একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য গুলো বিস্তারিত জেনে নিন

প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য গুলো বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য গুলো বিস্তারিত জেনে নিন
অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অন্যতম রূপ হল ‘একচেটিয়া বাজার’। একচেটিয়া বাজার-এর ইংরেজী প্রতিশব্দ হল ‘Monopoly’. Mono শব্দের অর্থ একমাত্র Poly শব্দের অর্থ বহু। কাজেই শব্দগত অর্থের দিক থেকে বলা যায়, যে বাজার একজন মাত্র উৎপাদক বা বিক্রেতা থাকে এবং বহু সংখ্যক ক্রেতা বা ভোক্তা থাকে তাকে বলা হয় একচেটিয়া বাজার। একচেটিয়া বাজারে একজন মাত্র উৎপাদক বা বিক্রেতা থাকে। ফলে এই বাজারে অবাধে ফার্মের প্রবেশ বা প্রস্থানের সুযোগ নেই। 

আবার, এই বাজারে একচেটিয়া ফার্ম যে দ্রব্য বা পণ্য উৎপাদন করে তার কোন নিকট বিকল্প দ্রব্য বা পণ্য থাকে না। একচেটিয়া বাজারে উৎপাদকই দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করে। বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে একচেটিয়া বাজারের সংজ্ঞা প্রদান করেছেন। যেমন অর্থনীতিবিদ Stigler এর মতে, Monopoly is such a firm producing a commodity of which there are no close substitutes. অর্থাৎ, একচেটিয়া বাজার হল এমন একটি ফার্ম যা একটি পণ্য উৎপাদন করে যার কোনো নিকট পরিবর্তক নেই।

একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য

১। একজন মাত্র উৎপাদক বা বিক্রেতা: একচেটিয়া বাজারে একটিমাত্র ফার্ম বা উৎপাদক বাজারের সম্পূর্ণ দ্রব্য উৎপাদন ও বিক্রয় করে থাকে।

২। যোগানের উপর পূর্ণ নিয়ন্ত্রণ: একচেটিয়া ফার্ম যে দ্রব্যটি উৎপাদন করে সেই দ্রব্যটি অন্য কেউ উৎপাদন বা বিক্রয় করে না। ফলে আলোচ্য দ্রব্যের যোগানের উপর একচেটিয়া ফার্মের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে।

৩। দ্রব্যের দামের উপর নিয়ন্ত্রণ: একচেটিয়া ফার্ম দ্রব্যের যোগান সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণ করে। ফলে, যোগান হ্রাস বৃদ্ধির মাধ্যমে একচেটিয়া কারবারী দ্রব্যের বাজার দাম নিয়ন্ত্রণ করতে পারে।

৪। নিকট পরিবর্তক দ্রব্যের অনুপস্থিতি: একটি একচেটিয়া ফার্ম যে দ্রব্যটি উৎপাদন করে অন্য কোন ফার্ম ঐ দ্রব্য উৎপাদন করে না। ফলে, আলোচ্য দ্রব্যের কোন নিকট পরিবর্তক দ্রব্য বা বিকল্প দ্রব্য থাকে না।

৫। শিল্পে প্রবেশ বাধা: একচেটিয়া বাজারে একটি মাত্র ফার্ম কোনে শিল্পের অধীনে সমস্ত দ্রব্য উৎপাদন ও বিক্রয় করে। ফলে, আলোচ্য শিল্প কোন নতুন ফার্মের প্রবেশ বা প্রস্থানের সুযোগ থাকে না।

৬। বিজ্ঞাপন অনুপস্থিত: একচেটিয়া বাজারে কোন প্রতিযোগি ফার্ম বা উৎপাদক না থাকায় এই বাজারে প্রতিযোগিতামূলক বিজ্ঞাপন প্রচারের প্রয়োজন হয় না।

৭। উৎপাদন উপকরণ পূর্ণ গতিশীল নয়: একচেটিয়া বাজারে যে ফার্ম যে দ্রব্য উৎপাদন করে সেই দ্রব্যের উপযোগী উপকরণ ঐ ফার্মেই ব্যবহৃত হয়। অন্য কোনো ফার্মে এই সমস্ত উপকরণ খুব একটা ব্যবহৃত হয় না। ফলে, একচেটিয়া বাজারে উপকরণসমূহ সম্পূর্ণভাবে গতিশীল হয় না।

৮। অস্বাভাবিক মুনাফা অর্জন: একচেটিয়া কারবারীর কোনো প্রতিদ্বন্দ্বি থাকে না। আবার, দ্রব্যের দামের উপর একচেটিয়া কারবারীর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। ফলে, ইচ্ছামত দ্রব্যের দাম নির্ধারণ করে একচেটিয়া কারবারী সবসময় অস্বাভাবিক মুনাফা অর্জন করার চেষ্টা করে।

৯। ফার্ম এবং যোগান রেখা একই: একচেটিয়া বাজারে একটি মাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান বা ফার্ম শিল্পের মোট যোগান দিয়ে থাকে। ফলে একচেটিয়া বাজারে ফার্মের যোগান রেখাই শিল্পের যোগান রেখা হিসেবে গণ্য হয়।

১০। দাম নির্ধারণে প্রতিযোগিতা অনুপস্থিত: পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা এবং বিক্রেতা দরকষাকষি করে ভারসাম্যমূলক দাম নির্ধারণ করে। কিন্তু, একচেটিয়া বাজারে ক্রেতার সংখ্যা অসংখ্য হলেও বিক্রেতা থাকে একজন। ফলে এই বাজারে দ্রব্যের দাম নির্ধারণের ক্ষেত্রে কোন দরকষাকষি বা প্রতিযোগিতা হয় না। বরং উৎপাদক বা বিক্রেতা তাঁর ইচ্ছামত দ্রব্যের দাম নির্ধারণ করে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url