Tense কাকে বলে কত প্রকার ও কি কি? - tense structure গঠন প্রনালী
Tense কাকে বলে কত প্রকার ও কি কি? - tense structure গঠন প্রনালী
Tense ল্যাটিন শব্দ Tempus (টেমপাস) থেকে এসেছে। Tense শব্দের বাংলা প্রতিশব্দ সময় বা কাল। Tense ইংরেজী লেখা ও বলার প্রধান শর্ত। Tense এর সাহায্য ছাড়া ইংরেজী একটি বাক্য আনুষ্ঠানিক ভাবে লেখা ও বলা সম্ভব নয়। এমন কি বাংলা বাক্য পর্যন্ত Tense বহির্ভূত হতে পারে না। তাই Tense কে বলা হয় ইংরেজী ভাষার প্রাণ। Tense ছাড়া কোনো বাংলা অথবা ইংরেজী বাক্য লেখা ও বলা সম্ভব হয় না তার কারণ, যদি আমাদের জীবনের সময় ভাগ করি তাহলে তিনটি সময় পাব।
যেমন, আমাদের জীবনের কিছু সময় অতীত হয়ে গেছে যা আর কখনো আসবেনা that means ''Past Tense'' (অতীত কাল), আবার বর্তমানে কিছু সময় আছে বা চলছে that means ''Present Tense'' (বর্তমান কাল), আবার কিছু সময় ভবিষ্যতে আসবে তার মানে ''Future Tense'' (ভবিষ্যৎ কাল)। সুতরাং আমরা যে কথাই বলিনা কেন এ তিন কালের বাহিরে বলতে পারবো না। আর বলা সম্ভব না হলে লেখাও সম্ভব নয়। তাই Tense ছাড়া Formaly কোন বাক্য বলা বা লেখা সম্ভব নয়। অতএব, কোন কার্য বা কাজ সম্পাদানের সময় বা কালকে Tense বলে। Tense প্রধানত তিন প্রকার। যথাঃ
1. The Present Tense (বর্তমান কাল)।
2. The Past Tense (অতীত কাল)।
3. Future Tense (ভবিষ্যৎ কাল)।
Kinds of Tense
প্রতিটি Tense এর কাজ আবারও চার ভাবে সম্পাদিত হতে পারে। তাই প্রত্যেক Tense কে চারভাগে ভাগ করা হয়। যথা: (i). Indefinite / simple (সাধারণ কাল) ii. Continuous (চলমান বা ঘটমান কাল) iii. Perfect (পুরাঘটিত কাল) iv. Perfect Continuous (পুরাঘটিত চলমান কাল)।
যেহেতু প্রত্যেক Tense চার ভাগে বিভক্ত। সুতরাং মোট তিন প্রকার Tense এর সর্বমোট ১২টি Form আছে। Tense এর প্রকারভেদ নিচে দেওয়া হলোঃ-
Present Tense কে চারভাগে ভাগ করা যায়। যথা: 1. Present Indefinite Tense 2. Present Continuous Tense 3. Present Perfect Tense 4. Present Perfect Continuous Tense।
Past Tense কে আবার চার ভাগে ভাগ করা যায়। 1. Past Indefinite Tense 2. Past Continuous Tense 3. Past Perfect Tense 4. Past Perfect Continuous Tense।
Future Tense কে আবার চারভাগে ভাগ করা যায়। যথা 1. Future Indefinite Tense 2. Future Continuous Tense 3. Future Perfect Tense 4. Future Perfect Continuous Tense।
Present Indefinite Tense
যদি কোনো বাংলা বাক্যের ক্রিয়া verb দ্বারা বর্তমানে স্বাভাবিক ভাবে কিছু করা, হওয়া, খাওয়া বা কাজ করা বুঝায় তাকে Present Indefinite Tense বলে। অর্থাৎ Present Tense কোন বাংলা বাক্যের ক্রিয়ার চলমান এবং সুসম্পন্ন হওয়া (যার ফল বর্তমানে বিদ্যমা আছে) না বুঝালেই সেট Present Indefinite Tense
হয়।
গঠন প্রনালীঃ Subject + মূল verb (3rd person singular হলে verb এর সাথে s/es যুক্ত হয়) + other.
যেমন: আমি একটি বই পড়ি।
ইংরেজী বাক্যঃ আমি + পড়ি + একটি বই।
I + read + a book.
S/ES যোগ করার নিয়ম: যে সকল verb এর বানানের শেষে SS, SH, Ch, O, X, Z থাকে সে সকল verb এর শেষে ES যোগ হয় যদি Subject 3rd person singular হয়।
যেমন: Rahim Publishes a new English Grammar.
আর যে সকল verb এর বানানের শেষে SS, SH, Ch, O, X, Z থাকে না সে সকল verb এর শেষে S যোগ হয় যদি Subject 3rd person singular হয়।।
যেমন: He reads a book.
আবার যদি কোন verb এর শেষে Y থাকে Y এর পূর্বে যদি Vowel থাকে তাহলে Y, Y থেকে যায় কিন্তু Y এর পূর্বে Consonent থাকলে Y এর পরিবর্তে ies বসে।
যেমন: Rahim Carries the loads.
Negative করার নিয়ম: প্রথমে Subject বসে + সাহায্যকারী Verb do/does বসে + not বসে মূল verb এর present from বসে + মূল verb এর present from সাথে s/es থাকলে বাদ যায় + বাকী অংশ বসে।
যেমন: He reads a book. = He does not read a book.
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url