বরের গোড়া পচন- জড় পচে গেলে কি ওষুধ দিবেন বিস্তারিত জেনে নিন
প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে বরজ পানের গোড়া পচা রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে ১০০% আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে বলে আমি মনে করি। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন।
বরজ পানের বরে সাধারণত এই রোগ সবচেয়ে বেশি দেখা যায়। যা একজন কৃষকের কাছে ভয়ংকর ক্ষতির কারণ। বিশেষ করে যখন আবহাওয়া খারাপ হয়ে যায় যেমন, ঘন ঘন বৃষ্টিপাত, আকাশ সবসময় মেঘাচ্ছন্ন আবার অতিরিক্ত তাপমাত্রা ও গরমের কারণে এই রোগ সবচেয়ে বেশি দেখা যায়। তাহলে প্রিয় পাঠক, চলুন তাহলে কি ওধুধ দিলে বরের জড় পচা বা গোড়া পচন রোগ দূর করা যায় বিস্তারিত জেনে নেওয়া যাক। পোস্ট সূচিপত্র
বরের গোড়া বা জড় পচন
বরের যখন জড় পচতে শুরু করবে বা বরজ গাছ মারা যেতে শুরু করবে তখন আপনাকে প্রথমেই খুজে বের করতে হবে যে কি কারনে বরের জড় পচে যাচ্ছে। তার জন্য আপনাকে প্রয়োজনে মাটিতে বসে থেকে বরের গোড়া চেক করে দেখতে হবে। যদি আপনি দেখেন বরের জড়ে কালো কালে দাগ হয়ে গেছে তখন আপনাকে তাৎক্ষনিক ব্যবস্থা নিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে কি পদক্ষেপ অনুসরন করবো?
প্রথমেই আপনাকে যেসব বরজ গাছ কালো হয়ে গেছে বা মরে গেছে সেসব বরজ গাছ কেটে আপনার বরের বাহিরে ফেলে দিতে হবে। যেন সেইসব বরজ গাছ থেকে আর কোনো ব্যাকটেরিয়া ছড়াতে না পারে। তারপর আপনাকে আপনার বরজ গাছের উপরিভাগ তথা চালের দিকে তাকাতে হবে। আপনি যদি বুঝতে পারে আপনার বরে তাপমাত্রা বেশি লাগছে তাহলে আপনার বরে তাৎক্ষনিক তাপমাত্রা কমানোর ব্যবস্থা করতে হবে।
তারপর আপনাকে আপনার বরের সব রকমের আবর্জনা পরিষ্কার করতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো আর্বজনা বরজ গাছের আশেপাশে না থাকে কারন আর্বজনা ময়লা থেকে রোগের সৃষ্টি হয়। চলুন এখন জেনে নেওয়া যাক তারপর আপনি কোন কোম্পানির কোন ওষুধ ব্যবহার করবেন।
বরের কান্ড পচা বা জড় পচা রোগের ওধুধ
বরের কান্ড পচা, জড় পচা, গোড়া পচা বা কালো কালে দাগ দমনের জন্য আপনি কয়েকটি কোম্পানির ওষুধ ব্যবহার করতে পারেন যেমন, এমিস্টার টপ, রিডোমিল গোল্ড, রিভাস, স্কোর, স্টিল ইত্যাদি। তবে আমি ব্যক্তিগত ভাবে মতামত দিবো আপনি এমিস্টার টপ, রিডোমিল গোল্ড, স্কোর এই তিনটি ওধুধ ব্যবহার করতে করতে পারেন।
তবে আপনাকে ওধুধ স্পে করার সময় খেয়াল রাখতে হবে যে ওধুধ যেন প্রতিটি বরজ পানের গোড়ায় পড়ে কোনো জড় বাদ রাখা যাবে। তারজন্য আপনাকে একটিু বেশি কষ্ট করতে হবে। আপনি যেই বরজে বা বরে ৫ কনটিনার ওধুধ দিয়ে শেষ করে দিতেন সেখানে আপনাকে আরো ২ কনটিনার ওধুধ বেশি দিতে হবে।
আচ্ছা এখন প্রশ্ন আসতে পারে কেন আপনি ২ কনটিনার ওধুধ বেশি দিবেন তার কারণ হলো আপনি যদি দুই কনটিনার ওষুধ বেশি স্পে করেন তাহলে আপনার প্রতিটি বরজ গাছে আপনার স্পে করা ওষুধ পড়বে। আর তার সাথে সাথে আপনার বরজ গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আপনি এই পদ্ধতি ১ সপ্তাহ ব্যবহার করবেন তাহলে আশা করা যায় যে আপনার বরজ গাছ আর মারা যাবে না।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে বরজ গাছের বা বরের জড় পচা, কান্ড পচা, গোড়া পচা ইত্যাদি রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনি এই পোস্টটি পড়ে উপকৃত হতে পেরেছেন। এই রকম কৃষি উপদেশ মূলক পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। আমরা সবসময় পাঠকের সমস্যা গুলো সমাধান যেন হয় এই রকম পোস্ট করে থাকি। এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url