যে সহে সে রহে ভাবসম্প্রসারণ
যে সহে সে রহে ভাবসম্প্রসারণ
মূলভাব: ধৈর্য স্থায়িত্বের পূর্বশর্ত।
সম্প্রসারিত ভাব: ধৈর্য ও সহনশীলতা মানুষের এক পরম গুণ। অসহিষ্ণু মানুষকে কেউ পছন্দ করে না। অসহিষ্ণু মানুষ কোন কাজে স্থির থাকতে পারে না। তার পক্ষে কোন কাজই শেষ পর্যন্ত সম্পন্ন করাও সম্ভব হয় না। ধৈর্যের সাথে কেউ কোন কাজে লেগে থাকতে পারলে তার জীবনে উন্নতি অবশ্যসম্ভাবী। প্রাণিজগতে তার অনেক উদাহারণ রয়েছে। ধৈর্যশীল পিপীলিকা অবিরাম পরিশ্রম করে যে খাদ্য সঞ্চয় করে তা পুরো শীতকালে বসে বসে খেতে পারে। ধৈর্যশীল মানুষ জীবনে উন্নতি করতে পারে। ধৈর্য ছাড়া কেউ উন্নতি করতে পারে না।
মহামানবদের জীবন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, তাদের জীবন ধৈর্য ও সহিষ্ণুতার গুণে পরিপূর্ণ। ধৈর্যশীল মানুষেরা জ্ঞানার্জনের কঠিন সংগ্রামে স্থির থাকতে পারেন বলে তাদের পক্ষে জীবনে উন্নতি করা সম্ভব হয়। যারা বিপদে ধৈর্যহারা না হয়ে মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারেন তারাই বিপদকে জয় করতে পারেন। তাদের যতো সহ্য গুণ তাদের ততো উন্নয়ন, ততোই তাদের উন্নতির স্থায়িত্ব।
মন্তব্য: জগতে সহনশীলরাই টিকে থাকে।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url