথা শোনো না বলে
উত্তর: খ. অনর্গল বলেন বলে।

১০৭. উমেদারি মানে কি?
ক. উৎসাহী হওয়া খ. উদ্বিগ্ন হওয়া
গ. ধরনা দেওয়া ঘ. তোষামোদি করা
উত্তর: গ. ধরনা দেওয়া।

১০৮. অনুপমের বাড়ির সকলের রেগে আগুন হওয়ার কারণ কি?
ক. অপরিচ্ছন্ন পরিবেশ খ. নকল সোনার গহনা
গ. বিয়ের আয়োজনে দীনতায় ঘ. শম্ভুনাথের একগুঁয়েমিতায়
উত্তর: ঘ. শম্ভুনাথের একগুঁয়েমিতায়।

১০৯. তাহা ইইলে তামাশায় যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে। এখানে তামাশা হলো?
ক. অসম্মান খ. অপবাদ
গ. অপমান ঘ. অকল্যাণ
উত্তর: গ. অপমান।

১১০. অনুপম রেলস্টেশনে কি ফেলে গেল?
ক. ক্যামেরা খ. ফটোগ্রাফি
গ. বই ঘ. ডাইরি
উত্তর: ক্যামেরা।

১১১. অনুপমের বিয়ে না হওয়ার জন্য দায়ী
ক. মায়ের লোভ খ. মামার একগুয়েমি
গ. কুসংস্কার ঘ. তৎকালীন সমাজ
উত্তর: খ. মামার একগুয়েমি।

১১২. ফল্লুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে লইয়াছেন। এই ফল্লু নদীর বৈশিষ্ট্য কি?
ক. অন্তঃসলিলা খ. খরস্রোতা
গ. জোয়ার-ভাটাহীন ঘ. দ্বীপবেষ্টিত
উত্তর: ক. অন্তঃসলিলা

১১৩. রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত প্রথম ছোটগল্প কোনটি?
ক. মুক্তি খ. মন্দির
গ. পুঁইমাচা ঘ. ভিখারিনী
উত্তর: ঘ. ভিখারিনী।

১১৪. অপরিচিতা গল্পে ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তাঁর উপরে চোখ পড়িবার মতো চেহারা কার?
ক. উকিলবাবুর খ. শম্ভুনাথবাবুর
গ. হরিশের ঘ. বিনুদাদার
উত্তর: খ. শম্ভুনাথবাবুর।

১১৫. গজানন কাকে বলে?
ক. গণেশকে খ. রাবণকে
গ. হনুমানকে ঘ. কার্তিককে
উত্তর: গণেজকে।

১১৬. অনুপম প্রতিদিন কখন বিনুদাদার বাড়িতে যেত?
ক. সকালে খ. বিকালে
গ. দুপুরে ঘ. সন্ধ্যায়
উত্তর: সন্ধ্যায়।

১১৭. বাপের এক মেয়ে যে বড়ো আদরের মেয়ে-কার কথা বোঝানো হয়েছে এখানে?
ক. বিলাসী খ. নিরুপমা
গ. কল্যাণী ঘ. জয়া
উত্তর: গ. কল্যাণী।

১১৮. তবু ইহার বিশেষ মূল্য আছে এখানে কিসের মূল্যের কথা বলা হয়েছে?
ক. অনুপমের জীবনের খ. অনুপমের মরণের
গ. অনুপমের কর্মের ঘ. অনুপমের ধর্মের
উত্তর: ক. অনুপমের জীবনের।


১১৯. অনুপমের শ্বশুরবাড়িতে কে বরযাত্রীদের সাথে অজস্র বিনয় দেখাচ্ছিল?
ক. শম্ভুনাথের ব্যবসায়ী বন্ধু খ. শম্ভুনাথের বাবার বন্ধু
গ. শম্ভুনাথের ডাক্তার বন্ধু ঘ. শম্ভুনাথের উকিল বন্ধু
উত্তর: ঘ. শম্ভুনাথের উকিল বন্ধু।

১২০. অনুপমের পিতা মারা গেলেন কোন সময়?
ক. অকালে খ. পক্ষাঘাতে
গ. নির্যাতনে ঘ. অভিমানে
উত্তরে: অকালে।

১২১. আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না। অপরিচিতা গল্পের শম্ভুনাথ সেনের এ কথা বলার কারণ কি?
ক. ক্ষমা প্রার্থনা খ. ক্রোধ প্রদর্শন
গ. ভদ্রতা প্রদর্শন ঘ. মেয়ের বিয়ে না দেওয়া
উত্তর: ঘ. মেয়ের বিয়ে না দেওয়া।

১২২. রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক জমিদারি কোথায় ছিল?
ক. ফরিদপুরে খ. কুষ্টিয়ায়
গ. নাটোরে ঘ. যশোরে
উত্তরে: কুষ্টিয়ায়।

১২৩. অনুপমের মামার জীবনের একমাত্র লক্ষ্য কি?
ক. অনুপমের সম্পত্তির মালিক হবেন সে খ. মান, সম্মান অর্জন করবেন
গ. তিনি কারও কাছে ঠকিবেন না ঘ. অন্যের ঋণ পরিশোধ করিবেন না
উত্তর: গ. তিনি কারও কাছে ঠকিবেন না।

১২৪. কল্যাণী টিকিটগুলো কোথায় ছুড়ে ফেলল?
ক. সিটে খ. গেইটে
গ. বার্থে ঘ. প্লাটফর্মে
উত্তর: ঘ. প্লাটফর্মে।

১২৫. অনুপমের পিসতুতো ভাইয়ের নাম কি?
ক. অনুপ খ. বিনু
গ. গদাধর ঘ. প্রদীপ
উত্তর: খ. বিনু।

১২৬. শম্ভুনাথ বাবু গহনাগুলো কিসে বেঁধে এনেছিলেন?
ক. রুমালে খ. ধুতির আঁচলে
গ. চাদরে ঘ. গামছায়
উত্তর: ঘ. গামছায়।

১২৭. কলি যে চারপোয়া হইয়া আসিল-বলতে রবীন্দ্রনাথ বুঝিয়েছেন?
ক. ফুল ফোটা খ. কল্যাণীর সৌন্দর্য
গ. অনুপমের দুর্ভাগা ঘ. পরিপূর্ণ কলিকাল
উত্তর: ঘ. পরিপূর্ণ কলিকার।

১২৮. বিশ শতকে রচিত রবীন্দ্রনাথের ছোটগল্প কী প্রাধান্য পেয়েছে?
ক. অতিপ্রাকৃত চেতনা খ. স্বপ্ন-কল্পনার মুগ্ধতা
গ. প্রকৃতিপ্রেম ঘ. বাস্তবতা
উত্তর: ঘ. বাস্তবতা।

১২৯. অপরিচিতা গল্পে যে দিকটি প্রকাশিত হয়েছে?
ক. যৌতুকের প্রতিবাদ ও নারীস্বাতন্ত্র্য খ. পারিবারিক ঠুনকো সম্ভামবোধ
গ. পরিবারতন্ত্র ও অর্থলোলুপতা ঘ.অকারণ অহংকার অপমান আঘাত
উত্তর: ক. যৌতুকের প্রতিবাদ ও নারী স্বাতন্ত্র্য।

১৩০. রবীন্দ্রনাথ ঠাকুরের ভিখারিণী ছোটগল্পটি কত বছর বয়সে প্রকাশিত হয়?
ক. চৌদ্দ বছর বয়সে খ. পনেরো বছর বয়সে
গ. ষোলো বছর বয়সে ঘ. সতেরো বছর বয়সেে
উত্তর: ষোলো বছর বয়সে।

১৩১. বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকে কোথায় আসতে হলো?
ক. দিনাজপুর খ. কলকাতা
গ. বোম্বে ঘ. দিল্লি
উত্তর: কলকাতা।

১৩২. কণ্ঠস্বরের মধ্যে দিয়ে কোন বিষয়টি অনুপম উপলদ্ধি করতে পেরেছিল?
ক. যোগ্যতা খ. পারিবারিক অবস্থান
গ. চরিত্র ঘ. রূপ
উত্তর: ঘ. রুপ।

১৩৩. অপরিচিতা গল্পটি সবুজপত্র পত্রিকার কোন সংখ্যায় বের হয়?
ক. ১৩২১ বঙ্গাব্দের কার্তিক সংখ্যা খ. ১৩২১ বঙ্গাব্দের পৌষ সংখ্যা
গ. ১৩২০ বঙ্গাব্দের কার্তিক সংখ্যা ঘ. ১৩১৯ বঙ্গাব্দের কার্তিক সংখ্যা
উত্তর: ক. ১৩২১ বঙ্গাব্দের কার্তিক সংখ্যা।

১৩৪. অপরিচিতা রবীন্দ্রনাথের কোন গ্রন্থে প্রথম সংকলন হয়েছিলো?
ক. গল্পগুচ্ছ খ. গল্প সংকলন
গ. গল্প সপ্তক ঘ. গল্পসল্প
উত্তর: গ. গল্প সপ্তক।

১৩৫. ফল্লু ভারতের কোন অঞ্চলের নদী?
ক. গয়া খ. কাশি
গ. কানপুর ঘ. দিল্লি
উত্তর: দিল্লি।

১৩৬. মেয়ে যদি বল তবে-কার উক্তি?
ক. অনুপমের খ. বিনু দাদার
গ. হরিশের ঘ. সতিশের
উত্তর: হরিশের।

১৩৭. ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ছিল-কাদের কথা বলা হয়েছে?
ক. কল্যাণীদের খ. মামাদের
গ. অনুপমদের ঘ. হরিশদের
উত্তর: ক. কল্যানীদের।

১৩৮. অনুপম কেমন প্রকৃতির লোক?
ক. সহজ-সরল খ. স্বার্থান্বেষী
গ. অতিবিনয়ী ঘ. ব্যক্তিত্বহীন
উত্তর: ঘ. ব্যক্তিত্বহীন।

১৩৯. শম্ভুনাথ বাবু বিয়ের আসর থেকে বরকে ফিরিয়ে দিয়েছিলেন কেন?
ক. বরপক্ষের হীন আচরণ খ. যৌতুকের কারণে
গ. অনুপমের নির্জীবতায় ঘ. কন্যার ইচ্ছায়
উত্তর: গ. অনুপমের নির্জীবতায়।

১৪০. সুরেশ অচলার কণ্ঠ শুনে বিমোহিত হয়ে ওঠেন। সুরেশের সাথে অপরিচিতা গল্পের কার সাদৃশ্য রয়েছে?
ক. হরিশের খ. বিনুর
গ. শম্ভুনাথের ঘ. অনুপমের
উত্তর: ঘ. অনুপমের।

১৪১. রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন কোন ধরনের গ্রন্থ?
ক. কাব্যগ্রন্থ খ. উপন্যাস
গ. নাট্যগ্রন্থ ঘ. প্রবন্ধ গ্রন্থ
উত্তর: গ. নাট্যগ্রন্থ।

১৪০২. এটা আপনারাই রেখে দিন-এটা আসলে কি?
ক. বালা খ. হার
গ. নাকফুল ঘ. এয়ারিং
উত্তর: ঘ. এয়ারিং।

১৪৩. শিশুকালে অনুপম কেমনভাবে মানুষ হয়েছে?
ক. সাদামাটাভাবে খ. কঠোর শ্রমে
গ. অনাদরে ঘ. আদরে
উত্তর: ঘ. আদরে।

১৪৪. কে অনুপমের মন উতলা করে দিল?
ক. কল্যাণী খ. হরিশ
গ. ঢাকায় ঘ. পরেশা
উত্তর: খ. হরিশ।

১৪৫. অপরিচিতা গল্পে সরস রচনার গুণ আছে কার?
ক. বিনুর খ. অনুপমের
গ. হরিশের ঘ. অনুপমের মামার
উত্তর: গ. হরিশের।

১৪৬. তাহার বিনয়টা অজস্র নয়-কার?
ক. অনুপমের খ. বিনুদাদার
গ. শম্ভুনাথের ঘ. মায়ের
উত্তর: গ. শম্ভুনাথের।

১৪৭. ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল-ফুল এখনে কিসের রুপক?
ক. কল্যাণীর সৌন্দর্যের খ. কল্যাণীর চরিত্রের
গ. অনুপমের জীবনের ঘ. অনুপমের মানসিকতার
উত্তর: গ. অনুপমের জীবনের।

১৪৮. অভ্র শব্দটি অপরিচিতা প্রবন্ধে কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. এক ধরনের খনিজ পদার্থে খ. এক ধরনের স্বর্ণ
গ. এক ধরনের রৌপ্য ঘ. এক ধরনের লোহা
উত্তর: ক. এক ধরনের খনিজ পদার্থে।

১৪৯. রবীন্দ্রনাথের মায়ের নাম কি?
ক. সারদা দেবী খ. কল্যাণী দেবী
গ. কল্যাণী ঘ. সরলা
উত্তর: ক. সারদা দেবী।

১৫০. কে শম্ভুনাথ বাবুকে গাড়িতে তুলে দিতে গেলেন না?
ক. অনুপমের মামা খ. অনুপম
গ. হরিশ ঘ. বিনুদা
উত্তর: ক. অনুপমের মামা।

১৫১. শম্ভুনাথ বাবু সম্পর্কে মামার মূল্যায়ন হলো লোকটা
i. বড়ই চুপচাপ
ii. নিতান্ত নির্জীব
iii. একেবারে কোনো তেজ নাই

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii, iii
উত্তর: গ. ii ও iii।

১৫২. থাকিবার মধ্যে, ভিতরে আছেন মা এবং বাইরে আছেন মামা- অনুপমের এ উক্তিতে প্রকাশ পেয়েছে তার?
i. অক্ষমতা
ii. নির্ভরতা
iii. ব্যক্তিত্বহীনতা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii, iii
উত্তর: ঘ. i, ii, iii।

১৫৩. শম্ভুনাথের চরিত্রে ফুটে ওঠে
i. ব্যক্তিত্ববোধ
ii. নির্ভরতা
iii. ব্যক্তিত্বহীনতা

নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii, iii
উত্তর: ক. i ও ii।

১৫৫. অপরিচিতা গল্পে প্রজাপতি হলো-
i. জীবের স্রষ্টা
ii. বিয়ের দেবতা
iii. একটি সুদৃশ্য পতাকা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii, iii
উত্তর: ক. i ও ii ।

জ্ঞান মূলক প্রশ্নোত্তর

  • অনুপমকে কে আশীর্বাদ করেন?
  • উত্তর: শম্ভুনাথ সেন।
  • মন্দ নয় হে! খাঁটি সোনা বটে! কার উক্তি?
  • উত্তর: বিনু দাদার।
  • রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?
  • উত্তর: ১৮৬১ সালের ৭ই মে (১২৬৮বঙ্গাব্দের ২৫শে বৈশাখ)।
  • রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন?
  • উত্তর: কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে।
  • কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ বনফুল প্রকাশিত হয়?
  • উত্তর: মাত্র পনেরো বছর বয়সে।
  • অনুপমের মামা অনুপমের চেয়ে কত বছরের বড়?
  • উত্তর: বছর ছয়েক।
  • টাকার প্রতি অনুপমের মামার আসক্তি কেমন?
  • উত্তর: তার অস্থিমজ্জায় জড়িত।
  • উমেদারি শব্দের অর্থ কি?
  • উত্তর: চাকরির আশায় অন্যের কাছে ধরনা দেওয়া।
  • বিবাহের সময় কল্যাণীর বয়স কত ছিল?
  • উত্তর: পনেরো বছর।
  • বরের হার্ট কেমন?
  • উত্তর: মহার্ঘ।
  • বিবাহের সময় অনুপম ও কল্যাণীর বয়সের ব্যবধান কত ছিল?
  • উত্তর: আট বছর।
  • ধনুক-ভাঙ্গা পণ বলতে কি বুঝায়?
  • উত্তর: অতি কঠোর পণ বা প্রতিজ্ঞা।
  • সম্পর্কের দিক থেকে বিনু অনুপমের কেমন আত্মীয় ছিলেন?
  • উত্তর: পিসতুতো ভাই।
  • কার রুচি ও দক্ষতার ওপর অনুপমের ষোলো-আনা নির্ভর ছিল?
  • উত্তর: বিনু দাদার।
  • শম্ভুনাথ বাবু কখন অনুপমকে প্রথম দেখেন?
  • উত্তর: বিবাহের তিন দিন পূর্বে।
  • বিবাহের দিন কল্যাণী কোন রঙের শাড়ী পরেছিলেন?
  • উত্তর: লাল রঙের শাড়ি।

সুধা কণ্ঠধারী মেয়েটির পরিচয় কি?

সুধা কণ্ঠধারী মেয়েটির নাম কল্যাণী। মায়ের সাথে অনুপমের তীর্থে যাওয়ার পথে যে চঞ্চল তরুনী দুটি-তিনটি ছোট ছোট মেয়েকে নিয়ে সেই গাড়িতে উঠেছিলো তার নাম কল্যাণী। তার পিতা ডাক্তার শম্ভুনাথ সেন। কল্যাণীর কণ্ঠস্বর লালিত্য মাখা। প্রাণচঞ্চল কল্যাণী অনায়াসেই ছোটদের সাথে মিশতে পারে। সে দৃঢ় প্রতিজ্ঞ এবং দেশসেবায় নিবেদিত প্রাণ।

পাত্র হিসেবে নায়কের বৈশিষ্ট্য কেমন?

পাত্র হিসেবে অপরিচিতা গল্পের নায়ক অনুপম সৎ পাত্র। কোনো সমস্যা নেই বলে অনুপম নিতান্ত ভালো মানুষ। ধূমপান পর্যন্ত করে না সে। মায়ের আদেশ শিরোধার্য করে ঘরের সব রকম বাধ্যবাধকতা অনুসরণ করে চলতে পারাকে সে নিজেই সুলক্ষণ মনে করে।

মামাকে কেন অনুপমের ভাগ্যদেবতার প্রধান এজেন্ট বলা হয়েছে?

পিতার মৃত্যেুর পর থেকে অনুপমের সংসারে আসল অভিভাবক তার মামা। সংসারের সব কাজ কর্মের মতো অনুপমের বিয়ের সম্পর্কেও মামার বিশেষ অভিমতের গুরুত্ব ছিল। ধনীর কন্যা মামা পছন্দ না করলেও টাকার প্রতি আসক্তি ছিল তার অস্থিমজ্জায় জড়িত। তিনি এমন বেহাই চান যার টাকা নেই অথচ সে টাকা দিতে কোনো কার্পণ্য করবে না। মামার মতামত ও আদর্শেই অনুপমের জীবনের গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয় বলে তাকে এ পৃথিবীতে তার ভাগ্যদেবতার প্রধান এজেন্ট বলা হয়।

উপসংহার

প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে অপরিচিতা গল্পের (MCQ) সহ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েছেন এবং উপকৃত হতে পেরেছেন। এ রকম আরো তথ্য মূলক পোস্ট পড়তে আমাদের সাথেই থাকুন। আমরা সবসময় পাঠকের চাহিদা অনুযায়ী পোস্ট পাবলিশ করে থাকি। এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url