বিপরীত শব্দ ভান্ডার ৩০০০+ বিস্তারিত জেনে নিন

প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে বিপরীত শব্দ ভান্ডার ৩০০০+ এই টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে বিপরীত শব্দ গুলো বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
বিপরীত শব্দ ভান্ডার ৩০০০+ বিস্তারিত জেনে নিন

বিপরীত শব্দ কাকে বলে?

যে সকল শব্দ অন্য কোন শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে, তাদেরকে বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ বলা হয়। বিপরীতার্থক শব্দ বিভিন্ন প্রকারে গঠিত হতে পারে। যথাঃ (ক) সম্পূর্ণ বিপরীত শব্দ দ্বারা, (খ) শব্দের পূর্বে নঞ (অ,ন), অপ, দূর, নির্ প্রভৃতি উপসর্গ যোগ করে। (গ) শূন্য, হীন, বিহীন, হারা প্রভৃতি শব্দ যোগ করে ইত্যাদি

বিপরীত শব্দ গঠনে লক্ষণীয় বিষয়সমূহঃ

১। শব্দের গঠনগত ও শ্রেনিগত সমতা বজায় রাখা। যেমন: লঘুত্ব-গুরুত্ব, সাকার-নিরাকার, সুরুচি-কুরুচি।

২। সংস্কৃত অর্থাৎ তৎসম শব্দের বিপরীতে একই শ্রেণির শব্দ তথা তৎসম শব্দ ব্যবহার করা। তৎসম শব্দের বিপরীতে কোনো অবস্থাতেই অ-তৎসম (তদ্ভব, দেশি, বিদেশি) শব্দ ব্যবহার করা যাবে না। যেমন: জন্ম-মরা না হয়ে হবে জন্ম-মৃত্যু। আবার ভ্রাতা-বোন না হয়ে হবে ভ্রাতা-ভগ্নী ইত্যাদি।

৩। অনুরূপভাবে তদ্ভব শব্দের বিপরীতে তদ্ভব শব্দ, দেশি শব্দের বিপরীতে দেশ শব্দ ও বিদেশি শব্দের বিপরীতে বিদেশি শব্দ ব্যবহার করা। যেমন, হাসি-কান্না, প্রফিট-লস, ফেল-পাস।

৪। মূল শব্দ এবং বিপরীত শব্দের লিঙ্গ একই রকম হবে। অর্থাৎ মূল শব্দ পুরুষবাচক হলে বিপরীত শব্দ পুরুষবাচক এবং মূল শব্দ স্ত্রীবাচক হলে বিপরীত শব্দ স্ত্রীবাচক হবে। যেমন; দোষী (পু.) - নির্দোশ (পু.) সুন্দরী (স্ত্রী.) - অসুন্দর (স্ত্রী.)।

৫। মূল শব্দটি যে পদ ও কারক-বিভক্তি নির্দেশ করে বিপরীত শব্দেও তা অধিকাংশ ক্ষেত্রে বজায় রাখা। যেমন; ঘরে-বাইরে।

বিপরীত শব্দ ভান্ডার ৩০০০+

  1. অপ্রতিভ = সপ্রতিভ।
  2. অনুগ্রহ = নিগ্রহ।
  3. অনুলোম = প্রতিলোম।
  4. অমৃত = গরল।
  5. অনুরক্ত = বিরক্ত।
  6. অণু = বৃহৎ।
  7. উত্তমর্ণ = অধমর্ণ।
  8. অনির্বাণ = নির্বাণ।
  9. অসীম = সসীম।
  10. প্রাচীন = অর্বাচীন।
  11. ঊষা = সন্ধ্যা।
  12. আবির্ভাব = তিরোভাব/তিরোধান।
  13. আরোহণ = অবতরণ।
  14. আবদ্ধ = মুক্ত।
  15. আগ্রহ = উপেক্ষা।
  16. আদিষ্ট = নিষিদ্ধ।
  17. আকস্মিক = চিরন্তন।
  18. ইহ = পরত্র।
  19. ঈদৃশ = তাদৃশ।
  20. জাগ্রত = সুপ্ত।
  21. ঝানু = অপটু।
  22. ঢেংগা = খাটো।
  23. গুপ্ত = ব্যাপ্ত, প্রকাশিত।
  24. গৌরব = লাঘব।
  25. গৃহী = সন্নাসী।
  26. গ্রহীতা = দাতা।
  27. চোর, তস্কর = সাধু।
  28. শবল = একবর্ণা।
  29. ঈর্ষা = প্রীতি।
  30. উম্মীলন = নিমীলন।
  31. উপরোধ = অনুরোধ।
  32. উগ্র, করাল = সৌম্য।
  33. উৎকৃষ্ট = অপকৃষ্ট।
  34. উপসর্গ = অনুসর্গ।
  35. উদ্ধত = বিনীত।
  36. উদার = সংকীর্ণ।
  37. অলীক = সত্য।
  38. আকুঞ্চন = প্রসারণ।
  39. আবাহন = বিসর্জন।
  40. ঐহিক = পারত্রিক।
  41. ঐশ্বর্য = দারিদ্র।
  42. ঔদ্ধত্য = বিনয়।
  43. ঔদার্য = কার্পণ্য।
  44. কৃপণ = বদান্য।
  45. কোমল = কর্কশ।
  46. কৃশ = স্থূল।
  47. চঞ্চল = অবিচল।
  48. খাতক = মহাজন।
  49. তীব্র = লঘু।
  50. দুরন্ত = শান্ত।
  51. দরদি = নির্মম।
  52. দুর্বার = নির্বার।
  53. দুস্কৃতি = সুকৃতি।
  54. দ্যুলোক = ভূলোক।
  55. স্থাবর = জঙ্গম।
  56. জরা = যৌবন।
  57. নির্লজ্জ = সলজ্জ।
  58. স্বতন্ত্র = পরতন্ত্র।
  59. প্রাচ্য = প্রতীচ্য।
  60. স্বকীয় = পরকীয়।
  61. প্রশস্ত = সংকীর্ণ।
  62. বন্ধুর = মসৃণ।
  63. বৈরাগ্য = আসক্তি।
  64. বর্ধমান = ক্ষীয়মাণ।
  65. ভূত = ভবিষ্যৎ।
  66. দিবাকর = নিশাকর।
  67. প্রাংশু = বামন।
  68. সজ্জন = দুর্জন।
  69. সবাক = নির্বাক।
  70. সম্পদ = আপদ।
  71. শ্যামল = গৌরাঙ্গ।
  72. দৈব = দুদৈব।
  73. বিকি = কিনি।
  74. যজমান = পুরোহিত।
  75. ঊষর = উর্বর।
  76. কুলীন = অন্ত্যজ।
  77. ক্রোধ = প্রীতি।
  78. হলাহল = অমৃত।
  79. আগম = নির্গম।
  80. চয় = অপচয়।
  81. ঢলঢলে = আঁটসাঁট।
  82. তোয়াজ = চটানো।
  83. ত্বরিত = শ্লথ।
  84. প্রচ্ছন্ন = ব্যক্ত।
  85. সংহত = বিভক্ত।
  86. সংশয় = নিশ্চয়/প্রত্যয়।
  87. সন্নিকৃষ্ট =বিপ্রকৃষ্ট।
  88. চিন্ময় = মৃন্ময়।
  89. দারক = দুহিতা।
  90. নৈসর্গিক = কৃত্রিম।
  91. চেতন = জড়।
  92. কলুষ = পুণ্য।
  93. অর্থী - প্রত্যর্থী।
  94. দুর্বিষহ = সুসহ।
  95. প্রাচী = প্রতীচী।
  96. পূজক = পূজ্য।
  97. উতরানো = তলানো।
  98. সাম্য = অসাম্য/বৈষম্য।
  99. চৌকস = হাবা/হাঁদা।
  100. সচল = নিশ্চল।
  101. অধিত্যকা = উপত্যকা।
  102. আরদ্ধ = অনারদ্ধ।
  103. লেখ্য = কথ্য, পাঠ্য।
  104. বিশ্লেষণ = সংশ্লেষণ।
  105. ধনী = নির্ধন।
  106. নিত্য = নৈমিত্তিক।
  107. নিরাকার = সাকার।
  108. প্রফুল্ল = ম্লান।
  109. প্রবৃত্তি = নিবৃত্তি।
  110. প্রসন্ন = বিষণ্ণ।
  111. সদাচার = কদাচার।
  112. সমষ্টি = ব্যষ্টি।
  113. সুশীল = দুঃশীল।
  114. সমক্ষ = পরোক্ষ।
  115. হরদম = কদাচিৎ।
  116. হৃদ্যতা = কপটতা।
  117. অশন = অনশন।
  118. নৈঃশব্দ = সশব্দ।
  119. মরমি = নিষ্ঠুর।
  120. বিজিত = বিজেতা।
  121. সম্পদ = অভাব।
  122. লিপ্ত = নির্লিপ্ত।
  123. শৌখিন = পেশাদার।
  124. হরদম = কালেভদ্রে।
  125. নির্মল = পস্কিল।
  126. গরিমা = লঘিমা।
  127. প্রদোষ = প্রত্যৃষ।
  128. রজত = স্বর্ণ।
  129. লেশ = যথেষ্ট।
  130. খেদ = আহ্লাদ।
  131. গতি = স্থিতি, স্থির।
  132. টানা = পড়েন।
  133. সন্ধি = বিগ্রহ।
  134. স্নিগ্ধ = রুক্ষ।
  135. সান্ত = অনন্ত।
  136. হাল = সাবেক।
  137. উচাটন = প্রশান্ত।
  138. সচেষ্ট = নিশ্চেষ্ট।
  139. ঐচ্ছিক = আবশ্যিক।
  140. মর্সিয়া = আনন্দগাথা।
  141. অহ্ন = রাত্রি।
  142. খিড়কি = সিংহদ্বার।
  143. সুষুপ্ত = জাগরিত।
  144. উজাড় = ভরপুর।
  145. শিষ্ট =দুষ্টু।
  146. দুরাত্ম = মহাত্ম।
  147. টিমটিম = জ্বলজ্বল।
  148. বিষাদ = প্রসাদ।
  149. চটুল = গম্ভীর।
  150. ইন্দ্রিয় = অতীন্দ্রিয়।
  151. সভ্য, পোষ্য - বন্য।
  152. বন্দনা = গঞ্জনা।
  153. বিপন্ন = নিরাপদ।
  154. দুর্যোগ = সুযোগ।
  155. রমণীয় = কদাকার।
  156. অসুর = সুর।
  157. জনাকীর্ণ = জনবিরল।
  158. অন্তরঙ্গ = বহিরঙ্গ।
  159. বিনীত = দুর্বিনীত।
  160. প্রশান্তি = অশান্তি।
  161. সহযোগী = প্রতিযোগী।
  162. ত্যাজ্য = গ্রাহ্য।
  163. বাচাল = স্বপ্লভাষী।
  164. তীব্র = মৃদু।
  165. অর্বাচীন = প্রাচীন।
  166. সাকার = নিরাকার।
  167. ভূত = ভবিষ্যৎ।
  168. পুরস্কার = তিরস্কার।
  169. দীর্ঘায়ু = স্বল্পায়ু।
  170. ইতিবাচক = নেতিবাচক।
  171. উত্তরণ = অবতরণ।
  172. নির্দোষ = দোষ।
  173. সুলভ = দুর্লভ।
  174. মসৃণ = অমসৃণ।
  175. শৈত্য = তাপ।
  176. ধূত = মুক্ত।
  177. রমণীয় = কদাকার।
  178. সৌখিন = পেশাদার।
  179. নির্জন = জনবহুল।
  180. লঘু = গুরু।
  181. তেজি = দুর্বল।
  182. সংশয় = নিশ্চিত।
  183. বাদী = বিবাদী।
  184. আবির্ভাব = তিরোধান, তিরোভাব।
  185. নিগ্রহ = অনুগ্রহ।
  186. আরো পড়ুন: ১০০০টি সমার্থক শব্দ
  187. হ্রাস = বৃদ্ধি।
  188. তন্ময় = মন্ময়।
  189. যুক্ত = বিযুক্ত।
  190. দুষ্ট = শিষ্ট।
  191. স্থাবর = অস্থাবর।
  192. ঠকা = জেতা।
  193. অতিবৃষ্টি = অনাবৃষ্টি।
  194. উঠতি = পড়তি।
  195. আঁঠি = শাঁস।
  196. অপচয় = সঞ্চয়।
  197. জ্ঞানী = মূর্খ।
  198. অনুরাগ = বিরাগ।
  199. আবাহন = বিসর্জন।
  200. উজান = ভাটি।
  201. উৎকর্ষ = অপকর্ষ।
  202. হাজির = গরহাজির।
  203. মতৈক্য = মতানৈক্য।
  204. অধর্মণ = উত্তমর্ণ।
  205. নিন্দুক = প্রশংসাকারী।
  206. বিশ্লেষণ = সংশেষণ।
  207. ইহলৌকিক = পরলৌকিক।
  208. খুচরা = পাইকারি।
  209. নবীন = প্রবীন।
  210. অগ্রিম = বকেয়া।
  211. চিরায়ত = সাময়িক।
  212. প্রায়শ = কদাচিৎ।
  213. সিক্ত = শুষ্ক।
  214. হরণ = পূরণ।
  215. প্রাচীন = নবীন।
  216. তিমির = আলোক।
  217. অনুজ = অগ্রজ।
  218. বিরল = বহুল।
  219. অলস = পরিশ্রমী।
  220. বন্ধন = মুক্তি।
  221. নশ্বর = অবিনশ্বর।
  222. ক্ষমা = শাস্তি।
  223. বিস্তৃত = সংকীর্ণ।
  224. শর্বরী = দিবস।
  225. বাদী = বিবাদী।
  226. ভুল = শুদ্ধ।
  227. উপচয় = অপচয়।
  228. শঠ = সাধু।
  229. আটক = ছাড়।
  230. সমক্ষ = পরোক্ষ।
  231. প্রসারণ = সংকোচন।
  232. প্রশ্বাস = নিঃশ্বাস।
  233. গ্রহণ = অর্পণ।
  234. জ্বলন = নির্বাপণ।
  235. অধঃ = উর্ধ্ব।
  236. ইদানীন্তন = তদানীন্তন।
  237. আবদ্ধ = মুক্ত।
  238. লুপ্ত = অস্তিত্ববান।
  239. একান্ন = পৃথগন্ন।
  240. বৈসাদৃশ্য = সাদৃশ্য।
  241. নীচ = মহৎ।
  242. চরিত্রবান = চরিত্রহীন।
  243. ভূমিকা = সমাপ্তি।
  244. বাস্তব = অবাস্তব।
  245. ঝানু = অপরিপক্ব।
  246. আদার = অনাদর।
  247. উদয় = অন্ত।
  248. কঠিন = কমল।
  249. কাপুরুষ = বীরপুরুষ।
  250. কলুষ = পুণ্য।
  251. ক্রোধ = প্রীতি।
  252. খাতক = মহাজন।
  253. খল = সরল।
  254. টক = মিষ্টি।
  255. ডাব = নারিকেল।
  256. ছোকড়া = বুড়া।
  257. দিবা = নিশি।
  258. দুঃখ া= সুখ।
  259. দুর্গম = সুগম।
  260. ধ্বংস = সৃষ্টি।
  261. ত্যাগ = গ্রহণ।
  262. তাপ = শৈত্য।
  263. পাপ = পূণ্য।
  264. প্রকৃত = বিকৃত।
  265. বিয়োগ = যোগ।
  266. বিরহ = মিলন।
  267. বন্য = গৃহপালিত।
  268. নিরত = বিরত।
  269. নাস্তিক = আস্তিক।
  270. ফকির = আমির।
  271. ফরসা = কাল।
  272. ফলন্ত = অফলা।
  273. যতি = সংযমী।
  274. যাওয়া = আসা
  275. যোগ্য = অযোগ্য
  276. রসাল = শুষ্ক
  277. রাত = দিন
  278. রাগ = বিরাগ
  279. শিখর = নিম্নদেশ
  280. শ্রেষ্ঠ = নিকৃষ্ট
  281. শোভন = অশোভন
  282. শুচি = অশুচি
  283. শর্বরী = দিবস
  284. শবল = একবর্ণা
  285. শড়া = টাটকা
  286. লুপ্ত = জীবিত
  287. লম্বা = বেঁটে
  288. সার্থক = নিরর্থক
  289. সত্য = মিথ্যা
  290. সবল = দুর্বল
  291. সমতল = অসমতল
  292. সরকারি = বেসরকারি
  293. স্বল্পবাক = বাচাল
  294. সর্তক = অসর্তক
  295. সাবধান = অসাবধান
  296. সাধু = প্রতারক
  297. সমাপ্ত = আরম্ভ
  298. হর্য = বিষাদ
  299. হাল = সাবেক
  300. হাস্য = ক্রন্দন
  301. হরণ = পূরণ
  302. হাসি = কান্না
  303. হত = জীবিত
  304. ক্ষুদ্র = বৃহৎ
  305. হিংসা = অহিংসা
  306. হক = মিথ্যা
  307. সরল = জটিল
  308. লক্ষ্য = অলক্ষ্য
  309. লেজ = মাথা
  310. সাহস = ভীতি
  311. যেমন = তেমন
  312. রোষ = খুশি
  313. রদ = অপরিবর্তন
  314. শিরদেশ = পাদদেশ
  315. শেষ = শুরু
  316. সঞ্চয় = অপচয়
  317. স্পৃহা = অস্পৃহা
  318. সজ্ঞান = অজ্ঞান
  319. সুপ্ত = জাগ্রত
  320. মালিক = মজুর
  321. মনোনীত = অমনোনীত
  322. মুখ্য = গৌণ
  323. বন্ধু = শত্রু
  324. ফলন্ত = নিষ্ফলা
  325. ফলবান = ফলহীন
  326. ফরসা = আঁধার
  327. ধারালো = ভোঁতা
  328. ধন্য = ব্যর্থ
  329. দিবা = নৈশ
  330. ঝাল = মিষ্টি
  331. জড় = অজড়
  332. জানা = অজানা
  333. ফালতু = আসল
  334. বরণ = বর্জন
  335. বেশি = কম
  336. মান = অপমান
  337. জিন্দা = মুর্দা।
  338. জ্বলা = নিভা

বিগত বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নাবলি

১. যাযাবর-এর বিপরীত শব্দ
ক. গৃহকাতর খ. ঘরকুনো
গ. গৃহী ঘ. গৃহগত
উত্তর: গ. গৃহী।

২. চঞ্চল এর বিপরীত শব্দ কোনটি?
ক. বিচল খ. অবিচল
গ. প্রচল ঘ. নিশ্চল
উত্তর: খ. অবিচল।

৩. অনুগ্রহ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. আগ্রহ খ. নিগ্রহ
গ. সাগ্রহ ঘ. উপগ্রহ
উত্তর: খ. নিগ্রহ।

৪. অপচয় এর বিপরীত শব্দ
ক. সাশ্রয় খ. কৃচ্ছতা
গ. কৃপণতা ঘ. বিলাসী
উত্তর: ক. সাশ্রয়।

৫. তস্কর ও নিন্দুক শব্দগুলোর বিপরীত শব্দ কোনগুলো
ক. কঠিন, নির্দয় খ. সাধু, স্তাবক
গ. কপটতা, বিষাদ ঘ. ডাকাত, অহংকারী
উত্তর: খ. সাধু, স্তাবক।

৬. ধনিক এর বিপরীত শব্দ কোনটি?
ক. নির্ধন খ. দরিদ্র
গ. নিঃস্ব ঘ. শ্রমিক
উত্তর: ক. নির্ধন।

৭. উদ্ধত এর বিপরীত শব্দ কোনটি?
ক. সংযত খ. সদালাপী
গ. মার্জিত ঘ. বিনীত
উত্তর: ঘ. বিনীত।
৮. জঙ্গম এর বিপরীত শব্দ কোনটি?
ক. আকাশ খ. পাতাল
গ. নশ্বর ঘ. স্থাবর
উত্তর: ঘ. স্থাবর।

৯. বিষণ্ণ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. প্রফুল্ল, প্রসন্ন, উৎফুল্ল খ. আমোদিত, আহ্লাদিত
গ. নান্দিত, আনন্দিত, তুষ্ট ঘ. হৃষ্ট, তৃপ্ত, তাপিত
উত্তর: ক. প্রফুল্ল, প্রসন্ন, উৎফুল্ল।

১০. লগ্ন এর বিপরীত কোনটি?
ক. শুরু খ. শেষ
গ. চ্যুত ঘ. ভোলা
উত্তর: গ. চ্যুত।

১১. ঊষর এর বিপরীত শব্দ কোনটি?
ক. মরুময় খ. জঙ্গলাকীর্ণ
গ. উর্বর ঘ. কর্দমাক্ত
উত্তর: গ. উর্বর।

১২. তিমির এর বিপরীত শব্দ কোনটি?
ক. হলকা খ. আলোক
গ. খোলা ঘ. শৈত্য
উত্তর: খ. আলোক।

১৩. গৌরব এর বিপরীত অর্থজ্ঞাপন শব্দ
ক. অপমান খ. অমর্যাদা
গ. লাঘব ঘ. লজ্জা
উত্তর: গ. লাঘব।

১৪. উচাটন এর বিপরীত শব্দ কোনটি?
ক. ঊর্ধ্বটান খ. প্রশান্ত
গ. উঁচুনিচু ঘ. উত্তাল
উত্তর: খ. প্রশান্ত।

১৫. উগ্র শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. সৌম্য খ. ভদ্র
গ. অগ্র ঘ. সুশীল
উত্তর: ক. সৌম্য।

১৬. খিড়কি শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. চিলেকোঠা খ. গুপ্তপথ
গ. বাতায়ন ঘ. সিংহদ্বার
উত্তর: ঘ. সিংহদ্বার।

১৭. অহ্ন শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. সূর্য খ. গতি
গ. অপর ঘ. রাত্রি
উত্তর: ঘ. রাত্রি।

১৮. ভুল শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. ঐহিক>পারত্রিক খ. গাম্ভীর্য>চাপল্য
গ. আসক্ত>বিরক্ত ঘ. গুপ্ত>সুপ্ত
উত্তর: ঘ. গুপ্ত>সুপ্ত।

১৯. ভূত এর বিপরীত শব্দ কোনটি?
ক. বর্তমান খ. ভাবী
গ. প্রেত ঘ. সম্ভব
উত্তর: ভাবী।

২০. সচেষ্ট শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. প্রচেষ্ট খ. স্বনিষ্ঠ
গ. নিশ্চেষ্ট ঘ. অকর্মণ্য
উত্তর: গ. নিশ্চেষ্ট।

২১. মর্সিয়া শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. শোকগাথা খ. লোকগাথা
গ. জীবনগাথা ঘ. আনন্দগাথা
উত্তর: ঘ. আনন্দগাথা।

২২. সঠিক বিপরীত শব্দজোড়া
ক. ইষ্ট-শিষ্ট খ. ক্ষিপ্র-দীপ্র
গ. আগ্রহ-নিগ্রহ ঘ. সঞ্চয়-অপচয়
উত্তর: ঘ. সঞ্চয়-অপচয়।

২৩. মনীষা শব্দের বিপরীত অর্থ
ক. নির্বোধ খ. প্রভা
গ. মনস্বিতা ঘ. স্থিরতা
উত্তর: ক. নির্বোধ।

২৪. সন্নিকৃষ্ট এর বিপরীত শব্দ কোনটি?
ক. সংকীর্ণ খ. অপকৃষ্ট
গ. বিপ্রকৃষ্ট ঘ. বিগ্রহ
উত্তর: গ. বিপ্রকৃষ্ট।

২৫. যথাযথ বিপরীত শব্দজোড় নয়
ক. আকাশ-পাতাল খ. উত্তম-মধ্যম
গ. কান্না-হাসি ঘ. গৃহী-সন্নাসী
উত্তর: খ. উত্তম-মধ্যম।

২৬. ঝানু-র বিপরীত শব্দ কোনটি?
ক. চতুর খ. পটু
গ. বোকা ঘ.অপটু
উত্তর: ঘ. অপটু।

২৭. স্থির শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. জঙ্গল খ. ধারাবাহিক
গ. আবর্ত ঘ. সুস্থির
উত্তর: খ. ধারাবাহিক।

২৮. হরণ শব্দের বিপরীত শব্দ
ক. গ্রহন খ. দান
গ. পূরণ ঘ. বরণ
উত্তর: গ. পূরণ।

২৯. ক্ষতি-র বিপরীত শব্দ কোনটি?
ক. ফায়দা খ. সামান্য
গ. ব্যবসা ঘ. অনুকূল
উত্তর: ক. ফায়দা।

৩০. সন্ধির বিপরীত শব্দ কোনটি?
ক. বিচ্ছিন্ন খ. মুক্তি
গ. বিগ্রহ ঘ. দূরত্ব
উত্তর: গ. বিগ্রহ।

৩১. অর্থী-র বিপরীত শব্দ কোনটি?
ক. প্রার্থী খ. প্রত্যর্থী
গ. প্রার্থনাকারী ঘ. যাচক
উত্তর: খ. প্রত্যর্থী।

৩২. প্রাচীন এর বিপরীত শব্দ কোনটি?
ক. তরুণ খ. নবীন
গ. অবাচীন ঘ. নূতন
উত্তর: গ. অবাচীন।

৩৩. শৌখিন শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. কুশলী খ. নোংরা
গ. পেশাদার ঘ. দুর্জন
উত্তর: গ. পেশাদার।

৩৪. ত্বরা-এর বিপরীত শব্দ
ক. শিথিল খ. শান্ত
গ. মন্দা ঘ. মন্থর
উত্তর: গ. মন্দা।

৩৫. নমনীয়তা-র বিপরীত শব্দ
ক. শক্তিময়তা খ. অপেক্ষা
গ. সদাশয়তা ঘ. কর্কশতা
উত্তর: ঘ. কর্কশতা।

৩৬. দারিদ্র্য এর বিপরীত শব্দ কোনটি?
ক. সম্পন্ন খ. ধনী
গ. ঐশ্বর্য ঘ. উন্নয়ন
উত্তর: গ. ঐশ্বর্য।

৩৭. অসীম শব্দের বিপরীতার্থক শব্দ
ক. সীমাহীন খ. সসীম
গ. সীমাশূন্য ঘ. আদিগন্ত
উত্তর: খ.সসীম।

৩৮. দ্যুলোক-এর বিপরীত শব্দ কোনটি?
ক. গোলক খ. ত্রিলোক
গ. ভূলোক ঘ. দোলক
উত্তর: গ. ভূলোক।

৩৯. অপব্যয়-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. মিতব্যয় খ. অপচয়
গ. সঞ্চয় ঘ. সদ্ব্যয়
উত্তর: ঘ. সদ্ব্যয়।

৪০. সংহত এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. বিবৃত খ. বিভক্ত
গ. সসংযত ঘ. অশক্ত
উত্তর: খ. বিভক্ত।

৪১. ঐচ্ছিক-এর বিপরীতার্থক শব্দ
ক. আবশ্যক খ. আবশ্যকীয়
গ. অবশ্যম্ভাবী ঘ. আবশ্যিক
উত্তর: ঘ. আবশ্যিক।

৪২. সফেদ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. শুভ্র খ. নিকষ
গ. লোহিত ঘ. নীলিম
উত্তর: খ. নিকষ।

৪৩. কড়ি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. কোমল খ. মধুর
গ. পয়সা ঘ. কানা
উত্তর: ক. কোমল।

৪৪. নিচের জোড় শব্দগুলোর মধ্যে কোন দুটি শব্দ বিপরীতার্থক নয়?
ক. আপদ-বিপদ খ. আকাশ-পাতাল
গ. আলো-আঁধার ঘ. আয়-ব্যয়
উত্তর: ঘ. আয়-ব্যয়।

৪৫. অর্থী এর বিপরীত শব্দ
ক. প্রতথী খ. যাচক
গ. প্রার্থনাকারী ঘ. প্রার্থী
উত্তর: ক. প্রতথী।
৪৬. সুধা-শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. তিক্ত খ. বিষাক্ত
গ. গরল ঘ. সবকটি
উত্তর: ঘ. সবকটি।

৪৭. ঘাটতি শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. কমতি খ. খাটো
গ. অপ্রতু ঘ. বাড়তি
উত্তর: ঘ. বাড়তি।

৪৮. সঠিক শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. সরল খ. সহজ
গ. সত্য ঘ. বেঠিক
উত্তর: ঘ. বেঠিক।

৪৯. তমসার বিপরীত শব্দ কোনটি?
ক. নিকুঞ্জ খ. অন্ধকার
গ. ধোঁয়াশা ঘ. আলো
উত্তর: ঘ. আলো।

৫০. পুষ্ট-এর বিপরীতার্থক শব্দ
ক. লঘু খ. ক্ষীণ
গ. গুপ্ত ঘ. বহু
উত্তর: খ. ক্ষীণ।

৫১. সুশীল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. দুঃশীল খ. অসামাজিক
গ. সাধারণ ঘ. একটিও নয়
উত্তর: ক. দুঃশীল।

৫২. দ্বেষ এর বিপরীত শব্দ কি?
ক. প্রেম খ. বিদ্বেষ
গ. ভাব ঘ. কোনটিও নয়
উত্তর: ক. প্রেম।

৫৩. ঔদার্য এর বিপরীত শব্দ
ক. বিনয় খ. অনৈক্য
গ. কার্পণ্য ঘ. কুটিল
উত্তর: গ. কার্পণ্য।

৫৪. একান্ন এর বিপরীত শব্দ কোনটি?
ক. একসাথে খ. পৃথপন্ন
গ. পোলাও ঘ. পৃথক
উত্তর: খ. পৃথপন্ন।

৫৫. সৌম্য এর বিপরীত শব্দ
ক. অসুন্দর খ. কৃৎসিত
গ. কাপুরুষ ঘ. করাল
উত্তর: ঘ. করাল।

৫৬. সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. দ্বিধা খ. প্রত্যয়
গ. বিস্ময় ঘ. নির্ভয়
উত্তর: খ. প্রত্যয়।

৫৭. জমিন শব্দের বিপরীত শব্দ
ক. আসমান খ. আকাশ
গ. মাটি ঘ. বাতাস
উত্তর: ক. আসমান।

৫৮. নিগ্রহ শব্দের বিপরীত শব্দ
ক. অনুগ্রহ খ. বিগ্রহ
গ. সানুগ্রহ ঘ. অনিগ্রহ
উত্তর: ক. অনুগ্রহ।

৫৯. সুষুপ্ত শব্দের বিপরীত শব্দ
ক. নিমন্ন খ. আহরিত
গ. হরণ ঘ. জাগরিত
উত্তর: ঘ. জাগরিত।

৬০. তিমির এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. কালো খ. রজনী
গ. অন্ধকার ঘ. আলো
উত্তর: ঘ. আলো।

৬১. ক্ষিপ্ত এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. প্রকৃতিস্থ খ. শান্ত
গ. আনন্দিত ঘ. উল্লসিত
উত্তর: ক. প্রকৃতিস্থ।

৬২. খিড়কি এর বিপরীতার্থক শব্দ
ক. বাতায়ন খ. গুপ্তপথ
গ. চিলোকোঠা ঘ. সিংহদ্বার
উত্তর: ঘ. সিংহদ্বার।

৬৩. অলীক শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. বাহির খ. সত্য
গ. গ্রহণ ঘ. আলো
উত্তর: খ. সত্য।

৬৪. পাংশু এর বিপরীত শব্দ কোনটি?
ক. সতেজ খ. সবুজ
গ. খর্ব ঘ. বৃহৎ
উত্তর: ক. সতেজ।

৬৫. আবির্ভাব এর বিপরীত শব্দ কোনটি?
ক. স্বভাব খ. অনুভব
গ. তিরোধান ঘ. আগন
উত্তর: গ. তিরোধান।

৬৬. সমষ্টি এর বিপরীত শব্দ কোনটি?
ক. ব্যষ্টিক খ. সামষ্টিক
গ. ব্যাপক ঘ. ক্ষুদ্র
উত্তর: ক. ব্যষ্টিক।

৬৭. বিভাবরী এর বিপরীত শব্দ
ক. দিবস খ. রজনী
গ. দীন ঘ. রাত্রি
উত্তর: ক. দিবস।

৬৮. সন্নাসী শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. নিরাকার খ. বেনামী
গ. শুরু ঘ. গৃহী
উত্তর: ঘ. গৃহী।

৬৯. সঠিক বিপরীত শব্দ জোড়া
ক. আগ্রহ-নিগ্রহ খ. ক্ষিপ্র-দীপ্র
গ. ইষ্ট-শিষ্ট ঘ. সঞ্চয়-অপচয়
উত্তর: ঘ. সঞ্চয়-অপচয়।

৭০. নৈসর্গিক এর বিপরীত শব্দ কোনটি?
ক. নারকীয় খ. কৃত্রিম
গ. সংকীর্ণ ঘ. ক্রোধ
উত্তর: খ. কৃত্রিম।

৭১. তাপ শব্দের বিপরীতার্থক শব্দ কোনাটি?
ক. শৈত্য খ. শীতল
গ. উত্তাপ ঘ. হিম
উত্তর: ক. শৈত্য।

৭২. যথাযথ বিপরীত শব্দজোড় নয় কোনটি?
ক. গৃহী-সন্নাসী খ. উত্তম-মাধ্যম
গ. আকাশ-পাতাল ঘ. কান্না-হাসি
উত্তর: খ. উত্তম-মাধ্যম।

৭৩. বাহুল্য এর বিপরীত শব্দ কোনটি?
ক. প্রয়োজনীয় খ. সংক্ষেপ
গ. বিনীত ঘ. অনুগ্রহ
উত্তর: ক. প্রয়োজনীয়।

৭৪. খাতক শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. বন্ধু খ. সম্পদ
গ. মহাজন ঘ. জমি
উত্তর: গ. মহাজন।

৭৫. প্রকট এর বিপরীত শব্দ
ক. গুপ্ত খ. পৃথক
গ. স্থির ঘ. প্রচল
উত্তর: ক. গুপ্ত।
৭৬. উত্তরীয় এর বিপরীত শব্দ কোনটি?
ক. অনুত্তরীয় খ. অন্তরীয়
গ. নৈর্ঝত ঘ. চাদর
উত্তর: খ. অন্তরীয়।

৭৭. সভ্য শব্দটির বিপরীতার্থক শব্দ হল
ক. গ্রাম্য খ. প্রতীচ্য
গ. বুনো ঘ. বিষম
উত্তর: গ. বুনো।

৭৮. পামর শব্দটির বিপরীতার্থক শব্দ হলো
ক. পাষাণ খ. দয়ালু
গ. পুণ্যবান ঘ. মহাত্ম
উত্তর: ঘ. মহাত্ম।

৭৯. অপচয় শব্দটির বিপরীত শব্দ কোনটি
ক. সাশ্রয় খ. সঞ্চয়
গ. কৃচ্ছ্ব ঘ. কৃপণতা
উত্তর: খ. সঞ্চয়।

৮০. ইদানিং শব্দের বিপরীত শব্দ
ক. আজকাল খ. তদানিং
গ. তদানিন্তন ঘ. তৎকালিন
উত্তর: গ. তদানিন্তন।

৮১. অনুরাগ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. রাগ খ. বিরাগ
গ. ক্ষোভ ঘ. রুদ্র
উত্তর: খ. বিরাগ।

৮২. ভূত শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে
ক. ভবিষ্যৎ খ. পেত্নী
গ. ভোতা ঘ. ভাষা

৮৩. অর্পণ এর বিপরীতার্থক শব্দ হচ্ছে
ক. গ্রহণ খ. গ্রহীতা
গ. দাতা ঘ. প্রদান
উত্তর: ক. গ্রহণ।

৮৪. বিরক্ত এর বিপরীতার্থক শব্দ কোনটি
ক. অন্ত খ. অনুজ
গ. আদর ঘ. অনুরক্ত
উত্তর: ঘ. অনুরক্ত।

৮৫. অগ্রজ শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি
ক. অনুজ খ. গ্রহীতা
গ. পশ্চাৎ ঘ. অগ্র
উত্তর: ক. অনুজ।

৮৬. অন্তরঙ্গ এর বিপরীত শব্দ কোনটি?
ক. আভাস খ. বহিরঙ্গ
গ. কুুটিল ঘ. অন্তর
উত্তর: খ. বহিরঙ্গ।

৮৭. মহৎ এর বিপরীতার্থক শব্দ
ক. নীচ খ. নিচে
গ. নিচু ঘ. খারাপ
উত্তর: ক. নীচ।

৮৮.বিধি এর বিপরীত শব্দ কোনটি?
ক. অনিয়ম খ. অবিধি
গ. নিষেধ ঘ. প্রথা
উত্তর: গ. নিষেধ।

৮৯. সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. বিষ্ময় খ. নির্ভয়
গ. দ্বিধা ঘ. প্রত্যয়
উত্তর: ঘ. প্রত্যয়।

৯০. তাপ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. স্তব্ধ খ. বিনয়
গ. গাম্ভীর ঘ. মাথা নত করা
উত্তর: খ. বিনয়।

৯১. অমৃত এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. সরল খ. গরল
গ. বিরল ঘ. বিষাক্ত
উত্তর: খ. গরল।

৯২. মুক্ত এর বিপরীত শব্দ কোনটি?
ক. স্বাধীন খ. বাহির
গ. বদ্ধ ঘ. মুক্তি
উত্তর: গ. বদ্ধ।

৯৩. কোনটি ঝটতি এর বিপরীত শব্দ কোনটি?
ক. তাড়াতাড়ি খ. বিলম্ব
গ. অতৃপ্তি ঘ. নিন্দা
উত্তর: খ. বিলম্ব।

৯৪. আগমনী শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. বিদায়ী খ. প্রত্যাগমন
গ. বিসর্জন ঘ. প্রাক্তনী
উত্তর: ক. বিদায়ী।

৯৫. গ্রাম্য িএর বিপরীত শব্দ কোনটি?
ক. ভদ্র খ. রুচিবান
গ. শহুরে ঘ. পরিপাটি
উত্তর: গ. শহুরে।

৯৬. তস্কর শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. তুচ্ছ খ. তথাগত
গ. সাধু ঘ. অতএব
উত্তর: গ. সাধু।

৯৭. মুখর শব্দের বিপরীত শব্দ
ক. চঞ্চল খ. নিস্তব্ধ
গ. মৌনি ঘ. নীরব
উত্তর: গ. মৌনি।

৯৮. মাগনা শব্দের বিপরীতার্থক শব্দ
ক. সহজলব্ধ খ. অধিক অর্থের বিনিময়ে অর্জিত
গ. কষ্টার্জিত ঘ. বিনা মূল্যে অর্জিত
উত্তর: গ. কষ্টার্জিত।

৯৯. শবল এর বিপরীত শব্দ কোনটি?
ক. দুর্বল খ. দুষ্টু
গ. একবর্ণা ঘ. বিচিত্র
উত্তর: গ. একবর্ণা।

১০০. উদ্যত এর বিপরীত শব্দ কোনটি?
ক. সমুন্নত খ. অদ্যত
গ. বিরত ঘ. প্রদ্যুত
উত্তর: গ. বিরত।

১০১. নাস্তিক শব্দের বিপরীত শব্দটি কি?
ক. আস্তিক খ. অস্তিত্ববাদী
গ. ধার্মিক ঘ. জড়বাদী
উত্তর: ক. আস্তিক।

বিকল্প শব্দ কাকে বলে?

বাংলা ভাষাসহ পৃথিবীর অধিকাংশ ভাষা সমূহের বিকল্প শব্দ নামে কতিপয় শব্দ আছে। যা কোন একটি শব্দের পরিবর্তে সমজাতীয় শব্দকে নিদের্শ করে। বিপরীতভাবে গৃহিত শব্দ বা প্রতিশব্দও কখনো কখনো বিকল্প শব্দ হিসেবে ব্যবহৃত হয়। বাক্যে শব্দ ব্যবহার করা হলে সেই শব্দ অনেক সময় ব্যঞ্জনা প্রকাশ করে থাকে। এ ক্ষেত্রে বাক্যগঠন ও শব্দার্থকে আশ্রয় করতে হয়। আবার কখনো কোন বিষয়কে অধিক প্রাধান্য দেবার জন্য বিকল্প শব্দ ব্যবহার করতে হয়। 

কখনো বাক্যের ভাবার্থকে অক্ষুন্ন রাখতে কিংবা ভাবানুযায়ী শব্দ ব্যবহার করতে বিকল্প শব্দ ব্যবহার আবশ্যক হয়ে পড়ে। অর্থ সম্প্রসারণ, ব্যঞ্জনা প্রকাশ, ভাষার সৌন্দর্য বৃদ্ধি, একঘেয়েমিতা পরিহার ও বাক্য কাঠামো নির্মাণে বিকল্প শব্দ ব্যবহার করা হয়। শব্দের সগ্রোত্রীয় অর্থ বা নেতিবাচক অর্থ প্রকাশার্থেও বিকল্প শব্দ প্রয়োজন। ভাষার শব্দ ভাণ্ডারের সমৃদ্ধির জন্যে বিকল্প শব্দের প্রয়োজনীয়তা আছে। বাংলা ভাষার বিকল্প শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করার জন্য সহোদর ভাষা বা অপরাপর ভাষা থেকে শব্দ সংগ্রহ করা যায়।

কতিপয় বিকল্প শব্দ নিম্নে দেওয়া হলোঃ
  • অখণ্ড = সম্পূর্ণ, পরিপূর্ণ, অবিভক্ত।
  • অপবাদ = কালিমা, কলস্ক।
  • অনর্থ = অনাবশ্যক, নিষ্প্রয়োজন, শুধু-শুধু।
  • অবশ্য = নিশ্চিত, একান্তভাবে।
  • অমূলক = মিথ্যা, বানোয়াট, অসত্য।
  • অবশিষ্ট = অতিরিক্ত, শেষাংশ।
  • অমিত = প্রচুর, অনেক, বেশি, ভীষণ।
  • অবকাশ = সময়, ফুসরত, সুযোগ।
  • অরুণ = লাল, আরক্ত, রক্তিম।
  • অপূর্ব = ভাল, মনোরম, মনোহর, সুন্দর।
  • অচল = দুর্বল, স্থির, নিথর।
  • অসম = বন্ধুর, বিষম, উঁচু-নিচু।
  • আসল = মূলধন, মৌলিক, মৌল।
  • আঘাত = দুঃখ, কষ্ট, ব্যথা।
  • আধিপত্য = কর্তৃত্ব, সর্বাধিকার।
  • আক্ষেপ = বিলাপ, আবেগ।
  • আধুনিক = সম্প্রতি, বর্তমান, নব্য।
  • আজ্ঞা = অনুমতি, হুকুম, আদেশ।
  • আকাশ = ছায়ালোক, শূন্য, অনন্ত।
  • আকুল = কাতর, অস্থির।
  • আনন্দ = সুখ, খুশি, উল্লাস, হর্ষ।
  • আদি = প্রথমে, পূর্বে, আরম্ভে।
  • আগুন = দহন, শিখা, অগ্নি।
  • ইচ্ছা = আকাঙ্খা, কামনা।
  • একতা = মিলন, একত্ব, অভেদ।
  • একান্ত = নির্জন, নিতান্ত, ঐকান্তিক।
  • এড়ো = আড়, কাত, একপেশে, চওড়া দিক।
  • এলো = এলনো, অসংগত, শিথিল।
  • এই = নিকটস্থ, সম্মুখবর্তী।
  • ঐক্য = একতা, মিল, অভিন্ন।
  • ওজন = তৌল, পরিমাণ, মর্যাদা।
  • ওসা = শিশির, হিম, ঠাণ্ডা।
  • ঔদার্য = বদান্যতা, আন্তরিকতা, উদারতা।
  • ইতি = অবসান, যবনিকা, সমাপ্তি।
  • ইদানিং = সম্প্রতি, বর্তমান, এখনকার।
  • ইতর = অভদ্র, অশোভন।
  • ইন্দ্র = রাজা, অধিপতি, দেবরাজ।
  • ঈর্ষা = পরশ্রীকাতর, হিংসা।
  • ঈষৎ = অল্প, সামান্য, খুব কম।
  • উপস্থিত = বর্তমান, বিদ্যমান, হাজির, আগত।
  • উপযোগ = ব্যবহার, প্রয়োগ, ভোগ।
  • উপযুক্ত = যোগ্য, অনুরূপ, যথাযোগ্য, উচিত।
  • উপদ্রব = অত্যাচার, বিপদ, দৌরাত্ম্য।
  • উপরতি = নিবৃত্ত, বৈরাগ্য।
  • উপকার = সাহায্য, কল্যাণ, আনুকূল্য।
  • উদ্দেশ্য = মতলব, অভিপ্রায়।
  • উদর = জঠর, পেট।
  • উৎক্ষিপ্ত = ঊর্ধ্বে নিক্ষেপ, নির্লিপ্ত, উৎপাটিত।
  • উগ্র = তীব্র, প্রখর, প্রচণ্ড।
  • উত্তম = ভদ্র, উৎকৃষ্ট, অগ্রণী, বরেণ্য।
  • উজ্জ্বল = দীপ্তিমান, প্রজ্বলিত, উদ্ভাসিত, আলোকিত।
  • উচ্ছ্বাস = বিকাশ, উল্লাস, ফীর্তি।
  • উৎকট = বিকট, তীব্র, উগ্র, কঠোর।
  • উপকথা = কাহিনী, গল্প, কেচ্ছা, উপাখ্যান, রূপকথা।
  • উপচয় = সংগ্রহ, উন্নতি, নিচয়।
  • ঊর্বর = ভারসাম্য, আনুকূল্য, ভাল, কল্যাণময়।
  • ঊষর = অনুর্বর, ক্ষারযুক্ত, নোনাযুক্ত, নোনতা মাটি।
  • উর্ধ্ব = উচ্চ, উপরিভাগ, উপর, উন্নতি।
  • কোপ = রাগ, রোষ, ক্রোধ, বিরাগ।
  • কপোত = কবুতর, পায়রা, পারাবত।
  • কন্যা = দুহিতা, তনয়া, পুত্রী।
  • কড়া = কঠিন, শক্ত, খর, তীব্র।
  • কটি = কোমর, কাকাল, মাজা।
  • কটু = কর্কশ, ঝাল, তিক্ত, কষা।
  • কপাল = ভাগ্য, নিয়তি।
  • খাটা = পরিশ্রম করা, কাজে লাগা।
  • খর = প্রখর, উগ্র, কর্কশ, কঠোর।
  • খসা = বিচ্যুত হওয়া, ধসা, আলগা হয়ে পড়া।
  • খাজা = মূর্খ, শক্ত।
  • খেয়াল = কল্পনা, শখ, অনুমান, ঝোঁক।
  • খোলসা = মুক্ত, স্পষ্ট, বিশদ, খোলাখুলি।
  • খাঁটি = আসল, সারগর্ভ, ভেজালহীন।
  • খুব = ভীষণ, প্রচণ্ড, অনেক।
  • খারাপ = অশ্লিল, অভদ্র, মন্দ, খচ্চর।
  • ক্ষীণ = রোগাপট্কা, সরু, শীর্ণ, চিকন, দুর্বল।
  • গতি = গমন, যাত্রা, ধারা, চলন।
  • গৃহ = নিবাস, নিলয়, নিকেতন।
  • গর্জন = গম্ভীর ধ্বনি, উচ্চ শব্দ।
  • গলিত = তরলকৃত, দ্রবীভূত, প্রবাহিত।
  • গণ = দল, বর্গ, শ্রেণী, সমূহ।
  • গন্তব্য = মনজিল, অভিষ্ট, স্থান, লক্ষ্য।
  • গ্রহণ = নেয়া, গ্রাস।
  • গুণ = দড়ি, দড়া, কাছি।
  • গরু = বোকা, নির্বোধ।
  • গাধা =মূর্খ, বুদ্ধিহীন।
  • ঘাট = নামিবার স্থান, অপরাধ, উৎপাদন স্থান।
  • ঘাত = চোট, প্রহার, কোপ, ঘা, ক্ষত।
  • ঘৃণা = অবজ্ঞা, অপমান, লজ্জাবোধ।
  • ঘোচা = লোপ পাওয়া, শেষ করা।
  • ঘোটক = অশ্ব, তুরঙ্গ, বাজী।
  • ঘন = পুরো, মোটা, জমাট, ঘোর, গম্ভীর।
  • ঘর = আবাস, নিলয়, নিকেতন।
  • চপল = চঞ্চল, তরল, ক্ষণস্থায়ী।
  • চরণ = বিচরণ, পা, পদ, ভ্রমণ।
  • চরিত = আচরণ, চরিত্র, জীবনচারিত।
  • চলন = চলা, রীতি, রেওয়াজ, আচরণ।
  • চাপা = প্রয়োগ, টেপা, গোপন করা, ঢাকা।
  • চারু = মনোরম, ললিত, সুকুমার।
  • চিত্র = আলেখ্য, প্রতিমূর্তি, বিচিত্র, নকশা।
  • চূড়া = শীর্ষ, ঝুঁটি, টিকি, শ্রেষ্ঠ।
  • আরো পড়ুন: অ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম
  • চিহ্ন = রেখা, ছাপ, নিদর্শন, অজিজ্ঞান।
  • চড় = চাপড়, থাপ্পড়, প্রহার করা, মারা।
  • চক্র = ঘুরপাক, ভ্রমণ, আবর্তমান।
  • চিত্ত = হৃদয়, মন, অন্তর, আত্মা।
  • চোখ = দৃষ্টি, নজর, দর্শনেন্দ্রিয়।
  • ছাড়া = ত্যাগ, বদলানো, প্রস্থান।
  • ছবি = দীপ্তি, শোভা, কান্তি, চিত্র।
  • ছেদ = কর্তন, খণ্ডন, বিরাম।
  • ছল = প্রতারণা, নিন্দা, ভান, কৌশল।
  • ছাঁদ = সাদৃশ্য, প্রতিকৃতি, মডেল।
  • ছার = অধম, নগণ্য, পোড়া, মন্দ।
  • ছিটা = ছাট, ছড়া, বিন্দু, ফোঁটা।
  • ছাগল = চর্বণকারী, বোকা।
  • জড় = একত্র, নিস্ক্রিয়, চলনক্ষয়, মূল।
  • জল = অপ, উদক, নীর, বারি, সলিল।
  • জলাশয় = পুস্করিণী, জলের আধার।
  • জাত = গোষ্ঠী, মৌল, বংশ, শ্রেণী।
  • জোর = শক্তি, উচ্চতা, তীব্রতা, জবরদস্তি।
  • জন্ম = উৎপত্তি, আগমন, দেহাশ্রিত অবস্থা, ভূমিষ্ঠ।
  • জোড়া = মিলিত, আরম্ভ, যুক্ত।
  • জমা = সঞ্চয়, পুঁজি, থোক, আয়বৃদ্ধি।
  • ঝোঁক = টান, আগ্রহ, আকর্ষণ, অভিভা।
  • ঝংকার = অনুরণন, শব্দ, গুঞ্জন।
  • টান = আকর্ষণ, আসক্তি, ঝোঁক, মায়া, ভালোবাসা।
  • টানা = পক্ষপাতি, একদিকে নেয়া।
  • টোপা = মোহনীয়, উঁচু নকশা, লোভনীয়।
  • টোলা = পল্লী, পাড়া, নগরের অংশ, বসতি।
  • ট্যাক্স = মাসুল, কর, খাজনা, রাজস্ব, বসতি।
  • ঠেলা = ধাক্কা দেয়া, বর্জন করা, অবজ্ঞা।
  • ঠিক = নির্ভুল, উত্তম, সত্য, আসল।
  • ঠাহর = মনোযোগ, দৃষ্টি, উপলব্ধি।
  • ঠেকা = লাগা, বাধা, সংকটে পড়া।
  • ডাক = ধ্বনি, চিৎকার, আহ্বান, সম্বোধন।
  • ডগা = আগ, শীর্ষ ভাগ, অগ্রভাগ।
  • ডস্কা = জয় ঝংকার, জয়ঢাক, প্রমোদ ধ্বনি, টেটরা।
  • ডাল = শাখাপ্রশাখা, কাণ্ড।
  • ঢেউ = দোলা, আঘাত।
  • ঢের = প্রচুর, অনেক বেশি।
  • ঢিলা = আলগা, শিথিল, অমনোযোগী।
  • ঢালা = পতিত করা, প্রবাহিত, পাত্রস্থ।
  • ঢাকা = আচ্ছাদি, ছাদ দেয়া।
  • ঢাকনা = আবরণ, আবৃত করা, আচ্ছাদন।
  • তৎকাল = সমসাময়িক, সেই সময়।
  • তর্জন = ভর্ৎসনা, আলমারির তাক, অনুমান, লক্ষ্য ঠিক।
  • তীর্থ = পুণ্যস্থান, দেবতামহাপুরুষের জন্য বিখ্যাত স্থান।
  • তীর = কিনারা, ধার।
  • তত্ব = শৃঙ্খলিত জ্ঞান, মূল বিষয়, স্বরূপ।
  • তনয়া = দুহিতা, মেয়ে, কণ্যা।
  • তরঙ্গ = ঊর্মি, হিল্লোল।
  • তর্ক = বিতর্ক, যুক্তি, বিচার, হেতু।
  • তৈয়ার = নির্মাণ, গঠন, প্রস্তুত, বানানো।
  • থামা = গতি সংবরণ করা, নিশ্চল হওয়া, চুপ থাকা।
  • থলিয়া = ঝুড়ি, বস্তা, আধার।
  • থাকা = অবস্থান করা, সময় কাটানো, বেড়ানো।
  • থালা = পাত্র বিশেষ, প্লেট, খাবারের পাত্র।
  • থানা = কেন্দ্র, অঞ্চল বিশেষ।
  • দক্ষিণ = অবাক, অবাচী, অনুকূল, ডান।
  • দখল = অধিকার, অধিকারী, আয়ত্ত, ব্যুৎপত্তি।
  • দগ্ধ = পোড়া, উত্তপ্ত, সন্তপ্ত।
  • দণ্ড = লাঠি, কাঠি, শাস্তি, খেসারত।
  • দান = অর্পণ, বিতরণ, সম্প্রদান।
  • দাহ = পোড়া, সৎকার, জ্বলা।
  • দয়া = পরদুঃখকাতরতা, করুণা, প্রবৃত্তি, অনুকষ্পা, অনুগ্রহ, সববেদনা।
  • ধবল = শ্বেত, ধলা, শুভ্র, শুক্ল।
  • ধারা = প্রবাহ, নির্ঝর, ঝর্ণা, শৃঙ্খলা, বারি।
  • ধ্বংস = নাশ, উচ্ছেদ, বধ, অপচয়।
  • ধরা = পৃথিবী, ধারণ করা, হাত দেয়া, স্পর্শ করা।
  • ধরণী = পৃথিবী, বসুধা, ধরা, ক্ষিতি, নভঃনশ্বর।
  • ধর্ম = পুণ্যকর্ম, সৎকর্ম, স্বভাব, আচরণ, আইন, মনুষ্যত্ব, সাধনার পথ, পুণ্য, পরকাল সম্বন্ধীয়।
  • নব = নতুন, নবজাত, নয়া।
  • নরম = কোমল, মৃদু, শান্ত, দয়া, স্নেহ।
  • নাড়া = দোলায়িত করা, নাড়ানো, বিচালন।
  • নাশ = ধ্বংস, বিনাশ, শেষ।
  • নিজ = আপন, স্বীয়, স্বকীয়, স্বয়ং, নিজস্ব।
  • নদী = যৌবন, প্রবাহিনী, তরঙ্গিনী, নারী।
  • নিকট = থেকে, কাছে, অদূরবর্তী।
  • নম্র = ভদ্র, বিনয়ী, বিনয়াবনত।
  • নবীন = নতুন, উদগত, আধুনিক, অধুনা।
  • নাম = সুনাম, উল্লেখ, অভিধা, ব্যাখ্যা, পরিচয়, মর্যাদা।
  • পক্ষ = পাখা, পাখির ডানা, পালক, সহায়, দল, পনের দিন।
  • পতন = পাত করা, অবনতি, ধ্বংস, স্খলন।
  • পরম = শ্রেষ্ঠ, মহৎ, অত্যন্ত, চরম।
  • পল্লব = পত্র, পাতা, কিশলয়।
  • পত্নী = জায়া, ভার্যা, জীবন সাথী, অর্ধাঙ্গিনী।
  • পতাকা = কেতন, ঝাণ্ডা, ধ্বজা, নিশান।
  • পত্তন = নগর, পট্টন, নির্মাণ, প্রতিষ্ঠা, আরম্ভ, স্থাপন।
  • পায়রা = কবুতর, পারাবত, কপোত।
  • পা = পদতল, পদ, চরণ।
  • ফাঁকা = ব্যবধান, অন্তর, অনাবৃত অংশ, খালি, অবকাশ।
  • ফাটা = বিদীর্ণ, চিড়, আঘাত, দুভাগ, ছিদ্র।
  • ফেলা = নিক্ষেপ, পতিত, শেষ, চুকা, পরিত্যক্ত, বাদ।
  • ফোটা = বিদ্ধ, ব্যক্ত, উন্মুক্ত, বিকশিত।
  • ফের = আবার, পুনরায়, বন্ধন, সংকট, বদল, পরিবর্তন।
  • বিমান = আকাশ, উড়োজাহাজ, হাওয়াই জাহাজ, আকাশযান।
  • বন = অরণ্য, কানন, গহন, জংগল।
  • বলা = উল্লেখ, বর্ণনা, জ্ঞাপন, কথন।
  • ব্যবস্থা = নিয়ম, উপায়।
  • বিচিত্র = বিভিন্ন রঙের।
  • বদন = চেহারা, মুখ।
  • বন্ধ = বাঁধা, আবদ্ধ, রুদ্ধ, যুক্ত, বিন্যাস।
  • বাছা = নির্বাচন, বাছাই করা, পৃথক করা।
  • বহু = অনেক, অধিক, প্রচুর, বেশি, যথেষ্ট, নানা, মহা, একাধিক।
  • ভর = অবলম্বন, নির্ভর, সহযোগিতা।
  • ভাব = সত্তা, অস্তিত্ব, স্থিতি হওয়া, উৎপত্তি, অবস্থা, চিন্তা, ভাবনা, অভিপ্রায়।
  • ভেদ = বেধন, বিদারণ, ছেদন, পার্থক্য, অনৈক্য।
  • ভোগ = অনুভব, উপভোগ, সুখ।
  • ভ্রমর = অলি, মধুকর, মধুপ, মধুরত, ভোমরা।

উপসংহার

প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে বিপরীত শব্দ ভান্ডার ৩০০০+ এই টপিক সহ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েছেন এবং উপকৃত হতে পেরেছেন। এ রকম আরো তথ্য মূলক পোস্ট পড়তে আমাদের সাথেই থাকুন। আমরা সবসময় পাঠকের চাহিদা অনুযায়ী পোস্ট পাবলিশ করে থাকি। এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url