পাসওয়ার্ড কি? বিস্তারিত জেনে নিন

পাসওয়ার্ড কি?

সাধারণত পরিবারের সবাই বাড়ির বাইরে বেড়াতে গেলে আমরা বাড়ির দরজায় তালা লাগিয়ে যাই। কেন আমরা বাড়ির দরজায় তালা লাগিয়ে যায়? নিশ্চয় বাড়ির নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এখন আসলে চিন্তা করা যাক তালা জিনিসটা আসলে কি? যে কেউ যেকোনো চাবি দিয়ে আমাদের বাড়ির তালাটি খুলতে পারে না। কারণ প্রত্যেকটি তালার জন্য ভিন্ন ভিন্ন চাবি রয়েছে। এক তালার চাবি দিয়ে অন্য একটি তালা খোলা যায় না। এভাবে আমরা তালা দিয়ে আমাদের বাড়িসহ অন্যান্য জিনিসের নিরাপত্তা নিশ্চিত করি। এখন অবশ্য নম্বর দেওয়া এক ধরনের তালা দেখা যায়, যেখানে নম্বর মিলিয়ে তালাটি খুলতে হয়।
পাসওয়ার্ড কি? বিস্তারিত জেনে নিন
এক্ষেত্রে নম্বরটি চাবির কাজ করে। কিন্তু ডিজিটাল প্রযুক্তির এ যুগে আরো অনেক কিছুর নিরাপত্তা নিয়ে আমাদের চিন্তা করতে হয়। আইসিটির এ যুগে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য, উপাত্ত ও সফটওয়্যার নিরাপত্তায় এক ধরনের তালা দিতে হয়। আর এ তালার নাম পাসওয়ার্ড। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এখন সবখানে। আমাদের দেশেও এর ব্যতিক্রম নয়। এর প্রসার যত বাড়ছে নিরাপত্তার প্রশ্নটি তত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমাদের ব্যক্তিগত সকল তথ্য যেমন ব্যাংক একাউন্ট, আয়করের হিসাব, চাকরির বিভিন্ন তথ্য ইত্যাদি ছাড়াও নানা তথ্য-উপাত্ত এখন ডিজিটাল ব্যবস্থার আওতায় চলে এসেছে। 

এছাড়াও আমাদের আইসিটি যন্ত্রপাতি যেমন-কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট কিংবা মোবাইল ফোনগুলো সফটওয়্যার দ্বারা পরিচালিত হয়। আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি তখন পৃথিবীর যেকোনো প্রান্তের কম্পিউটার বা আইসিটি যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারি। এর মাধ্যমে আমাদের বক্তিগত গোপনীয় তথ্যও অন্যের কাছে চলে যেতে পারে কিংবা কেউ আমাদের যন্ত্রের সফটওয়্যারের ক্ষতি করতে পারে। এ অবস্থা থেকে রক্ষা পেতে আমাদের নিরাপত্তা প্রয়োজন। এসব তথ্য ও আমাদের যন্ত্রের সফটওয়্যারসমূহ রক্ষা করতে পাসওয়ার্ডের কোনো বিকল্প নাই। পাসওয়ার্ড থাকলে যে কেউ ইচ্ছা করলেই আমাদের তথ্য নিতে পারবে না বা ক্ষতি করতে পারবে না। 

তবে এখানে একটি কথা অবশ্যই জেনে রাখতে হবে যদি কেউ বুদ্ধি খাটিয়ে আমরা যে পাসওয়ার্ড দিয়েছিলাম তা ধরে ফেলতে পারে তাহলে সে আমাদের সকল তথ্য নিয়ে নিতে পারবে। তথ্য নষ্ট করতে চাইলে নষ্ট করতে পারবে। অনেকটা ডুপ্লিকেট চাবি বানিয়ে তালা খুলার মতো। তাই পাসওয়ার্ড তৈরি করতে হবে আমাদের ইউনিক করে যেন কেউ ইচ্ছা করলেই আমাদের পাসওয়ার্ডটি জানতে না পারে।

ইউনিক পাসওয়ার্ড তৈরি করার নিয়ম

১। নিজের বা পরিবারের কারো নাম বা ব্যক্তিগত কোনো তথ্য সরাসরি ব্যবহার না করা। যদিও পাসওয়ার্ড মনে রাখার ক্ষেত্রে এটি আমাদের সাহায্য করে থাকে।

২। সংখ্যা, চিহ্ন ও শব্দ ব্যবহারের ক্ষেত্রে ছোট হাতের অক্ষর ও বড় হাতের অক্ষর মিশিয়ে দিলে পাসওয়ার্ডটি ইউনিক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এতে পাসওয়ার্ডটি সম্পর্কে অন্যের ধারণা করা অনেক কঠিন হয়।

৩। পাসওয়ার্ডটি অবশ্যই একটু বড় আকারে দেওয়ার চেষ্টা করতে হবে। যেন অন্য কেউ সেই সম্পর্কে ধারণা করতে না পারে।

৪। বেশিরভাগ মানুষ 123456 বা 654321 বা abcdef এ ধরনের পাসওয়ার্ড তৈরি করে। ফলে পাসওয়ার্ড জেনে যাওয়া বা ধরে ফেলা সহজ হয়। এ রকম পাওয়ার্ড কখনই তৈরি করা যাবে না। এ রকম পাওয়ার্ড ব্যবহার করলে খুব খহজেই যে কেউ গোপনীয় তথ্য জেনে নিতে পারে। তাই আমাদের পাসওয়ার্ড তৈরি করার সময় সতর্ক থাকতে হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url