সমার্থক শব্দ ১০০০+ পরিক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ
প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে ১০০০+ সমার্থক শব্দ নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে ১০০০+ সমার্থক শব্দ বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
শব্দ ভাষার সম্পদ। একই অর্থে যে-সব শব্দ ভাষায় ব্যবহার করা হয় তাদেরকে ‘‘একার্থক শব্দ’’ বা ‘‘সমার্থক শব্দ’’ বা প্রতিশব্দ বলে। সমার্থক শব্দগুলি ভালভাবে জানা থাকলে সাহিত্য রচনাকালে, কথাবার্তা বলার সময় ও বক্তৃতা দিবার সময়, বিশেষ করে কবিতা রচনার ক্ষেত্রে নিজের ইচ্ছানুযায়ী ভাব প্রকাশ করা যায়। এক একটি শব্দের অকেগুলি প্রতিশব্দ থাকে। শব্দের অর্থ এবং বাক্যদির ব্যাখ্যা করার বেলায়ও প্রতিশব্দের আবশ্যক হয়। কাজেই ভাষার সৌন্দর্য বৃদ্ধির সহায়ক হিসেবেই সমার্থক শব্দ আয়ত্ত করা অপরিহার্য। সাধারণত শিক্ষিত সমাজ, লেখক, সাহিত্যিকগণ ও প্রায় প্রতিটি পরিক্ষা বা বিসিএস পরিক্ষায় আসে যে-সব শব্দগুলো তার কতিপয় উদাহারণ নিম্নে দেওয়া হলোঃ
সমার্থক শব্দ ১০০০+
- অশ্ব - ঘোড়া, ঘোটক, তুরঙ্গ, হয়, বাজী, তুরঙ্গম, তুরগ।
- অন্ন - ভাত, আহারদ্রব্যে, ওদন, সিদ্ধ, তগুল।
- অতিশয় - অতীব, অতি, অতিমাত্রা, অধিক, একান্ত, অত্যান্ত, নিতান্ত, সাতিশয়।
- অপবাদ - অপযশ, নিন্দা, অখ্যাতি।
- অন্ধকার - তিমির, তমিস্রা, তমঃ, আঁধার, তমসা।
- অগ্নি - অনল, পাবক, আগুন, দহন, সর্বভুক, শিখা, হুতাশন, বিভাবসু, বহ্নি, কৃশানু ও বৈশ্বানর।
- অঙঙ্গ - ফুলশর, মনোজ, পুলধনু, মনসিজ, মদন।
- অচল - গতিহীন, অটল, স্থির, অব্যবহার্য।
- অসম - অসমান, ভিন্ন প্রকার, বিষম, অসমতল, উঁচু, নিচু, বন্ধুর।
- অশ্রু - চোখের জল, নেত্রবারী, ধারপাত, বর্ষণ, বিন্দু, মোচন, রোধ।
- অল্প - ঈষৎ, কম, একটু, সামান্য, তুচ্ছ, ক্ষুদ্র।
- অভিজ্ঞান - স্মারক, নিদর্শন, পরিচায়ক, বস্তু, চিহ্ন।
- অবাধ - বাধাহীন, প্রতিবন্ধ, অবারিত, অবশীভূত।
- অবস্থা - দশা, রকম, প্রকার, গাণতিক, হাল, স্থিতি, অবস্থান।
- অপচয় - অপব্যয়, ব্যথাব্যয়, অপচ, ক্ষতি, ক্ষয়, হ্রাস।
- অন্তর - মধ্য, ফাঁক, ছিদ্র, ব্যবধান, তফাত, ভেদ, পার্থক্য, তারতম্য, মন, হৃদয়, অপর, ভিন্ন, স্বীয়।
- অতি - অতিশয়, অতীব, অতিমাত্রা, অধিক, একান্ত, অত্যন্ত, সাতিশয়।
- অপযশ - নিন্দা, অখ্যাতি, অপবাদ, বদনাম, কুকথা।
- আবর্তন - চক্রাকার, ঘূর্ণন, পরিভ্রমণ, প্রত্যাবর্তন, পুরাগমন, বেষ্টন, আলোড়ন, আওড়টানো।
- আদৃত - অধুনাতন, সাম্প্রতিক, নব্য, বর্তমান কালের, হালের।
- আদি - আদিতে, প্রথমে, আরম্ভে, অগ্নে, পূর্বে, মোটেই, আদপে।
- আজ্ঞা - আদেশ, অনজ্ঞা, হুকুম, অনুমতি।
- আচমকা - আচম্বিতে, হঠাৎ, চকিত, সহসা।
- আকুল - ব্যাকুল, কাতর, ব্যগ্র, উৎসুক, কৌতূহল।
- আকাশ - অনন্ত, গগন, নভঃ, শূন্য, ব্যোম, অন্তরীক্ষ, আসমান।
- আকিঞ্চন - দৈন্য, দীনতা, আগ্রহ, চেষ্টা।
- আঁক - গণিতের হিসাব, দাগ, রেখা, আঁচড়।
- আনন্দ - আহলাদ, পুলক, হর্ষ, সুখ, খুশি।
- আদেশ - আজ্ঞা, হুকুম, অনুমতি, অনুশাসন, উপদেশ, নিয়োগ।
- আফসোস - পরিতাপ, দুঃখ, মনস্তাপ।
- ইচ্ছা - বাসনা, সাধ, আকাঙ্খা, অভিপ্রায়, বাঞ্ছা, অভিলাষ, লালসা, স্পৃহা, অভিরুচি।
- ইন্দ্র - দেবরাজ, আখমণ্ডল, পাক শাসন, বাসব, মখরা, প্রধান, শ্রেষ্ঠ, রাজা।
- ইলা - পৃথিবী, রাণী, জন, বধূপত্নী, বরবধূ।
- ইতি - সমাপ্তি, শেষ, অবসান, রফা, যবনিকা, সমাপ্ত, উপসংহার।
- ইষ্ট - কল্যাণকর, অভিলাষিত, কাম্য, উপাস্য, কল্যাণ, যজ্ঞাদি।
- ইদানীং - সম্প্রতি, আজকাল, এখন, আধুনিক, এখনকার।
- ঈশ্বর - বিধাতা, বিভু, বিধি, জগদীশ, বিশ্বপতি, জগন্নাথ, স্রষ্টা, আল্লাহ, খোদা।
- উগ্র - প্রচণ্ড, নিষ্ঠুর, স্ফীতি, বিকাশ।
- উজ্জ্বল - দীপ্তিমান, আলোকিত, উদ্ভাসিত, শোভামান, প্রজ্বলিত, ঝলমলে, দীপ্ত, চকচকে।
- উত্তম - উৎকৃষ্ট, প্রধান, ভদ্র, অগ্রণী, বরেণ্য, প্রমুখ।
- উচ্ছেদ - উৎপাটন, বিনাশ, স্থানচ্যুতি।
- উত্থান - উন্নতি, অভ্যুদয়, আর্বিভাব, বিদ্রোহ, ওঠা।
- উপহাহৃত - উপহাররূপে, প্রদত্ত, অর্পিত, নিবেদিত, সংগৃহীত, আহূত।
- উপস্থিত - আগত, বর্তমান, বিদ্যমান, হাজির, নিকটস্থ, সম্মুখবর্তী।
- উপরতি - নিবত্ত, বৈরাগ্য, মৃত্যেু, উপরত।
- উপযোগ - ভোজন, ভোগ, উপযোগিতা, কার্যকারিতা, আনুকূল্য সংগত।
- উপযুক্ত - যোগ্য, উপযোগী, অনুরূপ, সমকক্ষ, যথাযোগ্য, উচিত, সমর্থ।
- উপদ্রব - উৎপাত, অত্যাচার, দৌরাত্ম্য, বিপদ, অশুভ ঘটনা, উৎপীড়িত।
- উপচয় - সমূহ, নিচয়, সংগ্রহ, উন্নতি, সৃষ্টি, বৃদ্ধি।
- উপকথা - উপাখ্যান, কাহিনী, গল্প, কেচ্ছা, ওয়াকেয়া।
- উপকার - হিত, আনুকূল্য, সাহায্য, অনুগ্রহ, হিত, সাধন, কল্যাণ।
- উন্মার্গ - অবিহিত, পন্থা, ভ্রষ্টাচার, কুপথগামী, ভ্রষ্টাচারী।
- উম্মান - তৌল, ভার, নির্ণয়, ওজন, উচ্চতা, নির্ণয়।
- উদ্দেশ্য - অভিপ্রায়, অভিসন্ধি, মতলব, কারণ, সন্ধান, ঠিকানা, অনুসন্ধান, ক্ষমা, খোঁজ-খবর, লক্ষ্য।
- উন্মাদ - দুর্দমনীয়, অতি প্রবল, অসংহত, উচ্ছৃঙ্খল, বন্ধনহীন।
- উদগ্রীব - উৎকণ্ঠ, ব্যগ্র, অতিশয়, আগ্রহান্বিত।
- উদর - পেট, জঠর, উদরপরতা।
- উত্তোলন - উদ্দীপণ, বিবর্ধণ।
- উত্তর - জবাব, প্রতিবাক্য, মীমাংসা, আপত্তি খণ্ডন, উদক, উদীচী।
- উৎক্ষিপ্ত - ঊর্ধ্বে নিক্ষিপ্ত, উৎপাটিত, উৎক্ষেপক।
- উৎকলিত - উৎকণ্ঠা, তরঙ্গ, ফুলের কুঁড়ি।
- উৎকট - উগ্র, কঠোর, তীব্র, বিকট।
- উচাটন - উন্মুল, উৎকণ্ঠা, অভিচার।
- ঊর্ধ্ব - উপর, উন্নত, উচ্চ, ঊর্ধ্বতন, উপরিস্থ, উপরিবর্তন।
- ঊরু - উরুত।
- ঊর্মি - ঢেউ, তরঙ্গ, উপচে পড়া জল।
- ঊর্বর - ভাল, ভারসাম্য, আনুকূল্য।
- ঊষর - অনুর্বর, ক্ষার, নোনাযুক্ত, নোনতা মাটি।
- এই - সম্মুখবর্তী, নিকটস্থ, শেষোক্ত।
- একতা - ঐক্য, মিলন, একত্ব, অভেদ।
- একান্ত - নিতান্ত, নির্জন, অত্যন্ত, ঐকন্তিক।
- এড়ো - আড়, কাত, একপেশে, চওড়ার দিকে।
- এলো - আলুলায়িত, এলানো, আগলা, শিথিল।
- ঐকান্তিক - আত্যন্তিক, একনিষ্ঠ।
- ঐক্য - একতা, একত্ব, মিল, অভিন্ন।
- ঐতিহ্য - ইতিহাসলব্ধ গুণ, কিংবদন্তী, বিশ্রুতি, ঐন্দ্রজালিক।
- ঐশ্বর্য - ধন-সম্পত্তি, বিত্ত-বৈভব, প্রভুত্বশক্তি, সিদ্ধি, বিভূতি, মহিমা, বশিত্ব, ঈশিত্ব।
- ঐরাবত - হাতি, হস্তি।
- ওঠা - উত্থিত হওয়া, জাগরিক হওয়া, উপড়ে চড়া, উদগত হওয়া, উত্তোলন করা, উত্থাপন করা, অপসারণ করা।
- ঔদারিক - উদারপরায়ণ, পেটুক, খাদক।
- ঔদার্য - উদারতা, বদান্যতা, বিশালতা, আন্তরিকতা।
- ঔচিত্য - উপযুক্ততা, যোগ্যতা, ন্যায্যতা।
- ঔদ্ধত্য -উদ্ধতি, উগ্রতা, অবিনয়, ধৃষ্টতা, শৃঙ্খলাহীন, দর্প।
- ঔপাধিক - উপাধি, নাম , অভিধা, ঔরস।
- কন্যা - মেয়ে, নন্দিনী, তনয়া, দুহিতা, আত্মজা, দুলালী।
- কথা - উক্তি, বচন, কথন, বাক্য, বাণী, ভাষণ, বিবৃতি।
- কালো - অমিত, শ্যাম, শ্যামল।
- কলহ - ঝগড়া, বিরোধ, বিবাদ. দ্বন্দ্ব।
- কপাল - ললাট, ভাল।
- কাক- বায়স, পরভৃৎ
- কাজল - কজ্জল, অঞ্জন।
- কেশ - অলক, চিকুর, কুন্তল, চুল, কবরী।
- কিরণ - কর, প্রভা, রশ্মি, দীপ্তি, জ্যেতি, অংশু।
- কোকিল - পিক, কলকণ্ঠ, বসন্তদূত, পরভূত।
- কর্ণ - শ্রুতি, কান, শ্রবণ, শ্রবণেন্দ্রিয়।
- কুল - বংশ, গোত্র, গোষ্ঠী, কৌলিন্য, বংশ-মর্যাদা, আভিজাত্য, গৃহ, সমাজ, আবাস, ভবন, জাতি, বর্ণ, গণ, সমূহ, যুথ।
- কুহক - মায়া, ভেল্কি, ইন্দ্রজাল, প্রতারণা, ছলনা।
- কোটাল - কোতয়াল, নগর রক্ষক, প্রহরী।
- কূল - তট, তীর, কিনারা, আশ্রয়, অবধি, পুলিন, সৈকত।
- কোপ - রাগ, ক্রোধ, রোষ, অসন্তোষ, বিরাগ।
- আরো পড়ুন: সমাস কাকে বলে? কত প্রকার ও কি কি
- কিশলয় - পাতা, নবপল্লব, কচি।
- কিনারা - তীর, কূল, পার্শ্ব, প্রান্ত, পাড়, উপায়, ব্যবস্থা, প্রতিকার।
- কৌতুহল - ঔৎসুক্য, অভিপ্রায়, আগ্রহ, আমোদ, অদ্ভুত, পরিবেশ।
- কজ্জল - কাজল, অঞ্জন, ভূসা, মসি।
- কন্দুক, বর্ম, কবচ, সঁজোয়া, কাঁচুলী, সাপে খোলস।
- কঠিন - শক্ত, কঠোর, অতরল, আয়াস সাধ্য, দুরূহ, দুর্বোধ্য, নীরস, কাঠিন্য।
- কটি - কোমর, কাকাল, মাজা।
- কটাক্ষ - অপাঙ্গদৃষ্টি, বক্রদৃষ্টি, আড়চোখে চাওয়া।
- কড়া - কঠিন, শক্ত, ইস্পাত, বাঁধন, তীব্র, খর, প্রবল, উগ্র।
- কপোত - পারাবত, কবুতর, পায়রা।
- কর - হস্ত, হাত, হস্তিশুগু, রাজস্ব, খাজনা, শুল্ক, ট্যাক্স।
- কলঙ্ক - দাগ, মালিন্য, ধাতুমল, মরিচা, দুর্নাম, অপবাদ, কেলেস্ককারী, কলুষিত, অপবিত্র, পাপযুক্ত।
- কল্য - আগামীকাল, পূর্বদিন, গতকাল।
- কল্যাণ - মঙ্গল, শুভ, কুশল, সুখী, কল্যাণযুক্ত, শুভদ।
- কাটা - কর্তন করা, ছেদন করা, খনন করা, খোদাই করা, অঙ্কন করা, নিঃসরণ করা।
- কাড়া - কেড়ে নেওযা, ছিনিয়ে নেয়া, নিয়োগ করা।
- কাড়ি - স্তূপ, রাশি, সমবেত।
- কারণ - হেতু, নিমিত্ত, প্রয়োজন, উদ্দেশ্য।
- কাক - বায়স, পরভৃৎ।
- কটু - কর্কশ, ঝাল, তিক্ত, কষা, বিস্বাদ।
- খোশ - প্রীতিকর, খোশ-খবর, শৌখিন, আমোদজনক, ভাল।
- খড়গ - কৃপাণ, অসি, তরবারি, তলোয়ার।
- খবর - সংবাদ, বার্তা, তত্ত্ব, সন্ধান।
- খর - ধারাল, প্রখর, উগ্র, প্রবল, তীব্র, কর্কশ।
- খাঁটি - বিশুদ্ধ, ভেজালহীন, অকৃত্রিম, আসল, সারগর্ভ।
- খারাপ - মন্দ, কু, বদ, নিকৃষ্ট, দুষ্ট, নষ্ট, অভদ্র, অশ্লীল, রুক্ষ, উগ্র, বিকল।
- খোলাসা - মুক্ত, পরিষ্কৃত, স্পষ্ট, বিশদ, খোলা, উন্মুক্ত, শূন্য।
- খেয়াল - কল্পনা, স্বপ্ন, শখ, ইচ্ছা, হুঁশ, স্মরণ, জ্ঞান, অনুমান, প্রবৃত্তি, ঝোঁক।
- খর্ব - বেঁটে, ছোট, সহস্রকোটি সংখ্যা।
- খসা - বিচ্যুত হওয়া, ভাঙিয়া পড়া, ধসা, আলগা হয়ে পড়া, স্খলিত করা।
- খাজা - কচকচে, মূর্খ, নিরেট, গোয়ার।
- খচ - বিঁধিবার শব্দ, কাঁটা, বেঁধা, আখর, বিদ্ধ, কাটার লক্ষণ।
- খড়ক - তলোয়ার, কৃপাণ, অসি, তরবারি।
- খুব - ভীষণ, প্রচণ্ড, প্রচুর, অনেক, অত্যন্ত।
- গঙ্গা - সুরধনী, ভাগীরথী, জাহ্নবী, জহুকন্যা।
- গৃহ - আবাস, আলয়, ঘর, নিকেতন, বাড়ি, ভবন, সদন, আগার, নিবাস, নিলয়।
- গোঁয়ার - উদ্ধত, হটকারি, অসমসার্হিসক, অশিক্ষিত, কাণ্ডজ্ঞানহীন।
- গোলক - গোলা, বতুল, মগুল, ভাটা, বল, জটিল পথ।
- গলিত - তরলকৃত, গলানো, পরস্রুত, ছাঁকা, নিস্কাশিত, নিংড়ানো।
- গর্জন - গম্ভীর ধ্বনি, নাদ, উচ্চ শব্দ, বিকট, জোরে ডাক।
- গতিক - অবস্থা, দশা, লক্ষ্য, ভাব, উপায়, কৌশল, ব্যবস্থা।
- গতি - গমন, যাত্রা, চলন।
- গণ - সমূহ, দল, বর্গ, শ্রেণী, জনসাধারণ।
- গণেশ - শিব-পার্বতীর পুত্র, কার্তিকের ভ্রাতা, গজানন, গণপতি, বিনায়ক।
- ঘন - মেঘ, অভ্র, জলধর, নিবিড়, মোটা, জমাট, প্রবল, গভীর।
- ঘাট - নদীতে নামিবার স্থান, গিরিসংকট, ক্রুটি স্বীকার, অপরাধ, উৎপাদন স্থান।
- ঘাত - আঘাত, চোট, প্রহার, কোপ, হত্যা, ঘা, ক্ষত।
- ঘূর্ণন - আবর্তন, ঘোরা, প্রদক্ষিণ, তাওয়াফ করা।
- ঘোচা - নষ্ট হওয়া, লোপ পাওয়া, বিগত হওয়া, শেষ করা।
- চক্ষু - আখি, দর্শন, নয়ন, অক্ষি, লোচন, নেত্র।
- চঞ্চল - ব্যাকুল, চপল, অধীর, কম্পিত, বিচলিত, আকুল।
- চিত্র - ছবি, আলেখ্য, প্রতিকৃতি।
- চৈতন্য - সংজ্ঞা, জ্ঞান, অনুভূতি, বোধ, হুঁশ।
- চন্দ্র - শশধর, হিমাংশু, শশাঙ্ক, চাঁদ, সুধাকর, নিশানাথ, সিতাংশু, সুধানিধি, ইন্দু, চন্দ্রমা, হিমকর, নিশাকর।
- চতুর - বুদ্ধিমান, নিপুণ, কুশল, ধূর্ত, ঠগ।
- চূড়া - পর্বত শিখর, শীর্ষ, মুকুট, ঝুঁটি, টিকি, শ্রেষ্ঠ, প্রধান, ভূষণ।
- চিন্তন - চিন্তাকরণ, মনন, মনের চালনা, ভাবা, অনুধাবন, স্মরণ, ধ্যান।
- চলন - গমন, চলা, আবরণ, রীতি, প্রচলন, রেওয়াজ।
- চর্ম - প্রাণীর ত্বক, ছাল, চামড়া, ঢাল।
- আরো পড়ুন: অ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম
- চরণ - পদ, পা, বিচরণ, ভ্রমণ, আচরণ, অনুষ্ঠান।
- চড় - চপেটাঘাত, করতলাঘাত, চাপড়, থাপ্পড়, থাবড়া মারা।
- ছন্ন - আচ্ছাদিত, প্রচ্ছন্ন, ছন্নছাড়া, আশ্রয়হীন, ছন্নমতি, মোহগ্রস্ত।
- ছবি - দীপ্তি, শোভা, কান্তি, আলেখ্য, প্রতিমূর্তি।
- ছল - ছলনা, প্রতারণা, উপলক্ষ, ব্যাপদেশ, স্তূতির ছলে নিন্দা।
- ছাঁচ - মডেল, সাদৃশ্য, প্রতিকৃতি।
- ছাড়া - ত্যাগ করা, বদলানো, যাত্রা শুরু করা, প্রস্থান করা, খুলে যাওয়া, দূর হওয়া, বাদ দেওয়া, ব্যতীত, বর্জিত।
- ছার - তুচ্ছ, অধম, নগণ্য, মন্দ, পোড়া।
- ছিটা - নিক্ষিপ্ত কণা, ছাট, ছড়া ছিট, বিন্দু, তিলক, বন্দুকের ছটরা, নেশা করা গুলি, দুই-একফোঁটা।
- ছেদ - ছেদন, কর্তন, বিরাম, খণ্ড, যতি, দাড়ি, বিচ্ছেদ, অধ্যায়, পরিচ্ছেদ।
- জগৎ - পৃথিবী, ভূবন, বিশ্ব।
- জন - লোক, মানুষ, শ্রমিক, সাধারণ লোক, মজুর।
- জল - পানীয়, পানি, জীবন, বারি, তোয়, পয়, অম্বু, উদক, নীর।
- জলধি - সমুদ্র, বরূণ, দরিয়া, অর্ণব, পারাবার, পাথার, পয়োধি, সিন্ধু।
- জ্ঞান - বোধ, বুদ্ধি, পাণ্ডিত্য, শিক্ষা, সংজ্ঞা, চেতনা, ধারণা, বিদ্যাবত্তা।
- জ্যোৎসা - চন্দ্রিমা, চাঁদনী, কৌমুদী।
- জলাশয় - জলের আধার, পুস্করিণী, জলুস, জেল্লা, ঔজ্জ্বল্য, পুকুর, সরোবর।
- জাতি - বান্ধব, আত্মীয়, স্বজন, সগোত্র।ৎ
- জন্ম - মাতৃগর্ভ থেকে নির্গমন, পৃথিবীতে আগমন, দেহাশ্রিত, উৎপত্তি, জীবনকাল।
- জাত - জাতি, গোষ্ঠী, গোত্র, মৌল, বংশ, প্রকার, শ্রেণী।
- জেঠা - বাপের বড় ভাই।
- জ্ঞাত - বিদিত, অবগত, জ্ঞেয়।
- জোড়া - যুক্ত বা মিলিত করা, আঁটা, জোড়া দেয়া, আরম্ভ করা।
- ঝরণা - নির্ঝর, ফোয়ারা।
- ঝড় - বাত্য, ঝটিকা, তুফান।
- ঝস্কার - বীণা, শব্দ, অনুরণন, গুঞ্জন, তর্জন, গর্জন।
- ঝাঁজ - আঁচ, বিকীর্ণ, প্রখর, উত্তাপ, তাপ, দ্যুতি, স্ফুলিঙ্গ।
- ঝাড়া - একটানা, বিরামহীন, নিক্ষেপ করা, উজাড় করা।
- টান - আকর্ষণ, মমতা, আসক্তি, ঝোঁকা।
- টানা - বিস্তৃত করা, পক্ষপাতী হওয়া, পান করা।
- টেপা - হাত দিয়ে চাপা, ডলা, চাপা, টোল খাওয়া।
- টোপ - মোহনীয় বস্তু, উঁচু নকশা, গতি আটার বোতাম, মাছ ধরার জন্য বড়শিতে গাঁথা খাদ্য।
- টোলা - পল্লী, পাড়া, অল্প মানুষের বাসস্থান।
- ট্যাক্স - মাসুল, কর, খাজনা, বাজার টোল।
- ঠোঁট - ওষ্ঠ, অধর, চঞ্চু।
- ঠেকা - স্পৃষ্ট হওয়া, লাগা, বাধা পাওয়া, সংকটে পড়া।
- ঠেলা - সম্মুখে ধাক্কা দেয়া, অগ্রাহ্য করা, বর্জন করা, অবজ্ঞা করা, সম্মুখে বল প্রয়োগ।
- ঠিক - সত্য, যথার্থ, নির্ভুল, ন্যায্য, ভাল, উত্তম।
- ঠাহর - নিরীক্ষা, মনোযোগ, দৃষ্টি, উপলদ্ধি।
- ঠাসা - চাপ দেওয়া, জোর প্রয়োগ করা।
- ডুব - অবগাহন, নিমজ্জন।
- ডগা - শীর্ষ, অগ্রভাগ, আগা, সম্মুখভাগ।
- ডাক - বুলি, শব্দ, ধ্বনি, বচন, চিৎকার, সম্বোধন, আহ্বান।
- ডাকসাইটে - সিদ্ধহস্ত, সব্যসাচী, বিখ্যাত, সকল গুলো বিশেষিত।
- ঢাকনা - আবরণ, আচ্ছাদন, আবৃত করা।
- ঢালা - প্রবাহিত করা, পতিত করা, পাত্রস্থ করা।
- ঢের - প্রচুর, অনেক, খুব বেশি, রাশি, স্তূপ।
- ঢিলা - মৃদু, ক্ষীণ, মস্থর, বিলম্বিত, উদ্যমহীন, দীর্ঘসুত্রী।
- ঢেউ - ঊর্মি, বীচি, তরঙ্গ।
- হস্ত - হাত, বাহু, ভূজ, কর।
- তপন - সূর্য, রবি।
- তট - কূল, পুলিন, নীর, পাড়, ধার, কিনারা।
- তত - বিস্তৃত, বিতত, প্রশস্ত।
- তৎকাল - সেইকাল, সেই সময়, সমসাময়িক, তৎকালীন।
- তত্ব - তদবিষয়ক জ্ঞান, শৃঙ্খললিত জ্ঞান, বিজ্ঞান, মূল বিষয়, পারমার্থিক জ্ঞান, যথার্থ অবস্থা, স্বরপ।
- তনয়া - দুহিতা, কন্যা, মেয়ে।
- তরঙ্গ - ঢেউ, ঊর্মি, হিল্লোল।
- তর্জন - তর্জিত, ক্রোধে গর্জন, ভর্ৎসনা।
- তর্ক - বাদানুবাদ, বিতর্ক, যুক্তি, বিচার, হেতু, অনুমান।
- তাক - নিশানা, আলমারির তাক, অনুমান, লক্ষ্য, ঠিক।
- তীর্থ - পুণ্যস্থান, দেবতা মহাপুরুষ অধিষ্ঠারে জন্য বিখ্যাত স্থান, ঘাট।
- তুল্য - দারিড়পাল্লা, শতপল, ওজন, তুলনা।
- তৈয়ার - নির্মাণ, গঠন, প্রস্তৃত, বানানো, পড়া।
- থই থই - কূল, আশ্রয়, ঠাঁই।
- থামা - গতি সংবরণ করা, নিশ্চল হওয়া, চুপ থাকা, নিরস্ত হওয়া, রুদ্ধ হওয়া।
- থলিয়া - থলে, ঝুড়ি, বস্তা, বোরা, আধার।
- দক্ষ - নিপুণ, পটু, পারদর্শী।
- দম্ভ - অহস্কার, দর্প, আস্ফালন।
- দীপ্ত - আলোক, দ্যুতি, প্রভা, তেজ।
- দেহ - অঙ্গ, তনু, গাত্র, গা, কায়া, কলেবর, শরীর।
- ধন - সম্পদ, অর্থ, সম্পত্তি, বিভব, নিধি, বিত্ত, ঐশ্বর্য, দৌলত।
- দোকান - বিপণী, পণ্যগৃহ, আপণ, পণ্য-বিচিত্রা।
- দাস - ভৃত্য, চাকর, ক্রীতদাস, অনুগত, অধীন।
- দিবস - দিনমান, দিন, অহঃ।
- দীন - অভাবগ্রস্ত, দরিদ্র, কাতর, হীন।
- দণ্ড - লাঠি, কাঠি, শাস্তি, সাজা, খেসারত, জরিমানা।
- দর্প - দম্ভ, গর্ব, ঈর্ষা, দাম্ভিকতা।
- দান - দহন, জ্বালা, পোড়া, সৎকার।
- দীপক - দীপ্তিকর, প্রকাশক, উদ্দীপক, উত্তেজক, প্রদীপ।
- দুষ্টু - দোষযুক্ত, দূষিত, অসৎ, মন্দ, অশুভ, অশান্ত, দুরন্ত।
- দৈন্য - দীনতা, অভাব, দারিদ্র, অনুদারতা, হীনতা, কাতরতা।
- ধনিক - ধনী, মহাজন, ধনবান, সম্পদশালী।
- ধরণী - পৃথিবী, ধরিত্রী, বসুধা, ধরা, নশ্বর, ধরণীশ্বর।
- ধবল - শ্বেত, সাদা, ধপা, শুভ্র, সিত।
- ধরা - পৃথিবী, হস্তগত, ধারণ করা, স্পর্শ করা, হাত দেয়া।
- ধর্ম - সংকর্ম, সদাচার, পুণ্যকর্ম, কর্তব্য, হিতকর।
- ধারা - প্রবাহ, বারি, অশ্রু, নির্ঝর, প্রস্রবণ, ঝরণা, শৃঙ্খলা, নিয়ম-নীতি, ধরন, রকম।
- ধ্বংস - নাশ, উচ্ছেদ, বধ, অপচয়।
- ধীর - মন্থর, মৃদু, অচঞ্চল, শান্ত, নম্র, বিবেচক।
- ধন - অর্থ, বিভব, বিভূতি, সম্পদ, ঐশ্বর্য, বিত্ত, নিধি।
- নদী - সরিৎ, তটিনী, প্রবাহিনী, শৈবালিনী, তরঙ্গিনী, নির্ঝরিণী, গাঙ, স্রোতস্বতী।
- নারী - স্ত্রী, রমণী, মহিলা, স্ত্রীলোক, ললনা, কান্তা, অবলা, বামা, ভামিনী, কামিনী, সীমন্তিনি।
- নজর - দৃষ্টি, মনোযোগ, তত্বাবধারয়ন, লক্ষ্য।
- নর - মানব, মানুষ, মনুষ্য, লোক, জন, পুরুষ।
- নব - নতুন, নবজাত, সদ্য উৎপন্ন, নয়া।
- নরম - কোমল, মৃদু, শান্ত, ভাবপ্রবণ, দয়া, স্নেহ, দয়ার্দ্র, অনুকূল।
- নাড়া - দোলায়িত করা, নড়ানো, সঞ্চালিত, ঘাটা, বিচালন, ঝাঁকানি, স্থান, পরিবর্তন।
- নাশ - ধ্বংস, বিনাশ, ক্ষয়, শেষ ভস্ম।
- নিগ্রহ - দণ্ড, শাসন, দমন, বিরোধ, কষ্ট।
- নিজ - আপন স্বীয়, স্বকীয়, স্বয়ং, নিজস্ব।
- নিত্য - সতত, সর্বদা, প্রত্যহ, প্রাত্যহিক, নিয়মিত, চিরস্থায়ী, অক্ষয়, অনন্ত, চির নিত্যকর্ম।
- নিদ্রা - ঘুম, বিশ্রাম, রাতের অবসাদ, অসাড়।
- নিমিত্ত - হেতু, কারণ, প্রয়োজন, উদ্দেশ্য, লক্ষণ।
- নিয়ম - ব্যবস্থা, নির্দেশ, বিধি, সূত্র, ধারা, পদ্ধতি, শৃঙ্খলা।
- নিরস্ত - বিরত, নিৃবত্ত, নিরাকৃত, নিবারিত, দুরীভূত।
- পদ্ম - কমল, নলিনী, শতদল, পস্কজ, উৎপল, সরোজ, কুবলয়, অরবিন্দ, তামরস, সরসিজ, কোকনদ।
- পিতা - জন্মদাতা, আব্বা, বাপ, জনক, বাবা।
- পুত্র - ছেলে, নন্দন, সুত, তনয়, আত্মজ, দুলাল।
- পক্ষী - বিহগ, খগ, বিহঙ্গ, দ্বিজ, খেচর, পাখি।
- পাথর - পাষাণ, প্রস্তর, শিলা, অশ্ম, রত্ন, মণি।
- পুণ্য - ধর্ম, সুকৃতি, শ্রেয়।
- পাপ - পাতক, কলুষ, দুস্কৃতি।
- পুষ্প - কুসুম, ফুল, রঙ্গনা, প্রসূন।
- প্রভৃতি - প্রচুর, অত্যন্ত, উদ্ভুত, উৎপন্ন।
- পতন - পাত পড়া, অধোগতি, অবনতি, ধ্বংস, স্খলন।
- পতাকা - কেতন, ধ্বজা, নিশান।
- পত্তন - নগর, পট্টন, নির্মাণ, প্রতিষ্ঠা, আরম্ভ, স্থাপন, সন্নিবেশ।
- পল্লব - পত্র, পাতা, নবপত্র, কিশলয়।
- পাত্র - আধার, অসপদ, ভাষণ, ভাজন, বিষয়।
- পামর - নরাধম, মূর্খ, নীচ, নিম্নে।
- পেলব - কোমল, মৃদু, লঘু, ভঙ্গুর, সুন্দর, নিপুণ।
- পেষণ - দলন, মর্দন, বাটা, চূর্ণন, পিষা।
- প্রকৃতি - স্বভাব, চরিত্র, ধর্ম, বাহ্যজগৎ, নিসর্গ।
- প্রভু - মনিব, রাজা, ঈশ্বর, ভগবান, কর্তৃত্ব।
- ফণী - সর্প, ভুলঙ্গ, সাপ, অহি, ভূজগ।
- ফাঁক - ব্যবধান, অন্তর, অনাবৃত অংশ, শূন্য, খালি, অবকাশ, অধিপতি।
- ফাকি - যত্নে অপ্রয়োগ, অবহেলা, বঞ্চনা, প্রতারণা, ঠকামি, ভণ্ডামি।
- ফাটা - বিদীর্ণ, চিড়, আঘাত, দুভাগ, ছিদ্র।
- ফের - আবার, পুনরায়, বেড়, বেষ্টন, বন্ধন, সংকট, বদল, পরিবর্তন।
- ফেলা - নিক্ষেপ করা, পতিত করা, শেষ করা, চুকা, ঘটনাক্রমে, হঠাৎ কিছু করা, পরিত্যক্ত, বাদ।
- ফোট - প্রস্ফুটিত, বিকশিত, ব্যক্ত হওয়া, উন্মু্ক্ত হওয়া, খোলা, ফাপিয়ে উঠা, বিদ্ধ হওয়া।
- বন্ধু - বান্ধব, মিত্র, সখা, দোস্ত, সুহৃদ।
- বস্ত্র - কাপড়, বসন, বাস, পোশাক, অম্বর, পরিধেয়, পরিচ্ছেদ।
- বায়ু - বাতাস, অনিল, সমীর, পবন, মরুৎ, হাওয়া, প্রভঞ্জন, গন্ধবহ, সমীরণ।
- বিদ্যুৎ - বিজলি, চপলা, ত্বড়িৎ, চঞ্চলা, অচির, ক্ষণপ্রভা।
- বন - অরণ্য, জঙ্গল, কানন, কুঞ্জ।
- বসন্ত - ঋতু, মধুকাল, রাগ।
- বজ্র - বাজ, অশনি, কুলিশ, দাম্ভোলি, সশব্দে, বিদ্যুৎস্ফূরণ।
- বড় - পরিমাণ, বয়সে বড়, ধনী, শ্রেষ্ঠ, শীর্ষ, উচ্চ, সম্ভ্রান্ত, মহৎ, উদার, নেহাত।
- বন্ধ - বাঁধা, আবদ্ধ, রুদ্ধ, যুক্ত, ন্যস্ত, বিন্যস্ত।
- বর্তা - বর্তানো, বিদ্যমান, বাঁচা, কৃতার্থ, অর্সান।
- বল - কহা, সম্মতি দেয়া, উল্লেখ করা, বিভিন্ন বিষয় বিচার করা, কথোপকথন।
- বশ - অধীন, আয়ত্ত, আজ্ঞাহীন, বশীভূত, অধীনতা, ইচ্ছানুবর্তিতা।
- বসা - উপবেশন, স্থাপিত, আরম্ভ হওয়া, সক্রিয় হওয়া, প্রবিষ্ট হওয়া, ভিতরে ঢোকা।
- বাঁচা - প্রাণ ধারণ করা, সজীব, নিস্কৃতি পাওয়া, জীবত করা, রক্ষা করা।
- বাছা - নির্বাচন করা, বাছাই করা, পৃথক করা, আবর্জনা থেকে পৃথক করা।
- বাড়া - বৃদ্ধি পাওয়া, বড় হওয়া, ভোজনের জন্য সাজানো।
- বাঁধা - বন্ধন করা, আবদ্ধ করা (বেড়া, গিরা কোমর, দড়ি, বই, ঘর) আটকানো, রোধ করা, সংহত হওয়া, শক্ত করা।
- বাস্তু - বাসস্থান, বাসগৃহ, বাসভূমি, ভিটা, আবাস।
- বিফল - ফলহীন, অংশহীন, অসম্পূর্ণ, অচল, অসমর্থ।
- বিকল্প - বিভিন্ন কল্পনা, ভেদবুদ্ধি, সংশয়।
- বিকার - স্বাভাবিক অবস্থার পরিবর্তন, বৈগুণ্য, ভাবন্তর, বিকৃতি, পড়ে যাওয়া।
- বিচক্ষণ - বিশদদর্শী, দূরদর্শী, অভিজ্ঞ, কার্যদক্ষ।
- বিচার - বিবেচনা, যুক্তিপ্রয়োগ, তর্ক, মীমাংসা, তত্ব নির্ণয়।
- বিধি - নিয়ম, বিধান, আইন, পদ্ধতি, উপায়।
- বিয়োগ - বিচ্ছেদ, বিরহ, অভাব, অনুভব, অলিঙ্গ।
- বিলাস - সুখভোগ, বাবুগিরি, শৌখিনতা, লীলা, কেলি, বিহার, প্রমোদ।
- ভার্যা - পত্নী, দার, কলত্র, বনিতা, অঙ্গনা, অর্ধাঙ্গিনী, সহধর্মিণী, জীবনসঙ্গনী।
- ভ্রমর - অলি, মধুপ, ভৃঙ্গ, শিলীমুখ।
- আরো পড়ুন: ভাষা কাকে বলে?
- ভগ্ন - ভাঙ্গাম, খণ্ডিত, চূর্ণিত, দুমড়ানো, দুঃখে অবসন্ন, নষ্ট।
- ভজন - দেবতার মহিমা গান, আরাধনা, সেবা, প্রশংসা করা।
- ভর - অবলম্বন, নির্ভর, সহযোগিতা।
- ভাব - সত্তা, অস্তিত্ব, স্থিতি, হওয়া, উৎপত্তি অবস্থা, প্রকার, রকম, চিন্তা ভাবনা, মনস্থিত বিষয়, অভিপ্রায়, চিত্তবিকাশ।
- ভেদ - বেঁধন, বিদারণ, ছেদন, পার্থক্য, অনৈক্য, পরিবর্তন।
- ভোগ - সুখ-দুঃখাদি অনুভব, উপভোগ, ইন্দ্রিয়সেবা, সুখ, ভোগ্য।
- ময়ূর - কেকা, কলাপী, শিখণ্ডী।
- মাতা - মা, জননী, গর্ভধারিণী, প্রসূতি, আম্মা।
- মৃত্যেু - মরণ, বিনাশ, নিধন, নিপাত, স্বর্গলাভ, ইন্তেকাল, মহাপ্রয়াণ, মহাযাত্রা, লোকান্তর, দেহত্যাগ, পরলোকগমন।
- মেঘ - জলদ, বারিদ, জলধর, জীমূত, অম্বুদ, নিরদ, ঘন, পয়োদ।
- মণ্ডল - গোল, গোলক, চক্র, বেষ্টন, পরিধিসমূহ, সংঘ।
- মত - সম্মতি, অভিমত, অভিপ্রায়, স্বীয় চিন্তা।
- মতলব - অভিপ্রায়, অভিসন্ধি, কৌশল, কার্যসিদ্ধির উপায়।
- মতি - বুদ্ধি, মন, প্রবৃত্তি, ইচ্ছা, অভিপ্রায়, জ্ঞান।
- মনোযোগ - মনোনিবেশ, প্রণিধান, অভিনিবেশ, অভিনিষ্ট।
- মস্থন - মথন, আলোড়ন, দলন, বিনাশ।
- মন্দ - খারাপ, অপকৃষ্ট, ভাল না, অশুভ, অসৎ, দুষ্ট।
- মর্ম - জীবন স্থান, তাৎপর্য, অর্থ, রহস্য।
- মহৎ - মহতী, শ্রেষ্ঠ, উদার, অত্যুন্নত, পরম, প্রবল, বৃহৎ, অত্যান্ত।
- মান - সম্মান, সমাদর, গর্ব।
- মায়া - মমতা, স্নেহ, ইন্দ্রজাল, ভ্রান্তি, কপটতা, প্রকৃতি।
- মার্জন - মাজা, ক্ষমা।
- মুক্তি - মোচন, নিস্কৃতি, নিস্তার, পাপ থেকে ত্রাণ।
- মুক্ত - খোলা, আবদ্ধ, অবারিত, দ্বার, আকাশ, কণ্ঠ, কেশ, খালাস, অবরুদ্ধ।
- মৃদু - কোমল, নরম, ধীর,অদ্রুত, অল্প, অনুচ্চ।
- যুদ্ধ - সমর, সংগ্রাম, বিগ্রহ, আহব, রণ।
- যোগ্য - উপযুক্ত, সমর্থ, যথাযোগ্য।
- রং/বেরঙ - পরিহাস, মজা, চিহ্নযোগ্য।
- রাত - যশদা, নিশা, বিভাবরী, যামিনী, রজনী, শর্বরী।
- রক্ত - শোণিত, রুধির, রাঙা, লাল, রঞ্জিত, আসক্ত, অনুরক্ত, আবীর।
- রীতি - প্রণালী, প্রথা, দস্তুর, ধারা, নিয়ম, আইন।
- রূপ -আকৃতি, চেহারা, সৌন্দর্য, স্বরুপ।
- রেখা - লম্বা, চিহ্ন, কলস্ক, রেখাস্ক, রেখাপাত।
- রোষ - ক্রোধ, কোপ, রাগ, আক্ষেপ।
- রব - শব্দ, ধ্বনি, গুজব।
- রাজা - নৃপতি, নৃপ, ভূপতি, ভূপ, ভূপাল, নরেন্দ্র, মহীপতি, প্রজাপাল, প্রজাধিপতি, নরপাল, নরপতি, ক্ষিতিপতি।
- রাত্রি - নিশা, রাত, রজনী, যামিনী, শর্বরী, বিভাবরী।
- রুচি - শোভা, দীপ্তি, পছন্দ, স্পৃহা, ইচ্ছা, অনুরাগ, আকর্ষণ।
- লজ্জা - শরম, ব্রীড়া, সংকোচ, সংশয়, অনুচিত।
- লাগা - লিপ্ত হওয়া, স্পর্শ করা, ভিড়া, থামা, উপযোগী হওয়া, খাপ খাওয়া।
- লেখা - লিপি, লেখন, বিন্যস্ত, অংকন, গণনা।
- লোভ - লিন্সা, কাম্যবস্তু, আকাঙ্খা, লালসা
- শক্তি - বল, সামর্থ্য, শক্তিমান।
- শাসক - শাসনকর্তা, শাস্তা, নির্দেশক, বিধানদাতা।
- শিক্ষণ - অধ্যয়ন, শিক্ষা, অধ্যাপন, উপদেশ, শিক্ষণীয়।
- শিখর - পর্বত শৃংগ, চূড়া, শীর্ষ, অগ্র।
- শিষ্ট - শান্ত, সুশীল, ভদ্র, শিক্ষিত, নীতিবান।
- শীল - চরিত্র, স্বভাব, প্রবৃত্তি, রীতি, নীতি, আচরণ।
- শুদ্ধ - পবিত্র, শুচি, নির্দোষ, অমিশ্রিত, খাঁটি।
- শূন্য - চিহ্ন, অনস্তিত্ব, আকাশ, রিক্ত, রহিত, বিহীন, খালি।
- শ্যাম - শ্যামল, মেঘবর্ণ, অসিত, ফরসা, সবুজ।
- শেষ - অবসান, ইতি, সমাপ্তি।
- ষোড়শ - দশ মহাবিদ্যার এক আসন, আগত পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক, পুনরাচমনীয়, স্নান, বসন, আভরণ, গন্ধ, পুষ্প, ধুপ, দীপ, নৈবেদ্য, বন্দন, অঙ্গ।
- সমুদ্র - বারিথি, পাথার, সাগর, পারাপার, সিন্ধু, অর্ণব।
- সর্প - নাগ, অহি, ফণী, উরগ, ভুজঙ্গ, ফণাধর, আশীবিষ।
- সিংহ - পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ, বনরাজ, পশুপতি।
- সমূহ - সকল, বৃন্দ, চয়, নিচয়, বর্গ, সমুদয়, মালা, রাজি।
- স্বর্ণ - হেম, কনক, সোনা, কাঞ্চন, সুবর্ণ।
- সংকলন - মিলন, অংকযোগ, সংগ্রহ, সংকলিত, গোছানো, একত্রকরণ, গচ্ছিত।
- সস্কাশ - সকাশ, সমীপ, সদৃশ, নিকট।
- সংক্রান্ত - সঞ্চারিত, ব্যাপ্ত, সম্পৃত্ত, সম্বন্ধীয়, প্রাপ্ত, প্রবিষ্ট, সংশ্লিষ্ট বিষয়ে, সম্বন্ধে।
- সংঘটন - যোজন, মিলন, একত্রকরণ, ঘটানো, ঘটনা।
- সংহার - বিনাশ, প্রলয়, প্রত্যাহার, সংকোচন, গোটানো।
- সঞ্চারণ - সংক্রমণ, গতি, ব্যাপ্তি, আবির্ভাব, বিস্তার, আধান, স্থাপন, চালন, উত্তেজন, সঞ্চারিত।
- সৎ - অস্তিত্বশীল, বিদ্যমান, সত্য, নিত্য, সাধু, প্রশন্ত, শুভ, সৎকর্ম, সদিচ্ছ।
- সাগর - পারাবার, বারিধি, সমুদ্র, সিন্ধু, রত্নাকর, জলেশ্বর, নীলাম্বু, পাথার, পয়োধি, অম্বুধি, অর্ণব, জলধি, জলনিধি, জলধর।
- হওয়া - বিদ্যমান থাকা, ঘটা, জন্মানো, উৎপন্ন বৃদ্ধি।
- হত - নাশিত, মৃত, নষ্ট, গৌরব, চেতন, প্রয়োত, বুদ্ধি, ভাগ্য।
- হিসাব - গণনা, জমাখরচ, দেয়া, রাখা, চুকানো, মিটানো, বিচার।
- হীন - নীচ, অধম, নিন্দনীয়, অবনত, দুর্দশাপন্ন, হীন অবস্থা, অতিশয়, বিনীত, ক্ষীণ।
- হাতি - গজ, দন্তী, দ্বিরদ, দ্বিগ, হস্তী, বৃংগল, দ্বিপ, নাগ, বারণ, কুঞ্জর।
সমর্থক ও প্রতিশব্দের বাক্য প্রয়োগ
১. অনল = সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া।
২. আগুন = মনের আগুন দাউ দাউ করে জ্বলে উঠে।
৩. সর্বভুক = সর্বভুক আমাদের নিঃস্ব করে দিল।
৪. শিখা = জ্বেলে দে তোর বিজয় শিখা।
৫. দহন = দহনে পুড়িল হৃদয় দেখিল না কেউ।
৬. আসমান = নীল সিয়া আসমান লালে লাল দুনিয়া।
৭. গগণ = গগনে গরর্জে মেঘ ঘন বরষা।
৮. দ্যলোক = ভূলোক, দ্যুলোক গোলক ভেদিয়া।
৯. অন্তরীক্ষ = অন্তরীক্ষ গুনি কার বাণী।
১০. অভিপ্রায় = তোমাকে দেখার অভিপ্রায়ে গিয়েছিনু সন্দ্বীপ।
১১. বাসনা = মোর সমাধি পরে একটি ফুল দিও এই মোর বাসনা।
১২. সাধ = বড় সাধ জাগে একবার দেখতে তোমায়।
১৩. আগ্রহ = পড়াশুনায় ছেলেটির মোটেই আগ্রহ নেই।
১৪. অভিরুচি = মাংসের প্রতি তার অভিরুচি নেই।
১৫. আল্লাহ = আল্লাহ তোমায় দীর্ঘজীবি করুন।
১৬. খোদা = খোদা তোমার সহায় হোন।
১৭. ভগবান = হে ভগবান রেখ মোর মিনতি।
১৮. স্রষ্টা = স্রষ্টার সৃষ্টি রহস্য বুঝা বড় দায়।
১৯. উৎকৃষ্ট = ব্যাকরণ বইটি নিঃসন্দেহে উৎকৃষ্ট মানের।
২০. ভাল = জব্বার সাহেব ভালো মানুষ।
২১. ঝগড়া = ঝগড়া করা নীতিগত কাজ নয়।
২২. বিবাদ = ছাত্রদের বিবাদ মেটাতে প্রধান শিক্ষক এগিয়ে এলেন।
২৩. কোন্দল = অভ্যন্তরীণ কোন্দল দলের ভিতকে ঠুনকো করে তোলে।
২৪. দ্বন্দ্ব = কাদম্বিনী ও হেমাঙ্গিনীর মধ্যকার দ্বন্দ্ব ক্রমেই বৃদ্ধি পেতে লাগল।
২৫. বংশ = পাত্রের অজস্র টাকা-পয়সা থাকলেও বংশ মর্যাদা ভাল নয়।
২৬. গোত্র = গোত্রপ্রীতি প্রাক ইসলামি যুগে আরবদের প্রধান বৈশিষ্ট্য ছিল।
২৭. কৌলীন্য = হিন্দুদের কৌলীন্য প্রথা এ যুগে অচল প্রায়।
২৮. আভিজাত্য = করিম সাহেবের আভিজাত্য বোধ বলতে কিছুই নেই।
২৯. জাতি = বাঙ্গালিরা বীরের জাতি।
৩০. ঘর = সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল।
৩১. আবাস = পৃথিবী মানুষের জন্য স্থায়ী আবাস নয়।
৩২. নিকেতন = রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শান্তির-নিকেতন একটি প্রসিদ্ধ ছিল।
৩৩. সদন = মাতৃসদন ছেড়ে তখন তারা রাস্তায় নামল।
৩৪. ধাম = ধরাধাম ছেড়ে একদিন সকলকেই চলে যেতে হবে।
৩৫. শশী = চেয়ে দেখ পূর্বাকাশে পূর্ণিমার শশী।
৩৬. চাঁদ = মেঘের আড়ালে চাঁদ লুকোচুরি খেলছে যেন।
৩৭. সুধাকর = জেগে আছে সুধাকর এই নিশীথে।
৩৮. দ্বিজরাজ = হে দ্বিজরাজ এই রাতের সাক্ষী থেকো।
৩৯. বারি = বর্ষার বারিধারার সাথে সাথে নদ-নদী খরবেগে প্রবাহিত হয়।
৪০. টাকাকড়ি = চাই না আমি টাকাকড়ি দাও শুধু সুখ।
৪১. সম্পদ = দুটি হালের গরু, বিঘা তিনেক জমি এই তার সম্পদ।
৪২. বিত্ত = বিত্তের মোহ লোকটিকে অন্ধ করে রেখেছে।
৪৩. পাহাড় = জীবন চলার পথে শত বাধার পাহাড় অতিক্রম করতে হয়।
৪৪. গিরি = দুর্গম গিরিপথ অতিক্রম করে আমরা তিব্বত পৌঁছলাম।
৪৫. নগ = নগ চূড়ায় উঠেছে মানুষ বিজয় কেতন নিয়ে।
৪৬. অম্বর = অম্বরে বাজে অম্বুর ধ্বনি।
৪৭. ধরা = পাগলটা দেখি ধরাকে সরাজ্ঞান করে ফেলল।
৪৮. বিশ্ব = বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর।]
৪৯. বসুমতি = বসুমতি কেন তুমি এতই কৃপণা?
৫০. ধরণী = নিম্নে উতলা ধরণী তল।
৫১. ভুবন = মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে।
৫২. নিপাত = সন্ত্রাসী নিপাত যাক।
৫৩. সিন্ধু = ঐ মহা সিন্ধুর পাড় হতে ঘন রণভেরি শোনা যায়।
৫৪. সাগর = দেখবে তোমার কিস্তি আবার ভেসেছে সাগর জলে।
বিপরীত শব্দ কাকে বলে?
যে সকল শব্দ অন্য কোন শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে, তাদেরকে বিপরীত বা বিপরীতার্থক শব্দ বলা হয়। বিপরীত শব্দ বিভিন্ন প্রকারে গঠিত হতে পারে যথা ক. সম্পূর্ণ বিপরীত শব্দ, খ. শব্দের পূর্বে নঞ (অ,ন) , অপ, দূর, নির প্রভৃতি উপসর্গ যোগ করে। গ শূন্য, হীন, বিহীন, হারা, প্রভৃতি শব্দ যোগ করে। এখানে কতকগুলি শব্দের বিপরীত শব্দ উল্লেখ করা হলোঃ
- অর্জন-বর্জন
- অগ্র-পশ্চাৎ
- অর্পণ-গ্রহণ
- অনন্ত-অন্ত
- অনুরাগ-বিরাগ
- অধম-উত্তম
- অর্বচীন-প্রাচীন
- অনির্বাণ-নির্বাণ
- অবিরল-বিরল
- অর্থ-অনর্থ
- অল্প-অধিক
- অনুলোম-প্রতিলোম
- অধমর্ণ-উত্তমর্ণ
- অতিবৃষ্টি-অনাবৃষ্টি
- অধিত্যকা-উপত্যকা
- অধিক-অল্প
- অনুগ্রহ-নিগ্রহ
- অন্তর-বাহির
- অণু-বৃহৎ
- অলস-পরিশ্রমী
- অনুকূল-প্রতিকূল
- অনুরক্ত-বিরক্ত
- অভিজ্ঞ-অনভিজ্ঞ
- অন্ধকার-আলোক
- অগ্রজ-অনুজ
- অবনত-উন্নত
- অমৃত-গরল
- অনশন-ভোজন
- অসীম-সসীম
- অভ্যাস-অনভ্যাস
- অলীক-সত্য
- অনুরোধ-প্রতিরোধ
- আরো পড়ুন: ধ্বনি কাকে বলে? কত প্রকার ও কি কি
- আদিষ্ট-নিষিদ্ধ
- আয়-ব্যয়
- আদি-অন্ত
- আরম্ভ-শেষ
- আস্তিক-নাস্তিক
- আর্কষণ-বিকর্ষণ
- আদান-প্রদান
- আবদ্ধ-মুক্ত
- আচার-অনাচার
- আকস্মিক-চিরন্তন
- আবির্ভাব-তিরোভাব
- আলসে-কর্মঠ
- আবাহন-বিসর্জন
- আসল-নকল
- আদর-অনাদর
- আলস্য-শ্রম
- আবশ্যক-অনাবশ্যক
- আমদানি-রপ্তানি
- আস্থা-অনাস্থা
- আসামী-ফরিয়াদী
- আগম-নির্গম
- ইষ্ট-অনিষ্ট
- ইহলোক-পরলোক
- ইচ্ছা-অনিচ্ছা
- উত্তরণ-অবতরণ
- উত্তর-দক্ষিণ
- উৎকর্ষ-অপকর্ষ
- উন্নতি-অবনতি
- উজান-ভাটি
- কৃত্রিম-নৈসর্গিক
- কঠিন-কোমল
- কৃতজ্ঞ-অকৃতজ্ঞ
- কনিষ্ঠ-জ্যেষ্ঠ
- ক্রয়-বিক্রয়
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url