যান্ত্রিক বেকারত্ব কাকে বলে? বিস্তারিত জেনে নিন

বর্তমান বিশ্বে বেকারত্ব একটি মৌলিক সমস্যা। পৃথিবীর সব দেশেই কম-বেশি বেকারত্ব বিদ্যমান। তবে সব দেশের বেকারত্বের ধরন এক রকম নয়। বিভিন্ন দেশে বিভিন্ন প্রকারের বেকারত্ব থাকতে পারে। এসব বেকারত্বকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যথা; (১) আকস্মিক বেকারত্ব, (২) মৌসুমি বেকারত্ব, (৩) যান্ত্রিক বেকারত্ব, (৪) সংঘাতজনিত বেকারত্ব, (৫) কাঠামোগত বেকারত্ব, (৬) বাণিজ্য চক্রজনিত বেকারত্ব (৭) প্রচ্ছন্ন বা ছদ্মবেশি বেকারত্ব।
যান্ত্রিক বেকারত্ব কাকে বলে? বিস্তারিত জেনে নিন

যান্ত্রিক বেকারত্ব কাকে বলে?

অনেক সময় নতুন নতুন যন্ত্রপাতি ও কলাকৌশল আবিষ্কৃত হবার দরুন উৎপাদন পদ্ধতির পরিবর্তন ঘটে। ফলে অনেক পুরাতন শ্রমিক নতুন কলাকৌশল না জানার জন্য কাজ হতে বাদ যায় এবং এরূপে তারা বেকার হয়ে পড়ে। যেমন কাপড়ের কলে সাধারণ যন্ত্রের স্থলে স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবহার করলে অনেক শ্রমিক বেকার হয়ে পড়ে। এরূপ বেকারত্বকে যান্ত্রিক বেকারত্ব (Technological Unemployment) বলা হয়।

আকস্মিক বেকারত্ব কাকে বলে?

শিল্প, ব্যবসা-বাণিজ্য প্রভৃতির অবস্থা সব সময় এরূপ থাকে না। কোন কোন সময় তাদের অবস্থা ভাল থাকে, আবার কোন কোন সময় মন্দা দেখা যায়। যখন তাদের অবস্থা ভাল থাকে তখন তাদিগকে অধিক শ্রমিক নিয়োগ করে উৎপাদন বাড়াতে হয়। কিন্তু যখন ব্যবসায়ে মন্দা আসে তখন সব শ্রমিককে কাজে নিয়োজিত রাখা সম্ভব হয় না। কিছু সংখ্যক শ্রমিক কাজ হতে বাদ পড়ে এবং এরূপে তারা সাময়িকভাবে বেকার হয়ে পড়ে। এভাবে ব্যবসা-বানিজ্যে শ্রমের চাহিদা ও যোগানের মধ্যে আকস্মিক উঠা-নামার ফলে সমাজে অনেক সময় বেকারত্বের উদ্ভব হয়। এরূপ বেকারত্বকে আকস্মিক বেকারত্ব বা সাময়িক বেকারত্ব ( Casual or temporary unemployment) বলা হয়।

মৌসুমি বেকারত্ব কাকে বলে?

কোন কোন শিল্পে বছরে মাত্র কয়েকমাস কাজ হয় এবং অবশিষ্ট সময় কোন কাজ থাকে না। যেমন; কৃষিকাজঃ পাট ও চিনির কলে বছরে একটি নির্দিষ্ট সময়ই কেবল কাজ থাকে, অন্য সময়ে সেখানে কোন কাজ থাকে না। এ সব ক্ষেত্রে যে সব শ্রমিক কাজ করে তারা নির্দিষ্ট সময় ব্যতিত অন্য সময় বেকার তাকে। এরূপ বেকারত্বকে মৌসুমি বেকারত্ব (Seasonal unemployment) বলা হয়।

সংঘাতজনিত বেকারত্ব কাকে বলে?

অনেক সময় শ্রমিক এক কাজ ছেড়ে অন্য কাজ বা এক পেশা ছেড়ে অন্য পেশা গ্রহণ করতে চায়। কিন্তু এক পেশা ছেড়ে অন্য পেশা গ্রহণ করতে হলে কিছু সময়ের প্রয়োজন হয়। উক্ত সময়ে শ্রমিক বেকার থাকে। এরূপ বেকারত্বকে সংঘাতজনিত বেকারত্ব (Frictional unemployment) বলা হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url