সেট কাকে বলে? বিস্তারিত জেনে নিন

প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে সেট কাকে বলে এই টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে সেট কাকে বলে তা বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
সেট কাকে বলে? বিস্তারিত জেনে নিন
জার্মান গনিতবিদ জর্জ ক্যান্টর সর্বপ্রথম সেটের ধারণা দেন, যা সেট তত্ব হিসাবে বিস্তৃতি লাভ করে। পরবর্তীতে অয়েলার এবং জন ভেন সেট তত্বকে চিত্রের মাধ্যমে উপসস্থাপন করেন। সেট তত্ব হচ্ছে গণিতের মৌলিক ভিত্তি। এ তত্ব প্রয়োগের ফলে আধুনিক বিজ্ঞান, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির জটিল সমস্যাকে সহজভাবে উপসস্থাপন করা যায়। ফলে সেটকে আধুনিক গণিতের হাতিয়ার বলা হয়।

সেট কাকে বলে?

সুনির্দিষ্ট সংজ্ঞায়িত কতিপয় স্বতন্ত্র বস্তুর সমাহারকে সেট বলে। ইহার উপাদানগুলো পরস্পর পৃথক হয়ে থাকে। AIPLA C, Chiang এর মতে সেট হচ্ছে কতিপয় স্বতন্ত্র বস্তুর সংকলন। অতএব সুসংজ্ঞায়িত ও সুস্পষ্টভাবে পৃথক কতগুলো বস্তুর সংগ্রহই হচ্ছে সেট। যেমন: অর্থনীতি প্রথম বর্ষ সম্মান শ্রেনির শিক্ষার্থীদের সেট, বাংলা মাস সমূহের সেট, শিল্পের অন্তর্গত ফার্মগুলোর সেট ইত্যাদি।
সেটকে সাধারণত: ইংরেজী বড় হাতের অক্ষর A, B, C ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয় এবং সেটের উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীর সাহায্য দেখানো হয়।

সেটের বৈশিষ্ট্য

  • সেটের উপাদনাসমূহ সুসংজ্ঞায়িত হবে
  • সেটের উপাদানসমূহ পরস্পর পৃথক হবে
  • সেটের উপাদানসমূহ সমজাতীয় হবে
  • সেটের একটি নাম থাকবে
  • সেটের উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীর মধ্য লিখতে হবে
  • সেটের উপাদান গুলোকে কমা, চিহ্ন দিয়ে উপস্থাপন করেত হবে
  • কোন সেটে একটি উপাদান একাধিকবার থাকা যাবে না
  • সেটের অন্তর্ভুক্ত উপাদান সংখ্যার কোন সীমাবদ্ধ নেই। অর্থাৎ কোন সেটে সসীম বা অসীম সংখ্যক উপাদান থাকতে পারে।

সেটের উপাদান কাকে বলে

কোনো সেটের অন্তর্ভুক্ত প্রত্যেকটি বস্তুকে ঐ সেটের উপাদান বলে। সাধারণত কোনো সেটের দ্বিতীয় বন্ধনীর মধ্য অবস্থিত প্রত্যেক বস্তুই ঐ সেটের উপাদান। একে সাধারণত ইংরেজী ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। একটি উপাদান কোন সেটে অন্তর্ভুক্ত হয়েছে তা বুঝতে Epsilon প্রতীক ব্যবহার কারা হয়।

অর্থনীতিতে সেটের গুরুত্ব

  • ভোক্তার আচরণ: ভোক্তার আচরণ বিশ্লেষণে সেটের ধারণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে বিভিন্ন দ্রব্যের পছন্দনীয়তা প্রকাশে সেটের ধারণা প্রয়োগ করা হয়
  • উৎপাদন ক্ষেত্রে: উৎপাদন ক্ষেত্রে সেটের ব্যাপক ব্যবহার রয়েছে। কাঁচামালের শ্রেনিভেদ, শ্রমিকের দক্ষতা, যন্ত্রপাতির স্থায়িত্ব, দ্রব্যের বাজারজাতকরণ ইত্যাদি উপস্থাপনে সেট ব্যবহার করা হয়।
  • পূর্বাভাস প্রদান: বর্তমানে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক কর্মকান্ডের ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস প্রদান প্রয়োজন হয়। এ ক্ষেত্রে সেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  • বাজার গবেষণা: কোন দ্রব্যের বাজার চাহিদা কিরুপ, যোগান কিরুপ, দ্রব্যটি ভোক্তাদের উপযোগী কিনা ইত্যাদি গবেষণার প্রয়োজন হয়। সেট তত্ব এ ধরনের গবেষণাকে সহজবোধ্য করে।
  • প্রকল্প বাছাই: বিভিন্ন প্রকল্পের মধ্য দক্ষ প্রকল্প বাছাইয়ে সেট তত্ব ব্যবহৃত হয়।
  • আরো পড়ুন: যৌগিক সংখ্যা কাকে বলে
  • লক্ষমাত্রা অর্জন: কোন প্রতিষ্ঠান/ সংস্থা নির্দিষ্ট লক্ষ্য অর্জনে সক্ষম হবে কি না তা জানার জন্য সেট তত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  • ঝুঁকি ও অনিশ্চয়তা পরিমাপ: ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকান্ডের ঝুকি ও অনিশ্চয়তা পরিমাপে সেট তত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  • সিদ্ধান্ত গ্রহণ: বর্তমানে জটিল অর্থনৈতিক কর্মকান্ডের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবসায়ীরা সেট তত্ব ব্যবহার করে থাকে।

অসীম সেট কাকে বলে

যে সেটের উপাদানের সংখ্যা গণনা করা সম্ভব নয় অর্থাৎ সুনির্দিষ্ট নয় তাকে অসীম সেট বলে। যেমন ১, ২, ৩, ৪, ......... ইত্যাদি।

ফাঁকা সেট কাকে বলে

যে সেটে কোনো উপদান থাকে না তাকে ফাঁকা সেট বলে। একে গ্রীক অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। যেমন: বাংলাদেশে ১০ ফুটের অধিক লম্বা মানুষ নাই। ২০০ বছরের অধিক বয়সের মানুষ নেই ইত্যাদি সেট কে ফাাঁকা সেট বলা হয়।

একক সেট কাকে বলে

যে সেটে একটি মাত্র উপদান থাকে তাকে একক সেট বলে। একে অদ্বিতীয় সেটও বলা হয়। যেমন বাংলাদেশের রাষ্ট্রপতি। যেহেতু বাংলাদেশের রাষ্ট্রপতি একজন সেহেতু এই সেটটি একক সেট।

অভেদ বা সম বা সমান সেট:

 যদি দুই বা ততোধিক সেটে সমান সংখ্যক এবং হুবহু একই উপাদন থাকে তবে উপাদানগুলো যেভাবেই সাজানো হক না কেন সেই সব সেট গুলোকে সমান সেট বলে। যদি এ ও বি অভেদ সেট অর্থাৎ এ = বি।

উপসেট: 

কোনো সেটের সকল উপাদান যদি অন্য কোনো সেটে অন্তর্ভুক্ত থাকে তাহলে ঐ সেটকে অন্য সেটের উপসেট বলে।

প্রকৃত ও অপ্রকৃত উপসেট কাকে বলে: 

কোনো সেটের উপাদানের চেয়ে উহার উপসেটে কমপক্ষে একটি উপাদান কম হলে ঐ উপসেটকে প্রকৃত উপসেট বলে। যদি বি সেটের উপাপাদন এ সেটেরও উপাদান কিন্তু এ সেটের অন্তত একটি উপাদান বি সেটের উপাদান না হয়, তাহলে বি সেটকে এ সেটের প্রকৃত উপসেট বলে। আবার কোনো সেটের উপাদান এবং উহার উপসেটের ‍উপাদান একই হলে ঐ উপসেটকে অপ্রকৃত উপসেট বলে। ধরি এ এবং বি দুটি সেট। যদি উহাদের উপাদান সমূহ একই রকম হয়, তাহলে উহাদের একটিকে অপরটির অপ্রকৃত উপসেট বলে। পোস্ট সূচিপত্র

উপসংহার

পিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে সেট কাকে বলে এই টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েছেন এবং উপকৃত হতে পেরেছেন। এ রকম আরো তথ্য মূলক পোস্ট পড়তে আমাদের সাথেই থাকুন। আমরা সবসময় পাঠকের চাহিদা অনুযায়ী পোস্ট পাবলিশ করে থাকি। এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url