রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী, ভাড়া ও অনলাইন টিকিট কাটার নিয়ম
প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী, ভাড়া ও অনলাইন টিকিট কাটার নিয়ম বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে রাজশাহী টু ঢাকা, এবং ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী, ভাড়া ও অনলাইন টিকিট কাটার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
রাজশাহী থেকে ঢাকার রেললাইনটি বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার মেরুদণ্ড। এই রুটটি মূলত বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু) হয়ে ঢাকাকে সংযুক্ত করে। বর্তমানে এই রুটে চলাচলকারী ট্রেনগুলো আধুনিক এবং অধিকাংশ কোচই ইন্দোনেশিয়া বা ভারত থেকে আমদানিকৃত। রাজশাহী থেকে ঢাকা রুটে ট্রেন ভ্রমণ উত্তরবঙ্গের মানুষের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং আরামদায়ক মাধ্যম। পদ্মা সেতু ও আধুনিক রেলসেবার কল্যাণে এই রুটে এখন বেশ কিছু দ্রুতগামী ও বিলাস-বহুল ট্রেন চলাচল করছে।
নিচে রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী, টিকিটের মূল্য এবং ভ্রমণ নির্দেশিকা নিয়ে একটি বিস্তারিত আলোচনা করা হলো।
রাজশাহী টু ঢাকা ট্রেনের তালিকা Rajshahi to Dhaka
ট্রেনে ভ্রমন করা বাংলাদেশ পেক্ষাপটে খুব আরামদায়ক ও নিরাপদ। ট্রেনে ভ্রবনের মাধ্যমে শরীরে কোনো ধরনের ক্লান্তি আসেনা। আবার ট্রেনে ভ্রমন করার ফলে কোনো রকমের জ্যাম ছাড়ায় নিজ গন্তব্য সময় মতো পৌঁছানো সম্ভব হয়। আবার ভাড়াও কম। সেজন্য বেশিরভাগ মানুষ ট্রেনে যাতায়াত করে থাকে। বর্তমান রাজশাহী টু ঢাকা আন্তনগর এক্সপ্রেস ট্রেন চলাচল করে মোট পাঁচটি। সেই ট্রেন গুলো হলোঃ
১। আন্তনগর বনলতা এক্সপ্রেস।
২। আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেস।
৩। আন্তনগর মধুমতি এক্সপ্রেস।
৪। আন্তনগর পদ্মা এক্সপ্রেস।
৫। আন্তনগর ধুমকেতু এক্সপ্রেস।
রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী
১। আন্তনগর বনলতা এক্সপ্রেস (৭৯২): ছাড়ার সময় সকাল ০৭:০০ পৌঁছানোর সময় ১১:৩০। ছুটির দিন শুক্রবার।
২। আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৪): ছাড়ার সময় সকাল ৭:৪০ পৌঁছানোর সময় দুপুর ১:১০ মিনিট। ছুটির দিন রবিবার।
৩। আন্তনগর মধুমতি এক্সপ্রেস (৭৫৬): ছাড়ার সময় সকাল ৮:০০ পৌঁছানোর সময় দুপুর ২:০০টা ছুটির দিন বৃহস্পতিবার।
৪। আন্তনগর পদ্মা এক্সপ্রেস (৭৬০): ছাড়ার সময় বিকাল ৪:০০ পৌঁছানোর সময় রাত ৯:১৫ মিনিট। ছুটির দিন মঙ্গলবার।
৫। আন্তনগর ধুমকেতু এক্সপ্রেস (৭৭০): ছাড়ার সময় রাত ১১:২০ পৌঁছানোর সময় ভোর ৪:৪৫। ছুটির দিন শনিবার।
রাজশাহী টু ঢাকা ট্রেন ভাড়া ২০২৬
রাজশাহী থেকে ঢাকা রুটে ট্রেনের ভাড়া নির্ধারিত হয় মূলত আসনের ধরন বা ক্লাসের ওপর ভিত্তি করে। বাংলাদেশ রেলওয়ের তথ্যমতে, এই রুটে সাধারণ যাত্রীদের জন্য সবচেয়ে সাশ্রয়ী মাধ্যম হলো শোভন চেয়ার, যার ভাড়া সাধারণত ৩৪০ থেকে ৪৯৫ টাকার মধ্যে থাকে ভ্যাট বাদে। যারা একটু আরামদায়ক এবং শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে ভ্রমণ করতে চান, তাদের জন্য রয়েছে স্নিগ্ধা (এসি চেয়ার), যার ভাড়া ৬৬০ টাকা থেকে শুরু করে ১,০০০ টাকার কাছাকাছি হতে পারে।
এছাড়া দীর্ঘ ভ্রমণে ঘুমানোর সুবিধার জন্য এসি বার্থ বা কেবিনের ব্যবস্থা রয়েছে, যেগুলোর ভাড়া ১,২০০ টাকা থেকে ১,৬০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। উল্লেখ্য যে, বিরতিহীন ট্রেন যেমন বনলতা এক্সপ্রেসের ভাড়া অন্যান্য ট্রেনের তুলনায় কিছুটা বেশি হতে পারে কারণ এতে অতিরিক্ত খাবারের চার্জ বা বিরতিহীন সুবিধার মাশুল যুক্ত থাকে। এছাড়া অনলাইন বা অ্যাপের মাধ্যমে টিকিট কিনলে প্রতি আসনের জন্য অতিরিক্ত ২০ টাকা সার্ভিস চার্জ প্রদান করতে হয়।
আন্তনগর বনলতা এক্সপ্রেস (৭৯২) ভাড়ার তালিকা
১। শোভন চেয়ার: ভ্যাট বাদে ৪৯৫ টাকা।
২। স্নিগ্ধা (এসি চেয়ার) ভ্যাট সহ ৯৪৯ টাকা।
৩। এসি বার্থ কেবিন ভ্যাটসহ ১১৩৯ টাকা।
আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৪) ভাড়ার তালিকা
১। শোভন চেয়ার ভ্যাট বাদে ৪৫০টাকা।
২। স্নিগ্ধা (এসি চেয়ার) ভ্যাট সহ ৮৬৩ টাকা।
৩। এসি বার্থ কেবিন ভ্যাটসহ ১০৩৫ টাকা।
আন্তনগর মধুমতি এক্সপ্রেস (৭৫৬) ভাড়া তালিকা
১। শোভন চেয়ার ভ্যাটবাদে ৫৮৫ টাকা।
২। এসি সিট ভ্যাটসহ ১৩৪০।
আন্তনগর পদ্মা এক্সপ্রেস (৭৬০) ভাড়ার তালিকা
১। শোভন চেয়ার ভ্যাটবাদে ৪৫০ টাকা।
২। স্নিগ্ধা এসি চেয়ার ভ্যাটসহ ৮৬৩ টাকা।
৩। এসি বার্থ কেবিন ভ্যাটসহ ১৫৯৭ টাকা।
আন্তনগর ধুমকেতু এক্সপ্রেস (৭৭০) ভাড়ার তালিকা
১। শোভন চেয়ার ভ্যাটবাদে ৪৫০ টাকা।
২। স্নিগ্ধা এসি চেয়ার ভ্যাটসহ ৮৬৩ টাকা।
৩। এসি সিট ভ্যাটসহ ১০৩৫ টাকা।
রাজশাহী টু ঢাকা ট্রেনের অনলাইন টিকিট কাটার নিয়ম
রাজশাহী থেকে ঢাকা রুটের ট্রেনের টিকিট এখন অনলাইনে কাটা খুবই সহজ। আপনি বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট বা ‘Rail Sheba’ অ্যাপ ব্যবহার করে টিকিট কাটতে পারবেন।
নিচে ধাপে ধাপে অনলাইন টিকিট কাটার নিয়ম গুলো দেওয়া হলো:
প্রথমেই আপনাকে অ্যাকাউন্ট তৈরি (রেজিস্ট্রেশন) করতে হবে আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট না থাকে। তার জন্য বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট eticket.railway.gov.bd এ যান অথবা 'Rail Sheba' অ্যাপটি ডাউনলোড করুন। 'Register' বাটনে ক্লিক করুন। আপনার মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর এবং জন্ম তারিখ দিয়ে ভেরিফাই করুন। স্থায়ী ঠিকানা এবং একটি পাসওয়ার্ড সেট করে অ্যাকাউন্টটি সম্পন্ন করুন। ট্রেন ও আসন নির্বাচন লগইন করার পর নিচের ধাপগুলো অনুসরণ করুন: From: বক্সে ‘Rajshahi’ লিখুন। To: বক্সে ‘Dhaka’ লিখুন। Date of Journey: যে তারিখে ভ্রমণ করতে চান সেটি সিলেক্ট করুন।
Choose Class: আপনার পছন্দমতো ক্লাস (যেমন: Snigdha, Shovon Chair, AC_S) নির্বাচন করুন।সবশেষে 'Find Ticket' বাটনে ক্লিক করলে ওই দিনের সব ট্রেনের তালিকা দেখতে পাবেন। আসন নিশ্চিত করার পর পছন্দের ট্রেনের পাশে 'View Seats' বাটনে ক্লিক করুন। আপনার পছন্দের সিট সিলেক্ট করুন। 'Continue Purchase' বাটনে ক্লিক করুন। পেমেন্ট বা টাকা পরিশোধ আপনার যাত্রীর বিবরণ দেখে নিন। পেমেন্ট মেথড হিসেবে বিকাশ (Bkash), নগদ (Nagad), রকেট (Rocket) বা ডেবিট/ক্রেডিট কার্ড সিলেক্ট করুন।
পেমেন্ট সম্পন্ন হওয়ার পর আপনার ইমেইলে একটি অনলাইন কপি চলে আসবে এবং অ্যাপের 'History' সেকশনেও টিকিটটি পাবেন। এভাবে খুব সহজেই আপনি ঘরে বসে থেকে রাজশাহী টু ঢাকা ট্রেনের অনলাইনে টিকিট কাটতে পারবেন।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url